Bari Siddiqui | Shua Chan Pakhi | শুয়া চাঁন পাখি | Official Video Song
ฝัง
- เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
- Sangeeta presents official video song "Shua Chan Pakhi" sung by Bari Siddiqui.
The official song has brought to you by great Bangladeshi music label Sangeeta for our beloved bengali music lovers in 2021.
Enjoy and share the official music video with your loved ones.
Please SUBSCRIBE to our channel to get more new updates: bit.ly/Sangeeta
Song: Shua Chan Pakhi | সোয়া চাঁন পাখি | Official Video Song
Singer: Bari Siddiqui
Lyric & Tune: Ukil Munshi
Color: Aminur Hossain
Director: Al-Amin
Label: Sangeeta
♦Top 20 Music Videos:
bit.ly/Top20Mus...
♦23 Best Audio Albums:
bit.ly/23BestAu...
♦Best of Imran Mahmudul:
bit.ly/BestofImran
♦Bari Siddiqui Hit Songs:
bit.ly/BestofBa...
♦Momtaz Hit Songs:
bit.ly/MomtazHi...
►Like us on Facebook: / sangeetamusicbd
►Follow us on Twitter: / sangeetamusicbd
►Site: sangeeta-pod.b...
© Sangeeta ** WARNING ** All contents of the channel are reserved for Sangeeta, Bangladesh.
#ShuaChanPakhi #BariSiddiqui #Sangeeta2021 @SangeetaMusicBD - บันเทิง
রাত ২:৯বাঝে গান টা সুনতেছি,, আহারে,, কতো গভির ভাবনা, গভির এক টান,, শরীরটা শীউরে উঠছে,,,বারী ভাই বেঁচে থাকুক তার প্রতিটি,,, রাত জাগা,,, গান পাগল স্রোতাদের মাঝে,,🥰🥰🌹🙏
clop
নেত্রকোনা গ্রাম অঞ্চলে খুব আঞ্চলিক ভাষা সোয়া শব্দ , সোয়া শব্দ হলো শুয়ে আছি অথবা শুয়ে থাকা, শুয়ে আছে আমার চান পাখি, তাই বাউল লিখেছে সোয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি
এই গানের গল্পটা বাস্তব জীবন থেকে নেয়া ❤️ স্বামী স্ত্রীর মধ্যে কতটুকু ভালবাসা 💖💘💝 থাকলে এমন একটি গান লেখা যায় ! উকিল মুন্সির স্ত্রীর মৃত্যু খবর শুনে যখন উনি আসেন ! ঠিক ততক্ষণে উনার স্ত্রীর জানাজা হয়ে যায় ! শুধুমাত্র স্ত্রীকে এক নজর দেখার জন্য ! যখনিই কাফনের কাপড় সরিয়ে মুখ খানা দেখেন ! ঠিক তখনই গেয়ে ওঠেন..... সোয়া চান পাখি....... আমি ডাকিতেছি পাখি..... তুমি ঘুমাইছ নাকি !! যুগে যুগে বেঁচে থাক এমন স্বামী স্ত্রীর ভালোবাসা 💖💘💖 লাভ ইউ বস উকিল মুন্সি +......বারী সিদ্দিকী
আমার প্রিয় গায়ক নায়ক দুইটাই খুব ভালবাসি আংকেল কে
কে কে 👤 হজরত মুহাম্মদ সাঃ কে 🇸🇦🇸🇦 ভালোবাসো ➡➡➡➡➡ ????? »~√√•»•••• কে কে 🇸🇦 ? 🇸🇦 ? 🇸🇦 ? 🇸🇦
Ami
এই গান শুনলে ভালোবাসার মানে বোঝা যায়। ভালোবাসা অবহেলিত তো মানুষগুলো, আমার মতন এই গান শুনে।
