নিজেকে অভিশাপ দেওয়া শালীন নয়! যেহেতু ইলিশ উৎপাদনে প্রথম হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ ইলিশ মাছের স্বাদ নিতে পারছে না, তাই আমি আল্লাহর কাছে অনুরোধ করব বাংলাদেশ থেকে ইলিশ চিরতরে নিশ্চিহ্ন করুন।
নিজের দেশের মানুষকে বঞ্চিত করে অন্য দেশের মানুষের স্বাদ গ্রহণ করতে দেয়া কতটুকু যুক্তি যুক্ত জানিনা। প্রথম শুনেছিলাম এবার দেশের মানুষ খাবে। এখন কি বলবেন।
কষ্টটা ওখানে লাগে, যখন আমি স্বল্প আয়ের একজন পিতা হয়ে সন্তানদের মুখে বৎসরে অন্তত একবার ইলিশ মাছ, গরুর মাংস, দেশি মুরগি এই ধরেন যে খাবার গুলো আছে তা দিতে না পারি। বিধিবাম। সর্বত অনিয়ন্ত্রিত অমঙ্গল রাধে।
যদি কোন দেশে প্রাকৃতিক সম্পদ আহরণ কম হয় | তাহলে সে দেশের জনগণকে পায়ে দুলিয়ে মেরে সেই দেশের প্রাকৃতিক সম্পত্তি বন্ধুত্ব স্থাপন করার জন্য যে বন্ধু তার নিজের দেশের শত্রু বলে গণ্য সেই শত্রুকে খুশি করার জন্য সে প্রাকৃতিক সম্পদ রপ্তানি করার সবচেয়ে মূল্যবান বিষয় বর্তমান ইউনুস সরকারের উপদেষ্টাদের মতে | সাধারণ জনগণের জন্য বলছি আপনারা লক্ষ করলেই দেখতে পাবেন এই যে, অশিক্ষিত মূর্খ রাজাকার আল বদর আল সাম যে উপদেষ্টা দের নিয়োগ দিয়েছে এ ধরনের উপদেষ্টারা কখনো দেশ ও দেশের জনগণের কথা সার্বভৌমত্বের কথা ভাববে না |তারা ওই আওয়ামী লীগ পন্থীর চেয়েও জঘন্যতম নিকৃষ্ট নর্দমা পচা গলার চেয়েও বেশি দুর্গন্ধ |তারা কখনো এই ছাত্র জনতার বিপ্লবে অংশগ্রহণ করেনি | যারা শহীদ হয়েছে, স্বজন হারা হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে ,তারা উপদেষ্টা হতে পারেনি, তাদের আত্মীয় স্বজন উপদেষ্টা হতে পারেনি ,উপদেশটা হয়েছে অনুপ্রবেশকারী রা|যারা এক দফার জন্য জীবন দিয়েছে দাবি করেনি | যারা সরকার পতন চাইনি |এই ধরনের উপদেষ্টারা আসলে যারা ছাত্র জনতার বিপ্লব চুরি করেছে |একমাত্র অনুপ্রবেশ করেই তারা শহীদদের রক্তে উপর হোলি খেলে বসে হোলি খেলছে | আর খেলছে আর সে দায়বদ্ধতায় আমরা সাধারন জনতা কা কাঁদছি আর কাঁদছি আর বুক ফেটে যাচ্ছে | এই কথাগুলো যখনই বলি বুক ফেটে যায় কান্নায় মনে হয় আত্মহত্যা করি |নিজেকে ঘৃণা লাগে কেমন দেশের জন্ম গ্রহণ করেছি |
তোমার আব্বারা যে ইন্ডিয়ায় মাছ পাঠাইতাছে দেখো না। কয়দিন আগে তো মেলা গপ্প মারছে আগে দেশের মানুষ খাবো কই গেলো গপ্প? এখন নতুন প্রশ্ন চুদাও মিয়া। লাশা মেধাবী গবাদি পশু।
আমাদের গ্রামের এক ভাই কিছুদিন আগে বলল: ভাই আমি ছোট থেকে বড় হলাম আজ পর্যন্ত ইলিশ মাছ কেমন খেতে তা বুঝলাম না। এ পর্যন্ত আমি ইলিশ খাইনি। হায় আফসোস 😭😭😭😭😭😭
Hobe kemon kore re vai, Sobai deser kharap korar jnno lege porece. Awami League er karonei deser aj ei obstha. Ja thik korte koek bocor somoy lagbe. Ar 1ta kta holo Bangali jati kknoi vlo hobe na.
এরা বড় বড় ফ্রিজ বা কন্টেইনারে বরফ দিয়ে বহুদিন ধরে ইলিশ মাছ ধরে রাখে এবং কি যখনই যখনই এরা দেখায় যে নদীতে মাছ পাওয়া যায় না তখনই এখান থেকে বের করে করে অনেক দাম দিয়ে মাছ বিক্রি করে
ভাই আপনি নেতা হন কিংবা বড় কোনো চাকরি করেন তাহলে ইলিশ খেতে পারবেন । গরিবের জন্য উচ্চ মূল্য যেকোনো জিনিস কেনাকাটা খুব কঠিন। ইলিশ নিয়ে খুব বেশি কথাবার্তা হয়। সেজন্য ইলিশ নিয়ে মানুষের মনে একটা ইচ্ছে জেগে বসে আছে কখন আমিও ইলিশ খাবো। হাসিনা হোক কিংবা ইউনুস অথবা যে কেউ , গরিবের জন্য সবাই একি।
ভারতের পশ্চিম বঙ্গ ও ত্রিপুরার মানুষ ইলিশ খাই, সেটা ভারতের জনসংখ্যার মাত্র 6 শতাংশ, ভারতেও ইলিশ উৎপাদন হয় তবে চাহিদার তুলনায় কম, কিন্তু ভারতে ইলিশ মাছের দাম বাংলাদেশের তুলনায় কম যেমন 1কেজি ইলিশ 1200 টাকা, 1.5 কেজি ইলিশ 1600 টাকা।
Economicsএর সূত্র অনুসারে যে পন্য ঘাটতি তা আমদানি হয় অপরপক্ষে যে জিনিস উদ্বৃত্ত তা রপ্তানি হয়। আমাদের দেশে এ নিয়ম মানা হয়?? নাকি ভারতের পদ লেহন করার জন্যই কি ইলিশ রপ্তানি ।
আপনাদের জন্য শুভকামনা রইল আশা করি আপনারা সঠিক খবর প্রচারিত করছেন এবং ভবিষ্যতে প্রচারিত হবে। ইলিশ রফতানির জন্য শুভকামনা রইল তবে জেলেরা যেন সঠিক মুল্য পাই।তবে দেশের চাহিদা মিটিয়ে যদি বিদেশে পাঠানো যায় সেটা দেশের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ
বাংলাদেশে পদ্মার ইলিশ উতপাদন হয় মাত্র ৪০০০ টন। এর মধ্যে প্রায় পুরোটাই ভারতে রপ্তানি করে দেয়া হয়। সবচেয়ে সুস্বাদু এই পদ্মার ইলিশই। কেন, ভারতকে কেন সমুদ্রের ইলিশ দেয়া যায়না? কেন পদ্মার ইলিশই দিতে হবে? এত পুজা কেন করতে হবে? আমাদের কি ভালো মানের সুস্বাদু ইলিশ খাওয়ার অধিকার নাই?
আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দারা আপামর বাংলাদেশের ইলিশ মাত্রই তাকে "পদ্মার ইলিশ" নামে জানি । তাই ৩০০০ টন ইলিশ যে বেছে বেছে শুধু পদ্মার ইলিশই পাঠাচ্ছে বাংলাদেশে সেরকম নয়, সবধরনেরই ইলিশ থাকবে, কিন্তু যেহেতু তা বাংলাদেশের ইলিশ তাই তাকে পশ্চিমবঙ্গের মিডিয়াতে পদ্মার ইলিশ বলে বলা হবে । অর্থাৎ আমরা কক্সবাজারের ইলিশ খেয়েও বলবো পদ্মার ইলিশ খেলাম ।
ache khan 2000 tky kine. olpo manush kine khay. onno ra kine na kinte pare na. to ora ki loss e bikri korbe? naki mach ajibon thake. poche jabe. baddho hoye sell kore dollar ase atleast
আপা আপনি কোন বাজারে গিয়েছিলেন যেখানে ১ কেজির মাছ ৪০০০/- টাকা। গাজা কি সকাল বেলাতেই খেয়েছেন। আর জনসংখ্যা দিনে দিনে বাড়াবেন আর ৫ হাত চেজং করবেন, দাম তো বারবেই
সকল সমন্বয়কদের কে বলছি একটা আন্দোলন দরকার অন্তত এই বছর আমরা ইন্ডিয়াকে ইলিশ মাছ দেব না অন্য সব দিক থেকে আপনারা সন্ধি করুন ইলিশের সাথে কোন সন্ধি নাই দীর্ঘদিন বাঙালি ইলিশ খাইতে পারে নাই আমরা আন্দোলন করে ফেরাবো দাম কমাবো প্রত্যেক বাঙালির ঘরে ইলিশ যাবে
ম্যাডাম, ভারতে দিবেন না। তাঁতে যদি বাংলাদেশের মানুষ খুশি হয় দেবেন না। ভারতে যাঁরা ইলিশ খায়, সেই বড়লোক মানুষের জন্য, বাংলাদেশের মানুষ এর দুঃখ দিয়ে এই ইলিশ না খেলে কী হয়। ইলিশ দেবেন না। অন্য মানুষের খাবার খেতে লজ্জা করে না।
সবার আগে শহীদ পরিবার এবং আহতদের সহায়তায় এগিয়ে যান। অতি জরুরি, অনেক আহত আছে, না খেয়ে ঔষধ কিনতে হইতেছে।আহতদের যতটাকা খরচ হয়েছে এবং মাসিক খরচ সহ দেওয়া হউক। কেউ আছে পরিবারের একমাত্র কর্মময় মানুষ, সাথে আছে খাওরা ২/৪ জন।খুব কষ্টে আছে। অতি তাড়াতাড়ি তাদের দিকে সরকার নজর দিন।😢😢😢
নতুন আইন করো উপহার এবং রপ্তানি দুটোই স্থায়ী ভাবে বন্ধ হোক তাহলে কেও উপহার ও আমদানি চাইবে না এবং দেশের মধ্যে মজুদের বন্ধের আইন করা হলে খুব তারাতাড়ি মানুষ সুফল পাবে বলে আমি মনে করি।
দুই হাজার বা তার চেয়ে বেশী দাম দিয়ে আমরা ইলিশ কিনি কিন্তু শুনতে পেলাম ভারতে নাকি ১১ শত টাকা দরে রপ্তানি হয়েছে। এটা কেমনে সম্ভব নাকি সরকার বেশি দামে কিনে কম দামে রপ্তানি করে?
