মিক্সড মাসালা ড্রাই ফ্রুটস/মধুময় বাদাম মিক্সড/ Mixed Dry Fruits/Honey Nuts Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?
    আশা করি সবাই ভাল আছেন 🥰 আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি 🥰
    আজকে শেয়ার করলাম ছোট বড় সবার জন্য ই উপকারী একটি রেসিপি
    যারা ডায়েট করছেন তাদের জন্য ত খুবি উপকারী 😍
    সন্ধায় বা রাতে যারা ডায়েট করছেন দেখা যায় তারা রাতের খাবার টা ৭/৮ মধ্যে ই করে ফেলেন ত ঘুমাতে ১০/১১ টা বেজেই যায় সে সময় খুদা পেলে এক মুঠ বাদাম খেয়ে নিলেই খুদা টা মিটে যাবে। 😇
    আর বাদাম খেলে কিন্তু পেট টাও ভরা থাকে।
    যেকোনো বাদাম ই শরীর এবং ত্বকের জন্য উপকারী
    ★Dry Apricot বাংলায় এটাকে খুবানি বলে💁‍♀️এটা হৃদপিণ্ড শক্তিশালী করে এবং ক্যান্সার দূরে রাখতে সাহায্য করে। প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এ ফলে।
    ★Walnut বাংলায় এটাকে আখরোট বলে 💁‍♀️বিশেষজ্ঞরা এ আখরোট বাদাম টাকে মস্তিষ্কের খাবার বলে থাকেন।
    ★ড্রাই ফ্রুটস এর উপকারিতা বলে শেষ করা যাবে না। ড্রাই ফ্রুটস এ রয়েছে প্রচুর পুষ্টিগুণ।
    ★পুষ্টিবিদদের মতে প্রতিদিন 50 গ্রাম ড্রাই ফ্রুটস খাওয়া শরীরের জন্য অনেক উপকারী।
    ★ড্রাই ফ্রুটস অনেকদিন সংরক্ষণ করা যায়।
    ★ফ্রেশ ফলের চাইতেও ড্রাই ফ্রুটস এ বেশি পরিমাণে ফাইবারের পাশাপাশি থাকে প্রচুর পরিমাণ এন্টি অক্সিডেন্ট এবং পলিফেলন।পলিফেলন এবং অ্যান্টি অক্সিডেন্ট রক্ত প্রবাহ ইম্প্রুভ করতে সাহায্য করে, হজমে সাহায্য করে, শরীরে জারণ সংক্রান্ত সমস্যার সমাধানেও ড্রাই ফ্রুটস এর ভূমিকা উল্লেখযোগ্য।
    আমার ফেইসবুক পেইজ আছে ওখানে আরও অনেক রেসিপি আছে চাইলে এড হতে পারেন
    FB page link: / popyskitchen

ความคิดเห็น • 242

  • @Keya-f7y
    @Keya-f7y 20 วันที่ผ่านมา +1

    বাচ্চাদের খাওতে পারবো

  • @Himamiss
    @Himamiss 28 วันที่ผ่านมา

    এগুলো কি বিক্রি করেন আপু?
    দাম কতো পড়বে এক বৈয়মে

  • @shitalhawa
    @shitalhawa 2 ปีที่แล้ว +5

    কতো খরচ পরবে

  • @tarek-wwww
    @tarek-wwww 3 หลายเดือนก่อน

    লাইক ও কি ছোট করে দেওয়া যায় 😂😂😂😂

  • @Vipshawan
    @Vipshawan ปีที่แล้ว +2

    এই মধুময় বাদাম বিক্রি করেন না?? আর এতে সাদা তিল দিলে আরো ভালো হত

  • @আছিআমি
    @আছিআমি หลายเดือนก่อน

    কতো টাকা কেজি ড্রাইফোট

  • @TaniaTani-k7o
    @TaniaTani-k7o 4 หลายเดือนก่อน +1

    Apu modhu dawa dry fruits koto din botole valo thakbe?

    • @popyskitchen9075
      @popyskitchen9075  4 หลายเดือนก่อน

      ৪/৫ মাস ভালো থাকবে।

  • @wazihahafsa230
    @wazihahafsa230 24 วันที่ผ่านมา +1

    Massllah

  • @rabiulhossain6388
    @rabiulhossain6388 4 หลายเดือนก่อน

    Honey Nuts i mean যেটার ভিতরে মধু দিলেন এটা কতদিন সুরক্ষিত থাকবে i mean কতো দিন নষ্ট হবে না ?

  • @riponmiah720
    @riponmiah720 ปีที่แล้ว +2

    কতদিন পর্যন্ত সংরক্ষন করা যায়???

