দেশের ৫০ ভাগ রেল লাইন ঝুঁকিপূর্ণ | Rail Engine | BD Railway | High Speed Rail Engine | Somoy TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 543

  • @SorryPriyo-সরিপ্রিয়-f3f
    @SorryPriyo-সরিপ্রিয়-f3f 2 ปีที่แล้ว +116

    দেশের উন্নতি শুধু চোখে দেখার মধ্যেই সীমাবদ্ধ।আর উন্নতির ধরণটা এই রেলের মতো ,যেকারনে মানুষ কোনো প্রকার সুবিধা পাচ্ছে না

    • @smferoz7896
      @smferoz7896 2 ปีที่แล้ว +3

      তাই নাকি! টিনের চশমা পরা খুলে দেখুন। সবই দেখতে পারবেন

    • @bang2wice863
      @bang2wice863 2 ปีที่แล้ว

      Apni bade sobi dekhte partese dalali bad din doya kore

    • @faiedalaraf9051
      @faiedalaraf9051 2 ปีที่แล้ว

      একদম সঠিক কথা

    • @m3216
      @m3216 2 ปีที่แล้ว +1

      @@smferoz7896 Ucit kotha bolle Chamcader pacha zole

    • @lunaticreally1523
      @lunaticreally1523 2 ปีที่แล้ว

      @@smferoz7896 ligera poket vari

  • @TheRonVerse
    @TheRonVerse 2 ปีที่แล้ว +39

    এই দেশের যে কি ভয়ঙ্কর অবস্থা হইতেছে দিন দিন !! আল্লাহ আমাদের রক্ষা করো , দুর্নীতিবাজদের ধ্বংস করো।

  • @mdsoikot8924
    @mdsoikot8924 2 ปีที่แล้ว +150

    সব চেয়ে বেশি দুনীর্তিগ্রস্থ রেল মন্ত্রণালয়।তাই এ অবস্থা

    • @rownakul720
      @rownakul720 2 ปีที่แล้ว +2

      ১০০% সঠিক।

    • @rofik4
      @rofik4 2 ปีที่แล้ว

      Digital Bangladesh

    • @beautyofbdvillage2605
      @beautyofbdvillage2605 2 ปีที่แล้ว

      yes vi

    • @hasanatkiron3719
      @hasanatkiron3719 2 ปีที่แล้ว

      দেশে তো দূর্নীতির প্রতিযোগিতা চলছে, কেউ কারও চেয়ে কম যায়না।

    • @horayravlogs
      @horayravlogs 2 ปีที่แล้ว

      পদ্মা সেতু থেকে এখানে মনে হয় কম দুর্নীতি হয়েছে

  • @sumonkhan6427
    @sumonkhan6427 2 ปีที่แล้ว +22

    আমরা এমন দেশে বাস করি যেখানে ব্রিজ আছে অথচ ব্রিজে ওঠার রাস্তা নাই ট্রেনের ইঞ্জিন কেনা হয় শত শত কোটি টাকা দিয়ে অথচ সেই ইঞ্জিন চলার মতো রাস্তা নেই আজব একটা দেশ 😄

  • @কমেন্টসথেকেজ্ঞানসংগ্রহকারী

    একেই বলে ঘোড়ার আগে গাড়ি চালানো, এখন রেল লাইন মেরামত করতে করতে নতুন ইঞ্জিন গুলো পড়ে পড়ে অকেজো হয়ে যাবে, তখন আবার নতুন ইঞ্জিন এর দরপত্র আহবান করবে,আবার হবে পকেট ভারি, এইতো বাংলাদেশ!

