ধন্যবাদ ভাই আমাকে দেখে ভিডিওটা দেখতে আসার জন্য। সুপারস্টার এর চার্জ কন্ট্রোলার টা আমিও ব্যবহার করি ছোটখাটো প্যানেলের ক্ষেত্রে। PWM হিসেবে বেশ ভালো। ক্লাসিক মডেলটার থেকে প্রিমিয়াম মডেলটার পারফরম্যান্স অনেকটাই ভালো।
ভাইয়া, এই কন্ট্রোলার এর লোড থেকে Exide / suviastika র যে Inverter গুলোতে যে PWM চার্জার থাকে সেখানে দেয়া যাবে? এই গুলোতে ৩০ এম্পিয়ার PWM থাকে। ২৪ ভোলটের প্যানেল থেকে ১২ ভোল্টের ভিতরে দেয়ার জন্য ই মূলত এই প্রচেষ্টা । সেটিং কিভাবে করলে ভালো হয়। আপাতত EXIDE 1100 VA 850 watt machine আছে একটা কাছে! এটাকে কাজে লাগাতে চাচ্ছিলাম । পরামর্শ চাই।
@anikrahman4346 ইউটিউবে SRNE MPPT Solar Charge Controller লিখে সার্চ দিলে কিছু সেলার পেয়ে যাবেন। যেমন: Rural Sun Power. আবার BDTronics এর ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। গুগলে BDTronics লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন।
Vai solar er battery hisebe ki tall tubular battery use korte parbo 200ah , 160watt panel ace amr kace.. controller nite caccilam aitar 20A.. kindly aktu suggestion diben
সোলারের ব্যাটারি হিসেবে সারা পৃথিবীতে C1, C5, C10 ইত্যাদি রেটিং এর ব্যাটারি ব্যবহার করা হয়। কিন্তু দুঃখের বিষয় হল আমাদের দেশের টল টিউবুলার ব্যাটারিগুলো C20 রেটিং এর যা সোলারের জন্য উপযুক্ত নয়। তারপরেও আমাদের দেশের মানুষ এগুলো কিছুটা বাধ্য হয়েই সোলারে ব্যবহার করে কিন্তু সমস্যাটা হল ভুল প্রয়োগের কারণে এগুলো অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় না। 200Ah ব্যাটারি সারাদিনে ফুল চার্জ কমপ্লিট করতে চাইলে আপনাকে মিনিমাম 400 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতে হবে। MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে তাও মিনিমাম ৩০০ ওয়াট প্যানেল লাগবে। প্যানেলের সাথে 20A এর চার্জ কন্ট্রোলারটা ব্যবহার করতে পারেন।
ভাইয়া আসসালামু আলাইকুম, আপনী কেমন আছেন আমার একটা ২৪ ভোল্ট ৫৫০ ওয়াট ja ব্রান্ডের সোলার প্যানেল আছে এখন এটাতে কত এম্পিয়ার srne চার্জ কন্ট্রোলার ব্যবহার করবো। এবং কত এম্পিয়ার ব্যাটারী ব্যবহার করব। জানালে উপকৃত হতাম।
40A এর টায় আপনি সর্বোচ্চ 520-600 ওয়াট 24V প্যানেল চালাতে পারবেন 1 ব্যাটারি সিস্টেমে। আর দুই ব্যাটারি সিস্টেমে সর্বোচ্চ ডবল ওয়াট এর প্যানেল সাপোর্ট করবে।
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ভাই আমার কাছে srne কোম্পানির একটা রোড ষ্টিট লাইটের ১০. এম্পায়ার একটা কন্ট্রোলার আছে এটা দিয়ে কি বাসা বাড়িতে ব্যাবহার করা যাবে কিনা
PWM ও MPPT চার্জ কন্ট্রোলার গুলো সাধারণত ডিসি সিস্টেমের জন্য ব্যবহার করা হয়। এই ধরনের সিস্টেমের সাথে ইনভার্টার লাগিয়ে এসি আউটপুট প্রয়োজনমতো নেওয়া যায়। IPS এর সাথে ব্যবহার করে দিনে ওটার ব্যাটারিকে চার্জ দিতে পারবেন তবে পরিপূর্ণভাবে সোলার সিস্টেমকে ব্যবহার করার জন্য সোলার IPS/PCU এর বিকল্প নাই।
ভাই আমার প্যানেল থেকে 17 Amp আসছে। কিন্তু আমার surne mppt 30 amp contlor থেকে 8 থেকে 10 amp কখনো 12 amp পযর্ন্ত ব্যাটারি তে চার্জ দিচ্ছে তার বেশি চার্জ দিচ্ছে না। আমার 130 amp solar এসিড ব্যাটারি আর panal হচ্ছে super star 160 word 2 টা contlor auto sat করে নেছে। কি setting ঠিক করতে হবে amp বেশি আসার জন্য।
লিথিয়াম ব্যাটারীর ক্ষেত্রে যেহেতু বিএমএস আছে তার পরও কি এসআরএনি সোলার চার্জার এর সেটিং এ ব্যাটারি লো হাই অর্থাৎ অটো কাট কনফিগার করতে হবে। যদি সোলার চার্জারে কনফিগার করা হয় তাহলে ব্যাটারি যখন ফুল চার্জ হবে তখন কিভাবে লোড গুলো সরাসরি সোলার থেকে চলবে। যদি লোডের কানেকশন ব্যাটারী থেকে করি।
SRNE চার্জ কন্ট্রোলারে ব্যাটারি হাই কাট/লো কাট এগুলো কিছু সেটিংস চেঞ্জ করতে হবে না। শুধু ব্যাটারি টাইপ Li সিলেট করে দিলেই হবে। এই ধরনের অফ গ্রিড DC সিস্টেমে ব্যাটারিকে টাচ করেই লোড গুলো চলবে এমনকি ব্যাটারি ফুল হয়ে গেলেও লোড গুলো সোলারে চলার সময় ব্যাটারিকে হালকা টাচ করবে। সোলার থেকে প্রাপ্ত বেশি ভোল্টেজকে স্টোর, স্ট্যাবল ও ডাউন করার জন্য ব্যাটারি একটা ক্যাপাসিটর এর মত ব্যবহার হবে।
@@TechnologyBanglaShahin যদি ভাইয়া এসি সিস্টেমের ক্ষেত্রে SRNE চার্জ কন্ট্রো লার দিয়ে লিথিয়াম ব্যাটারি চার্জ করার পর যখন ব্যাটারি ফুল হবে তখন ব্যাটারির সাথে সংযুক্ত শুধু ডিসি টু এসি ইনভার্টার দিয়ে এসি লোড গুলো কি সরাসরি সোলার প্যানেল থেকে চলবে। যেহেতু বিএমএস এর মাধ্যমে ব্যাটারি অটোকাট কনফিগার করা আছ। এক্ষেত্রে ও কি ব্যাটারিকে অল্প টাস করবে। আবার লিওয়াটের ১২ ভোল্টের ব্যাটারিতে ত বিএমএস নাই, সেক্ষেত্রে কোন সমস্যা হবে কি
যখন লোড গুলো চলবে তখন যদি সোলার প্যানেলের ওই মুহুর্তের আউটপুট এর চেয়ে লোডগুলোর পাওয়ার কনজামশন কম হয় তাহলে ব্যাটারীতে খুব বেশি টাচ করবে না। কিন্তু যদি কোন একটা মুহূর্তে বেশি পাওয়ার দরকার হয় বা সূর্য মেঘে ঢেকে যায় তাহলে ব্যাটারিকে ডিসচার্জ করতে থাকবে।
@@TechnologyBanglaShahin লিথিয়াম ব্যাটারি এবং এমপিপিটি চার্জ কন্ট্রোলার এর ক্ষেত্রে যখন ব্যাটারি ফুল চার্জ হবে তখন এমপিপিটি চার্জ কন্ট্রোলার চার্জ বন্ধ করে দিবে, তখন ব্যাটারি থেকে লোড গুলো চলবে যখন ভোল্টেজ ফ্লোটিং ভোল্টেজ এর কাছাকাছি নেমে আসবে তখন আবার ব্যাটারি চার্জ হতে শুরু করবে
200Ah C20 ব্যাটারীতে সর্বোচ্চ 10A চার্জিং কারেন্ট ব্যবহার করতে পারেন। এর থেকে কারেন্ট যত বেশি হবে তত ব্যাটারির লং টার্ম স্থায়িত্বের ক্ষতি হবে। হ্যাঁ সোলার বা ট্রান্সফর্মার/ইনভার্টার যেখান থেকেই চার্জিং হোক না কেন চার্জিং কারেন্ট সেম হবে।
আপনি কি শুধু লোড লাইনের ভোল্টেজ কনভার্ট করতে চাচ্ছেন? দারাজে 24 to 12 buck converter লিখে সার্চ দিলে অনেকগুলো পেয়ে যাবেন। ভালো রিভিউ দেখে অর্ডার করবেন।
Assalamualaikum vaiya Su-vastika MPPT-1500 Solar Hybrid UPS Eta basar jonno kintey chaitesi ,4 fan, 10 light, 400w er computer, use korar jonno.. etar satey koto watt er panel nile valo hobey vaiya. Ar er theke o ki 20000 er vitore valo solar ips asey ki ? Akto poramosso diben plz
অলাইকুম আসসালাম। আপনার লোড যা যা আছে দেখলাম সেই হিসাবে আপনি এটি নিতে পারেন। 900/1000 ওয়াটের মধ্যে এই PCU টি খারাপ না। এটার সাথে আপনি সর্বোচ্চ 1200 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন। MPPT হওয়াতে 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুই রকম সোলার প্যানেল ব্যবহার করা যাবে। UTL ও Suvastika এই দুই কোম্পানির MPPT সোলার PCU এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং দুইটা কোম্পানিই বেশ ভালো। আপনার যদি ওয়াট বেশি লাগে তাহলে এদের আরো হ্যাবি মডেল আছে সেগুলোও দেখতে পারেন। যারা আপনাকে আফটার সেলস সার্ভিস ভালো দিবে সেখান থেকে দেখে শুনে কিনবেন।
@@TechnologyBanglaShahin thank you so much vaiya 😍. Akreta question silo... Su-vastika MPPT-1500 Solar Hybrid UPS etar theke solar panel theke sorasori load cholbey ki vaiya battery full hobar pore? Ar ei system theke amr basar electric bill komano ki somvob Vaiya...plz janaben vaiya ❤️
হ্যাঁ এগুলোর ব্যাটারি ফুল হওয়ার পরে বাসার লোড ব্যাটারি+সোলার এর কম্বিনেশনে চলতে থাকে। হ্যাঁ কিছুটা বিদ্যুৎ বিল সেভ করা সম্ভব তবে সেক্ষেত্রে সেভ করার জন্য যে সেটিংস গুলো থাকতে হবে সেগুলো ঠিক ভাবে করা আছে কিনা চেক করতে হবে, UTL Gamma+ এ এই সেটিংস গুলো ভালোভাবে কাস্টমাইজ করা যায়। 24 ঘন্টার মধ্যে 6/7 ঘন্টার বিদ্যুৎ বিল সেভ করা সম্ভব। বিদ্যুৎ বিল বেশি বেশি সেভ করতে চাইলে হাই ফ্রিকোয়েন্সির কিছু হাইব্রিড ইনভার্টার আছে ওগুলো ব্যবহার করতে পারেন। তবে সে ক্ষেত্রে ইনিশিয়াল খরচ আরো বেশি হবে। যেমন: Growatt, Hinvert ইত্যাদি। এগুলো ব্যাটারিকে স্পর্শ করে না। লোড সরাসরি সোলার+গ্রিড এর কম্বিনেশনে চালায় ফলে বিদ্যুৎ বিলে সেভ কৃত টাকা পরে ব্যাটারি কিনতে কিনতে নষ্ট হয় না। হাই ফ্রিকুয়েন্সির ইনভার্টার এর একটি সমস্যা হচ্ছে এর দীর্ঘ স্থায়িত্ব নিয়ে এখনো বেশ Controversy আছে।
Amr 50wat solar 15ampr bettery diner belay full.charge dekhay raat holei charge kom dekhay. Etar karon ki...fan light kisu use kori na taw charge kom dekhay kno
ব্যাটারি ভোল্টেজ ও ইন্ডিগেটর অনেক সময় ফুল দেখালেও ভুল ইনফর্মেশন আসে। আসলে অনেকগুলো সমস্যার কারণে এরকম হতে পারে। ১) ব্যাটারিটা যদি অনেকদিন হলো ব্যবহার করছেন এমন হয় তাহলে ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে। ২) প্যানেল থেকে ঠিকমত এম্পিয়ার আসছে কিনা এটা মিটার দিয়ে চেক করতে হবে। 1-2.5 এম্পিয়ার আসার কথা। ৩) ক্যাবল এ এম্পিয়ার লস হচ্ছে কিনা সেটাও চেক করতে হবে। ৪) দিনের বেলা যদি লোড চালান তাহলে ব্যাটারি কিন্তু ভালোভাবে চার্জ হতে পারবে না, সে ক্ষেত্রে প্যানেল একটু বাড়িয়ে নিতে হবে।
ভাই আমার rec 375 watt panel এর সাথে pwm charge controller দিয়েউ সর্বোচ্চ ১০ amh পাই। এখন আমার প্রশ্ন হলো srne mppt charge controller দিয়ে কত amh পাবো। উত্তর আশা করছি।
আপনি কি এই সেটআপের সাথে 12 ভোল্টের 1 টি ব্যাটারি ব্যবহার করছেন? যদি তাই করেন তাহলে আপনি এই টাইপের উন্নত মানের MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে 20+ এম্পিয়ার পাবেন। নোট: যেহেতু অনেক এম্পিয়ার আসবে তাই ব্যাটারির ক্যাবল টা মিনিমাম 6 sq mm(6 RM) ব্যবহার করবেন।
আমার একটি ২০ এম্পিয়ার এর Epever কন্ট্রোলার আছে। এই কন্ট্রোলার দিয়ে আমি ডিসি লোড চালাই। এই কন্ট্রোলার দিয়ে দিনের বেলায় যখন আমি এম্পিয়ার পাই তখন প্রথমে আমার লোড চললে সেখানে যায় তারপরে অবশিষ্ট যদি আম্পিয়ার থাকে সেটা দিয়ে ব্যাটারি চার্জ হয়। আমি জানতে চাই SRNE MrPow এই দুইটি কন্ট্রোলার দিয়েও কি এমন হয় প্রথমে লোটে যায় তারপরে ব্যাটারি চার্জ হয়?
ভাই আপনার কথাগুলো শুনে আমি একটি 30 এম্পিয়ার এর srne mppt , চার্জ কন্ট্রোলার নিয়েছে, আমার প্যানেল 355 ওয়াট লঞ্জি ব্যাটারি 160 এম্পিয়ার 12 ভোল্ট এখন আমার কথা হচ্ছে পেনেল কোন দিকে বসালে সঠিক হবে কত ডিগ্রী অ্যাঙ্গেলে থাকবে একটু জানাবেন।।
প্যানেল দক্ষিণ দিক মুখ করে সেট করতে হয়। ২৩/২৪ ডিগ্রি অ্যাঙ্গেল করে প্যানেল বসাতে পারেন। তবে যদি আপনার গরম দিনে বেশি বিদ্যুতের প্রয়োজন হয় তাহলে আরো ১০ থেকে ১৫ ডিগ্রি কমিয়ে দিতে পারেন। এতে করে শীতের দিনে আবার বিদ্যুৎ প্রোডাকশন একটু কম পাবেন। তবে আমাদের কিন্তু গরম দিনেই বেশি বিদ্যুৎ দরকার হয় কারণ ফ্যান চলে। অ্যাঙ্গেল মেজারমেন্ট করার জন্য গুগল প্লে স্টোরে সার্চ দিলেই অনেক অ্যাপ পেয়ে যাবেন।
@@TechnologyBanglaShahinভাইয়া আমি 17 18 ডিগ্রী করে দিয়েছি এতে করে আমি 355 ওয়াট লুঞ্জি প্যানেল থেকে srne 30 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার থেকে 18 এম্পিয়ার আউটপুট পাচ্ছি এটা কি ঠিক আছে আমার গরমের দিনে বেশি প্রয়োজন, তাছাড়া সোলার কন্ট্রোলার 45 পার্সেন্ট টেম্পারেচার দেখায় আউটপুটে আমার কোন লোভ নেই আমি সরাসরি আইপিসি ব্যবহার করি সোলার প্যানেল থেকে সর্বোচ্চ আমি 8 থেকে 10 এম্পিয়ার লুট নিব একটু জানাবেন সবকিছু ঠিক আছে কি
এক্ষেত্রে PWM এ যদি 4-4.5 এম্পিয়ার আসে তাহলে MPPT ব্যবহার করলে 2.5-3 এম্পিয়ার বেশি আসবে। 24/48 ভোল্টের প্যানেলগুলো MPPT তে ব্যবহার করলে আরো অনেক বেশি এম্পিয়ার বাড়বে।
দ্রুত চার্জ করার জন্য সব বেশি বেশি নিতে পারেন কিন্তু ব্যাটারির লং টার্ম স্থায়িত্বে ক্ষতি হবে। লিথিয়াম আয়রণ ফসফেট ব্যাটারি হলে এসব ঝামেলা হতো না। আপনার ক্ষেত্রে আপনি 20A এর চার্জ কন্ট্রোলারের সাথে ৩০০ ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করতে পারেন। যদি এর থেকেও বড় সোলার প্যানেল কিনেন সে ক্ষেত্রে চার্জ কন্ট্রোলারের এম্পিয়ার লিমিট করে দিতে পারেন। আবার ২৪ ভোল্টের ৫৫০ ওয়াটের প্যানেলগুলোর সাথে ৩০ এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার ব্যবহার করা উচিৎ।
অলাইকুম আসসালাম। প্যানেল এবং ব্যাটারির নেগেটিভ পজিটিভ ঠিকমতো কানেকশন দেয়া হয়েছে কিনা চেক করুন। ব্যাটারি কিছুটা খালি আছে কিনা এবং কন্ট্রোলারের মেনুতে ব্যাটারি সিলেকশন ঠিক আছে কিনা সেটাও চেক করুন। তারপরেও সমস্যা সমাধান না হলে আমাকে এই নাম্বারে whatsapp করে রাখুন। 01758188500
ভাই আপনি এই কন্ট্রোলার কোথায় থেকে কিনেছেন। আমার 40 এম্পিয়ার এর একটি দরকার। কোথাও খুঁজে পাচ্ছিনা আপনি যেখান থেকে কিনেছেন ওখানে যদি আরো থাকে আমি কিনবো। দয়া করে জানাবেন।
assalamualaikum vai. amar 250w pannel acy. currently ami pwm use korty aci. jodi ami SRNE 30A MPPT use kore taholy koto AMP pabo? and 30A er sathy ke bluetooth device ta deya thakby? ba use kora jaby? jodi bluetooth device include na thaky taholy controller and BT device kontar price koto hoty pary janaben please. Thank You.
অলাইকুম আসসালাম। আপনি PWM চার্জ কন্ট্রোলারের চেয়ে MPPT চার্জ কন্ট্রোলারে কতটুকু এম্পিয়ার বেশি পাবেন সেটা নির্ভর করছে আপনার সেট আপের উপরে। আপনি যদি বর্তমানে 24 ভোল্টের প্যানেল PWM চার্জ কন্ট্রোলের সাথে কানেক্ট করে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করে থাকেন তাহলে এই সেটা আপে যদি PWM সরিয়ে MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন তাহলে আপনি আগের চেয়ে ডবল এর বেশি এম্পিয়ার পাবেন। ব্লুটুথ এডাপটার টি শুধুমাত্র MC মডেলের সাথে দেওয়া থাকে। Shiner মডেলের সাথে আলাদাভাবে কিনে নিতে হয়। Shiner মডেলটি বেশি ভালো কারণ এতে বিল্ট ইন ডিসপ্লে আছে এবং ডিসি আউটপুট এর ব্যবস্থা আছে। বাংলাদেশে সোলার আইটেমের দাম খুব আপ ডাউন করে। আমি 30A এর টা 7,800 টাকা দিয়ে কিনেছি ও ব্লুটুথ এডাপটার 1,700 টাকা দিয়ে কিনেছি। ইউটিউবে SRNE MPPT Solar Charge Controller লিখে সার্চ দিলে কিছু সেলার পেয়ে যাবেন। যেমন: Rural Sun Power. আবার BDTronics এর ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। গুগলে BDTronics লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন।
আমি ১২ ভোল্টের ১০০ ওয়াট প্যানেল দুইটা এবং 50 ওয়াট এর প্যানেল একটা দিয়ে 100 এম্পিয়ার এর ভলভো সোলার ব্যাটারি ইউজ করতে আছি। এই সেটাপে কতটুকু বেশি পেতে পারি।
যদি আপনার 12 ভোল্ট এর প্যানেলগুলো প্যারালালে কানেকশন করে MPPT চার্জ কন্ট্রোলেরের সাথে কানেক্ট করেন তাহলে PWM এর চেয়ে খুব বেশি এম্পিয়ার বেশি পাবেন না। এক্ষেত্রে 1 থেকে 2 এম্পিয়ার ইনক্রিজ হবে।
MPPT তে প্যানেল ২৪ ভোল্ট হলেও ব্যাটারি ১২ ও ২৪ ভোল্টের দুইটাই সাপোর্ট করে। MPPT এর কার্যকারিতা আগে আপনাকে ভালোভাবে বুঝতে হবে। শুধু শুধু ১২ ভোল্টের প্যানেল সিরিজে কানেক্ট করে ২৪ ভোল্ট করার দরকার নাই যদি না ক্যাবল এর সাইজ প্রয়োজনের তুলনায় চিকন হয়ে থাকে। যদি আপনার প্যানেলগুলো ন্যাটিভলি ২৪ ভোল্টের হয় সেক্ষেত্রে আপনি MPPT সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করে ১২ ভোল্টের ব্যাটারি চার্জ করার সময় ম্যাক্সিমাম পাওয়ার ব্যবহার করতে পারবেন যা PWM এর ক্ষেত্রে সম্ভব নয়।
আপাতত MPPT টেস্টিংয়ের জন্য 40W (20W+20W Series) সোলার প্যানেল ব্যবহার করেছি। হ্যাঁ আউটপুটে একটা ব্যাটারি যুক্ত ছিল। আউটপুট এম্পিয়ার 4 এর থেকে কিছুটা কম ছিল। পরবর্তীতে এটার সাথে বেশি ওয়াটের প্যানেল ব্যবহার করা হবে।
আমার 300 ওয়াট সোলার প্যানেল এখনো চার্জার কন্ট্রোলার কিনি নাই কত এম্পিয়ার এর চার্জার কন্ট্রোলার লাগবে 300 ওয়াট প্যানেলের জন্য কম দামের মাঝে কোন কন্ট্রোল একটা ভালো হবে
এই ভিডিওতে আমি SRNE MPPT 30A চার্জ কন্ট্রোলার দেখিয়েছি আপনি যদি আরেকটু কম বাজেটের মধ্যে ভালো নিতে চান তাহলে এই কোম্পানির PWM চার্জ কন্ট্রোলারটা নিতে পারেন। SRNE PWM 20A.
