আপনি দেশে গেলে আপনার থেকে মনে হয় আমি বেশি খুশি হই আপনার মাতৃভূমির প্রতি এত ঠান এবং আপনি যেভাবে দেশকে তুলে দেখান তা আমার প্রবাস থেকে দেখতে অনেক ভালো লাগে
I also experienced very worst with egypt air. My flight was dac - cai - yyz. Too much delayed ended after 56 hours. Actual flight time was only 20 hours 🙃 😴
ফারুখ ভাই আপনি ইয়ার পোর্টে বসে বসে যে কথা গূলো বলেছেনূ,তা শুনে আামার চোখেও পানি এসে পড়েছে। সত্যি ফারুখ ভাই,দেশের প্রতি মায়ার টান এটা কোন কিছুর সাথে তুলনা হয়না,যদিও আমাদের দেশ অনেক সমস্যায় জর্জরিত, বাংলাদেশে আপনাকে স্বাগতম। ভাই আমিও আগষ্টের শেষের দিকে দেশে আসতেছি,দেখা হবে ইনশাল্লাহ।
খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন, এক্সপ্লেইন করেছেন। আসলে আপনার ভ্লগ নিয়মিত না হলেও প্রায়শই দেখা হয়। ভীষণ ভালো লাগে, বিশেষ করে আপনার বাচনভঙ্গি অসাধারণ। ভণিতা নেই আপনার। আপনার বা কারু ইনকাম সোর্স জানা বিন্দুমাত্র ইচ্ছে নেই। একান্তই ব্যক্তিগত। ভালো থাকবেন সব সময়। ফি আমানিল্লাহ।
নিজের দেশে সুস্বাগতম আবার। আপনার দেশাত্মবোধ মুগ্ধতা ছড়ায়। ভালো লাগলো জেনে আপনি আবার এসেছেন। যদিও দেখা হয়না কখনো। ভালো লাগে আপনার ভিডিও গুলো। আমি সব দেখি। অনেক অনেক ভালো থাকবেন।
আপনি আসলে একজন চমৎকার মানুষ। আপনার প্রতিটি কথা এমনকি প্রতিটি শব্দ চয়ন এবং উচ্চারণ অসাধারণ।কখনো মনে হয় আপনি প্রাবন্ধিক আবার কখনো মনে হয় আপনি কবি বা ঔপন্যাসিক।তবে আপনার প্রগাঢ় দেশপ্রেম আমাকে মুগ্ধ করে।সবচাইতে বেশি ভালো লাগে ৪০ বছর the United States এ থেকে আপনি দেশকে এতো ভালোবাসেন,এতো মিস করেন এটা দেখে। আমাদের দেশের দুর্নীতিবাজ, টাকা পাচারকারী ও অসৎ লুটেরাদের উচিত আপনার মতো একজন খাঁটি দেশপ্রেমিক এর প্রতিটি ভিডিও দেখা। It seems to me that আপনার প্রতিটি ভিডিও তাদের কে প্রকৃত মানুষ বানানোর জন্যে উৎকৃষ্ট lesson.আমার বাড়ি বৃহত্তর রংপুর জেলা তে। জানিনা এবার কতোদিন থাকবেন বাংলাদেশ এ। খুব কাছে থেকে আপনার মতো একজন খাঁটি দেশপ্রেমিক ও আলোকিত মানুষ কে দেখার ইচ্ছে ছিলো।যা হোক ভালো থাকবেন সবসময় এই প্রার্থনা করি। আপনার মঙ্গল কামনায় এই লিখা শেষ করলাম।
আসসালামু আলাইকুম। আমি জামান, ঢাকা থেকে। আপনার কোন ঋণ নাই, আলহামদুলিল্লাহ। এটা শুনে আমি শিহরিত হয়েছি!! আল্লাহ তায়ালা আপনাকে কবুল করুন। আপনাকে নেক হায়াত দান করুন। আমিন।
আসসালামু আলাইকুম ভাইয়া, এয়ারপোর্টে বসে আপনার কথা গুলো শুনে চোখ পানি চলে আসলো, আজ আপনি সফল, সৎ মানুষ একসময় সফল হয়। দোয়া করি ভাইয়া সারাজীবন আপনি সুস্থ থাকেন এবং নিরাপদে ভ্রমণ করতে পারেন। ❤❤
অনেক বছর পরে দেশের মাটিতেই। ঈদ উদযাপন করতে পারবেন। আংকেল দেখে খুবই ভালো লাগতেছে আপনার জন্য অনেক দোয়া & শুভ কামনা কামনা কোরবানির পশুর হাটের ভিডিও দিয়েন 😊
আমার ও কেন জানি এখন আমেরিকার ভিডিও র চেয়ে আমাদের দেশের ভিডিও গুলো এখন আপনার ক্যামেরায় দেখতে ভালো লাগে। আর আমারও দীর্ঘদিনের ইচ্ছা ছিল বিদেশ যাওয়ার বিদেশ গিয়ে সেটেল হওয়ার কিন্তু আপনার ভিডিওগুলি দেখার পর আপনার দেশ প্রেম দেখে এখন আর বিদেশ যাওয়ার চেয়ে দেশে ই থাকতে মন চায়। আবারো আপনাকে বাংলাদেশের স্বাগতম।
সাত সমুদ্র তেরো নদী পার হয়ে দেশে ফেরা। আমরা ও ঘুরে নিলাম। কতো কিছুই জানলাম দেখালাম। ঝিলমিল কে নিয়ে শুরু Remal দেখে শেষ। এটা উপরি পাওনা। ঝড় বৃষ্টি তে ঢাকার রাস্তা, বাজার কেমন ঘরে বসে দেখতে পেলাম। অনেক ধন্যবাদ ভাই, আপনার ভ্রমন সময় সুখের ও আনন্দের হোক এই দোয়া করি 🙏🤗
দাদা ভাই আসসালামু আলাইকুম আমি খোকন চট্টগ্রাম থেকে 🇧🇩❤️মালা ভাবি কে খুব চিন্তিত মনে হলো!! ফিরে আসলেন নিজ মাতৃভূমে সু স্বাগতম ভালো থাকবেন সবসময়ই সবখানে খোদা হাফেজ 🇧🇩
আসসালামু আলাইকুম ফারুক ভাই। আমি সেই করোনার সময় থেকে আপনার ভ্লগ দেখি।আমার বড় ভাইও আপনার ভ্লগ দেখতেন।একবার কমেন্ট ও করেছিলেন।আমি আজকেই প্রথম কমেন্টকরছি।আসলেই এতো খারাপের মধ্যে ও নিজের দেশ নিজের দেশই এর কোনো বিকল্প নেই। আপনার এই অনুভূতি টা খুব ভালো লগেছে।আমার ভাইয়া ২০২২ এ জানুয়ারি তে ইন্তেকাল করেছেন।আমার ভাইয়ার জন্য দোয়া করেন।আল্লাহ যেনো তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।আপনার জন্য অনেক শুভ কামনা ও দোয়া।
একটা লেখা শেয়ার করলাম।অন্যরকম অনুভূতি... আমার এক স্টুডেন্টের লেখা খুব আবেগঘন International Departure gate 4 দিয়ে হেঁটে চলে যায় আমার শৈশবের ঈর্ষা, অন্যায়ভাবে আমার থেকে কেড়ে নেয়া চকোলেট আর চিপসের প্যাকেট, আমার বয়ে যাওয়া শৈশব। তৃতীয় বিশ্বের মেধাবী ছেলেটা স্বপ্ন দেখে পক্ষী হবার। নিশ্চিত জীবনের হাতছানি, দশটা পাঁচটার নিরাপত্তার। এরপর একদিন সত্যি পক্ষী হয়ে যায়। যে পক্ষীরা আর কোনদিন ঘরে ফেরে না। আমরা যারা পেছনে পড়ে থাকি, পক্ষী বিমানের ওঠানামার দিন গুনে কেটে যায় উত্তেজক কিছু সময়। তারপর টার্মিনালে শেষ দৃশ্যের পরে পক্ষীর উড়াল নিশ্চিত করার অপেক্ষা। টার্মিনালগুলোতে কেমন রঙিন স্বপ্নের ফানুস ওড়ে, কারো স্বপ্ন ক্ষান্ত করে নতুন স্বপ্নের দিকে। মার গর্বে ভরে ওঠা বুক আর ভেজা চাহনি। তার সন্তান তৃতীয় বিশ্বের পঁচা নর্দমা থেকে অনন্য পশ্চিমের দিকে পা বাড়ায়। টার্মিনালগুলোতে বোনা হয় কত শত স্বপ্নের জাল। তারপর বাড়ি ফেরা। দু'পক্ষেরই। একাকী নৈঃশব্দ্যের কাছে। Ami ei comment korechi খুব টাচি লেখা.... সমরেশ বা শীর্ষেন্দু কোনো একজনের উপন্যাসে পড়েছিলাম বিদেশ যাওয়ার সময় নায়ক ভাবছে...নিচে অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষ...😪😪😪😪
