মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম, ভিডিওগ্রাফি অসাধারণ, তেমনি ভয়েস ওভার। বাংলায় এই রকমের আরও অনেক অনেক কাজ হোক। তোমার এই ভিডিও বাংলায় ট্রাভেল ভিডিওর মান উন্নত করবে।
দাদা, নমস্কা্র জানবেন। আজ আমাদের বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন। অফিসে যাবার তাড়া নেই, ঘুম থেকে একটু দেরী করে উঠে, সকালের কাজকর্ম সেরে আপনার চ্যানেল দেখতে বসলাম। আপনার সৃষ্টিগুলি (হ্যাঁ আমি এগুলিকে সৃষ্টি-ই বলতে চাই! কারণ এগুলির মধ্যে অনেক শিক্ষণীয় আছে, অনেক অজানা তথ্য এগুলি থেকে জানা যায়)) অত্যন্ত মনোমুগ্ধকর! শুধু ভ্রমন পিপাসু নয়, এই ডকুমেন্টারী(!)গুলি দেখলে শিক্ষাথেীরাও অনেক কিছু শিখতে পারবে বলে আমি মনে করি। অসাধারণ, সুষ্পষ্ট Voice-over, এগুলি তৈরির আগে History Study, Data/information collection, ্এর জন্য আপনাকে নিশ্চয়ই অনেক পরিশ্রম করতে হয়, বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হয়। আপনার এসব পরিশ্রমের কারণে আমরা এগুলির বিষয়ে জানতে পারি। আপনি যেভাবে এগুলির বিবরণ, ইতিহাস, মাপ-পরিমাপ, উপাদান, সময়কাল, উদ্যোক্ত, উৎসব, প্রক্রিয়া........ বর্ণনা করেন.. মনে হয় যেন দর্শককে আপনি সেখানে নিয়ে গেছেন। একটা অনুরোধ রইল- জয়রামবাটি, কামারপুকুর এবং কচুয়া ধাম নিয়ে এ ধরনের ডকুমেন্টারী করার জন্য । ইতোমধ্যে যদি করে থাকেন , তবে প্লীজ লিংক দেবেন। ভাল থাকবেন, অনেক অনেক শুভকামনা রইল।
আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে 🙏 অনুগ্ৰহ করে আমার অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন । আর সম্ভব হলে ভিডিওগুলি একটু শেয়ার করবেন । জয়রামবাটি কামারপুকুর ও কচুয়া ধামের উপর এখনো পর্যন্ত আমার কোন ভিডিও নেই ।
As a new subscriber, I applaud this presentation! Rich commentary on history, calm and composed narration, fabulous Indian music in the background,,......all are just superb! The climactic music in the end deserves special mention.
Good description. Aranyak Express is suspended from March 2020. Start hobe kina tar kono confirmation nei. Ty tourist der kache ei option ta kintu nei. Ar apni jeta likhechen "Gumghar", ota " ghar" Noi. actually " Gumgarh".
অনেক ধন্যবাদ । আরণ্যক এক্সপ্রেস নিশ্চয়ই নিকট ভবিষ্যতে চালু হবে । চিরকাল তো আর বন্ধ থাকবে না । সেই ভেবেই দেওয়া । আর গুমগড়ের সংশোধন সঠিক ভাবেই করেছেন । মার্জ্জনা করবেন । তবে এভবেই সাথে থাকবেন ।
Anindya da.. apnar video ta darun laglo.. amra Bishnupur jachi kichudin bade.. akta information die help korben please - Mandir gulo ghurte approx. koto time lagbe? Forenoon er ticket kete 11:00AM entry ar exit 2:00PM kora jabe?