ভাই, লোডে output voltage কত থাকে? আমি ২০ Amp এর একটা কিনেছি, সেখানে Battery voltage এর সমান voltage, Load এর Output এ আসে। মানে battery voltage যদি ১৩.৭ হয়, load Output এ ও ১৩.৭ হয়।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা ভিডিও বানানোর জন্য। এর পরে আপনার কাছে প্রশ্ন আপনি অনেকদিন কেনো অনুপোস্থীত ছিলেন। আর একটা প্রশ্ন আপনি যে ব্যাটারি দেখালেন ওটা কি ব্যাটারি দাম কত। আর ঘরে কি ব্যাটারি ব্যাবহার করছেন বর্তমান। আমি ব্যাটারি নিয়ে বেশ ঝামেলায় আছি। আশাকরি আমার প্রতিটা প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ অনেকদিন পরে কমেন্ট করার জন্য। আসলে ব্যস্ততার কারণে কিছুদিন এসবের বাইরে ছিলাম। এই ভিডিওতে যে ব্যাটারিটি দেখলেন ওটা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি (Lifepo4). এই ধরনের ব্যাটারির আয়ু সাধারণত ১০ থেকে ১৫ বছর হয়ে থাকে। এগুলোর দাম কিছুটা বেশি। 12V 100Ah 35 হাজারের আশেপাশে, ওঠানামা করে। বাসায় আরো দুইটি রহিম আফরোজ এবং সাইফ পাওয়ারের টল টিউবুলার ব্যাটারি আছে কিন্তু এগুলো ৩-৪ বছরের মধ্যে নষ্ট হয়ে যায় সোলারে সাথে ব্যবহার করলে। আপনি ভবিষ্যতে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করার চিন্তাভাবনা করতে পারেন।
বাজারে বর্তমানে 48v প্যানেল পাওয়া যাচ্ছে। আমি চাইছিলাম, 48v 550watt প্যানেল কিনতে। কারণ ভবিষ্যতে আমি হাইব্রিড করার ইচ্ছে আছে। বর্তমানে কি 48v প্যানেল থেকে 12v আউটপুট নেওয়া যায়??
যেহেতু এটা MPPT টেকনোলজির চার্জ কন্ট্রোলার তাই ১৭০ ওয়াট প্যানেলের সাথে ২০ এম্পিয়ার চার্জ কন্ট্রোল ব্যবহার করবেন। MPPT এর এটাই মজা, প্যানেলের থেকে যে এম্পিয়ার আসবে তার থেকেও বেশি পাবেন।
অলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? সুপারস্টারের এই ফ্যানা গুলো সাধারণত ১২ ওয়াট থেকে ১৮ ওয়াট বিদ্যুৎ খরচ করে থাকে। আপনি যে প্যানেল গুলোর নাম বলেছেন এগুলোর মধ্যে সুপারস্টার মনো প্যানেলটা নিতে পারেন। রহিম আফরোজ এর সোলার ব্যাটারি ভালো হবে।
অলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কি জানতে চেয়েছেন যে: Longi 550 ওয়াট সোলার প্যানেলের জন্য কত এম্পিয়ার এর চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন? উত্তর: এই কোম্পানি রেকমেন্ড করে ৫৫০ ওয়াট প্যানেলের সাথে 1 টা ব্যাটারি চার্জ করার জন্য 40A এর চার্জ কন্ট্রোলার ব্যবহার করা উচিৎ। এই কন্ট্রোলার এম্পিয়ার বাড়িয়ে দিতে পারে এ কারণে বেশি এম্পিয়ারের চার্জ কন্ট্রোল ওরা ব্যবহার করতে বলে।
ব্যাটারি সিলেকশনে গিয়ে FLD ব্যাটারি প্রোফাইল টা সিলেক্ট করবেন। ছোট ছোট লেখার জন্য যদি বুঝতে সমস্যা হয় তাহলে ম্যানুয়াল বইতে দেখে নিবেন কত নম্বর প্রোফাইলটা FLD.
FLD সিলেক্ট করলে ফ্লোটিং চার্জ বুষ্টিং চার্জ সব ধরনের ভোল্টেজ সেটিং সে নিজেই করে নিবে। আপনি শুধু চার্জিং এম্পিয়ার টা প্রয়োজনমতো দিয়ে নিতে পারেন। যেহেতু আপনার ব্যাটারিটি C20 200Ah তাই এটির আয়ু সবচেয়ে বেশি বর্ধিত করতে চাইলে 10 এম্পিয়ার ব্যবহার করবেন তবে যদি এই এম্পিয়ারে সারাদিনে চার্জ না হতে পারে তাহলে 15 এম্পিয়ার সিলেক্ট করতে পারেন। এভাবে এম্পিয়ার যত বাড়াতে থাকবেন আপনার ব্যাটারির লং টার্ম আয়ু কিছুটা কমবে কিন্তু দ্রুত চার্জ হবে।
এটা ডিসি সোলার সিস্টেম যারা ব্যবহার করবে তাদের জন্য ডিজাইন করা। সোলার ips এর সাথে বিল্ট ইন সোলার চার্জ কন্ট্রোলার থাকে তাই ওটার সাথে এটা সংযুক্ত করার দরকার নাই।
Sir apner LiFePO4 battery ar akta review and details den.also apni kotha theke kinacen. plzzz. amer ips nosto hoia giase and ami vabci r IPS na kine akta solar system build kore felbo.
এটা 100Ah 12V এর LiFePO4 ব্যাটারি। এটা Headway বা Liwatt নামে বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়। ৩০ হাজার টাকার আশেপাশের দাম। বিভিন্ন সোলার বিক্রেতার কাছে এটা পেয়ে যাবেন।
বাংলাদেশে সোলার আইটেমের দাম একেক জায়গায় একেক রকম। 30A এর টা 7000-7800 টাকায় সেল হচ্ছে। ইউটিউবে SRNE MPPT Solar Charge Controller লিখে সার্চ দিলে কিছু সেলার পেয়ে যাবেন। যেমন: Rural Sun Power. তবে BDTronics এর ওয়েবসাইটে ভিজিট করলে কিছুটা কমে পেয়ে যেতে পারেন।
১২ ভোল্ট ব্যাটারির সাথে ২০ অ্যাম্পিয়ার কন্ট্রোলার দিয়ে ৫০০ ওয়াট প্যানেল ব্যবহার করা যাবে কী না,আমার কন্ট্রোলার ২০ অ্যাম্পিয়ার সেখানে ৫০০ ওয়াট সাপোর্ট করে কিন্তু ১২ ভোল্ট ব্যাটারি দিলে কাজ করবে কী না সেটা জানার ছিলো
MPPT চার্জ কন্ট্রোলারে আপনি 24 ও 12 ভোল্টের যেকোনো প্যানেল দিয়ে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন, এটা MPPT এর একটি Must have feature. 500 ওয়াট সোলার প্যানেলের জন্য আপনাকে MPPT এর 40A চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে। MPPT এর এটা একটা বড় গুণ, অতিরিক্ত ভোল্টজ কে এম্পিয়ারে কনভার্ট করতে পারে তাই বেশি এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার লাগবে। (PWM এর ক্ষেত্রে আমরা চিন্তা করি এত এম্পিয়ার এর চার্জ কন্ট্রোলার কত ওয়াট পর্যন্ত প্যানেল সাপোর্ট করবে আর MPPT এর ক্ষেত্রে চিন্তা করতে হয় কত কম প্যানেল দিয়ে কত বড় এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার সাপোর্ট দেওয়া যাবে)
@@TechnologyBanglaShahin আমারও DC সিস্টেম করার জন্য বলছিলাম যেমন আমার ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরেও অটুকাত হতো তারপরে সোলার প্যানেল থেকে লোড চালানো যেত এরকম হয় নাকি
স্যার আমি ৪-৫ মাস আগে একটা সোলার সেটআপ কিনি রংপুর থেকে। রংপুরে একটি বড় দোকান আছে কিন্তু তারা কনজ্যুমার লেভেলে সোলার সেটাপ করে না তারা বাণিজ্যিক বড় লেভেলের সেটাপ এবং সাপোর্ট দেয়। তো উপায় না পেয়ে আমি একটি ছোট দোকান থেকে সোলার কিনি তো এটার ব্যাটারি ছিল ১০০ এম্পিয়ার ভলবো কোম্পানির দুইটা দেখেই প্রথমে আমার একটু সন্দেহ হয়েছিল কারন কার্টনের রং ওঠা ওঠা মতোন আমার মনে হয় ব্যাটারিটা একবার দেড় বছর আগের। এরপর তারা যে আমাকে প্যানেল থেকে তার দিয়েছে কন্ট্রোলার পর্যন্ত৭০/ ৭৬ গ্রেডের। সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত তারের দৈর্ঘ্য প্রায় ২৫ ফিটের মত। কন্ট্রোলার আমাকে দিয়েছে 20 এম্পিয়ার খুবই নিম্নমানের চায়বা নিল রং এর কন্ট্রোলার। কোন নাম বা ব্রান্ড লেখা নাই। তারপরও দাম নিয়েছে প্রায় ১৭০০ টাকার মত। এরপর কন্ট্রোলার টি আমি আমাদের পাঁচ রুমের মধ্যে মধ্যে রুমে রেখে বাকি ৪ রুমে দুইটা একটা করে তার দিয়ে বাতি এবং সোলার টেবিল ফ্যান সেটআপ দিয়েছি। এখন কনফিগারেশন বলি প্যানেল সুপারস্টার ১৬০ ওয়াট মনো প্যানেল ১২ ভোল্ট কন্ট্রোলার নন ব্রান্ড চাইনিজ ২০ এম্প ব্যাটারি ১০০ এম্প ভলভো সোলার টিউবলার এখন এটা দিয়ে একটা ফ্যান ( ক্লিক ১২ ইঞ্চি সোলার) এবং ৫টা লাইট ( ওয়াল্টন ডিসি ৫ ওয়াট এর ২টা রড বা স্ট্রিপ লাইট, ২টা নন ব্রান্ড ৫ ওয়াট ৭০ টাকা দামের লম্বা লাইট, এবং ২ টা এলইডি ডিসি লাইট চলে) এখন সমস্যা হল মাঝে মাঝে সোলারের চার্জ ৭-৮ ঘন্টা ৯ ঘন্টা চলে মাঝে মাঝে আধা ঘন্টায় বন্ধ হয়ে যায়। ১৩.২ এম্পিয়ার পর্যন্ত চার্জ উঠে (সোলার কন্ট্রোলারে দেখা যায়) আবার আধা ঘন্টা চালালে হুট করে ১১ এম্পেয়ার দেখায় এবং বন্ধ হয়ে যায়। লোকাট ১১ এ সেট করা আছে। এখন এটা কি কন্ট্রোলের সমস্যা? নাকি ব্যাটারি কন্ট্রোলার থেকে অনেক দূরে দূরে লাইট সেট করার জন্য এমন হচ্ছে? নাকি কদিন বৃষ্টির জন্য ভালো করে চার্য হয়নি? নাকি ব্যাটারির সমস্যা? এখন যদি আমি এই সস্তা ২০এ কন্ট্রোলার বাদ দিয়ে SRNE বা POWMR এর MPPT কন্ট্রোলার ব্যবহার করলে কি তারাতারি বা ভালো ভাবে ব্যটারি চার্য হবে? এর সাথে আমি ভবিষ্যতের জন্য ১কিলো ( ৫৫০ ওয়াট এর দুইটা সোলার প্যানেল) লাগাতে চাই। এবং এর সাথে লুমিনাস, এক্সাইড বা অন্য ভালো ১ কিলো ওয়াটের সোলার ইনভার্টার/ সোলার আইওপিএস সেট করবো। আমি চাই আমার বর্তমান ১৬০ ওয়াটের প্যানেলটাও যেন এর সাথে এড করা যায়। ৫৫০ ওয়াট ২৪ ভোল্ট প্যানেলের সাথে এই ১২ ভোল্ট প্যানেল এটাস্ট করা যাবে? বর্তমান ব্যাটারি ১২ ভোল্ট সোলার এটা কি সোলার আইপিএস এর সাথে ব্যবহার করা যাবে? এখন ভবিশ্যত সেটাপের জন্য আমার কত গেজের তার লাগবে সোলার টু কন্ট্রলার? সোলার আইপিএস ব্যবহার করলে কি এর সাথে কোন এমপিপিটি কন্ট্রোলার ব্যবহারের দরকার আছে? বা এমপিপিটি কন্ট্রোলার ব্যবহার করলে কি আউটপুট বেশি পাব এই আইপিএস এ? সবশেষে জানতে চাই এস আর এন ই ত্রিশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার কোন জায়গায় পাওয়া যাবে?
আসলে বেশ কিছুদিন হল বৃষ্টি হওয়ার কারণে সবার ব্যাটারি ঠিকমত চার্জ হচ্ছে না। সবাই হঠাৎ করে খুব অল্প ব্যাকআপ পাচ্ছে। সমস্যা হচ্ছে এভাবে চলতে থাকলে ব্যাটারি আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন পরিস্থিতিতে ব্যাটারি যত কম খালি করবেন পরবর্তীতে ততই ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিয়ে সমস্যা কম হবে। সোলার সিস্টেমে ভালো মানের একটি চার্জ কন্ট্রোলার খুবই গুরুত্বপূর্ণ। চার্জ কন্ট্রোলার যদি ভালো হয় তাহলে ব্যাটারিও অনেক দীর্ঘস্থায়ী হয় এবং চার্জিংটা ভালোভাবে হয়। আপনি SRNE ব্যবহার করতে পারেন। পরবর্তীতে যদি 24 ভোল্টের প্যানেল ক্রয় করেন তাহলে এই 12 ভোল্টের প্যানেল ওটার সাথে সংযুক্ত করলে লাভের চেয়ে ক্ষতি হবে তবে সেটার আলাদা একটি সমাধান আছে। পরবর্তীতে যখন আপগ্রেড করবেন তখন হিসাব অনুযায়ী ক্যাবল ব্যবহার করতে হবে, তখন আমাকে আবার মেসেজ দিয়েন। এখন আপাতত আপনি শুধু চার্জ কন্ট্রোলার কিনতে পারেন। আর যেদিন রোদ কম থাকবে সেদিন সোলার ব্যবহার একটু কম করবেন এতে করে ব্যাটারিটা লো কাটে বেশি বেশি যাবে না। ব্যাটারি লো কাটে কম গেলে ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব অনেক বেড়ে যায়।
@@TechnologyBanglaShahin স্যার আমার সোলার ইনভার্টার করার চিন্তা বাদ। এখন আমি ভবিষ্যতে ৫৫০ ওয়াট সোলার লাগাব। আর আমার ১৬০ ওয়াট আছে। এখন আমার এই সিস্টেমের জন্য কি কি লাগবে প্লিজ একটু বলবেন। আমার যেহেতু একটা ১০০ এম্প ব্যাটারি আছে আমি সামনের দুই তিন মাসের মধ্যে আরেকটা ১০০ বা ১২০ এম্প সোলার ব্যাটারি নিব এখন আগের ১০০ এম্পের টিউবলার ব্যাটারির সাথে ১২০ টলটিউবলার ব্যাটারি সিরিজ করে ২৪ ভোল্ট ইউজ করতে পারব? সেম ১৬০ ওয়াটের সাথে ৫৫০ ওয়াট ২৪ ভোল্ট কিছু করা যাবে? এখন ভবিষ্যতের এই সেটাপের জন্য কি কি কেনা লাগবে যদি বলে দিতেন খুব উপকৃত হতাম স্যার। যেমন ১)প্যানেল থেকে কন্ট্রোলার কত গেজের কোন ব্রান্ডের ডিসি তার? ২) ব্যাটারি থেকে কত গ্রেডের তার কন্ট্রলার পর্যন্ত? ৩) কন্ট্রলার থেকে বাতি বা ফ্যান পর্যন্ত কি মানের তার? ৪) আমার বাসার রুম অনেক দূরে দূরে। ১০ রুমের মধ্যে ৩ রুম ব্যবহার হয়। এখন কন্ট্রলার মধ্য রুমে বসালে কিভাবে দুইপাশের চার রুম চার রুম কভার করা যায়। বাকি রুমে একটা করে লাইট থাকবে ইমার্জেন্সি ব্যবহার এর জন্য। কখনো গেস্ট আসলে ব্যবহার হতে পারে। ৫) এখন ২৪ ভোল্ট সিস্টেমের প্যানেল বা ব্যাটারি সিরিজ করলে কি আমার ১২ ভোল্টের বাতি বা ফ্যান চলবে? ৬) ফাইনালি এই সিস্টেমের জন্য কত এম্পের SRNE mppt কন্ট্রোলার কিনবো? ৭) যদি আপনার কোন মেইল এড্রেস দিতেন। ধন্যবাদ এবং শুভ কামনা
লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির ক্ষেত্রে অনেক বেশি প্যানেল ব্যবহার করে খুব দ্রুত চার্জ করা সম্ভব। তবে আপনি যদি সারাদিনে রোদ থাকা অবস্থায় চার্জ করতে মিনিমাম যতটুকু দরকার ততটুকু ব্যবহার করতে চান সে ক্ষেত্রে 200 ওয়াট প্যানেলের সাথে 10 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। অবশ্যই চার্জ কন্ট্রোলারটি লিথিয়াম আয়রন ফসফেট ফসফেট ব্যাটারি সাপোর্ট করে কিনা এইটা শিওর হয়ে কিনবেন। MPPT চার্জ কন্ট্রোলার হলে 24 ভোল্টের প্যানেল এবং PWM চার্জ কন্ট্রোলার হলে 12 ভোল্টের প্যানেল ব্যবহার করবেন।
দীর্ঘদিন পর আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আমার বাসায় সবকিছু ডিসি সিস্টেমে চালাই। মোট সোলার প্যানেলের ওয়াট ৪৬৫। ব্যাটারি রহিমা আফরোজ এর টল টিউবলার ২০০ Ah ips ব্যাটারি। smarten এর 50 এম্পিয়ার কন্ট্রোলার । এবং Dsp sine wave ips দিয়ে মাঝে মধ্যে সুধু ব্যাক আপ নিয়ে থাকি। এখন ব্যাটারি এইটা থাকবে। না সোলারের ১৩০ah ব্যাটারি লাগাবো। সময় পেলে একটু জানাবেন প্লিজ।
সবচেয়ে ভালো হয় আপনি যদি লিথিয়াম আয়রন ফসফেট (Lifepo4) ব্যাটারি ব্যবহার করেন। এটার দাম একটু বেশি হলেও লেড এসিড ব্যাটারির চেয়ে তিন চার গুণ বেশি দীর্ঘস্থায়ী। তবে আপনার স্মার্টেন চার্জ কন্ট্রোলারটা সাপোর্ট করবে না। আর যদি লেড এসিড ব্যাটারি ব্যবহার করতে চান তাহলে যেটা করছেন ওটাই ভালো হবে কারণ বাংলাদেশে সোলারের ব্যাটারি আপনি ১৩০ Ah এর বেশি পাবেন না আবার সেটা টল টিউবুলার হবে না শুধু টিউবুলার হবে। যদিও সোলারের ব্যাটারি 10c তারপরেও বাংলাদেশে ব্যাটারির যে অবস্থা কি আর বলবো।
যেহেতু এটা 200Ah C20 ব্যাটারি তাই 10 এম্পিয়ারের উপরে চার্জ দিলে ব্যাটারির লং টার্ম আয়ু কমে যেতে থাকবে। সোলারের যে ব্যাটারী কিনতে চাচ্ছেন সেটি 130Ah C10 ব্যাটারি তাই 13 এম্পিয়ারে বেশি এম্পিয়ারে চার্জ দিলে সেটিও ব্যাটারির জন্য ক্ষতিকর। Lifepo4 ব্যাটারি হলে এসব কোন ঝামেলা হতো না কারণ ওগুলো C1 ব্যাটারি।
আসসালামু আলাইকুম। আমি রহিম আফরোজ এর ৪ টি ৮৫ ওয়াট এর ১২V প্যানেল প্যারালাল করে ৩৪০ ওয়াট ১২v প্যানেল হিসাবে ইউজ করি। ব্যাটারি ১২V এর ১৩০ এম্পিয়ার এর প্যারালাল করে ২৬০ এম্পেয়ার বানিয়ে কানেকশন দেয়া। লুমিনাস এর ২০A এর কন্ট্রোলার ইউজ করি যা সারা দিন ই ব্যাটারি চার্জ করে। এখন আমার কি কন্ট্রোলার চেঞ্জ করা উচিত নাকি ঠিক আছে? আমি এই কন্ট্রোলার কিনতে চাচ্ছিলাম। কেমন হবে এই সেটাপ এর জন্য?
