ওলকপির পরিচর্যা ||caring of turnip/knolkhol

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 365

  • @dulalmandi8123
    @dulalmandi8123 3 ปีที่แล้ว +3

    স্যার,আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের ভারত কৃষি প্রধান দেশ।এইভাবে আপনি বুঝিয়ে দিলে তবেই কৃষির উন্নতি হবে।

  • @লক্ষ্মীকান্তখাঁড়া

    নমস্কার স্যার, আমার মনে হয় আপনিই এখন সেরা ইউটিউবার, আপনার ভিডিও ছাড়া কারোর ভিডিওদেখে বিশ্বাস করি না, কারণ ওরা পয়সার জন্য ভিডিও করে, আরো একটা আপনার কথা আমাকে বার বার মনে করিয়ে দেয়,যে কদিন আর বাঁচবো নতূন প্রজন্মের জন্য কিছু রেখে দিয়ে যায়,এই কথাটা আমার সবচেয়ে ভালো লেগেছে, কারণ কতোটা উদার মনের মানুষ হলে তবেই এই কথা গুলো মুখে আসে, ভিডিও গুলো খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন

  • @naosadmallik4309
    @naosadmallik4309 3 ปีที่แล้ว +3

    খুব সুন্দর হয়েছে স্যার খুব ভালো আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      আল্লাহ আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল করুন সেইসঙ্গে চলুন সকলে এগিয়ে চলি ধন্যবাদ।

  • @mdmukhtarulhussain2054
    @mdmukhtarulhussain2054 3 ปีที่แล้ว +1

    Well explained wonderful VDO ,Thank u Sir.

  • @satyagopaldas5141
    @satyagopaldas5141 3 ปีที่แล้ว

    গুরুদেব ভাল থাকবেন। অনেক কিছু জানতে পারলাম, আপনার জ্ঞান আমাদের সাফল্যের পরিপূর্ণতা।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      নিশ্চয়ই আপনি যদি আমার ভিডিওগুলো সব দেখেন আমি কথা দিচ্ছি আপনি একজন পাকা কৃষিবিদ তৈরি হয়ে যাবেন। দেখবেন আমি তো এখনো অনেক ভিডিও আনবো ভিডিও গুলো দেখবেন ভালো থাকুন চলুন সকলে এগিয়ে চলি।

  • @debnarayangayen6834
    @debnarayangayen6834 3 ปีที่แล้ว +1

    1st like 1st comment.
    অনেক অনেক ধন্যবাদ স্যার।
    ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      আপনারা ও ভাল থাকুন চলুন সেই সঙ্গে এগিয়ে চলি।

  • @pradipchowdhury9483
    @pradipchowdhury9483 3 ปีที่แล้ว

    Khub sundor bojalen kaku.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      ভালো থেকো তোমরা ,চলো সকলে এগিয়ে চলি।

  • @tanmoyshee
    @tanmoyshee 3 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো আপনার ভিডিও টা। আমার কয়েকটি প্রশ্ন জানার আছে ও একটি অনুরোধ আছে।
    প্রশ্ন-
    ১. টবের মাটি তৈরি করার জন্য চালের গুঁড়া, সর্ষে খোল, হাড়গুড়ো ও ট্রাইকোডার্মা ভিড়িডি একসাথে মাটিতে ২৫ দিন মিশিয়ে রাখা যাবে?
    ২. জৈব পটাশ সারের উৎস কি বা কিভাবে গাছে দেওয়া যায়?
    অনুরোধ-
    টব বাগানিদের জন্য বিভিন্ন ফুল গাছের যেমন জবা, বেল, টগর, অপরাজিতা, নয়নতারা, স্থল পদ্ম, কুন্দ ইত্যাদির জৈবিক উপায়ে পরিচর্যা নিয়ে ভিডিও করুন। খুব উপকৃত হবো।
    ভালো থাকবেন। ধণ্যবাদ।

  • @naturebeautyandgardening7943
    @naturebeautyandgardening7943 3 ปีที่แล้ว

    Thank you Sir. Khoob bhalo information

  • @anandadas2008
    @anandadas2008 3 ปีที่แล้ว

    Khub valo apnar video

  • @gayaramkayalkayal2223
    @gayaramkayalkayal2223 3 ปีที่แล้ว +3

    স্যার আজ থেকে আমি রোয়া শুরু করলাম (পান ৮০২)।আর্শিবাদ করুন যেন এগিয়ে যেতে পারি।মে জমিতে বোরো ধান চাষ করছি তাতে প্রচুর পরিমাণে কলমী শাক ছিল। তাছাড়া তিন চার বছর ধরে পতিত।পচে প্রচুর আ্যমনিয়া গ্যাস হচ্ছে। মোলাসেস বা চিটা গুড়ে কী ভাল কাজ হবে ।ব্যবহারের পরিমাণ বলবেন।

  • @apigeonlover
    @apigeonlover 3 ปีที่แล้ว +1

    আমাদের বাংলাদেশে শালগম বলে এটাকে। যাইহোক আপনার ভিডিও গুলো দেখার পর সত্যিই মাস্টার হয়ে যাই। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমীন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      আল্লাহ আপনার মঙ্গল করুন সেইসঙ্গে আপনার পরিবারের সকলে সুস্থ থাকুক এই কামনা করব । চলুন সকলে এগিয়ে চলি।

  • @biswaranjanparia4703
    @biswaranjanparia4703 3 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

  • @subrataghosh213
    @subrataghosh213 3 ปีที่แล้ว

    আপনার কথা শুনে আমি খুবই মজা পায়,,, ভালো থাকবেন,,,

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      শুভেচ্ছা রইল, সেই সঙ্গে পরিবারের সকলে ভালো থাকুক এই কামনা করব।

