বিকাশের ক্যাশব্যাক অফারের টাকা ভোগ করার বিধান

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025

ความคิดเห็น • 670

  • @quranbangla2493
    @quranbangla2493 5 ปีที่แล้ว +224

    জাযাকাল্লাহ খাইরান, অনেক দিন ধরে এই বিকাশের প্রশ্ন টা ছিল। আজ উত্তর পেয়ে গেলাম। আর মিশ্র উপার্জনের প্রশ্নটাও ছিল সেটাও আজ ক্লিয়ার হয়ে গেল।

    • @munshiabdulkhalak9618
      @munshiabdulkhalak9618 5 ปีที่แล้ว

      Right

    • @ভবঘুরে-ঘ৭ঢ
      @ভবঘুরে-ঘ৭ঢ 4 ปีที่แล้ว

      @Mostafijur Rahaman taile payment disen koto 😅

    • @ভবঘুরে-ঘ৭ঢ
      @ভবঘুরে-ঘ৭ঢ 4 ปีที่แล้ว

      @Mostafijur Rahaman i mean, ato jodi cash back hoy taile payment koto lakh disen 😅

    • @AnisurRahman-ho3fj
      @AnisurRahman-ho3fj ปีที่แล้ว

      আসসালামু আলাইকুম হুজুর,,,মসজিদের জমি বছর বছর লাগিত বা পোশানি দিয়ে টাকা মসজিদের কাজে লাগানো জায়েজ কি না?

  • @akibsheikh2260
    @akibsheikh2260 5 ปีที่แล้ว +65

    ভিডিও টা দেখে পুরোপুরি শান্তি পেলেম... আমার অনেক সন্দেহ ছিল এইটার উপর...আজকে আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম...আলহামদু্লিল্লাহ

    • @Hellobhai19
      @Hellobhai19 8 หลายเดือนก่อน

      সঠিক বলেছেন

  • @faysalkhan1654
    @faysalkhan1654 4 ปีที่แล้ว +45

    খুব গুরুত্বপূর্ণ মাসআলা। জাজাকাল্লাহ খাইরান প্রিয় শায়েখ।

  • @AtiqHasanZubu
    @AtiqHasanZubu 5 ปีที่แล้ว +12

    অনেকদিন থেকেই পেমেন্ট বিষয়ক ব্যাপারটা মাথায় ঘুরপাক খাচ্ছিল, আলহামদুলিল্লাহ, শায়খের কাছে থেকে অনেক সুন্দর উত্তর পেলাম৷

  • @twariknur9656
    @twariknur9656 5 ปีที่แล้ว +257

    এই ফিৎনার জামানায় আরো ভালো ভালো বাস্তবাদী ভিডিও চাই। যেগুলো জীবন পর্যায়ে কাজে লাগে। কেননা ঈমান ধরে রাখা বড়ই কঠিন ব্যাপার হয়ে পড়ছে।
    আল্লাহ আমাদের নেক হায়াত দান করুক।

    • @jabirhussain8455
      @jabirhussain8455 5 ปีที่แล้ว +1

      সহি বলেছেন

    • @tahminasultanasiddiqua7988
      @tahminasultanasiddiqua7988 4 ปีที่แล้ว +2

      Akdom thik bolecen, Deshe jara asen tara onk Valo asen but desher baire khub kothin obosta hoye gese amader. Chok diye takalei Jena babichar haram... jani na ki vabe chele meye manush korbo.Allah chara kono upay nai

    • @ruhelahmed8617
      @ruhelahmed8617 4 ปีที่แล้ว +1

      Amin

    • @SiddikurRahmann
      @SiddikurRahmann 4 ปีที่แล้ว +1

      অনেকের কমেন্টের ভিতর, আমার কমেন্টের আপনার চোখে পড়বে কিনা জানিনাহ....উত্তর জানলে উপকার হতাম....
      যে কোন ব্যাংকের ইনটারেষ্ট টাকা যদি ফোনে কথা বলে MB ডাটা কিনে ব্যবহার করি সেটা কি জায়েজ হবে.....

    • @MdMizan-iw6gb
      @MdMizan-iw6gb 4 ปีที่แล้ว +1

      জাজা কাল্লাহু কায়রান। শায়েখ আমি সৌদিআরব থাকি আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে। দিলেঅনেক উপকার হবে।

  • @tarekulislam7493
    @tarekulislam7493 4 ปีที่แล้ว +17

    মাশাআল্লাহ,শায়খ কতো সুন্দর করে বুঝিয়ে দিলেন!মহান আল্লাহ্পাক উনার স্মরণ শক্তি আরো প্রখর করে দিন!আল্লাহুম্মাআমিন

  • @shamimhussain4637
    @shamimhussain4637 5 ปีที่แล้ว +54

    মাশা আল্লাহ খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যুগ উপযোগী একজন আলেম আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক

  • @kazisakib8296
    @kazisakib8296 4 ปีที่แล้ว +8

    সুন্দর ভাবে বলছেন। এই বিষয়টি নিয়ে ভাবছিলাম। এখন।পরিস্কার বুঝলাম।ধন্যবাদ

  • @tareqahmadbaizid
    @tareqahmadbaizid 5 ปีที่แล้ว +3

    *জাযাকাল্লাহ খাইরান, অনেক দিন ধরে এই বিকাশের প্রশ্ন টা ছিল। আজ উত্তর পেয়ে গেলাম। আর মিশ্র উপার্জনের প্রশ্নটাও ছিল সেটাও আজ ক্লিয়ার হয়ে*

  • @Imgkbd
    @Imgkbd 5 ปีที่แล้ว +39

    আলহামদুলিল্লাহ যুগোপযোগী মাসয়ালা। শুকরান ইয়া শায়েখ!

