কারে দিব দোষ,নাহি পরের দোষ মনের দোষে আমি পড়লাম রে ফেরে।-আঁখি মনি-লালন শাহ্ বাণী

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 1

  • @chatokshium7938
    @chatokshium7938  หลายเดือนก่อน

    কারে দিব দোষ
    নাহি পরের দোষ
    মনের দোষে আমি পড়লাম রে ফেরে।
    আমার মন যদি বুঝিত
    লোভের দেশ ছাড়িত
    লয়ে যেত আমায় বিরজা পারে।।
    মনের গুণে কেহ হল মহাজন,
    বেপার করে পেল অমূল্য রতন,
    আমারে ডুবালি অবোধ মন
    এখন পারের সম্বল কিছুই না পেলাম করে।।
    অন্তিম কালের কালে কি না জানি হয়,
    একদিন ভাবলে না অবোধ মনুরায়
    ভেবেছ দিন এমনি বুঝি যায়
    সকল জানা যাবে যেদিন শমনে ধরে।।
    কামে চিত্ত হত মন রে আমার,
    সুধা ত্যেজে গরল খায় সে বেশুমার
    সিরাজ সাঁই কয়, লালন রে তোমার
    বুঝি ভগ্নদশা ভাই ঘটল আখেরে।।