গুরপ্রিতের মুহূর্তের ভুলে গোল | India Vs Australia AFC Asian Cup | এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 17

  • @debrajmajumder4178
    @debrajmajumder4178 11 หลายเดือนก่อน +2

    Your post match analysis is on point. 👌👌
    বিশ্ব ফুটবলে 27 rank করা আর নিয়মিত বিশ্বকাপ খেলা SOCCEROO দল ৷ সেই দলে তিন অতিকায় দৈত্য :
    Centre forward Mitchell DUKE, Attacking Midfielder Jackson IRVINE আর দৈত্যশ্রেষ্ঠ defender Harry SOUTTAR ৷ কতগুলো set piece থেকে chance পেয়েছে এই তিনজন ৷ বেশি aerial ball এ মাথা ঠেকাতে পেরেছে বলে মনে পড়ছে না ৷ 😃👍👍
    They failed to capitalize on their physical strength and their height advantage. Our team's stern discipline didn't let them. 🇮🇳🫡

    • @BeyondRoutine85
      @BeyondRoutine85  11 หลายเดือนก่อน +1

      অনেক ধন্যবাদ 🙏🏽🙂
      আজ সাহালকে বড্ড মিস করেছি। ফিট থাকলে আজলে আমাদের শিওরলি আরও বেশি অ্যাটাক হতো। আর জয় গুপ্তাকে দলে না রেখে স্টিম্যাচ একটা ভুল করে ফেলেছেন। শুভাশিস যথাসাধ্য চেষ্টা করলেও ঐ দৈতদের সাথে পাল্লা দিতে আমাদেরও আমাদের দৈত্যটাকে কাতারে নিয়ে যাওয়া উচিৎ ছিল 🙂
      এই পারফর্মেন্স যাই হোক দিনের শেষে কিন্তু হার তাই কমপ্লেসেন্ট হলে চলবে না। পরের দুটো ম্যাচও সমান জান লাগিয়ে খেলতে হবে 🧡🤍💚
      ইশ গুরপ্রীত যদি ফাম্বলটা না করতো 😢

    • @debrajmajumder4178
      @debrajmajumder4178 11 หลายเดือนก่อน +1

      @BeyondRoutine85 : সাহালের এখনও চোট সারেনি কিন্তু ব্র্যাণ্ডনকে ব্যবহার করা যেতে পারত ৷ ওর set piece delivery ও ভাল ৷
      ২| জয় গুপ্তার বিষয়টা সঠিক উল্লেখ করেছ ৷ আকাশের বদলে ওকে জাতীয় দলে একটা ডাক দেওয়া যেতে পারত ৷ He is an attack minded side back, a solid defender and a good finisher..
      ৩ | গুরপ্রীত যদি ভুল না করত তাহলে অন্য কেউ করত ৷ ক্রমাগতভাবে বিপক্ষ দলের আক্রমণের চাপ আসতে থাকলে, কেউ না কেউ তো গুবলেট করবেই ৷
      Yes, we have to keep fighting. This is a tough format but at least one win is required. 🙏🙏

    • @BeyondRoutine85
      @BeyondRoutine85  11 หลายเดือนก่อน +2

      উজবেক ম্যাচটাও খানিকটা এরকমই হবে দেখো। ওরা দুরন্ত দল।
      Syria match is the only match which we can win but we have to play our best game...Let's see
      #JaiHind

    • @debrajmajumder4178
      @debrajmajumder4178 11 หลายเดือนก่อน +1

      @@BeyondRoutine85 : ঠিক কথা ৷ একই tactics ব্যবহার করলে একই পরিণাম হবে ৷ দলটা এত নীচে নেমে খেললে তো সুনিল ছেত্রী একা পড়ে যাচ্ছে , কোন service নেই মাঝমাঠ থেকে ৷
      জোড়া স্ট্রাইকার চাই , 4-4-2 ছক আর তার সাথে আপুইয়া আর টাংরির middle third press ৷ বিপক্ষের মাঝমাঠের খেলোয়াড়দের খেলতে দিলে চলবে না ৷
      ~ জয় হিন্দ 🇮🇳🫡

  • @alamgirhussain6200
    @alamgirhussain6200 11 หลายเดือนก่อน +2

    হুজবেগিস্তানকে হারানোর জন্য আমাদেরকে একটু প্রেসিং হবে শুধু ডিফেন্স করা করে ফুটবল খেলে ফুটবল ইমপ্রুভ করে না

    • @BeyondRoutine85
      @BeyondRoutine85  11 หลายเดือนก่อน

      ওদের মাশারিপভ, খুশানভ আর ফয়জুল্লায়েভ এই তিনটে প্লেয়ার সুপার সলিড। পুরো ইউরোপিয়ান লেভেলের।
      আমার কেন জানিনা মনে হচ্ছে অস্ট্রেলিয়া ম্যাচের থেকেও টাফ হতে চলেছে।
      আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।এই চ্যানেলে প্রথবার হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল 🙂🙏🏽