  • @Shivambasu
    @Shivambasu 2 ปีที่แล้ว

    একজন এগ্রিকালচার পাশ করা ছাত্র হিসেবে আপনার ভিডিও দেখে অনেক কিছু জানতে পাই।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว +1

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলকে নিয়ে এগিয়ে চলি।

  • @itsnotmylife4366
    @itsnotmylife4366 3 ปีที่แล้ว +1

    স্যার মুগ কড়াই ফেলছি🌱। পরিচর্যার ভিডিও করলে উপকৃত হব ❤️।ধন্যবাদ 🙏।

  • @debasisbiswas4913
    @debasisbiswas4913 3 ปีที่แล้ว

    Dada namaskar,
    Abar ekta darun vdo r upohar
    Arka f1 tomato 🍅 pumpkin, okra, long beans egulo ki January te lagabo?
    Asubidhe nei to?
    Dhonyobad valo thakben

  • @bikramjana5148
    @bikramjana5148 3 ปีที่แล้ว

    নমস্কার স্যার, আমি হলদিয়া থেকে বলছি, আপনার একটা খুব ভালো লাগলো যে "আপনারা মাস্টার হয়ে গিয়েছেন" হাঁ স্যার আমরা কিন্তু অনেকটা শিখে গেছি।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      নিশ্চয়ই শিখবে এইভাবে তোমরাও মাস্টারি করবে একদিন। ভিডিওগুলো দেখো আমি বলেছিলাম সমস্ত ভিডিও যদি দেখা যায় একদিন তুমি পাক্কা কৃষিবিদ তৈরি হবে। সবেতো কটা ভিডিও ছেড়েছি 123 টা দাড়াও আরো ভিডিও আনবো দেখো পাকা কৃষিবিদ তৈরি হয়ে যাবে আমি কথা দিচ্ছি । ভালো থেকো চলো সকলে এগিয়ে চলি।

  • @soumyamondal1463
    @soumyamondal1463 3 ปีที่แล้ว

    sir kub vlo laglo..Sir kites er picture koi dekhalen na...

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      ওটা ঘাড়দা কোম্পানির বাজারে বলবেন পেয়ে যাবেন। ভুল হয়ে গিয়েছে ছবিটা না দেখানোর জন্য।

  • @punamhalder997
    @punamhalder997 3 ปีที่แล้ว

    Apnar video dekhe anopranito hoye lau,sosa,begun,lanka,beans,tomato gach lagiyechi, bes boro hoyeche, bt poka r upodhob ache...........poka r jnno 1ta osudh rakhte chai......kingdoxa use krle kaj debe???or anny kono organic presticide thakle blben.......

  • @ashimaroy880
    @ashimaroy880 3 ปีที่แล้ว +1

    Rice water pesticides hisebe use kora jai?

  • @subhankarmondal8133
    @subhankarmondal8133 3 ปีที่แล้ว

    স্যার, আমি ব্যাবসা ভিত্তিক আদা চাষ করতে চায়। একটু আগাম ভিডিও দিলে খুব উপকৃত হবো। আপনি আগে যে ভিডিও দিয়েছিলেন সেটি বাড়িতে চাষ করার জন্য ছিল। আমি 12 কাঠা জমি ফেলে রেখেছি আদা চাষের জন্য কিভাবে জমি তৈরি করবো জানান। গোবর সার এখন দেবো কি জানান? চুন দেওয়ার দরকার আছে কি জানান। যদি চুন দেওয়ার দরকার থাকে তাহলে গোবর সার দেওয়ার আগে দেবো/ পরে দেবো?

  • @Funnycartoons2000.
    @Funnycartoons2000. 3 ปีที่แล้ว

    ধন্যবাদ
    মুগ কালাই চাষের ভিডিও আনুন
    নতুবা কিছু পরামর্শ দিন
    সময় খুব সীমিত
    আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      মুগ চাষের সম্পর্কে আমি আগামী রবিবার 18 নম্বর প্রশ্ন উত্তর পর্বে আপনার নামসহ প্রচার করব।

  • @parthaprotimbanik7348
    @parthaprotimbanik7348 3 ปีที่แล้ว

    Sir, khub bhalo information dilen.
    Fish scale theke ki organic sar taitri kora jaye? Jadi jaye to kibhave? Janale upokrito hobo. Apni amar pronam grahan korben r bhalo thakben.

  • @Funnycartoons2000.
    @Funnycartoons2000. 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ
    আপনি বলেছিলেন মাত্র এক টাকাখরচ করে স্টিকার তৈরি করা শেখাবেন ,
    অপেক্ষায় রইলাম

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +2

      হ্যাঁ অবশ্যই শেখাবো ধন্যবাদ জানাই।

  • @paltuparua9652
    @paltuparua9652 3 ปีที่แล้ว

    স্যার প্রথমে আমার প্রনাম নেবেন। আর আপনি ভালো থাকুন। আপনার ভিডিওটি খুব সুন্দর লাগলো।

  • @tanmoysamanta6329
    @tanmoysamanta6329 3 ปีที่แล้ว

    Sir j kono gache Lanka Lau begun gache ful thaka kalin nim oil dew jabe??? Ful jhore jabe Dile???

  • @bhanumistri3471
    @bhanumistri3471 3 ปีที่แล้ว

    আপনার ভিডিও দেখে আমি। অনলাইনে
    ওয়েস্ট ডিকমপোজার এনেছি ।
    গাছে স্প্রে করার অনুপাতটা বলেছিলেন কিন্তু
    গাছে গোড়ায় কী। অনুপাতে দেব
    এটা দিলে খোল জল বা আর কোনো সার দিতে হবে?

