Nubra Valley || Turtuk : A Beautiful Village Near India-Pak Border || লাদাখ ভ্রমন EP - 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025
  • আজকের পর্বে খরচ.....
    -----------------------------------------------------------------------------------------------------------------------------
    👉বাইক /গাড়ি ভাড়া করার জন্য যোগাযোগ করছিলাম - 9971375987 (Stanzin)
    👉গাড়ির ড্রাইভার এর নম্বর - 94195 35076 (Namgel)
    👉বাইক ভাড়া প্রতিদিন 1600 (Bullet 500 পেট্রোল খরচ অতিরিক্ত)
    👉অনলাইন পারমিট Per Head 560 টাকা
    --------------------------------------------------------------------------------------------------------------------------------
    👉নুবরা ভ্যালি তে আমরা ছিলাম - Royal Desert Camp (1200 টাকা Per Head Per Day (ব্রেক ফাস্ট + ডিনার Buffet)
    👉নুবরা তে গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন = 94697 25283
    👉 হুসেন বেগ - (তুরতুক Guide) - 9419510276
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    👉Leh তে হোটেল -
    Ever Glad Guest House - 9805310685
    (Address Upper Tukcha Road, Near OM Hotel)
    Double Bed Room 1200 Per Night
    --------------------------------------------------------------------------------------------------------------------------
    If you like my work, you may consider donating, your donation will be used to upgrade my gadgets and also to meet the travel expanses. Thank you so much!
    👉UPI ID : koushik.health@oksbi
    👉PayPal: paypal.me/kou1987
    👉For any query: koushik.health@gmail.com
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Travel With Koushik"
    www.youtube.co...
    ~-~~-~~~-~~-~

ความคิดเห็น • 973

  • @TravelWithKoushik
    @TravelWithKoushik  3 ปีที่แล้ว +60

    এই পর্বের খরচ জানতে Description বক্স দেখুন এবং লাদাখ ভ্রমনের সব ছবি দেখতে আমাকে Instagram এ follow করুন
    instagram.com/travel_with_koushik/

    • @joachimboiragee8943
      @joachimboiragee8943 3 ปีที่แล้ว

      @@TravelWithKoushik Absolutely 😂😏..

    • @banipandey2023
      @banipandey2023 3 ปีที่แล้ว

      Thank you .adir agrohe tomr video dektechi .

    • @priyabanerjee7645
      @priyabanerjee7645 3 ปีที่แล้ว

      Apnake dekhar jnnei video ta dekhi❤️❤️

    • @kalpananath9375
      @kalpananath9375 3 ปีที่แล้ว +2

      তোমার ভিডিওটা দেখে মন ভরে গেল দু চোখ বিভোর হয়ে গেলো অপূর্ব সৌন্দর্য দেখে

    • @subhasis87sikdar
      @subhasis87sikdar 3 ปีที่แล้ว +1

      11:55 পাকঅধিকৃত কাশ্মীর শব্দ টি ব্যাবহার করলে ভালো হত ।

  • @smarajitguha5215
    @smarajitguha5215 3 ปีที่แล้ว +142

    শেষে যে কথাটা বললেন- ''বিপদে পড়লৈ ইন্ডিয়ান আর্মি, আর ফিতে কাটার সময় নেতা'' একদম বাস্তব দাদা ||

    • @smarajitguha5215
      @smarajitguha5215 3 ปีที่แล้ว +2

      Love you Dada,, Next video er janno অপেক্ষায় রইলাম।।❤️

    • @bhartimart
      @bhartimart 3 ปีที่แล้ว +1

      Akdom thik

    • @ankanpandey65
      @ankanpandey65 3 ปีที่แล้ว +4

      শুধু নেতা নই অভিনেতা

    • @shamimayasmin1118
      @shamimayasmin1118 3 ปีที่แล้ว +2

      নেতারা যে কী কাজ করে নেতা হয়, তাই তো বুঝলাম না।

    • @rajubera9355
      @rajubera9355 3 ปีที่แล้ว +4

      @@shamimayasmin1118 চুরি করে নেতা হয়

  • @somaghosh3682
    @somaghosh3682 3 ปีที่แล้ว +41

    অসাধারণ বললেও কম বলা হবে, এতো সুন্দর আমাদের ভারতবর্ষ... মিথ্যে ই আমারা বিদেশ ভ্রমণে যাই ... অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাই কৌশিক.. তোমার জন্যই ঘরে বসে এত সুন্দর একটি ভিডিও উপভোগ করতে পারলাম। একরাশ অভিনন্দন ❤💐🙏