আরেকটি রত্ন খুঁজে পেয়ে মণিকোঠায় তুলে রাখলাম। জানিনা আরও আগে কেন দেখতে পাইনি। উন্নতমানের ভ্রমণ ভিডিও তৈরী করা যে কেবল শ্রমসাধ্য নয়, প্রকৃত সৃজনশীল শিল্পকর্ম, তার প্রমাণ এই ভিডিও। তাই সংখ্যায় নয়, গুণমানে উন্নত সৃষ্টিশীল এইরকম চিত্ররূপ দেখতে চাই।
ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ 🙏 যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে "অন্য বাঁকুড়া" নামে বাঁকুড়া ভ্রমণের উপর এর পরের পর্বটিও দেখার অনুরোধ রইলো । সেখানে বাঁকুড়ার শিল্পকর্ম দেখানো হয়েছে । আরেকটি অনুরোধ, সম্ভব হলে ভিডিওগুলি একটু ভ্রমণ প্রিয় মানুষদের মধ্যে শেয়ার করবেন 😊🌹
মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম, ভিডিওগ্রাফি অসাধারণ, তেমনি ভয়েস ওভার। বাংলায় এই রকমের আরও অনেক অনেক কাজ হোক।
তোমার এই ভিডিও বাংলায় ট্রাভেল ভিডিওর মান উন্নত করবে।
অনেক ধন্যবাদ । সেলাম গুরুজী ।
Khub bhalo legeche amar apnar ei bishnupur er pora matir mandir dekhe anindya sir
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
background music r ta classical to darun lagche. besh sooothing..
অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
Apnar aitihaasik Commentry video take daroon asadharan interesting baniye diyeche thanks
Thank you 😍 Please stay tuned.
অনবদ্য ভিডিও। আগামী 2 মাসের মধ্যে 1 হাজার হয়ে যাবে। আমি নিশ্চিত। আমার গ্রুপে আমি ভিডিও টা শেয়ার করছি। অনেক মানুষ উপকৃত হবে।
শুভকামনার জন্য আর শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।
দারুন
Anek kichu jante parlam .thank u sir eto sundar kore describe korar jonno.
Thank you.
Khub bhalo
Thank You .
ফাটাফাটি
Asadharan uposthapona Dada apnar.
As a Documentary it's a priceless.
Thank you. এভাবেই সাথে থাকবেন ।
আপনার এই ভিডিও সত্যিই অসাধারণ।অনেক অনেক ধন্যবাদ।এমন প্রচেষ্টা আমাদের প্রিয় বাংলা কে নতুন আঙ্গিকে তুলে ধরে।আগামী দিনে আরো এমন ভিডিও দেখতে চাই।
অনেক ধন্যবাদ ।🙏 আমার অন্যান্য কাজগুলোও অনুগ্ৰহ করে দেখে মতামত দেবেন । সঙ্গে থাকবেন ।🙏
amar Bishnupur ghora asampurno chhilo, ei video dekhe seta purnota pelo. apnader travelogue er Shreebriddhi kamona kori.
শুভকামনার জন্য অনেক ধন্যবাদ 🙏 এবারে "অন্য বাঁকুড়া"এই ভিডিওটি দেখবেন ।
Khub sundar
অনেক ধন্যবাদ ।
Khub valo lege6e sir
Amake cinte paren sir
Apnar videography dekhe mugdho hochhi... Perfect documentary ... Darun laglo
Thanks.
Superb.....apni book travel or j kono place nie lekha suru korun really bolchi .....eto sundor explain koren aar bhasha gen asadharan.
অনেকদিন ধরেই এই ইচ্ছাটা আছে কিন্তু সময় পাইনা 😊
👌👌👌🙏🙏🙏🙏🙏 🙏
দারুন..
আপনার ভিডিও দেখলে স্কুলজীবনের শিক্ষামূলক ভ্রমণের কথাই মনে হয়। খুব সুন্দর লাগল। এই সময়ের পাঁচমুড়া গ্রামের অবস্থা দেখার জন্য পরের পর্বের অপেক্ষায়।
অনেক ধন্যবাদ । কিন্তু ভিডিওটা স্কুলছাত্রের মতো হয়নি তো ?