আমি ভারতীয় হয়ে লজ্জিত 🇮🇳😢, কারণ আজকে কানপুরে টেস্টে আপনাদের বাংলাদেশের একজন সমর্থক কে পিটিয়ে আহত করেছে 😢😢,, তীব্র নিন্দা জানাই ঐসব নরপশুদের প্রতি,ক্ষমা করে দিবেন 😢🇮🇳🙏😢
ব্যাপারটা এমনভাবে ভাবুন না।আমার একজন প্রভাবশালী প্রতিবেশী আছে আমার বাড়ির চারপাশে তার সব জমি দ্বারা বেস্টিত।এখন তার ব্যবহার ভালো না।আমি ঘরের সবার সাথে আলাপ করছি যে আমি আমার প্রতিবেশিকে খুব অপছন্দ করি।সেও জানে তাকে আমি পছন্দ করি না কিন্তু সে সেটা কেয়ার করে না।কিন্তু আমার অনেক প্রয়োজনে তাকে ব্যবহার করি।এখন চাইলেই তো তাকে পরিবর্তন করতে পারবো না।এতে প্রথমে আমাকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে।যতো দিন না নিজের রাস্তা তৈরি করছি ততদিন তার রাস্তা ব্যবহার করতে হবে।যেহেতু আমি তার কিছু জিনিস ব্যবহার করছি তাই সে যদি কিছু চায় মুখের উপর মানা করে দিতে তো আর পারবো না।তাই দাঁতে দাঁত চেপে হলেও আপাতত সম্পর্ক ঠিক রাখতে হবে।যেদিন নিজের গতি হবে সেদিন থেকে না হয় সব বন্ধ করে 😢।
বাজারে গিয়ে দেখুন ইলিশে ছয়লাব! আমরা সাধারণ জনগন খেতে পারিনা 🥴🥴😭😭😭 সব ধণীরা খায়, ৭ বছর ধরে ইলিশ মাছ খেতে পারিনা, অনেক আশা করেছিলাম দেশ স্বাধীন করে এবার ইলিশ খেতে পারব, সে আশার ও গুড়ে বালি!! ভীষণ কান্না আসছে!!! আমাদের মত গরিবদের জন্য শুধুই কান্না আর হতাশা কবে এ দেশের প্রশাসন মানুষ হবে 😭😭😭😡😡😡😡
আন্দোলনের মাষ্টামাইন্ডদের নিয়ে আমেরিকায় বিভিন্ন পার্টি এবং প্রোগ্রামের জন্য অনেক খরচ হচ্ছে সেটা বেশী গুরুত্বপূর্ণ কারন আমরা এখন আর ভারতের দাসত্ব করি না আমরা এখন আমেরিকার দাসত্ব করতে নিজেদের তৈরী করছি তাই সেখানে ফোকাস করা বেশী জরুরি, ভারতকেও খুশি রাখতে হচ্ছে কারন এখনো ২৬ লাখ ভারতীয় আমাদের জন্য কাজ করছে এবং আসিফ স্যার সব সময় তাদের প্রয়োজনীয়তা অনুভব করেন তাই এখন ভারতকেও খুশি করতে হবে, সাংবাদিকেরা কেন বুঝেনা আমাদের দেশের স্বার্থে দেশের জনগনকে বলি দিতে হবে। আমেরিকাতো আমাদেরকে অনেক কিছু দিয়ে যাচ্ছে তাদের নেয়ার সময়তো এখনো আসেনি, আপনারা এত অধৈর্য হচ্ছেন কেন? গায়ের চামড়া আরো মোটা করতে শিখুন।
কিসের দেশের মানুষ,যাদের খাবার কথা তারা ঠিকই খায় আর দেশের ৯৯.৯৯৯৯৯৯% মানুষ প্রতিবছর নেতা আর বিশেষজ্ঞদের কথা মন দিয়ে শোনে আর আনন্দে পরের বছরের জন্য অপেক্ষা করে 😂😂😂😂
ইলিশের কেজি ৮০টাকা নির্ধারিত হলেও ইলিশ কেন পুঁটি মাছও আনুমানিক শতকরা ৮০ ভাগ মানুষও কিনতে পারবে না। তাই সংস্কার করতে হবে সব কিছুর আগে খাদ্য উৎপাদনে-চাল,ডাল,মাছ,মাংস,দুধ,ডিম,শাক,সবজি,ফল মূল উৎপাদনে।তবে সকল সংস্কার সম্ভব-টেকসই হবে।
ইলিশ রপ্তানি করে দেশে আয় বাড়বে বলে যারা বলছেন তাদের কাছে একটা প্রশ্ন যে মাছ দেশেই বিক্রি হচ্ছে ১৮০০ -২৫০০ টাকার বেশি দামে, সেই মাছ ১২০০ টাকা ধরে বিদেশে বিক্রি কতটা যুক্তিযুক্ত?
দ্বায় সরকারের সরকার যদি এর দাম নির্ধারণ করে দিতো সর্বচ্চো ৫০০ টাকার উপরে কেজি হতে পারবেনা তা হলে দাম বাড়ার সুযোগ ছিলোনা আর এই মাছ তো আমাদের দেশের নদী থেকেই আহরণ করা হচ্ছে এটা তো কেহ নিজে চাষ করিতেছেনা নিজে চাষ করিলে তখন খরচের একটা হিসাব থাকে এখানে তো সেই খরচ ও নেই তাই চাইলে ৫০০ কেন ১০০ টাকায় ও জনগণকে খাওয়ানো যেতো?
এখন জেলেরা সিন্ডিকেট করছে নতুবা এতো দাম হওয়ার কথা নয়?
নিজেকে অভিশাপ দেওয়া শালীন নয়! যেহেতু ইলিশ উৎপাদনে প্রথম হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ ইলিশ মাছের স্বাদ নিতে পারছে না, তাই আমি আল্লাহর কাছে অনুরোধ করব বাংলাদেশ থেকে ইলিশ চিরতরে নিশ্চিহ্ন করুন।
Na na, Bharat-ke dos den. Jele gulao nichoi RAW er agent.
