জেনে আনন্দিত হলাম। আমার বাড়ি পিরোজপুর ঝাটকাঠীতে। রায়েরকাঠী এবং ঝাটকাঠী একই ওয়ার্ডে তাই রায়েরকাঠী নিয়ে আমার আবেগ যথেষ্ট পরিমানে । রায়েরকাঠীর পুরানো ভবনগুলো যখন ভেঙ্গে ফেলে তখন আমি কিশোর ছিলাম তাই প্রতিবাদ করতে পারিনি কিন্তু আহত হয়েছিলাম। আর বাড়ির প্রবেশদ্বারে বা মেইন রাস্তার পাশে যে মন্দির ছিলো। ৮0 দশকের কোন এক সকালে সেই মন্দিরের পিছনে খুড়ে হাড়ি তুলে নেয়ে হয়েছে শুনে আমারা দেখতে গিয়ে ছিলাম এবং মাটি খোড়া দেখতে পেয়েছিলাম এর বেশি কিছু বলতে পারবোনা। আর একটা কথা ঐ বংশের গৌর চৌধুরীকে সর্বশেষ বংশধর বলে আমরা জানতাম। তার সাথে আমাদের পারিবারিক সম্পর্কও ছিল। তিনি আপনার কি হন জানাবেন।
ভালো লাগলো।
ধন্যবাদ
very informative and usefull
thanks
Very informative
Glad you think so!
খুব পরিচ্ছন্ন একটা ভিডিও। বেশ ভালো লাগলো একজন পিরোজপুরের অধিবাসি হিসেবে গর্ব বোধ করছি
thank you so much
খুব সুন্দর উপস্থাপনা দাদা।
আমি এই রাজবংশের একজন উত্তরাধিকারী, বর্তমান নিবাস কলকাতা। তবে শেষে সোনার মোহরের যে ঘটনা বললেন তা আমাদের জানা নেই।
জেনে আনন্দিত হলাম। আমার বাড়ি পিরোজপুর ঝাটকাঠীতে। রায়েরকাঠী এবং ঝাটকাঠী একই ওয়ার্ডে তাই রায়েরকাঠী নিয়ে আমার আবেগ যথেষ্ট পরিমানে । রায়েরকাঠীর পুরানো ভবনগুলো যখন ভেঙ্গে ফেলে তখন আমি কিশোর ছিলাম তাই প্রতিবাদ করতে পারিনি কিন্তু আহত হয়েছিলাম। আর বাড়ির প্রবেশদ্বারে বা মেইন রাস্তার পাশে যে মন্দির ছিলো। ৮0 দশকের কোন এক সকালে সেই মন্দিরের পিছনে খুড়ে হাড়ি তুলে নেয়ে হয়েছে শুনে আমারা দেখতে গিয়ে ছিলাম এবং মাটি খোড়া দেখতে পেয়েছিলাম এর বেশি কিছু বলতে পারবোনা। আর একটা কথা ঐ বংশের গৌর চৌধুরীকে সর্বশেষ বংশধর বলে আমরা জানতাম। তার সাথে আমাদের পারিবারিক সম্পর্কও ছিল। তিনি আপনার কি হন জানাবেন।
আমার ঠাকুমা এই বংশেরই সেজো ঘরের ছেলের মেয়ে। বর্তমানে কলকাতায় বাস ওনার।
আপনার ঠাকুরমার জন্য অনেক অনেক শ্রদ্ধা।
খেদিরপুর এর ভুকৈলাশ রাজার গোপল্প করুন
অনেক ধন্যবাদ আপনাকে। এই ভূ কৈলাস সম্পর্কে আমার তেমন কোন তথ্য জানা নেই। আপনি কি কোন তথ্য-উপাত্ত বা কোন লিংক দিতে পারেন আমাকে।