সালামুআলাইকুম ফারুক ভাই। ইতিপূর্বে দুই একবার আপনার সাথে আমার ফোনে কথা হয়েছে। আমি মিশিগান থেকে। আপনার ভিডিও ভালো লাগার কারণ আপনার শৈশবের সাথে আমার শৈশবের প্রচন্ড মিল। দেশের প্রতি আপনি যেরকম টান অনুভব করেন সেই একই টান আমি অনুভব করি। শত ব্যস্ততার মাঝেও দেশে প্রতিবছর একবার যাওয়া হয়। আপনার ভিডিও গুলোতে অনেক ভালো ভালো ইনফর্মেশন থাকে যেমন খেজুরের রস বাংলাদেশের মসলা ইত্যাদি ইত্যাদি। এভাবে আপনি আরো সুন্দর সুন্দর ভিডিও আমাদের উপহার দেন। আপনার দীর্ঘায়ু কামনা করছি।
Jhilmil is so pretty♥️💕 "shesh boyesh" kotha ta please bolben na Sir, you are too young to say that! Airport e boshe kotha gulo khub touching chhilo, especially desh er kotha gulo😚💕 plane theke tola night sky with those sparkling lights looked like a carpet of shining diamonds✨✨ apurbo! Bonus shots er brishti bheja Dhaka dekhe Kolkatar kotha mone pore gelo Sir🌧️🌨️☔💙 khub khub bhalo thakben♥️♥️💕
বাংলাদেশের স্বাগতম ফারুক ভাই। খুব ভালো লাগছে আমাদের মাঝে আবার ফিরে এলেন।।ইজিপ্টএয়ারের কথা আমরা জানি। ওই দেশের ইমিগ্রেশনে বাংলাদেশীদের বেশ হ্যারাসমেন্ট করে। আমার অভিজ্ঞতা হয়েছিল। অকারনে আমাদেরকে ওরা দেড় ঘন্টা বসিয়ে রেখেছিল। পরে সরি ( মালিশ মালিশ ) বলে মাপ চেয়ে নিয়েছিল।মালিশ আরবি, মানে সরি। ঝরঝরে পুরাতন প্লেনের কথা আমরা আগে শুনেছি। আর মজার কথা কি জানেন দুর্নীতি করে আমরা বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স দুর্নীতি করে ইজিপ্ট ইয়ারের কাছ থেকে কয়েকটি বিমার কিনেছিল যেগুলো আমাদের লোকসানে বোঝা বাড়িয়েছিল।
আমি আপনার প্রায় সব ব্লগ ই দেখি। এই ব্লগ এ এয়ার লাইন্সের পাশাপাশি এয়ারক্রাফটের একটু পরিচয় দিয়েছেন, আশা করি এটা আরেকটু বিস্তারিত আকারে চালিয়ে যাবেন। ধন্যবাদ।
দাদা....উপমহাদেশে স্বাগত.....রুমেল কে নিয়ে যেনো ল্যান্ড করলেন, খুব ভালো সময়ে দেশে ফিরলেন.....কি যে কষ্ট গেলো তার আগে.....বৃষ্টির আনন্দে আমরা একটু স্বস্তি পেয়ে যেমন আনন্দ পেলাম আপনার তার থেকেও অনেক আনন্দিত মুখ দেখলাম দেশের মাটিতে ফিরে আসতে পেরে.....আপনাকে দেখে বুঝতে পারি শিকড়ের টান কাকে বলে.....অনেক আনন্দে আবার দেশের সব ভালোটুকু নিয়ে খুশি থাকুন দাদা 🥰🥰🙏🙏
সত্যি ফারুক ভাই আপনি দেশ প্রেমী,মনটা জুরিয়ে গেল, আপনার এই দেশ প্রেম দেখে আমিও একজন uk প্রবাসী, কাজের জন্য যেতে পারি না, আপনাকে দেখে আমার ইচ্ছে হচ্ছে খুব শিগগিরী আমিও দেশে আসতেছি ইনশাআল্লাহ, love you bro ❤❤ আমি সেই, আপনার পাকনা ছোট ভাই রুমি কোথায় 😄😄😁😁😆😆
আপনাকে স্বাগতম জানাচ্ছি নিজ দেশের পক্ষ থেকে। আর অসম্ভব ভালো লেগেছে ব্লগটি। আসলে আপনার করা প্রত্যেকটি ব্লগই অসাধারণ লাগে দেখতে। তবে আজকে একটি অন্যরকম ফিল পেয়েছি, যেমন আপনার ব্লগ দেখলে আমিরিকার জন্য উতলা হয়ে যাই। আজকেও হয়েছি কিন্ত একটু আতকেও উঠেছি। যদি আমিরিকা জাওয়ার পরই যদি দেশের জন্য বেকুল হয়ে যাই। দেশের জন্য কাদতে থাকি। যাইহোক অনেক অজানা আপনার পরসোনাল বিষয়ে জেনে খুব ভালো লাগলো। দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং সত্যিকার মুসলিম হিসেবে বেচে থাকার তাওফিক দান করুন
আপনাকে বাংলাদেশে দেখলে আমাদের ও ভালো লাগে্। ডিটেইলসে অনেক সুন্দর ভিডিও ছিলো। গত মার্চে আমরা ওমরাহর জন্য গিয়েছিলাম। আসার সময় ট্রানজিট ছিলো মদিনা থেকে কুয়েত ট্রানজিট হয়ে বাংলাদেশে। ব্যাগের বেশী ওজন নিয়ে আপনার যেমন ভয় ছিলো। আমাদের ও একই অবস্থা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে কোন সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ। আর আন্তর্জাতিক ভাবে এটাই আমার প্রথম বার প্লেনে যাত্রা ছিলো। একটা ভয় আর আনন্দ মিলে মিশ্র অনুভূতি ছিলো। বিমানে খাবারে ওরা সবাই কে জিজ্ঞেস করে দিচ্ছিল ল্যাম্ব নাকি চিকেন.? মোটামুটি ছিলো খাবার এর মান। আপনি অনেক লম্বা একটা জার্নি শেষ করে অবশেষে দেশে পৌঁছালেন। শুকরিয়া। সুন্দর ভিডিওর জন্য অনেক ধন্যবাদ।
গতকাল EWR থেকে আমিও ক্যালগারি এসেছি। ফিলাডেলফিয়া থেকে গাড়িতে এয়ারপোর্ট পর্যন্ত আসার সময় আপনার কথা বেশ কয়েকবার মনে হয়েছে। ওই এলাকার আপনার অনেক ভিডিও দেখেছি। টার্মিনাল এ তে ঢোকার পরে আপনার কথা মনে হয়েছে। মনে হচ্ছিল আপনার সাথে হয়তো হঠাৎ দেখা হয়ে যাবে । A2 গেট দিয়ে ভিতরে ঢুকে বিকাল ২:৫০ এ ক্যালগারির উদ্দেশ্যে রওনা হলাম।
আসসালামু ওয়েলেকুম! ফারুক ভাই! আপনাকে ধন্যবাদ Egypt Air এর অভিজ্ঞতা শেয়ার করার জন্য! Cairo city টা খুব সুন্দর আর অসাধারন লাগছিল! Plane landing আর take off at the same time টা অসাধারন একটা short ছিল! আমি আমার জীবনে never দেখছি! ভাইয়া আপনি আলহামদু লিল্লাহ খুব সৌভাগ্যশালী যে দেশে যেতে পারেন! আপনার কথা শুনে আমার চোখেও জল চলে আসে! আপনার সেই বৃষ্টিতে ভাতিজীর সাথে খুবই আনন্দ জনক ছিল! খুব উপভোগ করলাম! সেই cute বাবুটার কথা গুলো কি মিষ্টি! খুব ভাল লাগল! Thank you so much ভাইয়া for sharing! ভাল থাকবেন! সুস্হ থাকবেন! অনেক অনেক দোয়া আর ভালবাসা রইল! আল্লাহ হাফেজ!❤
ভাই মাতৃভূমিতে স্বাগতম। নিউজার্সি থেকে ইজিপ্ট এয়ারলাইনসে টিকেট, খাবারের মান, কায়রো এয়ারপোর্টে পাইলটের তিরিশ বছরের পুরাতন প্লেন কন্টোল সব মিলিয়ে বেশ তথ্য অনেকের উপকারে আসতে পারে। বেশ উপভোগ করলাম। আবারও আমন্ত্রণ বাড্ডাতে গরুর দুধের চায়ের চব্বিশ ঘণ্টা। ভালো থাকবেন।
আংকেল আপনাকে দেখে সত্যি খুব অবাক হই!আমরা আসলে দেশে থেকে বুঝি না দেশের মায়া কি! এখনকার জেনারেশনের তো দেশের প্রতি কোন টানই নেই!আপনার মতো যদি সবাই হতো!আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আপনাকে দেখে আমাদের অনেক শিখার আছে
Very glad to hear the news of your arrival. Even though we have not met, you are still a very special person. I hope this prayer enriches our country in the light of some experience of America.
ফারুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যেভাবে ভিডিও করেন ভিডিওগুলা অনেক ক্লিয়ার থাকে এবং নড়াচড়া করেনা সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ফারুক ভাই পাচু লোকে কত কিছুই বলে আপনি এগুলোতে কান দিবেন না আপনি আপনার মত করে চালিয়ে যান।
আবারো কমেন্টটা করলাম , আমি 11 বছর ধরে দক্ষিণ আফ্রিকাতে আছি আপনার ব্লগ দেখি মনে হয় চার থেকে পাঁচ বছর হবে।। জানিনা কখনো দেখা হবে কিনা আপনার সাথে আমি আরো দুই মাস পরে ইনশাআল্লাহ বাংলাদেশে যাব, জানিনা দেখা হবে কিনা, আপনার ভিডিও আমি 100 এর মধ্যে 80 টা দেখার চেষ্টা করি। ফাও অংশের যে বৃষ্টি ভেজার সময়টা ছিল অসাধারণ 😊কত বছর বৃষ্টিতে ভিজি না😊
ভাই , সালাম আপনার ব্লগ দেখি বেশ ভালো কথা বলেন । তবে সত্যি কথা বলতে কি ভাই, আমরা যারা বিদেশে থাকি খুব কম লোকই নিজের দেশকে ভুলে জায়। আর যারা ভুলতে পারে না ( তাদের অবস্থা কি)?? আপনার ভালবাসাটা এইভাবে ব্যক্ত করেছেন জা অন্য কে কতখানি মানসিক কষ্ট দিচ্ছে? ভেবে দেখেছেন কি?? আপনি মন ভরে উপভোগ করুন ,ক্ষতি নেই কোন, ?? ক্যামেরার সামনে এত বুক ভাঙ্গা কথা বার বার না বলাই ভাল । অনেক এর ঘরে অশান্তির কারন হচ্ছেন। আপনার দীর্ঘজীবি কামনা করছি। আল্লাহ হাফেজ।🤲🤲🌞🌷
আসসালামুআলাইকুম বড়ভাই, স্বাগত জন্মভূমি🇧🇩থেকে…!ভিডিওর এয়ারপোর্ট প্রথম অংশে, আপনার চোখের কোনায় আমি (🇧🇩জন্মভূমির মায়ার কান্নার পানি দেখলাম)ধন্যবাদ বড়ভাই🤝দেখা হবে ইনশাআল্লাহ ❤️👌🤝👏👍
আঙ্কেল আপনি এর আগে অনেক বার ভিডিও তে বলেছেন কায়রো তে ঘুরতে আসার কথা বাট এবার যেহেতু আপনি কায়রো হয়ে দেশে গেলেন চাইলে আপনি কিন্তু on arrival visa নিয়ে ৩/৪ দিন ঘুরে যেতে পারতেন। তাহলে আপনার অনেক খরচ ও বেঁচে যেতো এক কাজে দুই কাজ হতো। যাক আপনার নিমন্ত্রণ রইলো কায়রো তে। আমি কায়রো তে ই আছি। আপনার নিয়মিত একজন ভিউয়ার আমি। আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমি ।
Egypt এ বিয়ের দাওয়াত ছিল গত বছর। ক্যানসেল করে দিয়েছি। ড্রোন তো নিতেই দিবে না। কোন ভাল ক্যামেরাও নিতে দিবে না। ছবি তোলা বা ভিডিও করা খুবই restricted. চোর বাটপারে ভরা দেশে যেয়ে কি করব? এজন্য আর যাওয়ার কোন ইচ্ছা নাই। ধন্যবাদ।
@@AdventureTube21 তবে যদি কখনো আসেন তাহলে আমাকে নক দিয়েন। আর মিশরে কেনো জানি ছবি ভিডিও করতে দেখলে তারা বেশিরভাগ সময় ই নিষেধ করে এবং বাধা দিয়ে থাকে। তাদের এমন আচরণের রহস্য আমি আজও খুজে পেলাম না।
আমি এই মাসের ৩ তারিখ নেওয়ার্ক থেকে বাংলাদেশ গিয়েছিলাম, ফিরেছি ২৭ তারিখ। আমারও আসা যাওয়া মিলে ১৩০০+- পড়েছিল। কিন্তু সার্ভিসও অমনই লেগেছিল, সস্তার যেমন হয়। ফিরে আসার সময় খাবার দিতে অনেক দেরি করেছিল। আমার লো প্রেশার, শরীর খুব খারাপ লেগেছে আসার সময়। বাংলাদেশ থেকে আসার সময় দেখলাম অনেক সিট খালি। আমি ঢাকা থেকে কায়রো, কায়রো থেকে আমেরিকা দুইবারই তিন সিট নিয়ে এসেছি। এরকম অনেক সিটই খালি দেখেছি। জানি না ওরা নিজেদের সার্ভিস ভালো না করলে ভবিষ্যতে কী হবে। বাই দ্যা ওয়ে, দোয়া করি সুস্থভাবে গিয়ে পৌঁছান।
আপনি দেশে রিসোর্ট টাইপের কিছু একটা করে রেখে যেতে পারেন যাতে সেটা আপনার এবং আপনার পরিবারের জন্যে দেশে আসা সামার ভাকেশন এনজয় করার উপলক্ষ এবং কিছুটা মেইনটেন্স ব্যয়টা দুই একটা কটেজ ভাড়া দিয়ে উঠে যায়।
Hello Farooq bhai ur friend from Toronto Canada 🇨🇦 I'm so glad you have reached safely to Daka. Sorry your experience with Airline was not good and pleasant. Enjoy your stay and be safe in Dhaka.😊
ফারুক ভাই আসসালামু আলাইকুম আমি নিয়মিত আপনার ভিডিও দেখে থাকি জানতে পারছিলাম সহসায় দেশে ফিরবেন আপনাকে ঢাকাতে স্বাগতম আপনি নিরাপদে দেশে পৌঁছান আপনার জন্য আল্লাহর নিকট দোয়া রইল খোদা হাফেজ
শ্রদ্ধেয় ভাই,গত শুক্রবারে ও তাকওয়া মসজিদে আছরের নামাজ পরেছি ও বন্ধুর জন্য দোয়ার মিলাদে অংশ গ্রহন করেছি ও আপনার বাসার নিচে অর্থাৎ stone kohinoor palace এর সামনে গিয়ে মনে মনে ভাবতেছি ফারুক ভাই এই ভবনে থাকেন,its net ব্যবসা করেন আমার বাল্য বন্ধু মামুন আপনার বাসার কাছে ,তো ভাবলাম আপনার সাথে কোন একদিন দেখা হবে ইনশাল্লাহ ,ফারুক ভাই আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইলো ৷
Hi, we grow up, one day we get married, fallen love for the first time, then we give hard 30 years of work,raise family and etc. then we realized what are we missing in life…..Faruq Bhai I am glad you found your cause of living. Good to see you smile and entertain us. Long live. Asta…..
