ভাই তোদের এই নাটক বাদ দাও বছরের পর বছর এই আলাপ সুনেই আসছি, ফল একটুও পাওয়া হলোনা, কোটি টাকার কারসাজিতে জরিমানা ২০/৫০ হাজার করে যা ব্যবসায়ীদের ৫/৬ ঘন্টার ইনকাম, ফাউল অভিযান না দিয়ে কম্বল মুরা দিয়ে ঘুমাও, তবুও পাবলিকের এই নাটক দেখতে হবেনা।
রিসিট ছাড়া কেন কিনবে এসব ব্যবসায়ীকে কোটি টাকা জরিমানা করে সাথে জেলে দেওয়া দরকার কারন কেহ রসিদ ছাড়া কিনবে কেন/আর ভুক্তা কেন এসব কোম্পানীতে অভিযান চালায় না জায়গা থেকে এ্যাকশন না নিলে জীবনে ও দাম কমবেনা।
ভাই তোদের এই নাটক বাদ দাও বছরের পর বছর এই আলাপ সুনেই আসছি, ফল একটুও পাওয়া হলোনা, কোটি টাকার কারসাজিতে জরিমানা ২০/৫০ হাজার করে যা ব্যবসায়ীদের ৫/৬ ঘন্টার ইনকাম, ফাউল অভিযান না দিয়ে কম্বল মুরা দিয়ে ঘুমাও, তবুও পাবলিকের এই নাটক দেখতে হবেনা।
বড় বড় কোম্পানির কাছে গেলে সরকার টিকবে না, সেটা যে সরকার হোক, কারণ দেশটা বড় বড় কোম্পানির নিয়ন্ত্রণ করে থাকে
দোকানদার ১০০% রাইট।নাটক শুধুই আপানারা করেন।
বসুন্ধরা কোম্পানিতে তেলের কাটুনের পাহাড় ওখানে কোনো রিকশন ভক্তা অধিদফতরে নেই?
ব্যবসায়িক সঠিক কথা বলছে❤❤❤
যুক্তি আছে ।
দোখানদারের কথায় যুক্তি আছে, বড় বড় এসব সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিৎ এর পরে ছোট গুলা সব ঠিক হবে
১ কোটি জরিমানা করতে হবে।
রিসিট ছাড়া কেন কিনবে এসব ব্যবসায়ীকে কোটি টাকা জরিমানা করে সাথে জেলে দেওয়া দরকার কারন কেহ রসিদ ছাড়া কিনবে কেন/আর ভুক্তা কেন এসব কোম্পানীতে অভিযান চালায় না জায়গা থেকে এ্যাকশন না নিলে জীবনে ও দাম কমবেনা।
এসব অভিযানের ফল ০০০০০০০০০০০০। গোড়ায় যান।
কার কাছ থেকে কিনছে যদি বলতে না পারে, তাহলে সে চুরি করে আনছে
মিলে যেতে এত ভয় কিসের ? এ সমস্ত আই ওয়াস বন্ধ করেন ।
ফালতু অবিজান জনগণ কোনো উপকার পায়না😂😂😂
অসাধু ব্যবসায়ীদের কি লাইসেন্স বাতিল করতে হবে
যাদের কোনো দয়া মায়া নেই, তাদের এই কাজ দেন।দেখবেন ঠিক হয়ে গেছে
এ দেশে আইনের ব্যার্থতার ফল আমরা ভোগ করছি
❤❤
ছয় সাতটা বড় বড় কোম্পানি আছে তাদেরকে না ধরে ছোট ছোট ধরার কোন প্রয়োজনে মানে বুঝিনা
বড়ো কোম্পানির কাছে গেলে মিউ মিউ করে ছোট দোকানের কাছে আইসা হম্বি দম্বি
Very sad, this people should go to jail
অভিযান করে কি কি লাভ
হে তো গল্প করতেছে
এই সমস্ত নাটক বাজ খবর ভালো লাগেনা
মেজিস্ট্রেটদের ক্ষমতা নেই মিলে গিয়ে অভিযান চালাবে, কারণ মিলে অভিযান চালালে মাসোহারা বন্ধ হয়ে যাবে, নয়তো চাকরি যাবে।
হোগার উপরে আর দশটা দেন তাইলে এসব কবে
ছোট ব্যাবসায়িকে ধরে কি লাভ গোডাউনে হানা দেন।
সার্কাস সার্কাস সার্কাস....