  • @mainuddinkhan2609
    @mainuddinkhan2609 2 ปีที่แล้ว +42

    বাংলাদেশের দুর্নীতির কারণে রেলের এই বেহাল অবস্থা

  • @asifvi4384
    @asifvi4384 2 ปีที่แล้ว +10

    আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।দেশের উন্নয়নমূলক কাজগুলো স্বপ্ন পূরণ হচ্ছে এখন দেশের নানা রকম অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে।অতীত বর্তমানকে নিধারিত করে আর বর্তমান ভবিষ্যকে নিধারিত করে।আমরা অতীতে ছিলাম শিক্ষিতভাবে সুন্দর দেখতে শুদ্ধভাবে ভদ্রভাবে করে মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে,টাকা ক্ষমতা,চাকরি,পদ আদায় করা অনিয়ম-দুর্নীতির ঘুষ,প্রতারণা করা,নাম বিক্রি করে চাঁদাবাজি অবৈধভাবে দখল,নেশা চুরি,ধোঁকাবাজি,নোংরা বিশৃঙ্খলা অসভ্য খারাপ জাতি আমরা।দেশ পেলাম ভালো মানুষগুলো পেলাম অমানুষ।দোষ খারাপদের না দোষ আমাদের আমরা অন্যায় করার সুযোগ দিয়ে থাকি তাই তারা সুযোগ পায়।আমরা ভয়ে জুলুমের অত্যাচারের জন্য প্রতিবাদ করি না। তাই তারা সুযোগ পেয়ে থাকে তা কাজে লাগায়। যে ক্ষমতায় আসুক না কেন সবাই টাকা পদ বড় চেয়ার,ও ক্ষমতা চাকরির জন্য পেরেশানিরে। দেশের ও সাধারণ জনগণের গরীব অসহায় দুঃখী, নিরীহ মানুষের কি হলো তা দেখার সময় নেই।দেশ সেবা পরে আগে নিজের স্বার্থ জন্য কাজ করে। মুখে বলি ডিজিটাল উন্নয়ন কথা বলি তাই অন্য দেশ থেকে পিছিয়ে।পূর্বপুরুষরা যদি ১৫০/২০০ বছরের পরিকল্পনায় অনুযায়ী কাজ করতো শৃঙ্খলা নিয়মকানুন কঠোরভাবে আইন করতো তাহলে দেশে কোন অপরাধ করতে সাহস পেতো না দেশ আরো এগিয়ে যেতো।আমরা শিক্ষা শিক্ষিত দেশ প্রেমিক হতে পারলাম না।আমরা শিক্ষায় শিক্ষিত রুপে অশিক্ষিত অসভ্য অমানুষ।সিসিটিভি,গোয়েন্দাদের আড়ালে,কত কিছু হয়।আসলে আমাদের অতীত ছিলো অনিয়ম-দুর্নীতির খারাপ তো আমরা কিভাবে ভালো হবো।কোন জবাবদিহিতা নাই চাকরি হারানো ভয় নাই তাই যা খুশি তা করতে পারে। দেশ বিদেশে সম্পদে পাহাড় করেছে বিলাসিতা ভাবে ছেলেমেয়েররা চলাফেরা করছে। স্বজনপ্রীতি করছে। কেউ দেখার নেই। যারা দেখবে তারা জড়িত থাকে নানা রকম অপকর্মের সাথে। যেই ক্ষমতায় আছে ছিলো বা আসবে তারা কেউ বাংলাদেশ কে ভালো করতে পারবে না কেননা আমরা জনগণ হলাম সবচেয়ে খারাপ তাই আল্লাহ আমাদেরকে এমন রাখছে।
    যদি আমাদের দেশের সকল সেক্টর সততা ভাবে দেশের জন্য ও দেশের অসহায় গরীব মানুষের কষ্ট বুঝে কাজ ও সেবা করতো তাহলে দেশে কোন অপরাধ,অনিয়ম-দুর্নীতির,বিশৃঙ্খলা নিয়ম কানুন নষ্ট হতো না বিশ্বাস রাখুন। সরকার জনগনের কষ্ট টাকা দিয়ে থাকে দেশ ও দেশের অসহায় মানুষে সেবা করতে। ৮০% অসাধু আগে নিজের সেবা পরে দেশের সেবা।সকল জায়গায় হচ্ছে বেশিরভাগ অনিয়ম-দুর্নীতির চুরি হচ্ছে নিয়মশৃঙ্খলা মতো কাজ করছে না।কেউ যদি কোন ছোট বড় অপরাধ করতে ভয় পায় তার জন্য,আমাদের কঠোর আইন করতে হবে আইনের প্রতি শ্রদ্ধা করতে হবে।টেকনিক্যাল আধুনিক ভাবে সব কিছু সকল জায়গায় সঠিকভাবে বিশ্লেষণ করে নতুন সিস্টেমের আওতায় আনতে হবে।
    গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা সহ সকল উন্নয়নমূলক বড় ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের জন্য পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে টেকসই মানের করতে হবে তার জন্য সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে কাজ করতে হবে। সেনাবাহিনী ও র‍্যাব সদস্য হলো জনগণের বন্ধু।
    নিরাপদ সড়ক,অলিগলি ও গ্রামীণ রাস্তা ঘাটে ১২লাইনের প্রশস্ত করতে হবে তাহলে দুর্ঘটনা কম হবে।আন্ডারপাস রাস্তা ও বাস ট্রেন নৌযান দখলমুক্ত অবস্থা ভালো করতে হবে আধুনিক শক্তিশালীভাবে।সাধারণ জনগণের যেন হয়রানি পেরেশানি ভোগান্তি না করতে হয়।সকল পরিবহন নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে চলতে হবে।খাদ্য শিক্ষা স্বাস্থ্য নামে যে অনিয়ম-দুর্নীতির হয়রানি পেরেশানি ভোগান্তি হয় তা বন্ধ করতে হবে।দেশে আধুনিক ভাবে শক্তিশালী টেকসই মানের সেবা ব্যবস্থা করতে হবে কেউ যেন চিকিৎসা করাতে বিদেশে না যায়।খাদ্য জন্য ভিক্ষা করতে না হয়।শিক্ষা করে যেন কেউ অমানুষ জানোয়ার অসভ্য না হয়।সবাই যেন শিক্ষায় শিক্ষিত হয় ও দেশে প্রেমিক হয়।সকল খারাপ মন-মানসিকতা পরিবর্তন করতে হবে।
    সব কিছু সঠিকভাবে নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে কাজ ও চলাফেরা করতে হবে। দেশ প্রেমিক হতে হবে।মাদকসহ যতো খারাপ কাজ হয় যেখানে অপরাধ অনিয়ম-দুর্নীতির অপকর্মে লিপ্ত জড়িত সেখানে প্রতিবাদ করতে হবে। কঠোরভাবে বিচার করতে হবে।
    পুটিমাছদের ধরে লোকদেখানো জন্য পরে যে লাউ সে কদু।রুইকাতলা বেঁচে যায় চোখের আড়ালে।সাময়িক বরখাস্ত,বদলি,তিন দল বিশিষ্ট কমিটি করতে করতে মূল হোতাদের আসল অপরাধীদের সিস্টেমের জন্য সিনিয়রদের জন্য ধরা যায় না তাই এইসব বন্ধ করতে হবে। র‍্যাব দিয়ে তদন্ত করা।
    এমপি,মন্ত্রিসহ সকল সরকারি বেসরকারি স্বায়িত্বশাসিত প্রশাসনের অফিসে কমকর্তা ও কলেজের ছাত্রদের ৪মাস সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক দেশ প্রেমিক হতে হবে তারপর দেশ ও দেশের নিরীহ গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝে কাজ করতে হবে,