  • @63_golamhossain34
    @63_golamhossain34 4 ปีที่แล้ว +7

    Modern days er ekta important tropic er answer ta peye khub valo laglo , Zazakallahukhair

  • @DrugsBD1
    @DrugsBD1 5 ปีที่แล้ว +12

    মাশাআল্লাহ! খুবই ভারসাম্যপূর্ন ও জ্ঞানগর্ভ আলোচনা।

  • @rakibulhasanantu7874
    @rakibulhasanantu7874 2 ปีที่แล้ว +4

    সু্বহানআল্লাহ! সময় উডযোগী বিষয়গুলো নিয়ে সুন্ধরভাবে ইসলামিক সমাধান দেওয়ার জন্য।

  • @miraz-un-jannat4615
    @miraz-un-jannat4615 4 ปีที่แล้ว +9

    আপনার বক্তব্যগুলো খুব খুব খুব ভাল লাগে হুজুর।
    খুব সহজ করে বুঝিয়ে দেন।

  • @DhakaMediaLtd
    @DhakaMediaLtd 3 ปีที่แล้ว +7

    খুব সুন্দর করে আমাদের বুঝালেন স্যার ধন্যবাদ আপনাকে

  • @truthisalwaysbeautiful.7303
    @truthisalwaysbeautiful.7303 4 ปีที่แล้ว +18

    মাশাল্লাহ অনেক চমৎকার কিছু কথা উপস্থাপন করলো,,,আমাদের প্রিয় শায়েখ,,,আহমাদুল্লাহ!! কথা গুলো খুবেই গুরুত্বপূর্ণ,,,, 🙄👈

  • @mdomarfaruk5323
    @mdomarfaruk5323 4 ปีที่แล้ว +140

    শায়খকে খুব ভালোবাসি আল্লাহর জন্য ❤️❤️

    • @armanhamza1762
      @armanhamza1762 3 ปีที่แล้ว

      তাইতো আপনি শিরক করছেন

    • @istiak5210
      @istiak5210 2 ปีที่แล้ว

      @@armanhamza1762 মানে? বুজলামনা

    • @bdfun5752
      @bdfun5752 2 ปีที่แล้ว +1

      @@armanhamza1762 ভাই,,,,ৎনি স্পষ্ট করে বলেই দিছে আল্লাহর জন্য ভালোবাসে

  • @md.ashique-ulislam5640
    @md.ashique-ulislam5640 2 ปีที่แล้ว +4

    প্রশ্নগুলোর ধরন দেখে মুসা (আঃ) এর গরু কোরবানীর ঘটনা মনে পড়ে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন। আমিন।

  • @rayhan9372
    @rayhan9372 3 ปีที่แล้ว +6

    আলহামদুলিল্লাহ,, চমৎকার উপস্থাপনা,, জাযাকাল্লাহ খাইরান।

  • @zxkudozxflimdrama4543
    @zxkudozxflimdrama4543 4 ปีที่แล้ว +10

    ধন্যবাদ হুজুর। আপনার আলোচনা খুব ভালো লাগে।

  • @sajivhasan4303
    @sajivhasan4303 5 ปีที่แล้ว +5

    সুন্দর আলোচনা জানতে পারলাম অনেক কিছু ।। আল্লাহ্র আমাদের সঠিক বোঝার তোফিক দান করুন ।

  • @sohelrana-fj6cb
    @sohelrana-fj6cb 5 ปีที่แล้ว +21

    মাশাআল্লাহ, ইসলাম হলো এমনই আধুনিক বিষয়।

  • @mizanrahman362
    @mizanrahman362 5 ปีที่แล้ว +8

    আলহামদুলিল্লাহ একটি গুরুত্তপূর্ণ বিষয় জানতে পারলাম, ধন্যবাদ।

  • @saddamHossain-mw3uu
    @saddamHossain-mw3uu 3 ปีที่แล้ว +22

    আল্লাহ আপনাকে নেক হায়াতে রাখুক মুসলিমদের কল্যাণে আমিন

  • @mdnoorsolaimansiam5255
    @mdnoorsolaimansiam5255 5 ปีที่แล้ว +13

    অত্যন্ত সুন্দর ও পরিষ্কারভাবে বুঝিয়েছেন, ধন্যবাদ।

  • @abunayeem5046
    @abunayeem5046 4 ปีที่แล้ว +5

    Onek valo laglo describe korata,concept clear hoilo😊

  • @moonlight5578
    @moonlight5578 5 ปีที่แล้ว +19

    জনাব,,,বিকাশ যে সমস্ত প্রতিষ্ঠানের সাথে পাটর্নাশীপ, কেবল সে সমস্ত শপ থেকে ক্রয় করলেই,,ক্যাশ ব্যাক পাওয়া যায়,,,সব ক্ষেত্রে যেহেতু পাওয়া যায়না,,,,তাই বলা যায়,,,উক্ত প্রডাক্টের বিকাশের নিজের লাভের অংশ থেকে গ্রাহকে ছাড় দিয়ে থাকে,,,