আপনার সেটআপ মোটামুটি ঠিক আছে। প্যানেল সামান্য আরেকটু বেশি হলে ভালো হতো। সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত মিনিমাম 4 sq mm (4rm) ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করবেন। ব্যাটারীতে মিনিমাম 6 sq mm (6rm) ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করবেন। এই চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করলে আপনার বর্তমান সেটআপে খুব বেশি ইম্প্রভমেন্ট আসবে তা নয়। সামান্য একটু ইমপ্রুভমেন্ট আসবে। তবে যদি প্যারালাল এবং সিরিজ এর কম্বিনেশন করে ২৪ ভোল্ট প্যানেল করে কানেকশন দিতে পারেন তাহলে একটু বেশি ইম্প্রভমেন্ট আসবে আবার এক্ষেত্রে আপনার যে ক্যাবল টি আছে ওটি ব্যবহার করলেই হয়ে যাবে চেঞ্জ করতে হবে না। সব সিরিজ কানেকশন করলে আবার কোন একটা প্যানেলে ছায়া পড়লে বাকি প্যানেলগুলো পারফরম্যান্স ডাউন আউটপুট দিবে।
@@TechnologyBanglaShahin ধন্যবাদ। আমি ২ টি করে প্যানেল ২*২ RM BRB DC তার দিয়ে 2 জোড়া তার দিয়ে কন্ট্রোলার এ সংযোগ দিয়েছি যাতে ১ টি প্যানেল এ ছায়া পড়লে ও ৪ টি প্যানেল এ এফেক্ট না করে। আমার চিন্তা হল ব্যাটারি ফুল চার্জ হয় না কেন সেটা নিয়ে। আমার আবার ছোট একটি ৪০ ওয়াট এর ইনভারটার লাগানো আছে ব্যাটারি তে। এখন ব্যাটারি ফুল চার্জ হয় না কি এটির জন্য? আমার ওয়াট, এম্পিয়ার সব ঠিক আসে সোলার থেকে চেক করে দেখেছি।
260Ah ব্যাটারি সারাদিনে রোদ থাকা অবস্থায় ফুল চার্জ করার জন্য 520 ওয়াট এর আশেপাশে সোলার প্যানেল দরকার হয়। আপনার প্যানেল এর চেয়ে কম। আবার দিনের বেলায় যদি আপনি লোড চালান তাহলে সেই লোডগুলো কিছুটা এম্পিয়ার কনজামশন করে ফলে ব্যাটারি কম এম্পিয়ার পায়। সে ক্ষেত্রে হিসাব করে প্যানেল আর একটু বেশি ব্যবহার করতে হয় তাছাড়া ব্যাটারি ফুল চার্জ হতে পারেনা।
আচ্ছা এই কন্ট্রোলার লাগানো অবস্থায় কখনো যদি আউটপুট লাইনে শর্ট হয় তাহলে কি প্রটেকশন আছে নাকি কন্ট্রোলার নষ্ট হয়ে যাবে, এবং আউটপুট এ কত এম্পিয়ার পর্যন্ত লোড নেওয়া যাবে
ধন্যবাদ ভাই। টেকনোলজি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। বাংলাদেশের সোলারের জিনিসের দাম ফিক্সড না একেক জায়গায় একেক রকম। যেমন এটা ২০ এম্পিয়ারের টা বিক্রি হয় ৫০০০ টাকা থেকে ৫৮০০ টাকার মধ্যে। ৩০ এম্পিয়ারের টা আরো দেড় থেকে দুই হাজার টাকা বেশি। আর বাংলাদেশের সোলার আইটেমের দাম যখন তখন বেড়ে যায়। যেহেতু এটা কপি এখনো মার্কেটে আসেনি তাই খোঁজখবর নিয়ে যেখানে কমে পাওয়া যায় সেখান থেকে ক্রয় করাই ভালো।
আমি চেষ্টা করবো। তবে আমি এটা সম্পর্কে যতটুকু জানি তা হলো POWMr mppt এর ৪০০০ টাকার নিচের গুলোতে (20A) রিয়েল ইন্ডাক্টর কয়েল নিয়ে অনেক controvercy আছে। 30A এর গুলো মোটামুটি ভালো যদিও টেম্পারেচার হাই হয়ে গেলে ইফিসিয়েন্সি টা অনেকটাই ড্রপ করে। এদের সবগুলো মডেলের বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম। ভালো করে টেস্টিং করলে বিষয়গুলো আরেকটু ক্লিয়ার বোঝা যাবে।
আমার ২০০ AH ১২ ভোল্টের রহিমআফরুজের টল টেবুলার ব্যাটারী আছে। সাথে আমি লুমিনিয়াস এর Zelio 1100 ব্যবহার করি। আমাকে সোলার প্যানেল কত ওয়াট কত ভি এ আর কোন কোম্পানির নিব। আমি srne এর MPPT সোলার কন্ট্রোলার কোনটা নিব। অগ্রিম ধন্যবাদ
আপনার বর্তমান IPS টি সোলার IPS নয়, এটি একটি নরমাল নন-সোলার IPS. SRNE এর MPPT কন্ট্রোলার টি শুধুমাত্র ডিসি সিস্টেমে ব্যবহার করা হয়। আপনি ডিসি নাকি এসি সিস্টেম করবেন এইটা আগে জানতে হবে।
যেহেতু আমি লাইট ফ্যান পরিবর্তন করতে চাচ্ছি না তাই আমাকে এসি সিস্টেমে যেতে হবে। আর যদি এমন কোনো অপসন থাকে যে সরাসরি মেইন লাইন এ কানেক্ট করে দেয়া যাই সেইটাও জানাবেন
যেহেতু আপনি এসি সিস্টেম করতে চাচ্ছেন তাই আপনার একটি সোলার IPS/PCU প্রয়োজন, মোটামুটি ১১০০ ভিএ যথেষ্ট। আপনার টোটাল লোড যদি হয় ৫০০/৬০০ ওয়াট তাহলে আপনি ৮০০/৯০০ ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করবেন। আপনার বর্তমান ব্যাটারিটি এই সিস্টেমের সাথে ব্যবহার করতে পারবেন। আপনার নন সোলার IPS টি কনভারশন কিট দিয়ে সোলার IPS এ পরিণত করতে পারেন তবে এগুলোতে পারফরমেন্সে অতটা ভালো আসে না। আর প্রসেসটা ক্লিয়ার করতে এই চ্যানেলে দেখবেন অনেক আগের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখবেন, তাহলে আপনার ধারনাটা আরেকটু ক্লিয়ার হবে। ভিডিও টার নাম Solar system price in Bangladesh.
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আমি সোলার সিস্টেমটা সম্পর্কে জানার জন্য ১২ ভল্ট ২০ ওয়াট এর একটা সুপার ষ্টার এর প্যানেল নিয়েছি। একটা ২০ আম্পের pwm কন্ট্রোলার নিয়েছি। আর ১০ ওয়াটএর ২ টা ডিসি লাইট নিয়েছি। আমি আপাতত ব্যাটারী ব্যবহার করব না। কন্ট্রোলার কনেক্সশন টা করতে পারবো। কিন্তু কন্ট্রোলার এ কোনটা কত ভি এ তে রাকব একটু জানতেন প্লিজ
সোলার প্যানেল ও কন্ট্রোলার এর সাথে একটি ব্যাটারি ব্যবহার করা জরুরী। ব্যাটারি ব্যবহার না করলে কন্ট্রোলার ও লোড যেকোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। কন্ট্রোলার এর সেটিংস থেকে শুধু ব্যাটারী টাইপ সিলেক্ট করে দিলেই বাদবাকি সেটিংস গুলো সে নিজেই করে নিবে। নতুন ব্যাটারিতে ব্যবহারের জন্য অন্যান্য সেটিংস গুলো চেঞ্জ করার দরকার নাই।
এই চার্জ কন্ট্রোলার দিয়ে দিনের বেলায় যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরও , তখন পর্যাপ্ত রোধ যদি থাকে এই চার্জ কন্টোলারের যে লোড লাইন আছে সেখান থেকে লোড ব্যাবহার করলে তখন কি ব্যাটারি থেকে চার্জ কমে যাবে নাকি, সরাসরি সোলার থেকে লোড গুলো চলবে ব্যাটারি কে কোন প্রকার স্পর্শ করা ছারাই, একটু জানতে চাই বিষয় টা
না রাতে backup পাওয়া যাবে। মনে করেন সোলার থেকে উৎপন্ন হল ১০ এম্পিয়ার। এটি ২ এম্পিয়ার দিয়ে লোড চালাবে আর ৮ এম্পিয়ার ব্যাটারী তে স্টোর হবে। এরকম ভাবে আপনি ৫ এম্পিয়ার এর লোড চালালে ব্যাটারিতে সংরক্ষিত হবে বাকি ৫ এম্পিয়ার। কিন্তু এটি DC অফ গ্রিড সিস্টেম হওয়াতে সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে ব্যাটারির সহযোগিতায়। আপনি যে সরাসরি লোড চালানোর বিষয়টা বলছেন এগুলো হাইব্রিড সিস্টেমে হয়, DC ও AC অফ গ্রিড সিস্টেমে হয় না।
ভাই আমার নরমাল নন সোলার আইপিএস কে সোলার আইপিএস এ কনভার্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি কি স্টেপ ফলো করতে হবে। আমি ৭০০-৮০০ ওয়াট প্যানেল ব্যাবহার করতে চাচ্ছি। এটা কি পসিবল হবে? আমার আইপিএস Exide 1125va.
নন সোলার IPS কে সোলার IPS এ কনভার্ট করার জন্য বাজারে আলাদা কনভার্শন কিট পাওয়া যায়। এদের মধ্যে Smarten ব্র্যান্ডের MPPT সোলার কনভারশন কিট টি বেশ ভালো। যারা সোলারের আইটেম সেল করে ওদের কাছে এটা পেতে পারেন এবং ঢাকার কাপ্তানবাজারেও কিছু কিছু শপে পাওয়া যায়। এটা সেটাপ করার প্রসেসটা ভিতরের ম্যানুয়ালে দেওয়া থাকে এছাড়াও সার্চ করলে ইউটিউবে কিছু ভিডিও পেয়ে যাবেন।
@@TechnologyBanglaShahin সমস্যা টা হচ্ছে ভাই এই কন্ট্রোলার গুলোতে ১২v ব্যাটারির জন্যে প্যানেল সাপোর্ট কম থাকে। যেমন 40ah charge controller এ 12v ব্যাটারি দিয়ে মেক্স প্যানেল সাপোর্ট থাকে ৫০০-৬০০ ওয়াট।
হ্যাঁ কনভারশন কিট গুলোতে প্যানেল সাপোর্ট কিছুটা কম থাকে, এটা মেনে নিতে হবেই। তবে MPPT এর কথা যেটা বললাম সেটাতে আপনি ২৪ ভোল্ট এর প্যানেল লাগাতে পারবেন ফলে প্যানেলের পরিমাণ দ্বিগুণ সাপোর্ট করবে। ২৪ ভোল্ট প্যানেল লাগালেও MPPT হওয়াতে একটা ব্যাটারি দিয়েই পুরো সিস্টেম রান করা সম্ভব। তবে একটা ব্যক্তিগত মতামত শেয়ার করি: আমার কাছে কনভারশন কিট গুলো একদম পছন্দ না কারণ এগুলো ব্যবহার করে সিস্টেম চালালে যথেষ্ট সানলাইট থাকা শর্তেও ব্যাটারিকে বারবার টাচ করে ফলে ব্যাটারির লাইফ সাইকেলের উপরে একটা নেগেটিভ প্রভাব পড়ে আবার মাঝে মাঝে ব্যাটারি খুব ভালো মতো চার্জ না হলে লোড গুলো সরাসরি সোলারে রান করতে চায় না।
এটা ডিসি সোলার সিস্টেমে ব্যবহার করার জন্য। এটা দিয়ে নন সোলার আইপিএস এর ব্যাটারিকে চার্জ দিতে পারবেন তবে মেইন লাইন কাট করবে না। মেইন কাট না করলে ডাইরেক্ট সোলারে বাসার লোড গুলো চালাতে পারবেন না। আপনি snarten কোম্পানির সোলার কনভারশন কিট কিনতে পারেন। ওটা ব্যাটারিকে চার্জ করার পাশাপাশি মেইন লাইন কাট করে লোডগুলো সরাসরি সোলারে চলতে সাহায্য করবে।
@@TechnologyBanglaShahinআমি ৪-৫ মাস আগে একটা সোলার সেটআপ কিনি রংপুর থেকে। রংপুরে একটি বড় দোকান আছে কিন্তু তারা কনজ্যুমার লেভেলে সোলার সেটাপ করে না তারা বাণিজ্যিক বড় লেভেলের সেটাপ এবং সাপোর্ট দেয়। তো উপায় না পেয়ে আমি একটি ছোট দোকান থেকে সোলার কিনি তো এটার ব্যাটারি ছিল ১০০ এম্পিয়ার ভলবো কোম্পানির দুইটা দেখেই প্রথমে আমার একটু সন্দেহ হয়েছিল কারন কার্টনের রং ওঠা ওঠা মতোন আমার মনে হয় ব্যাটারিটা একবার দেড় বছর আগের। এরপর তারা যে আমাকে প্যানেল থেকে তার দিয়েছে কন্ট্রোলার পর্যন্ত৭০/ ৭৬ গ্রেডের। সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত তারের দৈর্ঘ্য প্রায় ২৫ ফিটের মত। কন্ট্রোলার আমাকে দিয়েছে 20 এম্পিয়ার খুবই নিম্নমানের চায়বা নিল রং এর কন্ট্রোলার। কোন নাম বা ব্রান্ড লেখা নাই। তারপরও দাম নিয়েছে প্রায় ১৭০০ টাকার মত। এরপর কন্ট্রোলার টি আমি আমাদের পাঁচ রুমের মধ্যে মধ্যে রুমে রেখে বাকি ৪ রুমে দুইটা একটা করে তার দিয়ে বাতি এবং সোলার টেবিল ফ্যান সেটআপ দিয়েছি। এখন কনফিগারেশন বলি প্যানেল সুপারস্টার ১৬০ ওয়াট মনো প্যানেল ১২ ভোল্ট কন্ট্রোলার নন ব্রান্ড চাইনিজ ২০ এম্প ব্যাটারি ১০০ এম্প ভলভো সোলার টিউবলার এখন এটা দিয়ে একটা ফ্যান ( ক্লিক ১২ ইঞ্চি সোলার) এবং ৫টা লাইট ( ওয়াল্টন ডিসি ৫ ওয়াট এর ২টা রড বা স্ট্রিপ লাইট, ২টা নন ব্রান্ড ৫ ওয়াট ৭০ টাকা দামের লম্বা লাইট, এবং ২ টা এলইডি ডিসি লাইট চলে) এখন সমস্যা হল মাঝে মাঝে সোলারের চার্জ ৭-৮ ঘন্টা ৯ ঘন্টা চলে মাঝে মাঝে আধা ঘন্টায় বন্ধ হয়ে যায়। ১৩.২ এম্পিয়ার পর্যন্ত চার্জ উঠে (সোলার কন্ট্রোলারে দেখা যায়) আবার আধা ঘন্টা চালালে হুট করে ১১ এম্পেয়ার দেখায় এবং বন্ধ হয়ে যায়। লোকাট ১১ এ সেট করা আছে। এখন এটা কি কন্ট্রোলের সমস্যা? নাকি ব্যাটারি কন্ট্রোলার থেকে অনেক দূরে দূরে লাইট সেট করার জন্য এমন হচ্ছে? নাকি কদিন বৃষ্টির জন্য ভালো করে চার্য হয়নি? নাকি ব্যাটারির সমস্যা? এখন যদি আমি এই সস্তা ২০এ কন্ট্রোলার বাদ দিয়ে SRNE বা POWMR এর MPPT কন্ট্রোলার ব্যবহার করলে কি তারাতারি বা ভালো ভাবে ব্যটারি চার্য হবে? এর সাথে আমি ভবিষ্যতের জন্য ১কিলো ( ৫৫০ ওয়াট এর দুইটা সোলার প্যানেল) লাগাতে চাই। এবং এর সাথে লুমিনাস, এক্সাইড বা অন্য ভালো ১ কিলো ওয়াটের সোলার ইনভার্টার/ সোলার আইওপিএস সেট করবো। আমি চাই আমার বর্তমান ১৬০ ওয়াটের প্যানেলটাও যেন এর সাথে এড করা যায়। ৫৫০ ওয়াট ২৪ ভোল্ট প্যানেলের সাথে এই ১২ ভোল্ট প্যানেল এটাস্ট করা যাবে? বর্তমান ব্যাটারি ১২ ভোল্ট সোলার এটা কি সোলার আইপিএস এর সাথে ব্যবহার করা যাবে? এখন ভবিশ্যত সেটাপের জন্য আমার কত গেজের তার লাগবে সোলার টু কন্ট্রলার? সোলার আইপিএস ব্যবহার করলে কি এর সাথে কোন এমপিপিটি কন্ট্রোলার ব্যবহারের দরকার আছে? বা এমপিপিটি কন্ট্রোলার ব্যবহার করলে কি আউটপুট বেশি পাব এই আইপিএস এ? সবশেষে জানতে চাই এস আর এন ই ত্রিশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার কোন জায়গায় পাওয়া যাবে?
SRNE অনেক ভালো। এটার mppt ইফিসিয়েন্সি বেটার, অনেক ইন্টারেস্টিং অপশন আছে, ফ্যান ব্যবহার না করে হেভি হিটসিংক ব্যবহার করাতে সাইলেন্টলি কাজ করে। এটা উন্নত দেশ গুলোতেও ব্যবহার করা হয়।
হ্যাঁ ব্যাটারির লং টার্ম স্থায়িত্ব কমে যাবে। 130Ah C10 ব্যাটারি চার্জ করার জন্য সর্বোচ্চ ১৩ এম্পিয়ার ব্যবহার করা উচিৎ। দিনের বেলা লোড না চালালে শুধু ব্যাটারি চার্জ করার জন্য ৩০০ ওয়াট সোলার প্যানেল যথেষ্ট আর যদি দিনেও লোড চালান সে ক্ষেত্রে হিসাব করে প্যানেল কিছুটা বাড়ানো যেতে পারে। ৬০০ ওয়াট প্যানেল ব্যবহার করে সোলার চার্জ কন্ট্রোলারের এম্পিয়ার ১৩ তে লিমিট করে দিলেও সমস্যা হবে না।
ভাই আমি কিনেছি কিন্তু 130 Amp সোলার এসিড ব্যাটারি সাথে setting করবো কি ভাবে। প্যানেল থেকে কত amp set করবো কত volt auto cut korbo যদি এইসব setting গুলো একটু বলতেন তা হলে উপকার হতো।
আপনি কি 130Ah এর সোলার এসিড ব্যাটারি যেটাতে উপরের খাপ খুলে পানি দিতে হয় সেই ব্যাটারি কিনেছেন? তাহলে চার্জ কন্ট্রোলারের ব্যাটারি সিলেকশন সেকশনে FLD সিলেক্ট করে দিন। ভোল্ট, অটো কাট এগুলো কিছু করতে হবে না চার্জ কন্ট্রোলার স্ট্যান্ডার্ড প্যারামিটার নিজেই এপ্লাই করে নিবে। আপনার 130Ah C10 ব্যাটারির ক্ষেত্রে চার্জিং এম্পিয়ার 13 হলো পারফেক্ট। যদি এর মধ্যেই চার্জিং এম্পিয়ার থাকে তাহলে কোন সেটিং পরিবর্তন করার দরকার নাই। যদি এর বেশি হয় তাহলে এটি 13 তে সেট করে দিতে পারেন।
এই কন্ট্রোলারের সব ধরনের প্রটেকশন ব্যবস্থা আছে। ব্যাটারি লো কাট, হাই কাট, ইকুলাইজেশন, মাল্টি স্টেট চার্জিং ইত্যাদি ইত্যাদি। ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে ডিসপ্লেতে দেখতে পাবেন যে এম্পিয়ার টানছে না এছাড়াও ব্যাটারির আপডাউন এনিমেশন অফ হয়ে যাবে। আরো অনেক ভাবে বুঝতে পারবেন। এই কন্ট্রোলারে সব ধরনের স্ট্যাটাস শো করে।
MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে আপনি ২৪ ভোল্ট প্যানেলের সাথে ২৪ ভোল্ট ব্যাটারি অথবা ১২ ভোল্ট ব্যাটারির যেকোনোটা ব্যবহার করতে পারবেন। ব্যাটারি যে ভোল্টেজ এর ব্যবহার করবেন সেই পরিমাণ ভোল্টেজ আউটপুট দিবে।
40A MPPT চার্জ কন্ট্রোলার এর সাথে যদি ব্যাটারি ভোল্টেজ 12 হয় তাহলে 520 ওয়াট প্যানেল সংযুক্ত করা যাবে আর যদি ব্যাটারির ভোল্টেজ যদি 24 হয় তাহলে 1040 ওয়াট প্যানেল সংযুক্ত করা যাবে। আশা করি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী হিসাবটা আপনি নিজেই করে নিতে পারবেন অন্তত কাছাকাছি করতে পারবেন। এগুলো কাছাকাছি হিসাব করলেও কাজ চলে, একটু কম বেশি প্যানেল ব্যবহার করলে সমস্যা হয় না। খুব বেশি পার্থক্য না রাখলেই হল।
ইউটিউবে SRNE MPPT Solar Charge Controller লিখে সার্চ দিলে কিছু সেলার পেয়ে যাবেন। যেমন: Rural Sun Power. আবার BDTronics এর ওয়েবসাইটেও দেখলাম পাওয়া যাচ্ছে। গুগলে BDTronics লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন।
আসসালামু আলাইকুম. আমি এমন একটা সোলার কন্ট্রোলার চাচ্ছি। যেটা হতে ২৪০ ভোল্ট AC কারেন্ট আউট পুট হবে। এর সাথে ১২, ৯, ৬, ৫ ভোল্ট DC কারেন্টও আউট পুট হবে। এমন কন্ট্রোলার কি বাজারে আছে?
আপনি মাত্র 20 ওয়াট সোলার সিস্টেম থেকেই MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে আপনি যে সামান্য পরিমাণ আউটপুট বেটার পাবেন তার চেয়ে MPPT চার্জ কন্ট্রোলার কিনতেই আপনার বেশি খরচ হয়ে যাবে। এর চেয়ে কম টাকা দিয়ে আপনি যদি প্যানেল একটু বেশি কিনেন আর সাথে PWM চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন তাহলে দেখবেন ওভার অল আউটপুট বেশি পাচ্ছেন। মিনিমাম 300/400 ওয়াট সিস্টেমের সাথে MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে তখন পারফরমেন্সটা চোখে ধরার মতন হয় এবং লাভ হয়।
আপনি আগে চেক করুন সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কতটুকু এম্পিয়ার আসছে। 300 ওয়াট এর ক্ষেত্রে 10 থেকে 15 এম্পিয়ার এর মত আসলে ঠিক আছে। বাজেট ভালো থাকলে আমার ভিডিওতে দেখানো MPPT 30A এর চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন আর বাজেট একটু কম থাকলে চায়না, লুমিনাস, UTL এর PWM 20A চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন।
আমারটা 12V 100Ah LiFePO4 ব্যাটারি। এটা Headway ব্রান্ড এর 4000@80% DOD লাইফ সাইকেল এর ব্যাটারি। এটা IPS Bazar Bangladesh থেকে কিনেছিলাম। এটার প্রাইস বাংলাদেশে এখনও স্টাবল না, 33K-35K এর মত দাম।
আমার একটা বিষয়ে জানার ছিল। বিষয়টা হল আমি ডিসি সোলার সিস্টেম করতে চাইছি তবে ১২ বোল্ট ব্যাটারী এবং ২৪ বোল্ট প্যানেলে দিয়ে। এটা করলে কি ভালো হবে। এই কোন্টোলার দিয়ে। আশা করি জানবেন। ধন্যবাদ
হ্যাঁ ভালো হবে। যেহেতু ২৪ ভোল্ট এর প্যানেল ব্যবহার করে ১২ ভোল্টের ব্যাটারি চার্জ করতে চাচ্ছেন সেহেতু ভিডিওতে দেখানো এই টাইপের MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে সর্বোচ্চ আউটপুট পাবেন। PWM চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে ২৪ ভোল্টের প্যানেল ব্যবহার করবেন না এতে প্রচুর পাওয়ার লস হবে। কত ওয়াটার প্যানেলের সাথে কত এম্পিয়ারের MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে সেটাও ভালো করে জেনে তারপরে করবেন।
হ্যাঁ 30 এম্পিয়ার ব্যবহার করতে পারবেন। তবে আপনার প্যানেল যদি 550 ওয়াট বা এর বেশি হয় এবং সাথে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করেন তাহলে 40 এম্পিয়ার এর কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। কন্ট্রোলারের কোম্পানি 400 ওয়াটের বেশি প্যানেলের সাথে 40 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার Recommend করে কারণ এটা MPPT, এম্পিয়ার বেশ ভালই বুস্ট করতে পারে। আর আপনি যেহেতু লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করবেন তাই বেশি এম্পিয়ারে চার্জ হলে ব্যাটারির কোন ক্ষতি হবে না বরং দ্রুত চার্জ হয়ে যাবে।
ভাই এই ভিডিওটা দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ... আমার কাছে srne এর ৪০ অ্যাম্পিয়ার চার্জ কন্ট্রোলার রয়েছে.. আমি ২৪ ভোল্ট সোলার সিস্টেম দিয়ে ১২ ভোল্ট ব্যাটারি চার্জ করি.. সোলার থেকে ১২ /১৩ আম্পিয়ার আসে. ওটা বুষ্ট করে ৩৫ ৩৭ এ কনভার্ট করে... এটা নিয়ে আমি খুব উপকৃত হয়েছি... ভাই আমার একটা প্রশ্নের উত্তর দিলে খুব ভালো হতো.. আমি সাইফ পাওয়ারের ট্রল টিউলার ২০০আম্পিয়ার ব্যাটারী চার্জ করি.. আমি ব্যাটারিটা কি মুডে সিলেক্ট করে রাখব বুঝতে পারতেছি না.. যদি একটু বুঝে দিতেন আমি খুব উপকৃত হতাম... এখানে তো অনেক কয়টা মুড আছে আমি বুঝতে পারতেছি না...