যতবার নোটিফিকেশন আসবে, ততবার এই গানটা আমি শুনবো, আর ভালোবাসার মানুষ কেউ, অনুভব করব।
😢😢
খুব কষ্ট হচ্ছে 😢😢😢😢😢😢😢
আমি টাঙ্গাইল জেলা থেকে বলছি, আমার যতবার এই গানটা শোনা হয়েছে , ততবারই আমার,,,,
ভাই ভালো থাকবেন বেশি করে গান টি শুনবেন
এই গানটি শুনলে শরিল কেপে ওঠে। আমরা চলে যাব গানটি থাকবে চিরকাল। ভালোবাসার আরেক নাম বারিক সিদ্দিকি।
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤প
Kub sundor akta gan
সত্যি ই ষদি,,
এমন দিনটা আসতো,
খুব তাড়াতাড়ি , , তাহলে দুনিয়ায় দুঃখ কষ্ট থেকে,, ,, 😢
দাত থাকতে কেউ দাতের কদর করেনা,,,😢😢😢😢
২০২৪ সালে গানটি শুনলাম। স্মৃতি হিসাবে ২০৫০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম। দেখি কতগুলো লাইক পড়ে।
same to you
ট@@mdjahangiralam885
@@mdjahangiralam885❤❤❤
আল্লাহ যেন সামি ইস্ত্ৰি এহোকাল পরোকালে একই সুতায় বেধে রাখে এই ভালোবাসার গল্প যেন কবু সেশ না হয় ❤❤❤❤ 🎉
এই সব গান হাজার বছর অমর হয়ে থাকবে,, শুনলে আলাদা একটা অনুভূতি কাজ করে 😢❤
সোয়া চান পাখী, তোমাকে পেয়েগেলে হই তো এই গানটি সোনা হত না, গানটি শুনে তোমার কথা খুব মনে পড়ে গেলো, ভালো থেকো সুখে থেকো সোনার ময়না পাখী।
Hmm
তোমাকে যদি পেয়ে যেতাম তাহলে এইরকম এতো সুন্দর গান কখনওই শোনা হতো নাহ
সঙ্গীত ভুবনে আমাদের একজন বারী সিদ্দিক স্যার ছিলেন।
একটা মানুষকে প্রচুর ভালোবাসতাম, এখনো বাসি। কিন্তু বেইমান টা আমায় বুঝলো না।
হয়তো আর কোন দিন সে আমার জিবনে ফিরে আসবে না কারন সে চলে গেছে না ফেরার দেশে পদ্মা ব্রিজ চালু হওয়ার ২ দিন আগে এই গানটা শুনলে আমার কলিজাতে লাগে ১৪ টা বছর সে আমার সাথে সংসার করেছে ২ টা ছেলে রেখে গেছে 😭😭😭
বারি সিদ্দিকী স্যারকে চিনা এবং ভালোবাসার একমাত্র কারণ এই "সোয়া চান পাখি" গানটি।
এই গানটা আমার দাদা শুনেছে তারপর আমার বাবা শুনেছে এখন আমি শুনি আমি যখন থাকবো না তখন আমার সন্তানেরা শুনবে,কমেন্টা রেখে গেলাম তাদের জন্য।
গানটা কলিজায় লাগে😢
চলে গেছে 2017 সালে না ফেরার দেশে আর আমি কমেন্ট করলাম 2023 আমি ও একদিন থাকবোনা
এভাবে আমাদের কাঁদিয়ে চলে যাবেন বারী সিদ্দিকী স্যার জানা ছিল না ❤
এই গানটি শুনলে আমার পুরাতন স্মৃতি মনে পড়ে যায় আমার মনের মানুষ সে এখন অন্যের ঘরে দোয়া করি আল্লাহ যেন সব সময় তাকে ভালো রাখে
গানটি শুনলে আমার শরীর কাটা দিয়ে উঠে।
১২০ বছর পড়ে কেউ হয়তোবা আমার কমেন্টটা পড়বে😊তখন আমি পৃথিবী নামক জায়গা থেকে চিরো বিদায় নিবো😢
আহারে বাংলা ভাষা মুছে আগামী ৫০ বছর
এখানে তো ১০০ বা ১৩০ হতে পারতো
