আপা আপনি তো মাচায় , মুরগি পালন করে থাকেন। এতে কি সুস্ত, রোগ মুক্ত,বিজ ডিম এর পরিমাণ বেশি পেয়ে থাকেন এবং দীর্ঘ আয়ু হয়েছে। আপনি কি বাচ্চা উৎপাদন করে থাকেন ধন্যবাদ।
আমি মাচায় পালি ঠিকই, কিন্তু এটা খাঁচা নয়। মাটিতে যেমন দৌড়ানোর জায়গা থাকে, ঠিক তেমনি আমার মাচায় কিন্তু দৌড়ানোর জায়গা পায়।পাশাপাশি ওরা লাফালাফি ও করতে পারে। এতে অবশ্যই মুরগি সুস্থ থাকে আলহামদুলিল্লাহ । এক মুরগির খারাপ মল আরেক মুরগি খায় না। মুরগির গায়ে উকুন হয় না বললেই চলে, বীজ ডিম বেশি বেশি করে পাওয়া নির্ভর করে আপনার ব্যবস্থাপনার ওপর। পাশাপাশি ভালো খাওয়ার উপর। প্রথম কথা মুরগিকে সুস্থ রাখতে হবে, মোরগ এবং মুরগির উর্বরতা বৃদ্ধি করতে হবে, মোরগ মুরগির মিট করার আগ্রহ বেড়ে যাবে এমন খাবার খাওয়াতে হবে। আমার খামার আপাতত বন্ধ। সামনের জানুয়ারি মাস থেকে ইনশাল্লাহ শুরু কোরবো।
আসসালামু আলাইকুম আপা ১মাসের থাকতে মুরগির বাচ্চা ঠান্ডা ছিলো আমি মাইক্রোনিড, লাইসোভিট, রেনামক্স, জিংক দিছি,আলহামদুলিল্লাহ পরে সুস্থ হয়। কিন্তু সেই মুরগী গুলো আবার ঠান্ডা লাগছে 😢 আমি কী ওদের আবার এই ঔষধ গুলোই দিবো?এখন দুইমাস চলে+বাচ্চা ১৪টা। একটু তাড়াতাড়ি জানালে অনেক উপক্রিত হবো🙏
আমার ৪ - ৫ টা মুরগি চুনা পায়খানা করতেছে আর সাথে ১৫ দিনের ছোট একটা বাচ্চাও আছে (৯ টা ডিমের মধ্যে শুধু একটাই ফুটেছে) , বাচ্চার পায়খানা ভাল । এই মেডিসিন কি ছোট বাচ্চাটিকেও দেওয়া যাবে রোগ প্রতিরোধের জন্য ? (আমি eraprim vet মেডিসিন দিতে চাচ্ছিলাম)
আসসালামুয়ালাইকুম আপা এন্টিবায়োটিক ব্যবহার করলে মুরগির ওজন কি কমে যায় যদি কমেযায় তাহলে পূর্বের ওজন আসতে কত দিন সময় লাগবে এমনিতেই খাবার খাইলে ওজন আসবে নাকি কোন ভিটামিন খাওয়াতে হবে দয়া করে জানাবেন ম
অ্যান্টিবায়োটিক যেহেতু মুরগির শরীরে খারাপ ব্যাকটেরিয়া মারার পাশাপাশি ভালো ব্যাকটেরিয়া কেউ মেরে ফেলে, তাই মুরগি দুর্বল হয়ে পড়ে। এছাড়াও এন্টিবায়োটিক দিলে মুরগির লিভার ক্ষতিগ্রস্ত হয়। লিভারের যত্ন না নিলে পরে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। ফলে মুরগি যাই থাক না কেন সেটা হজম হয় না এবং সবসময় মুরগির বিভিন্ন ধরনের পেটের অসুখ লেগে থাকে। আর এই কারণে এন্টিবায়োটিক প্রয়োগের পর সঠিক ব্যবস্থাপনা না নিলে মুরগির ওজন কমে যাবে। অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হবার পর ১/ মুরগিকে লিফা টনিক দেবেন ২/ মাল্টিভিটামিন দেবেন ৩/ জিংক দেবেন এভাবে প্রথম মাসে একটা কোর্স করে ফেলবেন। দ্বিতীয় মাসে গিয়ে ---- ১/ মুরগিকে কিডনি টনিক দিবেন ২/ এমাইনো এসিড দেন এভাবে দ্বিতীয় কোর্স করাবেন। ইনশাল্লাহ আশা করা যায় ওজন ঠিকঠাক থাকবে। পাশাপাশি মুরগিও ভালো থাকবে ইনশাআল্লাহ