  • @debanjanchakraborty1235
    @debanjanchakraborty1235 11 หลายเดือนก่อน +1

    Defensively sandesh ar rahul veke rock solid. Gurpreet r fumble ta unexpected but top level team r sathe 90 min discipline maintain korte j parbena khanik ta andaj korechilam. Graham potter o setai expect korechilo.. Okhanei maat khelam.. Against syria 🇸🇾 nd Uzbek 🇺🇿 we need to be more aggressive in attack. Nonetheless darun performance looking at where we have came from.. Aj theke 12 yr age esob vabao jetona.. Hats off boys

    • @BeyondRoutine85
      @BeyondRoutine85  11 หลายเดือนก่อน

      উজবেকটা নিয়ে আমার এখনও চাপ আছে। সিরিয়াটা জিততে পারি। কিন্তু সেটার জন্যেও নিজেদের শ্রেষ্ঠ ফুটবলটা খেলতে হবে।
      Chak De India 🇮🇳
      🧡🤍💚

  • @alamgirhussain6200
    @alamgirhussain6200 11 หลายเดือนก่อน +1

    এইজন্য বলছি এই টিমটাতে ইন্ডিয়ান অরিজিন পিলিয়ার যদি ঢোকানো যায় অস্ট্রেলিয়াকে হারানো কোন ব্যাপার না

    • @BeyondRoutine85
      @BeyondRoutine85  11 หลายเดือนก่อน

      ভারতের ডুয়্যাল সিটিজেনশিপ নেই তো। ইন্ডিয়ান অরিজিনের বহু খেলোয়াড় ভারতের হয়ে খেলতে চেয়েছে কিন্তু যখনই শুনেছে যে তাদের ঐ দেশের পাসপোর্ট ছেড়ে দিয়ে ভারতীয় নাগরিকত্ব নিতে হবে তখনই পিছিয়ে গেছে 😢
      কল্যাণ চৌবে সেদিন কোন একটা ইন্টারভিউতে বলল শুনলাম যে ইন্ডিয়ান অরিজিনের প্লেয়ারদের খেলাতে সরকারকে অনুরোধ করবে নিয়মটা এদের জন্য একটু বদলাতে।

  • @Sunilchettri757
    @Sunilchettri757 11 หลายเดือนก่อน

    Erokom mohilader opoman krben na vai please 🥺

    • @BeyondRoutine85
      @BeyondRoutine85  11 หลายเดือนก่อน

      মহিলাদের অপমান করিনি দিদি। ওনাকে কংগ্র্যাচুলেট করলাম ইতিহাস রচনার জন্য। কিন্তু উনি নিজের কাজটা ঠিক করে না করলে কেবল মহিলা হওয়ার জন্য এরকম হাই প্রোফাইল টুর্নামেন্টগুলোতে ম্যাচ পেতে থাকলে মুশকিল।
      PL এ রেবেকা ওয়েলচ ও ম্যাচ খেলিয়েছেন। দক্ষ হাতে পরিচালনা করেছেন। এরকম পক্ষপাতদুষ্ট রেফারিং হয়নি।কাজের মূল্যায়ণের একমাত্র মাপকাঠি হওয়া উচিৎ পারফর্মেন্স। বিশেষ করে খেলাধুলার মত ব্যাপারে আরো বেশি করে।

  • @sbmixindia1241
    @sbmixindia1241 11 หลายเดือนก่อน +1

    ভিডিও ভালো লাগলো কিন্তু আপনার দাড়িগুলো ভালো লাগলো নাহ রে ভাই / পুরো একটি আতংবাদীর মতন লাগছে তোমাকে 😢

    • @BeyondRoutine85
      @BeyondRoutine85  11 หลายเดือนก่อน

      😂😂😂
      অনেক ধন্যবাদ ভাই ভিডিও ভাল লাগার জন্য 🙏🏽❤️
      চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
      আর কালকের ম্যাচের স্টার রাহুল ভেকেরও তো আমার মতোই দাড়ি 🙂 তার মতো আমিও গর্বিত ভারত মায়ের সন্তান 🇮🇳🧡🤍💚💪🏽🙂

    • @ayanmondal1902
      @ayanmondal1902 11 หลายเดือนก่อน

      এটা হচ্ছে বেশি বলিউড সিনেমা দেখার এফেক্ট। ওখানে দেখানো হয় আতংবাদী দের বড় বড় দাড়ি। আর আতংবাদি বলতে মুসলিমদের কেই বোঝানো হয়। এই মনোভাবটা ছাড়ুন।

    • @sbmixindia1241
      @sbmixindia1241 11 หลายเดือนก่อน +1

      Right Boss 😇🥰