  • @debnarayangayen6834
    @debnarayangayen6834 3 ปีที่แล้ว +2

    স্যার স্টিকার এর বিকল্প হিসেবে কি ব্যবহার করব, আর পরিমাণ টা ও জানাবেন প্লিজ্। উত্তরের অপেক্ষায় রইলাম।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      এটা একটা ভিডিও করতে হবে ভিডিওর মাধ্যমে জানাবো একটু সময় দিন ধন্যবাদ।

    • @debnarayangayen6834
      @debnarayangayen6834 3 ปีที่แล้ว

      স্যার আমার মটরশুঁটি গাছে স্টিকার না ব্যবহারে কাজ কম হচ্ছে।
      Please বিকল্প বলুন।

  • @subhankarghosh469
    @subhankarghosh469 3 ปีที่แล้ว

    Sir asa kori valo achen,
    Waste decompost die toiri gur jol, paan gache sprey kora jabe? Na gorar matite just sprey kora jabe?

  • @pallabimondal855
    @pallabimondal855 3 ปีที่แล้ว +1

    Olkopi r big ki company, koto Taka.

  • @karticksarkar1642
    @karticksarkar1642 2 ปีที่แล้ว

    নমস্কার স্যার প্রণাম নেবেন। আমি নদীয়া জেলা থেকে। আপনার ভিডিওটি খুবই শিক্ষণীয়। কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে সেটি হল আমাদের পশ্চিমবঙ্গে চাষ করা হয় এমন উন্নত প্রজাতির ওলকপির জাত কোনটি? এবং সেটি গড় ওজন কত?

  • @somnthpanda2076
    @somnthpanda2076 3 ปีที่แล้ว +3

    মহাশয় শীতকালে বীজের অঙ্কুরোদগম ঠীক হচ্ছে না। কি করলে এই সমস্যা দূর হবে দয়াকরে একটু বলবেন অনুরোধ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      বীজটাকে একটু গরমে রাখতে হবে আমি চেষ্টা করছি একটা ভিডিও করতে।

  • @lakshminandi6784
    @lakshminandi6784 3 ปีที่แล้ว

    স্যার আপনি ভালো থাকবেন । গরমের ফুল কপি ও টমেটো বীজ কোন কোম্পানি ভালো হবে জানাবেন ? আমি ডন175 জাত চাষ করেছি আর কোন জাত ভালো হবে জানাবেন ।

  • @lalonsk7935
    @lalonsk7935 3 ปีที่แล้ว

    দাদা আপনাকে দন্য বাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      আপনাকেও ধন্যবাদ জানাই সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব।

  • @maladas2365
    @maladas2365 3 ปีที่แล้ว

    Amar tob er upojukto narkel gacch horticultur theke kena..7-8 bochor boyosh, maati theke kaando 6-8 inch...300lit. Half drum e gachh ta boro hoyeche kintu akhono fol asheni ..kono upay bolte paren

  • @biswajitray1667
    @biswajitray1667 3 ปีที่แล้ว

    Sir,
    Reply deben plz....
    pokhraj alu tule beche diachi...akhon oi jomi te choto size er misti kumro kora jabe? Ekta variety nam bolben.

  • @tanmoydas3375
    @tanmoydas3375 3 ปีที่แล้ว

    স্যার fungiside, যত রকমের আছে সেই সব কখন কোথায় ব্যবহার করা হয় এই নিয়ে একটা ভিডিও করুন

    • @tanmoydas3375
      @tanmoydas3375 3 ปีที่แล้ว

      স্যার আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই।সার propineb (Antrakol) fungicide কখন কোথায় কিভাবে ব্যবহার করা হয়।

  • @mukterhossain5746
    @mukterhossain5746 3 ปีที่แล้ว +2

    Nice ❤❤❤👌💗💗

  • @manojkisku9930
    @manojkisku9930 3 ปีที่แล้ว

    নমস্কার স্যার,
    আমি ভেনডি ও করলা লাগিয়েছি ১ মাস হল ৪/৫ ইঞ্চির মতো হয়েছে খুবি আস্তে আস্তে বড়ো হচ্ছে ।
    আমি মাঝে সার দিয়ে ছিলাম তবুও বাড়ছে না আমি ১০ ২৬ ২৬ এবং খোল দিয়ে ছিলাম।
    ২৮ ২৮ ০ সারটি আমাদের এখানে পাওয়া যাচ্ছে না।
    কী করলে গাছ গুলো তাড়া তাড়ি বাড়বে স্যার please বলবেন।
    বেগুন গাছে সাদা মাছি খুব লেগেছে তাড়াতে পারছি না দু ধরনের বিষ আমি স্প্রে করে ছিলাম কিন্তুু কাজ হয়নি।
    আপনি বলেছেন নিমের পাতার জল স্প্রে করতে আমি তিন দিন সকালে বিকেলে স্প্রে করে ছিলাম পরে নিমের পাতা জগাড় না করতে পারাই আর দিতে পারেনি।
    নিমের পাতা পাচ্ছি না স্যার অনেক পাতার প্রয়োজন হচ্ছে অন্য কোন জৌবো পদ্ধতি বা কোন জৌবো ঔষধ ব্যবহার করতে হবে।
    দয়া করে বলবেন।

  • @pradyotmayra2108
    @pradyotmayra2108 3 ปีที่แล้ว

    Amar babsa vittik Sosa chas e eto baka tera Sosa hocche ki bolbo apnake.matha kharap hoye jacche .aj 28 kg 1 no .14 kg 2 r .baka mal 11 kg uteche.ki korbo . Koto bar micronutrients spray korbo.