আমার সালাম নিবেন। আশা করি ভাল আছেন। আপনার কাছ থেকে অনেক শেখার আছে। ভাল ভাবে দেশে আসতে পেরেছেন এ জন্য মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। ভাল থাকবেন ভাই। ধন্যবাদ।
ধন্যবাদ উত্তর প্রদানের জন্য। একদিন আপনাকে এই গরীবের কুঠিরে দাওয়াত রইল। এমনে কোন কারন নেই তবে সাদা মনের মানুষ বলে এই দাওয়াত। সাভারের ১ নং কলমা আমার ছোট কুঠির। ঠিক গোলাপ বাগানের পশ্চিম দিকে। সাভার স্ট্যান্ড থেকে সিএন্ড বি স্ট্যান্ড- থেকে ১ কিলো আশুলিয়া রোডের কলমা ১, বা নিউ হরাইজন বিডি কোম্পানি যেয়ে মোঃ শামীম মিয়া বললে আমাকে ফোন দিবে বা আমার বাড়িতে নিয়ে আসবে।আমি ঐ কোম্পানিতে পারসনেল টিম লিডার ( প্রশাসনিক বিভাগ) হিসাবে কর্মরত আছি। আর আসার সময় আমার ফোন নাম্বার দিব। ফি আমানিল্লাহ
আমার লাইফেই আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, ঢাকাতে কাজ করে প্রাইভেট ভার্সিটির পড়াশোনার খরচ চালিয়েছি । এখন জব করি কিন্তু সে রকম ভালো কিছু না যে রকম থাকার কথা ছিলো ( আলহামদুলিল্লাহ আল্লাহ্ তুমি যে আমাকে বাচিয়ে রেখেছ এবং জব লেস রাখো নাই... )। তার মানে আমি এখনো সংগ্রাম করে যাচ্ছি । আমি একজন বি এস সি ইঞ্জিনিয়ার (কম্পিউটার সায়েন্স ) ।
মিশরীয় অনেকের সাথে মিশেছি, জাতি হিসেবে স্বার্থপর এবং কন্জুস জাতি! ড্রিম লাইনার ৭৮৭-৯ এয়ারক্রাফট পাঠায় তারা ঢাকাতে! চট্টগ্রামে আসলে জানালে খুশি হব! গতবার চট্টগ্রাম রেডিসন হোটেলে সোহেল ভাই ও পারভেজ ভাই সহ আড্ডা ছিল মনে রাখার মত!
আসসালামু আলাইকুম ।ফারুক ভাই কেমন আছেন ? আপনাকে অনেক ভালবাসি আল্লাহর জন্য ।আপনার সাথে আমার একটা বিজয় অনেক মিল আছে তা হল আপনি দেশে থাকতে পছন্দ করেন আমিও কিনত দেশে থাকতে পছন্দ করি কিনত আমি আপনার মত এত বেশী বার বার যেতে পারি না আমার ছেলে মেয়েরা এখনও যব করে না তাই । আমি New York এ থাকি Jackson heights এ Broadway 8215💕💕💕💕💕💕💕🇬🇶🇧🇩👍🇺🇸💙🌹💜🩷❤️🖤🤎
আপনি দেশে গেলে আপনার থেকে মনে হয় আমি বেশি খুশি হই আপনার মাতৃভূমির প্রতি এত ঠান এবং আপনি যেভাবে দেশকে তুলে দেখান তা আমার প্রবাস থেকে দেখতে অনেক ভালো লাগে
Thank you 😊
@@AdventureTube21 ❤❤❤
@@AdventureTube21
বাংলাদেশেই থেকে যান পারমানেন্টলি।
দেশের গরীব অসহায় ভালো ছাত্রদের সাহায্য সহযোগিতা করলে দেশের অনেক অনেক বেশি সত্যিকারের উপকার হবে।।।
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
I also experienced very worst with egypt air. My flight was dac - cai - yyz. Too much delayed ended after 56 hours. Actual flight time was only 20 hours 🙃 😴
আপনি বাংলাদেশে এলেই আপনাকে বেশি আনন্দিত দেখায়। আর আপনার দেশাত্ববোধ আমাকেও আনন্দিত করে।❤
Alhamdulillah
ফারুখ ভাই আপনি ইয়ার পোর্টে বসে বসে যে কথা গূলো বলেছেনূ,তা শুনে আামার চোখেও পানি এসে পড়েছে। সত্যি ফারুখ ভাই,দেশের প্রতি মায়ার টান এটা কোন কিছুর সাথে তুলনা হয়না,যদিও আমাদের দেশ অনেক সমস্যায় জর্জরিত, বাংলাদেশে আপনাকে স্বাগতম। ভাই আমিও আগষ্টের শেষের দিকে দেশে আসতেছি,দেখা হবে ইনশাল্লাহ।
😢😢
Inshallah bhai. Thank you. 🥰
খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন, এক্সপ্লেইন করেছেন। আসলে আপনার ভ্লগ নিয়মিত না হলেও প্রায়শই দেখা হয়।
ভীষণ ভালো লাগে, বিশেষ করে আপনার বাচনভঙ্গি অসাধারণ। ভণিতা নেই আপনার। আপনার বা কারু ইনকাম সোর্স জানা বিন্দুমাত্র ইচ্ছে নেই। একান্তই ব্যক্তিগত। ভালো থাকবেন সব সময়। ফি আমানিল্লাহ।
Thank you 😊
আপনি বাংলাদেশে আসলে মনে হয় আমার নিজের আপন কেউ আসছে অনেক খুশি লাগে
Thank you 💕
নিজের দেশে সুস্বাগতম আবার। আপনার দেশাত্মবোধ মুগ্ধতা ছড়ায়। ভালো লাগলো জেনে আপনি আবার এসেছেন। যদিও দেখা হয়না কখনো। ভালো লাগে আপনার ভিডিও গুলো। আমি সব দেখি। অনেক অনেক ভালো থাকবেন।
Thank you 😊
দাদা সত্যি বলতে কি আমি আপনার আমেরিকার ভিডিও একটি ও দেখিনি এবং এবার দেশের ভিডিও গুলো মন দিয়ে দেখবো এজন্য সত্যিই আনন্দ লাগছে।
ধন্যবাদ আপনি দেশে গিয়েছেন।
My pleasure bhai. Thank you.
আপনি আসলে একজন চমৎকার মানুষ। আপনার প্রতিটি কথা এমনকি প্রতিটি শব্দ চয়ন এবং উচ্চারণ অসাধারণ।কখনো মনে হয় আপনি প্রাবন্ধিক আবার কখনো মনে হয় আপনি কবি বা ঔপন্যাসিক।তবে আপনার প্রগাঢ় দেশপ্রেম আমাকে মুগ্ধ করে।সবচাইতে বেশি ভালো লাগে ৪০ বছর the United States এ থেকে আপনি দেশকে এতো ভালোবাসেন,এতো মিস করেন এটা দেখে। আমাদের দেশের দুর্নীতিবাজ, টাকা পাচারকারী ও অসৎ লুটেরাদের উচিত আপনার মতো একজন খাঁটি দেশপ্রেমিক এর প্রতিটি ভিডিও দেখা। It seems to me that আপনার প্রতিটি ভিডিও তাদের কে প্রকৃত মানুষ বানানোর জন্যে উৎকৃষ্ট lesson.আমার বাড়ি বৃহত্তর রংপুর জেলা তে। জানিনা এবার কতোদিন থাকবেন বাংলাদেশ এ। খুব কাছে থেকে আপনার মতো একজন খাঁটি দেশপ্রেমিক ও আলোকিত মানুষ কে দেখার ইচ্ছে ছিলো।যা হোক ভালো থাকবেন সবসময় এই প্রার্থনা করি। আপনার মঙ্গল কামনায় এই লিখা শেষ করলাম।
Alhamdulillah. Many thanks. Appreciate your kind words & continuing support. 💕🥰
আসসালামু আলাইকুম। আমি জামান, ঢাকা থেকে।
আপনার কোন ঋণ নাই, আলহামদুলিল্লাহ। এটা শুনে আমি শিহরিত হয়েছি!! আল্লাহ তায়ালা আপনাকে কবুল করুন। আপনাকে নেক হায়াত দান করুন। আমিন।
Waalaikum Assalam. Alhamdulillah bhai. Thank you.
চোখের কোনে জল জমে গেল ভাই😢 দেশের প্রতি আপনার এই মায়া ভালোবাসা আর শ্রদ্ধাবোধ দেখে আবেগআপ্লুত হয়ে গেলাম🥹🥹 আপনার জন্য শুভকামনা ভালো থাকুন🩵🩵🩵
Thank you 😊
আমার হৃদয় ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য!!! ফারুক ভাই, আপনাকে দেশে সু স্বাগতম জানাই।💐💝👍
💕🥰
আসসালামু আলাইকুম ভাইয়া, এয়ারপোর্টে বসে আপনার কথা গুলো শুনে চোখ পানি চলে আসলো, আজ আপনি সফল, সৎ মানুষ একসময় সফল হয়। দোয়া করি ভাইয়া সারাজীবন আপনি সুস্থ থাকেন এবং নিরাপদে ভ্রমণ করতে পারেন। ❤❤
Waalaikum Assalam. Many thanks dear 🥰💕
অনেক বছর পরে দেশের মাটিতেই।
ঈদ উদযাপন করতে পারবেন। আংকেল
দেখে খুবই ভালো লাগতেছে আপনার
জন্য অনেক দোয়া & শুভ কামনা কামনা কোরবানির পশুর হাটের ভিডিও দিয়েন 😊
Inshallah I will. Thank you.
