তিনতালা ফাউন্ডেশনে কলামের সাইজ এবং পিলারে রডের সংখ্যা এবং বেইজ/পুটিং ঢালাইয়ের রড সিমেন্ট এর পরিমাণ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2023
  • আসসালামুয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স।১ তলা,২ তলা এবং ৩ তলা ফাউন্ডেশনের বাড়ি বা ভবন নির্মাণে মাটির নিচ থেকে ছাদ বা স্লাব পর্যন্ত কাজগুলো কিভাবে ইন্জিনিয়ার আর্কিটেকচারাল ড্রয়িং অনুযায়ী এবং প্র্যাকটিক্যালি হাতে কলমে সঠিক নিয়মে করতে হয় আমার এই ভিডিও গুলোতে তার একটি সুন্দর ধারণা পাবেন। আমার মতো করে এইভাবে ইউটিউবে এ ভিডিও গুলো এত সুন্দর ভাবে আপনাদের সামনে কেউ তুলে ধরেনি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ১) তিনতলা ফাউন্ডেশন এর একটি বেইজে বা ফুটিংএ কত ব্যাগ সিমেন্টের ঢালাই দিতে হবে বা কত ইঞ্চি ঢালাই দিতে হয়
    ২) ৩ তলা বেইছ বা পুটিং এর রড গুলো কত মিলি বা কত সুতা ব্যবহার করতে হবে এবং কত ইঞ্চি পর পর বাঁধতে হবে
    ৩) তিন তলা ফাউন্ডেশনে কর্নারের পিলার বা কলাম এর সাইজগুলো কত হবে এবং কত মিলি বা কত সুতা কয়টি করে রোড দিতে হবে
    ৪) ৩ তলা ফাউন্ডেশনে সাইডের পিলার বা কলাম এর সাইজ গুলো কত হবে এবং কত মিলি বা কত সুতা কয়টি করে রড দিতে হবে
    ৫) তিনতলা ফাউন্ডেশনে মিডেলের পিলার বা কলাম এর সাইজ গুলা কত হবে এবং কত মিলি বা কত সুতা কয়টি করে রড দিতে হবে
    ৬) একটি পিলারে রিং বা টাই গুলো মাটির নিচে কত ইঞ্চি পর পর বাঁধতে হবে এবং মাটির উপরে কত ইঞ্চি পর পর বাঁধতে হবে
    তিনতলা বাড়ি বা ভবন নির্মাণে বেস বা ফুটিং ঢালাই এর সঠিক নিয়ম এবং পিলার/কলামের এর সাইজ গুলো সঠিকভাবে কিভাবে নির্ধারণ করতে হয় এবং তিনতালা ফাউন্ডেশন একটি বিল্ডিংএ পিলার/কলামে কয়টি করে রড দিতে হয় এবং একটি বিল্ডিং বা বাড়ির ডিজাইন এর ফ্লোর প্ল্যান লেআউট কিভাবে দিতে হয় এবং কিভাবে সঠিক নিয়মে একটি বিল্ডিং বা বাড়ি নির্মাণ করতে হয়। আমার ভিডিও গুলোতে আপনারা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন তাহলো একটি কলামে খরচ কত এবং পিলারের সাইজ কিভাবে নির্ধারণ করতে হয় এবং বেছের জালি বাধার নিয়ম এবং কলামে কয়টি করে রড দিতে হয় এবং সিমেন্ট বালি কংক্রিট এর হিসাব এবং অনুপাত এবং কলাম বা পিলারে কত মিলি বা কত সুতা রড দিতে হয়,বিমের সাইজ এবং বীমে কয়টি রড দিতে হয় এবং একটি বাড়ির বা ভবন নির্মাণ সামগ্রীর হিসাব ও দাম যেমন রড সিমেন্ট ইট বালু খোয়া কংক্রিট পাথর ইত্যাদি এবং পিলার বা কলাম বাধার নিয়ম, রিং বা টাই বাঁধার নিয়ম,ছাদ ঢালাইয়ের হিসাব,রডের হিসাব, সিমেন্টর হিসাব, ইটের হিসাব, বালির হিসাব,মোটকথা একটি বাড়ির কন্সট্রাকশন কাজের আইডিয়াটি আপনারা আমার ভিডিও গুলোতে পেয়ে যাবেন।
    thank for all watching in this Video ♥️♥️♥️
    __________________________________
    ________________________________________________
    My
    Contact:
    Mobile:-01833393700
    whatsapp:-01833393700
    IMO:-01833393700
    Business Enquiry- phossen821@gmail.com
    _____________________________________________
    #footing_and_column_Construction_work
    #construction_of_a_new_building
    #civilengineering
    #রড_সিমেন্ট_খোয়া_কংক্রিট

