সাম্যদৃষ্টি || HARMONY OF VISION || জয়দীপ মহারাজ || JOYDEEP MAHARAJ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • কেউ কারুর সাথে কি সমান হয়? সমান অধিকার স্লোগান উঠতে পারে, কিন্তু অধিকারীভেদ পুরোপুরি অস্বীকার করা যায় কি? এমন নানা ধরনের জিজ্ঞেসভিত্তিক আলোচনায় বসবেন জয়দীপ মহারাজ সকল আগ্রহী দর্শক ও শ্রোতাদের সাথে। এই রবিবার রাত ঠিক ৮’টায়।
    ◦•●◉ আলোচনার তালিকা ◉●•◦
    ➤ মহারাজ ৩০ বছর বয়সে ব্রহ্মচর্য পালন করে কি শক্তির অধিকারী হতে পারব? 7:51
    ➤ মহারাজ বৈদিক যুগে নারী, পুরুষকে সমান দৃষ্টিতে দেখা হত। কোন সময় থেকে নারী, পুরুষকে অন‍্য দৃষ্টিতে দেখা হত? 24:56
    ➤ অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা নিয়ে আলোচনা। 59:25
    ➤ মহারাজ কৃষ্ণতত্ত্ব কি? রাধাতত্ত্ব কি? চৈতন্য মহাপ্রভু পূর্ববর্তী ও পরবর্তী পদাবলীগণ যে কৃষ্ণ ও রাধাতত্ত্ব নিয়ে লিখেছেন তারা কি বোঝাতে চেয়েছেন? পদাবলীর কৃষ্ণ আর মহাভারতের কৃষ্ণ কি আলাদা? 1:08:30

ความคิดเห็น • 21

  • @lipikasantra4032
    @lipikasantra4032 ปีที่แล้ว +3

    প্রণাম নেবেন মহারাজ।
    সমস্ত আলোচনার শেষে সঞ্চালকেরা সামারি করলে ভালো হয়। তাতে পুরো আলোচনা আবারো ভালোভাবে মনে পরবে ও মনে থাকবে বলে মনে হয়।

    • @munmunbanerjee3946
      @munmunbanerjee3946 ปีที่แล้ว

      অসাধারন অপূর্ব আলোচনা প্রণাম নেবেন

  • @santanughoshpresents174
    @santanughoshpresents174 ปีที่แล้ว

    প্রণাম মহারাজ।
    এই অনুষ্ঠান আমাদের হৃদয়ের খুব কাছের। এত প্রিয় যে বিষয় গুলো নিয়ে সব সময় নিমগ্ন থাকি।
    এই অনুষ্ঠান এর শ্রী বৃদ্ধি কামনা করছি।
    অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্রস্তাব নিয়ে আপনারা বিচার করেছেন।
    আমরা বুঝতে পারছি যে আপনার বক্তব্য তাতক্ষণিক এবং চিন্তার ও চেতনার এক বিশেষ স্তর থেকে উৎসারিত।
    এটাও বুঝি যে এই কারণে আপনাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়। আমরা সুখী ও স্বার্থপরের মত সেই পরিশ্রমের ফল আস্বাদন করি ও উপকৃত হই।
    আপনার কষ্ট লাঘব করার জন্য সত্যি একটু বিরতি আবশ্যক। আমি সমর্থন করি। সঞ্চালকগণ থাকুন।
    আপনার প্রস্তাব খুব ভালো। অনুষ্ঠানের শেষে এক সামারাইজেশন করলে ভালো হবে। এবং মাঝে প্রশ্ন পাঠ চলুক।
    আপনি সুস্থ থাকুন এই প্রার্থনা করছি।

  • @debimaladey
    @debimaladey ปีที่แล้ว

    প্রণাম মহারাজ 🙏🙏

  • @probirmistry1892
    @probirmistry1892 ปีที่แล้ว +1

    প্রনাম মহারাজ

  • @snehasishchakraborty7473
    @snehasishchakraborty7473 ปีที่แล้ว

    প্রণাম মহারাজ 🙏🏼

  • @swatibanerjee1916
    @swatibanerjee1916 ปีที่แล้ว +2

    আমার সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ আপনার চরণে ।
    কি যে অপূর্ব লাগে, আপনার প্রবচন /মীমাংসা, তা সত্যিই ভাষায় প্রকাশিত হয় না। আমি লাইভে থাকিনা। সব কাজ শেষ হলে পূর্ণ মনোসংযোগে উপভোগ করতে চাই... আমারও মনে হয়েছিল, আপনার কথার পরে আর সামারাইজ করার দরকার থাকে না... এই দায়িত্ব যারা শুনছি তারা স্ব স্বার্থেই নিতে পারি....
    কিন্তু, এই অনুষ্ঠানের প্রাণপুরুষ আপনি নিশ্চয়ই কোনও প্রয়োজনীয়তা অনুভব করেছেন, পাশাপাশি এটাও মনে হয়েছিল।
    একটানা এতক্ষণ সময়, মাঝে বিষয়ান্তরে যাওয়ার জন্য সামান্য সময়ও না নিয়ে, আমাদের জন্য এতো কষ্ট করবেন না মহারাজ। এটা আমার মত... আমরা ঘরে শুয়ে, বিনা পরিশ্রমে, এই মহার্ঘ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পাই... আপনি যেভাবে দান করবেন, সেভাবেই গ্রহণ করবো.....