১২০ ই কেনো 🤣🤣
ভাই বেঁচে আছেন
সবার যেতে হবে পৃথিবীর সকল মায়া ত্যাগ করে
১২০ পরে ছেলে মেয়েরাএই গান শুনবে না।
আজ আছি, কাল নাও থাকতে পারি।
এই গানটা শুনলে চোখের পানি ধরে রাখা অসম্ভব যতবারই শুনেছি চোখের পানি ধরে রাখতে পারিনি,,,বারি সিদ্দিকি একজনই আর কেউ হতে পারবেনা
wyiillpp8p
বাংলাদেশের কিংবদন্তি শিল্পী প্রয়াত শ্রদ্ধেয় বারী সিদ্দিকী, ভাটি বাংলার গানের প্রাণ ভ্রমর,এই গানের রচয়িতা শ্রদ্ধেয় উকিল মুন্সির প্রিয় স্ত্রীর মৃত্যু-কে কেন্দ্র করে লেখা ও সুরে গানটি-কে চমৎকার করে ফুটিয়ে তুলেছেন শিল্পী ও কলাকুশলীগণ। এমন চমৎকার গান উপহার দেওয়ার জন্য আপনাদের নিকট আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করছি। 🙏
সৃষ্টি যার এত সুন্দর তিনি যেন কত মহান ছিলেন ভালো থাকবেন স্যর ওপারে।
ভালোবাসার মানুষগুলো যেন পরকালেও একসাথে থাকে।😢😢😢
😢😢😢
স্মৃতি সরূপ কমেন্ট করলাম,
আর এখন ভাল চাকরির অভাবে কত ভালবাসা হারিয়ে যায়.....
সবার প্রতি মায়া থাকুক...
শুয়া চাঁন পাখি
আমার শুয়া চাঁন পাখি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি
তুমি-আমি জনম ভরা ছিলাম মাখামাখি
তুমি-আমি জনম ভরা ছিলাম মাখামাখি
আজি কেন হইলে নীরব, মেলো দু'টি আঁখি রে পাখি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি
বুলবুলি আর তোতা, ময়না, কত নামে ডাকি
তোরে কত নামে ডাকি
শিকল কেটে চলে গেলে
কারে লইয়া থাকি রে পাখি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি
তোমার-আমার এই পিরিতি চন্দ্র-সূর্য সাক্ষী
তোমার-আমার এই পিরিতি চন্দ্র-সূর্য সাক্ষী
হঠাৎ করে চলে গেলে, বুঝলাম না চালাকি রে পাখি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি
শুয়া চাঁন পাখি
আমার শুয়া চাঁন পাখি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হত না প্রিয় উর্মি😢স্মৃতি রেখে গেলাম...যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয় উর্মি😔😢😭২৭/০৩/২০২৩ শে শুনছি=(২০৫০ সালে নতুন প্রজন্মদের জন্য স্মৃতি হিসাবে রেখে গেলাম,,কোন একদিন হয়তোবা তাঁরাও শুনবে আর আমাদেরকে মিস করবে..😭
😢😢😢
হটাধ অনেক দিন পর এই গানটা মনে পরলো তাই শুনতেছি শুয়ে শুনতেছি
সুইটি কে আমি অনেক ভালোবাসি আপনারা সবাই দোয়া করবেন যেন তাকে আমি বিয়া করতে পারি,,,,,❤❤❤my love s❤!!! 2024
এই গানটা যতবার শুনি ততবার কোথায় যেন হারিয়ে যাই। আবারো শুনতে ফিরে আসি।
ছোট্ট বেলে আমার কাকা এই গান রেডিওতে বাজাইতো আমি শুনতাম তবে ঐ গানের মানে বুঝতাম শুধু জানি ভালো লাগতো আজ আমার কাকা দূনিয়াতে নাই তবে এই গানে আমি আমার কাকার সৃতি খুজে পাই।কেনও মানুষ চলে জায়। 😥😥😥
