ভাই আমি এপর্যনত যতই ইউটিউবে ভিডিও দেখেছি সবচাইতে আপনার ভিডিও গুলি খুবই ভালো লেগেছে আপনার মতো কেহই এতো বুঝিয়ে এবং সত্য ভাবে প্রকাশ করেনা তাই আমি আপনার চানেলটা সাবষক্রাইব করলাম ধুন্যবা
ভাই আমি আপনার ভিডিওর সব কমেন্টগুলো দেখলাম এবং বুঝলাম যে সবার আপনি প্রায় সবার কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করেন। এটা খুব ভালো লাগলো আমার। আমাকে যদি আপনার মেইল এড্রেসটা দেন আমি পার্সোনালি আপনার কাছ থেকে কিছু পরামর্শ নিতাম। ধন্যবাদ
ভাই আপনার জন্য শুভকামনা রইল। আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলা যাবেনা আমাদের কোনো কলিং নাম্বার নাই। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেজবুক লিংক দেয়া আছে, আপনি চাইলে ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন।
ইনশাল্লাহ ভাই আমি আপনার আইডিটি মনোযোগ সহকারে ফলো করি। বর্তমান ওমান রয়েছে কিভাবে কি করতে পারি এ বিষয়ে যদি বিস্তারিত বলতেন। সৌদি গিয়ে ফাইল জুমা করবো না দিল্লি গিয়ে জমা করবো। এ বিষয়ে যদি বড় ভাইয়ের মতন কিছু বলতেন আমাকে আমার জন্য উপকার হত
ভাই আমি সৌদি রিয়াদে থাকি। আমি আগামী ৭দিন পর এম্বাসিতে যাওয়ার তারিখ পেয়েছি এখন আমার পাসপোর্টের মেয়াদ আছে সাড়ে ৫মাস এখন আমি কি ইমারজেন্সি ১বছরের মেয়াদ বাড়িয়ে গেলে বিসা পাওয়ার সম্ভাবনা আছে কি না জানাবেন।pls ভাই আমি আপনার উত্তরের অপেক্ষায় আছি।
@@eurolifebd ভাই আর যদি পাসপোর্ট এর কারনে আমার বিসাটা না হয় পরবর্তীতে নতুন পাসপোর্ট করে কি এপোনমেন্ট নিয়ে এম্বাসিতে যাই তখন কি পুরনো কোন কিছু অনলাইনে শো করবে কি না বা কোন সমস্যার সম্মুখীন হতে হবে কিনা?
ভাই ভিসা যে কোনো কারোনে নাও হতে পারে। এটা,কোনো দুর্বলতা বা ক্রাইম না। আপনি যে কোনো সময় রিআপিল বা নতুন করে এপ্লাই করতে পারবেন। আর আপনার সমস্ত রেকর্ড সার্ভারে সেইভ থাকবে এতে কোনো সমস্যা নাই।
আসালামু আলাইকুম ভাই জান আমি একটা poland er ekta Agency file joma deachi akhon tara bolteche je 700 dolar agency fee pay korte 2 part A ami ki akhon pay korbo please help me
ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আমি দুবাইতে আছি পোল্যান্ডের জন্য জমা করেছি। কিন্তু আমি বাংলাদেশ থেকে যেতে চাই ইন্ডিয়া এম্বাসি ফেস করে। আমি কি এখন এখান থেকে ক্যানসেল নিয়ে দেশে চলে গেলে কোন সমস্যা হবে। ভাই ইমারজেন্সি ছুটিতে প্লিজ জানাবেন।🙏
@@eurolifebd হ্যালো ভাইয়া তাইলে আর একটা প্রশ্ন। এখানকার বিশা চালু থাকে আমি যদি দিল্লিতে জমা করি। আর যদি ভিসা হয় তাহলে কি ওইখানে আমার এন ও সি পেপার লাগবে আমার এখানকার আর মালিকের নাকি ভিসা চালু থাকলেও কি আমার ভিসা হয়ে যাবে । নাকি এখান থেকে ভিসা ক্যানসেল করতে হবে। প্লিজ ভাই
আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাই আমি দুবাই থেকে আপনার সব ভিডিও দেখি ভাই আমার কাছে একটা পোল্যান্ড ওয়ার্ক পারমিট আপনি কি চেক করে দিতে পারবেন আসল না নকল প্লীজ জানাবেন ভাই
Vaiyya appointed date niye akta video upload korben... Ki bhabe argent date pawyya jai...jader India visa kora ace tara to date paiteci na.. Ki koroniyo tader...??
ভাই এপয়েনমেন্ট ডেট পাওয়ার জন্য আপি যেখানে আছেন সেখানকার কোনো এজেন্সির সাথে যোগাযোগ করেন, কারোন ডেট নেয়ার জন্য কোনো নির্দিষ্ট রেট নাই। যার কাছে যা নিয়ে পারে।
ভাই আমার ওয়ার্ক পারমিট আসার পর এম্বাসি এপার্টমেন্ট ডেট এর জন্য অনলাইনে যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয় ওইখানে আমার জন্মতারিখ ভুল করেছে এতে কি কোনো অসুবিধা হবে?
