52 ব্লক বাণীশ্রী সমিতি

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2023
  • ৫২ ব্লক বাণীশ্রী সমিতি
    south Sinthee Road(dumdum)
    সৃজনে:- শ্রী সুরজিৎ
    প্রতিমা শিল্পী:- শ্রী নিমাই চন্দ্র পাল ও শ্রী গৌতম পাল
    ভাবনা- "চালচিত্র"
    এই চালচিত্রের সঙ্গে বাংলার প্রতিমা নির্মাণ ধারার বিশেষ সম্পর্ক রয়েছে। বাংলায় সাধারণত দুটি ধারার প্রতিমা নির্মাণ হয়ে আসছে। বিষ্ণুপুর রীতির প্রতিমা ও কংসনারায়ণ রীতির প্রতিমা। বেশি জনপ্রিয় কংসনারায়ণ রীতির প্রতিমাই। যার প্রধান বৈশিষ্ট্য হল চালচিত্র। অথচ দিনে দিনে কমে আসছে সেই চালচিত্র-শিল্পীর সংখ্যাই। যাঁরা টিকে আছেন তাঁরা কোনও রকমে পেটের দায়ে ধরে রেখেছেন প্রাচীন এই শিল্পধারাকে।
    মার্কিনি চাল ছিল সবচাইতে জনপ্রিয়। আজও এই চাল দেখা যায় বাগবাজার সর্বজনীনের প্রতিমায়। চালচিত্রের বিষয়বস্তুও একটা বড় ব্যাপার। কৃষ্ণনগরের রাজরাজেশ্বরী দুর্গা প্রতিমায় চালচিত্রে অধিষ্ঠান করেন শিব, পার্বতী, দশমহাবিদ্যা ও দশাবতার। সাবেকি পুজোর মতোই অবক্ষয়ের অন্ধকারে নিমজ্জিত বাংলার সেই চালচিত্রও। চালচিত্র কি হারিয়ে যাবে অবলুপ্তির আঁধারে?
    তবে বাংলার সাবেক চালচিত্র কেমন দেখতে ছিল তা দেখতে হলে আজ ভরসা দেশ বিদেশের বিভিন্ন সংগ্রহালয়। ভারতীয় সংগ্রহালয়ের প্রাক্তন অধিকর্তা শ্যামলকান্তি চক্রবর্তীর কথায়: “চালচিত্র হত নানা রকম। যেমন মঠচৌড়ি চালির চালচিত্রে দেব দেবীর অবয়বগুলি থাকে উপর থেকে নীচে, একটির নীচে আর একটি। আবার সাবেক বাংলা চালে সেগুলি থাক থাক করে আলাদা আলাদা প্যানেলে থাকে। অন্য দিকে, মার্কিনি চালের পটে সেগুলি থাকে পাশাপাশি। গুরুসদয় সংগ্রহালয়ে রাখা দুর্গার চালচিত্র দেখে একটা ধারণা তৈরি হতে পারে, কতটা সূক্ষ্ম কাজ করতেন তখনকার শিল্পীরা।
    তবে আজ ছবিটা ভিন্ন। চালচিত্র আছে, তবে তার অবস্থান, অবক্ষয় আর অবলুপ্তি এই দু’য়ের মাঝে।
    video credit -৫২ ব্লক বাণীশ্রী সমিতি
  • บันเทิง

ความคิดเห็น •