গানের সাথে জীবন এর মিল হয়ে গেল,আমার কলিজাটা আমাকে ছেড়ে পরবারে চলে গেছে
আসলে কিছু কিছু গান থাকে যেগুলো মনে গেঁথে রাখতে না চাইলেও গেঁথে যায়,,😢😢😢
বহ বছর পরে হয়তো কেউ আমার কমেন্ট দেখবে কিন্তূ তারা এই গানের মহত্ব বুজবে না
1:45 ❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
এই গান গুলো চিরস্মরণীয় হয়ে থাকবে ।
❤❤❤❤
কেনো মাহাত্ব বুঝবেনা এই গান গুলো তো অনেক ভালো লাগে
ওপারে ভালো থাকবেন হে প্রিয়❤
আমাদের নেত্রকোনা জেলায় এমন শিল্পি আর আসবে না খকনো
The best song of Bari siddiki🥰🥰🥰
সবাই আগে পিছে চলে যাবো থেকে যাবে আমাদের স্মৃতি গুলো
আমাদের অতিথ কত সুন্দর ছিল আজকে তা ভেঙ্গে চুরমার গান টা অতিথ টাকে মনে করিয়ে দেয়
স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কে মাধুর্যতার ঘন মুহূর্তের বিচ্ছেদ ঘটে গানটা তারই বহিঃপ্রকাশ। আজ হতে ১০০ বছর পরেও। মানুষের হৃদয়ে চির অমর হয়ে থাকবে গানটা।
আমার জীবনের শেষ নারী তুমি,আমার জীবনে আর কোন নারী আসবেনা,যতদিন বেঁচে থাকবো তোমাকে ভালো বাসবো,তুমি ভুলে থাকতে পারো, আমি পারবোনা😭😭😭😭
বন্ধু আমিও একটি মেয়েকে ভালোবাসতাম কিন্তু থাকে আমি কোন দিন ভুলতে পারবো না বন্ধু ♪ শুনে অনেক কেঁদেছি। মানুষ এতো নিস্ঠুর বন্ধু আগে জানতাম না বন্ধু।
❤
এরকম বিরহ বিচ্ছেদ গান শুনতে তো অনেক ভালো লাগে কিন্তু চোখের পানি ধরে রাখতে পারি না 😭😭
যে সব মানুষ বারী সিদ্দিকীর গান পছন্দ করেন এই গানটি দেখলে চোখের জল ধরে রাখতে পারবেন না।
আমিও একজন বারি সিদ্দিকের বক্ত
গানটি শুনে আমি অনেক কেদেছি বন্ধু
@@skrajamedia Qqqqqqqqqqqqqqq/1q1k(q
@@skrajamedia l
ঘঘ্রঈ চেয়ে বেশি ভালোবাসো খাাআা@@abirahmedshamim😊
বারী সিদ্দিকী স্যার এর গান গুলো খুব সুন্দর খুব মিস করি।😢😢
গানের সাথে,, ভিডিও টা,
খুবই মানাইছে,,
যে যাওয়ার সে চলে যায়, কিন্তু তার সৃতি গুলা রেখে যায়, তার ভালোবাসার মানুষ গুলার জন্য🙂
বারি সিদ্দিকী এই গান নতুন প্রজন্মের শিল্পী নোলক এর কন্ঠে প্রতিধ্বনিত হোক। আল্লাহ বারীসিদ্দীকির জন্য জান্নাতে একটু ঠাঁই করে দিন।আমীন।
আচ্ছা বারি সিদ্দিক কি মারা গেছেন
কমেন্টি টি রেখে গেলাম, হয় তো আমি একদিন থাকব না😢
কিন্তু আমার কমেন্টি থাকবে সারা জীবন 😢😢
Ai ganti 7 year age sune college life 😢 valobasar manustir jonno onek kanna korechilam..aj oi manustake sami hisebe peyechi..aj 7 year por onake pase rekhe ganta sunlam valolaglo
প্রয়াত কন্ঠ শিল্পী বারি সিদ্দিকীর গাওয়া একটি গান,
সোয়াচান পখি শুনলাম, খুব
