গরুকে কৃমির ঔষধ খাওয়ানো নিয়ম | cow worms | গরুর কৃমির ট্যাবলেট | গরুর কৃমির ইনজেকশন | cow
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024
- গরুকে কৃমির ঔষধ খাওয়ানো নিয়ম | cow worms | গরুর কৃমির ট্যাবলেট | গরুর কৃমির ইনজেকশন | cow
গরুর কৃমি হলে সকালে খালি পেটে কৃমির ওষুধ খাওয়ালে সবচেয়ে ভাল হয়। সকালে গরুকে কৃমির ওষুধ খাওয়ালে তা বেশি কার্যকর হয়। ২। গরুকে কৃমির ওষুধ খাওয়ানোর সময় ট্যাবলেট গুড়া করে চিটাগুড় বা কলার পাতার সাথে মুড়িয়ে খালি পেটে খাওয়াতে হবে।
গোলকৃমি- পাকস্থলী ও অন্ত্রনালী
পাতা কৃমি / কলিজা কৃমি- কলিজা
ফিতা কৃমি- পাকস্থলী ও অন্ত্রনালী
গরুর কৃমি রোগের ক্ষতিকর প্রভাব
গরুর কৃমি হলো খামারের নিরব ঘাতক। এদের দেখা যায় না কিন্তু ক্ষতি করে অনেক। কৃমি গরুর উৎপাদন কমিয়ে দেয়। গরুর খাওয়া দাওয়া, হজম ও বেড়ে ওঠায় বাধা প্রদান করে। গরুকে দুর্বল ও রক্ত শুন্য বরে ফেলে। বাছুরের লিভার ড্যামেজ করে ফেলে। গাভী হিটে আসে না বা আসলেও কনসেপ্ট করে না। আমাদের দেশের বেশির ভাগ খামারি এই গরুর কৃমির ব্যাপারে উদাসিন থাকে।
গরুর খাবারের পেছনে প্রচুর টাকা খরচ করে কিন্তু গরুর কৃমির ঔষধ কিনতে আমরা আমরা কার্ডপন্য করি। অথচ আপনার টাকায় কেনা খাবারের সকল পুষ্টি এই গরুর কৃমি খেয়ে ফেলছে আপনি খেয়াল করছেন না। গরুর শরীরের আঠালি উকুন সহ কয়েকটি বহি: পরজীবি গরুর স্কিনে ক্ষত তৈরি করে ও গরুর রক্ত চুষে নেয়।
গরুর কৃমি বা পরজীবি
গরু তথা সকল গবাদিপশু শরীরে বিভিন্ন ধরনের পরজীবি বা কৃমি বসবাস করে। গরুর বাসস্থান ও খাদ্যাভ্যাসের কারনে গরুর শরীরে কৃমির আক্রমণ ও বিস্তার বেশি ঘটে। গরুর শরীরের পরজীবি গুলোকে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়। যথা- ১. অন্তঃ পরজীবি, ২. বহিঃ পরজীবি।
গরুর অন্তঃ পরজীবি
গরুর শরীরের অভ্যন্তরে যে সকল কৃমি বা পরজীবি বসবসা করে তাদেরকে অন্তঃ পরজীবি বলে। গরুর পেট বা রুমেনে, গরুর লিভারে, গরুর চোখে ইত্যাদি জায়গায় বিভিন্ন রকমের কৃমি পাওয়া যায়। গরুর অন্তঃ পরজীবি তুলনামুলক বেশি ক্ষতি সাধিত করে।
গরুর বহিঃ পরজীবি
গরুর শরীরের বাইরের অংশে তথা চামরার উপরে কিছু পরজীবি বসবাস করতে দেখা যায় এদের কে বহিঃ পরজীবি বলে। এদের মধ্যে উকুন বা আঠালী অন্যতম। বহিঃ পরজীবি নানাভাবে গরুর ক্ষতি করে। রক্ত চুষে খায় ও গরুর বিভিন্ন স্কিন ডিজিস তৈরি করে। গরুর বহিঃ পরজীবি তুলনামুলক কম ক্ষতি করলেও এটিকে দমন করতে হবে।
গরুর কৃমির লক্ষণ
গরু অধিক পরিমানে কৃমিতে আক্রমণ করলে গরুর শরীরে বিভিন্ম লক্ষ্মণ প্রকাশ পায়। গরুর শারীরিক বৃদ্ধি তথা সকল উৎপাদন কমে যায়। গরুর অরুচি থেকে শুরু করে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি করে। গরুর কৃমির
গরুর খাবারে অরুচি থাকে।