    • @sibanidasghosh5734
      @sibanidasghosh5734 3 ปีที่แล้ว +2

      স্বর্গ বললে কম বলা হবে । ঘরে বসে এত সুন্দর জায়গা দেখলাম । ধন্যবাদ আপনাকে ।

    • @returajdey3127
      @returajdey3127 2 ปีที่แล้ว

      Dada ta khub khub valo video banai

  • @samitabasu9629
    @samitabasu9629 3 ปีที่แล้ว +14

    দারুন উপলব্ধি। খুব গর্বিত হ‌ই ভারতবাসী হিসাবে। সেনা জ‌ওয়ানরা যে কত active লাদাখে তা নিজের চোখে দেখেছি ।যারা সীমান্তে বিনিদ্র রাত জেগে দেশকে রক্ষা করে তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা। জয় হিন্দ।

  • @susmitapodder2173
    @susmitapodder2173 3 ปีที่แล้ว +11

    অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য , প্রান মন ভরে গেছে, ভারতীয় সেনাবাহিনীকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালবাসা, এবং অভিনন্দন জানাই🙏

  • @sayandipnandi4128
    @sayandipnandi4128 3 ปีที่แล้ว +58

    মনে হচ্ছিল যেন একটা সিনেমা দেখছি আর সেই সিনেমার নায়ক কৌশিক দা ❤😍😍😍
    অসাধারণ 👍👍👍✌✌😎❤😍

    • @sanghamitragana3992
      @sanghamitragana3992 3 ปีที่แล้ว

      Hero to kaushik bhai.heroine kobe asbe

    • @kaushikroy1123
      @kaushikroy1123 2 ปีที่แล้ว

      @@sanghamitragana3992 heroine ele tour close hoye jabe
      Kaushik da bachelor thalai bhalo

  • @fatemasultana812
    @fatemasultana812 3 ปีที่แล้ว +11

    সত্যি তুরতুর গ্রামটা দেখে মন ভরে গেলো ...প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও গ্রামটি খুব পরিচ্ছন্ন আর উন্নত মনে হলো

  • @tulijuthikasaha1996
    @tulijuthikasaha1996 3 ปีที่แล้ว +4

    তোমার এই পর্বের মাধ্যমে তুরতুকের অনেক অজানা কথা জানতে পারলাম।
    ভবিষ্যতে লাদাখ গেলে তুরতুকে একদিন কাটানোর ইচ্ছা রইল ।
    পরের পর্বের অপেক্ষায় রইলাম।

  • @ranjitmanna936
    @ranjitmanna936 2 ปีที่แล้ว +1

    darun laglo video ta. mon ta vore galo ❤❤

  • @arupmitra9023
    @arupmitra9023 3 ปีที่แล้ว +3

    দুটো কথা একটা দারুণ লাগলো আর একটা কানে লাগলো ।
    ১) 'বিপদে পড়লে ,যুদ্ধ লাগলে,বন্যা হলে ইন্ডিয়ান আর্মি ' - কথাটা জাস্ট ফাটাফাটি
    ২) থাং ভিলেজে গেলে তারকাঁটা দেখা যায় - কথাটা কাঁটাতার।
    তুর্তুক স্বপ্নের মতো সুন্দর গ্রাম, তুমি আমাকে আমার পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলে,ধন্যবাদ।

  • @debdasray6256
    @debdasray6256 7 หลายเดือนก่อน

    অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই তুরতুক গ্রাম। কৌশিকের এডভেঞ্চার আমাদের সমৃদ্ধ করলো।

  • @sumanmaity3800
    @sumanmaity3800 3 ปีที่แล้ว +17

    Best line- "Rajniti and Beimani kure kure khelo sonar desh ta k"
    The only spin of this Nation.. Salute to indian army 🙏🇮🇳

