পুরো ব্যবসাটাই নির্ভর করবে কত বিক্রি হচ্ছে প্রতিদিন তার উপরে। এখানে লাভ খুবই সীমিত। তাই অবশ্যই নির্দিষ্ট একটি টার্গেট অনুযায়ী বিক্রি করতে হবে। অন্যথায় সমস্যা। আর এখন তো সবাই বাসায় বাসায় হোম ডেলিভারি দেয়। তাই একটু কঠিন। আমি বলবো অবশ্যই এই একটা ব্যবসা নিয়ে থাকা যাবে না এর পাশাপাশি অন্য কিছু করতে হবে। দুই-তিনটা প্রোডাক্ট থাকলে তাহলে তার পাশাপাশি এই ব্যবসাটা করা নিরাপদ। অন্যথায় ব্যবসার ডাউন মুখী হয়ে যেতে পারে। যেহেতু এটি সত্য কথা তাই একটু তিতা লাগতে পারে। ভালোভাবে যাচাই-বাছাই করে উদ্যোগ নিন। তবে অবশ্যই সাথে অন্য কিছু রাখুন।
বলা সহজ।
পুরো ব্যবসাটাই নির্ভর করবে কত বিক্রি হচ্ছে প্রতিদিন তার উপরে। এখানে লাভ খুবই সীমিত। তাই অবশ্যই নির্দিষ্ট একটি টার্গেট অনুযায়ী বিক্রি করতে হবে।
অন্যথায় সমস্যা। আর এখন তো সবাই বাসায় বাসায় হোম ডেলিভারি দেয়। তাই একটু কঠিন।
আমি বলবো অবশ্যই এই একটা ব্যবসা নিয়ে থাকা যাবে না এর পাশাপাশি অন্য কিছু করতে হবে।
দুই-তিনটা প্রোডাক্ট থাকলে তাহলে তার পাশাপাশি এই ব্যবসাটা করা নিরাপদ। অন্যথায় ব্যবসার ডাউন মুখী হয়ে যেতে পারে।
যেহেতু এটি সত্য কথা তাই একটু তিতা লাগতে পারে। ভালোভাবে যাচাই-বাছাই করে উদ্যোগ নিন। তবে অবশ্যই সাথে অন্য কিছু রাখুন।
বাসার পাশে আলাদা রুমে সিলিন্ডার রেখে কি ব্যবসা করা যাবে,
অথবা আইনি জটিলতা থাকলে জানাবেন
ভাইয় অনেক ভালো লাগজে বিডিওয়টা দেকে
ধন্যবাদ
আলহামদুলিল্লাহ। ভালো লাগলো
নাইস
অনেক সুন্দর ভিডিও।
রিপোর্টর এর ভয়েস শুনে মনে হয় সে রাগারাগি করে ভয়েস দিয়েছে।
😂😂😂😂😂
ফায়ার লাইসেন্স নাই
বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স লাগে কি
জি
তিনটা লাইসেন্স লাগবে
@@ratomsordar7100
কিভাবে করব এইগুলা?আমাকে একটু বলতে পারবেন?
কি কি@@ratomsordar7100
লাইসেন্স অবশ্যই লাগে কিন্তু ইনার মনে হয় লাইসেন্সই নাই
ভিডিও তৈরীর আগে কিভাবে কথা বলতে হবে সটার কোর্স আগে করেন
ধন্যবাদ
রিপোর্টার তোমার ভাষা বেবোহার ভালোনা ঠিক করবা, সাবধান করি দিলাম
জি ভাই
ডিলার মোবাইল নাম্বার দেওয়া যাবে
ডিসকেপশনে আছে
বাসার পাশে আলাদা রুমে সিলিন্ডার রেখে কি ব্যবসা করা যাবে,
অথবা আইনি জটিলতা থাকলে জানাবেন
ভুলেও এই রিস্ক নিবেন না
বাসার পাশে অন্য কোন ব্যাবসা করুন।