নিজের দেশের মানুষকে বঞ্চিত করে অন্য দেশের মানুষের স্বাদ গ্রহণ করতে দেয়া কতটুকু যুক্তি যুক্ত জানিনা। প্রথম শুনেছিলাম এবার দেশের মানুষ খাবে। এখন কি বলবেন।
কষ্টটা ওখানে লাগে, যখন আমি স্বল্প আয়ের একজন পিতা হয়ে সন্তানদের মুখে বৎসরে অন্তত একবার ইলিশ মাছ, গরুর মাংস, দেশি মুরগি এই ধরেন যে খাবার গুলো আছে তা দিতে না পারি। বিধিবাম। সর্বত অনিয়ন্ত্রিত অমঙ্গল রাধে।
এই দায় আমাদের দেশের মানুষের আমরা দেশের রোহিঙ্গা,ইলিশ খাওয়া গরিবের জন্য পাপ,বিচার আল্লাহ কাছেই দিলাম।
ঠিক বলেছেন ভাই
যদি কোন দেশে প্রাকৃতিক সম্পদ আহরণ কম হয় | তাহলে সে দেশের জনগণকে পায়ে দুলিয়ে মেরে সেই দেশের প্রাকৃতিক সম্পত্তি বন্ধুত্ব স্থাপন করার জন্য যে বন্ধু তার নিজের দেশের শত্রু বলে গণ্য সেই শত্রুকে খুশি করার জন্য সে প্রাকৃতিক সম্পদ রপ্তানি করার সবচেয়ে মূল্যবান বিষয় বর্তমান ইউনুস সরকারের উপদেষ্টাদের মতে | সাধারণ জনগণের জন্য বলছি আপনারা লক্ষ করলেই দেখতে পাবেন এই যে, অশিক্ষিত মূর্খ রাজাকার আল বদর আল সাম যে উপদেষ্টা দের নিয়োগ দিয়েছে এ ধরনের উপদেষ্টারা কখনো দেশ ও দেশের জনগণের কথা সার্বভৌমত্বের কথা ভাববে না |তারা ওই আওয়ামী লীগ পন্থীর চেয়েও জঘন্যতম নিকৃষ্ট নর্দমা পচা গলার চেয়েও বেশি দুর্গন্ধ |তারা কখনো এই ছাত্র জনতার বিপ্লবে অংশগ্রহণ করেনি | যারা শহীদ হয়েছে, স্বজন হারা হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে ,তারা উপদেষ্টা হতে পারেনি, তাদের আত্মীয় স্বজন উপদেষ্টা হতে পারেনি ,উপদেশটা হয়েছে অনুপ্রবেশকারী রা|যারা এক দফার জন্য জীবন দিয়েছে দাবি করেনি | যারা সরকার পতন চাইনি |এই ধরনের উপদেষ্টারা আসলে যারা ছাত্র জনতার বিপ্লব চুরি করেছে |একমাত্র অনুপ্রবেশ করেই তারা শহীদদের রক্তে উপর হোলি খেলে বসে হোলি খেলছে | আর খেলছে আর সে দায়বদ্ধতায় আমরা সাধারন জনতা কা কাঁদছি আর কাঁদছি আর বুক ফেটে যাচ্ছে | এই কথাগুলো যখনই বলি বুক ফেটে যায় কান্নায় মনে হয় আত্মহত্যা করি |নিজেকে ঘৃণা লাগে কেমন দেশের জন্ম গ্রহণ করেছি |
Na na, Bharat-ke dos den. Jele gulao nichoi RAW er agent.
আওয়ামী লীগ গতবছর ৬৫০টন এই বছর ৩০০০টন সাবাস বাংলাদেশ!!
বল্লকি আর বুঝলেন কি ? ছাগলের দল দেখি সব খানে ।
রাতের আঁধারে সব ভারতে পাচার হত চান্দু,,দায় এড়ানো কৌশল ছিল 😅😊
গত বছর যা দিয়েছে তা ছিলো উপহার। আর এবার হচ্ছে বিক্রি। বুঝতে হবে।
দুধের সাধ গুলে মিঠাও
গত ৫০০০ টন উপহার দিয়েছিল, আর এবছর ৩০০০ টন বিক্রি হচ্ছে।
এরা যে সাগর বা নদীতে ইলিশ মাছ ধরে সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হয় না তারপরও কেন এত ইলিশ মাছের দাম সম্পূর্ণ সিন্ডিকেটের ব্যবসা
তোমার আব্বারা যে ইন্ডিয়ায় মাছ পাঠাইতাছে দেখো না। কয়দিন আগে তো মেলা গপ্প মারছে আগে দেশের মানুষ খাবো কই গেলো গপ্প? এখন নতুন প্রশ্ন চুদাও মিয়া। লাশা মেধাবী গবাদি পশু।
Na na, Bharat-ke dos den. Jele gulao nichoi RAW er agent.
আমাদের গ্রামের এক ভাই কিছুদিন আগে বলল: ভাই আমি ছোট থেকে বড় হলাম আজ পর্যন্ত ইলিশ মাছ কেমন খেতে তা বুঝলাম না। এ পর্যন্ত আমি ইলিশ খাইনি। হায় আফসোস 😭😭😭😭😭😭
1200-2000 টাকা কেজি ইলিশ যা এক ক্ষুদ্র ব্যবসায়ী এবং চাকরিজীবীর তিন থেকে চার দিনের আয়। এই টাকাতে ইলিশ খাওয়া তাদের কাছে এখন স্বপ্ন ছাড়া আর কিছু না!
দেশের পরিস্থিতি আর কোনদিনই স্বাভাবিক হবে না
☠️☠️☠️😱😱😱☠️☠️☠️😱😱😱
Hobe kemon kore re vai, Sobai deser kharap korar jnno lege porece. Awami League er karonei deser aj ei obstha. Ja thik korte koek bocor somoy lagbe. Ar 1ta kta holo Bangali jati kknoi vlo hobe na.
সরকার যে বলছিলো চিকিৎসা ফ্রী! সেটা কি রাজনৈতিক বক্তব্যের মতো?
আমরা দেশের মানুষ ইলিশ খেতে পারি না। আর ইন্ডিয়াতে এত কম দামে ইলিশ দিচ্ছে? এই উপদেষ্টার পদত্যাগ চাই।
BBC চ্যানেল সত্যি অনেক ভালো লাগে
সিজনে তিন মাস ইলিস হিমাগারে ষ্টোরকরা নিষিদ্ধ হলেই ইলিশের দাম সকলের নাগালে আসতে বাধ্য। অতএব আওয়াজ তুলুন মৌসমের তিন মাস কোল্ডষ্টোরে ইলিশ রাখলেই লুটপাট করাহবে।
Na na, Bharat-ke dos den. Jele gulao nichoi RAW er agent.
গরুর যেমন সিন্ডিকেট ইলিশ মাছ ও তেমনি সিন্ডিকেট
এরা বড় বড় ফ্রিজ বা কন্টেইনারে বরফ দিয়ে বহুদিন ধরে ইলিশ মাছ ধরে রাখে এবং কি যখনই যখনই এরা দেখায় যে নদীতে মাছ পাওয়া যায় না তখনই এখান থেকে বের করে করে অনেক দাম দিয়ে মাছ বিক্রি করে
জাতিয় "মাছ পাঙ্গাশ" করা উচিৎ, ইলিশ মাছের দাম বেড়েছে অস্বাভাবিক। আমি গত "সাত বছর" থেকে ইলিশ মাছ খেতে পাচ্ছি না।
ইলিশ নিয়ে ভারতের উপর যে রাগ সেই রাগ না দেখিয়ে আমাদের দেশের সিন্ডিকেটের উপর দেখান। কাজ দিবে।
Tahole sorkar er Kaj ki? Notun wife moto hat pa niye bose thaka
@@Md.MahabuburRahman-t1f Seta ki kothao bolechi. Ami amader kotha bolechi. R ami apne amra na socheton hoile Sorkar ooo kichu korbe na.
