জয়পুরহাটে ১১'শ টাকার টিএসপি সার বিক্রি হচ্ছে ১৬'শ ৫০ টাকায়
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025
- জয়পুরহাটে ১১'শ টাকার টিএসপি সার বিক্রি হচ্ছে ১৬'শ ৫০ টাকায়। চড়া দামে বিক্রির কথা অস্বীকার করে ডিলারদের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় এবং সময়মত সার না পাওয়ার কারণে কৃষকদের ভোগান্তি হচ্ছে।কৃষকদের অভিযোগ, সার মজুদের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে ডিলাররা। এই অভিযোগ প্রমাণিত হলে ডিলারশীপ বাতিলের হুঁশিয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। হারুনুর রশিদের রিপোর্ট।