  • @OmiAhsan75
    @OmiAhsan75 5 ปีที่แล้ว +193

    3:02 মূল উত্তর শুরু হয় এখান থেকে।

  • @rakibasultana2557
    @rakibasultana2557 5 ปีที่แล้ว +32

    আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিলো। প্রশ্নটি হলো, ইতালিতে কোনো ব্যক্তি কোনো ব্যবসা করলে, যেমন- কোনো ব্যক্তির দোকান আছে সে তার দোকানের পন্য ক্রয় করতে ২২% এবং বিক্রি করতে ও ২২%, মোট ৪৪% টেক্স সরকারকে দিতে হয় এবং এই টেক্স এর টাকা পরবর্তীতে ঐ ব্যক্তিকে তার ৬০ বছর পূর্ণ হলে সরকার তাকে পেনশন হিসেবে প্রতি মাসে মাসে তার মৃত্যু পর্যন্ত প্রধান করে। কিন্তু এত টাকা টেক্স দিয়ে ব্যবসায়ে লাভ হয়না। আমার যারা বাংলাদেশী আছি তাদের পক্ষেতো সারা জীবন এদেশে থাকা সম্ভব নয়।সুতরাং সে ক্ষেত্রে ঐ ব্যক্তি যদি অর্ধেক টেক্স প্রধান করে, তাহলে কি তার ব্যবসা হারাম হবে এবং ঐ ব্যক্তি কি অন্যের হক খাওয়ার অপরাধী হবে..??? দয়াকরে উত্তরটি জানাবেন এবং সঠিক পরামর্শ দিয়ে ইসলামের পথে চলতে সাহায্য করবেন....।

    • @FreeOffers07
      @FreeOffers07 4 ปีที่แล้ว +3

      আমার মতে একটি দেশের নিয়ম আপনাকে মেনে চলা উচিত। আপনি সম্পূর্ণ টেক্স পরিশোধ না করাটা আপনার জন্য জায়েয হবেনা বলে আমার মন্তব্য। এটা অবশ্যই সে দেশের সরকারের হক নষ্ট করা হবে। যদি কোন বৈধ পন্থা থাকে টেক্স কমানোর তাহলে সেটা অবলম্বন করেন। তা না হলে এটা হক নষ্ট করা হবে। হোক সেটা সরকারের বা সাধারণ জনগণের।

    • @kawsarhamid3514
      @kawsarhamid3514 4 ปีที่แล้ว +1

      এখানে আরো একটি বিষয় আলোচনার দরকার আছে। আমি কোনো একটা ইসলামি আর্টিকেলে পড়েছিলাম ট্যাক্স বা কর ব্যবস্থা ইসলামে বৈধ নয়। আগে এটা ক্লিয়ার হওয়া দরকার, তারপর আপনার প্রশ্ন আসবে।

  • @AzizulIslamfurqani
    @AzizulIslamfurqani 4 ปีที่แล้ว +6

    আলহামদুলিল্লাহ৷ আল্লাহ শায়েখকে নেক হায়াত দান করুন৷

  • @md.ziaurrahman8754
    @md.ziaurrahman8754 5 ปีที่แล้ว +11

    Informative and Useful Speech. Thank You.

  • @sir_mustafiz
    @sir_mustafiz 5 ปีที่แล้ว +6

    ধন্যবাদ আপনাকে। এই নিয়ে আমার মনে অনেকদিন ধরে প্রশ্ন ছিল।

  • @adnansajeeb5141
    @adnansajeeb5141 5 ปีที่แล้ว +34

    আপনার আলোচনা খুব ভালো লাগে।

  • @alvinavid3885
    @alvinavid3885 2 ปีที่แล้ว

    Khub shundor kore articulate korar jonno apnake dhonnobad. Ami jinishtar bepare akhn clear holam.

  • @gaming_roll
    @gaming_roll 2 ปีที่แล้ว +3

    মাশাআল্লাহ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন 💞

  • @zahidalam911
    @zahidalam911 4 ปีที่แล้ว +4

    আল্লাহ পাক শায়খ কে দীর্ঘয়ু করুক

  • @islamicsayingforhumans9171
    @islamicsayingforhumans9171 4 ปีที่แล้ว +6

    খুব ভালো ভাবে বুঝিয়েছেন। ভালো লাগলো

  • @faruktv6052
    @faruktv6052 5 หลายเดือนก่อน

    সৌন্দর্যের অহংকার,ক্ষমতা,বড়ত্ব সব কিন্তু একদিন বেলা শেষে সূর্যের ন্যায় অস্ত চলে যাবে,শুধু ব্যক্তিত্ব রয়ে যাবে।
    বুদ্ধিমানরা ব্যাক্তিত্ব কে সুন্দর ও মর্যাদাবান করে তুলে।🖤

  • @shila3919
    @shila3919 3 ปีที่แล้ว +4

    বাহ!!কত সুন্দরভাবে বুঝিয়ে বলেন

  • @kawsar_khan77
    @kawsar_khan77 2 ปีที่แล้ว

    ক্যাশব্যাক ব্যাপার টা নিয়ে একবার ভাবছিলাম!
    যায়েজ আছে কিনা- আলহামদুলিল্লাহ আজ মনে থাকা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম।
    গত কয়েকিদিন আগে ৩০হাজার পেমেন্ট রিসিভ করছিলাম।
    সেখানে ৩০৳ ক্যাশব্যাক পেয়েছিলাম...