@@AnindyasTravelogue আরে না না, ছাত্রদের শেখানোর মতোই হয়েছে। যাকে বলে স্যারের মতো।
অসাধারন
আবারও ধন্যবাদ জানাই ।
It was a nice and well edited blog.
Nicely narrated all espects about bishnupur.
Thank you.
Khub sundor👌
Thank You
Amra bankura r mukut Manipur susuniya pahar bishnupur kamar pukur jayram bati gechilam 2010e amar bankura puroliya birbhum malda doars murshidabad ei district gulo khub valo legeche ghurte
Notun bhabe abar bisnupur ghurlam👍
ধন্যবাদ । সঙ্গে থাকবেন ।
দাদা,
নমস্কা্র জানবেন।
আজ আমাদের বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন। অফিসে যাবার তাড়া নেই, ঘুম থেকে একটু দেরী করে উঠে, সকালের কাজকর্ম সেরে আপনার চ্যানেল দেখতে বসলাম।
আপনার সৃষ্টিগুলি (হ্যাঁ আমি এগুলিকে সৃষ্টি-ই বলতে চাই! কারণ এগুলির মধ্যে অনেক শিক্ষণীয় আছে, অনেক অজানা তথ্য এগুলি থেকে জানা যায়)) অত্যন্ত মনোমুগ্ধকর! শুধু ভ্রমন পিপাসু নয়, এই ডকুমেন্টারী(!)গুলি দেখলে শিক্ষাথেীরাও অনেক কিছু শিখতে পারবে বলে আমি মনে করি। অসাধারণ, সুষ্পষ্ট Voice-over, এগুলি তৈরির আগে History Study, Data/information collection, ্এর জন্য আপনাকে নিশ্চয়ই অনেক পরিশ্রম করতে হয়, বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হয়। আপনার এসব পরিশ্রমের কারণে আমরা এগুলির বিষয়ে জানতে পারি। আপনি যেভাবে এগুলির বিবরণ, ইতিহাস, মাপ-পরিমাপ, উপাদান, সময়কাল, উদ্যোক্ত, উৎসব, প্রক্রিয়া........ বর্ণনা করেন.. মনে হয় যেন দর্শককে আপনি সেখানে নিয়ে গেছেন।
একটা অনুরোধ রইল- জয়রামবাটি, কামারপুকুর এবং কচুয়া ধাম নিয়ে এ ধরনের ডকুমেন্টারী করার জন্য । ইতোমধ্যে যদি করে থাকেন , তবে প্লীজ লিংক দেবেন। ভাল থাকবেন, অনেক অনেক শুভকামনা রইল।
আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে 🙏 অনুগ্ৰহ করে আমার অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন । আর সম্ভব হলে ভিডিওগুলি একটু শেয়ার করবেন । জয়রামবাটি কামারপুকুর ও কচুয়া ধামের উপর এখনো পর্যন্ত আমার কোন ভিডিও নেই ।
As a new subscriber, I applaud this presentation! Rich commentary on history, calm and composed narration, fabulous Indian music in the background,,......all are just superb! The climactic music in the end deserves special mention.
Thank you so much for viewing my work with such keen attention. Pleased to have a subscriber like you!
Ei video ta koto bochor agyer?
Mane apni ei vlog ta kobe korechen anindya sir?
অনেক আগে 😊
Anindya sir bolchi je pora matir haat ki onek ta sonajhuri haat er moton?
হ্যাঁ ।
Covid report lagche?
এটা প্রায় আট মাস আগের ভিডিও । তখন লাগেনি । এখন লাগছে কিনা বলতে পারবো না । ধন্যবাদ ।
@@AnindyasTravelogue thank you
Pora matir haat ki roj boshe bishnupur e?
এটা অনেক আগের ভিডিও । তখন কোভিড ছিল । এখন কবে বন্ধ থাকে ঠিক বলতে পারব না ।
Apni edit kon app e koren & videos kon camera die koren
Reply er asai thaklam
❤
Edit করি Pinnacle 25দিয়ে। ছবি তুলি GoPro 8 &10 দিয়ে।
Sunday ki ei haat ta bosena?
