কচুর লতি চাষের সবচেয়ে বড় রহস্য উন্মোচন!
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- কৃষকের ঠিকানাঃ
জাহিদুল ইসলাম, মোবাইলঃ01933237824
মাঝিয়ালী গ্রাম, খাজুরা বাজার, বাঘারপাড়া,যশোর।
বর্তমানে বাংলাদেশে লতিকচুর অনেক জাত থাকলেও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে নতুন জাত অবমুক্ত করা হয়েছে লতিরাজ কচু, এ লতি চাষ বেশ লাভজনক।
পলি দো-আঁশ ও এটেল দো-আঁশ জৈব পদার্থসমৃদ্ধ মাটি লতিরাজ কচু চাষের জন্য উপযুক্ত। বেলে মাটি রস ধরে রাখতে পারে না তাই এ ধরনের মাটি লতি চাষের জন্য ভালো নয়। উঁচু থেকে মাঝারি নিচু যোকোন জমি। বৃষ্টির পানি জমেনা এবং প্রয়োজনে সহজেই পানি ধরে রাখা যায় এমন জমি।
পানিকচু থেকে কচুর লতি পাওয়া যায়। লতি উৎপাদনের জন্য পানিকচুর জমি ভেজা ও শুকনো উভয় ভাবেই প্রস্তুত করা যায়। ভেজা জমি তৈরি করার নিয়ম হলো-ধান রোপণের জমি যেভাবে তৈরি করা হয়ে থাকে সে ভাবে তৈরি করতে হয়। আর শুকনোভাবে জমি তৈরির জন্য চার থেকে পাঁচটি আড়াআড়িভাবে চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করতে হয়।
আগাম লতি রোপনের জন্য কার্তিক( মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর) লাগাতে হয়। আর নাবী ফসলে জন্য মধ্য ফালগুন থেকে মধ্য বৈশাখ (মার্চ- এপ্রিল) মাসে লাগানো যায়।
লতি রোপণের ২ মাস পর থেকে ৭ মাস বয়স পর্যন্ত লতি সংগ্রহ করা হয়ে থাকে।
বাংলাদেশের অনেক জেলাতেই লতিরাজ কচু চাষ করে বেকার সমস্যার সমাধান ও ভাগ্য পরিবর্তন করেছে । লতিরাজ কচু চাষ পদ্ধতি জেনে বুঝে করলে সফল হওয়া যাবে।
শুধুমাত্র TH-cam এ প্রতিবেদন দেখে ব্যবসা শুরু না করে কয়েকটি প্রকল্প ভিজিট করে অভিজ্ঞ কৃষক, চাষী, খামারী বা অফিসের পরামর্শ নিয়ে ভালোভাবে জেনে বুঝে শুরু করা উচিত। চেনেল শুধুমাত্র প্রচারের উদ্দেশ্যে কোন বিক্রেতা হতে কমিশন গ্রহন করে না বা কোন ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে আভ্যান্তরিন সম্পর্ক নাই। তাই নিজ দ্বায়িত্বে লেনদেন করতে অনুরোধ করা যাচ্ছে। সে ক্ষেত্রে চেনেল কোন দ্বায়ভার বহন করবে না।
=====================================================================
এই চেনেলে প্রকৃতি, জনপথ, দার্শনীয় স্থান, হাট-বাজার পরিস্থিতি, কৃষি সমাচার সহ বিভিন্ন খবরা খবর তুলে ধরার চেষ্টা করা হয়। আপনার প্রতিষ্ঠানের সার্বিক বিষয় তুলে ধরতে
আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
”প্রকৃতি ও জনপথ”
মোবাইলঃ ০১৭৪-৫০৫০৬০২
ইমেইলঃ idcardjsr@gmail.com
Facebook Page: / arifvlog20
====================================================================
আরো ভিডিও পেতে নীচের লিংক সমুহঃ
চিনি কিভাবে তৈরী হয়ঃ t.ly/7bBJN
দেশের বৃহৎ মাছের পোনার বাজারঃ t.ly/KsyjG
পোনার বাজারের আপডেটঃ t.ly/fd-Vh
পুরাতন মোটরসাইকেল হাটঃ t.ly/gUaQU
লিচুর বাগান ও চারা ক্রয়েঃ t.ly/8Kprk
ড্রিম হলিডে পার্কঃ bitly.cx/HSe
স্বপ্নপুরি পার্কঃ bitly.cx/XeAR
ড্রিম ভ্যালী পার্কঃ bitly.cx/qppr
ভাসমান পেয়ারা বাজারঃ bitly.cx/e0BQ
চলনবিলে একদিনঃ bitly.cx/ZUmk1
====================================================================
Device: Samsung S21Ultra
Audio: Inbuilt/SX9 wireless
Editing: Kinemaster/Capcut (Desktop/Mobile)
====================================================================
এই ধরনের তথ্য ভিত্তিক ভিডিও পেতে চেনেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
চেনেলটির কোন ভিডিও কপিরাইট মনে হলে নীচের দেওয়া যোগাযোগ লিংক এ মেসেজ করতে পারেন। ২৪ হতে ৭২ঘন্টার মধ্যে সেটা সমাধানের চেষ্টা করা হবে।
ধন্যবাদ
Mashaallah
Thanks vi🌹💞🌹
কেমন আছেন সবাই
আলহামদুলিল্লাহ