সব MPPT সোলার চার্জ কন্ট্রোলারেই আপনি 24 ভোল্ট প্যানেল যুক্ত করে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন। MPPT টেকনোলজির এইটাই বড় সুবিধা। এমনকি এই চার্জ কন্ট্রোলারে ৪৮ ভোল্টের প্যানেলও লাগানো যাবে কারণ এটার VOC 100 Volt.
সালাম ভাই, i am from Rajshahi, how much did you buy MPPT SRNE ৩০অ্যাম্প? from where you buy that? do i hv to buy bluetooth module separate? what is your contact no? thank you for পেসেন্টস
Wa ʿalaykumu s-salam. I'm also from Rajshahi. You can buy it from big solar shops in Bangladesh. Such as IPS Bazar, BdTronics, Rural Sun Power etc. My contact number is 01758188500
এটা ডিফল্ট হিসেবে ১৫ থাকে। ১৫ মানে হচ্ছে Enter বাটন একবার প্রেস করলে লোড অন হবে আবার Enter বাটন একবার প্রেস করলে লোড অফ হবে। ১৭ দেওয়া থাকলে এটা অলওয়েজ অন মুডে থাকবে।
অলাইকুম আসসালাম। সাধারণত এই ধরনের DC ফ্যানগুলো 1.5 এম্পিয়ার সর্বোচ্চ টানে। এগুলো ১৫ থেকে ১৮ ওয়াটের মধ্যে হয়ে থাকে যদিও কোম্পানি এবং মডেল ভেদে ওয়াটের সামান্য কিছু পার্থক্য দেখা যায়। আপনি সুপারস্টারের মনো সোলার প্যানেলটা নিতে পারেন, এটার কোয়ালিটি বেশ ভালো করেছে। ব্যাটারি রহিম আফরোজ এবং হ্যামকো এই দুইটার মধ্যে যে কোন একটা নিতে পারেন। বিক্রেতা যদি আপনাকে অন্য কোন কোম্পানির ব্যাটারি পুশ করে তাহলে শুনবেন না।
বাংলাদেশে সোলার আইটেমের দাম খুব আপ ডাউন করে। বর্তমানে 30A এর টা 7800 টাকা। ইউটিউবে SRNE MPPT Solar Charge Controller লিখে সার্চ দিলে কিছু সেলার পেয়ে যাবেন। যেমন: Rural Sun Power. আবার BDTronics এর ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। গুগলে BDTronics লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন।
@asmmonirulislam5791 আমি দুই জায়গা থেকেই সোলারের আইটেম কিনি। এছাড়াও যখন যেখানে কম দামে পাই সেখান থেকেই কিনার চেষ্টা করি। আগে দেখি কে কমে দিচ্ছে তার থেকে কিনি।
এই ধরনের ডিসি সিস্টেম গুলো ফুল চার্জ না হলেও দিনের বেলায় যদি প্যানেল থেকে পর্যাপ্ত পাওয়ার পায় তাহলে সেই পাওয়ার দিয়ে একই সাথে ব্যাটারি চার্জ করে এবং লোড চালাতে থাকে। যদি প্যানেলের পাওয়ার লোড এর তুলনায় কম হয় তাহলে ব্যাটারিকে বারবার টাচ করে ফলে ব্যাটারির উপরে চাপ পড়ে।
ভাই আমি আপনার কাছে কি ইনফরমেশন চাচ্ছিলাম যে আমার কাছে লিথিয়াম পোস্টপেইড ব্যাটারি আছে। ১২v আর ১০৫ এম্পিয়ার এখন এটা কত এম্পিয়ারের চার্জ দিলে ভালো হয় হয়সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
সাধারণত লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি 1C হয়ে থাকে। তাই আপনি যদি 105Ah ব্যাটারিকে সর্বোচ্চ 105 এম্পিয়ারে 1 ঘন্টায় ফুল চার্জ করেন তাও কোন লং টার্ম ক্ষতি হবে না। তবে এই ব্যাটারিগুলো চার্জ করার আগে মেনুফ্যাকচারের ডাটা সিট দেখে নিবেন কারণ ওই কোম্পানির ব্যাটারির BMS এত উচ্চ এম্পিয়ার হ্যান্ডেল করতে পারে কিনা সেটা আপনি ডাটা শিট না দেখে বলতে পারবেন না।
আস্সালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহি ওয়া-বারকাতুহ্ ভাইয়া, এটা কি শুধু ব্যাটারি চার্জ করবে? নাকি আমি দিনের বেলাতেও এটার মাধ্যমে সরাসরি লাইট ফ্যান চালাতে পাড়বো? প্লিজ রিপ্লে দেবেন
অলাইকুম আসসালাম। এটা চার্জ কন্ট্রোলার। এটা ব্যাটারি চার্জ করবে ও এর আউটপুট এর মাধ্যমে DC ফ্যান লাইট এগুলো চালাতে পারবে। আর AC ফ্যান লাইট চালানোর জন্য আলাদা ইনভার্টার লাগবে।
Notun kore video koarar jonno dhonnobad
আপনাকেও ধন্যবাদ অনেকদিন পরে আবার কমেন্ট করার জন্য।
@@TechnologyBanglaShahin ভাই কি পেনেল আর কত ওয়াট ব্যবহার করেছেন?
আপাতত শুধু টেস্টিং করার জন্য ৪০ ওয়াট প্যানেল ব্যবহার করেছি। এটার জন্য ৩০০/৪০০ ওয়াট এর প্যানেল কিনবো।
ভাই আপনার ভিডিওগুলো খুবই ভাল,
Super star charge controller baboher kori tobuo apnake dekhe video ta dekhta aslam.❤❤
ধন্যবাদ ভাই আমাকে দেখে ভিডিওটা দেখতে আসার জন্য। সুপারস্টার এর চার্জ কন্ট্রোলার টা আমিও ব্যবহার করি ছোটখাটো প্যানেলের ক্ষেত্রে। PWM হিসেবে বেশ ভালো। ক্লাসিক মডেলটার থেকে প্রিমিয়াম মডেলটার পারফরম্যান্স অনেকটাই ভালো।
@@TechnologyBanglaShahin@asifishtiaque1843 আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া সুপারস্টার টেবিল ফ্যান ১৪ ইঞ্চিএবং 16 ইঞ্চি ফ্যানে কত ওয়াট কারেন্ট হয় ভাই একটু জানাবেন
এবং কোন সোলার প্যানেল ভালো হবে*** সুপারস্টার মন সোলার প্যানেল ***হ্যামকো মানো সোলার প্যানেল**" রহিমা আফরোজ মনো সোলার প্যানেল তিনটের ভিতরে কোনটা নিব....সোলার প্যানেল
এবং ব্যাটারি হ্যামকো...রহিমা আফরোজ...যেকো সোলার ব্যাটারি
ব্যাটারির ভিতরে কোনটা নিবো ১০০ এম্পিয়ার ছোলার ব্যাটারী এর জন্য
আশা করি কয়টা প্রশ্নের উত্তর দিবেন
সোলার প্যানেল ভালো হবে কোনটা ব্যাটারি ভালো হবে কোনটা
@@TechnologyBanglaShahin Vai apnea number ta ki deye jabe
ভাইয়া, এই কন্ট্রোলার এর লোড থেকে Exide / suviastika র যে Inverter গুলোতে যে PWM চার্জার থাকে সেখানে দেয়া যাবে? এই গুলোতে ৩০ এম্পিয়ার PWM থাকে। ২৪ ভোলটের প্যানেল থেকে ১২ ভোল্টের ভিতরে দেয়ার জন্য ই মূলত এই প্রচেষ্টা । সেটিং কিভাবে করলে ভালো হয়।
আপাতত EXIDE 1100 VA 850 watt machine আছে একটা কাছে! এটাকে কাজে লাগাতে চাচ্ছিলাম । পরামর্শ চাই।
না ওটার সাথে এই কন্ট্রোলার সিনক্রোনাইজ করবে না। শুধুমাত্র ওটার ব্যাটারি চার্জ করার জন্য এই কন্ট্রোলার ব্যবহার করতে পারেন।
দাম বলার দরকার ছিল ধ্যনবাদ আপনাকে।
বাংলাদেশের সোলার আইটেমের প্রাইস এক এক জায়গায় এক এক রকম। 30A এর টা 7000 থেকে 7800 টাকায় সেল হচ্ছে।
@@TechnologyBanglaShahin kothai pabo ata??
@anikrahman4346 ইউটিউবে SRNE MPPT Solar Charge Controller লিখে সার্চ দিলে কিছু সেলার পেয়ে যাবেন। যেমন: Rural Sun Power. আবার BDTronics এর ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। গুগলে BDTronics লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন।
Vai solar er battery hisebe ki tall tubular battery use korte parbo 200ah , 160watt panel ace amr kace.. controller nite caccilam aitar 20A.. kindly aktu suggestion diben
সোলারের ব্যাটারি হিসেবে সারা পৃথিবীতে C1, C5, C10 ইত্যাদি রেটিং এর ব্যাটারি ব্যবহার করা হয়। কিন্তু দুঃখের বিষয় হল আমাদের দেশের টল টিউবুলার ব্যাটারিগুলো C20 রেটিং এর যা সোলারের জন্য উপযুক্ত নয়। তারপরেও আমাদের দেশের মানুষ এগুলো কিছুটা বাধ্য হয়েই সোলারে ব্যবহার করে কিন্তু সমস্যাটা হল ভুল প্রয়োগের কারণে এগুলো অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় না।
200Ah ব্যাটারি সারাদিনে ফুল চার্জ কমপ্লিট করতে চাইলে আপনাকে মিনিমাম 400 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতে হবে। MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে তাও মিনিমাম ৩০০ ওয়াট প্যানেল লাগবে। প্যানেলের সাথে 20A এর চার্জ কন্ট্রোলারটা ব্যবহার করতে পারেন।
ভাইয়া আসসালামু আলাইকুম, আপনী কেমন আছেন আমার একটা ২৪ ভোল্ট ৫৫০ ওয়াট ja ব্রান্ডের সোলার প্যানেল আছে এখন এটাতে কত এম্পিয়ার srne চার্জ কন্ট্রোলার ব্যবহার করবো। এবং কত এম্পিয়ার ব্যাটারী ব্যবহার করব। জানালে উপকৃত হতাম।
300 watt 3 piss panel 24v system cholbe kina
40A এর টায় আপনি সর্বোচ্চ 520-600 ওয়াট 24V প্যানেল চালাতে পারবেন 1 ব্যাটারি সিস্টেমে। আর দুই ব্যাটারি সিস্টেমে সর্বোচ্চ ডবল ওয়াট এর প্যানেল সাপোর্ট করবে।
@@TechnologyBanglaShahin thank u sar
You are welcome.
ভাইয়া এই কন্ট্রোলার ২৪ভোল্টের 2টা প্যানেল সিরিজ করে কি ১২ভোল্ট লোড এবং, ১২ভোল্ট ব্যাটারি ব্যবহার করা যাবে
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ভাই আমার কাছে srne কোম্পানির একটা রোড ষ্টিট লাইটের ১০. এম্পায়ার একটা কন্ট্রোলার আছে এটা দিয়ে কি বাসা বাড়িতে ব্যাবহার করা যাবে কিনা
রোড স্ট্রীট লাইট সাধারণত বাইরে ব্যবহার করার জন্যই ভালো।
Mppt charg controlar ki ips a use kora kabe??
PWM ও MPPT চার্জ কন্ট্রোলার গুলো সাধারণত ডিসি সিস্টেমের জন্য ব্যবহার করা হয়। এই ধরনের সিস্টেমের সাথে ইনভার্টার লাগিয়ে এসি আউটপুট প্রয়োজনমতো নেওয়া যায়। IPS এর সাথে ব্যবহার করে দিনে ওটার ব্যাটারিকে চার্জ দিতে পারবেন তবে পরিপূর্ণভাবে সোলার সিস্টেমকে ব্যবহার করার জন্য সোলার IPS/PCU এর বিকল্প নাই।
ভাই আমার প্যানেল থেকে 17 Amp আসছে।
কিন্তু আমার surne mppt 30 amp contlor থেকে 8 থেকে 10 amp কখনো 12 amp পযর্ন্ত ব্যাটারি তে চার্জ দিচ্ছে
তার বেশি চার্জ দিচ্ছে না।
আমার 130 amp solar এসিড ব্যাটারি
আর panal হচ্ছে super star 160 word 2 টা
contlor auto sat করে নেছে।
কি setting ঠিক করতে হবে amp বেশি আসার জন্য।
6RM cable use করতে হবে।
আমি ১০০ ওয়াট প্যানেলে ২ rm তার ব্যবহার করি সমস্যা হবে কি
লিথিয়াম ব্যাটারীর ক্ষেত্রে যেহেতু বিএমএস আছে তার পরও কি এসআরএনি সোলার চার্জার এর সেটিং এ ব্যাটারি লো হাই অর্থাৎ অটো কাট কনফিগার করতে হবে। যদি সোলার চার্জারে কনফিগার করা হয় তাহলে ব্যাটারি যখন ফুল চার্জ হবে তখন কিভাবে লোড গুলো সরাসরি সোলার থেকে চলবে। যদি লোডের কানেকশন ব্যাটারী থেকে করি।
SRNE চার্জ কন্ট্রোলারে ব্যাটারি হাই কাট/লো কাট এগুলো কিছু সেটিংস চেঞ্জ করতে হবে না। শুধু ব্যাটারি টাইপ Li সিলেট করে দিলেই হবে।
এই ধরনের অফ গ্রিড DC সিস্টেমে ব্যাটারিকে টাচ করেই লোড গুলো চলবে এমনকি ব্যাটারি ফুল হয়ে গেলেও লোড গুলো সোলারে চলার সময় ব্যাটারিকে হালকা টাচ করবে। সোলার থেকে প্রাপ্ত বেশি ভোল্টেজকে স্টোর, স্ট্যাবল ও ডাউন করার জন্য ব্যাটারি একটা ক্যাপাসিটর এর মত ব্যবহার হবে।
@@TechnologyBanglaShahin যদি ভাইয়া এসি সিস্টেমের ক্ষেত্রে SRNE চার্জ কন্ট্রো লার দিয়ে লিথিয়াম ব্যাটারি চার্জ করার পর যখন ব্যাটারি ফুল হবে তখন ব্যাটারির সাথে সংযুক্ত শুধু ডিসি টু এসি ইনভার্টার দিয়ে এসি লোড গুলো কি সরাসরি সোলার প্যানেল থেকে চলবে। যেহেতু বিএমএস এর মাধ্যমে ব্যাটারি অটোকাট কনফিগার করা আছ। এক্ষেত্রে ও কি ব্যাটারিকে অল্প টাস করবে। আবার লিওয়াটের ১২ ভোল্টের ব্যাটারিতে ত বিএমএস নাই, সেক্ষেত্রে কোন সমস্যা হবে কি
আমার মনে হচ্ছে, কন্ট্রোলারে ফ্লোটিং চার্জ ভোল্টেজ এবং এবজর্বশন ভোল্টেজ সামান মান রাখলে সমস্যা সমাধান হবে।
যখন লোড গুলো চলবে তখন যদি সোলার প্যানেলের ওই মুহুর্তের আউটপুট এর চেয়ে লোডগুলোর পাওয়ার কনজামশন কম হয় তাহলে ব্যাটারীতে খুব বেশি টাচ করবে না। কিন্তু যদি কোন একটা মুহূর্তে বেশি পাওয়ার দরকার হয় বা সূর্য মেঘে ঢেকে যায় তাহলে ব্যাটারিকে ডিসচার্জ করতে থাকবে।
@@TechnologyBanglaShahin লিথিয়াম ব্যাটারি এবং এমপিপিটি চার্জ কন্ট্রোলার এর ক্ষেত্রে যখন ব্যাটারি ফুল চার্জ হবে তখন এমপিপিটি চার্জ কন্ট্রোলার চার্জ বন্ধ করে দিবে, তখন ব্যাটারি থেকে লোড গুলো চলবে যখন ভোল্টেজ ফ্লোটিং ভোল্টেজ এর কাছাকাছি নেমে আসবে তখন আবার ব্যাটারি চার্জ হতে শুরু করবে
200ah lead acid battery te koto amp e charge kora valo hobe???? Solar theke / inverter/ transformer theke jekhan thekei kori seta ki same amp hobe???
200Ah C20 ব্যাটারীতে সর্বোচ্চ 10A চার্জিং কারেন্ট ব্যবহার করতে পারেন। এর থেকে কারেন্ট যত বেশি হবে তত ব্যাটারির লং টার্ম স্থায়িত্বের ক্ষতি হবে। হ্যাঁ সোলার বা ট্রান্সফর্মার/ইনভার্টার যেখান থেকেই চার্জিং হোক না কেন চার্জিং কারেন্ট সেম হবে।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি.স্যার আপনি আমি একটা জিনিস জানতে চাইছি.নরমাল সোলারের ভিতরেজেনেটিক মন সোলার প্যানেল.গিরিন সোলার প্যানেল.জার্মান টেকনোলজি.আলো সোলার প্যানেল.রিস সোলার প্যানেল...ফরসুন সোলার প্যানেল...এই নরমাল সোলার প্যানেল থেকে...কোনটা নিলে ভালো হবে ২০০ ওয়াটের প্যানেল নিব আমি...কোন কোম্পানিরটা নিলে ভালো হবে.লোডে ওয়ার্ড বেশি পাওয়া যাবে..কোন কোম্পানির প্যানেল একটু জানাবেন দয়া করে..১০০ ওয়াট ১০০ ওয়াট ২ পিস নিলে ভালো হবে...২০০ ওয়াটের এক পিস নিলে ভালো হবে....
24 to 12 converter controller valo hobe kon ta , somoy paile janaben plz
আপনি কি শুধু লোড লাইনের ভোল্টেজ কনভার্ট করতে চাচ্ছেন? দারাজে 24 to 12 buck converter লিখে সার্চ দিলে অনেকগুলো পেয়ে যাবেন। ভালো রিভিউ দেখে অর্ডার করবেন।
আচ্ছা ভাই আমি একটা কথা জানতে চাই এটা আমি যদি ২৪ ভোল্টলে কানেকশন দিয়ে আউটপুট আমাকে কত বল দিবে ১২ বল দিবে নাকি ২৪ ভোল দিবে
যেহেতু এটা MPPT কন্ট্রোলার তাই ইনপুটে 24 ভোল্ট এর প্যানেল সংযুক্ত করে আউটপুটে 12 এবং 24 ভোল্টের ব্যাটারির যে কোনোটা সংযুক্ত করা সম্ভব।
Assalamualaikum vaiya Su-vastika MPPT-1500 Solar Hybrid UPS
Eta basar jonno kintey chaitesi ,4 fan, 10 light, 400w er computer, use korar jonno.. etar satey koto watt er panel nile valo hobey vaiya. Ar er theke o ki 20000 er vitore valo solar ips asey ki ? Akto poramosso diben plz
অলাইকুম আসসালাম।
আপনার লোড যা যা আছে দেখলাম সেই হিসাবে আপনি এটি নিতে পারেন। 900/1000 ওয়াটের মধ্যে এই PCU টি খারাপ না। এটার সাথে আপনি সর্বোচ্চ 1200 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন। MPPT হওয়াতে 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুই রকম সোলার প্যানেল ব্যবহার করা যাবে। UTL ও Suvastika এই দুই কোম্পানির MPPT সোলার PCU এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং দুইটা কোম্পানিই বেশ ভালো। আপনার যদি ওয়াট বেশি লাগে তাহলে এদের আরো হ্যাবি মডেল আছে সেগুলোও দেখতে পারেন। যারা আপনাকে আফটার সেলস সার্ভিস ভালো দিবে সেখান থেকে দেখে শুনে কিনবেন।
@@TechnologyBanglaShahin thank you so much vaiya 😍.
Akreta question silo... Su-vastika MPPT-1500 Solar Hybrid UPS etar theke solar panel theke sorasori load cholbey ki vaiya battery full hobar pore? Ar ei system theke amr basar electric bill komano ki somvob Vaiya...plz janaben vaiya ❤️
হ্যাঁ এগুলোর ব্যাটারি ফুল হওয়ার পরে বাসার লোড ব্যাটারি+সোলার এর কম্বিনেশনে চলতে থাকে।
হ্যাঁ কিছুটা বিদ্যুৎ বিল সেভ করা সম্ভব তবে সেক্ষেত্রে সেভ করার জন্য যে সেটিংস গুলো থাকতে হবে সেগুলো ঠিক ভাবে করা আছে কিনা চেক করতে হবে, UTL Gamma+ এ এই সেটিংস গুলো ভালোভাবে কাস্টমাইজ করা যায়। 24 ঘন্টার মধ্যে 6/7 ঘন্টার বিদ্যুৎ বিল সেভ করা সম্ভব।
বিদ্যুৎ বিল বেশি বেশি সেভ করতে চাইলে হাই ফ্রিকোয়েন্সির কিছু হাইব্রিড ইনভার্টার আছে ওগুলো ব্যবহার করতে পারেন। তবে সে ক্ষেত্রে ইনিশিয়াল খরচ আরো বেশি হবে। যেমন: Growatt, Hinvert ইত্যাদি। এগুলো ব্যাটারিকে স্পর্শ করে না। লোড সরাসরি সোলার+গ্রিড এর কম্বিনেশনে চালায় ফলে বিদ্যুৎ বিলে সেভ কৃত টাকা পরে ব্যাটারি কিনতে কিনতে নষ্ট হয় না। হাই ফ্রিকুয়েন্সির ইনভার্টার এর একটি সমস্যা হচ্ছে এর দীর্ঘ স্থায়িত্ব নিয়ে এখনো বেশ Controversy আছে।
@@TechnologyBanglaShahin অনেক ধন্যবাদ ভাইয়া ❤️😍
@@TechnologyBanglaShahin@asifishtiaque1843 আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া সুপারস্টার টেবিল ফ্যান ১৪ ইঞ্চিএবং 16 ইঞ্চি ফ্যানে কত ওয়াট কারেন্ট হয় ভাই একটু জানাবেন
এবং কোন সোলার প্যানেল ভালো হবে*** সুপারস্টার মন সোলার প্যানেল ***হ্যামকো মানো সোলার প্যানেল**" রহিমা আফরোজ মনো সোলার প্যানেল তিনটের ভিতরে কোনটা নিব....সোলার প্যানেল
এবং ব্যাটারি হ্যামকো...রহিমা আফরোজ...যেকো সোলার ব্যাটারি
ব্যাটারির ভিতরে কোনটা নিবো ১০০ এম্পিয়ার ছোলার ব্যাটারী এর জন্য
আশা করি কয়টা প্রশ্নের উত্তর দিবেন
সোলার প্যানেল ভালো হবে কোনটা ব্যাটারি ভালো হবে কোনটা
Amr 50wat solar 15ampr bettery diner belay full.charge dekhay raat holei charge kom dekhay. Etar karon ki...fan light kisu use kori na taw charge kom dekhay kno
ব্যাটারিটা কি নতুন? এই ব্যাটারি কতদিন হল ব্যবহার করছেন? প্রথম থেকেই কি এমন সমস্যা হতো?