  • @gazisalim2416
    @gazisalim2416 2 ปีที่แล้ว +48

    এই হচ্ছে আমার সোনার দেশ বাংলাদেশ।।।

  • @hbhabibi8161
    @hbhabibi8161 2 ปีที่แล้ว +18

    দুর্নীতি ঠেকাতে,দেশে নতুন আইন করা হোক।দুর্নীতি করলেই তার সকল স্মপতি বাজিয়াপ্ত করা হবে।,,,
    ,,,
    ,,
    ,,,>

    • @Md-qk7zi
      @Md-qk7zi 2 ปีที่แล้ว

      সহমত

  • @mdmoniruzzaman9700
    @mdmoniruzzaman9700 2 ปีที่แล้ว +42

    সরকারের উচিত দেশের প্রতি ভালো করে নজর দেওয়া

    • @sujanali8555
      @sujanali8555 2 ปีที่แล้ว

      দেশের প্রতি দিছে৷ আপনার প্রতি দিছে কিনা ঐটা দেখেন।

    • @tanisulhasan8454
      @tanisulhasan8454 2 ปีที่แล้ว

      এই লোকটা কি ঘুমের মধ্যে কথা বলতেছে নাকি🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @mdtuku4681
      @mdtuku4681 2 ปีที่แล้ว

      😆😂🤣🤣

    • @ahmedmusa4471
      @ahmedmusa4471 ปีที่แล้ว

      শিয়ালের কাছে মুরগি আদি দেয়া আর আপনার কথা সমান

  • @MDRobin-mf9cf
    @MDRobin-mf9cf 2 ปีที่แล้ว +47

    আমাদের দেশের উন্নয়ন হচ্ছে জুতা নেই কিন্তু আগেই মুজা কিনে বসে রয়েছে

    • @Md-qk7zi
      @Md-qk7zi 2 ปีที่แล้ว +1

      সহমত ভাই

  • @shahmdnaim7497
    @shahmdnaim7497 2 ปีที่แล้ว +2

    সালেহী ভাইকে অনেক ধন্যবাদ এরকম সংবাদ করার জন্য।

  • @almamun4207
    @almamun4207 2 ปีที่แล้ว +3

    বাংলাদেশের উন্নয়ন হচ্ছে ঠিক সদরঘাটের মত , উপরে ফিটফাট ভিতরে সদরঘাটের মত অবস্থা

  • @savageakash3970
    @savageakash3970 2 ปีที่แล้ว +9

    রেল ইঞ্জিন চলতে পারে ১৪০ কি.মি. স্পিডে।অথচ রেললাইন সেই আদিম কালের জংগা।তাহলে দ্রুত চলবে কিভাবে। এখনই পুরো দেশের রেললাইন কে ইলেক্ট্রিক রেল চলার উপযোগী করে নির্মাণ করা দরকার

    • @samin8095
      @samin8095 2 ปีที่แล้ว

      এখন বাংলাদেশের অধিকাংশ ট্রেন ইলেকট্রিক

  • @meherahmednijam7992
    @meherahmednijam7992 2 ปีที่แล้ว +11

    ৪৬ টি ইঞ্জিনের দাম দের হাজার কোটি টাকা, আর এক মন্ত্রীর ভাই মাননীয় প্রধানমন্ত্রীর বিয়াই অল্প কিছুদিনেই ২ হাজার কোটি টাকা মেরে দিলো🤔

    • @akrkhan5009
      @akrkhan5009 2 ปีที่แล้ว

      আগের সরকারের আমলে ৫০জন মিলে যেই দূর্নীতি করতো, এখন ১জন তারচেয়ে বেশী করে

    • @arnab6154
      @arnab6154 ปีที่แล้ว

      বিয়াই না বিয়ান?

