সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভূতের বিয়ে: পাঠে :রত্না বিশ্বাস।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভূতের বিয়ে: পাঠে :রত্না বিশ্বাস।
    ভূতের বিয়ে
    অনেকদিন আগেকার কথা। তখন বাংলাদেশে এখনকার মত ঘরে ঘরে লাইট হয়নি। গ্রাম অঞ্চলে যাতায়াতের পথও এত সহজ ছিল না । রাধাকৃষ্ণপুর একটা গ্রাম। বাংলাদেশের আর পাঁচটা গ্রামের মতই জঙ্গল, নদী, খাল, বিল ছিল এখানে। কিন্তু গ্রামে সড়ক ভালো নয়। একটা ছোট নদী পেরিয়ে গ্রামে আসতে হয়। আর বর্ষাকালে পথ-ঘাট সবই জলে ভেসে যায়। এই গ্রামেই বাস করতেন এক ব্রাহ্মণ-নাম তাঁর অনুপম চাটুজ্যে। চাটুজ্যেরা বর্ধিষ্ণু পরিবার। তা ছাড়া অনেক দিন তাঁদের এই গ্রামেই বাস। সকলেই তাই সম্মান করে তাঁদের। তাঁদের বেশ কয়েক বিঘে জমি আছে। তা ছাড়া আছে গোরু, বলদ, ভিটে, ধানের গোলা ও পুকুর। এক কথায় অভাব কাকে বলে তাঁরা তা জানেন না। বর্তমানে এই চাটুজ্যে বংশের প্রধান হলেন গদাধর চাটুজ্যে। তিনিই শেষ বংশধর। অন্য শরিকরা কেউ মারা গেছে, কেউ বা গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। গদাধরের মেয়ের বিয়ে ঠিক হয়েছে কলকাতা শহরের এক ধনী ব্যবসায়ীর ছেলের সঙ্গে। মেয়েটি খুব সুন্দরী। তা ছাড়া বর্ধিষ্ণু পরিবার। তাই তার ছেলের বিয়ে ঠিক করেছেন এখানেই।
    জ্যৈষ্ঠ মাসে বিয়ে।...
    লেখাটি লেখকের অনুমতি নিয়ে নেওয়া হয়েছে ‘পত্রভারতী থেকে প্রকাশিত ‘হারিয়ে যাওয়া লেখা’ গ্রন্থ থেকে।
    আমারা এখানে ভূত, প্রেত বা অলৌকিক কোনও ব্যাপারকেই প্রচার করতে চাইছিনা। বক্তা লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় বহুদিন আগে এই গল্পটি লিখেছিলেন। সেই গল্পটি এখানে পাঠ করেছেন বাচিক শিল্পী রত্না বিশ্বাস। নমস্কার।
    Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
    ★ Subscribe to us: sanjibani sudha,

ความคิดเห็น • 10

  • @subirsarkar8149
    @subirsarkar8149 22 วันที่ผ่านมา +1

    Ratnadi darun

  • @MamonChakraborty-yt9wp
    @MamonChakraborty-yt9wp 24 วันที่ผ่านมา +1

    Khub sundor laglo golpota mon tuch korey jaeya❤🙏👍

  • @ratnabiswas401
    @ratnabiswas401 24 วันที่ผ่านมา +2

    Emon goloo path korte pere dhonnyo ami

  • @subhajit0
    @subhajit0 24 วันที่ผ่านมา +1

    গল্পটা দারুণ লাগল । তারপর ... ? অনেক ধন্যবাদ ।

  • @rinasen8106
    @rinasen8106 24 วันที่ผ่านมา +1

    Besh bhalo legeche

  • @ricci1729
    @ricci1729 24 วันที่ผ่านมา +1

    sad story --

  • @ritadas9566
    @ritadas9566 24 วันที่ผ่านมา +1

    গল্প টা খুব দুঃখের। পরবর্তী পর্ব শোনার জন্য উৎকর্ণ রইলাম। খুব ভাল ও সুস্থ থাকবেন দাদাভাই।আমার আন্তরিক শ্রদ্ধা সহ প্রণাম গ্রহণ করবেন 🙏🙏🌹🌹 শ্রদ্ধেয়া রত্নাদিদি কে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা সহ শ্রদ্ধা 🙏🙏🌹🌹

  • @ParthaPratimBose
    @ParthaPratimBose 23 วันที่ผ่านมา +1

    খুব সুন্দর।
    ঈশ্বর কে ডাকার ফল এমন হাতেনাতেই পায় লোকে😂

  • @SadhanGhosh-fd8xu
    @SadhanGhosh-fd8xu 24 วันที่ผ่านมา

    শেষটা কেমন ঘুলিয়ে গেলো!!!!!!