  • @onimahasan8189
    @onimahasan8189 4 ปีที่แล้ว +7

    Thanks for your discussion I had confusion about that

  • @mdshahinhowladar8900
    @mdshahinhowladar8900 4 ปีที่แล้ว +6

    আসসালামু আলাইকুম.. শায়খ আমি একজন আপনার নিয়মিত ভিউয়ারস আমি আপনার ভিডিও গুলি নিয়মিত দেখি..তাই আপনার কাছে আমার দুইটি প্রশ্ন আছে যা আমি জানতে অনেক ইচ্ছুক দয়া করে আমার মনের বিভ্রান্তি গুলি আপনি একটু খোলসা করে দিন.তো আমার প্রশ্ন একটি হলো আমি একজন কাতার প্রবাসী আমি এখানে আছি রানিং ৮ বছর যাবত এর আগে আমি আরও ৪ বছর মালাইশিয়ায় ছিলাম তো আমি তেমন কিছু উপার্জন করতে পারি নাই. তাই কাতারে আসি তো আমার প্রশ্নটা হলো আমি কাতার আসার আগে আমার কাছে কোনো টাকা ছিলো না..আমি আমার মা.বোন এবং শাশুড়ীর সর্ন বন্দক রেখে শতকরা ৩ টাকা হিসেবে ১.৮০০০০টাকা নিয়া কাতারে আসি তো আমার এ টাকার বিনিময়ে এখানে এসে যে উপার্জন করতেছি তা কি হারাম হয়ে যাচ্ছে নাকি হালাল ই আছে....এটা হলো একটি. আর একটি হলো আমি দুটো ব্যংকে ডিপোজিড করে সেখানে ১০ বছর পরে কিছু টাকা বেশি দিবে বলেছে সেটি আমার খাওয়ার ইচ্ছে নেই তো সেই টাকা যদি আমি এনে কাউকে মানে কোনো গরীব মানুষকে দিয়ে দেই যেমন আমার ভাইকে দিয়ে দেই তাহলে কি সেই টাকার কোনো সুদ হবে না হালাল হবে একটু জানাবেন.. আমার দুইটি প্রশ্নই গুরুত্বপূর্ণ

  • @dikdorsontubebd
    @dikdorsontubebd 3 ปีที่แล้ว +2

    hujur ami apnake allah r jnno vlobasi.allah apnake nekh hayat dan kren.amin

  • @hasananwar2788
    @hasananwar2788 2 ปีที่แล้ว

    ধন্যবাদ শায়খ। আলোচনা শুনে উপকৃত হলাম।

  • @mdmubin3865
    @mdmubin3865 5 ปีที่แล้ว +6

    অনেক কিছু জানতে পারলাম।ধধন্যবাদ

  • @hasanali1927
    @hasanali1927 4 ปีที่แล้ว +1

    সুদের টাকা গ্রহণ করা জায়েজ আছে, কিন্তু চুরির টাকা গ্রহণ এ জায়েজ নাই, খুব ভালো বলেছেন।

  • @MdidrisMeah
    @MdidrisMeah 5 ปีที่แล้ว +9

    মাশাল্লাহ অনেক সুন্দর কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @MdNakib-oh4ch
    @MdNakib-oh4ch 4 ปีที่แล้ว +2

    জাজাকাল্লাহু খাইরান । অনেক ভালো একটা টপিক জানলাম ।

  • @lutfasharmin7237
    @lutfasharmin7237 5 ปีที่แล้ว +8

    মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা।

  • @ListenQuran24-7
    @ListenQuran24-7 5 ปีที่แล้ว +6

    ধন
    ধন্যবাদ শায়েখ। খুবই গুরুত্বপূর্ণ মাসয়ালা

  • @attablightv7189
    @attablightv7189 5 ปีที่แล้ว +16

    মাশাআল্লাহ খুবই সুন্দর সময় উপযোগি আলোচনা

  • @mohammadtipu7094
    @mohammadtipu7094 4 ปีที่แล้ว +12

    বিকাশের মাধ্যমে কোন পন্য ক্রয়ে যে ক্যাশব্যাক পাওয়া যায় আমি মনে করি তা ১০০% হালাল।
    কারন এটা আসলে একটা ডিসকাউন্ট।
    এটা আমাদের টাকা আমাদেরই দেওয়া হয়, অন্য কারো টাকা নয় বা অন্য কোন উৎস থেকে উপার্জিত টাকা নয়।

    • @masumbillahairport
      @masumbillahairport 2 ปีที่แล้ว

      আপ্নে মনে করলেই হইবো?

    • @mohammadtipu7094
      @mohammadtipu7094 2 ปีที่แล้ว +1

      @@masumbillahairport আমি শুধু আমার যুক্তিটা দিয়েছি।
      আলেমরা এসব যুক্তি নিয়ে বসে আলোচনা করে সিদ্ধান্তে পৌচাবে।
      উনারা যদি বলেন যুক্তি ঠিক আছে, তাহলে তা মেনে নেবো।
      আবার যদি বলেন ঠিক নেই, তাও মেনে নেবো।

    • @masumbillahairport
      @masumbillahairport 2 ปีที่แล้ว

      @@mohammadtipu7094 এই বিষয় আলেমদের আলোচনা করার সুযোগ নাই।
      সুদি প্রক্রিয়া পরিচালিত ব্যাংকের সকল টাকাই হারাম।

  • @md.masudulalam7879
    @md.masudulalam7879 2 ปีที่แล้ว +1

    মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলোর বড় উপাজর্ন হল হাজারে ১৮/২০ টাকা সার্ভিস চার্জ !! সারাদিন বাংলাদেশে টাকা ট্রান্সফার হয়েই যাচ্ছে এবং এর চার্জ বেশ বড় একটা এমাউন্ট মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো অর্জন করছে !!