  • @NahidTechOfficialbd
    @NahidTechOfficialbd 2 ปีที่แล้ว +4

    বিদেশী রেললাইনের মতো আমাদের দেশেও রেল লাইনগুলো উন্নত করা হোক।

    • @rafiqislam5077
      @rafiqislam5077 2 ปีที่แล้ว

      বিদেশিরা ভোটের সময় নেতার একপেলেট খেচরী আর ৩০০ টাকা খেয়ে আওয়ামী লীগ বিএমপির কুকুরদের ভোট দেয় না তাই ওরা উন্নত জাতি বাংলাদেশের জনতা যেমন নেতা তেমন

  • @mvcf-musicforvideocopyrigh507
    @mvcf-musicforvideocopyrigh507 2 ปีที่แล้ว

    এই খবর টা জন্য অপেক্ষা করতেছিলাম

  • @muhammadrahat9047
    @muhammadrahat9047 2 ปีที่แล้ว +3

    কিছু বলার নেই জনগণের উপর জুলুম করে দ্রব্যা মূল্যর দাম বাড়িয়ে উন্নয়নের বুলি দিয়ে যা লুট পাট হচ্ছে যেন দেখার বলার কেউ নেই

  • @munimhasan5803
    @munimhasan5803 2 ปีที่แล้ว +2

    নতু রেললাইন বানানো হোক ততদিনে এই ইন্জিনগুলা শেষ পরে রেললাইন বানানো হলে নতুন ইন্জিন আবার কেনা হবে ততদিনে আবার রেললাইন শেষ এইভাবে চলতেই থাক।

  • @rajibrajib3308
    @rajibrajib3308 2 ปีที่แล้ว +4

    দুর্নীতির বিচার ফাঁসি হওয়া উচিত

  • @emranhossain6614
    @emranhossain6614 2 ปีที่แล้ว +6

    প্রথমে কয়েকটি ইঞ্জিন এনে পরীক্ষা মূলক চালানোর পর অন্য ইঞ্জিন গুলো নিয়ে আসা যাইতো।

  • @saddamhossenshuvo
    @saddamhossenshuvo 2 ปีที่แล้ว +6

    এজন্য আমাদের উচিত খিলাফত প্রতিষ্ঠা করা যেন দেশের মানুষ দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারে

    • @khulame4397
      @khulame4397 2 ปีที่แล้ว

      Vai dur thaka sobai vlo Mone hoi.kache gela buja jai vlo ka r kharap ka..

    • @omar75856
      @omar75856 2 ปีที่แล้ว +2

      🤲🤲🤲🤲🤲

  • @md.riponahmed4387
    @md.riponahmed4387 2 ปีที่แล้ว +4

    এই যদি হয় রেলের অবস্থা তাহলে গত ১০ বছরে ৫৫ হাজার কুটি টাকা কোথায় ব্যয় হয়েছে জাতি জানতে চায়।

  • @yusuf1640
    @yusuf1640 2 ปีที่แล้ว +3

    সব সেক্টরে উন্নয়নের নমুনা এমনই!!!

  • @mutasimbillahtamim5715
    @mutasimbillahtamim5715 2 ปีที่แล้ว +5

    বাংলাদেশে সবচেয়ে বেশি আয় হয়এই রেল দিয়ে কিন্তু আমারা এমন এক সরকারের আওতায় যে সরকার কিনা ৫০ হাজার কোটি টাকা দিয়ে কিনা উন্নত মানের গতিসহনীয় রেল লাইন নিরমান করতে পারে না😔😔

  • @ImranKhan-jm8ch
    @ImranKhan-jm8ch ปีที่แล้ว +1

    Ami India K... Valo Basi. I love my India 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @mirabuzafor9757
    @mirabuzafor9757 2 ปีที่แล้ว +2

    রেললাইন গুলো দ্রুত উন্নত করা জরুরি

  • @rajuahmad1364
    @rajuahmad1364 2 ปีที่แล้ว

    Thanks media... + Mr.Nazmus shalehi

  • @hassanrajan7991
    @hassanrajan7991 2 ปีที่แล้ว +1

    লুট আর লুট যে যেদিক দিয়া পারতাছে আর দেশের বারটা বাজিয়ে দিতেছে।ভালো অনেক ভালো উন্নতি।

  • @rfrakib1239
    @rfrakib1239 2 ปีที่แล้ว +7

    আমাদের রেল মন্ত্রী মনে হয় এখনো ঘুমাচ্ছে 😂😂😂😂

  • @mitundas4518
    @mitundas4518 2 ปีที่แล้ว +5

    দেশের সবচেয়ে দূর্বল পুরনো রেলসড়ক আমাদের সিলেটের। দেশের সব জায়গায় উন্নয়ন হলেও এখানে কোন উন্নয়নের ছাঁয়া নেই।

  • @md.abdul.subahan.mirdha4517
    @md.abdul.subahan.mirdha4517 2 ปีที่แล้ว +1

    সমস্ত রেল লাইন ডাবল লাইন করা হোক

  • @Vnvcbn
    @Vnvcbn ปีที่แล้ว +1

    বাংলাদেশের রেল লাইন গুলো দেখলে হাসি পায়,খালি চোখেই বোঝা যায় এগুলো আঁকা বাঁকা।একটু ভার আর গতি হলেই দূর্ঘটনা ঘটবে। বাংলাদেশের মানুষের জীবনের দাম নেই। মানুষ মরে মরুক।দেখলে শিওরে উঠতে হয়