  • @mdimranrezamunna
    @mdimranrezamunna ปีที่แล้ว +1

    এই ভিডিও টি আমি আমার পেজের জন্য ব্যবহার করতে পারবো বিজনেস এর জন্য

  • @arfatsardar3835
    @arfatsardar3835 ปีที่แล้ว +1

    অনেক লম্বা ভিডিও তাই স্কিপ করতে বাধ্য হলাম..

  • @Keya-f7y
    @Keya-f7y 20 วันที่ผ่านมา

    ২ বছরে বাচ্চা

  • @ra6024
    @ra6024 2 ปีที่แล้ว +1

    Ami jodi 1kg nei taile dam koto hobe

    • @popyskitchen9075
      @popyskitchen9075  2 ปีที่แล้ว

      আমি যতটুকু জানি ১০০০/১২০০ এইরকম ই হবে 💁‍♀️

  • @rabeyakhatun8680
    @rabeyakhatun8680 8 หลายเดือนก่อน +1

    Apu aita vora pete na khali pete kete hoi aktu janaben pls

    • @popyskitchen9075
      @popyskitchen9075  8 หลายเดือนก่อน

      এটা খাওয়ার বাধা ধরা কোন নিয়ম নেই, তবে আমি যেটা করি সেটা হচ্ছে সন্ধায় বা রাতে অনেক সময় একটু খুদা লাগে ঘুমানোর আগে তখন ভারি টাইপ খাওয়া ঠিক না তাই এক মুঠ বাদাম খেয়ে নেই। এখন কথা হচ্ছে আপনার যখন খেতে ভালো লাগে আপনি তখনি খেতে পারেন 🥰।

  • @shasminshumysa1899
    @shasminshumysa1899 3 ปีที่แล้ว +5

    Looks Yummy and Delicious 😍😻😋😋

  • @samimaakter2136
    @samimaakter2136 ปีที่แล้ว +4

    আপু এটা বলে দেন,,, কোনটা কোনটা ভাজতে হবে,,, আর কোনটা ভাজতে হবে না।

  • @আয়ানসডায়েরি
    @আয়ানসডায়েরি 9 หลายเดือนก่อน +1

    হাতের প্রেমে পড়ে গেছি

  • @riyad5286
    @riyad5286 3 ปีที่แล้ว +1

    আপনার হাত গুলো সেই 🙄😜

  • @Zahidentertainmentbd
    @Zahidentertainmentbd 2 ปีที่แล้ว

    আমিতো ওজন বারানোর জন্য খেতে চাই ওজন কি বারবে? আর
    এটার ভিতর কি আপেল,কমলা, আংগুল ফল, দেওয়া জবাবে?
    তারা তারি বলেন আমি আজ কিনতে জাবো

  • @jannatheaven7325
    @jannatheaven7325 2 ปีที่แล้ว +1

    Kumrar bichi kothay pawa jay?

  • @Sadi755
    @Sadi755 7 หลายเดือนก่อน

    আপু এগুলো কতদিন বোতলে ভালো থাকবে?

  • @sumehoq3722
    @sumehoq3722 2 ปีที่แล้ว +1

    apu sokno na ki vije a kite hobe r kotoko kite hobe.kokn kite hobe

  • @firossha8647
    @firossha8647 2 ปีที่แล้ว +3

    এগুলো শুকনো খাওয়া ভালো না ভিজিয়ে খাওয়া

    • @তরমুজআপা
      @তরমুজআপা 2 ปีที่แล้ว +1

      বিজিয়ে রাখবেন রাতে
      সকালে ঐ পানি সহ খাবেন

    • @rowshonara1903
      @rowshonara1903 ปีที่แล้ว

      বাচ্চাদের গুড়ো করে দেওয়া যাবে?

  • @sumaiyaakter8719
    @sumaiyaakter8719 2 ปีที่แล้ว +1

    আপু এগুলো কি এক সাথে পাওয়া যাবে না বলবে,, কই পাবো দাম টা বলেন

  • @storyoflife9920
    @storyoflife9920 3 ปีที่แล้ว +4

    সব মিলে এখানে ড্রাই ফ্রুটস কত টাকার আপু আর কোনটা কত করে কিনেছেন প্লিজ জানাবেন

    • @popyskitchen9075
      @popyskitchen9075  3 ปีที่แล้ว

      আমি কিছু আইটেম একটা পেইজ থেকে কিনেছি আর কিছু আমাদের নারায়ণগঞ্জ এ সুপার সপ থেকে কিনেছি। আর এগুলো একেক জায়গায় দাম একটু এদিক-সেদিক হতে পারে, যেমন আমিই প্রথমবার কিনেছি একরকম দাম ছিলো দ্বিতীয় বার আবার আরেকটু কমে পেয়েছি।
      আপনি যদি খুব সহজে ঘরে বসে পেতে চান তাহলে যেকোনো পেইজে নক দিতে পারেন। আর নইলে আপনার আশেপাশে সুপার সপ গুলোতে খুজে নিতে পারেন সে ক্ষেত্রে একটু কস্ট হবে আর দামেও কম পাবেন যদি একটু কস্ট করেন।