ব্যাটারি ভোল্টেজ ও ইন্ডিগেটর অনেক সময় ফুল দেখালেও ভুল ইনফর্মেশন আসে। আসলে অনেকগুলো সমস্যার কারণে এরকম হতে পারে।
১) ব্যাটারিটা যদি অনেকদিন হলো ব্যবহার করছেন এমন হয় তাহলে ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে।
২) প্যানেল থেকে ঠিকমত এম্পিয়ার আসছে কিনা এটা মিটার দিয়ে চেক করতে হবে। 1-2.5 এম্পিয়ার আসার কথা।
৩) ক্যাবল এ এম্পিয়ার লস হচ্ছে কিনা সেটাও চেক করতে হবে।
৪) দিনের বেলা যদি লোড চালান তাহলে ব্যাটারি কিন্তু ভালোভাবে চার্জ হতে পারবে না, সে ক্ষেত্রে প্যানেল একটু বাড়িয়ে নিতে হবে।
@@TechnologyBanglaShahin@asifishtiaque1843 আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া সুপারস্টার টেবিল ফ্যান ১৪ ইঞ্চিএবং 16 ইঞ্চি ফ্যানে কত ওয়াট কারেন্ট হয় ভাই একটু জানাবেন
এবং কোন সোলার প্যানেল ভালো হবে*** সুপারস্টার মন সোলার প্যানেল ***হ্যামকো মানো সোলার প্যানেল**" রহিমা আফরোজ মনো সোলার প্যানেল তিনটের ভিতরে কোনটা নিব....সোলার প্যানেল
এবং ব্যাটারি হ্যামকো...রহিমা আফরোজ...যেকো সোলার ব্যাটারি
ব্যাটারির ভিতরে কোনটা নিবো ১০০ এম্পিয়ার ছোলার ব্যাটারী এর জন্য
আশা করি কয়টা প্রশ্নের উত্তর দিবেন
সোলার প্যানেল ভালো হবে কোনটা ব্যাটারি ভালো হবে কোনটা
ভাই আমার rec 375 watt panel এর সাথে pwm charge controller দিয়েউ সর্বোচ্চ ১০ amh পাই। এখন আমার প্রশ্ন হলো srne mppt charge controller দিয়ে কত amh পাবো। উত্তর আশা করছি।
আপনি কি এই সেটআপের সাথে 12 ভোল্টের 1 টি ব্যাটারি ব্যবহার করছেন? যদি তাই করেন তাহলে আপনি এই টাইপের উন্নত মানের MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে 20+ এম্পিয়ার পাবেন।
নোট: যেহেতু অনেক এম্পিয়ার আসবে তাই ব্যাটারির ক্যাবল টা মিনিমাম 6 sq mm(6 RM) ব্যবহার করবেন।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি.স্যার আপনি আমি একটা জিনিস জানতে চাইছি.নরমাল সোলারের ভিতরেজেনেটিক মন সোলার প্যানেল.গিরিন সোলার প্যানেল.জার্মান টেকনোলজি.আলো সোলার প্যানেল.রিস সোলার প্যানেল...ফরসুন সোলার প্যানেল...এই নরমাল সোলার প্যানেল থেকে...কোনটা নিলে ভালো হবে ২০০ ওয়াটের প্যানেল নিব আমি...কোন কোম্পানিরটা নিলে ভালো হবে.লোডে ওয়ার্ড বেশি পাওয়া যাবে..কোন কোম্পানির প্যানেল একটু জানাবেন দয়া করে..১০০ ওয়াট ১০০ ওয়াট ২ পিস নিলে ভালো হবে...২০০ ওয়াটের এক পিস নিলে ভালো হবে....
আমার একটি ২০ এম্পিয়ার এর Epever কন্ট্রোলার আছে। এই কন্ট্রোলার দিয়ে আমি ডিসি লোড চালাই। এই কন্ট্রোলার দিয়ে দিনের বেলায় যখন আমি এম্পিয়ার পাই তখন প্রথমে আমার লোড চললে সেখানে যায় তারপরে অবশিষ্ট যদি আম্পিয়ার থাকে সেটা দিয়ে ব্যাটারি চার্জ হয়। আমি জানতে চাই SRNE MrPow এই দুইটি কন্ট্রোলার দিয়েও কি এমন হয় প্রথমে লোটে যায় তারপরে ব্যাটারি চার্জ হয়?
Vi SRNE 40A তে কি ২৪ ভোল্টের দুইটা সোলার প্যানেল সিরিজ করে ৪৮ ভোল্ট করে ১২ ভোল্ট ব্যাটারি চার্জ করা যাবে..???? সিরিজ করলে ৭০-৮০ ভোল্ট হতে পারে...
হ্যাঁ করা যাবে। SRNE MPPT 40 এম্পিয়ার মডেলের VOC 100 ভোল্ট পর্যন্ত।
ভাই আপনার কথাগুলো শুনে আমি একটি 30 এম্পিয়ার এর srne mppt , চার্জ কন্ট্রোলার নিয়েছে, আমার প্যানেল 355 ওয়াট লঞ্জি ব্যাটারি 160 এম্পিয়ার 12 ভোল্ট এখন আমার কথা হচ্ছে পেনেল কোন দিকে বসালে সঠিক হবে কত ডিগ্রী অ্যাঙ্গেলে থাকবে একটু জানাবেন।।
প্যানেল দক্ষিণ দিক মুখ করে সেট করতে হয়। ২৩/২৪ ডিগ্রি অ্যাঙ্গেল করে প্যানেল বসাতে পারেন। তবে যদি আপনার গরম দিনে বেশি বিদ্যুতের প্রয়োজন হয় তাহলে আরো ১০ থেকে ১৫ ডিগ্রি কমিয়ে দিতে পারেন। এতে করে শীতের দিনে আবার বিদ্যুৎ প্রোডাকশন একটু কম পাবেন। তবে আমাদের কিন্তু গরম দিনেই বেশি বিদ্যুৎ দরকার হয় কারণ ফ্যান চলে। অ্যাঙ্গেল মেজারমেন্ট করার জন্য গুগল প্লে স্টোরে সার্চ দিলেই অনেক অ্যাপ পেয়ে যাবেন।
@@TechnologyBanglaShahinভাইয়া আমি 17 18 ডিগ্রী করে দিয়েছি এতে করে আমি 355 ওয়াট লুঞ্জি প্যানেল থেকে srne 30 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার থেকে 18 এম্পিয়ার আউটপুট পাচ্ছি এটা কি ঠিক আছে আমার গরমের দিনে বেশি প্রয়োজন, তাছাড়া সোলার কন্ট্রোলার 45 পার্সেন্ট টেম্পারেচার দেখায় আউটপুটে আমার কোন লোভ নেই আমি সরাসরি আইপিসি ব্যবহার করি সোলার প্যানেল থেকে সর্বোচ্চ আমি 8 থেকে 10 এম্পিয়ার লুট নিব একটু জানাবেন সবকিছু ঠিক আছে কি
হ্যাঁ ঠিক আছে
12v 100w panel theke highest koto Amp current pabo jodi MPPT use kori????????
এক্ষেত্রে PWM এ যদি 4-4.5 এম্পিয়ার আসে তাহলে MPPT ব্যবহার করলে 2.5-3 এম্পিয়ার বেশি আসবে। 24/48 ভোল্টের প্যানেলগুলো MPPT তে ব্যবহার করলে আরো অনেক বেশি এম্পিয়ার বাড়বে।
Energypac er (gramernbshakti) solar charger controller na rahim afroz er charge controller valo? 10 amp
সুপারস্টার এর 10A প্রিমিয়াম চার্জ কন্ট্রোলার টা ব্যবহার করতে পারেন, ক্লাসিক টা না।
কন্ট্রোলারের নিচে যে পিন গুলো আছে এখান থেকে কি ডাইরেক্ট ১২ ভোল্টের ফ্যান লাইট এগুলা চালানো যাবে
আমি মূলত এই বিষয়ে জানতে এই ভিডিও গুলো দেখতে আসলাম,,, কিন্তু পাইনি 😢
@mdsajibbd9493 কি জানতে চান? বিস্তারিতভাবে আপনার প্রশ্নটি করুন।
200ah lead acid battery er jonno mppt and 24v panel nite chai... Mppt koto amp nibo?? Panel highest koto watt nibo?? Jehetu battery 200ah lead acid. Janaben pls.
দ্রুত চার্জ করার জন্য সব বেশি বেশি নিতে পারেন কিন্তু ব্যাটারির লং টার্ম স্থায়িত্বে ক্ষতি হবে। লিথিয়াম আয়রণ ফসফেট ব্যাটারি হলে এসব ঝামেলা হতো না।
আপনার ক্ষেত্রে আপনি 20A এর চার্জ কন্ট্রোলারের সাথে ৩০০ ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করতে পারেন। যদি এর থেকেও বড় সোলার প্যানেল কিনেন সে ক্ষেত্রে চার্জ কন্ট্রোলারের এম্পিয়ার লিমিট করে দিতে পারেন। আবার ২৪ ভোল্টের ৫৫০ ওয়াটের প্যানেলগুলোর সাথে ৩০ এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার ব্যবহার করা উচিৎ।
আসসালামু আলাইকুম
আমি কালকে এই মডেলের একটি চার্জার কন্ট্রোলার লাগিয়েছি প্যানেল থেকে চার্জ হচ্ছে না
অলাইকুম আসসালাম।
প্যানেল এবং ব্যাটারির নেগেটিভ পজিটিভ ঠিকমতো কানেকশন দেয়া হয়েছে কিনা চেক করুন। ব্যাটারি কিছুটা খালি আছে কিনা এবং কন্ট্রোলারের মেনুতে ব্যাটারি সিলেকশন ঠিক আছে কিনা সেটাও চেক করুন। তারপরেও সমস্যা সমাধান না হলে আমাকে এই নাম্বারে whatsapp করে রাখুন। 01758188500
ভাই আপনি এই কন্ট্রোলার কোথায় থেকে কিনেছেন। আমার 40 এম্পিয়ার এর একটি দরকার। কোথাও খুঁজে পাচ্ছিনা আপনি যেখান থেকে কিনেছেন ওখানে যদি আরো থাকে আমি কিনবো। দয়া করে জানাবেন।
assalamualaikum vai. amar 250w pannel acy. currently ami pwm use korty aci. jodi ami SRNE 30A MPPT use kore taholy koto AMP pabo? and 30A er sathy ke bluetooth device ta deya thakby? ba use kora jaby? jodi bluetooth device include na thaky taholy controller and BT device kontar price koto hoty pary janaben please. Thank You.
অলাইকুম আসসালাম। আপনি PWM চার্জ কন্ট্রোলারের চেয়ে MPPT চার্জ কন্ট্রোলারে কতটুকু এম্পিয়ার বেশি পাবেন সেটা নির্ভর করছে আপনার সেট আপের উপরে। আপনি যদি বর্তমানে 24 ভোল্টের প্যানেল PWM চার্জ কন্ট্রোলের সাথে কানেক্ট করে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করে থাকেন তাহলে এই সেটা আপে যদি PWM সরিয়ে MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন তাহলে আপনি আগের চেয়ে ডবল এর বেশি এম্পিয়ার পাবেন।
ব্লুটুথ এডাপটার টি শুধুমাত্র MC মডেলের সাথে দেওয়া থাকে। Shiner মডেলের সাথে আলাদাভাবে কিনে নিতে হয়। Shiner মডেলটি বেশি ভালো কারণ এতে বিল্ট ইন ডিসপ্লে আছে এবং ডিসি আউটপুট এর ব্যবস্থা আছে।
বাংলাদেশে সোলার আইটেমের দাম খুব আপ ডাউন করে। আমি 30A এর টা 7,800 টাকা দিয়ে কিনেছি ও ব্লুটুথ এডাপটার 1,700 টাকা দিয়ে কিনেছি। ইউটিউবে SRNE MPPT Solar Charge Controller লিখে সার্চ দিলে কিছু সেলার পেয়ে যাবেন। যেমন: Rural Sun Power. আবার BDTronics এর ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। গুগলে BDTronics লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন।
আমি ১২ ভোল্টের ১০০ ওয়াট প্যানেল দুইটা এবং 50 ওয়াট এর প্যানেল একটা দিয়ে 100 এম্পিয়ার এর ভলভো সোলার ব্যাটারি ইউজ করতে আছি। এই সেটাপে কতটুকু বেশি পেতে পারি।
যদি আপনার 12 ভোল্ট এর প্যানেলগুলো প্যারালালে কানেকশন করে MPPT চার্জ কন্ট্রোলেরের সাথে কানেক্ট করেন তাহলে PWM এর চেয়ে খুব বেশি এম্পিয়ার বেশি পাবেন না। এক্ষেত্রে 1 থেকে 2 এম্পিয়ার ইনক্রিজ হবে।
সিরিজ কানেকশন করলে কি বেশি পাওয়া যাবে। ২৪ ভোল্ট হলে কি আমার 12 ভোল্টের ব্যাটারি চার্জ করা যাবে? নাকি সেক্ষেত্রে ব্যাটারি ও 24 ভোল্ট হতে হবে?
MPPT তে প্যানেল ২৪ ভোল্ট হলেও ব্যাটারি ১২ ও ২৪ ভোল্টের দুইটাই সাপোর্ট করে। MPPT এর কার্যকারিতা আগে আপনাকে ভালোভাবে বুঝতে হবে। শুধু শুধু ১২ ভোল্টের প্যানেল সিরিজে কানেক্ট করে ২৪ ভোল্ট করার দরকার নাই যদি না ক্যাবল এর সাইজ প্রয়োজনের তুলনায় চিকন হয়ে থাকে। যদি আপনার প্যানেলগুলো ন্যাটিভলি ২৪ ভোল্টের হয় সেক্ষেত্রে আপনি MPPT সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করে ১২ ভোল্টের ব্যাটারি চার্জ করার সময় ম্যাক্সিমাম পাওয়ার ব্যবহার করতে পারবেন যা PWM এর ক্ষেত্রে সম্ভব নয়।
Hello sir,
Input 1 amp, Output 4 amp..
output 12 volt battery??
Panel koto volt r koto watt use koresen??
আপাতত MPPT টেস্টিংয়ের জন্য 40W (20W+20W Series) সোলার প্যানেল ব্যবহার করেছি। হ্যাঁ আউটপুটে একটা ব্যাটারি যুক্ত ছিল। আউটপুট এম্পিয়ার 4 এর থেকে কিছুটা কম ছিল। পরবর্তীতে এটার সাথে বেশি ওয়াটের প্যানেল ব্যবহার করা হবে।
আমার 300 ওয়াট সোলার প্যানেল এখনো চার্জার কন্ট্রোলার কিনি নাই
কত এম্পিয়ার এর চার্জার কন্ট্রোলার লাগবে 300 ওয়াট প্যানেলের জন্য কম দামের মাঝে কোন কন্ট্রোল একটা ভালো হবে
এই ভিডিওতে আমি SRNE MPPT 30A চার্জ কন্ট্রোলার দেখিয়েছি আপনি যদি আরেকটু কম বাজেটের মধ্যে ভালো নিতে চান তাহলে এই কোম্পানির PWM চার্জ কন্ট্রোলারটা নিতে পারেন। SRNE PWM 20A.
আপনে কত ভোল্ট সোলার দিয়ে চেক করলেন?
ছোট ছোট দুইটা প্যানেল সিরিজে কানেকশন করে ২৪ ভোল্ট করে চার্জ কন্ট্রোলারের সাথে কানেক্ট করা হয়েছে।
ভাই, লোডে output voltage কত থাকে? আমি ২০ Amp এর একটা কিনেছি, সেখানে Battery voltage এর সমান voltage, Load এর Output এ আসে। মানে battery voltage যদি ১৩.৭ হয়, load Output এ ও ১৩.৭ হয়।
হ্যাঁ ঠিকই আছে। ব্যাটারি ভোল্টেজ এর সমান শো করবে।
এটা কি 12 ভোল্টের ক্ষেত্রে বোস্ট করে নাকি 24 ভোল্টের ক্ষেত্রে বোস্ট করে
12 ভোল্টের ক্ষেত্রে খুবই সামান্য ইনক্রিজ করে। কিন্তু 24 ভোল্টের ক্ষেত্রে অনেক বেশি ইনক্রিজ করে।
এটাতে কি ইকুলাইজিং চার্জিং আছে??
হ্যাঁ এটাতে ইকুলাইজিং চার্জিং আছে।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা ভিডিও বানানোর জন্য। এর পরে আপনার কাছে প্রশ্ন আপনি অনেকদিন কেনো অনুপোস্থীত ছিলেন। আর একটা প্রশ্ন আপনি যে ব্যাটারি দেখালেন ওটা কি ব্যাটারি দাম কত। আর ঘরে কি ব্যাটারি ব্যাবহার করছেন বর্তমান। আমি ব্যাটারি নিয়ে বেশ ঝামেলায় আছি। আশাকরি আমার প্রতিটা প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ অনেকদিন পরে কমেন্ট করার জন্য। আসলে ব্যস্ততার কারণে কিছুদিন এসবের বাইরে ছিলাম। এই ভিডিওতে যে ব্যাটারিটি দেখলেন ওটা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি (Lifepo4). এই ধরনের ব্যাটারির আয়ু সাধারণত ১০ থেকে ১৫ বছর হয়ে থাকে। এগুলোর দাম কিছুটা বেশি। 12V 100Ah 35 হাজারের আশেপাশে, ওঠানামা করে। বাসায় আরো দুইটি রহিম আফরোজ এবং সাইফ পাওয়ারের টল টিউবুলার ব্যাটারি আছে কিন্তু এগুলো ৩-৪ বছরের মধ্যে নষ্ট হয়ে যায় সোলারে সাথে ব্যবহার করলে। আপনি ভবিষ্যতে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করার চিন্তাভাবনা করতে পারেন।
@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইয়া আমি জানতে চাইছিলাম হামকো মনো সোলার প্যানেল. সুপারস্টার মনো সোলার প্যানেল .রহিম আফরোজ মনো সোলার প্যানেল...তিনটা থেকে সব থেকে বেস্ট কোয়ালিটি কোনটা সোলার পেনেল কোনটা....
হামকো সোলার টিউবুলার ব্যাটারি..রহিম আফরোজ সোলার টিউবুলার ব্যাটার..বলবো সোলার টিউবুলার ব্যাটারি তিনটা থেকে কোন কোম্পানির ব্যাটারিটা বেস্ট হবে....
বাজারে বর্তমানে 48v প্যানেল পাওয়া যাচ্ছে। আমি চাইছিলাম, 48v 550watt প্যানেল কিনতে। কারণ ভবিষ্যতে আমি হাইব্রিড করার ইচ্ছে আছে। বর্তমানে কি 48v প্যানেল থেকে 12v আউটপুট নেওয়া যায়??
30a charge controller এ সর্বোচ্চ কত ওয়াটের সোলার প্যানেল লাগলো যাবে?
MPPT 30A কন্ট্রোলারে এক ব্যাটারি সিস্টেমে 400 ওয়াট সোলার প্যানেল লাগানো যাবে, দুই ব্যাটারি সিস্টেম(24V) করলে ডাবল লাগানো যাবে।
10 amp charge controller এ ১৭০ panel use kora jabe ki
যেহেতু এটা MPPT টেকনোলজির চার্জ কন্ট্রোলার তাই ১৭০ ওয়াট প্যানেলের সাথে ২০ এম্পিয়ার চার্জ কন্ট্রোল ব্যবহার করবেন। MPPT এর এটাই মজা, প্যানেলের থেকে যে এম্পিয়ার আসবে তার থেকেও বেশি পাবেন।
ভাই কোথায় ছিলেন এতোদিন। যাক স্বাস্থ্য মাসআল্লাহ সুন্দর হইছে। ভাই নিয়মিত ভিডিও দিয়েন।
জি চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার।
50 k budget e ekta dc set up suggest koren
এই চ্যানেলে My DC Solar System নামের একটি ভিডিও আছে। ওটা দেখলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন।
Nice tips and 💝video..
Thank You.
@@TechnologyBanglaShahin@asifishtiaque1843 আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া সুপারস্টার টেবিল ফ্যান ১৪ ইঞ্চিএবং 16 ইঞ্চি ফ্যানে কত ওয়াট কারেন্ট হয় ভাই একটু জানাবেন
এবং কোন সোলার প্যানেল ভালো হবে*** সুপারস্টার মন সোলার প্যানেল ***হ্যামকো মানো সোলার প্যানেল**" রহিমা আফরোজ মনো সোলার প্যানেল তিনটের ভিতরে কোনটা নিব....সোলার প্যানেল
এবং ব্যাটারি হ্যামকো...রহিমা আফরোজ...যেকো সোলার ব্যাটারি
ব্যাটারির ভিতরে কোনটা নিবো ১০০ এম্পিয়ার ছোলার ব্যাটারী এর জন্য
আশা করি কয়টা প্রশ্নের উত্তর দিবেন
সোলার প্যানেল ভালো হবে কোনটা ব্যাটারি ভালো হবে কোনটা
অলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?
সুপারস্টারের এই ফ্যানা গুলো সাধারণত ১২ ওয়াট থেকে ১৮ ওয়াট বিদ্যুৎ খরচ করে থাকে। আপনি যে প্যানেল গুলোর নাম বলেছেন এগুলোর মধ্যে সুপারস্টার মনো প্যানেলটা নিতে পারেন। রহিম আফরোজ এর সোলার ব্যাটারি ভালো হবে।
আসসালামু আলাইকুম
ভাই কেমন আছেন
লন্জি সোলার প্যানেল ৫৫৫ ওয়াড
এরজন্য কোন টা দিবেন
অলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?
আপনি কি জানতে চেয়েছেন যে: Longi 550 ওয়াট সোলার প্যানেলের জন্য কত এম্পিয়ার এর চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন?
