একটা বাইকের দাম রাখা আছে 3 লক্ষ টাকা যে বাইকের কোন গিয়ার ইন্ডিকেটর নেই গাড়ির ট্যাংকির সামনে যে প্লাস্টিক দেয়া আছে প্লাস্টিকের কোন ফিনিশিং নেই সামনে ফাঁকা অর্থাৎ চাবির পিছনে 3 লক্ষ টাকায় ইয়ামাহা 155 অথবা 160 সিসির গাড়ি তৈরি করতে পারতো কিন্তু বাংলাদেশের লোকের টুপি পরানোর জন্য ইয়ামা কোম্পানি যথেষ্ট তোর আশা করি হোন্ডা হর্নেট চলে এসেছে মার্কেটে ইয়ামাহা এত চাহিদা থাকবে না ইয়ামাহা ইন্টিগেটর লাইট গুলো ব্যবহার করেছে লাইটগুলো যথেষ্ট যথেষ্ট শক্তপোক্ত না এবং ফিনিশিং টা ভালো হয় নাই আমার কাছে হোন্ডা হর্নেট এর টা সবচেয়ে ভালো লেগেছে হিন্দি এটার লাইট গুলো 3 লক্ষ থেকে একটা বাইকের দাম যা রেডি পিকআপ একদমই নিম্নমানের
বাইকে কোন পাওয়ার নাই ভাইকে জেরিনিকেতন নাই ট্রাকশন কন্ট্রোল আছে টেনশন কন্ট্রোল না দিয়ে গ্যারান্টিকেটার টা দিলে আরো মনে হয় ভালো হতো যেখানে হর্নেট ২.০ বাইকটি 10000 টাকা কমে বিক্রি হচ্ছে সেটা ১৮৪ সিসি ওটার পাওয়া ১৭.২৫ আর এই বাইকের পাওয়ার ১২ দশমিক কত জানিনা কিন্তু এই বাইকটা এত কম পাওয়া রে মানে ১২৫ সিসির মতো পাওয়ারে কেউ কিনবে না কেউ না আর এখানে নতুন নতুন হায়ার শিশির বাইক একটু দাম দিয়ে হলেও এর থেকে ভালো প্রাইযে ভালো পাওয়ার অফার করতো আমরা fz v4 কেন নিব যারা বলদ বলদা তারা নিবি হয়তো
একটা বাইকের দাম রাখা আছে 3 লক্ষ টাকা যে বাইকের কোন গিয়ার ইন্ডিকেটর নেই গাড়ির ট্যাংকির সামনে যে প্লাস্টিক দেয়া আছে প্লাস্টিকের কোন ফিনিশিং নেই সামনে ফাঁকা অর্থাৎ চাবির পিছনে 3 লক্ষ টাকায় ইয়ামাহা 155 অথবা 160 সিসির গাড়ি তৈরি করতে পারতো কিন্তু বাংলাদেশের লোকের টুপি পরানোর জন্য ইয়ামা কোম্পানি যথেষ্ট তোর আশা করি হোন্ডা হর্নেট চলে এসেছে মার্কেটে ইয়ামাহা এত চাহিদা থাকবে না ইয়ামাহা ইন্টিগেটর লাইট গুলো ব্যবহার করেছে লাইটগুলো যথেষ্ট যথেষ্ট শক্তপোক্ত না এবং ফিনিশিং টা ভালো হয় নাই আমার কাছে হোন্ডা হর্নেট এর টা সবচেয়ে ভালো লেগেছে হিন্দি এটার লাইট গুলো 3 লক্ষ থেকে একটা বাইকের দাম যা রেডি পিকআপ একদমই নিম্নমানের
Right
Right
যারা এই বাইক কিনে তাদের ইনকাম হালাল কিনা আমার সন্দেহ আছে, কষ্টের হালাল টাকা অন্তত আমি এভাবে অপচয় করবনা, দেশে অনেক দুঃখী মানুষ আছে
একদম ঠিক কথা বলছেন, আমি নিজে FZ V2 কিনছি। তবুও দাম বেশি মনে হলো।
Right bro ❤
😂😂পাশাপাসি আপনার রিভিউ পাশাপাশি 😂সব কিছু ই পাশাপাশি লবন কম্পানিয়ন
Price ta onkkkk besi 280 hoile valo hoito
বাইকে কোন পাওয়ার নাই ভাইকে জেরিনিকেতন নাই ট্রাকশন কন্ট্রোল আছে টেনশন কন্ট্রোল না দিয়ে গ্যারান্টিকেটার টা দিলে আরো মনে হয় ভালো হতো যেখানে হর্নেট ২.০ বাইকটি 10000 টাকা কমে বিক্রি হচ্ছে সেটা ১৮৪ সিসি ওটার পাওয়া ১৭.২৫ আর এই বাইকের পাওয়ার ১২ দশমিক কত জানিনা কিন্তু এই বাইকটা এত কম পাওয়া রে মানে ১২৫ সিসির মতো পাওয়ারে কেউ কিনবে না কেউ না আর এখানে নতুন নতুন হায়ার শিশির বাইক একটু দাম দিয়ে হলেও এর থেকে ভালো প্রাইযে ভালো পাওয়ার অফার করতো আমরা fz v4 কেন নিব যারা বলদ বলদা তারা নিবি হয়তো
পাশাপাশি দামটা বেশি হইছে। আর পাশাপাশি গীয়ার পজিশনটা নাই।