  • @aftabhossain1894
    @aftabhossain1894 4 ปีที่แล้ว +1

    Apnar video dara amra onek upokrito hoe JAZHAKALLAH

  • @chayamuho7532
    @chayamuho7532 2 ปีที่แล้ว

    জাজাকাল্লাহ্ শায়খ, আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য।

  • @bmmahmudulhasan5202
    @bmmahmudulhasan5202 4 ปีที่แล้ว +5

    মাশাল্লাহ অসাধারণ আলোচনা

  • @Rizwanislam4037
    @Rizwanislam4037 4 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ মাসাললা অসাধারণ আলোচনা

  • @exceptionalcodder
    @exceptionalcodder 5 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাই। একটা মাসয়ালা জানা দরকার।
    ইভ্যালি একটি ই-কমার্স প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বর্তমানে ক্যাশব্যাক সিস্টেম চালু করছে। এইটা নর্মালি বিকাশ ক্যাশব্যাকের মত না।
    ধরেন তারা একটি বাইকের উপর ৮০% ক্যাশব্যাক দিলো। যার দাম ৯০ হাজার টাকা। এখন আপনি এই বাইকটির জন্য যতটাকা পে করবেন তত টাকার উপর ৮০% ক্যাশব্যাক দিবে। ধরেন আপনি পে করলেন ৫০ হাজার টাকা(আবার ফুল টাকাও পেমেন্ট করা যায়। মানে ওদের পার্শিয়াল পেমেন্ট এর সিস্টেম আছে। আপনি এককালীন প্রথমে যে পেমেন্ট করবেন সেটার উপর তারা ৮০% ক্যাশব্যাক দিবে)। ৫০ হাজার এর ৮০% হইল ৪০ হাজার। এই ৪০ হাজার টাকা এক্সট্রা আপনার ইভ্যালির আইডিতে এড করে দিবে। তারপর এই ৪০ হাজার টাকা আপনি আবার অই মটরবাইকে বাকি পে করতে পারবেন তাহলে টোটাল ৯০ হাজার হবে এবং বাইক্টি কিনা যাবে। এতে আমার ৪০ হাজার টাকা কম হচ্ছে। মানে ৫০ হাজার টাকা দিয়ে আমি বাইক্টি কিনতে পারতাছি। কিন্তু টাকা হিসেবে বের করতে পারবেন না। মানে অই ক্যাশব্যাকের টাকা দিয়ে আপনাকে ইভ্যালি থেকেই কিনতে হবে। এখন আমার কথা হচ্ছে এই ক্যাশব্যাক হালাল কিনা।

  • @rahmatullahibrahim4976
    @rahmatullahibrahim4976 4 ปีที่แล้ว +3

    আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, বিকাশের একজন অফিসারের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে এই ক্যাশব্যাক এর টাকাটা মূলত বিক্রেতার কাছ থেকে দেয়া হয়। পরবর্তীতে মাস শেষে বিকাশ সমস্ত ক্যাশব্যাক হিসাব করে বিক্রেতাকে দিয়ে দেয়। সুতরাং গ্রাহকের কাছে সরাসরি বিক্রেতা ঢাকায় আসে বিকাশের টাকা নয়। তাই এটা হারাম হওয়ার কোন সম্ভাবনা নেই। আল্লাহু আলাম

    • @mdgolamrabbani4176
      @mdgolamrabbani4176 8 หลายเดือนก่อน

      ঢাকায় আসে মানে?

  • @habibcomputershop
    @habibcomputershop 2 ปีที่แล้ว

    শায়খকে খুব ভালোবাসি আল্লাহর জন্য

  • @sohelsarkar6681
    @sohelsarkar6681 5 ปีที่แล้ว +1

    আল্লাহ্ হুজুরকে তুমি নেক হায়াত দান করো এবৎ আমাদেরকে বেশী বেশী হেদায়েত দান করো। আমিন।

  • @mohammadfahad1916
    @mohammadfahad1916 4 ปีที่แล้ว +1

    এত সুন্দর আলোচনা শুনে সাবস্ক্রাইব করলাম

  • @rubelahmed__3504
    @rubelahmed__3504 5 ปีที่แล้ว +4

    শুধু আল্লাহুর জন্য আপনাকে ভালবাসি💚💚💚💚💚💚

  • @mahmudakhanam6659
    @mahmudakhanam6659 3 ปีที่แล้ว +6

    যারা বিদেশে থাকে তারা বেশীর ভাগই ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করে থাকে। যেসব ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়, সে ব্যাংক কতৃপক্ষ ক্যাশব্যাক অফার দিয়ে থাকে এবং ক্যাশব্যাক করেও থাকে। এই ব্যাক করা অর্থ কি একাউন্ট হোল্ডার ভোগ করতে পারবে?

  • @afsanasmuktokitchen8659
    @afsanasmuktokitchen8659 4 ปีที่แล้ว +1

    বিষয়টা জেনে ভালো লাগলো।এখন রান্না করব।

  • @zahedkhan1830
    @zahedkhan1830 2 ปีที่แล้ว +1

    অনেক অনেক দোয়া আপনার জন্য।

  • @mdarmankhan6252
    @mdarmankhan6252 3 ปีที่แล้ว +5

    আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি।

  • @mdasraful6129
    @mdasraful6129 4 ปีที่แล้ว +7

    Kono mumin bekti tar ontore sondeho rakhe naa...(Sahih Bukhari) Ami jehetu bikash er ashol income source jani na je se amake kotha theke payback korlo(interest theke, naki onno kono business theke)... ami obossoi sondehe thaklam r ami seta grohon korbo na...ami ae theory te belive kori..... ( May Allah increase the level of our Iman).