    • @mst.nishattabassum3517
      @mst.nishattabassum3517 3 ปีที่แล้ว +2

      সব মিলে তাও আপনি কত টাকা দিয়ে নিয়েছেন

  • @khokonpatoary6857
    @khokonpatoary6857 ปีที่แล้ว

    বেশি পররিমানে ধরুন ৩ কেজির পরিমানের এভাবে মিক্স করে ধুয়ে শুকিয়ে বড় কাচের জারে যদি মধু সহ ভিজিয়ে রাখি তবে কতদিন সংরক্ষন করা যাবে ? জানাবেন প্লিস কারন বার বার বানানোর সময় নেই আমার একবারে অনেকগুলো বানিয়ে অনেকদিনের জন্য রেখে দিতে চাই।

  • @karmankhan774
    @karmankhan774 2 ปีที่แล้ว +1

    আইটেম টা ড্রাই ফুডের
    সেখানে শুকনো নারিকেল এর অংশ রাখলে স্বাদ এবং পুষ্টি গুনের দিক দিয়ে
    আরো বেশি জুসি হতো।

  • @tanhaislam3418
    @tanhaislam3418 ปีที่แล้ว +1

    Apu agulu koto din vlo thakbe

  • @mdshafiqueullah8726
    @mdshafiqueullah8726 ปีที่แล้ว

    এগুলো খেলে কি হয় ম্যাডাম জানতে চাই আমার অবুঝ মন

    • @popyskitchen9075
      @popyskitchen9075  ปีที่แล้ว +1

      আপনি ত বিডিও ভালো করে দেখেননি 🙄ভিডিও র শুরুতে ই, এটার উপকারীতা বলেছি 🙄বাংলা ভাষায় ই বলা আছে ভিডিও টা না বুজলে আবারও দেখেন🙄😌🙂

  • @mahedihasan5094
    @mahedihasan5094 ปีที่แล้ว

    আপনার হাত সুন্দর

  • @rakib589
    @rakib589 2 ปีที่แล้ว +1

    কাট বাদাম আর পেস্তা বাদাম কি।কাচা না ভিজিয়ে দিবো

    • @popyskitchen9075
      @popyskitchen9075  2 ปีที่แล้ว +1

      দুইটা বাদম ই আমি কুসুম গরম পানিতে ধুয়ে তারপর গেসের চুলার নিচে দিয়ে মচমচে করে নিয়েছি, আপনি চাইলে লো আচে ফ্রাইংপ্যান এ টেলেও নিতে পারেন।

  • @mdmusa-fv3cq
    @mdmusa-fv3cq หลายเดือนก่อน

    আমার লাগবে দিতে পারবেন

  • @mdrakibullhasan1072
    @mdrakibullhasan1072 ปีที่แล้ว

    গর্ভবতীরা খেতে পারবে

    • @popyskitchen9075
      @popyskitchen9075  ปีที่แล้ว

      যিনি গর্ভবতী তিনি যে ডাক্তার এর রেগুলার চেকাপে আছেন তার পরামর্শ নিয়ে খেলে সবচেয়ে ভালো হবে তার জন্য।

  • @mdosama5762
    @mdosama5762 2 ปีที่แล้ว

    আপনাদের সাথে যোগাযোগ করতে চাই প্লিজ হেল্প

  • @jahangeeralam5940
    @jahangeeralam5940 ปีที่แล้ว

    Apu
    এক KG কত টাকা দাম পরবে

  • @aktarulislam6547
    @aktarulislam6547 2 ปีที่แล้ว

    Apu amk toiri koree diben????

  • @virbaglatips5176
    @virbaglatips5176 2 ปีที่แล้ว

    Api cantak numbarder odar dimo

  • @hafezmahfujurrahman3712
    @hafezmahfujurrahman3712 ปีที่แล้ว

    আইটেম গুলো ধুয়ে প্যাকেটজাত করলে কতদিন সংরক্ষণ করা যাবে?

  • @medulalayhem248
    @medulalayhem248 2 ปีที่แล้ว +2

    উপাদান গুলোর দাম বলবেন?

  • @1md.sabbirhossain577
    @1md.sabbirhossain577 2 ปีที่แล้ว

    Dry ta 1 kg koto taka r modhu soho ta 1 kg koto taka janaben...