ঘন ঘন পেট ফাঁপা বদহজম দেখা দেয়।
গোবর শক্ত না হওয়া বা নরম পায়খানা করা।
গরুর শরীরে রক্ত কমে গরু দুর্বল হয়ে যাওয়া।
গরুর স্বাস্থ্যের উন্নতি না হওয়া।
গাভী গরু হিটে না আশা।
গাভী গরু বীজ কনসেপ্ট না করা। ইত্যাদি
গরুর কৃমি রোগ
কৃমি আক্রান্ত হওয়ার লক্ষন
পশুটির স্বাস্থ্য শুকিয়ে যায় ও দূর্বল হয়ে পড়ে।
প্রচুর খাবার খেয়েও স্বাস্থ্যের উন্নতি ঘটে না।
উৎপাদন ক্ষমতা ও কাজ করার ক্ষমতা ক্রমান্বয়ে কমে যেতে থাকে।
লোম উসকো খুশকো হয়ে যায়।
পায়খানা দূর্গন্ধন যুক্ত ও পাতলা হয় এবং মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়।
কোন কোন সময় গলার নীচে পানি জমে ফুলে উঠে।
পেট মোটা ও বড় দেখায়।
রক্ত স্বল্পতা দেখা যায়।
গাভী গরু হীটে আসে না।
#গরুর_কৃমির_ঔষধ
#গরুর_কৃমির_ট্যাবলেট
#cow_worms
এতো সুন্দর করে বুঝানো জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার জন্য আল্লাহর কাছে দোয়া অবিরাম ।
অসংখ্য ধন্যবাদ ভাই
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ আলাইহি ওয়াসাল্লাম
আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখা যায়
অসাধারণ ভিডিও ভাই❤
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, সকাল থেকে গরুকে ট্যাবলেট গোটা খাওয়ানোর চোষ্টা করে করে খাওয়াতে পারলামনা, 🖤এখন পারবো আশা করি
শুকরিয়া প্রিয় ভাই আমার
এমন ভিডিও গুলো নিয়মিত চাই
ধন্যবাদ ভাই
ভাই হাড্ডিসহ গরুর জন্য খাদ্য রসুন কি কি একটু জানাবেন
ভাইয়া বাছুরকে বলাস খাওয়ানো যায় কেমন করে? পরের ভিডিওতে বলবেন। ধন্যবাদ ভালো ভাবে বুঝানোর জন্য।
ভাই আপনি কমন আছেন ভিডিও সুন্দর হয়েছে আমি কাতারে থেকে দেকছি আমার বারি চাপাইনবয়াবগঞ্জ আমার আসা আছে একটা খামার করবে এই রুকুম ভিডিও বেসি বেশি দিবেন
ভাই আমার গরু কিনলি মুক্ত করার জন্য ওষুধ খাওয়াতে বলছে না ডাক্তার এখন তিনটে দেওয়ার কথা বলছিলাম এখন হাফ পরিমাণ খাওয়াতে নিচে পড়ে গেছে এখন আমার কি খাওয়াবে পারব আপনি বল
সব ধরনের কৃমি জন্যে কি কাজ করবে এল টি ভ্যাড
Booster does koto kg gorur Jonno kto ml dite Hobe janaben please
Khali pate khawate hobe naki bora pate bai
Ai osud ta khawale ki goru mota hbe
ভাই গরুর হালকা পাতলা পায়খানা আছে, গরুকে কি কৃমি নাশক দেওয়া যাবে।
না
ভাই বুশটার ডোজ দেওয়ার পর কি লিবারটনিক দিব নাকি আগেই দিব
কৃমিনাশক ঔষধ খাওয়ানোর কতদিন পড়ে লিভারটনিক এবং জিনসিন খাএয়াতে হবে।
যেকোনো খাবারের সাথে খাওয়ানো যাবে ভাই
ভাই আমার উত্তরটা একটু দিবেন আজকে আমি এ মেট্টিন প্লাস 10 মিলি দিতে গিয়েছিলাম সিরিজের মুখ খুলে অনেক খানিক পরে গিয়েছে আমার এখন সন্দেহ হচ্ছে বেশি অর্ধেক পড়ে গিয়েছে আমি চাচ্ছি আগামীকাল আরো 10 মিলি দিতে চাচ্ছি সমস্যা আছে কোন?