ভাই ওয়ার্ক পারমিট কেউ কারোটা চেক করে দিতে পারবে না, এটা নিজের টা কেবল নিজেই চেক করতে পারে। এই ভিডিও টা দেখেন তাহলেই পারবেন th-cam.com/video/2csp1w8f7Qs/w-d-xo.html
রেস্টুরেন্টে ধোয়ামোছা থেকে শুরু করে খাবার বানানো সার্ভ করা ক্লিনিং ইত্যাদি কাজ করতে হয়। আর হোটেলে, রুম সার্ভিস, ক্লিনিং, ঘরদোর গোছানো, ইত্যাদি কাজ করতে হয়।
ভাই ভালো আছেন ভাই আমি একটি বিষয় জানতে চাই বিষয় যেমন আমি এর আগে মরিশাস ছিলাম ঐই খানে ছুটির দিন কাজ পার্ট টাইম জব করতাম তো আমি জানতে চাচ্ছি পোল্যান্ড ওকে এভাবে আমরা ছুটির দিন পার্ট টাইম জব করতে পারব কিনা
আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। পোল্যান্ডেও আপনি ওভারটাইম করতে পারবেন চাইলে ছুটির দিনেও কাজ করতে পারবেন, তবে যে কোম্পানির ওয়ার্ক পারমিট সেই কোম্পানির কাজই করতে হবে। বাহিরে কাজ করতে পারবেনা। আপনাকে ধন্যবাদ।
আসসালামুআলাইকুম ভাই কেমন আছেন? আমার ওয়ার্ক পারমিট বের হইছে বলছে বাট এখনো হাতে পাই নাই, ১০/১২ দিন সময় লাগবে কুরিয়ারে আসতে, এখন কথা হচ্ছে আমি আমার পুরানো পাসপোর্ট দিয়ে ওয়ার্ক পারমিট পাইছি এবং নতুন রেনী করতে দিছি আমার ও ইলেক্টিক ওয়ার্ক পারমিট বলছে এখন এই ক্ষেত্রে আমার ডাটা গুলা যদি পুরনো পাসপোর্ট অনুযাই তাদের সারবারে সেভ করে তাহলে এই ক্ষেত্রে কি কোন সমস্যা হবে কিনা??? আমি কুয়েতে থাকি আর এখন প্রস্তুুতি হিসাবে কি কি করনি আমার যদি পরামর্শ দিতেন।
অলাইকুম আসসালাম। ভাই ভিসা এপ্লাই এর সময় দুটো পাসপোর্ট এর কপি জমা দিবেন। এবং দুটো পাসপোর্ট ই সাথে রাখবেন। আমরা যে ডকুমেন্টস লিস্ট দিয়েছি সেগুলো দেখে ফাইল রেডি করুন, এবং এপয়েনমেন্ট ডেট নেয়ার চেষ্টা করুন ডেট পেলে সঠিক সময় এপ্লাই করে ফেলুন। আপনার জন্য শুভকামনা রইল।
হ্যালো আসসালামু আলাইকুম। ভাই আমার একটা প্রশ্ন ছিল।। আমি দুবাই তে আছি এবং পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য জমা করেছি আমার মামার কাছে আমাকে বলতেছে বাংলাদেশে চলে যেতে ইন্ডিয়া এম্বাসি ধাকা ভিসা করবো। এখন আমি যদি এখান থেকে ইমার্জেন্সি ছুটিতে যায়। তাহলে কি দিল্লিতে ফাইল জমা করার সময় আমার যেখানে ভিসা চালু থাকবে। তাইলে কি এখানকার মালিক থেকে ইন ও সি নিতে হবে। আর যদি ক্যানসেল করে যাই তাইলে কি কোন সমস্যা হবে। আমার ভিসা পেতে পাসপোর্ট এর। প্লিজ ভাইয়া একটু রিপ্লাই দিবেন
আসসালামু আলাইকুম ভাই জান কেমন আসছেন। নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। ভাই ওয়ারক পারমিটে যে salary উল্লেখ করে অই salary কি অরা দেয় না নয় ছয় করে কিনা। আর আরেকটা পশ্ন ওয়ারক পারমিটে কি পাসপোর্ট নাম্বার তাকেনা দয়া করে যদি জানাইতেন খোশি হইতাম ধন্যবাদ ভাই।
অলাইকুম আসসালাম ভাই। ওয়ার্ক পারমিট এ যে স্যালারি থাকে সেটা সর্বনিম্ন, এটার ওপর ট্যাক্স পে করা হয়। আপনি এই স্যালারির চেয়ে বেশি পাবেন। ওয়ার্ক পারমিট বের নাম আর জন্মতারিখ লেখা থাকে।
ভাইয়া ইলেকট্রনিক ওয়ার্ক পার্মিটে কি কোনো ধরনের বার কোড থাকে? কারন, পোল্যান্ড থেকে আরেকজন ভাই বলতেসে বার কোড থাকে। তাই শিউর হওয়ার জন্য আপনার কাছে জানতে চাচ্ছি। প্লিজ রিপ্লে দিয়েন!