  • @raghunathbhandari3489
    @raghunathbhandari3489 3 ปีที่แล้ว

    অপূর্ব খুব সুন্দর তুরতুক দেখে মনটা ভরে গেল সত্যি কৌশিক তোমার মাধ্যমে কত কিছু জানতে পারছি! তুরতুকের ইতিহাসটা জানতাম না শুধু জানতাম গিলগিট-বালতিস্তান এর একটি অংশ তুরতুক যেটা সীমান্তবর্তী একটি গ্রাম ভারতের! সত্যি ভাবা যায়না ওই মরুভূমির মাঝে সবুজের ছোঁয়া সত্যিই খুব সুন্দর যা তোমার জন্য জানতে পারলাম চালিয়ে যাও সঙ্গে আছি

  • @sarkarzen
    @sarkarzen 3 ปีที่แล้ว +3

    তোমার তুর্তুক এপিসোড খুব ভালো লাগলো দারুন তুমি এতো কষ্ট করছ বলে আমরা ঘরে বসে এতো ভালো ভালো ভিডিও দেখতে পাচ্ছি ধন্যবাদ

  • @soumenmondal7283
    @soumenmondal7283 3 ปีที่แล้ว +1

    কৌশিকদা এর পর কোনো কথা হবে না। প‍্রকিতির অসাধারান সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি। কৌশিকদা তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য💝💝💝💝💝

  • @sampachoudhury7652
    @sampachoudhury7652 3 ปีที่แล้ว +3

    অপূর্ব দৃশ্য মন ভরে গেল

  • @meghadeepapodder7009
    @meghadeepapodder7009 3 ปีที่แล้ว

    অসাধারণ এই সুন্দরযের কোনো ভাষা নেই।চোখ শুধু না মনটাও যেন ভোরে লেগ। আরও ভালো লাগলো তুরতুকের ঐ ভাইয়ের কথা শুনে। পৃথিবীর বুকে এখনো এত ভালোবাসা সত্যি অসাধারণ। কৌশিক ভাই তামাকেও অনেক ধন্যবাদ আত্মার খিদে মেটানোর জন্য

  • @sankardas2159
    @sankardas2159 3 ปีที่แล้ว +7

    আমাদের ভারত আমাদের দেশ এই দেশ কে সেলুট

  • @md.rasheduzzaman.2946
    @md.rasheduzzaman.2946 3 ปีที่แล้ว +1

    ভালো লাগলো স্বাক্ষাতকার টি।ভালো থাকুন সবসময়। রাশেদ, বাংলাদেশ।

  • @supravatmondal1487
    @supravatmondal1487 3 ปีที่แล้ว +8

    Wonderful vlog.. দারুণ কৌশিক দা দারুণ😍
    এমন জায়গা/গ্রাম আরও দেখতে চাই..

  • @ipsitacreations7266
    @ipsitacreations7266 2 ปีที่แล้ว +2

    অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য।
    সত্যিই অসাধারণ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 আমাদের ভারতবর্ষ।

  • @lipikabiswas8900
    @lipikabiswas8900 3 ปีที่แล้ว +6

    কি সুন্দর জায়গা! শুধু তোমার জন্য দেখতে পেলাম। তুমি বেঁচে থাকো হাজার সাল।❤️❤️

  • @chhabibhattacharjee4363
    @chhabibhattacharjee4363 2 ปีที่แล้ว

    কৌশিক তোমার তুরতুক আমি প্রায় রোজই দেখি। ভীষন সুন্দর।

  • @sayandipnandi4128
    @sayandipnandi4128 3 ปีที่แล้ว +13

    এক কথার OP ❤😎দারুণ 👍👍👍

  • @sanjitdas9583
    @sanjitdas9583 3 ปีที่แล้ว +1

    অসাধারণ অসাধারণ জয়হিন্দ, কৌশিক তোমার চোখে আবারও দেখলাম এক রোমাঞ্চকর ও হৃদয় ছুঁয়ে যাওয়া সফর 🙏 ধন্যবাদ

  • @kalpanasinharoy5947
    @kalpanasinharoy5947 3 ปีที่แล้ว +12

    বেঁচে থাকো বাবা। তোমার চোখে লাদাখ ভ্রমণ করছি।

  • @rinamaiti6480
    @rinamaiti6480 3 ปีที่แล้ว

    কৌশিক ভাই, তুরতুক --- এ তো এক টুকরো স্বপকে ছুঁয়ে দেখা। অসাধারণ। আমার সঙ্গে শায়কের ও দেখা হয়ে গেল। অপূর্ব। মরুভূমির অপেক্ষায় রইলাম।

