পর্ব ২৮৫। রেনুর পুকুর ও লালন পুকুরের মাসিক পরিচর্যা।Abeed Lateef

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • রেণুর পুকুরে পরিচর্যার নিয়ম কানুন যেমন লালন পুকুরে চুন লবণ প্রয়োগের নিয়মে দেবার দরকার হবে না।
    মাছের বয়স এবং সাইজ বৃদ্ধির সাথে সাথে আমিষের এবং খাদ্যের প্রয়োজনও কমে আসে।
    #পুকুরের_পরিচর্যা,

ความคิดเห็น • 234

  • @santanughatak527
    @santanughatak527 ปีที่แล้ว

    Abedian style of fish farming is very very cost effective. I have spent 25000 rs for feed and 25000 rs for seeds and I have sold 3 lakhs rs of fish in my harvest cycle. Still I am expecting another 1 lakh rupees from my final harvesting this month. All these happened because of Respected Lateef sir. I follow his techniques without any second thought. He is the only person whom I know who is giving selfless service to the small farmers. I am from West Bengal india. Please follow his teaching and success will be visible surely. Respect to Abdel Lateef Sir.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      Thanks a lot, My dear!🌺🌺🌺🌺🌺🌺🎁🎁🎁🎁🎁🎁🌈🌈🌈🐟🐟🐟🐟

    • @viky9281
      @viky9281 4 หลายเดือนก่อน

      I agree with you. He has provided solutions of Almost everything that a farmer will/may face or has faced during culture but it's unfortunate that many of us only came to know about sir late.
      If someone follow his method from beginning ( pond digging till harvesting), he will fall in love with fish farming.
      Thank you sir for sharing so much information and helping us in our livelihood.May Allah bless you with good health and long life.

  • @gayaramkayalkayal1527
    @gayaramkayalkayal1527 2 ปีที่แล้ว +1

    প্রথমেই আপনার পাদপদ্মে জানাই আমার আন্তরিক স্বস্রদ্ধ,বিনম্র প্রনাম।আমি ভারত বর্ষের অখ্যাত গ্রামের মৎস্য চাষে আগ্রহী এক যুবক। আপনার ন্যায় মহানুভবের সাবলীল,বাস্তবনির্ভর জ্ঞান নির্ভর আলোচনা যখন শুনি তখন নিজেই ধন্য বলে মনে হয়। আপনার জ্ঞান সমুদ্রের কথা যখন ভাবি তখনই কবিগুরুর ভাষায় একটাই কথা বলতে চাই ""ভাষা আজ কন্ঠরুদ্ধ,, বাঁশি সংগীত হারা।লহ প্রণাম।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +4

      ভাই, আমি প্রথমে ফিশারিজ গ্রাজুয়েট পরে সিম্পলি মাঠ কর্মী; পরবর্তীতে মাছ চাষী। আমার অর্জিত জ্ঞান ও মাঠের ও অভিজ্ঞতা গুলি ভাগাভাগি করার চেষ্টা করি মাত্র।
      আপনাদের সম্মান বোধ এবং উৎসাহ আমার পাথেয়।
      আল্লাহ্ আপনাকে মাছ চাষে সফল করুন এবং সম্মানিত করুন।
      💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @mdjuwel1958
    @mdjuwel1958 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ
    মহান আল্লাহ তায়ালা রহমতে আপনি ভাল আছেন আশা করি
    💕💕💕💕💕💕💕💗💗💖💖

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      ওয়ালাইকুম সালাম ভাই। আলহামদুলিল্লাহ।
      আল্লাহ্ আপনাদেরও মঙ্গল করুন।

  • @zakirmizi470
    @zakirmizi470 2 ปีที่แล้ว +1

    স্যার শিং মাছের রেনু চাষ ও পরিচর্যা নিয়ে ভিডিও দিলে উপকৃত হতাম ধন্যবাদ

  • @arshadulkarim1840
    @arshadulkarim1840 2 ปีที่แล้ว

    আল্লাহ পাক আপনার মঙ্গল করুক

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      আল্লাহ্ আমাদের সবার মঙ্গল করবেন।

  • @rampadapal4453
    @rampadapal4453 2 ปีที่แล้ว +1

    ধন্যবাদ আপনাকে🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @md.belayethossaintoha7863
    @md.belayethossaintoha7863 2 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ, স্যার।

  • @ashikurrahman689
    @ashikurrahman689 2 ปีที่แล้ว +1

    স্যার আসসালামুআলাইকুম, আমার ২৫ শতকের একটু নতুন পুকুরে আমি রুই ৭৫ ৩০০গ্রাম মৃগেল ৫০ টি ৩০০ গ্রাম সিলভার ৫০ টি ৩০০ গ্রাম কাতলা ২৫ টি ১ কেজি কাপিও ২৫ টি ৩০০ গ্রাম এরকম সাইজ ছড়বো,, এর সাথে আরও সরপুটি ১০০ লাইনের ৩,০০০ পিচ দিতে চাই ৪ মাস পর সরপুটি আর সিলভার বাজারে ব্রিক্রি করে এটা কি ঠিক আছে প্লিজ জানাবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      সঠিকভাবে খাওয়াতে পারলে হবে কিন্তু সর পুটি আপনার অন্যান্য মাছের খাবার খেয়ে ফেলবে!🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @ashikurrahman689
      @ashikurrahman689 2 ปีที่แล้ว

      স্যার সরপুটি ৪ মাস পর তুলে নিয়ে বাকী মাছ গুলো ৭-৮ মাস চাষ করবো।

  • @TamimAgroNursary
    @TamimAgroNursary ปีที่แล้ว

    পুকুর এ রেনু ছাড়ার আগে চুন দিতে পারি নাই, আজ রেণুর বয়স 20 দিন, কিছু রেনু ছোট কিছু রেনু হাফ ইঞ্চি। এখন কি লবণ দেয়া যাবে ? স্যার

  • @mojakkirshaikh1622
    @mojakkirshaikh1622 2 ปีที่แล้ว +1

    Assalamualaikum স্যার আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি যদি azolla নিয়ে একটা প্রোগ্রাম করেন তাহলে আমরা চাষীরা উপকৃত হতাম।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      ইনশাআল্লাহ ভাই।

  • @bdnill4283
    @bdnill4283 ปีที่แล้ว

    sir আমার ১ বিঘা পুকুরে ফিগার সাইজ ৬০ কেজি মাছ দিয়েছি মাছ কত দিন পরে তুলবো? আর এক মাসে কত কেজি মাছ হতে পারে?