, ভালো লাগলো । পরিবেশিত
গানটি শুনে আমি চোখের পানি
ধরে রাখতে পারলাম না। আমার মনের অজান্তে কখন
যেনো চোখের পানি গরিয়ে
পরছে বুঝতে পারিনি । গানটি
শুন্তে, শুন্তে কখন যেনো অন্য
জগোতে চলে গেছি ,
জানি না । গানটি শুনে মনটা ভোরে গেলো, খুব শান্তি পেলাম
ঞ
আসলেই ঠিক আছে, এই গানটা শুনে শুনে আমি তো ইমুশনাল হয়ে যাই
গানটি শুনলে তার কথা মনে পড়ে যায় আর তার সাথে ফেলে আসা স্মৃতি গুলো খুব মনে পড়ে 😢😢
বতমান শিল্পীদের গান এর কোনো অর্থ খুজে পাওয়া য়ায না
অথচ বারি সিদ্দিকী ওনার প্রতিটি গান এর অর্থ আছে যা মন ভরে যায় ❤❤❤
২০৫০ সালের জন্য কমেন্ট করে গেলাম পরের প্রজন্মের মানুষ হয়তো এই গানের মানেটা বুঝতে পারবে না একটা গান একটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে,,,,
তোমাকে মন ভরে একটু দেখার তৃষ্ণা আমার কোনোদিনও না মিটুক 🤗🤗
এই গান তার মর্ম তারাই বুজবে যারা প্রয়োজন হারিয়েছে🙂🙂
মরে যাওয়ার যন্ত্রণা সয়😢হারিয়ে যাওয়ার যন্ত্রণা আজীবন রয়ে যায় 😢
এতো কান্না পাচ্ছে কেনো?
চোখের পানি দরে রাখতে পারলাম না 😭😭😭😭😭😭😭
গানটা যতই শুনি ভালো লাগে হাজার হাজার বছর যখন শুনবে তখনই ভালো লাগবে
উকিল মুন্সীর গান মানেই অন্যরকম কিছু
2024 সালের শেষের দিক দিয়ে গভীর রাত 1,10, গানটা পাঁচ বার শুনেছি স্মৃতি হিসেবে রেখে গেলাম আবার কোন এক গভীর রাতে গানটি শুনবো
গানটি শুনলে হৃদয়টা মোমের মতো গলে নরম হয়ে যায়।😢
আগে আমি ছোট থাকতে আম্মু যখনএই গান শুনতো তখন কইতাম আম্মা এই গানটা শুন কেন? আর এখন আমি এই গানটা শুনি কতটা কষ্ট বিচ্ছেদ যন্ত্রণার মধ্যে আছি ছাড়া কেউ জানে না।। 😭💔
২০২৪ সালে আসে আবারও শুনলাম গানটা 😊😊
মানুষ এই পৃথিবীতে যেকোন পর পরিস্থিতি মোকাবেলায় সক্ষম কিন্তু ভালোবাসার কাছে হেরে গেলে নিজের জিবন দিয়ে সেই যুদ্ধ সমাপ্তি হয়💔💔
এই গানটা আমাকে খুব কাদায় 😂😂😂😂😂😂😂😂😂
গানটি ভালোবাসার দশদিক।
অসাধারন । ধন্যবাদ বারী স্যার ।কৃতঞ্জ
উকিল মুন্সির প্রতি । স্যার সালাম ।
আমার ছেলে পঞ্চাশ বছর পরেও হয়তো এ গানটি একদিন শুনবে এবং এ দিনটির কথা মনে করবে। শুভ হোক আগামীর দিনগুলো।
কিছু মানুষ মারা যায়, ২১ বছর বয়সে,, 😢 কিন্তু তাদের কবর দেওয়া হয় ৮০ বছরে😢😢
Kotha is right
এখানে অনেক কিছু বোঝার আছে ভাই।
Right
সঠিক বলছেন আপনি ❤❤❤❤
জীবন্ত লাশ হয়ে নিঃশ্বাস বের না হওয়া পর্যন্ত বেচে থাকতে হয় 😢
জানি না আমার জীবনে কি লেখা আছে 🙂🙂
দুই দিন খুশি থাকলে তো দশ দিন মন খারাপ 😔
এমন দিনগুলো আসলেই কষ্টের
যতই শুনি তথই বুকটা ফেটে যায় ২০২৩
গানটি শুনলে আমার চোখে পানি এসে পড়ে, এমনি এক দিন আমি মরে যাব, হয়তো কেউ আমার কমেন্ট পরবে।