  • @sankarbhattacharyya7926
    @sankarbhattacharyya7926 3 ปีที่แล้ว +4

    Khub valo theko tumi.... Jai hind 🇮🇳🇮🇳🇮🇳❤❤❤

  • @rajibmitra6992
    @rajibmitra6992 3 ปีที่แล้ว +2

    অপূর্ব ভিডিও এবং উপস্থাপনা অত্যন্ত সুন্দর, ধন্যবাদ

  • @Bis-was
    @Bis-was 3 ปีที่แล้ว +3

    অসাধারণ story telling দাদা..দারুন ভিডিও

  • @AjantaUpadhyaya
    @AjantaUpadhyaya 3 ปีที่แล้ว

    অপূর্ব সুন্দর ভিডিও। অসাধারণ হয়েছে। তুরতুক গ্রামের ইতিহাস জানতে পারলাম।তুরতুক গ্রাম এতো সুন্দর না দেখলে বুঝতেই পারিনি। ছবির মতো সুন্দর। চারিদিকে রূখখতার মধ্যে এতো সবুজ। লাদাখের পরবর্তি সব ভিডিও গুলো জন্য অপেক্ষায় থাকলাম। লাদাখ ভ্রমণ ভালো ভাবে শেষ হোক। সবাই সুস্থ থাকো।

  • @HAPPYJOURNEYSHORTS
    @HAPPYJOURNEYSHORTS 3 ปีที่แล้ว +6

    মোটামুটি সবকটা সিরিজের ভিডিও দেখা হয়ে গেছে এত মন ছুয়ে যায় বারবার মনেহয় শরীরটাই শুধু কলকাতায় মনটা না জানি কোথায় হারিয়ে গেছে ❤❤

  • @AMINkhan-bm8oe
    @AMINkhan-bm8oe 3 ปีที่แล้ว

    অসাধারণ অপুর্ব সুন্দর দৃশ্যের শুটিং , দেখতে খুবই ভালো লাগলো। তোমাদের এই ভয়ঙ্কর রাস্তায় বাইক নিয়ে যাওয়া খুবই ঝুঁকি। সাবধানে চলাচল করো। ধন্যবাদ তোমাদের সাহসের জন্য। খুবই মনোরম পরিবেশে দৃশ্য দেখতে ভালো লাগলো। নাগপুর থেকে।

  • @safinaparvin1076
    @safinaparvin1076 3 ปีที่แล้ว +3

    আজকের এপিসোড টা এক কথায় অনবদ্য, খুব ভালো লাগলো দাদা আর তোমাকে দেখতেও ভালো লাগছিলো 👌👌

  • @mousumichowdhury7383
    @mousumichowdhury7383 3 ปีที่แล้ว +1

    কারাকোরাম পর্বতের পাদদেশে ভারতের মধ্যে এত এত সুন্দর একটা গ্রাম দেখে আমার মন ভরে গেল। অসাধারণ বললেও কম হবে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করা যায় না। এত সুন্দর একটা ছোট্ট গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কাছে পরিবেশন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @MindFreshTravelling
    @MindFreshTravelling 3 ปีที่แล้ว +6

    সত্যিই কত সুন্দর আমাদের ভারতবর্ষ ❣️❣️

  • @abhishekdutta833
    @abhishekdutta833 3 ปีที่แล้ว +1

    Baig Saheb ke salute. Jai Hind. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @mousumiganguly500
    @mousumiganguly500 3 ปีที่แล้ว +7

    best vlog of ladakh series, we are proud Indian and proud of my Indian army 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳,waiting to see more on turruk village, all the best 👍

  • @ujjwalkumardolai3829
    @ujjwalkumardolai3829 3 ปีที่แล้ว

    সত্যিই সিনেমার মতো কৌশিক দা ।দারুণ, দারুণ

  • @mahuadutta2844
    @mahuadutta2844 3 ปีที่แล้ว +7

    না দেখেই লাইক দিলাম জানি অসাধারণ কিছু আসছে

  • @ashokbanerjee1491
    @ashokbanerjee1491 3 ปีที่แล้ว

    তোমার চোখ দিয়ে লাদাখ ভ্রমন ভালো ই লাগছে । তুরতুক ‌নিয়ে অনেক কিছু জানতে পারলাম । প্রকৃতির অপরুপ দৃশ্য দেখে মুগ্ধ হলাম ।‌ শরীরের যত্ন নিও ।‌ভালো থেকো । ❤️❤️👍👍

  • @Bittu-z2h1i
    @Bittu-z2h1i 3 ปีที่แล้ว +5

    খুব সুন্দর ❤️❤️।

    • @anjankantidas7868
      @anjankantidas7868 3 ปีที่แล้ว

      Durdanto - Samrwiddho hochhi - egie jan-------- Jangipur.