  • @mdlutfulmajib8916
    @mdlutfulmajib8916 2 ปีที่แล้ว

    স্যার,আমি অবঃ আর্মি সার্জেন্ট। আমি ১০০০ পাংগাস ছেড়েছিলাম।১০০ গ্রাম সাইজের। সাড়ে তিন মাসে মাছ হয়েছিল বড়টা এক কেজি তিন শ।শুধু খাদ্য দিয়ে ছিলাম পোলট্রি মুরগির নাড়ী বুড়ি। এটা ছিলো প্রথম পরীক্ষা মূলক।কিন্তু হঠাৎ বন্যায় লস হয়ে গেছে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      এক দম সঠিক সিদ্ধান্ত ছিল।
      পাড় রক্ষা করার ব্যাপারে অবশ্যই পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।
      সফলতার মুখ দেখতে গিয়েও অল্পের জন্য এত বড় লস হয়ে গেল।
      প্রাকৃতিক বিপর্যয় কে সবসময় হিসাবে রাখবেন।
      আল্লাহ্ আপনাকে রহম করবেন।

  • @kalamsekh1176
    @kalamsekh1176 2 ปีที่แล้ว

    ❤️💓💓💓💓💓💟. ..... thanks

  • @shamimalmamun7736
    @shamimalmamun7736 2 ปีที่แล้ว

    please help me
    আমার পুকুরে ১০০শতাংশে পানি। গভিরতা ৭/৮ ফিট,মাঝে মাঝে পানি বারলে ৯/১০ ফিট হয়, তবে সব সময় ৭/৮ ফিট থাকেই,আমি ৬/৭ মাসের জন্য মিশ্র চাষে মাছ দিতে চাই,তেলাপিয়া দিতে চাইনা।সব মাছ ১কেজি + বানাতে চাই, তাহলে প্রতি শতকে কোন মাছ কত পিছ দিবো?
    ১-কাতল
    ২-ব্রিগেট
    ৩-সিলবারকাপ
    ৪-রুই
    ৫-মিগেল
    ৬-কার্পু
    ৭-গ্রাস কার্প
    ৮-ব্লাক কার্প
    ৯-সর্রপুটি
    ১০-কালিবাউশ
    ১১-পাঙ্গাস
    বি দ্রা : মূল টার্গেট কাতল আর রুই মাছ।
    মাছের তালিকা থেকে যদি কোন মাছ বাদ দিতে হয় সেইটাও বলবেন দয়া করে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      "শতকে কতটা মাছ ছাড়বেন" ভিডিওটা দেখতে পারেন।

  • @probalkhandker3202
    @probalkhandker3202 2 ปีที่แล้ว

    আশাকরি ভাল আছেন স্যার।
    আমার পুকুরের পানি বর্তমানে অতিরিক্ত ব্রাউন কালার ধারন করেছে। আমার জানার ইচ্ছে এটা কি জুপ্লাংটনের কারণে নাকি অন্য কোন ক্ষতিকর কিছু?
    উল্লেখ্য, কিছুদিন পূর্বে পুকরে চিটাগুড় ও প্রোবায়োটিক দিয়েছিলাম।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      Zooplankton এর কারনে।

    • @probalkhandker3202
      @probalkhandker3202 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 এটা যদি zooplankton হয়ে থাকে তবে ওদের খাদ্য হিসেবে ফাইটো প্লাংটোন তৈরির জন্য পুকুরে ইউরিয়া ও আটা মিশ্রন দেয়া যেতে পারে কি?
      উত্তর পেলে উপকৃত হতাম।
      ধন্যবাদ, ভালো থাকবেন স্যার।

  • @viky9281
    @viky9281 4 หลายเดือนก่อน

    স্যার রেনু ছাড়ার আগে সাইপারমেথ্রিন এর ডোজ কোরেচি কিন্টু একন 3দিন পর পোকা দেখা যায়।
    কি ভাববে বুঝবো জে আমার রেনু ভালো পরীমনে টিকছে,আমি 2 দিন পর একাই গামছা দিয়ে টেনে খুব ওলপো দেখতে পাচ্ছি,10 বার টেনে 7 8 ta রেনু, দুপুর বেলায়।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 หลายเดือนก่อน

      পুকুরে এক বিঘায় এক লিটারের মত কেরোসিন অথবা ডিজেল ঢেলে দিন।
      এরপরে ভালোভাবে খাওয়া দিয়ে কয়েকদিন পর সকালবেলা গামছা দিয়ে চেক করুন।

  • @nasirworkcreator9434
    @nasirworkcreator9434 2 ปีที่แล้ว

    আমি হাতে বানানো খাদ্য পুকুরে প্রয়োগ করি।
    ১০০ কেজিতে ৫০ কেজি ৫ দিন ভিজানো খৈল
    আর ৫০ কেজি কুড়া
    কিন্তু সমস্যা হচ্ছে কয়েক দিন পরে খাদ্য এই রকম পোকা দেখা যায় এতো কি খাদ্যের মানের কোনো সমস্যা হবে???

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      খাদ্য হিসাবে ৫ দিন ভিজানোর কথা কোথাও বলি নাইতো!!🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @Bubai-315
      @Bubai-315 2 ปีที่แล้ว

      এতদিন খইল ভেজালে সারে পরিনত হয়। 48 ঘন্টা ভেজানোর পর পুকুরে খাদ্য হিসেবে প্রয়োগ করবেন।

  • @subaldas9639
    @subaldas9639 2 ปีที่แล้ว

    ধন্যবাদ ধন্যবাদ স্যার 🙏🙏🙏❤💞💕💕🌹🌹🌹🌹💞

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💖💖💖💖

  • @realityofindia3714
    @realityofindia3714 2 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ স্যার 🙏💕

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

    • @sharadchakraborty4302
      @sharadchakraborty4302 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 অনেক ধন্যবাদ।

  • @voiceofmoulvibazar
    @voiceofmoulvibazar 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার। স্যার ক্ষমা করবেন আমি একটি নতুন পুকুর খনন করেছি, জল কাঁপে প্রায় ৪৫ শত, কিন্তু ভুলটা করে ফেলছি এই প্রথমেই দেড় কেজি বিভিন্ন সাইজের রেনু (মিগেল,রুই,কাতলা,ভিগেটওঘনিয়া) ছেড়ে দিয়েছে, কিন্তু এখন কি আমি পারবো সেই পুকুরে মাছ গুলা বড় করিতে।স্যার আমি এই বছর সখের বসে চাস করতাছি। এখন আমি কি করবো? সল্যুশন উপকৃত হব। ধন্যবাদ

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      শখের বশে রেনু চাষ!!!!

  • @akagrofisheries8078
    @akagrofisheries8078 2 ปีที่แล้ว

    স্যার আসসালামু আলাইকুম,
    দেশি কুড়া, ইস্ট, মোলাসেস ২৪ ঘন্টা বিজানোর পর উপর থেকে পানিটা দিয়ে দিবো, ড্রামে যে কুড়াগুলো থাকবে সেগুলো কি করবো স্যার???