আমার ও কেন জানি এখন আমেরিকার ভিডিও র চেয়ে আমাদের দেশের ভিডিও গুলো এখন আপনার ক্যামেরায় দেখতে ভালো লাগে। আর আমারও দীর্ঘদিনের ইচ্ছা ছিল বিদেশ যাওয়ার বিদেশ গিয়ে সেটেল হওয়ার কিন্তু আপনার ভিডিওগুলি দেখার পর আপনার দেশ প্রেম দেখে এখন আর বিদেশ যাওয়ার চেয়ে দেশে ই থাকতে মন চায়। আবারো আপনাকে বাংলাদেশের স্বাগতম।
Thank you 💕
সাত সমুদ্র তেরো নদী পার হয়ে দেশে ফেরা। আমরা ও ঘুরে নিলাম। কতো কিছুই জানলাম দেখালাম। ঝিলমিল কে নিয়ে শুরু Remal দেখে শেষ। এটা উপরি পাওনা। ঝড় বৃষ্টি তে ঢাকার রাস্তা, বাজার কেমন ঘরে বসে দেখতে পেলাম। অনেক ধন্যবাদ ভাই, আপনার ভ্রমন সময় সুখের ও আনন্দের হোক এই দোয়া করি 🙏🤗
❤❤❤❤
My pleasure bhai. Thank you.
@@AdventureTube21 🙏🤗
@@aeyshashiddiqua9280 ❤️❤️❤️
দাদা ভাই আসসালামু আলাইকুম আমি খোকন চট্টগ্রাম থেকে 🇧🇩❤️মালা ভাবি কে খুব চিন্তিত মনে হলো!! ফিরে আসলেন নিজ মাতৃভূমে সু স্বাগতম ভালো থাকবেন সবসময়ই সবখানে খোদা হাফেজ 🇧🇩
Waalaikum Assalam. Many thanks bhai.
আসসালামু আলাইকুম ফারুক ভাই। আমি সেই করোনার সময় থেকে আপনার ভ্লগ দেখি।আমার বড় ভাইও আপনার ভ্লগ দেখতেন।একবার কমেন্ট ও করেছিলেন।আমি আজকেই প্রথম কমেন্টকরছি।আসলেই এতো খারাপের মধ্যে ও নিজের দেশ নিজের দেশই এর কোনো বিকল্প নেই। আপনার এই অনুভূতি টা খুব ভালো লগেছে।আমার ভাইয়া ২০২২ এ জানুয়ারি তে ইন্তেকাল করেছেন।আমার ভাইয়ার জন্য দোয়া করেন।আল্লাহ যেনো তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।আপনার জন্য অনেক শুভ কামনা ও দোয়া।
একটা লেখা শেয়ার করলাম।অন্যরকম অনুভূতি...
আমার এক স্টুডেন্টের লেখা
খুব আবেগঘন
International Departure gate 4 দিয়ে হেঁটে চলে যায় আমার শৈশবের ঈর্ষা, অন্যায়ভাবে আমার থেকে কেড়ে নেয়া চকোলেট আর চিপসের প্যাকেট, আমার বয়ে যাওয়া শৈশব। তৃতীয় বিশ্বের মেধাবী ছেলেটা স্বপ্ন দেখে পক্ষী হবার। নিশ্চিত জীবনের হাতছানি, দশটা পাঁচটার নিরাপত্তার। এরপর একদিন সত্যি পক্ষী হয়ে যায়। যে পক্ষীরা আর কোনদিন ঘরে ফেরে না। আমরা যারা পেছনে পড়ে থাকি, পক্ষী বিমানের ওঠানামার দিন গুনে কেটে
যায় উত্তেজক কিছু সময়। তারপর টার্মিনালে শেষ দৃশ্যের পরে পক্ষীর উড়াল নিশ্চিত করার অপেক্ষা। টার্মিনালগুলোতে কেমন রঙিন স্বপ্নের ফানুস ওড়ে, কারো স্বপ্ন ক্ষান্ত করে নতুন স্বপ্নের দিকে। মার গর্বে ভরে ওঠা বুক আর ভেজা চাহনি। তার সন্তান তৃতীয় বিশ্বের পঁচা নর্দমা থেকে অনন্য পশ্চিমের দিকে পা বাড়ায়। টার্মিনালগুলোতে বোনা হয় কত শত স্বপ্নের জাল। তারপর বাড়ি ফেরা। দু'পক্ষেরই। একাকী নৈঃশব্দ্যের কাছে।
Ami ei comment korechi
খুব টাচি লেখা....
সমরেশ বা শীর্ষেন্দু কোনো একজনের উপন্যাসে পড়েছিলাম বিদেশ যাওয়ার সময় নায়ক ভাবছে...নিচে অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষ...😪😪😪😪
Waalaikum Assalam. Very sorry dear. May Allah grant him jannah 🤲
❤@@AdventureTube21
সালামুআলাইকুম ফারুক ভাই। ইতিপূর্বে দুই একবার আপনার সাথে আমার ফোনে কথা হয়েছে। আমি মিশিগান থেকে। আপনার ভিডিও ভালো লাগার কারণ আপনার শৈশবের সাথে আমার শৈশবের প্রচন্ড মিল। দেশের প্রতি আপনি যেরকম টান অনুভব করেন সেই একই টান আমি অনুভব করি। শত ব্যস্ততার মাঝেও দেশে প্রতিবছর একবার যাওয়া হয়। আপনার ভিডিও গুলোতে অনেক ভালো ভালো ইনফর্মেশন থাকে যেমন খেজুরের রস বাংলাদেশের মসলা ইত্যাদি ইত্যাদি। এভাবে আপনি আরো সুন্দর সুন্দর ভিডিও আমাদের উপহার দেন। আপনার দীর্ঘায়ু কামনা করছি।
Waalaikum Assalam. দোয়া করি ভাল থাকুন। Thank you bhai.
Jhilmil is so pretty♥️💕 "shesh boyesh" kotha ta please bolben na Sir, you are too young to say that! Airport e boshe kotha gulo khub touching chhilo, especially desh er kotha gulo😚💕 plane theke tola night sky with those sparkling lights looked like a carpet of shining diamonds✨✨ apurbo! Bonus shots er brishti bheja Dhaka dekhe Kolkatar kotha mone pore gelo Sir🌧️🌨️☔💙 khub khub bhalo thakben♥️♥️💕
Thank you 😊
Welcome Sir my pleasure♥️♥️💕
Bangladesh loves you. You are the son of this soil.❤❤❤❤
Bangladesh is your country. This is very deep
Thank you 😊
বাংলাদেশের স্বাগতম ফারুক ভাই। খুব ভালো লাগছে আমাদের মাঝে আবার ফিরে এলেন।।ইজিপ্টএয়ারের কথা আমরা জানি। ওই দেশের ইমিগ্রেশনে বাংলাদেশীদের বেশ হ্যারাসমেন্ট করে। আমার অভিজ্ঞতা হয়েছিল। অকারনে আমাদেরকে ওরা দেড় ঘন্টা বসিয়ে রেখেছিল। পরে সরি ( মালিশ মালিশ ) বলে মাপ চেয়ে নিয়েছিল।মালিশ আরবি, মানে সরি। ঝরঝরে পুরাতন প্লেনের কথা আমরা আগে শুনেছি।
আর মজার কথা কি জানেন দুর্নীতি করে আমরা বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স দুর্নীতি করে ইজিপ্ট ইয়ারের কাছ থেকে কয়েকটি বিমার কিনেছিল যেগুলো আমাদের লোকসানে বোঝা বাড়িয়েছিল।
ওরা আমেরিকান দেরও অনেক হ্যারাসমেনট করে। ধন্যবাদ ভাই।
আমি আপনার প্রায় সব ব্লগ ই দেখি। এই ব্লগ এ এয়ার লাইন্সের পাশাপাশি এয়ারক্রাফটের একটু পরিচয় দিয়েছেন, আশা করি এটা আরেকটু বিস্তারিত আকারে চালিয়ে
যাবেন। ধন্যবাদ।
Thank you 😊
আচ্ছালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই মাতৃভূমিতে ঈদ উল আযহা উদযাপনের উদ্দেশ্য আসছেন। প্রবাসী হিসেবে এ বাংলায় আপনাকে স্বাগতম।
Waalaikum Assalam. Thank you bhai.