ভাই আমি ওমান থেকে সিজনাল ওয়ার্ক পারমিট এপ্লাই করছি। তো আমাকে বলছে এপয়মেন্ট এর জন্য সৌদি অথবা দিল্লি যেতে হবে না। ওমান মাসকাট থেকে এপয়মেন্ট করে দিবে।। আর ওমান তো ভাই পোলান্ড এর কোন এমবাসি নাই।।। ভাই এটা কতটুকু সত্যি কষ্ট করে বলতেন খুব উপকার হতো প্লিজ ভাই।।।
@@eurolifebd ভাই আমি কোন কোম্পানিতে অ্যাপ্লাই করি নাই এখন কোম্পানিতে কিভাবে এপ্লাই করব এবং মোবাইলে কোন জায়গায় গিয়ে কি লিখতে হবে কিভাবে আপনি করতে হবে আমাকে একটু জানান
ভাই আসসালামুয়ালাইকুম ভাই যার মাধ্যমে আবেদন করেছি উনি আমাকে গতকাল কল দিয়ে বললো,উনি নাকি আমাকে ইলেক্ট্রনিক ওয়ার্ক পারমিট দিবে এবং পারমিট ইসু করার আগে আমার সাথে ভিডিও কলে কথা বলবে।
অলাইকুম আসসালাম। ভাই এপয়েনমেন্ট ডেটের ব্যাপারে আমরা কোনো আইডিয়া দিতে পারবোনা। কারোন এটা হ্যাকার এবং দালাল চক্রের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে। আপনি চেষ্টা করতে থাকেন ভাগ্য ভালো হলে অবশ্যই পাবেন।
ভাই কেমন আচেন কি করেন ভাই আচ্চা ভাইয়া ওপার লেটার আসার কত মাস পরে ওয়াক পারমিট আসে,, আর ওপার লেটার কি কোম্পানি থেকে নি আসে,, এটা একটু জানাবেন ভাইয়া,,, আসা করি সঠিক তথ্য জানালে আমার উপকার হয়তো ভাইয়া
@@eurolifebd positive outsourcing sp.z o.o এ কোম্পানি থেকে ওপার লেটার আসচে ভাইয়া,,, তো আপনার জানা মতো কোম্পানি এটা আচে নি অথবা আপনি কোথাও দেখচেন নি,,, দেখে থাকলে একটু জানাবেন ভাইয়া,,,
আসসালামু আলাইকুম ভাইয়া 💜 আড়াই মাস হয়েছে আমার বন্ধুর মাধ্যমে work permit এর জন্য apply করেছি। আশা করি এই সপ্তাহের মাঝে পেয়ে যাবো! এখন ভাইয়া আমি জানতে চাচ্ছি যে work permit এর সাথে আর কি কি Documents চাইবো তাদের কাছে।যেগুলো Visa processing খুব বেশি জুরুরি। অগ্রিম ধন্যবাদ ভাইয়া। রিপ্লাই দিলে খুব উপকৃত হবো।❤
ভাই আমি এপর্যনত যতই ইউটিউবে ভিডিও দেখেছি সবচাইতে আপনার ভিডিও গুলি খুবই ভালো লেগেছে আপনার মতো কেহই এতো বুঝিয়ে এবং সত্য ভাবে প্রকাশ করেনা তাই আমি আপনার চানেলটা সাবষক্রাইব করলাম ধুন্যবা
ভাই আপনাকে ও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
ধন্যবাদ ভাইয়া
ইলেকট্রনিক্স ওয়াকপারমিট পেয়েছি এক বছর মেয়াদ দেওয়া
আপনাকে ও ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনার তথ্যগুলো আমার অনেক ভালো লাগে, আপনার জন্য আমার শুভকামনা রইল❤❤❤
আপনাকে ও ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য।।
আলহামদুলিল্লাহ পেয়েছি খুব অল্প সময়ের মধ্যেই পেয়েছি। সর্বোচ্চ এক মাসের মধ্যে পেয়েছি
আপনার জন্য শুভকামনা রইল।
ভাই আপনি কি অরজিনাল পেপারস পাইছেন নাকি স্কেন কপি পাইছেন
Valobasha oviram viya❤❤
আপনাকে ধন্যবাদ ভাই।
ভাই আমি আপনার ভিডিওর সব কমেন্টগুলো দেখলাম এবং বুঝলাম যে সবার আপনি প্রায় সবার কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করেন। এটা খুব ভালো লাগলো আমার। আমাকে যদি আপনার মেইল এড্রেসটা দেন আমি পার্সোনালি আপনার কাছ থেকে কিছু পরামর্শ নিতাম। ধন্যবাদ
ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেজবুক লিংক দেয়া আছে আপনি চাইলে মেসেঞ্জারে নক করতে পারেন।
ধন্যবাদ ভাইজান আপনাকে
এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য 🤲🤲🤲🤲🤲
আপনাকে ও অনেক ধন্যবাদ ভাই আমাদের ভিডিও দেখার জন্য।
ভাই আপনি নিজে কিভাবে পোল্যান্ডে আসলেন বর্তমানে কি করছেন এই বিষয়ে একটা ভিডিও বানাবেন
আপনাকে ধন্যবাদ ভাই আমাদের পরামর্শ দেয়ার জন্য। অবশ্যই এই বিষয় ভিডিও বানাবো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আজকে আমি পুলেনড এর ওয়ারক পারমিট পেলাম,,,
আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া ,এত সুন্দর করে পুরো বিষয়টা বুঝিয়ে বলার জন্য।
আপনাকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।
ধন্যবাদ ভাই ❤
আপনাকে ও ধন্যবাদ ভাই।।
ইলেকট্রনিক অ্যাপোয়েন্টমেন্ট ডেট নিয়ে ভিডিও করেন কিছু ইনফরমেশন দেন আমার উপকারে আসবে
আমরা চেষ্টা করবো।
ধন্যবাদ ভাই
আপনাকে ও ধন্যবাদ ভাই।
আলহামদুলিল্লাহ ওয়ার্কপারমিট আসছে
ভাই আপনার সাথে সরাসরি ফোনে কথা বলতে চাই।
ভাই আপনার জন্য শুভকামনা রইল। আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলা যাবেনা আমাদের কোনো কলিং নাম্বার নাই। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেজবুক লিংক দেয়া আছে, আপনি চাইলে ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন।
thanks
thank you too...