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      পানি উঠিয়ে নিয়ে আবার পানি দিবেন;
      পরদিন সব সহ।

    • @akagrofisheries8078
      @akagrofisheries8078 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার

  • @arafatpervez8697
    @arafatpervez8697 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার
    আমি একজন নতুন চাষী। আমার পুকুরের তেলাপিয়া ৮০-৯০ লাইনে আছে। তিন হাজার। ৩০ শতকে। বাংলাও আছে কিছু। অনেকেই প্রোবায়োটিক খাওয়ায় শুনেছি। এটা কি এবং কেনো দেয়া হয়? কোনো ধরনের সমস্যা ছাড়াও কি এটা নিয়ম মাফিক খাওয়াতে হবে? না খাওয়ালে অপকারিতা কি? আমি এখন ০সাইজের খাবার দিচ্ছি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      কেনা প্রবায়টিকের দরকার নাই।

  • @mohammadkaiser2960
    @mohammadkaiser2960 2 ปีที่แล้ว

    প্লিজ হেল্প স্যার, গত কয়েক দিন থেকে আমার পুকুরের পানি ঘোলা দেখতে পাচ্ছি পাশাপাশি প্রতিদিন কয়েকটি করে মাছ অর্ধেক খাওয়া অংশ পাওয়া যাচ্ছে। মাছ গুলো কিসে খাচ্ছে?? এখন করনিয় কি?? অভিজ্ঞ ভাইদের পরামর্শ আশা করছি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      গুই সাপ কিংবা উদ। মারার ব্যবস্থা করুন।

  • @MdMithu-vn3ut
    @MdMithu-vn3ut 2 ปีที่แล้ว

    Welcome. Sir

  • @adibaibrahim1011
    @adibaibrahim1011 2 ปีที่แล้ว

    Sir, আমি নতুন, মাছ চাষ শুর করতে চাই, আমার 180 শতকের একটি পুকুর আছে।পুজি ১০/১২ লাখ টাকা দিয়ে শুরু করলে একক না মিশ্র চাষ কোনটা আমার জন্য বেশী ভালো হবে। জানালে উপকৃত হবো।সার আপনাকে ধন্যবাদ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      অবশ্যই মিশ্র চাষ করুন।

  • @OpenAI626
    @OpenAI626 2 ปีที่แล้ว

    Sir কেমন আছেন! স্যার আমার একটা পুকুর ৬০শতক, আমি পুকুরে শিং মাগুর মাছ মিশ্র চাষ করতে চাই,করলে শতাংশে কত মাছ চাষ করা যাবে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      শতকে মোট ৩০০ টা।

  • @TouhidNoman
    @TouhidNoman 2 ปีที่แล้ว

    স্যার, কেজিতে ১০০০ লাইনের রুই কাতলা মৃগেল মাছের পোনা ভালো ব্যবস্হাপনায়, ২ মাসে কেজিতে আনুমানিক কয় পিচে আসতে পারে ? একটু বলবেন স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      ৫০-১০০ টা আসতে পারে; ব্যবস্থাপনার উপরে।

  • @basantanandi8613
    @basantanandi8613 2 ปีที่แล้ว

    ধন্যবাদ🙏। বাঙালি বাবু🙏।
    একটি ১৫ শতকের পুকুর প্রস্তুতি সময় ৬৫ কেজি চুন দেওয়ার তিন দিন পর জল সবুজ রঙের হয়, এর দুই দিন পর জল কালো রঙের হয়ে গেছে, এর কারণ ও করণীয় কী?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      Zooplankton হয়ে গেছে।
      মাত ঘাবরাইয়ে । পানির কালার সবুজ করার জন্য আটা DAP এর বুষ্টার ডোজ করেন।

    • @basantanandi8613
      @basantanandi8613 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 ধন্যবাদ🙏। বাঙালি বাবু🙏। কিন্তু খালি চোখে কিছু দেখা যায় না। জুপ্লাটন কি খালি চোখে দেখা যায় না?

  • @AbdulSamad-zt6zc
    @AbdulSamad-zt6zc 2 ปีที่แล้ว

    স্যার' আমি পশ্চিমবঙ্গ থেকে আপনাকে প্রশ্ন করছি
    আমি একজন নতুন মাছ চাসি।
    স্যার' পাঙাস টাংরা রেনু চাসের জন্য রেনু ছাড়ার কতদিন পর পুকুরে হড়া দেওয়া যাবে
    এবং পাঙাস মাছের রেনু পুকুর পস্তুতি কি ভাবে করব একটু আলচোনা করেন খুব ভাল হয়। আমার কয়েকবার পাঙাস মাছের রেনু ছেড়ে রেনু মারা গাছে।
    যদি আমাকে একটু হেল্প করেন খুব ভাল হয়।
    খুব সমস্যার মধ্যে পড়ে গেছি।
    আগামি সোমবার আবার রেনু ছাড়বো ভাবছি।
    আমার পুকুরের পরিমান ৩৮শতক।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      রেনু ছাড়ার মাস খানেক পর থেকে হড়া টানুন।

  • @mdsohel-go6di
    @mdsohel-go6di 2 ปีที่แล้ว

    ভাই পানি সবুজ আছে, এই পানিতে কি শুদু ইসট বিজিয়ে দেওয়া যাবে? দিলেকি উপকার হবে জানতেচাই। এটাকি মাসে মাসে দেওয়ার যাবে,?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      তাহলে কি হবে!!!!🤔🤔🤔🤔

  • @RayhanKhan-ej7rn
    @RayhanKhan-ej7rn 2 ปีที่แล้ว

    স্যার আমার একটা দশ শতক পুকুর আছে। পনি থাকে ৫ -৬ ফিট, আমি ভিয়েতনামি কই মাছ চাছ করতে চাই। কিন্তু খাবারের দাম আনেক বেশি, হাতে বানানো খাবার খাওয়াবো। কিন্তু খইর ছারা বাকি উপাদান গুলো পাইনা। আরজিনাল খইর মিল থেকে আনছি কেজি পরছে ৪৯.৬ টাকা। তাই আমি কিভাবে করলে ভালো হবে। বললে আনেক উপকারিত হবো।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      উপাদান না পেলে কিভাবে কি করবেন!!

    • @mainurkohinur7784
      @mainurkohinur7784 2 ปีที่แล้ว

      Sar apner nambar ta den plz ami kotha Bolbo sar

  • @sayedadnan7010
    @sayedadnan7010 2 ปีที่แล้ว

    আসসালামুআলাইকুম স্যার আমার মনোসেক্স তেলাপিয়ার পোনা মুখে ফিট নিয়ে মুখ থেকে বের করে দিচ্ছি এটা কিসের কারণে হচ্ছে স্যার?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      বেসামাল সাইজ হতে পারে।
      সাইজ কমান।

  • @MdNazmul-ne7js
    @MdNazmul-ne7js 9 หลายเดือนก่อน

    স্যার আসসালামু আলাইকুম আমার পুকুর ১০০ শতাংশ মতো শীতকালে ৩৫ শতাংশ পানি থাকে যেমন মনে করেন উপরে ধানি জমিতে পানি থাকে না বালুকাটা পুকুর আছে সেখানে নেমে যায়।পুকুরে অন্যান্য বড় মাছ আছে তেলাপিয়া রুই কাতল ইত্যাদি নেটের হাপা করে রেনু পোনা ছাড়তে চাচ্ছি এটা কি ঠিক হবে একটু জানাবেন?,,,,,