Na na, Bharat-ke dos den. Jele gulao nichoi RAW er agent.
এই সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারছি না। বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারে না। ভারতের মানুষ কম দামে খাবে। এটা কেন কেন কেন?
আমার ৩২ বছরের জীবনে আমি কোনদিনও ইলিশ খাইনি অতিরিক্ত দামের কারণে
ভাই আপনি নেতা হন কিংবা বড় কোনো চাকরি করেন তাহলে ইলিশ খেতে পারবেন । গরিবের জন্য উচ্চ মূল্য যেকোনো জিনিস কেনাকাটা খুব কঠিন।
ইলিশ নিয়ে খুব বেশি কথাবার্তা হয়। সেজন্য ইলিশ নিয়ে মানুষের মনে একটা ইচ্ছে জেগে বসে আছে কখন আমিও ইলিশ খাবো।
হাসিনা হোক কিংবা ইউনুস অথবা যে কেউ , গরিবের জন্য সবাই একি।
ধন্যবাদ কতৃপক্ষের মহোদয় কে ❤
আমরা চাই আন্দোলনে আহত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের কে বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং আর্থিক সহায়তা প্রদান করা হোক। সেটা উতি দূরত দেওয়া হোক।
ভারতের পশ্চিম বঙ্গ ও ত্রিপুরার মানুষ ইলিশ খাই, সেটা ভারতের জনসংখ্যার মাত্র 6 শতাংশ, ভারতেও ইলিশ উৎপাদন হয় তবে চাহিদার তুলনায় কম, কিন্তু ভারতে ইলিশ মাছের দাম বাংলাদেশের তুলনায় কম যেমন 1কেজি ইলিশ 1200 টাকা, 1.5 কেজি ইলিশ 1600 টাকা।
অসাধারণ প্রতিবেদন বিবিসি বাংলার
ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রথম এবং প্রধান কাজ ছিল আহত নিহতদের চিকিৎসা এবং আর্থিক সাহায্য করা কিন্তু সরকার ব্যর্থ হয়েছে।
ইউনূস সরকার যে এতো তাড়াতাড়ি জনগণের পায়ু বড় করবে বুঝতে পারিনি😂
রসুনের কুয়া গুলো আলাদা হলেও কেন্দ্রে সবাই মিলিত
😂😂😂
আহতদের চিকিৎসার জন্য দ্রুত সরকার এবং রাজনৈতিক দলগুলোর উচিত এগিয়ে আস
আমাদের দেশের মানুষ 1 কেজির ইলিশ মাছ খায় 1500 থেকে 1700 টাকায় ইন্ডিয়া যায় 10 ডলার 1100 টাকা এর মানে কি জারাই দায়িত্বে থাক সবাই খারাপ কেউ ভালো না
আমরা মধ্যবিত্তরা কি ইলিশ খেতে পারবো না। ইলিশ আমরাই পাই নাই ভারত খাবে ইলিশ বাহ৷
Na bharot khabe na
khan 2000 kore. kinen to na. mach nosto hole jele der loss. ty baddho hoye india te sell kortese. atleast dollar to ase.
পাঙ্গাস খান।
Na na, Bharat-ke dos den. Jele gulao nichoi RAW er agent.
Economicsএর সূত্র অনুসারে যে পন্য ঘাটতি তা আমদানি হয় অপরপক্ষে যে জিনিস উদ্বৃত্ত তা রপ্তানি হয়। আমাদের দেশে এ নিয়ম মানা হয়?? নাকি ভারতের পদ লেহন করার জন্যই কি ইলিশ রপ্তানি ।
খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই ❤
যে আশায় দেশের সাধারণ জনগণ প্রাণ দিলো, সহিদ হলো, আজকে সবই ব্রিথা
দেশের মানুষ ইলিশ খেতে পারছে না কেন ভারতে পাঠাতে হবে
সল্প আয়ের লোকদের জন্য ইলিশ মাছ খাওয়াটা বেশি দামের কারণে এখন যেন স্বপ্ন হয়ে গেছে ( আমাদের/বাংলাদেশীদের জন্য বড় কষ্টের কথা)
ইলিশের দাম রপ্তানির উপর নির্ভর করে না। ইন্ডিয়া তে পাঠানোর কি দরকার। খামোকা কয়টা ইলিশ পাঠিয়ে গেলো গেলো আর ভারত কে গালাগালি।
আপনাদের জন্য শুভকামনা রইল
আশা করি আপনারা সঠিক খবর প্রচারিত করছেন এবং ভবিষ্যতে প্রচারিত হবে।
ইলিশ রফতানির জন্য শুভকামনা রইল তবে জেলেরা যেন সঠিক মুল্য পাই।তবে দেশের চাহিদা মিটিয়ে যদি বিদেশে পাঠানো যায় সেটা দেশের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ
বাংলাদেশের মানুষ ইলিশ খাবে কিন্তু দেশের মানুষ ইলিশ খাইতে পারে নাই অথচ ভারতে 3000 হাজার টন পাঠাইবেন
এটা সিন্ডিকেটের জন্যে হচ্ছে। বাংলাদেশে সবই সিন্ডিকেট। আর ভারতে যাওয়ার জন্যে ইলিশের দামের কিছুই প্রভাব পরার কথা নয়। খালি সিন্ডিকেট এই সুযোগটা নিচ্ছে।
কষ্টের সীমা কতোটুকু, বিনা চিকিৎসায় মৃত্যুকে আলিঙ্গন। যারা আহত হয়েছেন তাদের কে সহায়তা আগে করতে হবে ।
তালিকা করতে করতে আহতরা যেন শহীদ না হয়ে যায়।
সব জায়গায় ডিজিটাল হয়রানি
😱😱☠️☠️😱😱☠️☠️
বাংলাদেশে পদ্মার ইলিশ উতপাদন হয় মাত্র ৪০০০ টন। এর মধ্যে প্রায় পুরোটাই ভারতে রপ্তানি করে দেয়া হয়। সবচেয়ে সুস্বাদু এই পদ্মার ইলিশই। কেন, ভারতকে কেন সমুদ্রের ইলিশ দেয়া যায়না? কেন পদ্মার ইলিশই দিতে হবে? এত পুজা কেন করতে হবে? আমাদের কি ভালো মানের সুস্বাদু ইলিশ খাওয়ার অধিকার নাই?