Well Came to Bangladesh ❤ আপনার সরল মনের সকল কথা গুলো শুনে খুব ভালো লাগলো,,, ❤❤
Thank you
আপনি দেশকে অনেক বেশি ভালো বাসেন যা দেখলে অনেক ভালো লাগে আমার আপনি অনেক ভালো মানুষ সত্যি কথা বলছে ন আপনি
💕🥰
দাদা....উপমহাদেশে স্বাগত.....রুমেল কে নিয়ে যেনো ল্যান্ড করলেন, খুব ভালো সময়ে দেশে ফিরলেন.....কি যে কষ্ট গেলো তার আগে.....বৃষ্টির আনন্দে আমরা একটু স্বস্তি পেয়ে যেমন আনন্দ পেলাম আপনার তার থেকেও অনেক আনন্দিত মুখ দেখলাম দেশের মাটিতে ফিরে আসতে পেরে.....আপনাকে দেখে বুঝতে পারি শিকড়ের টান কাকে বলে.....অনেক আনন্দে আবার দেশের সব ভালোটুকু নিয়ে খুশি থাকুন দাদা 🥰🥰🙏🙏
ধন্যবাদ বোন। 💕
@@AdventureTube21 ওয়েলকাম দাদা 💞💞
Brave man dear Al Farook vi welcome back to the land of options and opportunity..mother land Bangladesh
Thank you
সত্যি ফারুক ভাই আপনি দেশ প্রেমী,মনটা জুরিয়ে গেল, আপনার এই দেশ প্রেম দেখে আমিও একজন uk প্রবাসী, কাজের জন্য যেতে পারি না, আপনাকে দেখে আমার ইচ্ছে হচ্ছে খুব শিগগিরী আমিও দেশে আসতেছি ইনশাআল্লাহ, love you bro ❤❤
আমি সেই, আপনার পাকনা ছোট ভাই রুমি কোথায় 😄😄😁😁😆😆
Thank you 😊
ইচ্ছে ছিল একবার ইজিপ্ট এয়ারে USA যাব, পথে কায়রো দুদিন থাকবো, কিন্তু আপনার বর্ণনা শুনে সিদ্বান্ত পরিবর্তন করলাম ।
💕
আপনাকে স্বাগতম জানাচ্ছি নিজ দেশের পক্ষ থেকে। আর অসম্ভব ভালো লেগেছে ব্লগটি। আসলে আপনার করা প্রত্যেকটি ব্লগই অসাধারণ লাগে দেখতে। তবে আজকে একটি অন্যরকম ফিল পেয়েছি, যেমন আপনার ব্লগ দেখলে আমিরিকার জন্য উতলা হয়ে যাই। আজকেও হয়েছি কিন্ত একটু আতকেও উঠেছি। যদি আমিরিকা জাওয়ার পরই যদি দেশের জন্য বেকুল হয়ে যাই। দেশের জন্য কাদতে থাকি। যাইহোক অনেক অজানা আপনার পরসোনাল বিষয়ে জেনে খুব ভালো লাগলো। দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং সত্যিকার মুসলিম হিসেবে বেচে থাকার তাওফিক দান করুন
Thank you. May Allah bless us all.
আপনাকে বাংলাদেশে দেখলে আমাদের ও ভালো লাগে্। ডিটেইলসে অনেক সুন্দর ভিডিও ছিলো। গত মার্চে আমরা ওমরাহর জন্য গিয়েছিলাম। আসার সময় ট্রানজিট ছিলো মদিনা থেকে কুয়েত ট্রানজিট হয়ে বাংলাদেশে। ব্যাগের বেশী ওজন নিয়ে আপনার যেমন ভয় ছিলো। আমাদের ও একই অবস্থা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে কোন সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ। আর আন্তর্জাতিক ভাবে এটাই আমার প্রথম বার প্লেনে যাত্রা ছিলো। একটা ভয় আর আনন্দ মিলে মিশ্র অনুভূতি ছিলো। বিমানে খাবারে ওরা সবাই কে জিজ্ঞেস করে দিচ্ছিল ল্যাম্ব নাকি চিকেন.? মোটামুটি ছিলো খাবার এর মান। আপনি অনেক লম্বা একটা জার্নি শেষ করে অবশেষে দেশে পৌঁছালেন।
শুকরিয়া। সুন্দর ভিডিওর জন্য অনেক ধন্যবাদ।
❤️❤️❤️❤️❤️🤗
My pleasure bhai. Thank you 🥰
@@AdventureTube21 🙏🤗
It's great to see you have arrived in BD safely.
And a massive thanks for sharing your travel experience with us.
Will never choose Egypt Air.
My pleasure 😊
Cute baby masallah
Ibrahim vai & faruq uncle
দোয়া ভালোবাসা সকলের জন্য
Thank you
গতকাল EWR থেকে আমিও ক্যালগারি এসেছি। ফিলাডেলফিয়া থেকে গাড়িতে এয়ারপোর্ট পর্যন্ত আসার সময় আপনার কথা বেশ কয়েকবার মনে হয়েছে। ওই এলাকার আপনার অনেক ভিডিও দেখেছি। টার্মিনাল এ তে ঢোকার পরে আপনার কথা মনে হয়েছে। মনে হচ্ছিল আপনার সাথে হয়তো হঠাৎ দেখা হয়ে যাবে । A2 গেট দিয়ে ভিতরে ঢুকে বিকাল ২:৫০ এ ক্যালগারির উদ্দেশ্যে রওনা হলাম।
🥰💕
ভাই আপনার দেশের প্রতি টান,ভালোবাসা দেখে খুব ভালো লাগলো।অনেক অনেক শুভ কামনা।ইনশাল্লাহ আল্লাহ্ চাইলে কোন একদিন দেখা করব আপনার সাথে ।
Inshallah bhai. Thank you.
@@AdventureTube21 💛💛💛💛💛
আসসালামু ওয়েলেকুম! ফারুক ভাই! আপনাকে ধন্যবাদ Egypt Air এর অভিজ্ঞতা শেয়ার করার জন্য! Cairo city টা খুব সুন্দর আর অসাধারন লাগছিল! Plane landing আর take off at the same time টা অসাধারন একটা short ছিল! আমি আমার জীবনে never দেখছি! ভাইয়া আপনি আলহামদু লিল্লাহ খুব সৌভাগ্যশালী যে দেশে যেতে পারেন! আপনার কথা শুনে আমার চোখেও জল চলে আসে! আপনার সেই বৃষ্টিতে ভাতিজীর সাথে খুবই আনন্দ জনক ছিল! খুব উপভোগ করলাম! সেই cute বাবুটার কথা গুলো কি মিষ্টি! খুব ভাল লাগল! Thank you so much ভাইয়া for sharing! ভাল থাকবেন! সুস্হ থাকবেন! অনেক অনেক দোয়া আর ভালবাসা রইল! আল্লাহ হাফেজ!❤
Waalaikum Assalam. It is my pleasure dear. Thank you 💕
আপনি আমেরিকা থেকে আসলে মনে হয় আমার বড় ভাই ভাবী দেশে আসতেছে, আপনি আসলে তাই খুশি লাগে, আমার ভাই ভাবী আমেরিকা বসটনে থাকে
🥰💕
আপনি একজন সুখী মানুষ
Alhamdulillah
ভাই মাতৃভূমিতে স্বাগতম। নিউজার্সি থেকে ইজিপ্ট এয়ারলাইনসে টিকেট, খাবারের মান, কায়রো এয়ারপোর্টে পাইলটের তিরিশ বছরের পুরাতন প্লেন কন্টোল সব মিলিয়ে বেশ তথ্য অনেকের উপকারে আসতে পারে। বেশ উপভোগ করলাম। আবারও আমন্ত্রণ বাড্ডাতে গরুর দুধের চায়ের চব্বিশ ঘণ্টা। ভালো থাকবেন।
Thank you 😊
এবার ইজিপ্ট এয়ারে দেশে যাওয়ার কথা ভাবছিলাম এই সময় আপনার রিভিউটা দেখলাম,উপকৃত হলাম।ধন্যবাদ
My pleasure
আংকেল আপনাকে দেখে সত্যি খুব অবাক হই!আমরা আসলে দেশে থেকে বুঝি না দেশের মায়া কি! এখনকার জেনারেশনের তো দেশের প্রতি কোন টানই নেই!আপনার মতো যদি সবাই হতো!আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আপনাকে দেখে আমাদের অনেক শিখার আছে
Thank you uncle. 🥰
আপনি আসছেন শুনে খুশি হলাম বন্ধু ❤❤❤ সু সাগ্বতম বাংলাদেশ
Thank you
আঞ্চেল আপনি দেশে ফিরে এসেছেন দেখে খুব ভালো লাগছে, আপনার ভিডিও আজকে আআবার দেখা শুরু হলো
Thank you
কাকা সালাম নিবেন কোরবানি ঈদে দেশে আসার জন্য আগাম ঈদ মুবারক অনেক খুশি লাগছে আপনাকে দেশে দেখে ধন্যবাদ
Walaikum Assalam. Thank you.