    • @abeedlateef8059
      @abeedlateef8059  8 หลายเดือนก่อน

      তাতে ভালো গ্রোথ আসে না।

    • @MdNazmul-ne7js
      @MdNazmul-ne7js 8 หลายเดือนก่อน

      ধন্যবাদ স্যার।

  • @RASELKHAN-ey6mk
    @RASELKHAN-ey6mk 7 หลายเดือนก่อน

    Sir 70 ta kg chilbar 8 mase 3 tay kg hoiche halka patla babar diyechi.amar chilbarer grod ki tik ache

  • @mdanwar4044
    @mdanwar4044 2 ปีที่แล้ว

    আসালামু আলাইকুম সার কেমন আছেন আমি আপনার সব কয়টা ভিডিও দেকি এবং মানার চেস্টা করি একটা প্রশ্ন চিল যে বালুর পুকুর ৯০/১০০ শতক গবিরতা ১৫/২০ পুট একন জদি বলতেন কোন হিসেবে মাছ দিবো জানালে অনেক উপকার হতো সার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      ১৫/২০ ফুট হলে আর পুকুর থাকে না ভাই।🤔🤔🤔🤔🤔

    • @mdanwar4044
      @mdanwar4044 2 ปีที่แล้ว

      প্রথমে ধন্যবাদ জানাই স্যার
      আমার কথায় সাড়া দেওয়ার জন্য
      দ্বিতীয়ত একটু কষ্ট দেই
      যে সার পুকুর টা লিজে নিচি একন কি আর করার আছে
      এখন কোন হিসেবে মাছ ছাড়বো জদি বলতেন
      আসা করি আপনা কস্ট হলেও সমাধান দিবেন
      শেস বরসা আপনেই
      আমরা ছোট চাসি তাই উপজেলা অপিস গুলুর অফিসার তো দুরের কথা পিয়ন ও কথা বলা বা শুনে না

  • @musakalimullah7698
    @musakalimullah7698 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার,আমার পুকুরে খড় দিয়েছিলাম তারপর পানির কালার এসেছিলো,,কিন্তু বৃষ্টি হয়ে যাওয়াতে উপর থেকে পানি ঢুকে অন্য দিক দিয়ে পানি বের হয়ে যাওয়ায় আবার কালার নষ্ট হয়ে গেছে।
    স্যার এখন ছাই দিতে চাচ্ছি কেমন হবে এর আগে ছাই ব্যবহার করিনি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      দিয়ে দেন।

    • @musakalimullah7698
      @musakalimullah7698 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 স্যার গতকাল ছাই দিয়ে আজকে অনেকটা কালার চলে এসেছে,, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।
      একটা বিষয় জানার ছিল কিছু মোটা ধান কম দামে পাওয়া যাচ্ছে, স্যার এটাকে নিয়ে পিসে নিয়ে মাছকে খাওয়া যাবে কিনা যদি যায় তবে প্রোটিন কত % হবে।

  • @EMJ553
    @EMJ553 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার। আমার ১৫ শতকের একটি পুকুরে ১০ হাজার শিং দিয়েছি। ১০০ তে কেজি আসছে। আমি সখের বশে করছি এটা। গতকাল এবং আজ এই দুই দিন পুকুরে নামার পর পায়ে চুলকানি হচ্ছে। শিং মাছের গায়ের কালার ও কিছুটা সাদা ভাব আছে। এক্ষেত্রে কি করনীয় আমার। আপনার উত্তরের অপেক্ষায় আছি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      প্রতি সপ্তাহে শতকে ১৫০ গ্রাম চুন ও ১৫০ গ্রাম করে লবণ দিন।

    • @EMJ553
      @EMJ553 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 অসংখ্য ধন্যবাদ স্যার।

  • @kiaanrk752
    @kiaanrk752 2 ปีที่แล้ว

    নমস্কার 🙏, ভারত থেকে বলছি, আমার গ্রামে raw salt পাওয়া যায়না, আমি কম দামী গরু কে খাওয়ানো একটা লবন পাওয়া যায়, আট টাকা কেজি ( iodised salt) , সেটা ব্যাবহার করি, এটা কি সঠিক কাজ করে , উত্তর পেলে খুব খুশি হব 🙏🙏❤️❤️🙏🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      ঐটার কথাই বলেছি। দিয়ে দিন।

    • @kiaanrk752
      @kiaanrk752 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 অনেক ধন্যবাদ জেঠামসাই,, আপনার উত্তর পেলে মন আনন্দে নেচে ওঠে 🙏🙏

  • @prosenjitsarkar189
    @prosenjitsarkar189 2 ปีที่แล้ว

    স্যার,
    আমি ৩ বিঘা আয়তনের একটি পুকুর খনন করেছি এ বছর শুকনে মৌসুমে। অনেক টাকা খরচও হয়েছে কিন্তু দুরভাগ্য আমার পুকুরের মাটিতে বালির মিশ্রণ থাকায় এই বরষা মৌসুমে ও পানি থাকছে না। ৮-১০ ফুট গভীর অথচ এক মাসেই সব পানি শুকিয়ে গেছে এমতাবস্থায় আমার করনীয় কি? কি করলে পুকুরে পানি ধারণ ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      শতকে ২০ কেজি গোবর ,৫ কেজি ছাই দিয়ে তলা চাষ করে দেন।

    • @prosenjitsarkar189
      @prosenjitsarkar189 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার

  • @mainurkohinur7784
    @mainurkohinur7784 2 ปีที่แล้ว +1

    Sar ami bojini ami apner shate ki kore kotha bolbo

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      এই লিংকে মেসেঞ্জার এ নক করে আপনার সমস্যা বলতে পারেন।facebook.com/kazi.a.lateef

  • @syedasayamaakther8475
    @syedasayamaakther8475 2 ปีที่แล้ว

    স্যার মাছ দ্রুত বড় করার জন্য কোন madecine use kora jay aktu bolen

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      আপনার পরিবারের সদস্য দের নিয়েও কি এমন ভাবেন!🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @anwarhossain1611
    @anwarhossain1611 2 ปีที่แล้ว

    স্যার পাংগাস মাছকে কি কাটালের বিচি দিয়ে খিচুরি রান্না করে খাওয়ানো যাবে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      আমিষ হিসাব করে দিবেন।

  • @moynulislamnumantalukdear3357
    @moynulislamnumantalukdear3357 ปีที่แล้ว

    স্যার আপনার ভিডিও গুলো আমাকে অনুপ্রেরনা জাগায়
    আমার ১০০ শতক পুকুর, চার পাশে রেনটিগাছের পাতা পড়ে, এতে যে সমস্যা হবে এ থেকে বাঁচার উপায় কি?
    আমি প্রস্তুির সময় চুন দিয়েছি ৭০ কেজি
    ১৫ কেজি সরিষার খৈল ৫ দিন পচানোর পর ৩ বস্তা গোবর ১০ কেজি ডি এ পি সার ১০ কেজি ইউরিয়া সার মিক্স করে পুকুরে দিয়েছি
    ৩/৪ দিন পর ১০০ কেজি পোনা ছেড়েছি
    পোনার সাইজ কেজিতে ২০ পিছ
    এখন সার আপনার পরামর্শ থাকলে বলেন উপকৃত হবো, ধন্যবাদ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      যতদূর সম্ভব পাতা তুলে ফেলতে হবে এবং মাসিক পরিচর্যা করতে হবে।