  • @nill857
    @nill857 ปีที่แล้ว

    সব জায়গায় অনিয়মের ছোঁয়া

  • @redowanshuvo
    @redowanshuvo 2 ปีที่แล้ว +3

    আসলেই ঠিক।আমাদের দেশের ইঞ্জিন জোরে চলতে পারে না শুধু এই কারণে।কারণ লাইনই খারাপ।

  • @abdullahelsaidy3867
    @abdullahelsaidy3867 2 ปีที่แล้ว +3

    দেশের উন্নয়ন প্রকল্প গুলো বেছে বেছে নেওয়া হয় যেখানে দূর্নীতি বেশি করা যাবে।

  • @mohammadrasel7041
    @mohammadrasel7041 2 ปีที่แล้ว +15

    এতো সুন্দর সুন্দর চোর বাংলাদেশে !!!
    ভাষায় বর্ণনা করার ভাষা নেই !!!

  • @mdrohomotali3620
    @mdrohomotali3620 2 ปีที่แล้ว +2

    বাংলাদেশের উন্নয়ন 😥

  • @nirvikjonota5533
    @nirvikjonota5533 2 ปีที่แล้ว +1

    এখন টাকা খরচ করতে হবে,, কিছু টাকা পকেটে ঢুকাতে হবে!!! ধন্যবাদ সময় সংবাদ তাদেরকে সুযোগ করে দেয়ার জন্য

  • @sofikulislam-cw8uz
    @sofikulislam-cw8uz 2 ปีที่แล้ว

    বা বা বাহ সুন্দর

  • @MehediHasan-ti8cz
    @MehediHasan-ti8cz 2 ปีที่แล้ว

    নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করতে পারতাম না সোনার বাংলাদেশের সোনার রেল বেবস্থা
    সোনার রেল মোন্তি কি চোখে দেখে না কি অন্ধ
    যদি অন্ধ হয় তাকে ভালো চিকিৎসা জন্য দেশের বাইরের পাঠান
    আর যদি ভালো চোখে সমস্যা না থাকে তাহলে অতি দুরুত রেল বেবস্থা উন্নত করতে হবে

  • @muradhossain8208
    @muradhossain8208 2 ปีที่แล้ว +1

    দূরবার গতিতে এগিয়ে যাচ্ছে 😜😬

  • @aksadhossain4670
    @aksadhossain4670 2 ปีที่แล้ว +2

    রেল লাইনগুলো সংস্কার করা দরকার, না হলো লাইনচ্যুত হলে সমুহ ক্ষতি হবে। দামি ইন্জিন দামি বগি কিন্তু রেল সেই মান্ধাত আমলের।

  • @sakibkhan_15
    @sakibkhan_15 2 ปีที่แล้ว +2

    এটাই বলে ডিজিটাল বাংলাদেশ যে ইঞ্জিল আমেরিকা থেকে এনেছে বাংলাদেশে সেই গুলো আমেরিকাতে চলে নাকি সম্ভবনা 🤫🤫🇧🇩

  • @mohammadnurulislam7564
    @mohammadnurulislam7564 2 ปีที่แล้ว +3

    এই কর্মকর্তা এখনো জানেনা যে রেল লাইনের কোথায় দুর্বলতা / সমস‍্যা আছে। এরা কি দুই পা আসমানের দিক দিয়ে চলাফেরা করে। অযোগ্য লোকদিয়ে প্রতিষ্টান চালালে এমনিই অধপতন হয়।

  • @jibonjuddhesangramibalok.4761
    @jibonjuddhesangramibalok.4761 2 ปีที่แล้ว +3

    সমস্ত রেল লাইন সংস্কার করা হোক,,
    বরো সরো দুর্ঘটনা ঘটার আগে

  • @noornabi9200
    @noornabi9200 ปีที่แล้ว

    উন্নয়নের বরাদ্দ ঠিক আছে,,, উন্নয়ন দেখার মতো,,, বাট বলার মতো না,,,😊😊😊😊

  • @mdtaraktaraktarak5594
    @mdtaraktaraktarak5594 2 ปีที่แล้ว +1

    বাংলাদেশের রেল মন্ত্রী পদত্যাগ করা হক সেই হলো বড় দুর্নীতিবাজ।

  • @banglarpusupaki6363
    @banglarpusupaki6363 ปีที่แล้ว

    প্রথমে রেল লাইনগুলো ঝুঁকিপূর্ণ মুক্ত করার দরকার ছিল। তারপর নতুন ইঞ্জিন এলে ভালো হতো বাংলাদেশের রেল লাইন গুলো আসলেই ঝুঁকিপূর্ণ। সরকার যেন রেলের প্রতি নজর দেয় প্রত্যাশা করি।

  • @wewantjustice.8867
    @wewantjustice.8867 2 ปีที่แล้ว +1

    নতুন বাজেট নতুন দুর্নীতির আবেদন জানাচ্ছি
    ধন্যবাদ ভকাস্টিং সরকার

  • @monjurulkader2772
    @monjurulkader2772 ปีที่แล้ว

    বিমান, রেল,গ্যাস,বিদ্যুৎ, বি,আর,টি,সি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া জরুরি প্রয়োজন।
    লাইন উন্নত করা, লাইনে পাথর দেওয়া, সিগনাল উন্নত করা,স্লিপার বদলানো ও গেইটম্যান দেওয়া জরুরি প্রয়োজন।
    ধন্যবাদ।

  • @mehedihasan-fg8dz
    @mehedihasan-fg8dz 2 ปีที่แล้ว +1

    ইঞ্জিন কেনার আগে এটা চোখে পড়লো না? এখন কিভাবে চোখে পড়লো?