ভাই trc card e বাবার নামে একটি অক্ষ্যর ভুল থাকলে কোন সমস্যা হবে দেশে ছুটিতে যেতে
যদি এয়ারপোর্টে ইমিগ্রেশনে এটা ধরা না পরে তবে অসুবিধা নেই। আর ধরা পরলে অবশ্যই অসুবিধা আছে, তাই এটা এখুনি ঠিক করে নিন।
পোল্যান্ডের সবচেয়ে উন্নত ও বড় শহরের নাম বলেন যেখানে কাজের চাহিদাও বেশি
ব্রোসোয়াভ, ক্রাকোভ,গিদান্সক,কাতুভিজ, পোলজনান, ওয়ার্শ, উজ, এগুলো হলো পোল্যান্ডের উন্নত আর বড় শহর।
ভাইয়া । পোল্যান্ড দিকে অনেক লোক আছে পোল্যান্ডযাচ্ছে এ বিষয় নিয়ে যদি কোন ভিডিও তৈরি করেন ভালো হতো আমাদের জন্য
ভাই আমরা সবসময় পোল্যান্ড নিয়েই ভিডিও বানাই। অনেক গুলো ভিডিও আছে পোল্যান্ড আসার ব্যাপারে আপনি সেগুলো দেখে নিন।
ইনশাল্লাহ ভাই আমি আপনার আইডিটি মনোযোগ সহকারে ফলো করি। বর্তমান ওমান রয়েছে কিভাবে কি করতে পারি এ বিষয়ে যদি বিস্তারিত বলতেন। সৌদি গিয়ে ফাইল জুমা করবো না দিল্লি গিয়ে জমা করবো। এ বিষয়ে যদি বড় ভাইয়ের মতন কিছু বলতেন আমাকে আমার জন্য উপকার হত
ভাই আমি সৌদি রিয়াদে থাকি। আমি আগামী ৭দিন পর এম্বাসিতে যাওয়ার তারিখ পেয়েছি এখন আমার পাসপোর্টের মেয়াদ আছে সাড়ে ৫মাস এখন আমি কি ইমারজেন্সি ১বছরের মেয়াদ বাড়িয়ে গেলে বিসা পাওয়ার সম্ভাবনা আছে কি না জানাবেন।pls ভাই আমি আপনার উত্তরের অপেক্ষায় আছি।
ভাই আপনি নতুন পাসপোর্ট এতো অল্প সময় করতে পারবেন?৷ পাসপোর্টের মেয়াদ মিনিমাম ১ বছর হলে ভালো হয়।
@@eurolifebd ভাই আর যদি পাসপোর্ট এর কারনে আমার বিসাটা না হয় পরবর্তীতে নতুন পাসপোর্ট করে কি এপোনমেন্ট নিয়ে এম্বাসিতে যাই তখন কি পুরনো কোন কিছু অনলাইনে শো করবে কি না বা কোন সমস্যার সম্মুখীন হতে হবে কিনা?
ভাই ভিসা যে কোনো কারোনে নাও হতে পারে। এটা,কোনো দুর্বলতা বা ক্রাইম না। আপনি যে কোনো সময় রিআপিল বা নতুন করে এপ্লাই করতে পারবেন। আর আপনার সমস্ত রেকর্ড সার্ভারে সেইভ থাকবে এতে কোনো সমস্যা নাই।
ভাই ইলেকট্রনিক ওয়ার্ক পারমিট দিয়ে কি দিল্লি ভিএফএস এ ফাইল জমা নেয়?
হা অবশ্যই।
আসালামু আলাইকুম ভাই জান আমি একটা poland er ekta Agency file joma deachi akhon tara bolteche je 700 dolar agency fee pay korte 2 part A ami ki akhon pay korbo please help me
ভাই আপনি যদি শিওর হন ওরা আপনার জন্য সঠিক কাজ করবে, তাহলে আপনি লেনদেন করতে পারেন।
ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আমি দুবাইতে আছি পোল্যান্ডের জন্য জমা করেছি। কিন্তু আমি বাংলাদেশ থেকে যেতে চাই ইন্ডিয়া এম্বাসি ফেস করে। আমি কি এখন এখান থেকে ক্যানসেল নিয়ে দেশে চলে গেলে কোন সমস্যা হবে। ভাই ইমারজেন্সি ছুটিতে প্লিজ জানাবেন।🙏
ভাই আমার মনে হয় ক্যান্সেল না করাই ভালো। কারোন ভিসার তো ১০০% নিশ্চিত গ্যারান্টি নেই। তাই ছুটি নিয়ে গেলে বেটার।ন
@@eurolifebd হ্যালো ভাইয়া তাইলে আর একটা প্রশ্ন। এখানকার বিশা চালু থাকে আমি যদি দিল্লিতে জমা করি। আর যদি ভিসা হয় তাহলে কি ওইখানে আমার এন ও সি পেপার লাগবে আমার এখানকার আর মালিকের নাকি ভিসা চালু থাকলেও কি আমার ভিসা হয়ে যাবে । নাকি এখান থেকে ভিসা ক্যানসেল করতে হবে। প্লিজ ভাই
আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাই
আমি দুবাই থেকে আপনার সব ভিডিও দেখি
ভাই আমার কাছে একটা পোল্যান্ড ওয়ার্ক পারমিট
আপনি কি চেক করে দিতে পারবেন আসল না নকল প্লীজ জানাবেন ভাই
অলাইকুম আসসালাম ভাই। ওয়ার্ক পারমিট আপনি নিজেই নিজেরটা চেক করতে পারবেন। আর কেউনা৷ নিয়মটা আমি ভিডিওতে দেখিয়েছি। আপনি দেখে নিন।
th-cam.com/video/2csp1w8f7Qs/w-d-xo.html
Vaiyya appointed date niye akta video upload korben... Ki bhabe argent date pawyya jai...jader India visa kora ace tara to date paiteci na.. Ki koroniyo tader...??
ভাই আপনাকে ধন্যবাদ। পরামর্শ দেয়ার জন্য। আমরা এই বিষয় ভিডিও দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
@@eurolifebd Vaiyya ei appointed er jonno manus onek tension e thake...sobar Jonno akta easy video upload korben jate manus upokar hoi...?
