ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

যশোরেশ্বরী কালী মন্দির | Jashoreswari Kali Temple | যশোরেশ্বরী দেবী সতীপীঠ | পৌরাণিক মন্দির | tmc205

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 เม.ย. 2023
  • #ঈশ্বরীপুর_মায়ের_বাড়ি
    যশোরেশ্বরী কালী মন্দির | Jashoreswari Kali Temple | যশোরেশ্বরী দেবী সতীপীঠ | পৌরাণিক মন্দির | tmc205 | ঈশ্বরীপুর মন্দির | শ্যামনগর কালী মন্দির | বংশীপুর কালীমন্দির | Banshipur Kalimandir | Ishwaripur mother's house |ঈশ্বরীপুর মায়ের বাড়ি
    যশোরেশ্বরী কালী মন্দির বাংলাদেশের সাতক্ষীরা জেলার একটি বিখ্যাত মন্দির। এ শক্তিপীঠটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত। যশোরেশ্বরী নামের অর্থ "যশোরের দেবী"।[১] হিন্দু ভক্তদের জন্য এটি একটি পবিত্র তীর্থস্থান।
    ধারনা করা হয় যে, মন্দিরটি আনারি নামের এক ব্রাহ্মণ কর্তৃক নির্মিত হয়। তিনি এই যশোরেশ্বরী শক্তিপীঠের ১০০টি দরজা নির্মাণ করেন। কিন্তু মন্দিরটি কখন নির্মিত হয় তা জানা যায়নি। পরবর্তীকালে লক্ষ্মণ সেন ও প্রতাপাদিত্য কর্তৃক তাদের রাজত্বকালে এটির সংস্কার করা হয়েছিল।কথায় আছে যে মহারাজা প্রতাপাদিত্য়ের সেনাপতি এখানকার জঙ্গল থেকে একটি আলৌকিক আলোর রেখা বের হয়ে মানুষের হাতুর তালুর আকারের একটি পাথরখণ্ডের উপর পড়তে দেখেন। পরবর্তীতে প্রতাপদিত্ত্য কালীর পূজা করতে আরম্ভ করেন এবং এই কালী মন্দিরটি নির্মাণ করেন।যশোরেশ্বরী কালী দর্শনের নাম করে সেনাপতি মান সিংহ প্রতাপাদিত্যের দুর্গের নকশা নিয়ে যান। পরে আক্রমণ করে মোগলরা সেটি জয়লাভও করে। কালীর বিগ্রহের সঙ্গে প্রতাপাদিত্য এবং তার সেনাপতি ও পরামশর্দাতা শঙ্কর চট্টোপাধ্যায়কে বন্দি করেন মান সিংহ।জমিদার বাড়ির মধ্যে অবস্থিত ছিল। তৎকালিন জমিদার বাবু মায়ের নামে প্রায় ২০০ বিঘা জমি দান করেছিলেন। কিন্তু আজ প্রভাবশালী ভুমিদস্যুরা জাল দলিল সৃষ্টি করে মায়ের মন্দীরের সব জমি দখল করে ভোগদখল করছে।আজ মায়ের মন্দিরের ইটের দেওয়াল খসে পড়ছে।
    বিগ্রহ
    মন্দির-বেদির ওপর প্রতিষ্ঠিত মাতৃ প্রতিমার শুধু মুখমণ্ডলই দৃষ্টিগোচর হয়। শ্রীযশোরেশ্বরীর কণ্ঠের নিচে তার শ্রীহস্ত ও শ্রীচরণ কিছুই নজরে পড়ে না। মূর্তির অবয়ব পুরোটাই মখমলে আবৃত। মায়ের মাথার ওপর টকটকে লাল রঙের চাঁদোয়া। কণ্ঠে রক্তজবার মালা ও নানা অলংকার। মাথায় সোনার মুকুট। লোলজিহ্বা দেবীর ভীষণা মূর্তি। মালদার জাগ্রত জহুরা কালীমাতার মুখমণ্ডলের সঙ্গে কিছুটা সাদৃশ্য রয়েছে যশোরেশ্বরীর। যশোরেশ্বরী মাতা ভীষণদর্শন হলেও মায়ের শ্রীবদনে কী অপূর্ব দেবীভাব। ভক্তের পরম আশ্রয়ের শেষ কথা যেন তিনিই।

ความคิดเห็น • 10

  • @anantasingha6584
    @anantasingha6584 4 หลายเดือนก่อน +1

    জয় সনাতন ধর্মের জয় 🙏🙏🙏🚩🚩🚩🚩

  • @pravakarmajumder7048
    @pravakarmajumder7048 8 หลายเดือนก่อน +1

    Vhai amio jabo.plz apnrr mubail number ta din

    • @Tmc205
      @Tmc205  7 หลายเดือนก่อน

      Inbox koren
      jeetsarkar1559@gmail.com

    • @sojibdas6266
      @sojibdas6266 7 หลายเดือนก่อน

      Dada ami Chittagong theke jete cai.ami ki vabe jabo

    • @sojibdas6266
      @sojibdas6266 7 หลายเดือนก่อน

      Dada r oi khane thakar kono bebosta ace

    • @sojibdas6266
      @sojibdas6266 7 หลายเดือนก่อน

      Dada r oi khane thakar kono bebosta ace

    • @Tmc205
      @Tmc205  7 หลายเดือนก่อน

      @@sojibdas6266 amare inbox kore
      jeetsarkar1559@gmail.com

  • @koushikdutta6290
    @koushikdutta6290 2 หลายเดือนก่อน

    Transport Will be Target's by Madrasha board of West-Bengal