নিউমার্কেট ব্যবসায়ী নেতাদের সাথে নিয়ে অভিযান || DNCRP market monitoring

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 13

  • @mdhasansahahasansaha2177
    @mdhasansahahasansaha2177 2 ปีที่แล้ว

    খুবই ভাল ও সুন্দর কাজ আপনাদের জন্য ধন্যবাদ রইল আমিন

  • @gouravmisra2317
    @gouravmisra2317 2 ปีที่แล้ว +1

    Excellent service work coverage 👏👏

  • @mdador9846
    @mdador9846 2 ปีที่แล้ว +1

    Good video 💯✌️🥰

  • @shaonali4027
    @shaonali4027 2 ปีที่แล้ว +1

    সিলেটের বন্যা পরিস্থিতিতে জাতীয় ভোক্তা অধিকার এর খুবই প্রয়োজন। যেখানে ৫ টাকার মোমবাতি ২০ থেকে ৫০ টাকা করে নিচ্ছে,১০ টাকার বিস্কুট ১৫ টাকা।এই এরকম বিপদের সময়ে যা ইচ্ছে দাম নিচ্ছে অসহায় মানুষের কাছ থেকে।

  • @samratghosh7828
    @samratghosh7828 2 ปีที่แล้ว +1

    👍🏻👍🏻👍🏻👍🏻

  • @desiboysagar6222
    @desiboysagar6222 2 ปีที่แล้ว +1

    প্রত্যেকটা জিনিসের আলাদা করে নাম লেখা পণ্যটা মাঝে লাগানো হবে সাথে লাগানো হবে তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে এ পণ্যের দাম এত টাকা

  • @misskeya6724
    @misskeya6724 ปีที่แล้ว

    Alhamdulilha,I do respect her honesty 🤲 sincerity 🌆 response 👍 so that,I proud to feel my Bangladesh 🇧🇩🏠 Bazar monitor, keep it up secret with her jennuniely her purity wisdom 🌆🤲 🌧️🌨️ Subhanallha 🏞️🌆

  • @dmmasud7737
    @dmmasud7737 2 ปีที่แล้ว +1

    ৫৯:২১এ কুরআনকে যদি আমি পাহাড়ের ওপর নাযিল করতাম তবে তুমি অবশ্যই তাকে দেখতে, আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ। মানুষের জন্য আমি এ উদাহরণগুলি পেশ করি; হয়ত তারা চিন্তাভাবনা করবে।
    ৫৯:১ আসমানসমূহে ও যমীনে যা কিছু আছে সবই আল্লাহর তাসবীহ পাঠ করছে এবং তিনি মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
    ৫৯:৪ এটি এ জন্য যে, তারা সত্যিই আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল। আর যে আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তবে নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর।
    ৫৯:১০ যারা তাদের পরে এসেছে তারা বলে: ‘হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন; এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোন বিদ্বেষ রাখবেন না; হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াবান, পরম দয়ালু। ৫৯:১৮ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর; আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে; তোমরা আল্লাহকে ভয় কর। তোমরা যা কর নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত।
    ৫৯:১৯ তোমরা তাদের মত হইও না, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল ফলে আল্লাহও তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছিলেন; আর তারাই হল ফাসিক।
    ৫৯:২০ জাহান্নামবাসী ও জান্নাতবাসীরা সমান নয়; জান্নাতবাসীরাই সফলকাম।
    ৫৯:২২ তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোন ইলাহ নেই; দৃশ্য-অদৃশ্যের জ্ঞাতা; তিনিই পরম করুণাময়, দয়ালু।৫৯:২৩ তিনিই আল্লাহ; যিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনিই বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তাদানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত, তারা যা শরীক করে তা হতে পবিত্র মহান।
    ৫৯:২৪ তিনিই আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবনকর্তা, আকৃতিদানকারী; তাঁর রয়েছে সুন্দর নামসমূহ; আসমান ও যমীনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।
    ১৮:৫৪ আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী।

  • @desiboysagar6222
    @desiboysagar6222 2 ปีที่แล้ว +1

    প্রত্যেকটা মালের নাম আলাদা করে লিখে মালের সাথে লাগিয়ে দিলে সাধারন মানুষ বুঝতে পারবে এই মালটা এত টাকা

  • @istiaqahmed5708
    @istiaqahmed5708 2 ปีที่แล้ว +2

    ব্যবসায়ীরা অনেক পিছলা,এদের ছাই দিয়ে ধরতে হবে।

  • @azizurrahmanaziz6900
    @azizurrahmanaziz6900 2 ปีที่แล้ว +1

    Amra comments kori jorimana kono somadhan noy.bebsa bondho koreden.onnojon thik hoye jabe.