উত্তর: এই কোম্পানি রেকমেন্ড করে ৫৫০ ওয়াট প্যানেলের সাথে 1 টা ব্যাটারি চার্জ করার জন্য 40A এর চার্জ কন্ট্রোলার ব্যবহার করা উচিৎ। এই কন্ট্রোলার এম্পিয়ার বাড়িয়ে দিতে পারে এ কারণে বেশি এম্পিয়ারের চার্জ কন্ট্রোল ওরা ব্যবহার করতে বলে।
@@TechnologyBanglaShahin এটার দাম কত জানাবেন
আপনার কাছে পাওয়া যাবে
না আমি এটা কিনেছি তাই দেখালাম।
40A এর দাম ৯ হাজার টাকার আশেপাশে।
@@TechnologyBanglaShahin@asifishtiaque1843 আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া সুপারস্টার টেবিল ফ্যান ১৪ ইঞ্চিএবং 16 ইঞ্চি ফ্যানে কত ওয়াট কারেন্ট হয় ভাই একটু জানাবেন
এবং কোন সোলার প্যানেল ভালো হবে*** সুপারস্টার মন সোলার প্যানেল ***হ্যামকো মানো সোলার প্যানেল**" রহিমা আফরোজ মনো সোলার প্যানেল তিনটের ভিতরে কোনটা নিব....সোলার প্যানেল
এবং ব্যাটারি হ্যামকো...রহিমা আফরোজ...যেকো সোলার ব্যাটারি
ব্যাটারির ভিতরে কোনটা নিবো ১০০ এম্পিয়ার ছোলার ব্যাটারী এর জন্য
আশা করি কয়টা প্রশ্নের উত্তর দিবেন
সোলার প্যানেল ভালো হবে কোনটা ব্যাটারি ভালো হবে কোনটা
ভাই,আমার সোলার প্যানেল টোটাল ২০০ ওয়াটের এবং ১৩০ এম্পিয়ার এর হামকো ব্যাটারি। এর জন্য কত ওয়াট এর কোন কোম্পানির কন্ট্রোলার নিতে হবে?কাইন্ডলি জানাবেন ভাই।
আপনি সুপারস্টার কোম্পানির 10 এম্পিয়ারের প্রিমিয়াম চার্জ কন্ট্রোলার টা নিতে পারেন। এতে কিছুটা টাকা সেভ হবে কিন্তু পারফরম্যান্স ভালো পাবেন।
কত টাকা দাম এটার?
সোলার আইটেমের দাম এক এক জায়গায় এক এক রকম। তবে এক হাজার টাকার আশেপাশে ওটা পেয়ে যাবেন।
@@TechnologyBanglaShahin উত্তর দেবার জন্য আন্তরিক ধন্যবাদ।
২০০ ওয়ার্ডের সোলারে কি ১৩০ অ্যাম্পিয়ার ব্যাটারী চার্জ ফুল করতে পারবে ভাইয়া,
আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছেন ১০০ ওয়াট সোলার প্যানেল জন্য কন্ট্রোলার সবচেয়ে ভালো কোনটা হবে যদি একটু জানাতেন খুব উপকার হতো
Rimso 200ah tubular battery এর জন্য এটার সেটিংস কিভাবে করব প্লিজ?
ব্যাটারি সিলেকশনে গিয়ে FLD ব্যাটারি প্রোফাইল টা সিলেক্ট করবেন। ছোট ছোট লেখার জন্য যদি বুঝতে সমস্যা হয় তাহলে ম্যানুয়াল বইতে দেখে নিবেন কত নম্বর প্রোফাইলটা FLD.
@@TechnologyBanglaShahin আর অন্যগুলো? যেমন সর্বোচ্চ কত এম্পিয়ার এ চার্জ করব। ফ্লোটিং চার্জ কত রাখব প্লাস আদার্স যদি কাইনডলি জানাতেন।
FLD সিলেক্ট করলে ফ্লোটিং চার্জ বুষ্টিং চার্জ সব ধরনের ভোল্টেজ সেটিং সে নিজেই করে নিবে। আপনি শুধু চার্জিং এম্পিয়ার টা প্রয়োজনমতো দিয়ে নিতে পারেন। যেহেতু আপনার ব্যাটারিটি C20 200Ah তাই এটির আয়ু সবচেয়ে বেশি বর্ধিত করতে চাইলে 10 এম্পিয়ার ব্যবহার করবেন তবে যদি এই এম্পিয়ারে সারাদিনে চার্জ না হতে পারে তাহলে 15 এম্পিয়ার সিলেক্ট করতে পারেন। এভাবে এম্পিয়ার যত বাড়াতে থাকবেন আপনার ব্যাটারির লং টার্ম আয়ু কিছুটা কমবে কিন্তু দ্রুত চার্জ হবে।
ভাই সোলার আইপিএসের সাথে আলাদা ভাবে ব্যাবহার করা জাবে যেমন প্যানেলের তার সোলার আইপিএসের সাথে থাকবে এবং srne কন্টলারের মাদ্দমে ব্যাটারিতে লাইন থাকবে
এটা ডিসি সোলার সিস্টেম যারা ব্যবহার করবে তাদের জন্য ডিজাইন করা। সোলার ips এর সাথে বিল্ট ইন সোলার চার্জ কন্ট্রোলার থাকে তাই ওটার সাথে এটা সংযুক্ত করার দরকার নাই।
koto wait solar penel use korsen
আপাতত টেস্টিং এর জন্য ছোট 40 ওয়াট প্যানেল ব্যবহার করেছি (20w+20w).
Sir apner LiFePO4 battery ar akta review and details den.also apni kotha theke kinacen. plzzz. amer ips nosto hoia giase and ami vabci r IPS na kine akta solar system build kore felbo.
এটা 100Ah 12V এর LiFePO4 ব্যাটারি। এটা Headway বা Liwatt নামে বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়। ৩০ হাজার টাকার আশেপাশের দাম। বিভিন্ন সোলার বিক্রেতার কাছে এটা পেয়ে যাবেন।
খুব ভালো লাগলো ভিডিওটা ভাইয়া। এই কন্ট্রোলার এর দাম কত আর কোথায় কিনতে পাবো? জানাবেন প্লিজ 🥰🥰🥰
বাংলাদেশে সোলার আইটেমের দাম একেক জায়গায় একেক রকম। 30A এর টা 7000-7800 টাকায় সেল হচ্ছে। ইউটিউবে SRNE MPPT Solar Charge Controller লিখে সার্চ দিলে কিছু সেলার পেয়ে যাবেন। যেমন: Rural Sun Power. তবে BDTronics এর ওয়েবসাইটে ভিজিট করলে কিছুটা কমে পেয়ে যেতে পারেন।
১২ ভোল্ট ব্যাটারির সাথে ২০ অ্যাম্পিয়ার কন্ট্রোলার দিয়ে ৫০০ ওয়াট প্যানেল ব্যবহার করা যাবে কী না,আমার কন্ট্রোলার ২০ অ্যাম্পিয়ার সেখানে ৫০০ ওয়াট সাপোর্ট করে কিন্তু ১২ ভোল্ট ব্যাটারি দিলে কাজ করবে কী না সেটা জানার ছিলো
MPPT চার্জ কন্ট্রোলারে আপনি 24 ও 12 ভোল্টের যেকোনো প্যানেল দিয়ে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন, এটা MPPT এর একটি Must have feature. 500 ওয়াট সোলার প্যানেলের জন্য আপনাকে MPPT এর 40A চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে। MPPT এর এটা একটা বড় গুণ, অতিরিক্ত ভোল্টজ কে এম্পিয়ারে কনভার্ট করতে পারে তাই বেশি এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার লাগবে।
(PWM এর ক্ষেত্রে আমরা চিন্তা করি এত এম্পিয়ার এর চার্জ কন্ট্রোলার কত ওয়াট পর্যন্ত প্যানেল সাপোর্ট করবে আর MPPT এর ক্ষেত্রে চিন্তা করতে হয় কত কম প্যানেল দিয়ে কত বড় এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার সাপোর্ট দেওয়া যাবে)
কন্ট্রোলার এর এম্পিয়ার এবং এম্পিয়ার মিটারে একি সেম দেখাবে
হ্যাঁ কন্ট্রোলার এ যে এম্পিয়ার দেখাচ্ছে সেটাই আউটপুটে মিটারে দেখাচ্ছে।
ভাই এই কন্ট্রোলার টা দিয়ে কি ব্যাটারি চার্জ হওয়ার পরে কি সোলার প্যানেল থেকে কি বেখাপ দিবে যতক্ষণ সূর্য আছে
এটা DC সিস্টেমে ব্যবহারের জন্য। হ্যাঁ চার্জ হওয়ার পরে লোড চালালে প্যানেল এবং ব্যাটারি মিলে হেল্প করবে।
@@TechnologyBanglaShahin আমারও DC সিস্টেম করার জন্য বলছিলাম যেমন আমার ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরেও অটুকাত হতো তারপরে সোলার প্যানেল থেকে লোড চালানো যেত এরকম হয় নাকি
স্যার আমি ৪-৫ মাস আগে একটা সোলার সেটআপ কিনি রংপুর থেকে। রংপুরে একটি বড় দোকান আছে কিন্তু তারা কনজ্যুমার লেভেলে সোলার সেটাপ করে না তারা বাণিজ্যিক বড় লেভেলের সেটাপ এবং সাপোর্ট দেয়।
তো উপায় না পেয়ে আমি একটি ছোট দোকান থেকে সোলার কিনি তো এটার ব্যাটারি ছিল ১০০ এম্পিয়ার ভলবো কোম্পানির দুইটা দেখেই প্রথমে আমার একটু সন্দেহ হয়েছিল কারন কার্টনের রং ওঠা ওঠা মতোন আমার মনে হয় ব্যাটারিটা একবার দেড় বছর আগের। এরপর তারা যে আমাকে প্যানেল থেকে তার দিয়েছে কন্ট্রোলার পর্যন্ত৭০/ ৭৬ গ্রেডের। সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত তারের দৈর্ঘ্য প্রায় ২৫ ফিটের মত। কন্ট্রোলার আমাকে দিয়েছে 20 এম্পিয়ার খুবই নিম্নমানের চায়বা নিল রং এর কন্ট্রোলার। কোন নাম বা ব্রান্ড লেখা নাই। তারপরও দাম নিয়েছে প্রায় ১৭০০ টাকার মত। এরপর কন্ট্রোলার টি আমি আমাদের পাঁচ রুমের মধ্যে মধ্যে রুমে রেখে বাকি ৪ রুমে দুইটা একটা করে তার দিয়ে বাতি এবং সোলার টেবিল ফ্যান সেটআপ দিয়েছি।
এখন কনফিগারেশন বলি
প্যানেল সুপারস্টার ১৬০ ওয়াট মনো প্যানেল ১২ ভোল্ট
কন্ট্রোলার নন ব্রান্ড চাইনিজ ২০ এম্প
ব্যাটারি ১০০ এম্প ভলভো সোলার টিউবলার
এখন এটা দিয়ে একটা ফ্যান ( ক্লিক ১২ ইঞ্চি সোলার) এবং ৫টা লাইট ( ওয়াল্টন ডিসি ৫ ওয়াট এর ২টা রড বা স্ট্রিপ লাইট, ২টা নন ব্রান্ড ৫ ওয়াট ৭০ টাকা দামের লম্বা লাইট, এবং ২ টা এলইডি ডিসি লাইট চলে) এখন সমস্যা হল মাঝে মাঝে সোলারের চার্জ ৭-৮ ঘন্টা ৯ ঘন্টা চলে মাঝে মাঝে আধা ঘন্টায় বন্ধ হয়ে যায়। ১৩.২ এম্পিয়ার পর্যন্ত চার্জ উঠে (সোলার কন্ট্রোলারে দেখা যায়) আবার আধা ঘন্টা চালালে হুট করে ১১ এম্পেয়ার দেখায় এবং বন্ধ হয়ে যায়। লোকাট ১১ এ সেট করা আছে।
এখন এটা কি কন্ট্রোলের সমস্যা? নাকি ব্যাটারি কন্ট্রোলার থেকে অনেক দূরে দূরে লাইট সেট করার জন্য এমন হচ্ছে? নাকি কদিন বৃষ্টির জন্য ভালো করে চার্য হয়নি? নাকি ব্যাটারির সমস্যা?
এখন যদি আমি এই সস্তা ২০এ কন্ট্রোলার বাদ দিয়ে SRNE বা POWMR এর MPPT কন্ট্রোলার ব্যবহার করলে কি তারাতারি বা ভালো ভাবে ব্যটারি চার্য হবে?
এর সাথে আমি ভবিষ্যতের জন্য ১কিলো ( ৫৫০ ওয়াট এর দুইটা সোলার প্যানেল) লাগাতে চাই। এবং এর সাথে লুমিনাস, এক্সাইড বা অন্য ভালো ১ কিলো ওয়াটের সোলার ইনভার্টার/ সোলার আইওপিএস সেট করবো।
আমি চাই আমার বর্তমান ১৬০ ওয়াটের প্যানেলটাও যেন এর সাথে এড করা যায়। ৫৫০ ওয়াট ২৪ ভোল্ট প্যানেলের সাথে এই ১২ ভোল্ট প্যানেল এটাস্ট করা যাবে? বর্তমান ব্যাটারি ১২ ভোল্ট সোলার এটা কি সোলার আইপিএস এর সাথে ব্যবহার করা যাবে?
এখন ভবিশ্যত সেটাপের জন্য আমার কত গেজের তার লাগবে সোলার টু কন্ট্রলার? সোলার আইপিএস ব্যবহার করলে কি এর সাথে কোন এমপিপিটি কন্ট্রোলার ব্যবহারের দরকার আছে? বা এমপিপিটি কন্ট্রোলার ব্যবহার করলে কি আউটপুট বেশি পাব এই আইপিএস এ?
সবশেষে জানতে চাই এস আর এন ই ত্রিশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার কোন জায়গায় পাওয়া যাবে?
আসলে বেশ কিছুদিন হল বৃষ্টি হওয়ার কারণে সবার ব্যাটারি ঠিকমত চার্জ হচ্ছে না। সবাই হঠাৎ করে খুব অল্প ব্যাকআপ পাচ্ছে। সমস্যা হচ্ছে এভাবে চলতে থাকলে ব্যাটারি আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন পরিস্থিতিতে ব্যাটারি যত কম খালি করবেন পরবর্তীতে ততই ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিয়ে সমস্যা কম হবে। সোলার সিস্টেমে ভালো মানের একটি চার্জ কন্ট্রোলার খুবই গুরুত্বপূর্ণ। চার্জ কন্ট্রোলার যদি ভালো হয় তাহলে ব্যাটারিও অনেক দীর্ঘস্থায়ী হয় এবং চার্জিংটা ভালোভাবে হয়। আপনি SRNE ব্যবহার করতে পারেন। পরবর্তীতে যদি 24 ভোল্টের প্যানেল ক্রয় করেন তাহলে এই 12 ভোল্টের প্যানেল ওটার সাথে সংযুক্ত করলে লাভের চেয়ে ক্ষতি হবে তবে সেটার আলাদা একটি সমাধান আছে। পরবর্তীতে যখন আপগ্রেড করবেন তখন হিসাব অনুযায়ী ক্যাবল ব্যবহার করতে হবে, তখন আমাকে আবার মেসেজ দিয়েন। এখন আপাতত আপনি শুধু চার্জ কন্ট্রোলার কিনতে পারেন। আর যেদিন রোদ কম থাকবে সেদিন সোলার ব্যবহার একটু কম করবেন এতে করে ব্যাটারিটা লো কাটে বেশি বেশি যাবে না। ব্যাটারি লো কাটে কম গেলে ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব অনেক বেড়ে যায়।
@@TechnologyBanglaShahin স্যার আমার সোলার ইনভার্টার করার চিন্তা বাদ। এখন আমি ভবিষ্যতে ৫৫০ ওয়াট সোলার লাগাব। আর আমার ১৬০ ওয়াট আছে। এখন আমার এই সিস্টেমের জন্য কি কি লাগবে প্লিজ একটু বলবেন। আমার যেহেতু একটা ১০০ এম্প ব্যাটারি আছে আমি সামনের দুই তিন মাসের মধ্যে আরেকটা ১০০ বা ১২০ এম্প সোলার ব্যাটারি নিব এখন আগের ১০০ এম্পের টিউবলার ব্যাটারির সাথে ১২০ টলটিউবলার ব্যাটারি সিরিজ করে ২৪ ভোল্ট ইউজ করতে পারব? সেম ১৬০ ওয়াটের সাথে ৫৫০ ওয়াট ২৪ ভোল্ট কিছু করা যাবে?
এখন ভবিষ্যতের এই সেটাপের জন্য কি কি কেনা লাগবে যদি বলে দিতেন খুব উপকৃত হতাম স্যার।
যেমন
১)প্যানেল থেকে কন্ট্রোলার কত গেজের কোন ব্রান্ডের ডিসি তার?
২) ব্যাটারি থেকে কত গ্রেডের তার কন্ট্রলার পর্যন্ত?
৩) কন্ট্রলার থেকে বাতি বা ফ্যান পর্যন্ত কি মানের তার?
৪) আমার বাসার রুম অনেক দূরে দূরে। ১০ রুমের মধ্যে ৩ রুম ব্যবহার হয়। এখন কন্ট্রলার মধ্য রুমে বসালে কিভাবে দুইপাশের চার রুম চার রুম কভার করা যায়। বাকি রুমে একটা করে লাইট থাকবে ইমার্জেন্সি ব্যবহার এর জন্য। কখনো গেস্ট আসলে ব্যবহার হতে পারে।
৫) এখন ২৪ ভোল্ট সিস্টেমের প্যানেল বা ব্যাটারি সিরিজ করলে কি আমার ১২ ভোল্টের বাতি বা ফ্যান চলবে?
৬) ফাইনালি এই সিস্টেমের জন্য কত এম্পের SRNE mppt কন্ট্রোলার কিনবো?
৭) যদি আপনার কোন মেইল এড্রেস দিতেন।
ধন্যবাদ এবং শুভ কামনা
ভাইয়া ১০৫ এম্পিয়ার ১২ ভোল্ট লিথিয়াম ব্যাটারির সাথে কত এম্পায়ার চার্জ কন্ট্রোলার কত ভোল্ট কত ওয়াট প্যানেল লাগবে?
লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির ক্ষেত্রে অনেক বেশি প্যানেল ব্যবহার করে খুব দ্রুত চার্জ করা সম্ভব। তবে আপনি যদি সারাদিনে রোদ থাকা অবস্থায় চার্জ করতে মিনিমাম যতটুকু দরকার ততটুকু ব্যবহার করতে চান সে ক্ষেত্রে 200 ওয়াট প্যানেলের সাথে 10 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। অবশ্যই চার্জ কন্ট্রোলারটি লিথিয়াম আয়রন ফসফেট ফসফেট ব্যাটারি সাপোর্ট করে কিনা এইটা শিওর হয়ে কিনবেন। MPPT চার্জ কন্ট্রোলার হলে 24 ভোল্টের প্যানেল এবং PWM চার্জ কন্ট্রোলার হলে 12 ভোল্টের প্যানেল ব্যবহার করবেন।
@@TechnologyBanglaShahin অনেক ধন্যবাদ
@@TechnologyBanglaShahin Many Many Thanks
You are welcome
দীর্ঘদিন পর আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আমার বাসায় সবকিছু ডিসি সিস্টেমে চালাই। মোট সোলার প্যানেলের ওয়াট ৪৬৫। ব্যাটারি রহিমা আফরোজ এর টল টিউবলার ২০০ Ah ips ব্যাটারি। smarten এর 50 এম্পিয়ার কন্ট্রোলার । এবং Dsp sine wave ips দিয়ে মাঝে মধ্যে সুধু ব্যাক আপ নিয়ে থাকি। এখন ব্যাটারি এইটা থাকবে। না সোলারের ১৩০ah ব্যাটারি লাগাবো। সময় পেলে একটু জানাবেন প্লিজ।
সবচেয়ে ভালো হয় আপনি যদি লিথিয়াম আয়রন ফসফেট (Lifepo4) ব্যাটারি ব্যবহার করেন। এটার দাম একটু বেশি হলেও লেড এসিড ব্যাটারির চেয়ে তিন চার গুণ বেশি দীর্ঘস্থায়ী। তবে আপনার স্মার্টেন চার্জ কন্ট্রোলারটা সাপোর্ট করবে না। আর যদি লেড এসিড ব্যাটারি ব্যবহার করতে চান তাহলে যেটা করছেন ওটাই ভালো হবে কারণ বাংলাদেশে সোলারের ব্যাটারি আপনি ১৩০ Ah এর বেশি পাবেন না আবার সেটা টল টিউবুলার হবে না শুধু টিউবুলার হবে। যদিও সোলারের ব্যাটারি 10c তারপরেও বাংলাদেশে ব্যাটারির যে অবস্থা কি আর বলবো।
২২ থেকে ২৮ এম্পিয়ারে চার্জ হয়। কিন্তু চার্জ করার নিয়ম ১০ এম্পিয়ারে। এতে ব্যাটারির কোনো সমস্যা হবে কি না।
যেহেতু এটা 200Ah C20 ব্যাটারি তাই 10 এম্পিয়ারের উপরে চার্জ দিলে ব্যাটারির লং টার্ম আয়ু কমে যেতে থাকবে। সোলারের যে ব্যাটারী কিনতে চাচ্ছেন সেটি 130Ah C10 ব্যাটারি তাই 13 এম্পিয়ারে বেশি এম্পিয়ারে চার্জ দিলে সেটিও ব্যাটারির জন্য ক্ষতিকর। Lifepo4 ব্যাটারি হলে এসব কোন ঝামেলা হতো না কারণ ওগুলো C1 ব্যাটারি।
স্যার এটি কি ব্যাটারি ছাড়া ডিএসপি সায়ন ওয়েব আইপিএস দ্বারা চালানো যাবে
আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাইয়া
30 ah,, price ?
ওরেনটি আছে নি??
৭৮০০ টাকা। হ্যাঁ ওয়ারেন্টি আছে। কিছু কিছু সেলার এটাকে এক বছরের ওয়ারেন্টি দেয় আবার কিছু কিছু সেলার এটাকে তিন বছরের ওয়ারেন্টি দেয়।
ভাইয়া আপনি যে ব্যাটারি ইউজ করছেন এটা কত এম্পিয়ার এবং কি ব্যাটারি
এটা 100Ah এর লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি।
আসসালামু আলাইকুম। আমি রহিম আফরোজ এর ৪ টি ৮৫ ওয়াট এর ১২V প্যানেল প্যারালাল করে ৩৪০ ওয়াট ১২v প্যানেল হিসাবে ইউজ করি। ব্যাটারি ১২V এর ১৩০ এম্পিয়ার এর প্যারালাল করে ২৬০ এম্পেয়ার বানিয়ে কানেকশন দেয়া। লুমিনাস এর ২০A এর কন্ট্রোলার ইউজ করি যা সারা দিন ই ব্যাটারি চার্জ করে। এখন আমার কি কন্ট্রোলার চেঞ্জ করা উচিত নাকি ঠিক আছে? আমি এই কন্ট্রোলার কিনতে চাচ্ছিলাম। কেমন হবে এই সেটাপ এর জন্য?
