ঘুঘু পাখির খাবার কি কি | Ghughu Pakhir Khabar | Australian Dove Diet | ঘুঘু পাখি পালন| Grow Life
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024
- ঘুঘু পাখির মন মাতানো ডাক সবার পছন্দের। আর এই পছন্দ আর ভালোবাসা থেকেই অনেকেই এই শখের পোষা পাখিটি পালন করে। কিন্তু পাখি কিনে আনার পর কিছুদিন পাখিগুলো ভালো থাকে কিন্তু একটা সময় পার হওয়ার পর ঘুঘু পাখিগুলো শুকাতে শুরু করে। কিনে আনার পর শুরুতে পাখিগুলো যেমনটা সুস্থ সবল থাকে পরবর্তীতে আর তেমন সুস্থ সবল থাকেনা। পাখিগুলোকে এমন কিছু খাবার দাবার দিতে হয় এমন কিছু ডায়েট প্ল্যান ফলো করতে হয় এমন কিছু যত্ন ও পরিচর্যা করতে হয় যেগুলো করতে না পারলে আস্তে আস্তে পাখিগুলো নষ্ট হয়ে যায় এবং সেগুলোকে দিয়ে আর পরবর্তীতে কখনোই ডিম বাচ্চা করানো যায় না। গ্রো লাইফের আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনি ঘুঘু পাখির যত্ন নেবেন তাদের কি কি খাবার খাওয়াবেন। কোন খাবার গুলো খাওয়ালে আপনার ঘুঘু পাখিগুলো বেশি বেশি ডিম বাচ্চা করবে। তো আসন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই।
আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ঘুঘু পাখির জন্য 15 কেজি খাবার তৈরি করে দেখাবো। আমি আপনাদের দেখাবো অস্ট্রেলিয়ান ঘুঘু এবং আমাদের দেশীয় বড় জাতের তিলা ঘুঘুর জন্য কোন খাবার গুলো মিক্স করে খাওয়াতে হবে। আসলে আগামীকালকে আমার ঘুঘু পাখির ব্রিডিং সিট মিক্সের কিছু অর্ডার রয়েছে এ অর্ডারগুলো ফিলাপ করার জন্য এই খাবারগুলো তৈরি করছি। তাই ভাবলাম আপনাদেরও দেখিয়ে দেই কিভাবে ঘুঘু পাখির খাবার তৈরি করতে হয়। কোন উপাদান কতটুকু মেশাবেন সবকিছু বিস্তারিত বলে দেব আর যদি আপনি এত ঝামেলা করে এত কিছু না কিনে সরাসরি আমার কাছ থেকে খাবারটা অর্ডার করে কিনে নিতে চান তবে সেটাও কিনে নিতে পারবেন। খাবার অর্ডার করতে চাইলে এই নাম্বারটা তে যোগাযোগ করবেন প্লাস ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম কমান্টে আমার ফেসবুক পেইজের লিংক দেয়া থাকবে সেখানেও আমার সাথে মেসেজ করতে পারেন।
অস্ট্রেলিয়ান ঘুঘু / তিলা ঘুঘুর ডিম বাচ্চা করাতে সেরা খাবার প্যাকেজ ।
প্যাকেজটির বিস্তারিত...
৬৫০ টাকা প্রাইস
প্রতি কেজি খাবার ১৩০ টাকা করে
৫ কেজি ব্রিডিং ফর্মুলা মেনে তৈরি খাবার থাকছে পেকেজে
১০ ধরনের সীড ব্যবহার করা হয়েছে
বাজরা,পোলাও ধান,গম,ভূট্টা ভাংগা,রেজা, সরিষা,চিনা,কাউন, ছোট ডাবরি ,কুসুম ফুল ব্যবহার করা হয়েছে
কমপক্ষে ৫ কেজি অর্ডার করতে হবে।
আর ডেলিভারি চার্জ আপনার এলাকার উপর নির্ভর করবে (১০০-১৫০) টাকা
পুরো বাংলাদেশ ডেলিভারি দেয়া হয়
ক্যাশ অন ডেলিভারি, প্যাকেজ হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন।
পাখির ব্রিডিং প্যাকেজটি অর্ডার করতে নিচের নাম্বারে যোগাযোগ করুন..
01915970801
আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজে মেসেজ করুন www.facebook.c...