Vai Godan serwis company niye kicho zanaben plzzz
ভাই এই কোম্পানি সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। এদের বিষয় জানতে পারলে আপনাকে জানাবো
ভাই এই কোম্পানি সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই।
ভাইয়া বরতোমান কি হচ্ছে ওয়ার্ক পারমিট,,,, আমি দুই মাস আগে আমার সব কিছু জমা দিছি,,, এখনো খবর নাই
ভাই ওয়ার্ক পারমিট এর জন্য এপ্লাই করলে ১/২ মাসের মধ্যে বের নয়।
ভাইয়া ওয়ার্ড পারমিট পেয়েছি। এখন একটা কমেন্টের ডেটে নেওয়ার জন্য কত টাকা লাগতে পারে। বিষয় বিস্তারিত জানাবেন
ভাই এপয়েনমেন্ট ডেট পাওয়ার জন্য আপি যেখানে আছেন সেখানকার কোনো এজেন্সির সাথে যোগাযোগ করেন, কারোন ডেট নেয়ার জন্য কোনো নির্দিষ্ট রেট নাই। যার কাছে যা নিয়ে পারে।
ভাই আমার ওয়ার্ক পারমিট আসার পর এম্বাসি এপার্টমেন্ট ডেট এর জন্য অনলাইনে যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয় ওইখানে আমার জন্মতারিখ ভুল করেছে এতে কি কোনো অসুবিধা হবে?
ভাই সকল ডকুমেন্টস এর ডাটা সব যায়গায় একই রকম হতে হবে। উল্টা পাল্টা হলে সমস্যা হবে।
@@eurolifebd ভাই এটা সমাধান করার কোন উপায় আছে কি?
ভাইয়া এখন নাকি ইন্ডিয়া তে ফাইল জমা দিলে ইমেইল এর মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়??? এটি নিয়ে একটি ভিডিও দিন।
আপনাকে ধন্যবাদ আমাদের পরামর্শ দেয়ার জন্য। আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ভাই করুনার কোন টিকা নেই নাই। করুনার কোন টিকা কার্ড ছাড়া কি পোলান্ডে প্রবেশ করা যাবে।
টিকা দিয়ে সার্টিফিকেট নিয়ে নিন। বাংলাদেশ এয়ারপোর্টে ইমিগ্রেশন এটা চাইবে।
ভাইয়া কেমন আছেন? অনেক অনেক উপকার হবে।
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই। ভাই ২ মাস হলে পারমিট পেয়েছি কিন্তু দিল্লি এম্বাসি appointment ডেট পাছি না। কি করবো বুঝতেছি না।
ভাই এপয়েনমেন্ট ডেট পাওয়া খুবই কঠিন, আপনি চেষ্টা করতে থাকেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ।
@@eurolifebd আপনার সকল ভিডিও আমাদের জন্য খুব উপকার আসে। আপনি খবুই সুন্দর করে সব বুঝিয়েন।ইচ্ছা আছে ইনশাআল্লাহ পোল্যান্ড এসে আপনার সাথে দেখা করবো।
Vai 4 tarikh Amar work permit asce plz vai check kore diben
ভাই ওয়ার্ক পারমিট কেউ কারোটা চেক করে দিতে পারবে না, এটা নিজের টা কেবল নিজেই চেক করতে পারে। এই ভিডিও টা দেখেন তাহলেই পারবেন
th-cam.com/video/2csp1w8f7Qs/w-d-xo.html
Agency ta poland obosteet ami chinina on line a peachi
👍
পোল্যান্ডের সিজনাল পারমিটে ভিসা হওয়ার সম্ভবনা কেমন
ভাই ডকুমেন্টস জেনুইন হলে যেকোনো ভিসা হবে।
vai polend ambesite utote bank statement lage ni amar tho nai ami dolar anduajmen korle ki hobe
ব্যাংক একাউন্ট করে তারপর স্টেটমেন্ট বানান।
@@eurolifebd Vai amar kase r smy nai ami indiar bisa laganit disi o bolse kuno somossa nay o baniye dibe
ভাই ওয়ার্ক পার্মিটে কী দেখা যায় পোল্যান্ডের কোন শহরে শিপট হবে
হা কোম্পানির এড্রেস ওয়ার্ক পারমিট এ দেয়া থাকে।
হা ওয়ার্ক পারমিট এর উপরে কোম্পানির এড্রেস দেয়া থাকে।
ভাই হোটেলের কাজ গুলা কি কি হয়
রেস্টুরেন্ট আর হোটেলে মধ্যে কাজের ব্যবধান কি???