আপনার সেটআপ মোটামুটি ঠিক আছে। প্যানেল সামান্য আরেকটু বেশি হলে ভালো হতো। সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত মিনিমাম 4 sq mm (4rm) ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করবেন। ব্যাটারীতে মিনিমাম 6 sq mm (6rm) ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করবেন।
এই চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করলে আপনার বর্তমান সেটআপে খুব বেশি ইম্প্রভমেন্ট আসবে তা নয়। সামান্য একটু ইমপ্রুভমেন্ট আসবে। তবে যদি প্যারালাল এবং সিরিজ এর কম্বিনেশন করে ২৪ ভোল্ট প্যানেল করে কানেকশন দিতে পারেন তাহলে একটু বেশি ইম্প্রভমেন্ট আসবে আবার এক্ষেত্রে আপনার যে ক্যাবল টি আছে ওটি ব্যবহার করলেই হয়ে যাবে চেঞ্জ করতে হবে না। সব সিরিজ কানেকশন করলে আবার কোন একটা প্যানেলে ছায়া পড়লে বাকি প্যানেলগুলো পারফরম্যান্স ডাউন আউটপুট দিবে।
@@TechnologyBanglaShahin ধন্যবাদ। আমি ২ টি করে প্যানেল ২*২ RM BRB DC তার দিয়ে 2 জোড়া তার দিয়ে কন্ট্রোলার এ সংযোগ দিয়েছি যাতে ১ টি প্যানেল এ ছায়া পড়লে ও ৪ টি প্যানেল এ এফেক্ট না করে। আমার চিন্তা হল ব্যাটারি ফুল চার্জ হয় না কেন সেটা নিয়ে। আমার আবার ছোট একটি ৪০ ওয়াট এর ইনভারটার লাগানো আছে ব্যাটারি তে। এখন ব্যাটারি ফুল চার্জ হয় না কি এটির জন্য? আমার ওয়াট, এম্পিয়ার সব ঠিক আসে সোলার থেকে চেক করে দেখেছি।
260Ah ব্যাটারি সারাদিনে রোদ থাকা অবস্থায় ফুল চার্জ করার জন্য 520 ওয়াট এর আশেপাশে সোলার প্যানেল দরকার হয়। আপনার প্যানেল এর চেয়ে কম। আবার দিনের বেলায় যদি আপনি লোড চালান তাহলে সেই লোডগুলো কিছুটা এম্পিয়ার কনজামশন করে ফলে ব্যাটারি কম এম্পিয়ার পায়। সে ক্ষেত্রে হিসাব করে প্যানেল আর একটু বেশি ব্যবহার করতে হয় তাছাড়া ব্যাটারি ফুল চার্জ হতে পারেনা।
@@TechnologyBanglaShahin ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। আপনার ভিডিও অনেক উপকারে লাগে। আপনার জন্য শুভ কামনা।
আচ্ছা এই কন্ট্রোলার লাগানো অবস্থায় কখনো যদি আউটপুট লাইনে শর্ট হয় তাহলে কি প্রটেকশন আছে নাকি কন্ট্রোলার নষ্ট হয়ে যাবে, এবং আউটপুট এ কত এম্পিয়ার পর্যন্ত লোড নেওয়া যাবে
হ্যাঁ কোম্পানির ভাষ্যমতে এটাতে শর্ট সার্কিট ছাড়াও আরো কিছু প্রটেকশন আছে। এটার আউটপুট লাইন দিয়ে সর্বোচ্চ 20 এম্পিয়ার লোড চালানো যায়।
এটা তে ১২ ভোল্টরে কত এমিআার ব্যাটারি দেয়া যাবে...?
১২ ভোল্টের যেকোনো এম্পিয়ার এর ব্যাটারি এটাতে ব্যবহার করা যাবে।
আসসালামুয়ালাইকুম প্রিয় ভাই আন্তরিক ধন্যবাদ আপনাকে
অলাইকুম আসসালাম।
ধন্যবাদ ভাই শুভেচ্ছা জানানোর জন্য ও কমেন্ট করার জন্য।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি.স্যার আপনি আমি একটা জিনিস জানতে চাইছি.নরমাল সোলারের ভিতরেজেনেটিক মন সোলার প্যানেল.গিরিন সোলার প্যানেল.জার্মান টেকনোলজি.আলো সোলার প্যানেল.রিস সোলার প্যানেল...ফরসুন সোলার প্যানেল...এই নরমাল সোলার প্যানেল থেকে...কোনটা নিলে ভালো হবে ২০০ ওয়াটের প্যানেল নিব আমি...কোন কোম্পানিরটা নিলে ভালো হবে.লোডে ওয়ার্ড বেশি পাওয়া যাবে..কোন কোম্পানির প্যানেল একটু জানাবেন দয়া করে..১০০ ওয়াট ১০০ ওয়াট ২ পিস নিলে ভালো হবে...২০০ ওয়াটের এক পিস নিলে ভালো হবে....
১০এম্পিয়ার চার্জ কন্ট্রোলার এ কত এম্পিয়ার সোলার প্যানেল ব্যবহার করা যাবে?দয়া করে জানাবেন ❤
এটাতে কোম্পানি ১৩০ ওয়াট সোলার প্যানেল recomend করে ১০ এম্পিয়ার এর ক্ষেত্রে।
অসংখ্য ধন্যবাদ 💝🌹
আর নরমাল কন্ট্রোলার এ কত এম্পিয়ার সোলার প্যানেল ব্যবহার করা যায়
নরমাল PWM 10A চার্জ কন্ট্রোলারের ক্ষেত্রে ২০০ ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন।
Welcome back
🎉
How much technology improvements over last 3 years?
Please mention price with devices
Thanks again and look forward to seeing you more
ধন্যবাদ ভাই। টেকনোলজি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে।
বাংলাদেশের সোলারের জিনিসের দাম ফিক্সড না একেক জায়গায় একেক রকম। যেমন এটা ২০ এম্পিয়ারের টা বিক্রি হয় ৫০০০ টাকা থেকে ৫৮০০ টাকার মধ্যে। ৩০ এম্পিয়ারের টা আরো দেড় থেকে দুই হাজার টাকা বেশি। আর বাংলাদেশের সোলার আইটেমের দাম যখন তখন বেড়ে যায়। যেহেতু এটা কপি এখনো মার্কেটে আসেনি তাই খোঁজখবর নিয়ে যেখানে কমে পাওয়া যায় সেখান থেকে ক্রয় করাই ভালো।
Vai apnar kasa akta onurod roilo...asakori rakban,..
POWMr mppt 30A Soler charge controller ar rivew diban vaiya
আমি চেষ্টা করবো।
তবে আমি এটা সম্পর্কে যতটুকু জানি তা হলো POWMr mppt এর ৪০০০ টাকার নিচের গুলোতে (20A) রিয়েল ইন্ডাক্টর কয়েল নিয়ে অনেক controvercy আছে। 30A এর গুলো মোটামুটি ভালো যদিও টেম্পারেচার হাই হয়ে গেলে ইফিসিয়েন্সি টা অনেকটাই ড্রপ করে। এদের সবগুলো মডেলের বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম।
ভালো করে টেস্টিং করলে বিষয়গুলো আরেকটু ক্লিয়ার বোঝা যাবে।
@@TechnologyBanglaShahin ji vaiya 30 A ar controller niya video deyar chasta korban...thank you
আমার ২০০ AH ১২ ভোল্টের রহিমআফরুজের টল টেবুলার ব্যাটারী আছে। সাথে আমি লুমিনিয়াস এর Zelio 1100 ব্যবহার করি। আমাকে সোলার প্যানেল কত ওয়াট কত ভি এ আর কোন কোম্পানির নিব। আমি srne এর MPPT সোলার কন্ট্রোলার কোনটা নিব। অগ্রিম ধন্যবাদ
আপনার বর্তমান IPS টি সোলার IPS নয়, এটি একটি নরমাল নন-সোলার IPS. SRNE এর MPPT কন্ট্রোলার টি শুধুমাত্র ডিসি সিস্টেমে ব্যবহার করা হয়। আপনি ডিসি নাকি এসি সিস্টেম করবেন এইটা আগে জানতে হবে।
যেহেতু আমি লাইট ফ্যান পরিবর্তন করতে চাচ্ছি না তাই আমাকে এসি সিস্টেমে যেতে হবে। আর যদি এমন কোনো অপসন থাকে যে সরাসরি মেইন লাইন এ কানেক্ট করে দেয়া যাই সেইটাও জানাবেন
যেহেতু আপনি এসি সিস্টেম করতে চাচ্ছেন তাই আপনার একটি সোলার IPS/PCU প্রয়োজন, মোটামুটি ১১০০ ভিএ যথেষ্ট। আপনার টোটাল লোড যদি হয় ৫০০/৬০০ ওয়াট তাহলে আপনি ৮০০/৯০০ ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করবেন। আপনার বর্তমান ব্যাটারিটি এই সিস্টেমের সাথে ব্যবহার করতে পারবেন। আপনার নন সোলার IPS টি কনভারশন কিট দিয়ে সোলার IPS এ পরিণত করতে পারেন তবে এগুলোতে পারফরমেন্সে অতটা ভালো আসে না।
আর প্রসেসটা ক্লিয়ার করতে এই চ্যানেলে দেখবেন অনেক আগের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখবেন, তাহলে আপনার ধারনাটা আরেকটু ক্লিয়ার হবে। ভিডিও টার নাম Solar system price in Bangladesh.
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আমি সোলার সিস্টেমটা সম্পর্কে জানার জন্য ১২ ভল্ট ২০ ওয়াট এর একটা সুপার ষ্টার এর প্যানেল নিয়েছি। একটা ২০ আম্পের pwm কন্ট্রোলার নিয়েছি। আর ১০ ওয়াটএর ২ টা ডিসি লাইট নিয়েছি। আমি আপাতত ব্যাটারী ব্যবহার করব না। কন্ট্রোলার কনেক্সশন টা করতে পারবো। কিন্তু কন্ট্রোলার এ কোনটা কত ভি এ তে রাকব একটু জানতেন প্লিজ
সোলার প্যানেল ও কন্ট্রোলার এর সাথে একটি ব্যাটারি ব্যবহার করা জরুরী। ব্যাটারি ব্যবহার না করলে কন্ট্রোলার ও লোড যেকোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। কন্ট্রোলার এর সেটিংস থেকে শুধু ব্যাটারী টাইপ সিলেক্ট করে দিলেই বাদবাকি সেটিংস গুলো সে নিজেই করে নিবে। নতুন ব্যাটারিতে ব্যবহারের জন্য অন্যান্য সেটিংস গুলো চেঞ্জ করার দরকার নাই।
এই চার্জ কন্ট্রোলার দিয়ে দিনের বেলায় যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরও , তখন পর্যাপ্ত রোধ যদি থাকে এই চার্জ কন্টোলারের যে লোড লাইন আছে সেখান থেকে লোড ব্যাবহার করলে তখন কি ব্যাটারি থেকে চার্জ কমে যাবে নাকি, সরাসরি সোলার থেকে লোড গুলো চলবে ব্যাটারি কে কোন প্রকার স্পর্শ করা ছারাই,
একটু জানতে চাই বিষয় টা
এটা অফ গ্রিড DC সিস্টেম এর জন্য। এটা ব্যাটারিকে স্পর্শ করবে। ব্যাটারি এবং সোলার পাওয়ার যৌথভাবে লোড চালাবে।
@@TechnologyBanglaShahin এতে করে তো তাহলে দিনের বেলায় লোড চালালে রোধ থাকা সত্বেও ব্যাটারি চার্জ কমে যাবে, আর রাতের বেলায় ব্রেকআপ পাওয়া যাবে না ,
না রাতে backup পাওয়া যাবে। মনে করেন সোলার থেকে উৎপন্ন হল ১০ এম্পিয়ার। এটি ২ এম্পিয়ার দিয়ে লোড চালাবে আর ৮ এম্পিয়ার ব্যাটারী তে স্টোর হবে। এরকম ভাবে আপনি ৫ এম্পিয়ার এর লোড চালালে ব্যাটারিতে সংরক্ষিত হবে বাকি ৫ এম্পিয়ার। কিন্তু এটি DC অফ গ্রিড সিস্টেম হওয়াতে সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে ব্যাটারির সহযোগিতায়।
আপনি যে সরাসরি লোড চালানোর বিষয়টা বলছেন এগুলো হাইব্রিড সিস্টেমে হয়, DC ও AC অফ গ্রিড সিস্টেমে হয় না।
@@TechnologyBanglaShahin ধন্যবাদ ভাই, বিষয় টা বুঝিয়ে দেওয়ার জন্য
ভাই আমার নরমাল নন সোলার আইপিএস কে সোলার আইপিএস এ কনভার্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি কি স্টেপ ফলো করতে হবে। আমি ৭০০-৮০০ ওয়াট প্যানেল ব্যাবহার করতে চাচ্ছি। এটা কি পসিবল হবে?
আমার আইপিএস Exide 1125va.
নন সোলার IPS কে সোলার IPS এ কনভার্ট করার জন্য বাজারে আলাদা কনভার্শন কিট পাওয়া যায়। এদের মধ্যে Smarten ব্র্যান্ডের MPPT সোলার কনভারশন কিট টি বেশ ভালো। যারা সোলারের আইটেম সেল করে ওদের কাছে এটা পেতে পারেন এবং ঢাকার কাপ্তানবাজারেও কিছু কিছু শপে পাওয়া যায়। এটা সেটাপ করার প্রসেসটা ভিতরের ম্যানুয়ালে দেওয়া থাকে এছাড়াও সার্চ করলে ইউটিউবে কিছু ভিডিও পেয়ে যাবেন।
@@TechnologyBanglaShahin সমস্যা টা হচ্ছে ভাই এই কন্ট্রোলার গুলোতে ১২v ব্যাটারির জন্যে প্যানেল সাপোর্ট কম থাকে। যেমন 40ah charge controller এ 12v ব্যাটারি দিয়ে মেক্স প্যানেল সাপোর্ট থাকে ৫০০-৬০০ ওয়াট।
হ্যাঁ কনভারশন কিট গুলোতে প্যানেল সাপোর্ট কিছুটা কম থাকে, এটা মেনে নিতে হবেই। তবে MPPT এর কথা যেটা বললাম সেটাতে আপনি ২৪ ভোল্ট এর প্যানেল লাগাতে পারবেন ফলে প্যানেলের পরিমাণ দ্বিগুণ সাপোর্ট করবে। ২৪ ভোল্ট প্যানেল লাগালেও MPPT হওয়াতে একটা ব্যাটারি দিয়েই পুরো সিস্টেম রান করা সম্ভব।
তবে একটা ব্যক্তিগত মতামত শেয়ার করি: আমার কাছে কনভারশন কিট গুলো একদম পছন্দ না কারণ এগুলো ব্যবহার করে সিস্টেম চালালে যথেষ্ট সানলাইট থাকা শর্তেও ব্যাটারিকে বারবার টাচ করে ফলে ব্যাটারির লাইফ সাইকেলের উপরে একটা নেগেটিভ প্রভাব পড়ে আবার মাঝে মাঝে ব্যাটারি খুব ভালো মতো চার্জ না হলে লোড গুলো সরাসরি সোলারে রান করতে চায় না।
@@TechnologyBanglaShahin অনেক ধন্যবাদ ভাই। এখন সিদ্ধান্ত নেয়া সহজ হবে।❤️❤️
You are welcome. Feel free to ask any solar related question anytime.
ভাইয়া, এই কন্ট্রোলারে যদি ২৪ ভোল্ট প্যানেল এবং ২৪ভোল্ট ব্যাটারি ব্যবহার করি তাহলে আউটপুট কি ১২ভোল্ট পাওয়া যাবে?
না। ব্যাটারি ২৪ ব্যবহার করলে আউটপুট ২৪ হয়ে যাবে
এটা দিয়ে কি নন সোলার আইপিএসকে সোলার আইপিএস এ রূপান্তরিত করা যায়?আর গেলে কিভাবে প্রসেসটা ভিডিও করে দেখান।
এটা ডিসি সোলার সিস্টেমে ব্যবহার করার জন্য। এটা দিয়ে নন সোলার আইপিএস এর ব্যাটারিকে চার্জ দিতে পারবেন তবে মেইন লাইন কাট করবে না। মেইন কাট না করলে ডাইরেক্ট সোলারে বাসার লোড গুলো চালাতে পারবেন না। আপনি snarten কোম্পানির সোলার কনভারশন কিট কিনতে পারেন। ওটা ব্যাটারিকে চার্জ করার পাশাপাশি মেইন লাইন কাট করে লোডগুলো সরাসরি সোলারে চলতে সাহায্য করবে।
1000 ওয়াটার সোলার প্যানেল আছে কত এম্পিয়ার এর চার্জ কন্ট্রোলার এর প্রয়োজন জানতে চাই
60 এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন।
স্যার আপনার সাথে কিভাবে আমি যোগাযোগ করতে পারি ইনবক্সে একটা নক দিবেন
সোলার রিলেটেড যে কোন তথ্য জানতে চাইলে আমাকে এখানেই বলতে পারেন।
@@TechnologyBanglaShahinআমি ৪-৫ মাস আগে একটা সোলার সেটআপ কিনি রংপুর থেকে। রংপুরে একটি বড় দোকান আছে কিন্তু তারা কনজ্যুমার লেভেলে সোলার সেটাপ করে না তারা বাণিজ্যিক বড় লেভেলের সেটাপ এবং সাপোর্ট দেয়।
তো উপায় না পেয়ে আমি একটি ছোট দোকান থেকে সোলার কিনি তো এটার ব্যাটারি ছিল ১০০ এম্পিয়ার ভলবো কোম্পানির দুইটা দেখেই প্রথমে আমার একটু সন্দেহ হয়েছিল কারন কার্টনের রং ওঠা ওঠা মতোন আমার মনে হয় ব্যাটারিটা একবার দেড় বছর আগের। এরপর তারা যে আমাকে প্যানেল থেকে তার দিয়েছে কন্ট্রোলার পর্যন্ত৭০/ ৭৬ গ্রেডের। সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত তারের দৈর্ঘ্য প্রায় ২৫ ফিটের মত। কন্ট্রোলার আমাকে দিয়েছে 20 এম্পিয়ার খুবই নিম্নমানের চায়বা নিল রং এর কন্ট্রোলার। কোন নাম বা ব্রান্ড লেখা নাই। তারপরও দাম নিয়েছে প্রায় ১৭০০ টাকার মত। এরপর কন্ট্রোলার টি আমি আমাদের পাঁচ রুমের মধ্যে মধ্যে রুমে রেখে বাকি ৪ রুমে দুইটা একটা করে তার দিয়ে বাতি এবং সোলার টেবিল ফ্যান সেটআপ দিয়েছি।
এখন কনফিগারেশন বলি
প্যানেল সুপারস্টার ১৬০ ওয়াট মনো প্যানেল ১২ ভোল্ট
কন্ট্রোলার নন ব্রান্ড চাইনিজ ২০ এম্প
ব্যাটারি ১০০ এম্প ভলভো সোলার টিউবলার
এখন এটা দিয়ে একটা ফ্যান ( ক্লিক ১২ ইঞ্চি সোলার) এবং ৫টা লাইট ( ওয়াল্টন ডিসি ৫ ওয়াট এর ২টা রড বা স্ট্রিপ লাইট, ২টা নন ব্রান্ড ৫ ওয়াট ৭০ টাকা দামের লম্বা লাইট, এবং ২ টা এলইডি ডিসি লাইট চলে) এখন সমস্যা হল মাঝে মাঝে সোলারের চার্জ ৭-৮ ঘন্টা ৯ ঘন্টা চলে মাঝে মাঝে আধা ঘন্টায় বন্ধ হয়ে যায়। ১৩.২ এম্পিয়ার পর্যন্ত চার্জ উঠে (সোলার কন্ট্রোলারে দেখা যায়) আবার আধা ঘন্টা চালালে হুট করে ১১ এম্পেয়ার দেখায় এবং বন্ধ হয়ে যায়। লোকাট ১১ এ সেট করা আছে।
এখন এটা কি কন্ট্রোলের সমস্যা? নাকি ব্যাটারি কন্ট্রোলার থেকে অনেক দূরে দূরে লাইট সেট করার জন্য এমন হচ্ছে? নাকি কদিন বৃষ্টির জন্য ভালো করে চার্য হয়নি? নাকি ব্যাটারির সমস্যা?
এখন যদি আমি এই সস্তা ২০এ কন্ট্রোলার বাদ দিয়ে SRNE বা POWMR এর MPPT কন্ট্রোলার ব্যবহার করলে কি তারাতারি বা ভালো ভাবে ব্যটারি চার্য হবে?
এর সাথে আমি ভবিষ্যতের জন্য ১কিলো ( ৫৫০ ওয়াট এর দুইটা সোলার প্যানেল) লাগাতে চাই। এবং এর সাথে লুমিনাস, এক্সাইড বা অন্য ভালো ১ কিলো ওয়াটের সোলার ইনভার্টার/ সোলার আইওপিএস সেট করবো।
আমি চাই আমার বর্তমান ১৬০ ওয়াটের প্যানেলটাও যেন এর সাথে এড করা যায়। ৫৫০ ওয়াট ২৪ ভোল্ট প্যানেলের সাথে এই ১২ ভোল্ট প্যানেল এটাস্ট করা যাবে? বর্তমান ব্যাটারি ১২ ভোল্ট সোলার এটা কি সোলার আইপিএস এর সাথে ব্যবহার করা যাবে?
এখন ভবিশ্যত সেটাপের জন্য আমার কত গেজের তার লাগবে সোলার টু কন্ট্রলার? সোলার আইপিএস ব্যবহার করলে কি এর সাথে কোন এমপিপিটি কন্ট্রোলার ব্যবহারের দরকার আছে? বা এমপিপিটি কন্ট্রোলার ব্যবহার করলে কি আউটপুট বেশি পাব এই আইপিএস এ?
সবশেষে জানতে চাই এস আর এন ই ত্রিশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার কোন জায়গায় পাওয়া যাবে?
SRNE or Smarten Prime
Konta best ?
SRNE অনেক ভালো। এটার mppt ইফিসিয়েন্সি বেটার, অনেক ইন্টারেস্টিং অপশন আছে, ফ্যান ব্যবহার না করে হেভি হিটসিংক ব্যবহার করাতে সাইলেন্টলি কাজ করে। এটা উন্নত দেশ গুলোতেও ব্যবহার করা হয়।
@@TechnologyBanglaShahin Long time use jonno Kon ta nite pariii???
SRNE নিন।
@@TechnologyBanglaShahin ১৩০ এম্পিয়ার ১টি ব্যাটারি দিয়ে ৬০০w(24v) প্যানেল লোড দিলে ব্যাটারি হেলথ এর ক্ষতি হবে কিনা ??