    • @misbahulhaque1964
      @misbahulhaque1964 3 ปีที่แล้ว

      সবাই যার ভালো খারাপ বুঝে,,,আল্লাহ বুঝে মানার তৌফিক দিক

  • @sanjidaalam4577
    @sanjidaalam4577 2 ปีที่แล้ว +3

    ধন্যবাদ শায়েখ💖💖💖💖💖💖

  • @سيفُاللهبنإدريس-ف2ي
    @سيفُاللهبنإدريس-ف2ي 3 ปีที่แล้ว +7

    শায়েখ! যদি মিশ্র ইনকাম ( যেমন ৭০% হালাল মালের কাজ আর ৩০% মদের বক্স সাজিয়ে রাখার কাজ হয় সে ক্ষেত্রে মাসয়ালা কি হবে??

  • @md.ashfaqurrahmankhan970
    @md.ashfaqurrahmankhan970 4 ปีที่แล้ว +8

    আসসালামু আ'লাইকুম।
    আমার একটা প্রশ্ন ছিল,
    -আমার এক দুইজন আত্মীয় ব্যাংক কর্মকর্তা তাদের বাড়িতে দাওয়াত খাওয়া বা বেড়াতে যাওয়া বা তাদের দেয়া কোনো কিছু গ্রহণ করা বা খাওয়া কি আমার জন্য হারাম হবে?

  • @Hammadur-Rahman
    @Hammadur-Rahman 4 ปีที่แล้ว

    শেষে শায়েখ কাতারভিত্তিক ফতোয়া ওয়েবসাইটের কথা উল্লেখ করেছেন। বাংলায় এরকম একটি ওয়েবসাইট লঞ্চ করা হলে খুবই ভালো হয়।এবিষয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

  • @JuwelRana-tz4tx
    @JuwelRana-tz4tx 5 ปีที่แล้ว +9

    ধন্যবাদ শাইখ 😍😍😍😍😍

  • @tanviralhussainmunna2695
    @tanviralhussainmunna2695 4 ปีที่แล้ว

    শায়খ ফরেক্স নিয়ে যদি আলোচনা করতেন তাহলে এই সমাজের অনেক অন্ধকার ধুর হতো।

  • @monirulhaquesikder1510
    @monirulhaquesikder1510 4 ปีที่แล้ว

    মাশাহ আল্লাহ্ দারুন জবাব।অনেক খুশি হলাম

  • @m.a.haquemanik9148
    @m.a.haquemanik9148 4 ปีที่แล้ว +6

    বিকাশ নিজের পকেট থেকে ১ পয়সাও অযথা দিবেনা এটা বোঝা উচিৎ। ছাড় বা ডিসকাউন্টটা উক্ত পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানই দিচ্ছে। কিন্তু সেটা বিকাশ কোম্পানির মাধ্যমে দিচ্ছে। অর্থাৎ বিষয়টি হচ্ছে এমন যে, বিক্রেতা প্রতিষ্ঠান ১৫% ডিসকাউন্ট দিলো, বিকাশ নিলো ৫% আর গ্রাহককে দিলো ১০%
    বিষয়টা অবশ্যই এরকম। সুতরাং নাজায়েজ হওয়ার কিছু নাই

  • @mahbubulhasan7888
    @mahbubulhasan7888 3 ปีที่แล้ว +3

    আমার একটা প্রশ্ন,স্টোডিও ব্যবসার বিধান কি? জায়েজ নাকি নাজায়েজ বিস্তারিত বললে উপকৃত হতাম

  • @info-sumon
    @info-sumon 5 ปีที่แล้ว +3

    ক্যাশব্যাকের বিষয়টি দুটো কোম্পানির উপরই নির্ভর করে....!!

  • @abusumaiya156
    @abusumaiya156 ปีที่แล้ว +1

    আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুক🌸

  • @lutfunnahar5900
    @lutfunnahar5900 3 ปีที่แล้ว +2

    উকালতি পেশা হালাল না হারাম? জানালে খুবই উপকৃত হবো? আল্লাহ কে রাজি খুশি করার জন্য প্রতিনিয়ত চেস্টা করে যাচ্ছি আশা করি উত্তর দানে সহায়ক হবেন ইনশাআল্লাহ।

  • @mohammadalaminferaji1102
    @mohammadalaminferaji1102 2 ปีที่แล้ว +1

    টিকাস কয়েক হাজার টাকা ছিলো। কয়েক মাস পরে বিকাশ থেকে কিছু টাকা মুনাফা হিসেবে দিল।এখন এক টাকাটা কি হারাম হবে না হালাল হবে। শায়েখ যদি বিস্তারিত জানাতেন খুবই ভালো হত।

  • @mdamanullah2648
    @mdamanullah2648 5 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ সুন্দর মাসয়ালা শুনাইলেন।

  • @minhajurrahman79
    @minhajurrahman79 4 ปีที่แล้ว

    আমি নিজে বিকাশের বিভিন্ন ক্যাম্পেইনের সাথে জড়িত রয়েছি। এবং সেই ক্যাম্পেইনে অংশ নিতে হলে কোম্পানিকে ক্যাশব্যাক এর একটা অংশ বহন করতে হয়। যেমন দেখা গেল আমার কোম্পানির একটা পন্য 10% ক্যাশ ব্যাক দিবে বিকাশ সে ক্ষেত্রে আমার অনেক সময় 5 থেকে 6 শতাংশ পর্যন্ত ছাড় দিতে হবে অর্থাৎ তাদেরকে সেই অর্থ প্রদান করতে হবে। তারা সেটাকে কমিশন বলে থাকে।