সেই দিন দুনিয়াতে থাকবো না,,,
5./10/23 সালে গান টা শুনলাম খুব সুন্দর লাগলো গানটা
আমার বড় আপা মারা গিয়েছে ২৫ বছর আগে আর তার কথা মনে হলে আমার মা এখনও খুব কান্না করে
❤
পেটে যে রাখে সেই বুঝে,ছেলে মেয়ের কষ্ট
ভালো বাসার মানুষ হারিয়ে যাওয়ার কষ্ট একমাত্র সে যানে,যার হারায়। এ এক এমন কষ্ট বুকের ভেতর খত বিক খত হয়ে যায়😢চিতকার করে কান্না করা যায় না, গলা ব্যাথা ডোক গিলে সইতে হয় যনত্রনা😢।
আমি ভারী ভাই কে খুব ভালবাসি বাস্তব জীবনের অবিচ্ছেদ্য অংশ গুলো গানের মধ্য দিয়ে তুলে ধরেছেন
এই গানটি আমি যতবারই শুনি ততোবারই আমার নানাকে মিস করি।
আল্লাহ আমার নানাকে তুমি জান্নাতের উচ্চমাকাম দান করুন। আমিন
সুয়াচান পাখি আমার সোয়া চান পাখি আমি ডাকিতাছি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি আজ কেন হইলে নীরস আজ কেন ভুলিনি বাস আমি থাকি তুমি ঘুমাইছো না❤❤😂😂😂❤❤
😢😢 আমি আমার মাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম তা জানতাম সেটা মনে হইলো মা যখন আমার চির বিদায় নিলো আমি আমার মায়ের জন্য চির দিন দোয়া করবো ও কাদবো এই গানটি শুনে
আমরা পাঁচ জন এক সাথে শুনতেছি
গানটি শুনে ভালো লাগলো 2024সালে এই গানটি যেন 2050সালে তোমরা আবার গানটি শুনে বলতে পারো আমার মতো
বর্তমান প্রজন্ম এসব গানের মানে কখনো বুঝবেনা। আমার প্রিয় মানুষটা আমারে ফাঁকি দিয়ে অনেক দূরে চলে গেছে 😢😢 গানটা শুনলেই তাঁর কথা মনে পড়ে 😢😢
অসাধারণ বারি ভায়ের গান শুনতে। চিরকাল অমর রহে। 😭😭
নেশা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তবে তিনি একজন অসাধারণ শিল্পী।
এই গান টা আমি পতি দিন ৫ বার সুনি তুবুও ভালো লাগে এই গান টাই আমার অনেক ছিতি আছে আমার যখন সেই কথা গুলো মনে পরে খুব কস্ট হয়😢😢
Akon 2023 sal . Ami 3000 saler jonno comment rekhe gelam. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আজ ০৬/ ১০/ ২০২৪
এই গানটি মনে হয় আমাদের মত মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য
না জানি কত ছেলের মনের কষ্ট জমা রয়েছে
হাই রে ভালবাসার মানুষ❤❤
২০২৩সালে প্রবাসে বসে শুনছি
আর লিখবো 😭
😢😢
চলে যাওয়া সময় গুলাই স্মৃতি হয়ে রয়।
আমার জিবনে তখন ছিলে আমার ভালোবাসায়।আর এখন রয়েছ আমার স্মৃতিতে।সব সময় তোমার উপস্থিতি। শুধু বুঝলে না আমায়😢
এই গানটা মানুষের ভিতর কষ্ট বাড়িয়ে দেয়,,,,jonny vai comilla...❤
❤ আমার প্রিয় গান
কুব ভাল লাগে আমার ঐ গান টা
সত্যি সত্যি অসাধারণ
মন খারাপ থাকলেই গান টাকে খুজে নি,,, মনটা কেমন ভারী হয়ে হালকা হয়ে যাই