ভাই, আমার কাছে খুব একটা ভালো ঠেকছে না। ভাইরাল আক্রমণ না তো! (আল্লাহ মাফ করেন)। উঁকি গুলোকে খুব ভালো করে পর্যবেক্ষণ করেন। যদিও ভাইরাসে এন্টিবায়োটিক কাজে আসে না, তারপরেও আপনি ফ্লোর ফিনিক্যাল গ্রুপের এন্টিভাইটিক এর সাথে নিয়মাইসিন সালফেট গ্রুপের এন্টিবায়োটিক কম্বাইন করে খাওয়ান। দিনে দুইবার দেবেন। পাঁচ দিন দেবেন। ব্যাকটেরিয়াল সংক্রমণ হলেও এটা কাজে দেবে।
আপু আমার বাচ্চার বয়স ১৫ দিন অধিকাংশ মুরগী সুস্থ কিন্তু কিছু মুরগীর গুড়ের মতো পায়খানাও আছে আবার হালকা আমাশয় ও আাছে,,,,,এই ডোজে কি কাজ হবে???? আর স্যালাইনের নামটা যদি বলতেন,,,
ভাই, এই কারণেই তো আমি প্রাণিসম্পদের একজন ডাক্তারের ফোন নাম্বার আমার ভিডিওতে অনেকবার দিয়েছি। আমার ১৭০ নাম্বার ভিডিওতে উনার ফোন নাম্বার দেয়া আছে। উনাকে ফোন করতে পারেন। আমার রেফারেন্স দিয়ে কথা বললে ভালো হয়। আশা করি উনি আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ
ভাইরে আমারতো প্রশিক্ষণ দেওয়ার মত সেই যোগ্যতা নাই। আমি নিজেই তো শিখছি এখন। আমার ১৭০ নাম্বার ভিডিওতে একজন ডাক্তারের ফোন নাম্বার দেয়া আছে। উনার সাথে কথা বলেন। উনি প্রশিক্ষণ দেন আপনি চাইলে ডাক্তার সাহেবের কাছ থেকে আপনার প্রশিক্ষণ নিতে পারেন
সম্ভবত ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়েছে পেটে। আপনি নিওমাইসিন সালফেট গ্রুপের এন্টিবায়োটিক এবং ফ্লোরফেনিকল গ্রুপের এন্টিবায়োটিক দেন। সাথে ফাস্ট জাইম দেন। মুরগিকে ১ বেলা স্যালাইন দেন
আপনি এগ ফর্মুলা দিয়ে মাসে দুইটা কোর্স করান। অথবা ই সেলেনিয়াম, ভিটামিন এ ডি ই থ্রি, ক্যালসিয়াম একসাথে পানিতে মিশিয়ে মাসে দুইটা করে কোর্স করেন। আর শুধু খুদ খাওয়ালে তো ডিম পারবে না। আপনি এক কাজ করেন লেয়ার লেয়ার ওয়ান কিনে আনেন এবং মুরগিকে খেতে দেন। অথবা আমার ভিডিও আছে কিভাবে ফিড বানাতে হয়, সেই ভিডিও দেখে ফিড নিজের হাতেই তৈরি করেন। পুষ্টির ওপরে নির্ভর করে মুরগির ডিম পাড়া।
আপু মুরগি নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি,,,, খুবই ঠুকরা ঠুকরি করছিলো তাই হালকা করে ছেকা দিসি,,,কিন্তু মুরগি নিজের পশম নিজেই ছিড়ে খাচ্ছে খুবই অস্থির হয়ে আছে সাথে মলটাউ ঠিক নাই,,,,কি করব ভাই যদি বলতেন
পিকা সল নামে একটা ঔষধ আছে। এটা দেন। আর ক্যালসিয়াম এবং জিংক দেন। মল এর জন্য নিওমাইসিন সালফেট গ্রুপের এন্টিবায়োটিক দেন। সাথে স্যালাইন। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ভাই
আছছালামু আলাইকুম,,, আপু, ঠান্ডার মেন গ্ৰুপ হলো,,, টিলমোকোসিন, টিয়ামুলিন,,,, এবার আমাকে টিলভালোসিন গ্ৰুপের ঔষধ দিয়েছে,,, এখন আমি জানি না এটা কেমন,,,, টিলভালোসিন কি টিলমোকোসিন এর মতই কাজ করে???