  • @uthpaldatta4445
    @uthpaldatta4445 2 ปีที่แล้ว +1

    ভালো মানুষ ভালো কথা এখন শুধু কাগজে কলমে। বাস্তবে এর দেখা পাওয়া ভার। যখনি রেলে ভ্রমণ করতে যাই, তখনই টিকিট পাইনা। তাহলে রেলে কেন এতো লোকসান গুনতে হবে? আর এর রক্ষণাবেক্ষণের টাকা কোথায় যায়?

  • @kishwarfatema6354
    @kishwarfatema6354 2 ปีที่แล้ว

    বাংলাদেশের সব রেলপথ সংস্কার করতে হবে।আধুনিক রেল ব্যবস্থা তৈরি করুন যাতে সেমি স্পিড বুলেট ট্রেন [২০০ কিলোমিটারের বেশি গতিতে না] সহজে চলতে পারে , এছাড়াও বৈদ্যুতিক নেটওয়ার্ক সিস্টেম করা ।পাঁচ ছয় বিলিয়ন ডলার যথেষ্ট হতে পারে।সর্বত্র ডবল রেল ট্র্যাক আপ এবং ডাউন ট্রেনের জন্য।সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ হতে পারে কোচ তৈরির কারখানা এবং লোকো অ্যাসেম্বলিং কারখানা।সবচেয়ে উন্নত কোচ এবং লোকো সমাবেশ যন্ত্রপাতি সেটআপ করুন।পরে এটা তৈরি করুন
    সিবিইউ উৎপাদন কারখানা।

  • @sunnymia2037
    @sunnymia2037 2 ปีที่แล้ว +1

    দেশ পানিত পড়তে আর বেশি দেরি নায়

  • @vilenvai458
    @vilenvai458 2 ปีที่แล้ว +1

    রেল মন্ত্রীর পদত্যাগ করা দরকার

  • @mdshahinalom9387
    @mdshahinalom9387 2 ปีที่แล้ว +2

    দেশে এত উন্নতি হচ্ছে, তারপরও একদল বলবে দেশে কিছুই হচ্ছে না,,
    "হাইরে বাংলাদেশ"

  • @sheikhsuzan1020
    @sheikhsuzan1020 2 ปีที่แล้ว +1

    ৫০ হাজার কোটি টাকা দিয়ে আফ্রিকার একটি দেশ কিনা যায়। অথচ সরকারি কর্মকত্যাদের তার পরও পেট ভরছে না,৷ আর কত প্রয়োজন স্যারদের?

  • @locutoriointernacional1895
    @locutoriointernacional1895 2 ปีที่แล้ว

    hayre desher obasta

  • @non-stopsports3555
    @non-stopsports3555 2 ปีที่แล้ว

    উন্নয়ন উন্নয়ন উন্নয়ন

  • @ImranKhan-bb4od
    @ImranKhan-bb4od 2 ปีที่แล้ว +1

    আখাউড়া থেকে সিলেট পর্যন্ত রেললাইনের অবস্থা খুবই খারাপ ।

  • @financialnewsreveals9683
    @financialnewsreveals9683 2 ปีที่แล้ว +11

    The real foreign reserve of Bangladesh should be 42 billion US dollars -7billion US dollars (wrongly included)=35 billion US dollars -trade deficit 35 billion=0 billion + foreign remittance 20 billion US dollars=20 billion US dollars. Very simple calculation. So Bangladesh has foreign reserves of only 20 billion that enough for only 3 month's for import cost. Situation really worse, World Bank, IMF, ADB,JICA no one able to help Bangladesh right now., Hasina Government have dug their own grave...crossing limit always brings bad results., all the ministers and secretaries are professional lier-they have to pay back...the beating of public will be limitless...soon Bangladesh will not able to pay import payment and IMF will block the reserve undoubtedly.1 dollars@ TK 102 already. Public will push the Padma bridge into frontside and backside of the Hasina Government soon!!

  • @bdblockrp6929
    @bdblockrp6929 2 ปีที่แล้ว +3

    তবে রেলে যে এতো টাকা ব্যায় করলো সেই টাকা কোথায় আপনারা সাংবাদিক দেরই তো দায়িত্ব সমস্ত খুটি নাটি বিষয় সবার সামনে তুলে দরা