R8
আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দারা আপামর বাংলাদেশের ইলিশ মাত্রই তাকে "পদ্মার ইলিশ" নামে জানি । তাই ৩০০০ টন ইলিশ যে বেছে বেছে শুধু পদ্মার ইলিশই পাঠাচ্ছে বাংলাদেশে সেরকম নয়, সবধরনেরই ইলিশ থাকবে, কিন্তু যেহেতু তা বাংলাদেশের ইলিশ তাই তাকে পশ্চিমবঙ্গের মিডিয়াতে পদ্মার ইলিশ বলে বলা হবে । অর্থাৎ আমরা কক্সবাজারের ইলিশ খেয়েও বলবো পদ্মার ইলিশ খেলাম ।
ache khan 2000 tky kine. olpo manush kine khay. onno ra kine na kinte pare na. to ora ki loss e bikri korbe? naki mach ajibon thake. poche jabe. baddho hoye sell kore dollar ase atleast
পূজার সঙ্গে ইলিশের কোনো সোজাসুজি সম্বন্ধ নাই। এই সময় লোকে একটু ভালো খাওয়া-দাওয়া করে। তাই হয়ত এরকম বলে।
এমন ও লাখো মানুষ আছে যারা একবেলা ইলিশ এখনো খেতে পারেনি। তারই ভিতর এই রপ্তানি আসলে দুঃখজনক।
এর একটা সুষ্ঠ সমাধান চাই
ধন্যবাদ আমার ইলিশ পোলাও এর ছবি প্রকাশ করার জন্য
উপদেষ্টারা লম্বা লম্বা কথা না বলে আজ থেকেই আহতদের যথাযথ চিকিৎসার জন্য ব্যবস্থা করা হউক
আপা আপনি কোন বাজারে গিয়েছিলেন যেখানে ১ কেজির মাছ ৪০০০/- টাকা। গাজা কি সকাল বেলাতেই খেয়েছেন। আর জনসংখ্যা দিনে দিনে বাড়াবেন আর ৫ হাত চেজং করবেন, দাম তো বারবেই
দেশের পরিস্থিতি আর কোনদিনই স্বাভাবিক হবে না
কি বলবো দুঃখের কথা গরুর গোশত বছরের একদিন কোরবানির সময় খাওয়া হয় কিন্তু ইলিশ তো অসম্ভব হয়ে দাঁড়াইছে 😢😢
সকল সমন্বয়কদের কে বলছি একটা আন্দোলন দরকার অন্তত এই বছর আমরা ইন্ডিয়াকে ইলিশ মাছ দেব না অন্য সব দিক থেকে আপনারা সন্ধি করুন ইলিশের সাথে কোন সন্ধি নাই দীর্ঘদিন বাঙালি ইলিশ খাইতে পারে নাই আমরা আন্দোলন করে ফেরাবো দাম কমাবো প্রত্যেক বাঙালির ঘরে ইলিশ যাবে
ইলিশ নদীর মাছ। চাষের খরচ নাই।জাল ফেললেই পাওয়া যায় তাহলে এতো দাম কেনো?
হায়রে ভাগ্য আমাদের, আমাদের মাছ আমরাই খেতে পারিনা😢😢😢😢😢
কোন প্রকারই ইলিশ আমাদের জাতীয় মাছ হতে পারে না কারণ ইলিস গরিব মানুষ বা সাধারণ মানুষের নাগালের বাইরে
রপ্তানি করতে কি আমরা ছাত্র জনতা অনুমোদন দিয়েছি। সব নাদানের দল, আমরা খেতে পাইনা রফতানি?
এরা আর কত মানুষ নিয়ে খালা করবে
ম্যাডাম, ভারতে দিবেন না। তাঁতে যদি বাংলাদেশের মানুষ খুশি হয় দেবেন না। ভারতে যাঁরা ইলিশ খায়, সেই বড়লোক মানুষের জন্য, বাংলাদেশের মানুষ এর দুঃখ দিয়ে এই ইলিশ না খেলে কী হয়। ইলিশ দেবেন না। অন্য মানুষের খাবার খেতে লজ্জা করে না।
তুমি একটা ক্যালানে সেটা আমি বুঝলাম।
ধন্যবাদ ভাই।
@@ashimghosh5156 ধন্যবাদ ভাই
সবার আগে শহীদ পরিবার এবং আহতদের সহায়তায় এগিয়ে যান। অতি জরুরি, অনেক আহত আছে, না খেয়ে ঔষধ কিনতে হইতেছে।আহতদের যতটাকা খরচ হয়েছে এবং মাসিক খরচ সহ দেওয়া হউক। কেউ আছে পরিবারের একমাত্র কর্মময় মানুষ, সাথে আছে খাওরা ২/৪ জন।খুব কষ্টে আছে। অতি তাড়াতাড়ি তাদের দিকে সরকার নজর দিন।😢😢😢
আমরা দাম এর জন্য দেশের খাবার খেতে পাইনা।এটা আসলে অনেক দুঃখ প্রকাশ ছাড়া কিছু না
নতুন আইন করো উপহার এবং রপ্তানি দুটোই স্থায়ী ভাবে বন্ধ হোক তাহলে কেও উপহার ও আমদানি চাইবে না এবং দেশের মধ্যে মজুদের বন্ধের আইন করা হলে খুব তারাতাড়ি মানুষ সুফল পাবে বলে আমি মনে করি।
ইলিশ কম তাহলে ভারতে রপ্তানি করা হচ্ছে কেনেো?????