আপু, "জেন্টামাইসিন" এই Antibiotics ঔষধ টি মুরগির কি কি রোগের জন্য ব্যবহৃত হয় এই বিষয়ে যদি একটা পূর্ণাঙ্গ ভিডিও দিতেন, তাহলে খুবই উপকৃত হতাম।
ইনশাআল্লাহ
জাযাকাল্লাহ খাইরান
জাযাকাল্লাহ খাইরান
আপু সুস্থ মুরগির চেয়ে অসুস্থ মুরগির পরিমাণ যদি বেশি হয় তাহলে কি সবাইকে এই ওষুধ ব্যবহার করা যাবে।
জ্বি দিতে হবে
আসসামু আলাইকুম আপু।রাত্রে বেলা zinc এর সাথে কি calsium +vitamin খাওয়াতে পারবো?
(ফাহিম ভাই)
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ।
জ্বি দেয়া যাবে
@@jowarfarming আপু কবে দিবেন? আর zinc এর সাথে কি calsium দেওয়া জাবে রাত্রে বেলা?
Murgi k kochu shak khawano niye akta video banaben plsss😊
আমার 146 নাম্বার ভিডিওটা দেখবেন প্লিজ
আপু আপনার কথায় বোঝা যায় নি মাসিন যেকোনো পায়খানার ক্ষেত্রে ভালো কাজ করে???
আপা আপনি তো মাচায় , মুরগি পালন করে থাকেন। এতে কি সুস্ত, রোগ মুক্ত,বিজ ডিম এর পরিমাণ বেশি পেয়ে থাকেন এবং দীর্ঘ আয়ু হয়েছে। আপনি কি বাচ্চা উৎপাদন করে থাকেন ধন্যবাদ।
আমি মাচায় পালি ঠিকই, কিন্তু এটা খাঁচা নয়। মাটিতে যেমন দৌড়ানোর জায়গা থাকে, ঠিক তেমনি আমার মাচায় কিন্তু দৌড়ানোর জায়গা পায়।পাশাপাশি ওরা লাফালাফি ও করতে পারে। এতে অবশ্যই মুরগি সুস্থ থাকে
আলহামদুলিল্লাহ । এক মুরগির খারাপ মল আরেক মুরগি খায় না। মুরগির গায়ে উকুন হয় না বললেই চলে, বীজ ডিম বেশি বেশি করে পাওয়া নির্ভর করে আপনার ব্যবস্থাপনার ওপর। পাশাপাশি ভালো খাওয়ার উপর।
প্রথম কথা মুরগিকে সুস্থ রাখতে হবে, মোরগ এবং মুরগির উর্বরতা বৃদ্ধি করতে হবে, মোরগ মুরগির মিট করার আগ্রহ বেড়ে যাবে এমন খাবার খাওয়াতে হবে।
আমার খামার আপাতত বন্ধ। সামনের জানুয়ারি মাস থেকে ইনশাল্লাহ শুরু কোরবো।
আপা এতে হেচিং কেমন হয়
আসসালামু আলাইকুম আপা
১মাসের থাকতে মুরগির বাচ্চা ঠান্ডা ছিলো আমি মাইক্রোনিড, লাইসোভিট, রেনামক্স, জিংক দিছি,আলহামদুলিল্লাহ পরে সুস্থ হয়।
কিন্তু সেই মুরগী গুলো আবার ঠান্ডা লাগছে 😢 আমি কী ওদের আবার এই ঔষধ গুলোই দিবো?এখন দুইমাস চলে+বাচ্চা ১৪টা।
একটু তাড়াতাড়ি জানালে অনেক উপক্রিত হবো🙏
জ্বি দিতে পারেন।
আর অন্য এন্টিবায়োটিক দিতে চাইলে ফ্লোরফেনিকল গ্রুপের এন্টিবায়োটিক এর সাথে টিলমিকোসিন ফসফেট গ্রুপের এন্টিবায়োটিক দিতে পারেন।
আছছালামু আলাইকুম আপু,,,, ঠান্ডার মেন ঔষধ হলো, টিলমোকোসিন,,, টিয়ামুলিন।
এবার আমাকে টিলভালোসিন গ্ৰুপের ঔষধ দিয়েছে,,, টিলভালোসিন কি টিলমোকোসিন এর মতই???