  • @ChashiAfrin
    @ChashiAfrin 2 ปีที่แล้ว +1

    কি ভয়ঙ্কর অবস্থা

  • @md.biddutmiah9407
    @md.biddutmiah9407 2 ปีที่แล้ว

    হায়রে উন্নয়ন রে হায়রে উন্নয়ন

  • @iftakharrahman9582
    @iftakharrahman9582 2 ปีที่แล้ว +17

    মিটারগেজ ইঞ্জিনের গতি ১৪০ কিমি
    ব্রডগেজ ইঞ্জিনের গতি ২৪০ কিমি 😂😂😂

    • @omar75856
      @omar75856 2 ปีที่แล้ว +9

      সাংবাদিক পাগল হয়ে গেছে ভাই।
      যেখানে ভারতে ইলেকট্রিক ট্রেনে সর্বোচ্চ 180 উঠে সেখানে ডিজেলে 240😄😄😄😄😄😄
      আমেরিকা থেকে আনা ব্রডগেজ লোকোমোটিভ এর সর্বোচ্চ গতি 140 km/h
      আর বলদ সাংবাদিক বলে 240?????
      240 কিমি গতি উঠাতে গেলে বুলেট ট্রেন লাগবে।

    • @md.mahbuburrahman5132
      @md.mahbuburrahman5132 2 ปีที่แล้ว +1

      😆😂😂🤣😹

    • @md.sudzzethossin1769
      @md.sudzzethossin1769 2 ปีที่แล้ว

      @adnan zihadi এখানে রেললাইনের কথা বলা হয়েছে

    • @agnimitraghosh3503
      @agnimitraghosh3503 ปีที่แล้ว

      @@omar75856 আমাদের সুপারফাস্ট ট্রেন গুলি ১৪০/ঘন্টা চলে। যেমন "রাজধানী এক্সপ্রেস", শতাব্দি এক্সপ্রেস , দুরন্ত এক্সপ্রেস , সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস , করমণ্ডল এক্সপ্রেস, পূর্ব এক্সপ্রেস , নেতাজি এক্সপ্রেস (কালকা মেইল), ফালানুমা এক্সপ্রেস , গীতাঞ্জলি এক্সপ্রেস প্রভৃতি।

  • @MizanurRahman-oi3qh
    @MizanurRahman-oi3qh 2 ปีที่แล้ว

    50, হাজার কোটি
    বাহ্ বাহ্ বাহ্

  • @raisulbdpro9683
    @raisulbdpro9683 2 ปีที่แล้ว +1

    রেল লাইনের নাট এত লুজ,,অাবার বলে বুলেট ট্রেনের যুগে যাবে।। বুলেট অাসলে কোনটা কোনদিকে ছিটকে পড়বে কে জানে😊😊😊

  • @humayunkabir1405
    @humayunkabir1405 2 ปีที่แล้ว

    Now we should develop bongobondu smart digital master plan where all people and commodities will come under database for all upazilla. Also we should repair our rail problem by taking project at zone wise.

  • @mishkatulislam6407
    @mishkatulislam6407 2 ปีที่แล้ว +1

    এই সব কিছু কি কেনার আগে দেখা উচিৎ ছিলেনা
    মানে যেমনে টাকা নষ্ট হয়😕🙁

  • @AbdurRahim-ej1rr
    @AbdurRahim-ej1rr 2 ปีที่แล้ว +2

    সাধারণ রেল গাড়ির জন্য লাইন ভালো নেই অথচ বুলেট ট্রেনের কথা বলে 100 কোটিরও বেশি টাকা নষ্ট করে শুধু সম্ভাব্যতা যাচাই করেছে রেল কর্তৃপক্ষ।

  • @rajeditor
    @rajeditor 2 ปีที่แล้ว +2

    আমাদের বগুড়ার রেললাইন, তো পুরো খারাপ, এইটার কোনো ব্যবস্থা নাই

  • @sonarbangla113
    @sonarbangla113 2 ปีที่แล้ว +1

    রাস্তার এই অবস্থা জেনেও কেন এই রকম উচ্চ গতির ইঞ্জিন কেনা হয়েছে

  • @beutyakter181
    @beutyakter181 2 ปีที่แล้ว +5

    বাংলাদেশ সবচেয়ে দুর্নীতি হয় রেল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে।

  • @hossenoman7994
    @hossenoman7994 2 ปีที่แล้ว

    Amra amo khobor sunta chai na na dukho hoi vai manusar jibon akhon kothai🤔🤔

  • @colorslife1145
    @colorslife1145 2 ปีที่แล้ว

    Ami nirapod jatra hisabe niomito tran e jatra kori sylhet to cumilla rute sylhet theka 6theka 7 ghonta lage cumilla jeta line thik thakle speed valo thakle hoyto 5 ghonta ba aro kome jeta partam 🙂

  • @Najrulislam244
    @Najrulislam244 2 ปีที่แล้ว

    আই হুলু আমাদের রেলপথ 😄😄😄😢😢😢

  • @MRFIslamicTV
    @MRFIslamicTV 2 ปีที่แล้ว +6

    আল হামদুলিল্লাহ্...প্রিয় ভিউয়ার্স আপনাদের ভালবাসায় ইসলামিক চ্যানেলটি এগিয়ে যাচ্ছে।আপনাদের একান্ত সাপোর্ট ও আল্লাহর রহমত নিয়ে অনেক দূর এগিয়ে যাবো ইনশা আল্লাহ্🌹🌹🌹🌴🌴🌴🌾

  • @railfandedsecpcmiabdbigship500
    @railfandedsecpcmiabdbigship500 2 ปีที่แล้ว +1

    Hmm..