  • @abhijitroy578
    @abhijitroy578 3 ปีที่แล้ว

    নমস্কার স্যার, নতুন বছরের (2021) শুভেচ্ছা নেবেন, বেগুন গাছের পাতা হলুদ, কালো, বাদামী বিন্দু বিন্দু দাগ হয়ে শুকিয়ে যাচ্ছে আর উপরের পাতা দুটো সোজা নৌকার মতো হয়ে গেছে। কোনো প্রতিকার জানালে উপকৃত হবো। ভালো থাকবেন।

  • @SanjayHansda-rh7bh
    @SanjayHansda-rh7bh 3 ปีที่แล้ว

    আমি sanjay hansda বলছি ,,,,,4 বিঘা কুমড়ো লাগিয়েছি,,,,,,গত বার ,,,আমার অনেক কুমড়ো ফেটে গেছে,,,,,কারণ কি,,,,,কি করলে ফেটে যাবে না ,,,দয়া করে বলবেন,,,,,5/01/2021,,,,,,আপনার উওরের অপেখায় আছি,,,,

  • @sanjitghosh530
    @sanjitghosh530 3 ปีที่แล้ว

    1. B.T. ki jekono sabjir gachhe leda lagle spray korte parbo? 2. Neem jaler substitute hisebe Neem tel par par tindin byabahar kara jabe broccoli and cauliflower plants gulote? Kato p.p.m. debo jadi permissible hoi?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      বিটি হল ব্যাসিলাস থুরিঙজিয়েন্সিস নামক একটা ব্যাক্টেরিয়া যা লেদা পোকা কে মারতে সাহায্য করে ।ঠান্ডা পড়লে অবশ্যই এর উপরে কোন ভালো ওষুধ এখনো তৈরি হয়নি কিন্তু তাপমাত্রা যদি 25 ডিগ্রি উপরে উঠতে থাকে তখন এর কার্যক্ষমতা কমে যায় ।এখানে সমস্যা বাজারে বায়োলেপ হিসেবে পাওয়া যায় খুব ভালো কাজ করে। নিম জলের কাজ আলাদা। নিম জলের সাহায্যে সবরকম পোকাকে তাড়ানো যায় কিন্তু বি টি পাউডারে শুধুমাত্র লেদা পোকা তাড়ানো যাবে ।

    • @sanjitghosh530
      @sanjitghosh530 3 ปีที่แล้ว

      Dhanyabad sir. Ami already b.t. powder online a book korechhi. By Friday pabo. Bioleap pelam na. Dipole brand pelam. sucking insect er janya ki Beauveria Bassiana aply korte pari? Etao ki winter season er janya? Jadi daya kore advice koren upakrita habo. Ami jalpaiguri te thaki abong organic fertilizer use kori amar kitchen gardene.

    • @sanjitghosh530
      @sanjitghosh530 3 ปีที่แล้ว

      B. Bassiana bio insecticide er upar kichhu advice korle khub bhalo hoi abashyoi apnar samoy mato. Namaskar niben.

  • @avijitbanu301
    @avijitbanu301 2 ปีที่แล้ว

    Dada ami sudhu Bali te 5_6 inchir poly pack e rooftop garden e olkopi Chas korechi. Sufola jole gule soptai ekdin ditam.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      অবশ্যই হবে‌।
      ধন্যবাদ জানাই,ভালো থাকুন,
      আর এইভাবেই এগিয়ে চলুন।

  • @স্বপ্নেভ্রমন
    @স্বপ্নেভ্রমন 3 ปีที่แล้ว

    Dalia fuler porichorja niya ekta video korun

  • @laxmanmandalsir
    @laxmanmandalsir 3 ปีที่แล้ว

    Sir aamar law later pata gula kukde jachhe fungicide delete aar Lata ta thik hoye na
    Aage Dik dog ta patla aar kamjor hoye jay

  • @siddharthadalapati3821
    @siddharthadalapati3821 3 ปีที่แล้ว

    খুব সুন্দর

  • @mondalpatrick7656
    @mondalpatrick7656 ปีที่แล้ว

    দাদা আগাম ওলকপি চাষের উপযুক্ত সময় কোন মাস ?

  • @smmosharof3249
    @smmosharof3249 3 ปีที่แล้ว +1

    ওস্তাদজী আল্লাহ কি পৃথিবীর সব জ্ঞান আপনাকে দিয়েছেন,,, কিভাবে মনে রাখেন এত কিছু

  • @ishraskhunshuti3391
    @ishraskhunshuti3391 3 ปีที่แล้ว

    স‍্যার আপনার ভিডিও অনেক ভালো লাগে।বারান্দায় টবের মাটিতে কেচো হয়েছে।কি করব।জানাবেন খুব উপকার হয়।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      নিম পাতার জল ফুটিয়ে ঠান্ডা করে দিলে হবে গাছের গোড়ায় । অথবা পটাশ সার জলে গুলে গাছের গোড়া থেকে একটু দুর দিয়ে সেই জল ঢালুন।

  • @merajulhoque7569
    @merajulhoque7569 3 ปีที่แล้ว

    Kaku January mase jhinga bij and sajna bij ki kore ankur korbo. Answer ta den kaku.ami kintu apnar opekkhai thatbo

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      বীজগুলো জলে দুই রাত ভেজাতে হবে। তারপর ভিজে কাপড়ে মধ্যে বেঁধে খড়ের গাদায় অথবা জৈব সারের ভিতরে অথবা চটের বস্তার ভিতর এক রাতে রাখতে হবে তারপর দিন অঙ্কর হয়ে যাবে।

  • @somnathshil5150
    @somnathshil5150 3 ปีที่แล้ว

    স্যার গরমে কোন জাতের বেগুন ভালো হয়।।???

