"জীবনের অন্যরুপ" কিতাবের রচিয়তা - হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আবু মুহাম্মদ জাফরুল হক (রহঃ) (তিঁনি ১৫ নভেম্বর ১৯২১ সালে ধরায় আগমন করেন এবং ১৯ মে ১৯৯৬ সালে দুনিয়া হতে জাহেরিভাবে তসরিফ উঠান) তিঁনি উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক পীর-এ-কামেল কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহসূফী সৈয়দ শাহ অলি উল্লাহ রাজাপুরী (কঃ) এর প্রাণাধিক প্রিয় একমাত্র ছোট ভাই - কুতুবুল আকতাব বিল বিরাসাত হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আব্দুল গনি (কঃ) এর দ্বিতীয় ছেলে। হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আবু মুহাম্মদ জাফরুল হক (কঃ) একজন দুনিয়াবিমুখ স্বভাবসিদ্ধ জন্মগত অলি আল্লাহ ছিলেন এবং মো-খোলাফতে নফস বা প্রবৃত্তির বিরুদ্ধাচারণে রুহানী ফয়েজ হাসিল পূর্বক বিল মালামাত বেলায়েতপ্রাপ্ত হয়ে কামেলে মোকাম্মেল হোন। যাঁর দুনিয়াতে দ্বিতীয় রাজাপুরী নামে জনশ্রুতী রয়েছে। তিঁনি তরিকতের নিগূঢ় রহস্য সম্বলিত "জীবনের অন্যরুপ" নামে কিতাবটি লিখেন যা কুরআন-হাদীসের আলোকে প্রণীত ও তরিকতপন্থী বহু দিক নির্দেশনা নিয়ে রচিত এবং এটি কোন আশেকের সাথে মাশুকের নৈকট্য লাভের এক অনুপম নিদর্শন স্বরুপ দেশব্যাপী স্বীকৃত ও সার্বজনিনভাবে সমাদৃত। এটি ওনার জীবনের এক অনবদ্য সৃষ্টি এবং ওনার জীবন নির্বাহ পদ্ধতি ছিলো এই কিতাবের সাথে সম্পূর্ণভাবে সঙ্গতিপূর্ণ। তিঁনি পূর্ণ ইনসানিয়াত বা স্বরুপকে বিকশিত করার সাধনায় সিদ্ধি লাভ করেন এবং স্বীয় স্বার্থ ও সম্পদ- জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানব কল্যাণে জলাঞ্জলী দেন। তিঁনি তাঁর আধ্যাত্মিক বর্ণাঢ্য এই জীবদ্দশায় দেশ বিদেশে জাহেরি ও বাতেনিতে পবিত্র মুখ নিঃসৃত বাণী এবং কেরামতি-ফয়েজ রহমত, ইত্তেহাদী কুতুবিয়তের প্রণয় প্রদর্শনে শরাফতের ধারা বজায় রাখার মানসে দরবার তথা তরিকার প্রতি সত্যানুরাগী মানুষদেরকে দীক্ষিত করেন। আর এই ঐশ্বরিক দ্বায়িত্ব সম্পাদন করতে গিয়ে তিঁনি নিজের জীবনের সুখ সাচ্ছন্দ্য বিসর্জন দেন এবং ক্বালব/সিনায় নূরে মোহাম্মদীকে ধারণ লালন ও চরিত্রের পরতে পরতে স্বীয় মুরশিদের আদর্শের প্রতিফলন ঘটিয়ে আল্লাহ ব্যতীত সকল কিছু হতে মৃত্যু বরণ করে আল্লাহর সাথে জীবিত থেকে তাঁর অস্তিত্বের সাথে নিজেকে বিলীন করে দিয়ে ফানাফিল্লাহর মাধ্যমে বাকাবিল্লাহে উপনীত হন।
HOQUE Rajapuri HOQUE Vandari Hoquer Malik Robban Korim Allah Aponar Oilallah Aseke oliallah Aseke RasulAllah Doha Rohmot Dan Koren ar hepagoter Malik Aponi . Amin
দয়াল বাবা রাজাপুরী সরনে কবির বাবা ❤❤❤❤❤
Masha alla rajapor hok hok baba
মুর্শিদ গোলাম হিসেবে কবুল করে নিও 🙏🏻🙏🏻
ইয়া মুর্শিদ কবির বাবা রাজাপুরী
হক বাবা.... অল্লী আল্লাহ রাজাপুরী.. গাউছুল আজম রবিউল বাবা... গাউছুল আজম কবির বাবা💖...😭
দয়াল রাজাপুরী।
হক ভান্ডারী।
কবির বাবা তোমার দয়ার ভিখারি।
দয়াল রাজাপুরী,
দয়াল হক ভান্ডারী,
দয়াল কবির বাবা ।
ইয়া দয়াময় মাওলা!
হক কবির বসবা গাওশলাজম রাজা পুরি
গান টাঅনেক সুন্দর
জয় গুরু 🙏🙏
আমার দয়াল চাঁদ
হক রাজা পুরী
মুর্শিদ!
দয়াল কবির বাবা
🙏🏻🙏🏻🙏🏻
ওহ্ দয়াল।
মারহাবা ইয়া কবির বাবা
👍👌
ওহ্ মুর্শিদ-মাওলা!
গাউছুল আজম রাজাপুরী
বাহ্ বাহ্ দারুন সুর
আউয়ালে আখেরে মাওলা তুই,
মাওলা তুই, মাওলা তুই রে!