ওয়ালাইকুম আসসালাম।
ভাই আমি এই গ্রুপের এন্টিভাইটিক সম্পর্কে খুব ভালো জানিনা। ডাক্তারের সাথে কথা বলে ভিডিও দিতে পারি ইনশাল্লাহ
@@jowarfarming আপু এই টিলভালোসিন নিয়ে একটু তাড়াতাড়ি,,,, ভিডিও করবেন প্লিজ।।
good information, thanks
❤️❤️❤️
আমার ৪ - ৫ টা মুরগি চুনা পায়খানা করতেছে আর সাথে ১৫ দিনের ছোট একটা বাচ্চাও আছে (৯ টা ডিমের মধ্যে শুধু একটাই ফুটেছে) , বাচ্চার পায়খানা ভাল । এই মেডিসিন কি ছোট বাচ্চাটিকেও দেওয়া যাবে রোগ প্রতিরোধের জন্য ? (আমি eraprim vet মেডিসিন দিতে চাচ্ছিলাম)
নিওমাইসিন সালফেট গ্রুপের এন্টিবায়োটিক দিতে পারেন। সাথে স্যালাইন এবং জিংক দেন।
@@jowarfarming আরেকটা প্রশ্ন ছিল, এদের মধ্যে একটা মুরগি মাথা সামান্য উচু করে চোখ বন্ধ করে রাখে আর হালকা করে শ্বাস নেয়, এটাকে কি চিকিৎসা দিব?
আসসালামুয়ালাইকুম আপা এন্টিবায়োটিক ব্যবহার করলে মুরগির ওজন কি কমে যায় যদি কমেযায় তাহলে পূর্বের ওজন আসতে কত দিন সময় লাগবে এমনিতেই খাবার খাইলে ওজন আসবে নাকি কোন ভিটামিন খাওয়াতে হবে দয়া করে জানাবেন ম
অ্যান্টিবায়োটিক যেহেতু মুরগির শরীরে খারাপ ব্যাকটেরিয়া মারার পাশাপাশি ভালো ব্যাকটেরিয়া কেউ মেরে ফেলে, তাই মুরগি দুর্বল হয়ে পড়ে। এছাড়াও এন্টিবায়োটিক দিলে মুরগির লিভার ক্ষতিগ্রস্ত হয়। লিভারের যত্ন না নিলে পরে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। ফলে মুরগি যাই থাক না কেন সেটা হজম হয় না এবং সবসময় মুরগির বিভিন্ন ধরনের পেটের অসুখ লেগে থাকে। আর এই কারণে এন্টিবায়োটিক প্রয়োগের পর সঠিক ব্যবস্থাপনা না নিলে মুরগির ওজন কমে যাবে।
অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হবার পর
১/ মুরগিকে লিফা টনিক দেবেন
২/ মাল্টিভিটামিন দেবেন
৩/ জিংক দেবেন
এভাবে প্রথম মাসে একটা কোর্স করে ফেলবেন।
দ্বিতীয় মাসে গিয়ে ----
১/ মুরগিকে কিডনি টনিক দিবেন
২/ এমাইনো এসিড দেন
এভাবে দ্বিতীয় কোর্স করাবেন।
ইনশাল্লাহ আশা করা যায় ওজন ঠিকঠাক থাকবে। পাশাপাশি মুরগিও ভালো থাকবে ইনশাআল্লাহ
ওয়ালাইকুম আসসালাম
@@jowarfarming আপা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকে ভালো রাখুক আমিন
@@jowarfarming আসসালামুয়ালাইকুম আপা যদি কিছু মনে না করেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি আমাকে দেয়া যাবে
আপু মুরগি গুলো কিছুদিন ডিমে আসছে।২ -১ টা মুরগি ঝিমাচ্ছে মল পানির সাথে চুনা পাইখানা করতেছে কি কি মেডিসিন দেবো?