  • @piyalichakraborty7924
    @piyalichakraborty7924 3 ปีที่แล้ว

    Sir aei seet kale basi maad ki gacher godai deya jai ki

  • @sujatamaitisamanta1081
    @sujatamaitisamanta1081 3 ปีที่แล้ว

    Sir Graps tree Amar gache New sakha hochena age 10 month but flower hochena

  • @mdvlogs2023
    @mdvlogs2023 11 หลายเดือนก่อน

    🙏কাকু প্রনাম নেবেন 🙏
    এই শীতকালে সরাসরি জমিতে চারা চাড়া বীজ বপন করে কি ওলকপি করা যাবে ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  11 หลายเดือนก่อน

      হ্যা করতে পারেন।
      বৈশাখ মাস পর্যন্ত বিক্রী করতে পারবেন।

    • @mdvlogs2023
      @mdvlogs2023 11 หลายเดือนก่อน

      @@farmingadviseranathhalder7579 আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকু 🙏 ভালো থাকবেন

  • @66aritramullick75
    @66aritramullick75 3 ปีที่แล้ว +4

    Waste decomposer spray kore kono benefit peychen ?

    • @নুরইসলাম-জ৮খ
      @নুরইসলাম-জ৮খ 3 ปีที่แล้ว +1

      আমি তো স্পে করে কিছুই বুঝতে পারছি না

    • @66aritramullick75
      @66aritramullick75 3 ปีที่แล้ว +1

      @@নুরইসলাম-জ৮খ apnar gur jol er colour ta change hoye gacche to?

    • @নুরইসলাম-জ৮খ
      @নুরইসলাম-জ৮খ 3 ปีที่แล้ว +1

      @@66aritramullick75 হা চেঞ্জ হয়েছে তবে দুবার স্পে করেও কিছু লাভ হয়নি।

    • @66aritramullick75
      @66aritramullick75 3 ปีที่แล้ว +1

      @@নুরইসলাম-জ৮খ eta to organic... Kaj hote time lagbe... Apni mati te din ar tar sate spray korun... 2 month por mati te kecho dekha jete pare... Ar matir conditions change hote 6 month lege jabe mone hoi.
      Ami akhono use kore dekhini... Use korar por update debo

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      রোগটা আসছেনা দেখা যাচ্ছে কিন্তু পোকার ভালো কাজ পাচ্ছি না।

  • @mdjahangiralam3663
    @mdjahangiralam3663 3 ปีที่แล้ว +3

    দাদু মুলাতেও কি রষ থাকতে থাকতে সেচ দিবো। না হলে ফেটে যাবে কি?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      মূলাতে বেশি রস থাকতে নেই সবসময় কারণ তাহলে পাতা হয়ে যাবে বেশি নীচের মূলাটা বড় হবে না শুধু পাতা বেশি হয়ে যাবে। তাই ওর সেচটা একটু দেরি দেরি করে দিতে হয়।

    • @mdjahangiralam3663
      @mdjahangiralam3663 3 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 OK. দাদু। অনেক অনেক ধন্যবাদ।

  • @rajibsantra7753
    @rajibsantra7753 3 ปีที่แล้ว

    Sir, ami summer season tomato chas korte chai se somporke kichu bolun?😄

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      আর 20 দিনের মধ্যে চারা রোপণ করতে হবে। balagi এবং CO 501 ai duti জাত ভালো।

    • @rajibsantra7753
      @rajibsantra7753 3 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 😁

  • @pranabeshmondal791
    @pranabeshmondal791 3 ปีที่แล้ว

    I love you sir
    Waste decomposer টা কি নিমপিট এ গেলে পাওয়া যাবে?

  • @debashisroy8858
    @debashisroy8858 3 ปีที่แล้ว

    গুরুজী নমস্কার নিবেন ,কলা গাছের শেষ পরিচর্যা সম্পর্কে ভিডিও করলে উপকৃত হবো।

  • @debnarayangayen6834
    @debnarayangayen6834 3 ปีที่แล้ว +1

    স্যার আমার মটরশুঁটি গাছে স্টিকার না ব্যবহারে কাজ কম হচ্ছে।
    Please বিকল্প বলুন।

  • @শেরপুর৭৮৬
    @শেরপুর৭৮৬ 3 ปีที่แล้ว +1

    শীত কালীণ শশা চাষের পদ্ধতির উপর একটা ভিডিও বানান স্যার।!

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      ভিডিও তৈরি হয়ে গিয়েছে তাড়াতাড়ি ছাড়া র চেষ্টা করছি

  • @anubhabbarman7600
    @anubhabbarman7600 3 ปีที่แล้ว

    স্যার সুপারি চরা তৈরী থেকে শুরু করে বাগান কিভাবে সারিবদ্ধভাবে লাগাতে হয় এই বিষয়য়ে বিস্তারিত ভিডিও করলে উপকৃত হতাম।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      আমি কিছু সুপারি গাছ করেছি জুলাই মাসে লাগাবো ঠিক করেছি পরে ভিডিও করার চেষ্টা করব ধন্যবাদ

  • @kunalbhattacharyya1671
    @kunalbhattacharyya1671 3 ปีที่แล้ว

    স্যার, আমার বেগুন গাছেই পোচে যাচ্ছে।দয়া করে উপায় বলবেন?অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

  • @nayanmaity9169
    @nayanmaity9169 3 ปีที่แล้ว

    Sir tomato 🍅 gacher age 120 th hoye gelo but pata gulo vectorer dike mure ja66e. Gacher pata kintu green ache.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      এখন প্রতি লিটার জলে 1 মিলি কাইট মিশিয়ে স্প্রে করবে।

    • @nayanmaity9169
      @nayanmaity9169 3 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 sir kono pokar jonno hochhe na....amni amni nicher diker pata mure ja66e...