  • @RayhanKhan-ej7rn
    @RayhanKhan-ej7rn 2 ปีที่แล้ว

    স্যার, মাসিক পরিচযা বলতে আমি পালন পুকুরে কিভাবে করবো,সার চুন যদি ১ তারিখ দেয়, তার পর শতকে DAP 100 g ইউরিয়া ১০০ g, দেয়ার পর কতদিন পর খইর গোবর ৫ দিন পচিয়ে Dap দিয়ে দেব, কতদিন পর চিটাগুর ও ইস্টিস ও আটা ফারমেন্টটেশন করে দিতে পারবো। কাপ মিশ্র চাষ। এ স্যার বললে আনেক উপকারিত হবো

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      ভিডিও গুলি সঠিকভাবে শুনলে এরকম প্রশ্ন হোত না।

  • @masudrana-qs9ig
    @masudrana-qs9ig 2 ปีที่แล้ว

    মাছ চাষের রিগাল বিট এ ধরনের ভিটামিন গুলো কেমন কাজ করে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      ওগুলি ব্যবহার করি নাই।

  • @kiaanrk752
    @kiaanrk752 2 ปีที่แล้ว

    নমস্কার, ভারত থেকে, মোলাসেস কি জিনিষ আমার এখানকার বাজারে পাওয়া যায় না, একটা দানা গুর (নালি গুর ও বলে) পাওয়া যায়, সেটা দিয়ে কাজ হবে, আর সেটা কত দিন রাখা যাবে, । দয়া করে উত্তর দিবেন 🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      গরুতে খায় এমন কোন গুড় ই নাই!

    • @kiaanrk752
      @kiaanrk752 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 ৩ রকমের গুর পাওয়া যায়।
      ১. খেজুরের গুর,
      ২. খানা গুর, ( শক্ত অবস্থায় থাকে )
      ৪, দানা গুর ( লালচে রং এর গাঢ় তরল অবস্থায় থাকে)
      মোলাসেস এর নাম জানেই না দোকানদার।
      আমাদের এখানে গরু কে গুর খাওয়ানো দেখিনি কোনো দিন,

  • @viky9281
    @viky9281 2 ปีที่แล้ว

    Sir goto 2 din nagad weather kharap ebong mach early morning e bhasche, 10 ta marao giyeche. Amader dike pray sob pukure same bepar hoyeche. Ki karon keu bolte ba bhujte parche na. Salt er ekta dose korechi 250 gm per dec ebong horra tenechi kaalke. Lime er dose kora jabe ki sir ?( Ammonia toxicity er jonne apni ekta video te baron kore chilen)
    Khub purono pukur ,prochur kada/mud.
    2 din pore mach bikri korte chacchi
    Thanks sir, Bhalo thakben.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      মাছ কমিয়ে দিন।
      তলার গ্যাস বের করে দিন।

  • @goldenaqua9098
    @goldenaqua9098 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম
    স্যার , আমার পুকুরে পাশের নোংরা পচা পুকুরের পানি ঢুকে পড়েছে , এই ভরা বর্ষায় এখন সব পানি ছিঁচে ফেলা সম্তব নয় ৷ এখন আমি কি করবো ? দয়া করে জানাবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      বেশি করে চুন প্রয়োগ করলে কোনোই সমস্যা থাকবে না।

    • @goldenaqua9098
      @goldenaqua9098 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 ধন্যবাদ

  • @MDAshikurRahman-hk5id
    @MDAshikurRahman-hk5id 2 หลายเดือนก่อน

    স্যার বাটা মাছের রেণু বয়স ১৬ দিন গভীরতা ৩.৫ ফিট হররা টানা যাবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 หลายเดือนก่อน

      জি হররা টানতে পারবেন।

  • @mamaunkhan7039
    @mamaunkhan7039 2 ปีที่แล้ว

    স্যার সালাম নিবেন শিং মাছের ধানী পোনার খাদ্যে কত% পোটিন লাগর

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      ৩৪-৩৫% প্রায়।

  • @subratabasu5747
    @subratabasu5747 2 ปีที่แล้ว

    স্যার,
    একটি ১০০ শতক পুকুর সংস্কার করা হয়েছে জল দেয়া হচ্ছে, চুন কতটা পরিমাণ দিতে হবে ? এবং কি কি পরিচর্যা করে পোনা মজুদ করতে হবে। 🙏👍

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      এটাতো অনেক লম্বা বিবরণ।

    • @subratabasu5747
      @subratabasu5747 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 ঠিক আছে স্যার,
      পারলে কোন সময় একটা আলোচনা রাখবেন এটার ওপর। 🙏❤👍

  • @skrajesh2632
    @skrajesh2632 2 ปีที่แล้ว

    এক কুইন্টাল মাছের খাবারে
    DRO B ৫০ kg
    খোইল. ২৩ kg
    কেক ১৮ kg
    ভুট্টা . ডাস্ট ১০ Kg
    এই উপাদান গুলোদিয়ে তৈরি মাছের খাবারে protein পার্সেন্টেজ কতোটা?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      কেক কোনটা?
      রেপ সিড হলে চলবে। 23% এর মত হবে।

    • @skrajesh2632
      @skrajesh2632 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 মানুষের খাবারে যে কেক ডেমেজ কেক

  • @shapanchandra4847
    @shapanchandra4847 2 ปีที่แล้ว

    স্যার আমার পুকুরের পরিমাণ ৭০শতাংস মাছের পরিমাণ পাবদা ৪০ হাজার কার্প জাতীয় ৩০০ পিচ আমি পাবদার রেনু চাষ করেছি দুই মাস আগে কিন্তু এখন সব জাগতিছে এখন সমাধান কি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      গ্যাস বের করে দেবার ব্যবস্থা করুন।

    • @shapanchandra4847
      @shapanchandra4847 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 thanks

  • @achintabiswas6256
    @achintabiswas6256 2 ปีที่แล้ว

    স্যার কেমন আছেন। নোনা টেংরা মাছের খাবার,সুদু মাছের শুটকি ব্যাবহার করতে পারি। দাম ফিড তুলনায় ১০০০ টাকা মন কারা কম।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      এক্ষুনি লেগে যান।

    • @achintabiswas6256
      @achintabiswas6256 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 🙏🙏🙏

  • @toriqulislambablu698
    @toriqulislambablu698 2 ปีที่แล้ว

    আমার টেংরা মাছ মরতেছে কাটার নিছে লাল দাগ ও নাভির নিছে লাল দাগ
    এর করণীয় কি

  • @Rezaulamin44
    @Rezaulamin44 2 ปีที่แล้ว

    স্যার আমাদের এলাকায় পুকুরে রাতের বেলায় বাতি ব্যবহার করে এই বাতি ব্যবহার করলে কি কোন লাভ আছে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      জী, পোকা মাকড় থেকে ফসল রক্ষা পাবে ও ওগুলি মাছের খাদ্য হবে।