Very glad to hear the news of your arrival. Even though we have not met, you are still a very special person. I hope this prayer enriches our country in the light of some experience of America.
Thank you 😊
ফারুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যেভাবে ভিডিও করেন ভিডিওগুলা অনেক ক্লিয়ার থাকে এবং নড়াচড়া করেনা সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ফারুক ভাই পাচু লোকে কত কিছুই বলে আপনি এগুলোতে কান দিবেন না আপনি আপনার মত করে চালিয়ে যান।
Inshallah bhai. Thank you.
আবারো কমেন্টটা করলাম ,
আমি 11 বছর ধরে দক্ষিণ আফ্রিকাতে আছি আপনার ব্লগ দেখি মনে হয় চার থেকে পাঁচ বছর হবে।। জানিনা কখনো দেখা হবে কিনা আপনার সাথে আমি আরো দুই মাস পরে ইনশাআল্লাহ বাংলাদেশে যাব,
জানিনা দেখা হবে কিনা, আপনার ভিডিও আমি 100 এর মধ্যে 80 টা দেখার চেষ্টা করি।
ফাও অংশের যে বৃষ্টি ভেজার সময়টা ছিল অসাধারণ 😊কত বছর বৃষ্টিতে ভিজি না😊
যদি কিসমতে থাকে, দেখা হবে ইনশাল্লাহ। 💕🥰
@@AdventureTube21 ইনশাআল্লাহ ❤️
অনেক সুন্দর একটা ভিডিও বাংলাদেশ এর সন্তান চাইলেও কনো দেশে বেশি দিন থাকতে চাইনা আমাদের দেশ সোনার বাংলা
🥰
আসসালামু আলাইকুম আংকেল, সুদূর প্রবাসে বসে আপনাকে বাংলাদেশে সুস্বাগতম।অপেক্ষায় রইলাম আপনার মাধ্যমে আবারো দেশ মাতৃকাকে দেখবো
Waalaikum Assalam. Inshallah dear. Thank you.
ভাই , সালাম আপনার ব্লগ দেখি বেশ ভালো কথা বলেন ।
তবে সত্যি কথা বলতে কি ভাই,
আমরা যারা বিদেশে থাকি খুব কম লোকই নিজের দেশকে ভুলে জায়। আর যারা ভুলতে পারে না ( তাদের অবস্থা কি)??
আপনার ভালবাসাটা এইভাবে ব্যক্ত করেছেন জা অন্য কে কতখানি মানসিক কষ্ট দিচ্ছে? ভেবে দেখেছেন কি?? আপনি মন ভরে উপভোগ করুন ,ক্ষতি নেই কোন, ?? ক্যামেরার সামনে এত বুক ভাঙ্গা কথা বার বার না বলাই ভাল । অনেক এর ঘরে অশান্তির কারন হচ্ছেন। আপনার দীর্ঘজীবি কামনা করছি। আল্লাহ হাফেজ।🤲🤲🌞🌷
Waalaikum Assalam. কিভাবে অশান্তির কারন হলাম জানালে খুশী হবো। ধন্যবাদ।
Welcome back faruk bhai..
I can feel it.
Thank you 😊
আঙ্কেল আপনি অনেক গোছানো ও প্লান মাফিক জীবন যাপন করেন। আর শেষ বয়সে শিকড়ের টান উপেক্ষা করা যায় না।
🥰
অনেক অনেক সাগত ভাই আমাদের বাংলাদেশে,আমাদের মাঝে ❤
Thank you
@@AdventureTube21 welcome 🙂
আসসালামুআলাইকুম বড়ভাই,
স্বাগত জন্মভূমি🇧🇩থেকে…!ভিডিওর এয়ারপোর্ট প্রথম অংশে, আপনার চোখের কোনায় আমি (🇧🇩জন্মভূমির মায়ার কান্নার পানি দেখলাম)ধন্যবাদ বড়ভাই🤝দেখা হবে ইনশাআল্লাহ ❤️👌🤝👏👍
Waalaikum Assalam. Thank you bhai.
আপনার দেশ প্রেম সত্যি সত্যিই অতুলনীয় ❤❤❤
Alhamdulillah
Mashallah. Bhai apnar kotha gulo shune khubi valo laglo. Valo thakben. Have a safe journey. From uk
Thank you
প্রিয় ভাই, স্বাগত! আপনি আসেন, ফিরে যান। তবু আর দেখা হয় না! হয়তো হবে কোনদিন। আরও নতুন নতুন কিছু দেখার অপেক্ষায় থাকবো। ভালো থাকুন!
Inshallah bhai. Thank you.
"ভাইয়া" আপনার কথা গুলো শুনে আমার খুব ভালো লাগে৷ দোয়া করি আপনি ভালো ভাবে বাংলাদেশে আসবেন
Inshallah. 🥰
আঙ্কেল আপনি এর আগে অনেক বার ভিডিও তে বলেছেন কায়রো তে ঘুরতে আসার কথা বাট এবার যেহেতু আপনি কায়রো হয়ে দেশে গেলেন চাইলে আপনি কিন্তু on arrival visa নিয়ে ৩/৪ দিন ঘুরে যেতে পারতেন। তাহলে আপনার অনেক খরচ ও বেঁচে যেতো এক কাজে দুই কাজ হতো। যাক আপনার নিমন্ত্রণ রইলো কায়রো তে। আমি কায়রো তে ই আছি। আপনার নিয়মিত একজন ভিউয়ার আমি। আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমি ।
Egypt এ বিয়ের দাওয়াত ছিল গত বছর। ক্যানসেল করে দিয়েছি। ড্রোন তো নিতেই দিবে না। কোন ভাল ক্যামেরাও নিতে দিবে না। ছবি তোলা বা ভিডিও করা খুবই restricted. চোর বাটপারে ভরা দেশে যেয়ে কি করব? এজন্য আর যাওয়ার কোন ইচ্ছা নাই। ধন্যবাদ।
@@AdventureTube21 তবে যদি কখনো আসেন তাহলে আমাকে নক দিয়েন। আর মিশরে কেনো জানি ছবি ভিডিও করতে দেখলে তারা বেশিরভাগ সময় ই নিষেধ করে এবং বাধা দিয়ে থাকে। তাদের এমন আচরণের রহস্য আমি আজও খুজে পেলাম না।
আমি এই মাসের ৩ তারিখ নেওয়ার্ক থেকে বাংলাদেশ গিয়েছিলাম, ফিরেছি ২৭ তারিখ। আমারও আসা যাওয়া মিলে ১৩০০+- পড়েছিল। কিন্তু সার্ভিসও অমনই লেগেছিল, সস্তার যেমন হয়। ফিরে আসার সময় খাবার দিতে অনেক দেরি করেছিল। আমার লো প্রেশার, শরীর খুব খারাপ লেগেছে আসার সময়। বাংলাদেশ থেকে আসার সময় দেখলাম অনেক সিট খালি। আমি ঢাকা থেকে কায়রো, কায়রো থেকে আমেরিকা দুইবারই তিন সিট নিয়ে এসেছি। এরকম অনেক সিটই খালি দেখেছি। জানি না ওরা নিজেদের সার্ভিস ভালো না করলে ভবিষ্যতে কী হবে।
বাই দ্যা ওয়ে, দোয়া করি সুস্থভাবে গিয়ে পৌঁছান।
Thank you 🥰
WAOW!!!! THAT'S A GREAT NEWS ❤.
💕
আসসালামু আলাইকুম ভাই। বাংলাদেশে আপনাকে স্বাগতম।আপনার জন্য শুভকামনা রইলো।
Waalaikum Assalam. Many thanks dear. 🥰
The world needs more patriot like you sir
🥰💕
আপনি দেশে আশার কথা শুনলেই ভালো লাগে ❤❤❤
🥰💕
আপনি দেশে রিসোর্ট টাইপের কিছু একটা করে রেখে যেতে পারেন যাতে সেটা আপনার এবং আপনার পরিবারের জন্যে দেশে আসা সামার ভাকেশন এনজয় করার উপলক্ষ এবং কিছুটা মেইনটেন্স ব্যয়টা দুই একটা কটেজ ভাড়া দিয়ে উঠে যায়।
Thank you
Heartiest Congratulations to come back your 😢m motherland in few days...Fi Amanillah ❤❤❤❤❤❤
Thank you 😊
Welcome back to Dhaka South Zone 1. I am really excited and looking forward for your Bangladesh Vlogs.