ভাই, আমার কাছে খুব একটা ভালো ঠেকছে না। ভাইরাল আক্রমণ না তো! (আল্লাহ মাফ করেন)। উঁকি গুলোকে খুব ভালো করে পর্যবেক্ষণ করেন।
যদিও ভাইরাসে এন্টিবায়োটিক কাজে আসে না, তারপরেও আপনি ফ্লোর ফিনিক্যাল গ্রুপের এন্টিভাইটিক এর সাথে নিয়মাইসিন সালফেট গ্রুপের এন্টিবায়োটিক কম্বাইন করে খাওয়ান। দিনে দুইবার দেবেন। পাঁচ দিন দেবেন। ব্যাকটেরিয়াল সংক্রমণ হলেও এটা কাজে দেবে।
আপু আমার বাচ্চার বয়স ১৫ দিন অধিকাংশ মুরগী সুস্থ কিন্তু কিছু মুরগীর গুড়ের মতো পায়খানাও আছে আবার হালকা আমাশয় ও আাছে,,,,,এই ডোজে কি কাজ হবে???? আর স্যালাইনের নামটা যদি বলতেন,,,
জি ভাই দেয়া যাবে।
যে কোন কোম্পানির ভেট স্যালাইন বললেই হবে
@@jowarfarming ধন্যবাদ আপু
Apu fancy murgir Ki same madichn dibo
দুপুরের পানিতে জিংক দিব নাকি রাতের পানিতে দিব?
জিংক যেকোনো সময়ে দিতে পারেন। ক্যালসিয়াম অবশ্যই বিকালে অথবা রাতে দেবেন।
❤❤❤
❤️❤️❤️❤️❤️❤️
আপা ডাকতারের কাছে জাব ডাকতার আমাদের এলাকায় নাই তা হলে কি করব
ভাই, এই কারণেই তো আমি প্রাণিসম্পদের একজন ডাক্তারের ফোন নাম্বার আমার ভিডিওতে অনেকবার দিয়েছি।
আমার ১৭০ নাম্বার ভিডিওতে উনার ফোন নাম্বার দেয়া আছে। উনাকে ফোন করতে পারেন। আমার রেফারেন্স দিয়ে কথা বললে ভালো হয়। আশা করি উনি আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ
আপু আমার মুরগী হালকা চুনা পায়খানা করে আর ঝিমায় এবং শরীর গরম এতে করণীয় কি
ভাই দেরি না করে এখনই ডাক্তার দেখান প্লিজ।
আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা জরুরী
রোগটার নাম কী?