  • @mamaunkhan7039
    @mamaunkhan7039 2 ปีที่แล้ว

    অনেক অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার সুস্বাস্থ্য কামনা করি ্স্যার জানতে চাই কাপ জাতীয় মাছ একই শুটকি মিশানো যাবে যদি যায় তাহলে কত পারছেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      আমিষ এর % হিসাব করে দিতে পারবেন।

  • @achintabiswas6256
    @achintabiswas6256 2 ปีที่แล้ว

    বাওফলক এর পুরান তৃপল ব্যবহার করাজাবে এমন ভালো থাকলে জানাবেন।কত মুল্যত।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      Bioflock এর পরামর্শ দেই না ভাই।

    • @achintabiswas6256
      @achintabiswas6256 2 ปีที่แล้ว

      স্যার 🙏আপনাকে ধন্য বাদ।

  • @sheikhshakir4716
    @sheikhshakir4716 2 ปีที่แล้ว

    Thanks sir ❤️

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      💖💖💖

    • @kamrulislam6058
      @kamrulislam6058 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 Sir আমি ভারত থেকে বলছি, আমার গ্রামের পুকুরের চারিদিকে গাছ, গাছের পাতা পড়ে পানি কুন সময় কালো রঙের হয়ে যায়। , কুন মাছ ছাড়লে গাছের পাতা গুলি খেয়ে ফেলবে?
      আর কি করতে পারি দয়া করে একটু বলবেন? এ ধরনের একটি ভিডিও বানালে ভালো হবে।

  • @rajeshgayen7508
    @rajeshgayen7508 2 ปีที่แล้ว

    স্যার মিশ্র মাছ চাষ থেকে সারা বছরে ১ বিঘা / ৩৩ শতাংশ পুকুর থেকে মোট কত Kg মাছ পেতে পারি ...🙏 from West Bengal

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      আংশিক আহরণ করতে পারলে ৫০-৬০ কেজি।

    • @rajeshgayen7508
      @rajeshgayen7508 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 sir ato kom kano

  • @faijireja5049
    @faijireja5049 2 ปีที่แล้ว

    Assalamualaikum
    India বাংলা থেকে আমি আপনার ভিডিও
    দেখি এক থেকে 285পট দেখেছি sir
    ওনলি কাতলা 40 সোতোক কে 2000 পিস
    আছে সাইজ 200 গারম আপনার দূয়াই ভালো আছে আপনি ভালো থাকুন কাতলা
    1কেজি করবো কতপিস থাকবে sir

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      ১২০০ রাখুন; আর ভালোমত খাইয়ে যান।

    • @faijireja5049
      @faijireja5049 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059আপনার কথা মতো চাস কর বো sir Thenks

  • @MOTOOMAMA
    @MOTOOMAMA 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার। সরপুঁটির পোনা মাছ 1 ইঞ্চি সাইজ এই সমস্ত মাছের জন্য কি নেপিয়ার ঘাস ফুলের প্রয়োগ করা যাবে?

  • @rafinkhan3872
    @rafinkhan3872 2 ปีที่แล้ว

    নাটোর সদর থেকে বলছি
    ১৫ শতাংশ পুকুর গভিরতা ২.৫, ফিট মানে আরাই ফিট,, এই পুকুরে রেনু করতে চাচ্ছি
    নাটোর সদর এর মাছের রেনু ওজন বা মাপ খুব একটা সঠিক নয় কত কেজি রেনু দিতে পারি
    আর চুন প্রয়োগ এর পর কি কোন সার দিব না চুন দিয়ে মাছ ছারবো

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      400 গ্রাম।

    • @rafinkhan3872
      @rafinkhan3872 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার..৫০০ গ্রাম দিতে চেয়েছিলাম
      ১০০সিলভার
      ৫০কাতল
      ৩০০রুই
      মৃগেল ৫০ গ্রাম

  • @binaysarkar5654
    @binaysarkar5654 2 ปีที่แล้ว

    স্যার আমার পুকুর হচ্ছে 132 শতাংশ. রুই ,মৃগেল, সিলভার, বাটা, গ্রাস কাপ ,আমেরিকান রুই ও কাতলা কোন মাস কত পরিমানে ছাড়বো .(india.west Bengal. Nadia)

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      শতকে কয়টি ও কি মাছ ছাড়বেন ভিডিওটি দেখতে পারেন।

  • @palladhalder2882
    @palladhalder2882 2 ปีที่แล้ว

    স্যার আমি ভারত থেকে বলছি আমার একটা পুকুর আছে240শতক 5মাস জল থাকে আর একটা কথা নদীর জল বারলে পুকুরে জল বেরে যায় নদীর জল কমলে পুকুরে জল কমে যায় স্যার এটা আমার ইজারা পুকুর সারা বছর জল ধরে রাখার জন্য আমি আপনার কাছে হাতজোড় করে আমি আপনার পরামর্শ চাইছি আসা রাখছি আপনি রিপ্লাই করবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      পুকুর কে যত দূর পারা যায় পানি কমিয়ে নিয়ে শতকে ২-৩ কেজি চুন, ১৫-২০ কেজি গোবর ও ৪-৫ কেজি ছাই ছিটিয়ে দিয়ে চাষ করে দিবেন।
      ইনশাআল্লাহ পুকুরের পানি ধারণ ক্ষমতা বেড়ে যাবে।

    • @palladhalder2882
      @palladhalder2882 2 ปีที่แล้ว

      আমার 7বিঘাতে 13টাকটার গোবর দিয়ে ছি 16টাকটার ছাই দিয়েছি তাতে তলা বন্ধ হয়ে গেছে কিন্তু পুকুরের সাইট দিয়ে জল আসে চুযাযে এবং সাইট দিয়ে জল বেরিয়ে যায়

  • @parthaacharjee6779
    @parthaacharjee6779 2 ปีที่แล้ว

    স্যর।আমার লালোন পুকুরের উপরে সবুজ স্তর পোরে ১"রুই পোনা মারা গেছে।পুকুরে বাটা মাছ দিবো।আটা-ইষট-গূর ব্যবহার ভালো হবে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      সার ও খাদ্য কমিয়ে দিন।

  • @kamrulislam6058
    @kamrulislam6058 2 ปีที่แล้ว

    Sir আমি ভারত থেকে বলছি, আমার গ্রামের পুকুরের চারিদিকে গাছ, গাছের পাতা পড়ে পানি কুন সময় কালো রঙের হয়ে যায়। , কুন মাছ ছাড়লে গাছের পাতা গুলি খেয়ে ফেলবে?
    আর কি করতে পারি দয়া করে একটু বলবেন?