  • @ismailhossen8610
    @ismailhossen8610 4 ปีที่แล้ว +2

    খুব সুন্দর বক্তব্য।

  • @abdulalim8685
    @abdulalim8685 5 ปีที่แล้ว +7

    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমিন

  • @ahnafabid8049
    @ahnafabid8049 4 ปีที่แล้ว +3

    Huzur Salam niben, assalamualaikum
    Amr question hosse bank e fixed deposit taka rakhle ,bank monthly akta interest dai seita ki halal na Haram?? R bank jeita interest dai seita to hocche rastrio niyom... R rastrio niyom Mana to mustahab..se khetre taka ta ki halal hocche

  • @rangerlone9594
    @rangerlone9594 4 ปีที่แล้ว +6

    মাশাআল্লাহ্
    জাযাকাল্লাহ ❤💕💖

  • @shafiqulIslam-kx3rn
    @shafiqulIslam-kx3rn 4 ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম শাইখ ফজরের ওয়াক্তের ২৩ মিনিট পরে কি ফজর নামাজ আদায় করা যাবে? আর তা কি কাজা নামাজ এর অন্তর্ভুক্ত হবে?

  • @meheditheking8469
    @meheditheking8469 4 ปีที่แล้ว +1

    সকল প্রশ্নের উত্তর পাচ্ছি হুজুরের সাথে

  • @msadmansifatsoumik4124
    @msadmansifatsoumik4124 4 ปีที่แล้ว +2

    ধন্যবাদ উত্তর দেয়ার জন্য ।

  • @mdkawsar8294
    @mdkawsar8294 3 ปีที่แล้ว +16

    হুজুর 15 টাকা রিচাজ্ করলে 15 টাকা কাশবাক দেয় এটা কি জায়েজ

  • @কুরআনেরআলোমিডিয়া

    মাশাআল্লাহ্

  • @Sobujmail
    @Sobujmail 5 ปีที่แล้ว +2


    প্রশ্ন: ইলেকট্রনিক ওয়ালেট অথবা পেমেন্ট ওয়ালেট এ ক্যাশব্যাক পাওয়ার ব্যাপারে হুকুম কী? অনেক ইলেকট্রনিক ওয়ালেট ৫% ক্যাশব্যাক দিচ্ছে এবং বেশি ব্যবহার তথা ইলেকট্রিসিটি বিল ইত্যাদি দেয়ার উপর ভিত্তি করে আরো বেশি দিচ্ছে, এই ক্যাশব্যাক কি সুদ বলে বিবেচিত হবে? উপরন্তু, কখনো কখনো এসব ওয়ালেট রিচার্জ করার পর যে এমাউন্ট পাই তা মুল এমাউন্ট হতে অতিরিক্ত হয়। উদাহরণসরূপ, যদি ১০০ রিয়াল রিচার্জ করি তাহলে আমরা ১১০ রিয়াল পাই ইলেকট্রনিক ওয়ালেটে। এই অতিরিক্ত পরিমান কি সুদ? এক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে যে এসব ওয়ালেট ব্যাংক নয়।
    উত্তর: ইলেকট্রনিক ওয়ালেট হচ্ছে ডিজিটাল এপ্লিকেশন যাতে পেমেন্ট এর ব্যাবস্থাপনা ডিজিটালি করা হয়, এ প্রক্রিয়ায় একটি ওয়ালেট থাকে যাতে বা যার সার্ভারে গ্রাহকের তথ্যাদি এনক্রিপটেড অবস্থায় থাকে। এসব ওয়ালেটের ব্যবহারকারীগণ এসব ওয়ালেট হতে অর্থ প্রদান ও গ্রহণ করতে পারেন এবং কিছু কিনতে বা বিল প্রদান করতে পারেন তা থেকে।
    এসব পেমেন্ট ওয়ালেট রিচার্জ ও এর দ্বারা পেমেন্ট এর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে।
    প্রথমত, এসব ওয়ালেট দিয়ে বিল প্রদানের সময়, গ্রাহক ইনভয়েজ এর মূল্যের উপর ৫% থেকে ১০% ডিসকাউন্ট পাচ্ছে এবং এই ডিসকাউন্টকে বলা হয় ক্যাশব্যাক। এবং এই ডিসকাউন্ট কখনো ওয়ালেট কম্পানি কর্তৃক হয় আবার কখনো বিক্রেতা হতে হয়।
    দ্বিতীয়ত, যখন কেউ পেমেন্ট ওয়ালেট রিচার্জ করে, সে মাঝে মাঝে অতিরিক্ত পরিমান পায় তার ওয়ালেটে। উদাহরণস্বরূপ, সে ১০০ রিয়াল রিচার্জ করলে ১১০ রিয়াল পাচ্ছে।
    ওয়ালেট হতে পেমেন্ট করার পর অর্থের অংকটি সেন্ডার এর একাউন্ট হতে রিসিভারের একাউন্টে চলে যায় এবং সে চাইলে তা নগদে রূপান্তর করে নিতে পারে কিংবা ওয়ালেট দিয়ে তা তার ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিতে পারে।
    এটি হচ্ছে পেমেন্ট ওয়ালেট সমূহের বাস্তবতা এবং এসব পেমেন্ট ওয়ালেট এর শরঈ বিধান নিম্নরূপ:
    ১. এসব পেমেন্ট ওয়ালেট এর বাস্তবতা হচ্ছে চেক বা শুকুক এর বাস্তবতার মতো, এবং যে অর্থ পেমেন্ট ওয়ালেট এ জমা আছে তা ব্যাংক একাউন্ট এ অর্থ জমা রাখার মতো।
    ২. পেমেন্ট করার সময় যদি প্রদানকারী বিক্রেতার কাছ হতে মূল্যহ্রাস (ক্যাশব্যাক) পায় তবে তা বৈধ।
    এটি এ কারণে যে, পণ্য ও সেবার দাম নির্ধারিত হয় যারা কেনা বেচা করছে তাদের দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন,
    إلا أن تكون تجارة عن تراض منكم
    কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। [নিসা: ২৯]
    সুতরাং, যদি বিক্রেতা তার পন্য বা সেবা কম দামে বিক্রি করতে চায়, তবে তা বৈধ। ব্যবসার ক্ষেত্রে মূলনীতি হলো তা হালাল।
    আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন,
    وأحل الله البيع
    আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। [বাকারাহ: ২৭৫]
    ৩. পেমেন্ট ওয়ালেট ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে, যদি ডিসকাউন্ট (ক্যাশব্যাক) পেমেন্ট ওয়ালেট থেকেই আসে, তাহলে তা বৈধ নয় কারণ এই ডিসকাউন্ট বা ক্যাশব্যাক হচ্ছে সুদ। এ বাস্তবতা ব্যাংকে অর্থ রাখার ক্ষেত্রে আমানতকারী যে ইন্টারেস্ট পায় তার মতোই, যা অর্থের মাধ্যমে অর্থ গ্রহণ এবং তা সুদ।
    ৪. আর একাউন্ট রিচার্জ করার সময় ১০০ রিয়ালে ১১০ রিয়াল পাওয়া যায়, এই অতিরিক্ত প্রাপ্ত ১০ রিয়াল হচ্ছে সুদ।
    কারণ ওয়ালেটে প্রদত্ত ১০০ রিয়াল হচ্ছে গচ্ছিত রাখার উদ্দেশ্যে যা ব্যবহারকারী তার চাহিদা অনুযায়ী ব্যবহার করবেন। এবং কোনো গচ্ছিত অর্থের উপর অতিরিক্ত অর্থ প্রদান নিষিদ্ধ এবং তা সুদ বলে বিবেচিত হবে।
    এবং আল্লাহই ভালো জানেন
    আবু খালেদ আল হিজাজী