  • @samirray4826
    @samirray4826 3 ปีที่แล้ว +1

    Asadharon video. Darun laglo bornona r prakritik soundorjo. Porer porber opekkhai roilam.

  • @ওইপাড়ারছেলে
    @ওইপাড়ারছেলে 3 ปีที่แล้ว +3

    Boss সেরা লাডাক ❤একটা রাজস্থানের মরুভূমির vedio করুন 🙏

  • @sajalroy4757
    @sajalroy4757 3 ปีที่แล้ว +1

    সত্যি salute our army. কিন্তু এই দেশ শুধুমাত্র রাজনৈতিক নেতাকে দাম দেয়। খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ 🙏❤️❤️

  • @suvadippradhan6782
    @suvadippradhan6782 3 ปีที่แล้ว +4

    Interview টা এই এপিসোড কে একটা অন্য মাত্রা দিয়েছে।👍👍👍

  • @TBKK123.
    @TBKK123. 3 ปีที่แล้ว +1

    দারুণ ভিলেজ।গ্রামবাসীরাও দারুন। পরের পর্বের জন্য উদগ্রীব হয়ে থাকলাম।

  • @anujitcoomar5411
    @anujitcoomar5411 3 ปีที่แล้ว +4

    অপূর্ব লাগলো...
    মন ছুঁয়ে গেলো.....👍👍👌

  • @subhrasarkar1146
    @subhrasarkar1146 3 ปีที่แล้ว

    কি দারুন একটা ভিডিও দেখলাম,এমন তথ্যসমৃদ্ধ অথচ মনমুগ্ধকর ভিডিও তাও আবার ভারতের প্রায় শেষ প্রান্তের যা কোনদিনও কোন বাঙালীর ক্যামেরায় ধরা পড়েছে কি না জানা নেই।কৌশিক তুমি ধন্য।

  • @PGAmit
    @PGAmit 3 ปีที่แล้ว +4

    Great explanation by the local guide. So many new information we got from the man.

  • @bikashsarkar3781
    @bikashsarkar3781 3 ปีที่แล้ว +2

    কৌশিকদা বাংলা ভাষায় যতগুলো tour সম্পর্কিত channel আছে তার মধ্যে আপনারটাই সেরা। ধন্যবাদ দাদা।।

  • @shuvendubiswas257
    @shuvendubiswas257 3 ปีที่แล้ว +3

    দাদা এক কথায় অসাধারণ 👌👌

  • @BasudevBhattacharya
    @BasudevBhattacharya 3 ปีที่แล้ว

    এই ভিডিওটা আর পাঁচটা সাধারণ ভ্রমণমূলক ভিডিও হয়নি। একদম ডকুমেন্টারি টাইপ। যথেষ্ট উচ্চমানের। খুব ভাল লাগল।

  • @traveldestiny2227
    @traveldestiny2227 3 ปีที่แล้ว +1

    যেমন অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। তেমন অপূর্ব ভাষ্য বর্ণনা। 👍 কৌশিক স্যার 👍

  • @ghare-bahire5055
    @ghare-bahire5055 3 ปีที่แล้ว +4

    আব মাচেগা ধুম
    কারবো সুন্দরি দের ঘুম।।।। এটা দারুন দিলে কৌশিক দা ।।।।
    প্রাকৃতিক সৌন্দর্য এর কোনো তুলনা নেই

  • @pikupaulpaul6816
    @pikupaulpaul6816 3 ปีที่แล้ว

    অসাধারণ একটা ভিডিও দেখলাম কিছু অজানা জিনিস গুলো খুব সুন্দর ভাবে জানলাম 🙏🙏

  • @RajibDas-ye1kn
    @RajibDas-ye1kn 3 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো ❤️❤️ জয় হিন্দ 🇮🇳🇮🇳