apu zing er khawanor niom ta ki dine 1 bar r 2bela ki ki dibo sudu pani
যদি জিংকের ঘাটতি হয়ে থাকে শরীরে, সে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে দুইবার খাওয়ানো যাবে। আর সাধারণ ক্ষেত্রে দিনে একবার খাওয়ালে ভালো হয়
আপনার কাছে প্রশিক্ষণ নিতে চাই, দয়াকরে জানাবেন।
ভাইরে আমারতো প্রশিক্ষণ দেওয়ার মত সেই যোগ্যতা নাই। আমি নিজেই তো শিখছি এখন। আমার ১৭০ নাম্বার ভিডিওতে একজন ডাক্তারের ফোন নাম্বার দেয়া আছে। উনার সাথে কথা বলেন। উনি প্রশিক্ষণ দেন আপনি চাইলে ডাক্তার সাহেবের কাছ থেকে আপনার প্রশিক্ষণ নিতে পারেন
আপা ঠান্ডা বেশ কমে গেলে এন্টি বায়োটিক কি৷ এক বেলা দিলে হবে
ভাই এন্টিবায়োটিক দিতে হবে ডোজ অনুযায়ী। আপনাকে দুইবেলা দিয়ে যেতে হবে।
আপু আমার একটি মুরগের হঠাৎ দেখি পেটে খাবার শক্ত হয়ে আছে আর চুনা পায়খানা । তার পর মারা গেছে এটা কিসের লখ্যন,, একটু বলবেন।
সম্ভবত ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়েছে পেটে। আপনি নিওমাইসিন সালফেট গ্রুপের এন্টিবায়োটিক এবং ফ্লোরফেনিকল গ্রুপের এন্টিবায়োটিক দেন। সাথে ফাস্ট জাইম দেন।
মুরগিকে ১ বেলা স্যালাইন দেন
আপু দোকানের সেলাইন ডিলে হবে skf ar নিওকেল ভেট দিলে হবে আপু
আর আপু গুড়ের মত পায়খানা করছে কিছু এর জন্য কি দেয়া যায় বলবেন আসসালামুআলাইকুম আপু
অবশ্যই হবে ভাই
ওয়ালাইকুম আসসালাম।
নিওমাইসিন সালফেট, পানির পিএইচ, স্যালাইন, জিংক দেন
আপু এই ঔষধ গুলো রাতে দেয়া যাবে
দেয়া যাবে
আসসালামুয়ালাইকুম আপা এন্টিবায়োটিক এর সাথে মিশিয়ে দেবো ছিলাইন নাকি আলাদা আলাদা দিতে হবে
ওয়ালাইকুম আসসালাম। আলাদা দিতে পারলে অবশ্যই আলাদা দেবেন। তবে স্যালাইন এর মধ্যে জিংক না মেশানো ভালো
আপু, আমি নতুন খামার দিতে চাই।কিভাবে শুরু করবো আপনার সাথে যোগাযোগ করতে চাই।
ভাই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেয়া আছে। আপনি চাইলে আমাকে ফোন দিতে পারেন
আপু পাওমি মুরগির বাচ্ছা পাছ দিন বয়স পানি পাইখানা করে সাথে হালকা পাইখানা আছে বেসির বাগ পানি সমাদান কি জানাবেন
আমার ১৮৮ নাম্বার ভিডিও টা দেখবেন প্লিজ
@@jowarfarming ১৮৮
@@jowarfarming আপু ৫ দিন বয়সের মুরগিকে জে এন্টিবায়োটিক গুলা ঐ ১৮৮ ভিডিওতে আছে ওই ওষুধগুলো কি দেওয়া যাবে
আপার কনঠ শুগো ভালো লাগে
❤️❤️❤️
আপু আমার মুরগি সামনে ডিম দিবে এখন সে চুনা পায়কানা করেছে এখন করতেচে না কিন্তুু তার চোখে একটু একটু পানি সব সময় বসে থাকছে আর খাবার খাচ্ছে না
আপনি এগ ফর্মুলা দিয়ে মাসে দুইটা কোর্স করান। অথবা ই সেলেনিয়াম, ভিটামিন এ ডি ই থ্রি, ক্যালসিয়াম একসাথে পানিতে মিশিয়ে মাসে দুইটা করে কোর্স করেন। আর শুধু খুদ খাওয়ালে তো ডিম পারবে না। আপনি এক কাজ করেন লেয়ার লেয়ার ওয়ান কিনে আনেন এবং মুরগিকে খেতে দেন। অথবা আমার ভিডিও আছে কিভাবে ফিড বানাতে হয়, সেই ভিডিও দেখে ফিড নিজের হাতেই তৈরি করেন।
পুষ্টির ওপরে নির্ভর করে মুরগির ডিম পাড়া।
এখন তো আপু লিয়ার লিয়ার পিট ও খাচ্ছে না আগে শুদু ভাত খায়তো
আসসালামু আলাইকুম আপু আপনি না বি,এল,আর,আই যাবেন বলেছিলেন গিয়েছিলেন?