  • @biplabsikdar2753
    @biplabsikdar2753 3 ปีที่แล้ว

    Sir,
    নিম পাতার পরিবর্তে মেহগূনি গাছের ফল ছেঁচে জলে ফুটিয়ে নিলে কেমন হবে

    • @নুরইসলাম-জ৮খ
      @নুরইসলাম-জ৮খ 3 ปีที่แล้ว

      মেহগনি গাছের পাতাও তোতো এটা দিয়ে কি কীটনাশক হবে জিজ্ঞাসা করেছিলাম স্যার কে।উওর দেননি

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      অবশ্যই হবে, পোকা চলে যাবে ।ওটা তিতো বলে সুগার পেশেন্ট দের কে খাওয়ানো হয় ওই ফলের বীজ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      অবশ্যই হবে।

  • @supriyopatra8819
    @supriyopatra8819 2 ปีที่แล้ว

    কাকাবাবু দানা বিষ যেমন গাছের গোড়ায় ব্যবহার করা হয়, তেমনি জলে গুলে গাছে ব্যবহার করলে পোকা মাকড় জব্দ হবে কি ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      হ্যাঁ অবশ্যই ভালো হবে তবে চোখটা সাবধান রাখতে হবে ।
      চোখে গিয়ে পড়লে ওষুধ কিন্তু চোখের ক্ষতি হয়ে যাবে মারাত্মক।
      এজন্য কোম্পানি ওটা তরল আকারে তৈরি করেনি।
      না হলে কোম্পানিও তৈরি করতে পারত।

  • @mohanbhowmik1420
    @mohanbhowmik1420 3 ปีที่แล้ว

    Sir,Mug chaser vedio karun please as soon as possible.

  • @palashbera8103
    @palashbera8103 3 ปีที่แล้ว

    Sear amer bri haldaita Ami set kaline ole kope kora6i 10katata taki are 1bigata. Sister vandi kora6i miahuco 10. Knon peger eus korbo...? please reply..

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      আপনি হলদিয়াতে বায়ো ভিটা এক্স এই পি জি আর পাবেন এইটা প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন 12দিন ছাড়া ছাড়া।

  • @Gostha1989
    @Gostha1989 3 ปีที่แล้ว

    দশ হাত বাই দশ হাত একটা বর্গফুট মত জায়গা আছে, সাইডে দুটো নারকেল গাছ আছে .সেখানে অল্প করে শসা বা ঝিঙে গাছ লাগানো যাবে দয়া করে জানাবেন স্যার...

    • @Gostha1989
      @Gostha1989 3 ปีที่แล้ว

      Please comment sir

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      অবশ্যই লাগানো যাবে যদি এখন লাগাতে চান তাহলে শসা লাগাতে হবে সুজাতা এই জাতটা খুব ভালো আমরা খাচ্ছি এবং খুব ভালো ফলন শীতের শশা । আর ঝিঙে করতে গেলে আপনাকে খুঁজতে হবে Rama F 1 মারাত্মক ফলন।এটা ইস্ট ওয়েস্ট কোম্পানির বীজ।

    • @Gostha1989
      @Gostha1989 3 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 thank you sir valo thakun...

  • @P_Choudhury
    @P_Choudhury 3 ปีที่แล้ว

    টবে পাতি লেবু, গন্ধরাজ লেবু , কাগজী লেবু ,মাল্টা গাছে আবার কোন মাস থেকে সার দেবো এবং কি পরিচর্যা করবো তখন?

  • @abhiseksingha1011
    @abhiseksingha1011 3 ปีที่แล้ว

    করোলা কাটলে কৃমির মতো পোকা হচ্ছে। কালমেঘ মাদার , নীম তেল দিয়ে ও কমছে না । কি করব ? জৈব বলুন ।
    ধন্যবাদ।

  • @nayanmaity9169
    @nayanmaity9169 3 ปีที่แล้ว

    Sir kumro ful dhorche na.sob sukiye ja66e. Fungicide o insecticide use korchi tao sukiye ja66e. Sir vision kumro ful aseche. Ki korbo sir bachan....???

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      পরাগ মিলন করে দাও তুমি নিজে। তারপর ছত্রাক নাশক ওষুধ ও কীটনাশক ওষধ spray karoআশাকরি থাকবে ।

  • @ranajitmondal7544
    @ranajitmondal7544 3 ปีที่แล้ว +1

    Sir নতুন বীজ দোকান দিতে কোনো লাইসেন্স বা সার্টিফিকেট লাগে?pls জানাবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      হ্যাঁ লাইসেন্স লাগে।। ব্লক এর A D A অফিসে যোগাযোগ করুন । ওখানে দরখাস্ত করতে হয়।

  • @sayantantutubhandari4706
    @sayantantutubhandari4706 3 ปีที่แล้ว

    Pronam janai dadu

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থেকো এই কামনা করব।

  • @SumitDas7116
    @SumitDas7116 3 ปีที่แล้ว

    স্যার আমার বাগানের লাউ ও করল গাছের পাতা গুলো তে সাদা সাদা দাগ হচ্ছে তার পরে শুকিয়ে যাচ্ছে কি ব্যবহার করবো

  • @ChadBaganSongbad
    @ChadBaganSongbad 3 ปีที่แล้ว

    ভালো

  • @mdobaydullah6991
    @mdobaydullah6991 3 ปีที่แล้ว +2

    স্যার, পটল গাছের ডগ ছুটছে না! প্লিজ হেল্প করেন।

    • @davil22
      @davil22 3 ปีที่แล้ว

      Machay thkte chyna, khali nicher dike matite namte chy, sab patol gach ki amon oy?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      এখন শীতকাল একটু কম গাছের বৃদ্ধি হবে একটু দখিনা হওয়া পড়লে হু হু করে বাড়বে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      একটু কম ছুটবে গাছ এখন শীতকাল ঠান্ডা তো একটু পরে ঠিক হয়ে যাবে আর এক সপ্তা দেখো। যেকোনো পিজিআর স্প্রে করবে।

    • @mdobaydullah6991
      @mdobaydullah6991 3 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 ধন্যবাদ!