  • @আযিযীমিডিয়া
    @আযিযীমিডিয়া 3 ปีที่แล้ว +2

    আমি এমনিতেই বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা থেকে আপনার ফ্যান।
    ভ্রমণ প্রিয় ব্যক্তি হিসেবে কাশ্মীর আমার পছন্দের অন্যতম। সুন্দর এগোচ্ছে কাশ্মীরের লেহ-লাদাখ সিরিজ।
    তুরতুক পর্বটি বেগ ভাইয়ের ইন্টারভিউ নেয়ার জন্য গোল্ডেন মাকাম অতিক্রম করে গেছে।
    এমন সৃজনশীল উপস্থাপনা আরও বেশী করে আপনার কাছ থেকে আশা করছি সুপ্রিয় বন্ধুবর কৌশিক দা...

  • @joachimboiragee8943
    @joachimboiragee8943 3 ปีที่แล้ว +4

    ভালো লাগলো ভাই❤️।
    বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো। সামনের দিনের জন্য শুভকামনা ❤️

  • @shahedali1765
    @shahedali1765 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ কৌশিক তোমাকে সুন্দর ব্লগ দেওয়ার জন্য আমি বাংলাদেশ থেকে দেখছি

  • @bishwajitbanerjee2492
    @bishwajitbanerjee2492 3 ปีที่แล้ว +3

    For me ,it is the best Blog
    Sorry , it is the best travelling blog I have just watched.
    Thank you very much for providing so many information, thank you for giving us opportunity to tour such a beautiful place virtually
    You are amazing..... 🙏

  • @sarmisthadattapoddar1458
    @sarmisthadattapoddar1458 3 ปีที่แล้ว

    Khub sundar Turtuk village.......r asadharon bike riding......

  • @sonaidas2563
    @sonaidas2563 3 ปีที่แล้ว +4

    One of the best travel vloger in india........ ❤🙏

  • @tarunray1955
    @tarunray1955 3 ปีที่แล้ว

    খুব ভাল লাগল আপনার ভিডিও। বিশেষ করে স্থানীয় ভদ্রলোক খুব সুন্দর বলেছেন।

  • @debakriti1
    @debakriti1 3 ปีที่แล้ว +3

    খুব সুন্দর ভাবে এগোচ্ছে পুরো সিরিজ...Most informative blog ❤️

    • @tubaigarai2085
      @tubaigarai2085 3 ปีที่แล้ว

      Dada nimoo aso

    • @tubaigarai2085
      @tubaigarai2085 3 ปีที่แล้ว

      .🥋☸, ,
      ,💁❤👦🏻🎤🎸9⃣8⃣,

  • @sovanlalduttagupta3700
    @sovanlalduttagupta3700 3 ปีที่แล้ว +2

    দারুণ লাগলো, interview -টা এককথায় ফাটাফাটি।

  • @soumyadipsamanta8331
    @soumyadipsamanta8331 3 ปีที่แล้ว +3

    খুব সুন্দর দাদা❤❤❤

  • @payelbanik6147
    @payelbanik6147 3 ปีที่แล้ว

    Chokh juriye gelo eto apurbo sab drishyo dekhe. Onek kichu jante parlam Dhonyobaad Koushik,amader sokol ke eirokom bhromon kahini dekhabar jonno.👍👍

  • @sanjibbhattacharya8956
    @sanjibbhattacharya8956 3 ปีที่แล้ว +6

    কেরালা ও গুজরাটের ব্লগ কবে আসবে।

  • @hridoyrajbongshi6693
    @hridoyrajbongshi6693 3 ปีที่แล้ว +2

    আমি বাংলাদেশ থেকে দেখছি। আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে।এতো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

  • @lipikadutta5641
    @lipikadutta5641 3 ปีที่แล้ว +3

    তুর্তুক ছবির মতো ,,,, জানি না যেতে পারবো কিনা ,,,,,

  • @shyamalendumajumdar9040
    @shyamalendumajumdar9040 2 ปีที่แล้ว

    কৌশিক অনবদ্য‌ এই interview সন্দেহ নেই। খুব ভালো vlog. Thank you

  • @payelghosh3503
    @payelghosh3503 3 ปีที่แล้ว +1

    দাদা এককথায় অসাধারণ.....।কোনো কথা হবেনা।jast wow....