  • @drtechbangla8047
    @drtechbangla8047 5 ปีที่แล้ว +6

    সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
    আমার একটি প্রশ্ন ছিল যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে বৃত্তির টাকা কি ভোগ করা যাবে।

  • @sazibmiah5342
    @sazibmiah5342 2 ปีที่แล้ว

    হে আল্লাহ আপনি শায়েক কবুল করুন

  • @abidalhassan7217
    @abidalhassan7217 2 ปีที่แล้ว +2

    السلام عليكم ورحمة الله وبركاته
    হুজুর কেমন আছেন
    বিদেশ থেকে পাঠানোর পর সরকারের পক্ষ থেকে বোনাস দেওয়া হয় সেটা জায়েয হবে নাকি নাজায়েজ ??????

  • @apobobby7286
    @apobobby7286 4 ปีที่แล้ว +3

    আৃার একটা প্রশ্নো আছে. প্রশ্ন হলো প্রবাসি ভাইয়েরা বিদেশ থেকে জখন টাকা পাটায় তখন বেং থেকে ২ % কেশ বেক দেওয়া হয় সেটা কি হারাম না হালাল জানাবেন এক্টু

  • @rajontheultimate23
    @rajontheultimate23 5 ปีที่แล้ว +11

    মাশা'আল্লাহ ❤

  • @salehmusa3574
    @salehmusa3574 4 ปีที่แล้ว +1

    সেখ আমার একটা জিজ্ঞেসা হল আমার ভাই বাড়ীতে বিকাশ বেবসা করে আর আমি বিদেশে আছি আমি এখানে বিকাশ টাকা পাঠাই লাবের টাকা আমি নেই না এখন আমি দেখি লাব আছে কখনো কম হয় কখন বেশি হয় কারুন টাকা রেট কিন্তু এক থাকে না মাঝে মাঝে লাব সীমিত সম্পদ হয় এখন আমি ভাইয়ের উপগার করছি না কি আল্লার কাছে অপরাধ হিসেবে ব্যবহারীত আমি আপনার নিকট উত্তর পাইলে বড় উপকারীতা পাইতাম

  • @smcnoc7309
    @smcnoc7309 2 ปีที่แล้ว

    শায়েখ, আরেক ধরনের লেনদেন হয়ে থাকে,যেমন অনেক অনলাইন কেনাকাটায় সেই ইকমার্স ওয়েবসাইট জানিয়ে দেয়, যে এই সময়ের মধ্যে বিকাশ/ নগদ অথবা অমুক কার্ডের পেমেন্টের উপর এত পার্সেন্ট ছাড়।
    এখানে তো যারা পণ্য বিক্রি করছে আর পেমেন্ট চ্যানেল উভয়ের চুক্তিতে এরকম অফার দিয়ে থাকে, সেক্ষেত্রে বিক্রেতা নিজেই সে নির্দিষ্ট পেমেন্ট চ্যানেলে মুল্য দেওার বিজ্ঞাপন দেয়, সেক্ষেত্রেও কি সেটা এড়িয়ে যেতে হবে?