রেস্টুরেন্টে ধোয়ামোছা থেকে শুরু করে খাবার বানানো সার্ভ করা ক্লিনিং ইত্যাদি কাজ করতে হয়। আর হোটেলে, রুম সার্ভিস, ক্লিনিং, ঘরদোর গোছানো, ইত্যাদি কাজ করতে হয়।
ভাই পারলে লিথুনিয়ার পারমেট অরজিনাল না ফেক ভিডিও দিবেন
ভাই লিথুনিয়া সম্পর্কে আমাদের তেমন কোনো আইডিয়া নাই। তবে জানতে পারলে অবশ্যই আপনাকে জানাবো ইনশাআল্লাহ।
Vai jodi polande karo finger na hoe but visar date ses hoe jae tahole ki onno country te chole jawa jabe naki somossa hobe
ভিসা থাকা অবস্থায় যাওয়া-আসা করতে পারবেন। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে পারবেন না।
@@eurolifebd Mead ses hole chole jabo asbona sudu r asbona seta hobeto
ভাই ভালো আছেন ভাই আমি একটি বিষয় জানতে চাই বিষয় যেমন আমি এর আগে মরিশাস ছিলাম ঐই খানে ছুটির দিন কাজ পার্ট টাইম জব করতাম তো আমি জানতে চাচ্ছি পোল্যান্ড ওকে এভাবে আমরা ছুটির দিন পার্ট টাইম জব করতে পারব কিনা
আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। পোল্যান্ডেও আপনি ওভারটাইম করতে পারবেন চাইলে ছুটির দিনেও কাজ করতে পারবেন, তবে যে কোম্পানির ওয়ার্ক পারমিট সেই কোম্পানির কাজই করতে হবে। বাহিরে কাজ করতে পারবেনা। আপনাকে ধন্যবাদ।
@@eurolifebd ভাই আমার কোম্পানিতে মাত্র 40 ঘন্টায় কাজ করতে হবে এটা আমার একাউন্টে শুনে লেখা আছে
@@gobindadas9019 কাজে যোগদান করার পর বাড়িয়ে নিবেন।
আসসালামুআলাইকুম ভাই কেমন আছেন?
আমার ওয়ার্ক পারমিট বের হইছে বলছে বাট এখনো হাতে পাই নাই, ১০/১২ দিন সময় লাগবে কুরিয়ারে আসতে, এখন কথা হচ্ছে আমি আমার পুরানো পাসপোর্ট দিয়ে ওয়ার্ক পারমিট পাইছি এবং নতুন রেনী করতে দিছি আমার ও ইলেক্টিক ওয়ার্ক পারমিট বলছে এখন এই ক্ষেত্রে আমার ডাটা গুলা যদি পুরনো পাসপোর্ট অনুযাই তাদের সারবারে সেভ করে তাহলে এই ক্ষেত্রে কি কোন সমস্যা হবে কিনা???
আমি কুয়েতে থাকি
আর এখন প্রস্তুুতি হিসাবে কি কি করনি আমার যদি পরামর্শ দিতেন।
অলাইকুম আসসালাম।
ভাই ভিসা এপ্লাই এর সময় দুটো পাসপোর্ট এর কপি জমা দিবেন। এবং দুটো পাসপোর্ট ই সাথে রাখবেন। আমরা যে ডকুমেন্টস লিস্ট দিয়েছি সেগুলো দেখে ফাইল রেডি করুন, এবং এপয়েনমেন্ট ডেট নেয়ার চেষ্টা করুন ডেট পেলে সঠিক সময় এপ্লাই করে ফেলুন। আপনার জন্য শুভকামনা রইল।
@@eurolifebd ThankYou vai♥
হ্যালো আসসালামু আলাইকুম। ভাই আমার একটা প্রশ্ন ছিল।। আমি দুবাই তে আছি এবং পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য জমা করেছি আমার মামার কাছে আমাকে বলতেছে বাংলাদেশে চলে যেতে ইন্ডিয়া এম্বাসি ধাকা ভিসা করবো। এখন আমি যদি এখান থেকে ইমার্জেন্সি ছুটিতে যায়। তাহলে কি দিল্লিতে ফাইল জমা করার সময় আমার যেখানে ভিসা চালু থাকবে। তাইলে কি এখানকার মালিক থেকে ইন ও সি নিতে হবে। আর যদি ক্যানসেল করে যাই তাইলে কি কোন সমস্যা হবে। আমার ভিসা পেতে পাসপোর্ট এর। প্লিজ ভাইয়া একটু রিপ্লাই দিবেন
অলাইকুম আসসালাম ভাই
দাবাই এর ডকুমেন্টস শো করে এপ্লাই করলে এন ও সি লাগবে। না হয় লাগবেনা।
আসসালামুআলাইকুম ভাই সিঙ্গাপুরে যেভাবে চেক দেওয়া যায় পোল্যান্ডে চেক করা যায় কিনা Google
অলাইকুম আসসালাম ভাই।
গুগলে পারবেন না। চেক করতে হলে কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। অথবা এম্বাসি তে।
ভাইয়া কোরিয়ার কোম্পানি কেমন,,,,,,, হয় আর কাজ গুলা কি কি হয় একটু জানালে ভালো হয় ভাই
ভাই কোরিয়ার কোম্পানি সম্পর্কে আমার কোনো ধারণা নাই।
আসসালামু আলাইকুম ভাই জান কেমন আসছেন। নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। ভাই ওয়ারক পারমিটে যে salary উল্লেখ করে অই salary কি অরা দেয় না নয় ছয় করে কিনা। আর আরেকটা পশ্ন ওয়ারক পারমিটে কি পাসপোর্ট নাম্বার তাকেনা দয়া করে যদি জানাইতেন খোশি হইতাম ধন্যবাদ ভাই।
অলাইকুম আসসালাম ভাই। ওয়ার্ক পারমিট এ যে স্যালারি থাকে সেটা সর্বনিম্ন, এটার ওপর ট্যাক্স পে করা হয়। আপনি এই স্যালারির চেয়ে বেশি পাবেন। ওয়ার্ক পারমিট বের নাম আর জন্মতারিখ লেখা থাকে।
@@eurolifebd ধন্যবাদ ভাই
Assalamualaikum vai
Saudi theke ki
Re entry paper
Baddhota mulok vai
R re entry paper na dile ki kono pblm hbe 😊
অলাইকুম আসসালাম ভাই। দিতে পারেন। না দিলেও চলে।
@@eurolifebd Thank you vai ❤️
ভাইয়া ইলেকট্রনিক ওয়ার্ক পার্মিটে কি কোনো ধরনের বার কোড থাকে? কারন, পোল্যান্ড থেকে আরেকজন ভাই বলতেসে বার কোড থাকে। তাই শিউর হওয়ার জন্য আপনার কাছে জানতে চাচ্ছি। প্লিজ রিপ্লে দিয়েন!