  • @sudiptatalit1547
    @sudiptatalit1547 3 ปีที่แล้ว

    অসাধারণ ছিলো আজকের পার্ট টা ।
    পরের গুলোও তাড়াতাড়ি আসুক ।
    তুর্তুক গ্রামটি ছবির মতো সুন্দর।
    আর তোমার উপস্থাপনার গুনে আমাদের মনস ভ্রমণের অনুভব টাও খুব জমকালো ভাবে পেলাম ।

  • @nomadkunalmukherjee4058
    @nomadkunalmukherjee4058 3 ปีที่แล้ว +1

    Darun bhai, khub sundor bhabe jagata cover Korlay👍

  • @keyaganguly46
    @keyaganguly46 3 ปีที่แล้ว

    আরও এক অনন্যসাধারণ ভ্রমণ। অনুভব করছি এমন আনন্দ ও শান্তি- ভাষায় প্রকাশ অসম্ভব। পথের ভালো মন্দ যাবতীয় বিষয় জানতে পারছি। এই অসাধারণ পর্যটন কেন্দ্রকে ভয়ঙ্কর সুন্দর এই দুই রূপ নিয়ে ই সামনে আনলেন। অনেক ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন এই কামনা করি। সার্থক হোক আপনাদের সফর, ভরে উঠুক আনন্দে

  • @ramakar744
    @ramakar744 3 ปีที่แล้ว

    অসাধারণ দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছি

  • @sampa.jsnajans3230
    @sampa.jsnajans3230 3 ปีที่แล้ว

    Khub khub sundar video,mon vore gelo.

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 3 ปีที่แล้ว

    অনন্যসাধারণ ভিডিওটি! অনেক ধন্যবাদ কৌশিকদা দেখানোর জন্য

  • @rebekasultanaparvin9822
    @rebekasultanaparvin9822 3 ปีที่แล้ว

    আপনার এই পর্ব টি খুব ভাল লাগল, এত তথ্যবহুল এবং সুন্দর একটি জায়গা ,মুগ্ধতা অনেকক্ষণ থেকে থেকে গেল, অনেক শুভ কামনা।

  • @animeshbain6009
    @animeshbain6009 3 ปีที่แล้ว +1

    দারুন দাদা আজপ্রথম দেখলাম।

  • @debaratidutta2584
    @debaratidutta2584 3 ปีที่แล้ว

    দারুন ভিডিও কৌশিক দা... এর আগে এত ভালো ভিডিও কাউকে করতে দেখিনি.. দারুন

  • @rokingrajdip6200
    @rokingrajdip6200 3 ปีที่แล้ว +1

    বাড়িতে থেকেই লাদাখ দেখা হয়ে গেল, তোমার জন্য দাদা, ধন্যবাদ।

  • @sumonghosh2645
    @sumonghosh2645 3 ปีที่แล้ว +1

    ভীষণ ভালো লাগলো কৌশিকদা ।

  • @kausikpal2509
    @kausikpal2509 3 ปีที่แล้ว

    সত্যিই মন জুড়িয়ে গেল । অনেক ধন্যবাদ আপনাকে এই ভিডিও আমাদের দেখার সুযোগ দেওয়ার জন্য। আপনার চোখে আমিও দেখছি।

  • @babitadutta87
    @babitadutta87 3 ปีที่แล้ว

    মুগ্ধ হয়ে শুধু দেখলাম প্রকৃতি যেন তার সৌন্দর্য থরে থরে সাজিয়ে রেখেছে তুমি এত সুন্দর করে দৃশ্য গুলো ক্যামেরাবন্দি করো আর তার সঙ্গে বাচনভঙ্গি অনবদ্য খুব ভাল থকো আর সাবধানে থেকো কৌশিক ভাই 👍👍👍👍

  • @shatabdidas3948
    @shatabdidas3948 3 ปีที่แล้ว

    ফাটাফাটি লেগেছে..অপূর্ব..next video taratari dio

  • @bibekanandamaji5759
    @bibekanandamaji5759 3 ปีที่แล้ว +1

    আমি কেনো বলি কৌশিক ইজ দা বেস্ট এই ভিডিওটা দেখলেই বোঝা যাবে। প্রাকৃতির অনাবিল সৌন্দর্য মোহিত করে দিলো মনপ্রান।
    আর ভালোলাগলো হুসেন বেগ সাহেবের তুরতুকি গ্রাম ও তার ভৌগলিক বর্ননার সাথে দেশ প্রেম। তার সাথে কৌশিক তোমার একটা দামি কথা ভারতীয় সেনাদের সন্মান ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ।