Ami aita 2mase basur k khaoyaisi Kisu Ki hobe akhon
ভাই লিভারটনিক ও জিংক দিন কতটুকু দিব
ভাই চামড়া ভালো করার জন্য ইনজেকশন কি মাংস পেশিতে দিতে হবে। আর কখন দিতে হবে সকালে না বিকালে এবং কত সিসি দিতে হবে।
Assalamualaikum vai.
Alpo Boshir sathe ki krimir osod khawano jabo
Boro goro k
Plz plz plz replay
হালকা পানি দিয়ে খাওয়াই দিয়েন অথবা
চিটাগুড় কলাপাতা মুড়িয়ে খাওয়াই দিয়েন
ভাই একটা গরূ কে কয়দিন কৃমি ঔষধ দিতে হবে,
ox cool ওষুধ খাওয়ানো পর কৃমির ট্যাবলেট খাওয়ানো যাবে কি
300 কেজি ষাঁড় এর জন্য কয়টি বোলাস দিতে হবে?
৭০ কেজি ওজন এর জন্য ১ টি
আমি ভুসি দিয়ে খাওয়ালাম সমস্যা হবে।
না ভাই
সাত মাসের গর্ভবতি, কৃমি টেবলেট খাওয়ানো যাবে কি।
না ভাই
good
কত দিন ব্যবধান?
শুধু কি ট্যাবলেটে কৃমি যায়?
ভাই আমার একটা গরুর পেট অনেক জুলে গেছে, এটার করনীয় কি ভাই?? কোন ওষুধ খাওয়ালে পেট টা কমে আসবে ভাই,,?
ভাই আমার দুই তিনটা ষাড়ের পেট বেশী বড় হয়ে যাচ্ছে। এখন কি করলে পেট আর পেছনের অংশ সমান তাকবে
পানি কম দেবেন
আসসালামু আলাইকুম ভাই
লিভারটনিক,জিংক এগুলা কি বোস্টার ডোজের পরে নাকি কৃমির ট্যাবলেট খাওয়ানোর পরেই শুরু করে দিবো
জানালে উপকৃত হতাম ভাই
ভাই।। আমি ভুল করে এই কৃমির ট্যাবলেট হাফ 50 দিনের বাচ্চা কে খাওয়ে দিয়েছি।। কোনো সমস্যা হবে?
না সমস্যা নেই তবে এর পর থেকে আর দিয়েন না
ভাই এই টেবলেট ৪-৫ মাসের বাছুরকে খাওয়ানো যাবে.....
Na
নমস্কার দাদা আমি গরুকে ভুল করে অধিক পরিমাণ কৃমির ওষুধ খাইয়ে দিলাম এখন গরু কোন খাবার খেতে চাইছে না কি খাওয়ালে গরু টি আবার সুস্থ হবে বলুন
জিংক সিরাপ ৫ দিন খাওয়ান।
ও তার সাথে ভিটামিন বি কমপ্লেক্স ৩০ মিলি ১০ মিলি করে দিবেন
লাইভ ওয়েট ৩০০ কেজি তাহলে কয়টা টেবলেট দিতে হবে
এক ডোজে কি কৃমি যায়?
না ভাই
@@Krishi-plus ভাই এলটি ভেট দেয়ার ২১ দিন পর বুস্টার ডোজ হিসেবে আবার কি এলটি ভেট দেয়া যায় নাকি রেনা ডেক্ বা টিকলাভেন্ডাজল দিব।ভাই একটু আওয়াজ দিন?????
গরুর পেটে সম্যাসা থাকলে কৃমির ঔষধ খাওয়ানো যাবে কি।
না
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ভাই এই ঔষধে কি কি কৃমি মারা জাবে এতে কি কলিজা কৃমি জাবে?
ভাই কমেন্ট করে উত্তর পেলাম না
গরু জোর করে পানি না খাওয়ানো
দুধের গাবিকে কতদিন পরে খাওয়াবো
ভাই আপনার ফোন নাম্বার টা দিয়েন
vi namber ta Daben plz
আসসালামুয়ালাইকুম সুমন ভাই আপনার মোবাইল নাম্বারটা চাইছিলাম দয়া করে একটু পার্সোনাল মোবাইল নাম্বারটা দেন লোকমান
০১৭১৯৩৩২৪২৭
ধন্যবাদ ভাই