অবশ্যই সাংকেতিক কোড আছে।
সেটার মাধ্যমেই ডাটা সেভ করা হয়।
আপনাকে ধন্যবাদ।
ভাই আমি ওমান থেকে সিজনাল ওয়ার্ক পারমিট এপ্লাই করছি। তো আমাকে বলছে এপয়মেন্ট এর জন্য সৌদি অথবা দিল্লি যেতে হবে না। ওমান মাসকাট থেকে এপয়মেন্ট করে দিবে।। আর ওমান তো ভাই পোলান্ড এর কোন এমবাসি নাই।।। ভাই এটা কতটুকু সত্যি কষ্ট করে বলতেন খুব উপকার হতো প্লিজ ভাই।।।
ভাই ওমানে যদি এম্বাসি না থাকে, হয়তো ভি এফ এস গ্লোবাল থাকতে পারে। ভি এফ এস গ্লোবাল এর মাধ্যমে ফাইল জমা দেয়া যায়।
@@eurolifebd ভাই VFS কি পোলান্ড এর আলাদ। নাকি vfs এ সব ইউরোপের ভিসা হয়।
ভাই আমি ও ওমানে থাকী পারমিট পেয়েছি
ভাই আমি পোল্যান্ডে যেতে চাই এখন কিভাবে যাব বিস্তারিত আমাকে একটু জানান
ভাই আপনি পোল্যান্ড যেতে চাইলে পোল্যান্ডের কোনো কোম্পানির সাথে যোগাযোগ করুন এবং পারমিট বের করে সেই পারমিট নিয়ে এম্বাসি ফেজ করুন। এটাই প্রসেস।
@@eurolifebd ভাই আমি কোন কোম্পানিতে অ্যাপ্লাই করি নাই এখন কোম্পানিতে কিভাবে এপ্লাই করব এবং মোবাইলে কোন জায়গায় গিয়ে কি লিখতে হবে কিভাবে আপনি করতে হবে আমাকে একটু জানান
ভাই আসসালামুয়ালাইকুম
ভাই যার মাধ্যমে আবেদন করেছি উনি আমাকে গতকাল কল দিয়ে বললো,উনি নাকি আমাকে ইলেক্ট্রনিক ওয়ার্ক পারমিট দিবে এবং পারমিট ইসু করার আগে আমার সাথে ভিডিও কলে কথা বলবে।
অলাইকুম আসসালাম ভাই।
ভাই আপনার ফেসবুক পেজে একটা মেসেজে দিছে। একটু দেখবেন।। আমার আইডির নাম একাকী জীবন।
ওকে।
এটা বের করতে কতদিন সময় লাগবে।
১/২ মাস সময় লাগে।
@@eurolifebd ভাই দোয়া করবেন জমা করছি আমার মামার কাছে। ইনশাআল্লাহ
আসসালামু আলাইকুম ভাই আসা করি আল্লাহর রহমতে ভালো আছেন ভাই টাকা দিয়ে এপারমেন্ট ডেইট পাইতেছি না বাংলাদেশ থেকে কি করা যায়
অলাইকুম আসসালাম।
ভাই এপয়েনমেন্ট ডেটের ব্যাপারে আমরা কোনো আইডিয়া দিতে পারবোনা। কারোন এটা হ্যাকার এবং দালাল চক্রের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে। আপনি চেষ্টা করতে থাকেন ভাগ্য ভালো হলে অবশ্যই পাবেন।
ভাই কেমন আচেন
কি করেন ভাই
আচ্চা ভাইয়া ওপার লেটার আসার কত মাস পরে ওয়াক পারমিট আসে,, আর ওপার লেটার কি কোম্পানি থেকে নি আসে,, এটা একটু জানাবেন ভাইয়া,,, আসা করি সঠিক তথ্য জানালে আমার উপকার হয়তো ভাইয়া
আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই।
হা অফার লেটার কোম্পানি থেকে আসে। যদি ওয়ার্ক পারমিট এর জন্য এপ্লাই করা হয় তবে ১/২ মাসের মধ্যেই পারমিট বের হয়।
@@eurolifebd আমার ওপার লেটার আসচে ১০ নভেম্বর,,, কিন্তু তারা ওয়াক পারমিটের জন্য এপলাই করচে কিনা জানি,, ওয়াক পারমিট এখনও আসে নাই,,,
@@eurolifebd positive outsourcing sp.z o.o এ কোম্পানি থেকে ওপার লেটার আসচে ভাইয়া,,, তো আপনার জানা মতো কোম্পানি এটা আচে নি অথবা আপনি কোথাও দেখচেন নি,,, দেখে থাকলে একটু জানাবেন ভাইয়া,,,
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন?
ভাই এখন কি ৫ দিনে পোল্যান্ডের ওয়াক পারমিট বের হয়।
কারণ আমি বিভিন্ন জায়গায় শুনতে পারছি ৫ দিনে পারমিট বের হচ্ছে।
৫ দিনে বের হওয়ার খবর আমি শুনিনি। তবে ১/২ সপ্তাহে ওয়ার্ক পারমিট বের হয় এটা সঠিক।
Hi
Hi
Vai voice onk low 😢😢
ভলিউম টা একটু বাড়িয়ে নিন। নেট প্রবলেম হতে পারে।
@@eurolifebd Na vai ami wifi user r amr sob thik asa .. onno sobar video cay apnr voice ta slow vai apni aktu play koira daikan
পলিস ভাষা নাকি অনেক কঠিন তাহলে প্রশ্ন করবো বা তাদের ভাষা বুজবো কিভাবে
পোল্যান্ডে আসার পর ধিরে ধিরে শিখে নিবেন,
Assalamu alaikum bhai bhai apna phone number to de dena hamare pass Nahin Kisi
@@eurolifebd ধন্যবাদ ভাই দোয়া করবেন যেন আপনাদের মাঝে আসতে পারি
ভাই,বাংলাদেশ থেকে পোল্যান্ডে ভিসা রেশিও কত পার্সেন্ট??