    • @kiaanrk752
      @kiaanrk752 2 ปีที่แล้ว

      গাছ কাটুন , নাহলে কমসে কম, গাছের সব ডাল কেটে দিন, তা নাহলে কোনো মাছের গ্রোথ ভালো হবে না,

    • @kamrulislam6058
      @kamrulislam6058 2 ปีที่แล้ว

      @@kiaanrk752 গাছের ডাল কেটে দেওয়া হয়েছে, বাতাস এ নিয়ে আসে অনেক পাতা, কি করা যায়?

    • @kiaanrk752
      @kiaanrk752 2 ปีที่แล้ว

      @@kamrulislam6058 জাল টেনে পাতা তুলে ফেলতে হবে, আর চুন বেশি করে প্রয়োগ করতে হবে

    • @kamrulislam6058
      @kamrulislam6058 2 ปีที่แล้ว

      @@kiaanrk752 পাতা গুলি কুন ধরনের মাছ খায়? অথবা পচা পাতা কুন ধরনের মাছ খায়?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      Kiaan Rk এর পরামর্শ পালন সাপেক্ষে তেলাপিয়া মাছ চাষ করতে পারেন।

  • @srabontiakter2924
    @srabontiakter2924 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার
    আমার বাবা পাঙ্কাস মাছ চাষ করেন। মাছকে প্রতিদিন মুরগীর ভুরী খাওয়ানো হয়। খাবার খাওয়ানোর পর মাছ সব ভেসে যাচ্ছে আগে এমন হতো না। চুন, লবন দেয়া হয়েছে তার পরেও মাছ ভেসে থাকছে। মাছের সাইজ প্রায় এক কেজি।
    এখন করনীয় কি স্যারের কাছে জানতে চাচ্ছি 🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      মুরগীর নাড়িভুঁড়ি এর পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। 50% কমিয়ে দিতে বলেন।

  • @mainurkohinur7784
    @mainurkohinur7784 2 ปีที่แล้ว +1

    Sar ami ki bave jogajok korbo

  • @bazarblog7574
    @bazarblog7574 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️

  • @mithunsarkar3947
    @mithunsarkar3947 2 ปีที่แล้ว

    স্যার আমার বাড়ি ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ।আমার নাম মিঠুন সরকার। স্যার আপনি 2012 সালে কাতলা মছের উপর একটি গবেষণা করেছিলেন।
    প্রশ্ন: কাতলা মাছ বেশি পরিমাণে ছাড়লে কি কি পদ্ধতি অবলম্বন করলে ভালো ফল পাওয়া যাবে? স্যার আমার পুকুরে কাতলা মাছ ভালো বাড়ে, 141 শতক পুকুর, আমাদের এখানে সরিষার খৈল ভালো মানের পাওয়া যায়।
    প্রণাম নেবেন স্যার, ভালো থাকবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      সরিষার খৈল 48 ঘণ্টা ভিজিয়ে রেখে তার সাথে সম পরিমাণ ব্রান এর সঙ্গে মেখে ছিটিয়ে দিন।
      পানির কালার সবুজ থাকে কিনা এটা লক্ষ্য করবেন।
      পানির কালার সবুজ না থাকলে খাবারের পরিমাণ অল্প অল্প করে বাড়িয়ে পানির কালার পর্যবেক্ষণ করবেন।
      পুকুরে শতকে অন্তত আধা কেজি করে খড় প্রতি মাসে একবার করে দিবেন।

    • @mithunsarkar3947
      @mithunsarkar3947 2 ปีที่แล้ว

      ধন্যবাদ স্যার।

  • @ARR19
    @ARR19 2 ปีที่แล้ว

    মাছের নার্ভ লাল ফোলা হলে করনিয় কি,রোগের নাম কি?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      এন্টিবায়োটিক এর কোর্স করেন।

  • @ashoksinha7703
    @ashoksinha7703 ปีที่แล้ว

    গলশা পাবদা মাছ এর পুকুরে খড় দেওয়া যাবে কি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      অল্প পরিমাণে ২০০ গ্রাম/শতক।

  • @indrajithaldar9577
    @indrajithaldar9577 2 ปีที่แล้ว

    Assalamu alaikum sir❤️❤️
    Ami India theka bolchi sir..
    1) apnar paramarso Moto pukure sing macher ranu diyechi ajke 20 din hocha..
    20 dina 1thake 1/5 paap hoyecha..
    Akhon jaal dewa jabe sir
    2) Ami aii prathom sing macher dim pathiye pukure diyechi..
    Amake khoma karben sir..
    Pukure ranu Dewar age Ami poka marte parimi..
    Kintu pukure Chari dika 2/5 ta kore dakhte pachchi..
    Mach ki parimane thakte pare ektu bolben sir..
    Ba 20 dine macher growth thik ache ki na..
    3) pukure free's Pani diye ranu diye chilam..
    Aste aste panir kalar sabuj abong Badami kalare parinato hoy sir..
    Akhon 7. Din dhore dakhchi sabuj rang Kate giye puru Badami kalar hoye gache sir..
    Apnar hisabe ki bolchen amake ektu janaben sir..
    Apnake anek dhanno baad sir..
    Allah apnake amader jonno susto rakhuk sir🤲🤲bhalo thakben❤️❤️

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      পরিচর্যা গুলো ঠিক মতন করে যান এবং ঠিকমত খাবার প্রয়োগ করুন।

    • @indrajithaldar9577
      @indrajithaldar9577 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 assalamu alaikum sir..
      sir..akhon 1 kg ta sing Mach 1800 pics hoyecha..
      Pukurer prakirtik khabar chara kotota kora feed khabar dite hoba sir..
      Dhanyavad sir

  • @realityofindia3714
    @realityofindia3714 2 ปีที่แล้ว

    স্যার আপনার online class কিভাবে করব?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      এখানে নোটিশ পাওয়া যাবে
      facebook.com/groups/2143121362500536/?ref=share

  • @atiqurrahman2172
    @atiqurrahman2172 2 ปีที่แล้ว

    স্যার আসসালামু আলাইকুম, আমি নিয়মিত চেষ্টা করছি আপনার ভিডিও গুলি দেখার জন্য, আপনার কথা গুলি খুব ই সুন্দর, স্যার আগেই বলেই রাখি আমার মাছ চাষের অভিজ্ঞতা তেমন নেই, তবে আমার বাবার মোটা মোটি ভালোই আছে, তার পর ও আম রা নতুন ভাবে শিখছি, আমাদের ৩ মাস শুরু হইছে ২ বিঘাই মিশ্র মাছ চাষ পালন, কিছু মাছের সঠিক গণ ণার হিসাব আছে আর কিছুর নেই তাই এর জন্য হিসাব টা বলল্লাম না, আমার প্রশ্ন স্যার চুন আর লবন যে ১৫ দিন পর প্র য়োগ করা লাগে সেটার অনুপাত বা গ্রাম/ কেজি সেটা বলে দিতেন খুব ভালো হইতো।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      ২০০ গ্রাম করে মাসে অন্তত ১ বার।
      মাছ বড় হলে দিনের সংখ্যা কমিয়ে আনতে হবে।