  • @bapimondal832
    @bapimondal832 3 ปีที่แล้ว

    কাঁকরোল ও পটলের মুল কিনেছি কি করে গাছ করব ।আপনি বললে তার পর বসানো এখন টাইকোডারমা ও সিউডোমনাস মাখিয়ে রেখেছি ।

    • @puspendu
      @puspendu 3 ปีที่แล้ว

      কাঁকরোল চারা পূর্ব মেদিনীপুর জেলায় কোথায় পাওয়া যাবে?

  • @debashisroy8858
    @debashisroy8858 3 ปีที่แล้ว

    গুরুজী নমস্কার নিবেন, কাঠ গাছের (আকাশ মুনি, মেহগনি) পরিচর্যা সম্পর্কে ভিডিও করলে উপকৃত হবো।

  • @milansamanta4896
    @milansamanta4896 3 ปีที่แล้ว +1

    Sir, পানের ভিডিও বানান ,আপনি অনেক দিন ধরে বানাবেন বানাবেন বলছেন দয়া করে বানান।বিশেষ করে শীতের সময় চিতি রোগ,পাতা পঁচা,গোড়া পঁচা এসব নিয়া। দয়া করে পাঠান🙏🙏🙏

    • @milansamanta4896
      @milansamanta4896 3 ปีที่แล้ว

      Sir please

    • @milansamanta4896
      @milansamanta4896 3 ปีที่แล้ว

      Sir please

    • @milansamanta4896
      @milansamanta4896 3 ปีที่แล้ว

      Sir please

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      হ্যাঁ সত্যি আমি আটকে রেখেছি একটা বিষয় ।আপনাদের কষ্ট দিচ্ছি বুঝতে পারছি আসলে দশটা ভিডিও আমার রেডি হয়ে আছে এগুলো ছাড়ার পড়ে দেখবেন নিশ্চিত পান দেখতে পাবেন। মনে কিছু করবেন না একটু সহ্য করুন আমাকে সাহায্য করুন প্লিজ।

    • @milansamanta4896
      @milansamanta4896 3 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 dhonnobad sir,sir profex super ba rogor dile mites morbe? Bajare miticide ar prochur dam

  • @mdsafikulislam7607
    @mdsafikulislam7607 3 ปีที่แล้ว

    স্যার আমার পিয়াঁজ চারা 20 দিন এর চারা গুলোর গোড়া শুকিয়ে যাচ্ছে কি করতে হবে

  • @shubhankarnaskar9355
    @shubhankarnaskar9355 3 ปีที่แล้ว

    Sir আমার করলা গাছে সার থেকে শুরু করে pgr সবই ব্যবহার করেছি,প্রচুর ফুল এবং করলা ধরেছে, কিন্তু তাদের growth rate খুবই slow, এখন আবার দেখেছি করলা তে ফল ছিদ্র কারি পোকা লেগেছে, আমার কাছে actara এবং admire আছে, কোনটি প্রয়োগ করতে পারি

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      ঠান্ডার জন্য একটু এরকম হচ্ছে এখন আবার গরম পড়ছে আজ তো আবার 15.6 ডিগ্রী সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়ছে আবার ঠিক হয়ে যাবে অসুবিধা নেই ।আপনাকে ওই ওষুধ ব্যবহার করলে হবে না। ওখানে কিংডক্সা প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে বিকেলে স্প্রে করতে হবে।

  • @mojaffarmolla6035
    @mojaffarmolla6035 3 ปีที่แล้ว

    স্যার আমার গন্ধরাজ লেবুর বাগান আছে ভালো লেবু হয়না সার বছর কিভাবে লেবুর পরিচর্যা করতে হবে বিস্তারিত ভিডিও বানাতে অনুরোধ করছি

  • @smmosharof3249
    @smmosharof3249 3 ปีที่แล้ว +1

    ওস্তাদজী ভালো আছেন তো??? আমার গাছে লাউ হয়, কিন্তুু লাউ এর নিচে চোকা হয়ে যায়,,, কারন কি ওস্তাদজী

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      চোকা হয়ে যায় মানে ঠিক বুঝলাম না কিছু মনে করবেন না।

    • @smmosharof3249
      @smmosharof3249 3 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 লাউ এর নিচের সাইড একটু কলমের নিচের মতো হয়,, কলমের নিচে দেখতে যেমন

    • @smmosharof3249
      @smmosharof3249 3 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 ওস্তাদজী ভাদ্র মাসে ভাসমান বেডে ১২০ টা লাউ গাছ লাগিয়েছিলাম,, আল্লাহ অনেক লাউ দিয়েছে,, ৩০টাকা থেকে ৭০ টাকা পযন্ত লাউ বিক্রি করেছি,,, এখন লাউ হচ্ছে বিক্রি করছি,,, আপনি ওস্তাদজী না আমার গোল্ড মডেল,,, আপনার পরামর্শ মতো ঔষধ দিই

  • @arindamhazra9368
    @arindamhazra9368 3 ปีที่แล้ว

    দাদা ওলকপির বসাবো জলদি ভালো জাত কী কী, এই মাসের ২১দিন পর ফেলা যাবে,ওবেরন এ ভালো কাজ হয়েছে

