ওয়ারেন্ট হলে করণীয়।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় যে ৯টি কারণে একজন পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত গ্রেফতার করতে পারেন। ক. আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি অথবা যে ব্যক্তির বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ রয়েছে কিংবা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে, বা যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে। খ. আইনসংগত কারণ ব্যতীত যার নিকট ঘর ভাঙ্গার কোনো সরঞ্জাম রয়েছে এমন ব্যক্তি। গ. অত্র কার্যবিধি কিংবা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে। ঘ. চোরাইমাল যার কাছে পাওয়া যায়। ঙ. পুলিশ কর্মকর্তার কাজে বাধাদানকারী; হেফাজত হতে পলায়নকারী বা পলায়নের চেষ্টাকারী ব্যক্তি। চ. সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী। ছ. দেশের ভিতর যে সব কাজ শাস্তিযোগ্য দেশের বাহিরে করা হয়েছে তেমন কাজ। জ. কোনো মুক্তিপ্রাপ্ত আসামি যে অত্র কার্যবিধির ৫৬৫ (৩) উপধারা লঙ্ঘন করেছে। ঝ. গ্রেফতারের জন্য পুলিশের কাছ থেকে অনুরোধ পত্র আছে। এই ৯টি ক্ষেত্রে পুলিশকে বিপুল ক্ষমতা প্রদান করা হয়েছে।
    ওয়ারেন্ট হলে করণীয়। #warrant। #Criminal_Case। Lawyer_M_T_Ullah।
    ‪@LawyerMTULLAH‬

ความคิดเห็น • 6

  • @user-rl7bx9wg5k
    @user-rl7bx9wg5k 7 หลายเดือนก่อน +1

    থানাই কি ক্লিয়ার কোন পেপার আসে, আদালোত থেকে?

    • @LawyerMTULLAH
      @LawyerMTULLAH  7 หลายเดือนก่อน

      অবশ্যই

  • @user-rl7bx9wg5k
    @user-rl7bx9wg5k 7 หลายเดือนก่อน +1

    সমন আর ওয়ারেন্ট হলে কি ভাবে বুঝবো।।

    • @LawyerMTULLAH
      @LawyerMTULLAH  7 หลายเดือนก่อน

      সমন হলে বাসায় নোটিশ যাবে, ওয়ারেন্ট হলে পুলিশ ধরে নিয়ে আসবে

  • @user-ql2hu4jy1l
    @user-ql2hu4jy1l 3 หลายเดือนก่อน +1

    ভাই আমার ২০১৪ সালের একটি মাদক মামলায় আমি ২০ দিন জেল খাটি,এরপর আমি যাবিনে বের হয়ে একটি হাজিরা দেই,তারপর দেশের বাইরে চলে যাই এখন 10 বছর পরে আমার নামে ওয়ারেন্ট হয়েছে আমার করনীয় কি,দয়া করে একটু জানালে উপকৃত হতাম

    • @LawyerMTULLAH
      @LawyerMTULLAH  3 หลายเดือนก่อน

      মামলাটি কোন আদালতে? কোন অবস্থায় আছে?