আপু দোয়া করবেন অনেক দিনের ইচ্ছা অপেক্ষা পূরনের পথে মুরগির ঘর বানাতে যাবো ১-২ দিনের ভিতর বাড়িতে ইনশা আল্লাহ।
আপনার দাওয়াত রইলো অগ্রিম আল্লাহ যেনো তৌফিক দান করেন।
ওয়ালাইকুম আসসালাম। এখনো ওরা ডাকেনি আমাকে।
ইনশাল্লাহ-- আল্লাহ আপনার আশা পূরণ করুক।
কোন একদিন আপনার খামারে পৌঁছে যাব আমি ইনশাআল্লাহ
Madam apnar khamar er kono video dan na kano age to diten. Apnar pahari murgi gulo dekhte icca kore.
আশা করছি ইনশাল্লাহ ১৫ দিনের মধ্যেই দেখতে পাবেন ইনশাল্লাহ
আপু মুরগি নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি,,,, খুবই ঠুকরা ঠুকরি করছিলো তাই হালকা করে ছেকা দিসি,,,কিন্তু মুরগি নিজের পশম নিজেই ছিড়ে খাচ্ছে খুবই অস্থির হয়ে আছে সাথে মলটাউ ঠিক নাই,,,,কি করব ভাই যদি বলতেন
পিকা সল নামে একটা ঔষধ আছে। এটা দেন। আর ক্যালসিয়াম এবং জিংক দেন।
মল এর জন্য নিওমাইসিন সালফেট গ্রুপের এন্টিবায়োটিক দেন। সাথে স্যালাইন।
ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ভাই
@@jowarfarming ধন্যবাদ আপু,,,,আপু এই মেডিসিনগুলো সকাল বিকাল সন্ধ্যা কিভাবে চালাবো যদি একটু বলে দিতেন
আপু আমার মুরগি সুদু ধান আর খুত খাচ্ছে আর কিছু খাচ্ছে না ৬ টা ডিম পেরেেচে এখন আর পারে না
আপু, আপনা কে আগেই এর উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ।
মুরগির পা ছরাইয়া যায় হাটতে পারেনা ১৪ টা বাচ্চা এমন হয়ে গেছে একটা একটা মারা যায় । এইটা কেনো হয়
ভিটামিনের অভাবে এটা হয়েছে। ভিটামিন এ ডি ই ৩ এবং ভিটামিন বি ৫০ (মানুষের ওষুধ) --- এই দুটো মুরগি কে দেন
@@jowarfarming থায়োবিন দিলে হবে
জ্বি
আছছালামু আলাইকুম,,,
আপু, ঠান্ডার মেন গ্ৰুপ হলো,,, টিলমোকোসিন, টিয়ামুলিন,,,,
এবার আমাকে টিলভালোসিন গ্ৰুপের ঔষধ দিয়েছে,,,
এখন আমি জানি না এটা কেমন,,,, টিলভালোসিন কি টিলমোকোসিন এর মতই কাজ করে???
আপু আপনি বল সেন পিট খাওয়া তে ও খায়না
যে ওষুধগুলো দিতে বলেছিলাম সেগুলো দেন
আপু একটা মুরগি এন্টিবায়োটিক দিয়েও ঠান্ডা কমাতে পারছিনা এক চোখ বন্ধ হয়ে আছে সমাধান চাই
মুরগিকে কুসুম কুসুম গরম পানি দেন। টিলমিকোসিন ফসফেট গ্রুপের এন্টিবায়োটিক দেন সাথে রেস্পিরণ দেন। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে
আপু প্রোবায়োটিকের কাজ কি
আমার ৫৭ নাম্বার ভিডিওটা একটু দেখবেন প্লিজ