  • @souravdikpati2136
    @souravdikpati2136 2 ปีที่แล้ว

    Bangladesh railway line gulo ja dekhlam seta amader India choto der moja jnno toy train chole oi sb line dea

  • @peyarahmad3227
    @peyarahmad3227 2 ปีที่แล้ว +1

    আমেরিকার কাচ থেকে রেল লাইন সংস্কার করতে উন্নত মেশিন আনা উচিৎ

  • @mdjanina8308
    @mdjanina8308 ปีที่แล้ว

    Aslmualikum. We wish everything come ALRIGHT soon please ameen. 🙏

  • @mdramjanali7250
    @mdramjanali7250 2 ปีที่แล้ว +1

    আরে ভাই বরাদ্দ থাকলেই কি হবে নাকি?
    আপনারা কি জানেন না এটা দুর্নীতিতে সেরা দেশের একটি

  • @ashrafkadir6518
    @ashrafkadir6518 2 ปีที่แล้ว

    2030 এর মধ্যে সমস্ত রেললাইনগুলোকে আপডেট করে দেওয়া হোক।

  • @azadhossain1188
    @azadhossain1188 2 ปีที่แล้ว +4

    ঝুঁকিপূর্ণ লাইন মেরামত না করে কেন এতো কোটি টাকা খরচ করে নতুন ইঞ্জিন কেনাকাটা করতেছে এটা কোন ধরনের যুক্তি কোন ধরনের উন্নয়ন শুধু পকেট ভারী করার জন্য এই ধরনের উন্নয়ন

  • @mdomarfarkmdomarfaruk7018
    @mdomarfarkmdomarfaruk7018 2 ปีที่แล้ว

    রেল,বাস,বিমান,কোন টা ভাল?

  • @nuruahammad5434
    @nuruahammad5434 2 ปีที่แล้ว

    দুর্নীতির গতি কমতেছে না, কিন্তু রেলের গতি কমতেছে। খুবই দুঃখজনক রেলওয়ে কর্তৃপক্ষের অনৈতিক কার্যক্রম।

  • @mdnaeemislamjr3175
    @mdnaeemislamjr3175 2 ปีที่แล้ว +1

    এখন আবার সবগুলো রেল লাইন সংস্কার এর জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ হোক।

  • @himuibrahim7524
    @himuibrahim7524 2 ปีที่แล้ว +1

    রেল লাইন ঠিক না করেই ইন্জিন কেনা হয়েছে। এবার কি ইঞ্জিনগুলো ফেলে রেখে নষ্ট করার চিন্তা করছে নাকি?

  • @mostrelevantbd
    @mostrelevantbd 2 ปีที่แล้ว +3

    বাংলাদেশে রক্ষনাবেক্ষনকে কোনো গুরুত্বই দেয়া হয় না। একটা প্রকল্প শেষ হলে মনে করে আর কোনো কাজ নেই, এখন বসে বসে বেতন নিই

  • @shahabdussobhan7148
    @shahabdussobhan7148 ปีที่แล้ว

    হাজার হাজার কোটি টাকা রেলপথে যদি খরচ করা হতো, তাহলে ২৪০ কিলো মিটার গতিতে ট্রেন চললেও লাইনচ্যুত হতো না।

  • @Fahim-uv1ku
    @Fahim-uv1ku 2 ปีที่แล้ว

    সিঙ্গাপুর তো তাই এই অবস্থা,,,,,,,

  • @TestAccount-uu6id
    @TestAccount-uu6id 2 ปีที่แล้ว +3

    যতদিনে লাইন সংস্কার করবে ততদিনে নতুন ইঞ্জিনগুলো পুরান হয়ে নষ্ট হয়ে যাবে।

  • @rahitakando0816
    @rahitakando0816 2 ปีที่แล้ว

    হায় রে উন্নতি দেশের কোন দেশে বসবাস করি মানুষের জীবনের কোন মুল্যে নাই🥲

  • @mdyeasin7694
    @mdyeasin7694 2 ปีที่แล้ว +1

    বাংলাদেশর রেলওয়ে স্টেশন যেমন।
    রেল মন্ত্রণালয় তেমন ঃ//?

  • @muhammadalam9602
    @muhammadalam9602 2 ปีที่แล้ว

    রেল পথে আজও কোন উন্নতি হয়নি, গত ১০ বছরে যদি ৫০ হাজার কোটি টাকা রেলপথে ব্যায় হতো তাহলে, রেলপথ বিমানপথে পরিনত হতো আমার মনে হয়।

  • @shakilahmed4061
    @shakilahmed4061 ปีที่แล้ว

    উন্নয়ন

  • @samsularefin6035
    @samsularefin6035 2 ปีที่แล้ว +1

    ২৪০ কিমি/ঘন্টা!!!!! হলে ইলেক্ট্রিক/বুলেট ট্রেনের কি দরকার।

  • @raihan1547
    @raihan1547 2 ปีที่แล้ว

    লাইনগুলা উন্নত হবে কবে?

  • @আধুনিককবিরাজ
    @আধুনিককবিরাজ 2 ปีที่แล้ว +1

    করিয়া ভাবিওনা... কাজ করার আগে ভাবো....... উচিত।