জাহিরে বাতুনে মাওলা তুই মাওলা তুই রে!!
Sorab,rajfor
দয়াল বাবা রাজাপুরী কবির বাবা
👍👌
👍👏
Hook hook
Nice
হক হক রাজাপুরী🙏
মাওলা রবিউল 🙏
কবির বাবা দয়াময় 🙏
নাইচ
তোর নামেতে পানা হলাম-
দয়াল মুর্শিদ রাজাপুরী!
হক হক রাজা পুরি দয়াল
"জীবনের অন্যরুপ" কিতাবের রচিয়তা - হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আবু মুহাম্মদ জাফরুল হক (রহঃ) (তিঁনি ১৫ নভেম্বর ১৯২১ সালে ধরায় আগমন করেন এবং ১৯ মে ১৯৯৬ সালে দুনিয়া হতে জাহেরিভাবে তসরিফ উঠান)
তিঁনি উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক পীর-এ-কামেল কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহসূফী সৈয়দ শাহ অলি উল্লাহ রাজাপুরী (কঃ) এর প্রাণাধিক প্রিয় একমাত্র ছোট ভাই -
কুতুবুল আকতাব বিল বিরাসাত হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আব্দুল গনি (কঃ)
এর দ্বিতীয় ছেলে।
হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আবু মুহাম্মদ জাফরুল হক (কঃ) একজন দুনিয়াবিমুখ স্বভাবসিদ্ধ জন্মগত অলি আল্লাহ ছিলেন এবং মো-খোলাফতে নফস বা প্রবৃত্তির বিরুদ্ধাচারণে রুহানী ফয়েজ হাসিল পূর্বক বিল মালামাত বেলায়েতপ্রাপ্ত হয়ে কামেলে মোকাম্মেল হোন।
যাঁর দুনিয়াতে দ্বিতীয় রাজাপুরী নামে জনশ্রুতী রয়েছে।
তিঁনি তরিকতের নিগূঢ় রহস্য সম্বলিত "জীবনের অন্যরুপ" নামে কিতাবটি লিখেন যা কুরআন-হাদীসের আলোকে প্রণীত ও তরিকতপন্থী বহু দিক নির্দেশনা নিয়ে রচিত এবং এটি কোন আশেকের সাথে মাশুকের নৈকট্য লাভের এক অনুপম নিদর্শন স্বরুপ দেশব্যাপী স্বীকৃত ও সার্বজনিনভাবে সমাদৃত। এটি ওনার জীবনের এক অনবদ্য সৃষ্টি এবং ওনার জীবন নির্বাহ পদ্ধতি ছিলো এই কিতাবের সাথে সম্পূর্ণভাবে সঙ্গতিপূর্ণ। তিঁনি পূর্ণ ইনসানিয়াত বা স্বরুপকে বিকশিত করার সাধনায় সিদ্ধি লাভ করেন এবং স্বীয় স্বার্থ ও সম্পদ- জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানব কল্যাণে জলাঞ্জলী দেন।
তিঁনি তাঁর আধ্যাত্মিক বর্ণাঢ্য এই জীবদ্দশায় দেশ বিদেশে জাহেরি ও বাতেনিতে পবিত্র মুখ নিঃসৃত বাণী এবং কেরামতি-ফয়েজ রহমত, ইত্তেহাদী কুতুবিয়তের প্রণয় প্রদর্শনে শরাফতের ধারা বজায় রাখার মানসে দরবার তথা তরিকার প্রতি সত্যানুরাগী মানুষদেরকে দীক্ষিত করেন।
আর এই ঐশ্বরিক দ্বায়িত্ব সম্পাদন করতে গিয়ে তিঁনি নিজের জীবনের সুখ সাচ্ছন্দ্য বিসর্জন দেন এবং ক্বালব/সিনায় নূরে মোহাম্মদীকে ধারণ লালন ও চরিত্রের পরতে পরতে স্বীয় মুরশিদের আদর্শের প্রতিফলন ঘটিয়ে আল্লাহ ব্যতীত সকল কিছু হতে মৃত্যু বরণ করে আল্লাহর সাথে জীবিত থেকে তাঁর অস্তিত্বের সাথে নিজেকে বিলীন করে দিয়ে ফানাফিল্লাহর মাধ্যমে বাকাবিল্লাহে উপনীত হন।
মারহাবা ইয়া কবির বাবা,,,❤️❤️❤️❤️
গাউছুল আজম শাহ রুমী
মারহাবা কবির বাবা❤️❤️❤️
দয়াল বাবা রাজাপুরী
Masha alla
HOQUE Rajapuri HOQUE Vandari
Hoquer Malik Robban Korim
Allah Aponar Oilallah
Aseke oliallah Aseke RasulAllah
Doha Rohmot Dan Koren ar hepagoter Malik Aponi . Amin
❤❤❤
Massaallah
Tarek=-💖👏
🙏🙏🙏💞💞
Hok.raja.pore.kober.baba.oman
Massalla.kober.baba.oman
দরবারের সম্পুর্ন ঠিকানা দেন
রাজাপুর দরবার শরীফ। লাকসাম, কুমিল্লা
রাজাপুর দরবার শরীফ। লাকসাম কুমিল্লা
মারহাবা ইয়া কবির বাবা
গাউছুল আজম রাজাপুরী
Masha alla