Thanks a ton
Faruk vai you’re a lucky person! Enjoy and we will wait for more videos
Alhamdulillah
always everywhere unexpected so many problem but overall love our motherland🇧🇩 Miss too much!
🥰
Hello Farooq bhai ur friend from Toronto Canada 🇨🇦
I'm so glad you have reached safely to Daka.
Sorry your experience with Airline was not good and pleasant.
Enjoy your stay and be safe in Dhaka.😊
Thanks a ton 🥰
সু,স্বাগতম, প্রিয় মাতৃভুমি, রুপসি বাংলাদেশে, ভাইয়া,
ইন শা আল্লাহ, অনেক অনেক ব্লগ পাওয়া যাবে,৷
Inshallah
ফারুক ভাই
আসসালামু আলাইকুম
আমি নিয়মিত আপনার ভিডিও দেখে থাকি
জানতে পারছিলাম সহসায় দেশে ফিরবেন
আপনাকে ঢাকাতে স্বাগতম
আপনি নিরাপদে দেশে পৌঁছান
আপনার জন্য আল্লাহর নিকট দোয়া রইল
খোদা হাফেজ
Waalaikum Assalam. Thank you bhai.
বাংলার বুকে আপনাকে স্বাগতম ❤❤❤
💕
আপনি দেশে আসলেন খুবই ভালো লাগছে❤কিন্তু আন্টি আসলে আরও বেশি ভালো লাগতো
🥰
Excellent!! you're most welcome.....
Thank you! Cheers!
শ্রদ্ধেয় ভাই,গত শুক্রবারে ও তাকওয়া মসজিদে আছরের নামাজ পরেছি ও বন্ধুর জন্য দোয়ার মিলাদে অংশ গ্রহন করেছি ও আপনার বাসার নিচে অর্থাৎ stone kohinoor palace এর সামনে গিয়ে মনে মনে ভাবতেছি ফারুক ভাই এই ভবনে থাকেন,its net ব্যবসা করেন আমার বাল্য বন্ধু মামুন আপনার বাসার কাছে ,তো ভাবলাম আপনার সাথে কোন একদিন দেখা হবে ইনশাল্লাহ ,ফারুক ভাই আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইলো ৷
Inshallah bhai. Thank you.
Hi, we grow up, one day we get married, fallen love for the first time, then we give hard 30 years of work,raise family and etc. then we realized what are we missing in life…..Faruq Bhai I am glad you found your cause of living. Good to see you smile and entertain us. Long live. Asta…..
All the best. Thank you.
Good thing you have admitted how good is Bangladesh in cruption
😔
Sir you are real hero sir আমি আগামী মাসে আমার মেয়ে কে দেখতে Ohio যাচ্ছি আমার ও ভালো লাগে না বিদেশ।মাএ ২০ দিন থাকবো।
Enjoy 😊
Already getting excited for upcoming episodes 👍🏼👍🏼👍🏼❤️
💕🥰
আমার সালাম নিবেন। আশা করি ভাল আছেন। আপনার কাছ থেকে অনেক শেখার আছে। ভাল ভাবে দেশে আসতে পেরেছেন এ জন্য মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। ভাল থাকবেন ভাই। ধন্যবাদ।
Waalaikum Assalam. Thank you 💕
Nice vlog. Welcome in BD. Thanks Farook vai.
Most welcome
ফারুক ভাই লাল সবুজের দেশে আপনাকে সুস্বাগতম, জন্ম ভূমি বলে কথা ❤
💕🥰
সত্যিই আপনার দেশপ্রেমের প্রশংসা করতে হয়।
Alhamdulillah
অসাধারণ আজকে র ভিডিও টা আপনার নিজের কথা বললেন। ভালো থাকবেন।
Thank you 😊
Alhamdulillah Have a safe flight bhaiya ❤🥰
Thank you 😊
আপনি দেশে আসলেই ভাল লাগা কাজ করে। ভালোবাসা বগুড়া থেকে
Thank you
দেশের টানে সারা দিতে পারে এমন লোক এখন কম পাওয়া যায়। যাই হক ভাইজান আপনার জন্য দোয়া রইল। কতদিন থাকবেন দেশে?
যত দিন মন চায়। এখনো সিদ্ধান্ত নেই নি। ধন্যবাদ।
ধন্যবাদ উত্তর প্রদানের জন্য। একদিন আপনাকে এই গরীবের কুঠিরে দাওয়াত রইল। এমনে কোন কারন নেই তবে সাদা মনের মানুষ বলে এই দাওয়াত। সাভারের ১ নং কলমা আমার ছোট কুঠির। ঠিক গোলাপ বাগানের পশ্চিম দিকে। সাভার স্ট্যান্ড থেকে সিএন্ড বি স্ট্যান্ড- থেকে ১ কিলো আশুলিয়া রোডের কলমা ১, বা নিউ হরাইজন বিডি কোম্পানি যেয়ে মোঃ শামীম মিয়া বললে আমাকে ফোন দিবে বা আমার বাড়িতে নিয়ে আসবে।আমি ঐ কোম্পানিতে পারসনেল টিম লিডার ( প্রশাসনিক বিভাগ) হিসাবে কর্মরত আছি। আর আসার সময় আমার ফোন নাম্বার দিব। ফি আমানিল্লাহ
লন্ডন থেকে দেখলাম বেশ ভালোই লাগল ,enjoy your holiday
Thank you
❤❤❤ Well Come back My dear friend.
Thanks for visiting
Jhilmil k khub valo lage😍😍😍
💕
Welcome back faruk bhai.....
Thank you 😊
ভাইজান ইনশাআল্লাহ আমিও আসতেছি 17 তারিখে মালেইশিয়া থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ
Inshallah
Your contents are very much informative.
Glad you think so!
Assalamualaikum vai Apnar ei vedio tar ses er dike amader khilgoan dekhlam khub valo laglo. Allah sorboda sustho rakhun apnake💐💚
Waalaikum Assalam. Thank you bhai. 💕
মাতৃভূমিতে আপনাকে স্বাগতম, দেশের নতিন ব্লগ দেখার অপেক্ষায়।
Thank you 😊
আমার লাইফেই আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, ঢাকাতে কাজ করে প্রাইভেট ভার্সিটির পড়াশোনার খরচ চালিয়েছি । এখন জব করি কিন্তু সে রকম ভালো কিছু না যে রকম থাকার কথা ছিলো ( আলহামদুলিল্লাহ আল্লাহ্ তুমি যে আমাকে বাচিয়ে রেখেছ এবং জব লেস রাখো নাই... )। তার মানে আমি এখনো সংগ্রাম করে যাচ্ছি । আমি একজন বি এস সি ইঞ্জিনিয়ার (কম্পিউটার সায়েন্স ) ।
💕
মিশরীয় অনেকের সাথে মিশেছি, জাতি হিসেবে স্বার্থপর এবং কন্জুস জাতি! ড্রিম লাইনার ৭৮৭-৯ এয়ারক্রাফট পাঠায় তারা ঢাকাতে! চট্টগ্রামে আসলে জানালে খুশি হব! গতবার চট্টগ্রাম রেডিসন হোটেলে সোহেল ভাই ও পারভেজ ভাই সহ আড্ডা ছিল মনে রাখার মত!
Thank you 😊
আসসালামু আলাইকুম ।ফারুক ভাই কেমন আছেন ? আপনাকে অনেক ভালবাসি আল্লাহর জন্য ।আপনার সাথে আমার একটা বিজয় অনেক মিল আছে তা হল আপনি দেশে থাকতে পছন্দ করেন আমিও কিনত দেশে থাকতে পছন্দ করি কিনত আমি আপনার মত এত বেশী বার বার যেতে পারি না আমার ছেলে মেয়েরা এখনও যব করে না তাই ।
আমি New York এ থাকি Jackson heights এ Broadway 8215💕💕💕💕💕💕💕🇬🇶🇧🇩👍🇺🇸💙🌹💜🩷❤️🖤🤎
Waalaikum Assalam. Alhamdulillah ভাল আছি। যদি ইচ্ছা থাকে, তার সাথে চেষ্টা সততার সাথে, সফলতা আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই।
Welcome home & let's meet this time.thank you uncle😊
So nice of you