  • @mashukade3894
    @mashukade3894 ปีที่แล้ว

    Turtur gram r manush er babohar mon chuye galo .....sotti koto kichu dekhar sekhar ache jekhane aaj o ei sovyo somaj education er sujog peyeo koto ta pichiye mentality er dk dye r enara érkm ekta gram e thekeo 100 % sakhkhorotar haar er dye gorbo r ki hoy...r meyeder onupat beshi vaba jay r amra koto konya sisu k mere felchi obolilay...aaj hats off to u & ur team Koushik da r obossoi hats off to ei vodrolok r bachcha 2 jon k r always hats off to our Indian army.....r tomar dialogue ta sb kichu tei bharotio sena fite katay rajonoitik neta ekdm ghor bastob kotha👌👌👌🙏🙏🙏🙏 Jai Hind....

  • @icloudff3753
    @icloudff3753 3 ปีที่แล้ว +1

    Khub sundor vlog banan khub vhalo lage

  • @pinakibuxi7176
    @pinakibuxi7176 3 ปีที่แล้ว

    তথ্য নির্ভর ব্লগ। সমৃদ্ধ হলাম। ধন্যবাদ।

  • @koushikbaidya2730
    @koushikbaidya2730 3 ปีที่แล้ว

    কৌশিক দা খুব খুব ভালো লাগলো ভিডি টা
    এই রাখম ভিডিও আরো দেখতে চাই

  • @gargisartstudio9018
    @gargisartstudio9018 3 ปีที่แล้ว +2

    অসাধারন ভিডিও দাদা।এতো সুন্দর করে সব কিছুকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য।

  • @MasudRana-mx9zo
    @MasudRana-mx9zo 3 ปีที่แล้ว +1

    অসাধারণ ভিডিও দারুণ লাগলো

  • @subhendusekhar5237
    @subhendusekhar5237 3 ปีที่แล้ว

    কি করে তোমার এই ভিডিও টা মিস করে গিয়েছিলাম কে জানে 🙏🙏.. তুরতুক র প্লান করতে গিয়ে খুঁজে পেলাম

  • @bajunandy1532
    @bajunandy1532 3 ปีที่แล้ว

    ব্লক তো অনেকেই করে,কিন্ত এই ভাবে এতটা গভীরে গিয়ে মনে হয় না কেউ করেছে বলে।তোমাকে অনেক ধন্যবাদ এই সেনাদের আর এই সব অতি অসাধারণ মানুষের কথা শোনাবার জন্য।সবাই নিজেদের কথা বলে কিন্তু তাদের কথা কেউ তুলে ধরে না।অনেক ভালোবাসা তোমাকে

  • @payelghosh9366
    @payelghosh9366 2 ปีที่แล้ว

    প্রথমে ভেবছিলাম পর্ব টা দেখবনা স্কিপ করে পরের ভিডিও তে চলে গেছিলাম তারপর কি যেনো মনে হলো আবার এলাম এই পর্ব টা দেখতে
    এই পর্ব টা মনে হয় লাদাখ সিরিজ এর best পর্ব যা না দেখলে সত্যিই হয়তো বিশাল বড়ো জিনিস মিস করে যেতাম❤️
    অসাধারন পর্ব আর ভদ্র লোকের প্রতিটা কথা মন ছুয়ে গেল❤️🙏❤️

  • @nilplabonislam4132
    @nilplabonislam4132 3 ปีที่แล้ว +1

    Nice dada love from bangladesh🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @roysaswati7027
    @roysaswati7027 3 ปีที่แล้ว

    অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত জায়গা গুলো দেখছি আর 🙏 কৌশিকের সুস্থ থাকার প্রার্থণা করছি। তোমার জন্য অকল্পনীয় সুন্দর তুরতুক কে দেখলাম। কোনোদিন যেতে পারব কি জানি না তবে তোমার ভিডিও টা download করে রাখলাম।

  • @gourichatterjee8024
    @gourichatterjee8024 3 ปีที่แล้ว +1

    মন ছুঁয়ে গেল তোমার ভিডিও টা দেখে।