A rainy day at Mirinja Valley (বৃষ্টিস্নাত দিনে মিরিঞ্জা ভ্যালিতে)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • মিরিঞ্জা ভ্যালি বান্দরবানের লামা উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭০০ ফিট উচ্চতায় অবস্থিত। বন্ধু-বান্ধব বা পরিবার নিয়ে সহজেই মিরিঞ্জা ভ্যালিতে ঘুরতে আসতে পারেন। আবহাওয়া অনুকূলে থাকলে মেঘ ছুয়ে দেখতে পারবেন এখানে। রাতে থাকার জন্য বেশ কয়েকটা রিসোর্ট বর্তমানে এখানে রয়েছে। আমি আমার পরিবারসহ যে রিসোর্টে ছিলাম সেটির নাম লামা হিল স্টেশন এন্ড বেসক্যাম্প। মিরিঞ্জা ভ্যালিতে থাকা রিসোর্টগুলোর মধ্যে এটাই সবচেয়ে সুন্দর ও কমন নাগরিক সুবিধা সম্বলিত। এখানে ৩ ধরণের থাকার ব্যবস্থা রয়েছে (কাঠের কটেজ, বাঁশের তৈরি জুমঘর ও তাঁবু )। এর মধ্যে শুধুমাত্র কাঠের কটেজগুলোর সাথেই এটাচড ওয়াশরুম আছে, জুমঘর বা তাঁবুর বাসিন্দাদের জন্য কমন ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। আর মিরিঞ্জা ভ্যালির সকল রিসোর্টেই প্যাকেজ সিস্টেমে ৩ বেলা খাওয়ার সুব্যবস্থা রয়েছে।
    যাতায়াত: ঢাকা থেকে লামা বা আলীকদমের যে কোনো বাসে সরাসরি আসতে পারবেন। সুপারভাইজারকে বললেই হবে যে, মিরিঞ্জা ভ্যালিতে যাবেন। বাস আপনাকে মিরিঞ্জা বাজারে নামিয়ে দিবে, এখান থেকে আপনাকে ২০-৪০ মিনিট হেটে যেতে হবে। সরাসরি বাসে না এসে কেউ চাইলে কক্সবাজারগামী বাসে চড়ে চকোরিয়া নামতে পারেন। চকোরিয়া থেকে লোকাল বাস, চান্দের গাড়ি বা সিএনজিতে করে মিরিঞ্জা বাজারে আসতে পারবেন।
    লামা হিল স্টেশনের ফেসবুক পেজ-
    www.facebook.c...
    আরো বিস্তারিত কোনো তথ্য জানতে চাইলে ফেসবুকে নক দিতে পারেন-
    / shumoncse

ความคิดเห็น •