  • @samirandas6814
    @samirandas6814 3 ปีที่แล้ว

    Daduvai bugun a 2 bar boro folon Pelam. 300 gach 2mas a 7-7.5 kuntal. R ful nei gach a. Ekhon ki velite bari niye gotto kore sar diye mati chapa diya jabe ?
    R ki ki sar dibo bolben ? Valo thakben daduvai.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      অবশ্যই সার দিতে হবে গোড়াতে আবার ।আর সার দিয়ে মাটি চাপা দেবেন ।আর অল উইন গোল্ড সুপার পিজিআর স্প্রেটা আমি বলি 10 দিন ছাড়া spray দিয়ে যান এখনো অনেক বেগুন পাবেন।

  • @শান্তিরপথ-ফ৩প
    @শান্তিরপথ-ফ৩প 3 ปีที่แล้ว +1

    ভূট্টার চাষের কোন ভিডিও আছে কি থাকলে জানাবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      হ্যাঁ ভুট্টার কিভাবে ফলন বাড়াতে হয় তার একটা ছোট্ট টিপস দেওয়া আছে একটা ভিডিওতে। দেখবেন খুব ভালো লাগবে।

  • @Bijon889
    @Bijon889 3 ปีที่แล้ว

    Allwin gold super কোথাও পাচ্ছি না,এটা কি জাপানি কোম্পানি ? এর composition কি ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      হ্যাঁ এটা জাপানি কোলাবোরেশানে তৈরি যদি না পান তাহলে আপনি ধরা ধনজাইম গোল্ড অথবা বায়ো ভিটা এক্স এগুলো ব্যবহার করতে পারেন

  • @bappahalder1003
    @bappahalder1003 3 ปีที่แล้ว

    Ol kopi tolar somoi kokhon hoba ..bujhbo kamon vaba

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      যখন উপরের পাতাগুলো ছোট হয়ে যাবে কপিটা গোল হয়ে যাবে তখন তুলবেন।

  • @anukulsahoo775
    @anukulsahoo775 3 ปีที่แล้ว

    স্যার আমার লঙ্কা গাছ পাতা কুঁকড়ে যাচ্ছে ওষুধ দিয়ে দিয়ে কোন লাভ হয়নি আমি কি করবো

  • @ibteshamanjum5967
    @ibteshamanjum5967 3 ปีที่แล้ว

    Sir l have mango tree on my roof.few days l transfer my plant into another pot . But tow days ago conserved that leaves are started drying. So please u advise me sir what lwill do to save the life of my plant.

  • @sajalshikdar5429
    @sajalshikdar5429 3 ปีที่แล้ว

    Sir, sim gac barca na r full jore jacca fol thakca na.. plz help me sir... ki korbo akhon...plz bolun sir..

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      গরম পড়লে শিমের ফুল আপনাতেই ঝরে যাবে‌ । দু-একটা হয়তো থাকতে পারে। এখন আর সিমের কোন যত্ন নেবেন না ওটা শীতের ফসল । ঠান্ডা পড়লে ভালো হবে।

  • @mdmukhtarulhussain2054
    @mdmukhtarulhussain2054 3 ปีที่แล้ว

    Dada sake sake ki babe neem oil use korbo janaben

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      যদি বাজারের নিমতেল হয় প্রতি লিটার জলে তিন মিলি মিশিয়ে স্প্রে করবেন।
      আর বাড়ির নিম জল হলে ওই লাল জালটা স্প্রে করবেন ।অনেকবার ব্যবহার করলে তবে শাক তিতো হবে ।না হলে তিতো হবে না।

  • @sankarmaity7268
    @sankarmaity7268 3 ปีที่แล้ว

    Very very nice line . sir nomoskar neben . Vinde gache 10 26 26. Sete badbeto Jay Kisan Jay Jagannath .

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      হ্যাঁ শীতে বাঁচবে ।আপনি সাফ পাউডার এক লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে একবার স্প্রে করে দিন।

  • @kalyanghosh6501
    @kalyanghosh6501 3 ปีที่แล้ว

    Sir আমার শিম গাছে অনেক ফুল ও শিম ধরেছে কিন্তুু পোকাতে ছোটো ছোটো শিম গুলো নষ্ট করে দিচ্ছে কি ব্যবহার করবো
    আর লঙ্কা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কি করবো একটু তারাতারি বলুন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      আপনি যদি জৈব ভাবে চান তাহলে শিমগাছে ঘাতক প্লাস প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন। আর লঙ্কা গাছে ব্লাইটক্স প্রতি লিটার জলে চার গ্রাম মিশিয়ে স্প্রে করবেন

  • @mostakinsardar9135
    @mostakinsardar9135 3 ปีที่แล้ว

    স্যার বোরো ধান চাষের জমিতে মেড়ো বা নাল ঝাজী। মারার উপায় বলুন।
    মাছ চাষের জমিতে বোরো ধান চাষ করেছি ধান রোপন করা হয়েছে মাছ না মরে এমন ঔষধ বলুন।
    দশ বিঘা জমিতে।? রাসায়নিক উপায়ে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      বায়ার কোম্পানির টপস্টার ব্যবহার করতে পারেন।

  • @Jasp85
    @Jasp85 3 ปีที่แล้ว +2

    আমার টবের টমেটো গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে, কি করব জানাবেন দয়াকরে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      কোসাইড পাউডার প্রতি লিটার জলে 2 .5 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন এবং গাছের গোড়ায় ঢালবেন

  • @নুরইসলাম-জ৮খ
    @নুরইসলাম-জ৮খ 3 ปีที่แล้ว

    স্যার ডিকোমপোজার কতদিন ছাড়া মাটিতে ও গাছে স্পে করবো?