  • @mdsuad82
    @mdsuad82 2 ปีที่แล้ว

    Notun video chai

  • @Showaebsaikat57gmail
    @Showaebsaikat57gmail 2 ปีที่แล้ว

    আসসালামুআলাইকুম স্যার , ইনশাআল্লাহ আমি আপনার ২০ তম ব্যাচে ট্রেটিং করতে চাই, ট্রেনিং শেষে সব টপিকের উপর কি কোন বই বা নোট প্রদান করাহয়?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      নিজেকে নোট করে নিতে হয়।

    • @Showaebsaikat57gmail
      @Showaebsaikat57gmail 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।

  • @sharadchakraborty4302
    @sharadchakraborty4302 2 ปีที่แล้ว

    এক বিঘা পুকুরে রুই কাতলা মৃগেল কত কেজি ধানি ছাড়তে হবে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      সংখ্যায় ২৫০-৪০০ টা।

    • @sharadchakraborty4302
      @sharadchakraborty4302 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 অনেক ধন্যবাদ।

  • @siddikpolash7456
    @siddikpolash7456 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার
    স্যার আমি আপনার কাছে মুরগির বিষ্ঠা 1 লিটার নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন দিবেন ইনশাআল্লাহ। আমি আপনার সকল ভিডিও দেখি এবং পরামর্শগুলো গ্রহণ করি। আমি মুরগি বিষ্ঠা সম্পর্কে কিছু জানতে চাচ্ছি মাছের জন্য কেমন উপকারী বা কেমন ক্ষতিকর

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ ভাই। চেষ্টা করব।

    • @sobujislom9004
      @sobujislom9004 2 ปีที่แล้ว

      🔝🏢😃🔰🐭q

  • @mdsakibahsan3745
    @mdsakibahsan3745 2 ปีที่แล้ว

    স্যার ৫০ কেজি রেপসিড ৩০ কেজি ডিওআরবি ২০কেজি ব্রান দিয়ে কার্প জাতীয় মাছের খাবার তৈরী করা যাবে কি? মাছের সাইজ ২০০/৬০০ গ্রাম

  • @motaherhossein8868
    @motaherhossein8868 2 ปีที่แล้ว

    আস সালামু আলাইকুম, স্যার। আপনার লেখা বইটি কবে পাব।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      সময় হলে পাবেন।

  • @allvideoxyz2314
    @allvideoxyz2314 2 ปีที่แล้ว

    পুকুরের পটাসিয়াম দেওয়ার আপনার মত কি? দিলে কি পরিমাণ?
    এর অপকারিতা কিছু আছে কি?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      পুকুরে পটাশিয়াম পার ম্যাঙানেট দেবার পরামর্শ দেই না।
      মাছের দেহ বৃদ্ধি ২০-২২ দিনের জন্য থেমে যায়।

    • @allvideoxyz2314
      @allvideoxyz2314 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

  • @animeshmondal8950
    @animeshmondal8950 2 ปีที่แล้ว

    স্যার আশীর্বাদ করবেন বেঙ্গল পুলিশ এ চাকরি পেয়েছি। প্রণাম নেবেন ❤️❤️❤️

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      অত্যন্ত খুশি হলাম ভাই!💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
      আল্লাহ্ আপনাকে সম্মানের সাথে দায়িত্ব পালনের সুযোগ দিন।

  • @SahedMia-bd
    @SahedMia-bd 2 ปีที่แล้ว

    Assalamu Alaikum

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      ওয়ালাইকুম সালাম।

  • @AbdulMotin-jw7zq
    @AbdulMotin-jw7zq 2 ปีที่แล้ว

    ভাই স্যার এর সাথে ফোন এ কথা বলার দরকার ছিল উনার ফোন নাম্বার টা দেওয়া যাবে??

  • @rayhanahmmed6508
    @rayhanahmmed6508 2 ปีที่แล้ว

    Sir. Kemon acen?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      আলহামদুলিল্লাহ।

  • @sharadchakraborty4302
    @sharadchakraborty4302 2 ปีที่แล้ว

    এক শতকে কত গ্ৰাম রেনু ছাড়তে পারি।

  • @realityofindia3714
    @realityofindia3714 2 ปีที่แล้ว

    স্যার খিচুড়ি তে ৫০%চালের খুদ আর ৫০% ডালের খুদ দিতে বলেন। প্রশ্নঃ হলো ৫০%ডালে প্রোটিন % ২০ তে ও যাচ্ছেনা।
    মটর (৩০×৩.৬=১০.৮)
    খেসারি(১০×২.৯=২.৯)
    বুটের ডাল(১০×১.৯=১.৯)
    =১৫.৬ আসছে এটা কি ঠিক আছে?
    না হলে ডালের পরিমাণ কত বাড়তে হবে?
    আর প্রোটিন% টা ঠিক কততে রাখবো?
    আর ১কেজি খিচুড়ি তে কি ১ কেজি লাল শাক
    দিতে পারব? কাপ জাতীয় মিশ্র চাষ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      কিছু সয়াবিন মিল কিংবা সরিষার খইল যুক্ত করে ২২% এর কাছে নেবার চেষ্টা করুন।

    • @realityofindia3714
      @realityofindia3714 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 অনেক ধন্যবাদ স্যার

  • @user-bx2uc3dd5b
    @user-bx2uc3dd5b 5 หลายเดือนก่อน

    স্যার আপনার মোবাইল নাম্বারটা একটু দেওয়া যাবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  5 หลายเดือนก่อน

      এখানে খোলা জায়গায় আমার মোবাইল নাম্বার দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে!!
      আপনাদের কতগুলো প্রস্তাব বড় -----------🤣🤣🤣

  • @abdussattar5252
    @abdussattar5252 ปีที่แล้ว

    আপনার নতুন কোন তথ্য পায় না মাছ চাষ সম্পর্কে।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      সুযোগ পেলেই দিব ইনশাল্লাহ।

  • @AbdulMotin-jw7zq
    @AbdulMotin-jw7zq 2 ปีที่แล้ว

    ভাই স্যার এর সাথে ফোন এ কথা বলার দরকার ছিল উনার ফোন নাম্বার টা দেওয়া যাবে??

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      মেসেঞ্জার দিয়ে কন্টাক্ট করতে পারেন
      facebook.com/kazi.a.lateef

    • @AbdulMotin-jw7zq
      @AbdulMotin-jw7zq 2 ปีที่แล้ว

      Thanks

  • @AbdulMotin-jw7zq
    @AbdulMotin-jw7zq 2 ปีที่แล้ว

    ভাই স্যার এর সাথে ফোন এ কথা বলার দরকার ছিল উনার ফোন নাম্বার টা দেওয়া যাবে??

  • @AbdulMotin-jw7zq
    @AbdulMotin-jw7zq 2 ปีที่แล้ว

    ভাই স্যার এর সাথে ফোন এ কথা বলার দরকার ছিল উনার ফোন নাম্বার টা দেওয়া যাবে??

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      এখানে কেউ নাম্বার দিবেন!!🤔🤔🤔🤔🤔

    • @habibuddin5990
      @habibuddin5990 2 ปีที่แล้ว

      আপনেকে অনেক ধন্যবাদ