দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাঁসমল এর বর্ণময় জীবন কাহিনী | Birendranath Sasmal | জীবনী | bangla

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Join this channel to get access to perks:
    / @amiavijitbolchi
    #information #history #bengali #biography #birendranathsasmal
    অবিভক্ত মেদিনীপুর জেলায় ১৮৮১ সালের ২৬ শে অক্টবর কাঁথি মহকুমার চাঁদিভেটি গ্রামে এক বিখ্যাত জমিদার পরিবারে জন্ম গ্রহণ করেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল । প্রথমে গ্রামের স্কুলে এবং পরে মহকুমা হাইস্কুলে লেখা পড়া শেষ করে, বীরেন্দ্রনাথ কলকাতার তৎকালীন মেট্রোপলিটন কলেজে এফএ ক্লাসে ভর্তি হন । অসম্ভব মেধাবী বীরেন্দ্রনাথ পাঠ্য বিষয়ের বাইরে একাগ্র চিত্তে পড়াশোনা করতেন, দেশ-বিদেশের স্বাধীনতা সংগ্রামের কাহিনী এবং দেশের বিদেশের মনীষীদের জীবনী সহ দেশাত্মবোধের ইতিহাস ।
    বীরেন্দ্রনাথ শাসমল ১৯০০ সালে এনট্রান্স পাস করে রিপন কলেজে ভর্তি হন (অধুনা সুরেন্দ্রনাথ আইন কলেজ)। কলেজে পড়াশুনা কালীন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের বিভিন্ন বক্তৃতা তাকে অনুপ্রাণিত করে । তিনি বুঝেছিলেন যে ব্রিটিশ শক্তির সঙ্গে লড়াই করতে গেলে সুরেন্দ্রনাথের পথেই হাঁটতে হবে । বীরেন্দ্রনাথ বুঝেছিলেন, ইংরেজদের সঙ্গে লড়তে গেলে ওদের আইনটা আগে ভালোভাবে জানতে হবে । তাই তিনি তাঁর মায়ের আশীর্বাদ নিয়ে, ইংল্যান্ডে আইন পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিলেন । কিন্তু বাড়িতে রাজি ছিল না কিন্তু পরবর্তীকালে বাড়িতে রাজি হলেও মা দুটি শর্ত আরোপ করেন । তাঁর মায়ের দুটি শর্ত ছিল, এক বিদেশে গিয়ে কোনওদিন খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবে না আর দ্বিতীয় শর্ত ছিল কোন মেম সাহেবকে বিয়ে করা যাবে না । মায়ের শর্ত মেনেই ব্যারিস্টার হওয়ার উদ্দেশ্যে বিলেত যাত্রা করেন তিনি ।
    অবিভক্ত মেদিনীপুর জেলায় ১৮৮১ সালের ২৬ শে অক্টবর কাঁথি মহকুমার চাঁদিভেটি গ্রামে এক বিখ্যাত জমিদার পরিবারে জন্ম গ্রহণ করেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল । প্রথমে গ্রামের স্কুলে এবং পরে মহকুমা হাইস্কুলে লেখা পড়া শেষ করে, বীরেন্দ্রনাথ কলকাতার তৎকালীন মেট্রোপলিটন কলেজে এফএ ক্লাসে ভর্তি হন । অসম্ভব মেধাবী বীরেন্দ্রনাথ পাঠ্য বিষয়ের বাইরে একাগ্র চিত্তে পড়াশোনা করতেন, দেশ-বিদেশের স্বাধীনতা সংগ্রামের কাহিনী এবং দেশের বিদেশের মনীষীদের জীবনী সহ দেশাত্মবোধের ইতিহাস ।
    বীরেন্দ্রনাথ শাসমল ১৯০০ সালে এনট্রান্স পাস করে রিপন কলেজে ভর্তি হন (অধুনা সুরেন্দ্রনাথ আইন কলেজ)। কলেজে পড়াশুনা কালীন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের বিভিন্ন বক্তৃতা তাকে অনুপ্রাণিত করে । তিনি বুঝেছিলেন যে ব্রিটিশ শক্তির সঙ্গে লড়াই করতে গেলে সুরেন্দ্রনাথের পথেই হাঁটতে হবে । বীরেন্দ্রনাথ বুঝেছিলেন, ইংরেজদের সঙ্গে লড়তে গেলে ওদের আইনটা আগে ভালোভাবে জানতে হবে । তাই তিনি তাঁর মায়ের আশীর্বাদ নিয়ে, ইংল্যান্ডে আইন পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিলেন । কিন্তু বাড়িতে রাজি ছিল না কিন্তু পরবর্তীকালে বাড়িতে রাজি হলেও মা দুটি শর্ত আরোপ করেন । তাঁর মায়ের দুটি শর্ত ছিল, এক বিদেশে গিয়ে কোনওদিন খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবে না আর দ্বিতীয় শর্ত ছিল কোন মেম সাহেবকে বিয়ে করা যাবে না । মায়ের শর্ত মেনেই ব্যারিস্টার হওয়ার উদ্দেশ্যে বিলেত যাত্রা করেন তিনি ।
    তথ্যসূত্র : মেদিনীকথা অনলাইন দৈনিক(সন্দীপ চক্রবর্তী)
    উইকিপিডিয়া

ความคิดเห็น • 13

  • @bipradaspal3808
    @bipradaspal3808 3 หลายเดือนก่อน +2

    অপূর্ব পোস্ট। গভীর শ্রদ্ধা ও প্রনাম জানাই দেশপ্রাণ কে।

  • @swapanchakraborty6196
    @swapanchakraborty6196 3 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগল প্রতিবেদন।

  • @snag434
    @snag434 3 หลายเดือนก่อน +2

    স্বাধীনতা সংগ্রামী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল তার বর্ণময় জীবন কাহিনী অসাধারণ দক্ষতায় তুমি আজ তোমার প্রতিবেদনের মাধ্যমে জনসাধারণের কাছে উপস্থাপন করলে খুব ভালো বীরেন্দ্রনাথ শাসমল কে আরো উপযুক্ত সম্মান প্রদান করা উচিত ছিল

  • @tintin-rk7yf
    @tintin-rk7yf 2 หลายเดือนก่อน

    Jai Hind 🙏🙏

  • @riktadinda9474
    @riktadinda9474 3 หลายเดือนก่อน

    Shasmal !

  • @riktadinda9474
    @riktadinda9474 3 หลายเดือนก่อน +1

    Uni Medinipur Jorge Court -er lawyer chhilen !

  • @riktadinda9474
    @riktadinda9474 3 หลายเดือนก่อน

    Muslim mayor ra samprodayik hoy !