March মাস পর্যন্ত Sunday -তেও হাট দেখতে পাবেন ।
Bishnupurer jati oilo Bishnupuriya ai north east te ase
আরন্যক ছাড়া পুরুলিয়া এক্সপ্রেস এ হাওড়া থেকে আসা যায় এবং বর্তমানে একটি থ্রি স্টার হোটেল অন্নপূর্ণা আছে বিষ্ণুপুরে
Good description. Aranyak Express is suspended from March 2020. Start hobe kina tar kono confirmation nei. Ty tourist der kache ei option ta kintu nei.
Ar apni jeta likhechen "Gumghar", ota " ghar" Noi. actually " Gumgarh".
অনেক ধন্যবাদ । আরণ্যক এক্সপ্রেস নিশ্চয়ই নিকট ভবিষ্যতে চালু হবে । চিরকাল তো আর বন্ধ থাকবে না । সেই ভেবেই দেওয়া । আর গুমগড়ের সংশোধন সঠিক ভাবেই করেছেন । মার্জ্জনা করবেন । তবে এভবেই সাথে থাকবেন ।
Bishnupur er sb tourist site ki ekhon week er sob dinei khola thake?
Ektu janaben plz
@@tapenduroul9913 হ্যাঁ, রোজই খোলা থাকে ।
Khub valo laglo sir..Kemon achen?
ভালো আছি । অনেকদিন পর তোকে দেখলাম
@@AnindyasTravelogue amio o to tai..FB te dkhlm apnake..request sent korechi
@@desdimonasinha724 khuje pelam na to.
@@AnindyasTravelogue mona Avi Desdi name e..
হাট টা কি Sunday তে ও বসে?
স্থানীয় মানুষদের কথা অনুসারে শীতের সময় February - March পর্যন্ত শনিবার ও রবিবার দু-দিনই বসবে ।
Anindya da.. apnar video ta darun laglo.. amra Bishnupur jachi kichudin bade.. akta information die help korben please - Mandir gulo ghurte approx. koto time lagbe? Forenoon er ticket kete 11:00AM entry ar exit 2:00PM kora jabe?
মদনমোহন মন্দির টাই শুধু একটু সিটির বাইরে । তাছাড়া বাকি মন্দিরগুলো তিন ঘন্টার মধ্যে হয়ে যাওয়া উচিত ।
আমার ভিডিওর ডিস্ক্রিপশনে মেল আইডি আছে। আপনি প্লিজ আপনার নম্বর টা আমাকে মেল করবেন। কথা বলবো একটু।
আরেকটি রত্ন খুঁজে পেয়ে মণিকোঠায় তুলে রাখলাম। জানিনা আরও আগে কেন দেখতে পাইনি। উন্নতমানের ভ্রমণ ভিডিও তৈরী করা যে কেবল শ্রমসাধ্য নয়, প্রকৃত সৃজনশীল শিল্পকর্ম, তার প্রমাণ এই ভিডিও। তাই সংখ্যায় নয়, গুণমানে উন্নত সৃষ্টিশীল এইরকম চিত্ররূপ দেখতে চাই।
ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ 🙏 যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে "অন্য বাঁকুড়া" নামে বাঁকুড়া ভ্রমণের উপর এর পরের পর্বটিও দেখার অনুরোধ রইলো । সেখানে বাঁকুড়ার শিল্পকর্ম দেখানো হয়েছে । আরেকটি অনুরোধ, সম্ভব হলে ভিডিওগুলি একটু ভ্রমণ প্রিয় মানুষদের মধ্যে শেয়ার করবেন 😊🌹
Excellent..🎉
Do this WBTDC Property provide extra mattress/ bed if we ask?
I couldn’t find it in their website.
WBTDC provide extra mattresses with extra cost.
Khub sundor
Thank you 😊