লাভের একটি মাত্রা পরিসীমা থাকা উচিত। ব্যবসার অন্যতম প্রধান মূলধন হলো, সততা। বর্তমানে অনেক ১০ টাকার পণ্যে ৫০-৬০ টাকায় বিক্রি করে নিজেকে ব্যবসায়ী মনে করলেও সে একজন দূর্নীতিবাজ।
উদ্যোক্তা আপনাকে বলছি, আমিও নোয়াখালীর। খলাজা পিঠা আমার মা কিয়েকদিন পর পরই বানায়। কিন্তু একটা খলাজা পিথার দাম ২০ টাকা অনেক বেশি রাখছেন আপনি যেহেতু এখানে আপনি কোনও স্পাইস বা সবজি ব্যাবহার হয় না । ১০ টাকায় রাখার চেষ্টা করেন যাতে বেশি মানুষ ট্রাই করতে পারে।
অনেক সুন্দর
লাভের একটি মাত্রা পরিসীমা থাকা উচিত। ব্যবসার অন্যতম প্রধান মূলধন হলো, সততা। বর্তমানে অনেক ১০ টাকার পণ্যে ৫০-৬০ টাকায় বিক্রি করে নিজেকে ব্যবসায়ী মনে করলেও সে একজন দূর্নীতিবাজ।
উদ্যোক্তা আপনাকে বলছি, আমিও নোয়াখালীর। খলাজা পিঠা আমার মা কিয়েকদিন পর পরই বানায়। কিন্তু একটা খলাজা পিথার দাম ২০ টাকা অনেক বেশি রাখছেন আপনি যেহেতু এখানে আপনি কোনও স্পাইস বা সবজি ব্যাবহার হয় না । ১০ টাকায় রাখার চেষ্টা করেন যাতে বেশি মানুষ ট্রাই করতে পারে।