  • @rajendrabapari4511
    @rajendrabapari4511 ปีที่แล้ว +1

    প্রণাম মহারাজ

  • @munmunbanerjee3946
    @munmunbanerjee3946 ปีที่แล้ว

    অপূর্ব আলোচনা,সঞ্চালক থাক সারাংশ ভালোই লাগছে

  • @samareshroy3570
    @samareshroy3570 ปีที่แล้ว +1

    খুবই সুন্দর!

  • @jayaacharya8493
    @jayaacharya8493 ปีที่แล้ว

    প্রণাম মহারাজ।
    অনেক অজানা তত্ত্ব জানতে পারলাম আপনার আলোচনা থেকে। বেশীরভাগ সময় চেষ্টা করি live এ থাকতে। এবার সম্ভব হয় নি। তাই আজ একমনে শুনলাম এবং উদ্বুদ্ধ হলাম। কিভাবে যে এতটা সময় পেড়িয়ে গেলো বুঝতেই পারলাম না। মনে হচ্ছিল আরও কিছুক্ষণ শুনি।
    প্রতিটি প্রশ্নের মীমাংসার পর সঞ্চালক ভাইরা যে সংক্ষিপ্ত আলোচনা করেন ওটা যদি সকল প্রশ্নের মীমাংসার পর ক্রমানুসারে করেন তাহলে আমাদের মনে আরও ভালোভাবে গেঁথে যাবে।
    যদিও এটি আমার ব্যাক্তিগত মত।
    আপনি যেটি যথার্থ মনে করবেন সেটিই নির্দেশ দেবেন ওনাদের। অনুষ্ঠানটিকে সর্বাঙ্গসুন্দর করার জন্য আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।

  • @ritammukherjee3283
    @ritammukherjee3283 ปีที่แล้ว +4

    আমার কোটি কোটি প্রণাম নেবেন মহারাজ। আপনার প্রস্তাব টাই যথার্থ। দাদারা শেষে সামারি করে দেবেন সেটাই খুব সুন্দর হবে। আবার পুরোটাই মনে পড়ে যাবে।আপনার শ্রীমুখ থেকে শোনার সঙ্গে সঙ্গে ভেতরে যে ভাবটা তৈরী হয় তার পরপরই আরেক জনের মুখে সেইকথাটাই শুনতে আর মন চায়না। শেষে সেটা শুনলে খুব সুন্দর হবে।

  • @sanjaydey6170
    @sanjaydey6170 ปีที่แล้ว

    অসাধারণ মহারাজ আমি মুগ্ধ হয়ে শুনে গেলাম , আমার শতকোটি প্রনাম জানাই মহারাজ

  • @pratapbakshi1640
    @pratapbakshi1640 ปีที่แล้ว +1

    👌👌🙏🙏🙏

  • @piyalidutta6462
    @piyalidutta6462 ปีที่แล้ว +2

    Ha session sese summarise koratai valo ebong samay sapekhya.

  • @archanaganguly8761
    @archanaganguly8761 ปีที่แล้ว

    Thikuji kosti o ratn darn agulo niya jadi kichu alo chana karen aneker upkar hay pronam neben Archana ganguly

  • @archanaganguly8761
    @archanaganguly8761 ปีที่แล้ว

    1:12:17

  • @প্রদীপবিশ্বাস-খ২ঘ

    Panam Maharaj Kabi Guru Rabindranath balechen Jebon sadanar mokti kona beses bastote shimabadra nai pratinihata calar patre jibanar hases shad hakane teni kotai Ishwar ka kosta balachen alocana karila boste sobida habe

  • @sujoydas5622
    @sujoydas5622 ปีที่แล้ว

    প্রথমে আমারও মনে হতো আবার summary করার কি দরকার।এখনি মহারাজের কাছে শুনলাম তো।আমি যেহেতু recorded দেখি ওগুলো forward করে যেতাম।পরে ভাবলাম summary মানে তো মহারাজের কথাই ছোটো করে আবার ঝালিয়ে নেওয়া। একই কথাই বলছেন দাদারা।ঠিক বুঝলাম নাকি কতটা বুঝলাম সবকিছুই আরও একবার ঝালিয়ে নিতে পারছি।আমি যদি কোনও point missও করে গিয়ে থাকি পরে আবার গিয়ে সেটার ছোঁয়া পাচ্ছি।মহারাজও প্রতিটা প্রশ্নের পর rest পাচ্ছেন।সবদিক দিয়েই তো ভালো।তবে দাদাদের একটু জানিনা চাপ হয়ে যায় কিনা।কারন মহারাজের কথা শুনে যে হারিয়ে যাওয়া সেইটা থেকে বোধহয় কিছুটা বঞ্চিত হন দাদারা।শেষ হলেই বলতে হবে সেই প্রস্তুতি চলতে থাকে ভিতরে।🙏