ความคิดเห็น • 17

  • @parbdtech1611
    @parbdtech1611 ปีที่แล้ว

    স্বপ্নের বাড়ি সঠিক নিয়ম অনুযায়ী নির্মাণ করি

  • @razuahammad55
    @razuahammad55 3 หลายเดือนก่อน

    ভাই... নেক্সট পার্ট ?

  • @tutulkeya3272
    @tutulkeya3272 10 หลายเดือนก่อน

    ধন্যবাদ

    • @farvezhossen700
      @farvezhossen700  10 หลายเดือนก่อน

      আপনাকেও ধন্যবাদ

  • @shahrinprodhan8427
    @shahrinprodhan8427 5 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ

  • @SaraSheikh-fn5zy
    @SaraSheikh-fn5zy หลายเดือนก่อน

    ১৬ মিলি ৪ টি রড় দিয়ে ১০ ইঞ্চি বাই ১০ ইঞ্চি ১টি কলামের লোড বহন খমতা কত

  • @icondigitalstudio1838
    @icondigitalstudio1838 5 หลายเดือนก่อน

    তিন তলা ফাউন্ডেশন। ১৬ টি পিলার দিয়ে দুই ইউনিটের ১৩৬৮ স্কার ফিট একটি বাড়ি করতে ছাদ সহ কত কেজী রড,সিমেন্ট,বালু খোয়া,মজুরি সহ (ছাদ পর্যন্ত সম্পন্ন করতে কত খরচ আসবে)

  • @RafikAhmed-nw2lj
    @RafikAhmed-nw2lj 3 หลายเดือนก่อน

    Moibail namver diban

  • @mitundas844
    @mitundas844 10 หลายเดือนก่อน

    ভাই আমাকে একটু হেল্প। আমি একতলা ছাদ করতে । এভাবে পিলারের ফাউন্ডেশনটা যদি বুঝিয়ে

    • @farvezhossen700
      @farvezhossen700  10 หลายเดือนก่อน

      যেকোনো বিষয়ে পরামর্শের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন-০১৮৩৩৩৯৩৭০০

  • @skhafijurhossain7595
    @skhafijurhossain7595 7 หลายเดือนก่อน

    My dear , এটা কোনো কমার্শিয়াল বিল্ডিং নয়।

  • @aburafealmojahid5268
    @aburafealmojahid5268 9 หลายเดือนก่อน

    দোতলার জন্য বেইজ এর জালির রড ১২ মিলি ব্যাবহার করা যাবে কি?

  • @HridoyHasan-sf4dj
    @HridoyHasan-sf4dj 6 หลายเดือนก่อน +1

    তিন তলা ফাউন্ডেশন এ এতো রড ব্যবহার কেউ করে না 😅

    • @ungineerbro
      @ungineerbro 6 วันที่ผ่านมา

      E onek boro engineer mone hoi..5talar foundation bol6e mone ho66e

  • @sabogsabog7962
    @sabogsabog7962 8 หลายเดือนก่อน

    both way‌ বলতে‌ কি বুঝায়