দুই হাজার বা তার চেয়ে বেশী দাম দিয়ে আমরা ইলিশ কিনি কিন্তু শুনতে পেলাম ভারতে নাকি ১১ শত টাকা দরে রপ্তানি হয়েছে।
এটা কেমনে সম্ভব নাকি সরকার বেশি দামে কিনে কম দামে রপ্তানি করে?
এটা পাইকারী দাম, কলকাতায় খুচরো ১৮০০ - ২০০০ টাকা হবে । তাছাড়া কেনা হচ্ছে ডলারে, টাকার সাথে ঠিক তুলনীয় নয় ।
@@honeysup আবালচোদা ডলারে বিক্রি করলে কি? ১০$ কমে বিক্রি করবে? দেশের বাজারে কেমনে ২০$ বিক্রি করে?
আমি ভারতীয় হয়ে লজ্জিত 🇮🇳😢, কারণ আজকে কানপুরে টেস্টে আপনাদের বাংলাদেশের একজন সমর্থক কে পিটিয়ে আহত করেছে 😢😢,, তীব্র নিন্দা জানাই ঐসব নরপশুদের প্রতি,ক্ষমা করে দিবেন 😢🇮🇳🙏😢
উপদেষ্টাদের দালালি শুরু হয়ে গেছে দালালদের পদত্যাগ করতে হবে।
আহতদের খোঁজ নেয়ার এখন আর কেউ নেই! আহারে বআমার বাংলাদেশ! 😢😢
ব্যাপারটা এমনভাবে ভাবুন না।আমার একজন প্রভাবশালী প্রতিবেশী আছে আমার বাড়ির চারপাশে তার সব জমি দ্বারা বেস্টিত।এখন তার ব্যবহার ভালো না।আমি ঘরের সবার সাথে আলাপ করছি যে আমি আমার প্রতিবেশিকে খুব অপছন্দ করি।সেও জানে তাকে আমি পছন্দ করি না কিন্তু সে সেটা কেয়ার করে না।কিন্তু আমার অনেক প্রয়োজনে তাকে ব্যবহার করি।এখন চাইলেই তো তাকে পরিবর্তন করতে পারবো না।এতে প্রথমে আমাকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে।যতো দিন না নিজের রাস্তা তৈরি করছি ততদিন তার রাস্তা ব্যবহার করতে হবে।যেহেতু আমি তার কিছু জিনিস ব্যবহার করছি তাই সে যদি কিছু চায় মুখের উপর মানা করে দিতে তো আর পারবো না।তাই দাঁতে দাঁত চেপে হলেও আপাতত সম্পর্ক ঠিক রাখতে হবে।যেদিন নিজের গতি হবে সেদিন থেকে না হয় সব বন্ধ করে 😢।
অথচ ইন্ডিয়া খাওয়ার কথা প্রতি কেজি 2 + ৩ হাজার টাকা আমরা খাওয়ার কথা ৫০০+৭০০ হায় আফসোস 😢😢😢😢
এক উপদেষ্টা বলল, ভারতে যে পরিমাণ ইলিশ রপ্তানির উদ্যোগ নিয়েছে তার চাঁদপুর ঘাটের একদিনের ইলিশ না। তাহলে ইলিশের দাম কেন কমছে না?
এই আহতরা ঘরে বসে থাকলে কিভাবে জানবে ওদের উচিত সরকারের বা গনমাধ্যমের সাহায্যে জানানো।
কেন সরকার প্রত্যেক মানুষকে একটা করে, বা 1 কেজি ইলিশ দিতে পারছে না বিনামূল্যে
বাংলাদেশের কোন মানুষকে ইলিশ মাছ খেতে দেওয়া উচিৎ নয়। শুধু একশ্রেণীর মানুষ খাবে আর কেউ খেতে পারবে না।কাজেই উৎপাদিত সব ইলিশ মাছ রপ্তানি করা উচিৎ।
Agreeed
আমরা মধ্যবিত্ত পরিবার কখনো স্বল্প মূল্যে ইলিশ পাইনি আর পাবো না মনে হয়।
আমাদের পাঙ্গাশ যথেষ্ট এটাকে আমরা ইলিশ মনে করি।
জেলে এবং অসাধু মজুদদার সিন্ডিকেটের কারণে ইলিশ মাছের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
এনজিও কমিশন না হলে অনেক কিছুই করা সম্ভব হতো আমার মনে হয়
ইলিশ (helsha )ইজ দ্য মোস্ট পলিটিক্যল ফিস অফ বাংলাদেশ।
যারা রপ্তানির অনুমতি দিচ্ছে তাদের তো সমস্যা নাই কারণ তারা যত দাম হয় কিনতে পারবে
অলী আউলিয়ার বাংলাদেশে সুদ ব্যবসায়ী ক্ষমতায় আল্লাহর রহমত হবে কিভাবে?
এই মাছ গুলি হিমঘরের বিদ্যুৎ পর্যয়ের কারনে ফরমালিন সংরক্ষিত তাই এই মাছ এদেশে আনা যাবেনা।
বাংলাদেশে এসে দেখুন, ফরমালিন টেস্ট করার ব্যবস্থা নেই ইন্ডিয়ান কাস্টমসে?
বাজারে গিয়ে দেখুন
ইলিশে ছয়লাব!
আমরা সাধারণ জনগন খেতে পারিনা 🥴🥴😭😭😭
সব ধণীরা খায়,
৭ বছর ধরে ইলিশ মাছ খেতে পারিনা,
অনেক আশা করেছিলাম দেশ স্বাধীন করে এবার ইলিশ খেতে পারব,
সে আশার ও গুড়ে বালি!!
ভীষণ কান্না আসছে!!!