হ্যাঁ ব্যাটারির লং টার্ম স্থায়িত্ব কমে যাবে। 130Ah C10 ব্যাটারি চার্জ করার জন্য সর্বোচ্চ ১৩ এম্পিয়ার ব্যবহার করা উচিৎ। দিনের বেলা লোড না চালালে শুধু ব্যাটারি চার্জ করার জন্য ৩০০ ওয়াট সোলার প্যানেল যথেষ্ট আর যদি দিনেও লোড চালান সে ক্ষেত্রে হিসাব করে প্যানেল কিছুটা বাড়ানো যেতে পারে।
৬০০ ওয়াট প্যানেল ব্যবহার করে সোলার চার্জ কন্ট্রোলারের এম্পিয়ার ১৩ তে লিমিট করে দিলেও সমস্যা হবে না।
By facial solar panel এর রিভিউ, আউটপুট সংক্রান্ত দেখতে চাই।
ঠিক আছে বাই ফেসিয়াল প্যানেল আমার হাতে আসলে আমি সাথে সাথে রিভিউ করবো।
ভাই আমি কিনেছি কিন্তু 130 Amp সোলার এসিড ব্যাটারি সাথে setting করবো কি ভাবে।
প্যানেল থেকে কত amp set করবো
কত volt auto cut korbo
যদি এইসব setting গুলো একটু বলতেন
তা হলে উপকার হতো।
আপনি কি 130Ah এর সোলার এসিড ব্যাটারি যেটাতে উপরের খাপ খুলে পানি দিতে হয় সেই ব্যাটারি কিনেছেন? তাহলে চার্জ কন্ট্রোলারের ব্যাটারি সিলেকশন সেকশনে FLD সিলেক্ট করে দিন। ভোল্ট, অটো কাট এগুলো কিছু করতে হবে না চার্জ কন্ট্রোলার স্ট্যান্ডার্ড প্যারামিটার নিজেই এপ্লাই করে নিবে। আপনার 130Ah C10 ব্যাটারির ক্ষেত্রে চার্জিং এম্পিয়ার 13 হলো পারফেক্ট। যদি এর মধ্যেই চার্জিং এম্পিয়ার থাকে তাহলে কোন সেটিং পরিবর্তন করার দরকার নাই। যদি এর বেশি হয় তাহলে এটি 13 তে সেট করে দিতে পারেন।
fld এসিড ব্যাটারি
হ্যাঁ যে সকল এসিড ব্যাটারিতে পানি ভরতে হয় সেগুলো FLD বা Flooded Lead Acid ব্যাটারি। আর পাউডার ব্যাটারিগুলো হল SLA বা Sealed Lead Acid ব্যাটারি।
Ac-dc ceiling fan er review diben pls 😊
I will try.
এই কন্ট্রোলার এ অটো কাট হবে তো? তাছাড়া ব্যাটারি চার্জ সম্পুর্ন হলে বোঝার উপায় কি?
এই কন্ট্রোলারের সব ধরনের প্রটেকশন ব্যবস্থা আছে। ব্যাটারি লো কাট, হাই কাট, ইকুলাইজেশন, মাল্টি স্টেট চার্জিং ইত্যাদি ইত্যাদি। ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে ডিসপ্লেতে দেখতে পাবেন যে এম্পিয়ার টানছে না এছাড়াও ব্যাটারির আপডাউন এনিমেশন অফ হয়ে যাবে। আরো অনেক ভাবে বুঝতে পারবেন। এই কন্ট্রোলারে সব ধরনের স্ট্যাটাস শো করে।
24v দুই ব্যাটারি ব্যবহার করা যাবে। নাকি শুধু ১২ ভোল্ট আউট দেবে।
MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে আপনি ২৪ ভোল্ট প্যানেলের সাথে ২৪ ভোল্ট ব্যাটারি অথবা ১২ ভোল্ট ব্যাটারির যেকোনোটা ব্যবহার করতে পারবেন। ব্যাটারি যে ভোল্টেজ এর ব্যবহার করবেন সেই পরিমাণ ভোল্টেজ আউটপুট দিবে।
@@TechnologyBanglaShahin ধন্যবাদ
২০০০-২২০০ watt প্যানেল 40 a ব্যবহার করা যাবে নাকি আর ও বেশি লাগবে।
40A MPPT চার্জ কন্ট্রোলার এর সাথে যদি ব্যাটারি ভোল্টেজ 12 হয় তাহলে 520 ওয়াট প্যানেল সংযুক্ত করা যাবে আর যদি ব্যাটারির ভোল্টেজ যদি 24 হয় তাহলে 1040 ওয়াট প্যানেল সংযুক্ত করা যাবে। আশা করি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী হিসাবটা আপনি নিজেই করে নিতে পারবেন অন্তত কাছাকাছি করতে পারবেন। এগুলো কাছাকাছি হিসাব করলেও কাজ চলে, একটু কম বেশি প্যানেল ব্যবহার করলে সমস্যা হয় না। খুব বেশি পার্থক্য না রাখলেই হল।
@@TechnologyBanglaShahin ধন্যবাদ ভাইয়া ❤️❤️
আপনি কোন প্যানেল কত ওয়াটের সেইটা একটু বললে ভালো হতো, এই প্যানেলটা কত ভোল্ট দিচ্ছে সেইটা ও জানার ছিলো
আপাতত ২টা ২০ ওয়াটের প্যানেল সিরিজে সংযুক্ত করে MPPT এর কোয়ালিটি টেস্ট করেছি পরবর্তীতে এই চার্জ কন্ট্রোলার এর সাথে বড় প্যানেল যুক্ত করবো।
@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইয়া আমি জানতে চাইছিলাম হামকো মনো সোলার প্যানেল. সুপারস্টার মনো সোলার প্যানেল .রহিম আফরোজ মনো সোলার প্যানেল...তিনটা থেকে সব থেকে বেস্ট কোয়ালিটি কোনটা সোলার পেনেল কোনটা....
হামকো সোলার টিউবুলার ব্যাটারি..রহিম আফরোজ সোলার টিউবুলার ব্যাটার..বলবো সোলার টিউবুলার ব্যাটারি তিনটা থেকে কোন কোম্পানির ব্যাটারিটা বেস্ট হবে....
একটা জিনিস বুঝতে অসুবিধা হইলো।
প্যানেল থেকে ১ am আসতেছে কিন্তু ব্যাটারি তে ৩ am ঢুকতেছে। তাহলে অতিরিক্ত ২ am current কই থেকে আসতেছে?
যেহেতু বেশি ভোল্টেজের প্যানেল লাগানো আছে তাই MPPT চার্জ কন্ট্রোলার অতিরিক্ত ভোল্টেজকে এম্পিয়ার এ কনভার্ট করে ব্যাটারীকে চার্জ করছে।
@@TechnologyBanglaShahin thanks for giving your explanation. 🥰💝
এটা কোন জায়গা থেকে নিয়েছেন
ইউটিউবে SRNE MPPT Solar Charge Controller লিখে সার্চ দিলে কিছু সেলার পেয়ে যাবেন। যেমন: Rural Sun Power. আবার BDTronics এর ওয়েবসাইটেও দেখলাম পাওয়া যাচ্ছে। গুগলে BDTronics লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন।
আসসালামু আলাইকুম. আমি এমন একটা সোলার কন্ট্রোলার চাচ্ছি। যেটা হতে ২৪০ ভোল্ট AC কারেন্ট আউট পুট হবে। এর সাথে ১২, ৯, ৬, ৫ ভোল্ট DC কারেন্টও আউট পুট হবে। এমন কন্ট্রোলার কি বাজারে আছে?
অলাইকুম আসসালাম। না এমন কন্ট্রোলার বাজারে নাই। তবে কিছু সোলার ইনভার্টার আছে যেগুলো ২২০ ভোল্ট এসি কারেন্ট আউটপুট দেয়।
আসসালামু আলাইকুম ভাই এত দিন কথায় ছিলেন আশা করি ভালো আছেন।
অলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি
২০০ ওয়াট সোলার সিস্টেমের জন্য mppt ভালো হবে না কি pwm ভালো হবে
আপনি মাত্র 20 ওয়াট সোলার সিস্টেম থেকেই MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে আপনি যে সামান্য পরিমাণ আউটপুট বেটার পাবেন তার চেয়ে MPPT চার্জ কন্ট্রোলার কিনতেই আপনার বেশি খরচ হয়ে যাবে। এর চেয়ে কম টাকা দিয়ে আপনি যদি প্যানেল একটু বেশি কিনেন আর সাথে PWM চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন তাহলে দেখবেন ওভার অল আউটপুট বেশি পাচ্ছেন।
মিনিমাম 300/400 ওয়াট সিস্টেমের সাথে MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে তখন পারফরমেন্সটা চোখে ধরার মতন হয় এবং লাভ হয়।
@@TechnologyBanglaShahin😮
@@TechnologyBanglaShahin😅
@mdsaidurrahman2690 সোলার নিয়ে যেকোনো ধরনের জিজ্ঞাসা বা কনফিউশন থাকলে আমাকে জানাতে পারেন।
এটা কি ওয়াইফাই ব্যবহার করা যাবে এটা vido দেন
না এটা ওয়াইফাই সাপোর্ট করে না। এক্সট্রা ব্লুটুথ এডাপটার সাপোর্ট করে। এই কোম্পানির আরেকটা মডেল আছে যেটায় ব্লুটুথ এডাপটার সহ পাওয়া যাচ্ছে।
আমার ৩০০ w সোলার আছে ১৩০ mah ব্যাটারি এখন ব্যাটারিটি সঠিক ভাবে চার্জ হচ্ছে না কোন কন্ট্রোলার টা ব্যবহার করবো?
আপনি আগে চেক করুন সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কতটুকু এম্পিয়ার আসছে। 300 ওয়াট এর ক্ষেত্রে 10 থেকে 15 এম্পিয়ার এর মত আসলে ঠিক আছে। বাজেট ভালো থাকলে আমার ভিডিওতে দেখানো MPPT 30A এর চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন আর বাজেট একটু কম থাকলে চায়না, লুমিনাস, UTL এর PWM 20A চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন।
@@TechnologyBanglaShahin ধন্যবাদ
You are welcome. Feel free to ask any solar related question anytime.
Bhi aita kon brand er battery? R battery price koto taka janaben
এইটা চায়না Headway কোম্পানির 4000 লাইফ সাইকেলের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। এগুলোর দাম অনেক বেশি তবে ভবিষ্যতে কিছুটা কমে যাবে আশা করি। 100Ah এর দাম 35 হাজারের কাছাকাছি।
আপনার ব্যাটারিটা কোন ব্র্যান্ডের কোথা থেকে নিলেন এবং প্রাইস কত নিলো কত সাইকেলের বিস্তারিত জানাবেন?
আমারটা 12V 100Ah LiFePO4 ব্যাটারি। এটা Headway ব্রান্ড এর 4000@80% DOD লাইফ সাইকেল এর ব্যাটারি। এটা IPS Bazar Bangladesh থেকে কিনেছিলাম। এটার প্রাইস বাংলাদেশে এখনও স্টাবল না, 33K-35K এর মত দাম।
@@TechnologyBanglaShahin আপনি আমাকে চিনতে পেরেছেন? ২-৩ বছর আগে আমি আপনাকে একটা রহিম আফরোজ প্যানেলে রিভিউ দিয়েছিলাম ভিডিও করে।
ও আচ্ছা, কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে কথা হল। আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েন। ব্যাটারি নিয়ে ডিটেলস কথা বলা যাবে।
01758188500
@@TechnologyBanglaShahin আলহামদুলিল্লাহ ভালো | আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমার একটা বিষয়ে জানার ছিল। বিষয়টা হল আমি ডিসি সোলার সিস্টেম করতে চাইছি তবে ১২ বোল্ট ব্যাটারী এবং ২৪ বোল্ট প্যানেলে দিয়ে। এটা করলে কি ভালো হবে। এই কোন্টোলার দিয়ে। আশা করি জানবেন। ধন্যবাদ
হ্যাঁ ভালো হবে। যেহেতু ২৪ ভোল্ট এর প্যানেল ব্যবহার করে ১২ ভোল্টের ব্যাটারি চার্জ করতে চাচ্ছেন সেহেতু ভিডিওতে দেখানো এই টাইপের MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে সর্বোচ্চ আউটপুট পাবেন। PWM চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে ২৪ ভোল্টের প্যানেল ব্যবহার করবেন না এতে প্রচুর পাওয়ার লস হবে। কত ওয়াটার প্যানেলের সাথে কত এম্পিয়ারের MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে সেটাও ভালো করে জেনে তারপরে করবেন।
Thank you sir
You are welcome.
ভাই জান, আমি চাই ১২বোলট২০০এমপিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারী, এন টাইপ ২৪ বোল্ট পেনেল, এর সাথে ৩০ এমপিয়ার এই চার্জার কেমন হবে।
হ্যাঁ 30 এম্পিয়ার ব্যবহার করতে পারবেন। তবে আপনার প্যানেল যদি 550 ওয়াট বা এর বেশি হয় এবং সাথে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করেন তাহলে 40 এম্পিয়ার এর কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। কন্ট্রোলারের কোম্পানি 400 ওয়াটের বেশি প্যানেলের সাথে 40 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার Recommend করে কারণ এটা MPPT, এম্পিয়ার বেশ ভালই বুস্ট করতে পারে। আর আপনি যেহেতু লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করবেন তাই বেশি এম্পিয়ারে চার্জ হলে ব্যাটারির কোন ক্ষতি হবে না বরং দ্রুত চার্জ হয়ে যাবে।
ভাই এই ভিডিওটা দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ...
আমার কাছে srne এর ৪০ অ্যাম্পিয়ার চার্জ কন্ট্রোলার রয়েছে.. আমি ২৪ ভোল্ট সোলার সিস্টেম দিয়ে ১২ ভোল্ট ব্যাটারি চার্জ করি.. সোলার থেকে ১২ /১৩ আম্পিয়ার আসে. ওটা বুষ্ট করে ৩৫ ৩৭ এ কনভার্ট করে... এটা নিয়ে আমি খুব উপকৃত হয়েছি... ভাই আমার একটা প্রশ্নের উত্তর দিলে খুব ভালো হতো.. আমি সাইফ পাওয়ারের ট্রল টিউলার ২০০আম্পিয়ার ব্যাটারী চার্জ করি.. আমি ব্যাটারিটা কি মুডে সিলেক্ট করে রাখব বুঝতে পারতেছি না.. যদি একটু বুঝে দিতেন আমি খুব উপকৃত হতাম... এখানে তো অনেক কয়টা মুড আছে আমি বুঝতে পারতেছি না...
সাইফ পাওয়ার টল টিউবুলার ব্যাটারির জন্য আপনি FLD মুড সিলেক্ট করবেন। যদি চার্জ কন্ট্রোলারের আইকনে বুঝতে সমস্যা হয় তাহলে ইউজার ম্যানুয়াল দেখে বুঝে নিবেন কত নাম্বার আইকনটা FLD
Informative
Thank you.
এই মিটারে কি ২৪ভোল্ট পেনেল ব্যাবহার করা জাবে,ব্যাটারি ১২ভোল্টা। মতামত দিবেন 🎉🎉🎉
সব MPPT সোলার চার্জ কন্ট্রোলারেই আপনি 24 ভোল্ট প্যানেল যুক্ত করে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন। MPPT টেকনোলজির এইটাই বড় সুবিধা। এমনকি এই চার্জ কন্ট্রোলারে ৪৮ ভোল্টের প্যানেলও লাগানো যাবে কারণ এটার VOC 100 Volt.
৪০ এমপিয়ার দাম কত
40A এর প্রাইস 9K+
সালাম ভাই, i am from Rajshahi, how much did you buy MPPT SRNE ৩০অ্যাম্প? from where you buy that? do i hv to buy bluetooth module separate? what is your contact no? thank you for পেসেন্টস
Wa ʿalaykumu s-salam. I'm also from Rajshahi. You can buy it from big solar shops in Bangladesh. Such as IPS Bazar, BdTronics, Rural Sun Power etc. My contact number is 01758188500
Thank you very much
You are welcome.
লোড মোড কত দিয়ে রাখতে হবে ভাই ? আমি ১৭ দিয়ে রাখছি , এটা কি ঠিক ?
এটা ডিফল্ট হিসেবে ১৫ থাকে। ১৫ মানে হচ্ছে Enter বাটন একবার প্রেস করলে লোড অন হবে আবার Enter বাটন একবার প্রেস করলে লোড অফ হবে।
১৭ দেওয়া থাকলে এটা অলওয়েজ অন মুডে থাকবে।
অনেক ধন্যবাদ ভাই @@TechnologyBanglaShahin
You are welcome.
বাসার বিদ্যুৎ খরচ কমানোর জন্য এটা ভাল হবে ? ব্যাটারি লাগাবো না
এটা অফ গ্রিড ডিসি সিস্টেমে ব্যবহার করার জন্য। এখানে ব্যাটারিটা থাকবে। ব্যাটারি ছাড়া করতে চাইলে অন গ্রিড অথবা হাইব্রিড ইনভার্টার দিয়ে করতে হবে।
@@TechnologyBanglaShahin@asifishtiaque1843 আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া সুপারস্টার টেবিল ফ্যান ১৪ ইঞ্চিএবং 16 ইঞ্চি ফ্যানে কত ওয়াট কারেন্ট হয় ভাই একটু জানাবেন
এবং কোন সোলার প্যানেল ভালো হবে*** সুপারস্টার মন সোলার প্যানেল ***হ্যামকো মানো সোলার প্যানেল**" রহিমা আফরোজ মনো সোলার প্যানেল তিনটের ভিতরে কোনটা নিব....সোলার প্যানেল
এবং ব্যাটারি হ্যামকো...রহিমা আফরোজ...যেকো সোলার ব্যাটারি
ব্যাটারির ভিতরে কোনটা নিবো ১০০ এম্পিয়ার ছোলার ব্যাটারী এর জন্য
আশা করি কয়টা প্রশ্নের উত্তর দিবেন
সোলার প্যানেল ভালো হবে কোনটা ব্যাটারি ভালো হবে কোনটা
অলাইকুম আসসালাম। সাধারণত এই ধরনের DC ফ্যানগুলো 1.5 এম্পিয়ার সর্বোচ্চ টানে। এগুলো ১৫ থেকে ১৮ ওয়াটের মধ্যে হয়ে থাকে যদিও কোম্পানি এবং মডেল ভেদে ওয়াটের সামান্য কিছু পার্থক্য দেখা যায়। আপনি সুপারস্টারের মনো সোলার প্যানেলটা নিতে পারেন, এটার কোয়ালিটি বেশ ভালো করেছে। ব্যাটারি রহিম আফরোজ এবং হ্যামকো এই দুইটার মধ্যে যে কোন একটা নিতে পারেন। বিক্রেতা যদি আপনাকে অন্য কোন কোম্পানির ব্যাটারি পুশ করে তাহলে শুনবেন না।
ভাই আপনি কোথা থেকে কিনছেন আর দামটা কেমন সেটা জানালে উপকৃত হতাম
বাংলাদেশে সোলার আইটেমের দাম খুব আপ ডাউন করে। বর্তমানে 30A এর টা 7800 টাকা। ইউটিউবে SRNE MPPT Solar Charge Controller লিখে সার্চ দিলে কিছু সেলার পেয়ে যাবেন। যেমন: Rural Sun Power. আবার BDTronics এর ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। গুগলে BDTronics লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন।
@@TechnologyBanglaShahinআপনি কাদের থেকে নিয়েছেন ভাই?
@asmmonirulislam5791 আমি দুই জায়গা থেকেই সোলারের আইটেম কিনি। এছাড়াও যখন যেখানে কম দামে পাই সেখান থেকেই কিনার চেষ্টা করি। আগে দেখি কে কমে দিচ্ছে তার থেকে কিনি।
ফুল চার্জ হওয়ার পর দিনে লোড চালালে সরাসরি প্যানেল থেকে নেবে নাকি ব্যাটারি থেকে নেবে?
এই ধরনের ডিসি সিস্টেম গুলো ফুল চার্জ না হলেও দিনের বেলায় যদি প্যানেল থেকে পর্যাপ্ত পাওয়ার পায় তাহলে সেই পাওয়ার দিয়ে একই সাথে ব্যাটারি চার্জ করে এবং লোড চালাতে থাকে। যদি প্যানেলের পাওয়ার লোড এর তুলনায় কম হয় তাহলে ব্যাটারিকে বারবার টাচ করে ফলে ব্যাটারির উপরে চাপ পড়ে।
@@TechnologyBanglaShahinthanks brother.
awesome bai
Thank you.
@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইয়া আমি জানতে চাইছিলাম হামকো মনো সোলার প্যানেল. সুপারস্টার মনো সোলার প্যানেল .রহিম আফরোজ মনো সোলার প্যানেল...তিনটা থেকে সব থেকে বেস্ট কোয়ালিটি কোনটা সোলার পেনেল কোনটা....
হামকো সোলার টিউবুলার ব্যাটারি..রহিম আফরোজ সোলার টিউবুলার ব্যাটার..বলবো সোলার টিউবুলার ব্যাটারি তিনটা থেকে কোন কোম্পানির ব্যাটারিটা বেস্ট হবে....
ভাই আমি আপনার কাছে কি ইনফরমেশন চাচ্ছিলাম যে আমার কাছে লিথিয়াম পোস্টপেইড ব্যাটারি আছে। ১২v আর ১০৫ এম্পিয়ার এখন এটা কত এম্পিয়ারের চার্জ দিলে ভালো হয় হয়সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
সাধারণত লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি 1C হয়ে থাকে। তাই আপনি যদি 105Ah ব্যাটারিকে সর্বোচ্চ 105 এম্পিয়ারে 1 ঘন্টায় ফুল চার্জ করেন তাও কোন লং টার্ম ক্ষতি হবে না। তবে এই ব্যাটারিগুলো চার্জ করার আগে মেনুফ্যাকচারের ডাটা সিট দেখে নিবেন কারণ ওই কোম্পানির ব্যাটারির BMS এত উচ্চ এম্পিয়ার হ্যান্ডেল করতে পারে কিনা সেটা আপনি ডাটা শিট না দেখে বলতে পারবেন না।
Thanks bi
আস্সালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহি ওয়া-বারকাতুহ্
ভাইয়া, এটা কি শুধু ব্যাটারি চার্জ করবে? নাকি আমি দিনের বেলাতেও এটার মাধ্যমে সরাসরি লাইট ফ্যান চালাতে পাড়বো?
প্লিজ রিপ্লে দেবেন
অলাইকুম আসসালাম। এটা চার্জ কন্ট্রোলার। এটা ব্যাটারি চার্জ করবে ও এর আউটপুট এর মাধ্যমে DC ফ্যান লাইট এগুলো চালাতে পারবে। আর AC ফ্যান লাইট চালানোর জন্য আলাদা ইনভার্টার লাগবে।