ভাই ভিসা নির্ভর করে ডকুমেন্টস এর উপরে। ডকুমেন্টস এর রেশিও যতো ভালো ভিসার রেশিও ততো বেশি।
ভাই এখন কি পোল্যান্ড এ ইলেক্ট্রিক কাজের ভিসার রেশিও ভালো নাকি?
ডকুমেন্টস জেনুইন হলে সব কাজের ভিসার রেশিও ভালো হয়।
@@eurolifebd ভাই আপনাকে ফেসবুক পেজে মেসেজ দিছি দয়া করে যদি একটু চ্যাক দিতেন
ভাই পোল্যান্ড ওয়ার্ক পারমিটে বাংলাদেশ নাম নাই এটা আসল না নকল প্লিজ রিপলে দিয়েন?
অবশ্যই বাংলাদেশ থাকতে হবে।।
Vaiya Poland e ki job offer later dei na?
দেয়।
Vai poland er visa ratio nki onk kom
হা এটা সত্যি। তবে ডকুমেন্টস জেনুইন হলে ভিসা হয়। বেশিরভাগ সময় ই ডকুমেন্টস এ ঝামেলা থাকে।
আসসালামু আলাইকুম ভাইয়া 💜
আড়াই মাস হয়েছে আমার বন্ধুর মাধ্যমে work permit এর জন্য apply করেছি।
আশা করি এই সপ্তাহের মাঝে পেয়ে যাবো!
এখন ভাইয়া আমি জানতে চাচ্ছি যে work permit এর সাথে আর কি কি Documents চাইবো তাদের কাছে।যেগুলো Visa processing খুব বেশি জুরুরি।
অগ্রিম ধন্যবাদ ভাইয়া।
রিপ্লাই দিলে খুব উপকৃত হবো।❤
অলাইকুম আসসালাম ভাই।
ওয়ার্ক পারমিট, একুমুডেশন, গ্যারান্টি লপটার, কেম্পানি রেজিষ্ট্রেশন, কোম্পানি ট্যাক্স পেপার, ওয়ার্ক কন্টাক্ট, ট্রান্সপোর্টেশন লেটার, ইত্যাদি।
@@eurolifebd ধন্যবাদ ভাইয়া💜
প্রয়োজনে কোনো Documents যাচাই করতে চাইলে একটু check দিয়ে দিবেন!?
ভাই আমি তো ওদের ভাষা জানি না তাহলে কিভাবে আমি ওদের ভাষায় ওদের সাথে কথা বলবো
যখন আসবেন আস্তে আস্তে শিখে নিবেন।
@@eurolifebd.. বড় ভাই আমি আপনাকে বিরক্ত করলাম আপনি রাগ হবেন না আমি এবং আমার বন্ধুরা আপনার একজন নিয়মিত ফলোয়ার এবং সাবস্ক্রাইবার।
assalamualaikum Vai kmn asen
অলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?
@@eurolifebd allhamdulila valo vai duya koren vai jeno appointment date nite pari
টুরিস ভিসা দিয়ে কি এমবাসি ফেইছ করা যাবে
ভাই টুরিস্ট ভিসার জন্য এম্বাসি ফেজ করা যাবে।
@@eurolifebd tnx vai সঠিক ans দেওয়া জন্য,,, ইনশাআল্লাহ পুলেনড এসে দেখা করবহ
পারমিট বের হতে কত লাগবে
পারমিট বের হতে সাধারণত ১/২ মাস সময় লাগে।
Godan company theke amak work permit diche ❤
আপনার জন্য শুভকামনা রইল।
না ই চ
ধন্যবাদ।
ভাই আপনার মাধ্যমে পারমিট এর কাজ করা যায় আমি সৌদিতে আছি
না ভাই আমার মাধ্যমে ওয়ার্ক পারমিট বা ভিসা সংক্রান্ত কাজ করা যাবেনা। আপনাকে ধন্যবাদ।
সৌদি আরব থেকে ফাইল জমা দেওয়া যায়
দিল্লি অথবা কোলকাতা থেকে করতে পারবেন।
ভাইজান আপনার টা দেবেন দয়াকর্
আপনি কি বলছেন ভাই বুজতে পারছি না।
Vai apni amk aktu halp korte parben...
আপনি কি হেল্প চান?
Vai apnr sathe aktu kotha bolte cai
@@tutulahmed2133 ভাই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেজবুক লিংক দেয়া আছে।
Boro vai pls amk aktu halp koren naa
আপনি কি জানতে চান বলেন
আমার ওয়ার্ক পারমিটে কোন ফোন নাম্বার ও ইমেইল নাম্বার নাই, এখন আমি কি করে যোগাযোগ করব
যাদের মাধ্যমে পেয়েছেন তাদের বলেন এটাতে ফোন ইমেইল নাই কেন?, ওয়ার্ক পারমিটে অবশ্যই ফোন নাম্বার ইমেইল আইডি থাকবে।
hi
👍
@@eurolifebd আছসালামু আলাইকুম ভাই আমি মালয়েশিয়া আছি পোল্যানডে ইলেক্ট্রনিক কাজের ভিসা হবে কত টাকা খরচ লাগবে আর বেতন কত হবে