আমাদের মত গরিবদের জন্য শুধুই কান্না আর হতাশা
কবে এ দেশের প্রশাসন মানুষ হবে 😭😭😭😡😡😡😡
আন্দোলনের মাষ্টামাইন্ডদের নিয়ে আমেরিকায় বিভিন্ন পার্টি এবং প্রোগ্রামের জন্য অনেক খরচ হচ্ছে সেটা বেশী গুরুত্বপূর্ণ কারন আমরা এখন আর ভারতের দাসত্ব করি না আমরা এখন আমেরিকার দাসত্ব করতে নিজেদের তৈরী করছি তাই সেখানে ফোকাস করা বেশী জরুরি, ভারতকেও খুশি রাখতে হচ্ছে কারন এখনো ২৬ লাখ ভারতীয় আমাদের জন্য কাজ করছে এবং আসিফ স্যার সব সময় তাদের প্রয়োজনীয়তা অনুভব করেন তাই এখন ভারতকেও খুশি করতে হবে, সাংবাদিকেরা কেন বুঝেনা আমাদের দেশের স্বার্থে দেশের জনগনকে বলি দিতে হবে। আমেরিকাতো আমাদেরকে অনেক কিছু দিয়ে যাচ্ছে তাদের নেয়ার সময়তো এখনো আসেনি, আপনারা এত অধৈর্য হচ্ছেন কেন? গায়ের চামড়া আরো মোটা করতে শিখুন।
বাংলাদেশের মানুষের দেশপ্রেম নাই, সবার পকেট প্রেম
বাংলাদেশের জাতীয় মাছ পাংকাশ
কিসের দেশের মানুষ,যাদের খাবার কথা তারা ঠিকই খায় আর দেশের ৯৯.৯৯৯৯৯৯% মানুষ প্রতিবছর নেতা আর বিশেষজ্ঞদের কথা মন দিয়ে শোনে আর আনন্দে পরের বছরের জন্য অপেক্ষা করে 😂😂😂😂
ইলিশের কেজি ৮০টাকা নির্ধারিত হলেও ইলিশ কেন পুঁটি মাছও আনুমানিক শতকরা ৮০ ভাগ মানুষও কিনতে পারবে না। তাই সংস্কার করতে হবে সব কিছুর আগে খাদ্য উৎপাদনে-চাল,ডাল,মাছ,মাংস,দুধ,ডিম,শাক,সবজি,ফল মূল উৎপাদনে।তবে সকল সংস্কার সম্ভব-টেকসই হবে।
আরে সকল প্রকার হিমাগার ভেঙ্গে দিলে মাছ - সঞ্জী হাতের নাগালে থাকবে সবসময।.. ..... টাকায় ভাগ কর্ম পড়বো।
ইলিশ আমাদের জাতীয় মাছ। টাকা না থাকায় কিন্তে পারছিনা
যত দ্রুত সম্ভব আহতদের সহায়তা কার্যক্রম শুরু করুন
বাংলাদেশে আমরা বর্তমান সার্কাস দেখতেছি
ইলিশ মাছের কোনো খাদ্য লাগেনা চাষ করতে হয় না এত দাম হবে কেন বুজে আসে না
আমার মনে হয় খুব সহজ প্রতিটি স্তরে ক্রয় বিক্রয়ের পাকা রশিদ বাধ্যতামূলক করলে কমপক্ষে ৩০% দাম কমে আসবে
বিগত পনের বছর বিবিসির ভূমিকা আমরা ভুলিনাই।
"আমি মুইত্যা পানি নি না"
এই ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদের আইনে আওতায় আনা হবে! - প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস
ইলিশ রপ্তানি করে দেশে আয় বাড়বে বলে যারা বলছেন তাদের কাছে একটা প্রশ্ন যে মাছ দেশেই বিক্রি হচ্ছে ১৮০০ -২৫০০ টাকার বেশি দামে, সেই মাছ ১২০০ টাকা ধরে বিদেশে বিক্রি কতটা যুক্তিযুক্ত?
ইলিশ মাছের দাম তো কমেছিল পানি চোরমহিলাকে ইলিশ দেওয়ার সিদ্ধান্তের পরেই দাম বেড়েছে
❤❤❤
যে দেশ বাংলাদেশের মানুষের সাথে এত কিছু করলো, তার দেশে ইলিশ পাঠাও😂,।
দেশের মানুষের কথা কে ভাবে?
এবারের সংগ্রাম, তৃতীয় বার স্বাধীনতার সংগ্রাম। 😅😅
ভারতে দেখলাম ইলিশ রপ্তানি হচ্ছে প্রায় ১২০০ টাকা কেজিতে। অথচ বাংলাদেশের বাজারে দেখি কেজি প্রায় ২০০০ টাকা।
আমার দেশের আমি ইলিশ খেতে পারি না আর আমার দেশের ইলিশ ভারত খায় খাইলাম না গরুর গোশত খাবো সরকার মন্ত্রী এরা খাক
শুয়ার এর মাংস পাঠাবো খান।। খুব ভালো লাগে।। নরম নরম মাংস।।
কুয়াকাটা থেকে বলছি আসলেই সাগরে ইলিশ খুবই কম।
দ্বায় সরকারের সরকার যদি এর দাম নির্ধারণ করে দিতো সর্বচ্চো ৫০০ টাকার উপরে কেজি হতে পারবেনা তা হলে দাম বাড়ার সুযোগ ছিলোনা আর এই মাছ তো আমাদের দেশের নদী থেকেই আহরণ করা হচ্ছে এটা তো কেহ নিজে চাষ করিতেছেনা নিজে চাষ করিলে তখন খরচের একটা হিসাব থাকে এখানে তো সেই খরচ ও নেই তাই চাইলে ৫০০ কেন ১০০ টাকায় ও জনগণকে খাওয়ানো যেতো?
আপনাদের বিবিসি প্রবাহ 15 মিনিটের মধ্যে রাখা যায় না এত সময় বসে একটা অনুষ্ঠান দেখা যায় নাকি সময় আছে এত মানুষের???
যেখানে পোয়া, লইট্যা সহ সামুদ্রিক মাছ সস্তা তাহলে ইলিশের এত উৎপাদনের পরও দাম এত বেশি হবে। মানুষ এত দাম দিয়ে খায় বলেই দাম কমছে না।
ইলিশ মাছ খেতে অনেক মজাদার ঘ্রান ❤
আমার কথা কেউ বিশ্বাস করবে না, তবু ও বলছি আমার জীবনে ও ইলিশ মাছ কিনে নি। কিন্তু ইলিশ মাছ প্রিয়।