  • @MintuMintu-ue7pd
    @MintuMintu-ue7pd ปีที่แล้ว

    হাতের মেহেদীর রং উঠে যাচ্ছে তো

  • @dvbsxloot3016
    @dvbsxloot3016 ปีที่แล้ว

    Boler poriborte patila Nile hoibo na

  • @jahangeeralam5940
    @jahangeeralam5940 ปีที่แล้ว

    Apu
    এক KG কত টাকা দাম পরবে

  • @villagelifehh
    @villagelifehh 2 ปีที่แล้ว +1

    আপি তুমি কি এটা বিক্রি করার জন্য বানিয়েছো????

    • @popyskitchen9075
      @popyskitchen9075  2 ปีที่แล้ว

      না,আপু আমি ঘরে এভাবে তৈরি করি তাই সবার সাথে শেয়ার করলাম, যাতে কেউ বাসায় বানাতে চাইলে নিজেই ঘরে তৈরি করে নিতে পারে💁‍♀️।আমি সেল করি না আপু 🙋‍♀️🥰

    • @villagelifehh
      @villagelifehh 2 ปีที่แล้ว

      @@popyskitchen9075 আপি তোমার এখানে কয় টা আইটেম ???
      এবং সব গুলো কত টাকা লাগছে কিনতে ???

    • @nargisakter948
      @nargisakter948 2 ปีที่แล้ว

      আমি সেল করি আপু

    • @villagelifehh
      @villagelifehh 2 ปีที่แล้ว

      @@nargisakter948 আপু আপনি কি কি আইটেম দিয়ে বানান???

  • @MsAsrafin-k4w
    @MsAsrafin-k4w ปีที่แล้ว

    আপু,একটা বোয়ম,কতো 7:26 😂

  • @jahangirraseel
    @jahangirraseel 3 ปีที่แล้ว +1

    এভাবে জারে কতদিন ধরে সংরক্ষণ করা যায়????

    • @popyskitchen9075
      @popyskitchen9075  3 ปีที่แล้ว +1

      ৫/৬ মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন।

  • @abdussattar4
    @abdussattar4 9 หลายเดือนก่อน

    পাইকারি নিতে চাই

  • @abushaid4877
    @abushaid4877 3 ปีที่แล้ว +2

    আপু এটা কখন খেলে ভালো হয়

    • @popyskitchen9075
      @popyskitchen9075  3 ปีที่แล้ว

      এটা খাওয়ার আসলে নির্দিষ্ট কোন সময় নেই, আমাদের তিন বেলা খাওয়ার টাইম টা তে না খেয়ে অন্য যেকোনো সময় যেমন হাল্কা খুদা লাগে সে সময় টা তে একমুঠ বাদাম খেতে পারেন সেটা আপনার যখন ইচ্ছে হয় আর কি।

  • @tanzidchowdhury1936
    @tanzidchowdhury1936 11 หลายเดือนก่อน

    Price

  • @shoukathossain3669
    @shoukathossain3669 ปีที่แล้ว

    1kg mixed badam koto tk... without modhu

  • @halaluddin4705
    @halaluddin4705 11 หลายเดือนก่อน

    বাদাম কি কাচা নাকি ভাজা

  • @MonirKhan-iv3pt
    @MonirKhan-iv3pt 2 ปีที่แล้ว

    দাম কতো ভাইয়া আমার একটা লাগতো

  • @MdShakil-yp1tn
    @MdShakil-yp1tn 2 ปีที่แล้ว +1

    আমি আজ এক পেকেট মিক্স ফ্রুড কিনেছি কিন্তু কি ভাবে খাবো জানি না

    • @popyskitchen9075
      @popyskitchen9075  2 ปีที่แล้ว

      এটা খাওয়ার কোন নির্দিষ্ট বাধা ধরা নিয়ম নেই। আপনার যখন ভালো লাগে তখনি খেতে পারেন।💁‍♀️🥰

    • @MdShakil-yp1tn
      @MdShakil-yp1tn 2 ปีที่แล้ว

      বাজি করৈ না পানিতে বিজে না শোকনো

    • @popyskitchen9075
      @popyskitchen9075  2 ปีที่แล้ว

      ড্রাই ফ্রুটস রেডি টা কিনলে ত আমি যতটুকু জানি এভাবেই খায়, আর আপনি যদি বাসায় বানাতে চান তাহলে এই ভিডিও টা ফলো করে বানিয়ে নিতে পারেন 💁‍♀️

  • @bangladeshitiktoksami6293
    @bangladeshitiktoksami6293 ปีที่แล้ว

    Apu cost kamon porbe jodi janaten

  • @dvbsxloot3016
    @dvbsxloot3016 ปีที่แล้ว

    200 gram Abar korotuku

  • @ThinkDifferent49676
    @ThinkDifferent49676 ปีที่แล้ว

    Oalaikumassalam

  • @ZeroShoppingbd
    @ZeroShoppingbd 2 ปีที่แล้ว +1

    Apu ai mixed badam koto din vlo thake

  • @mamunjiya6974
    @mamunjiya6974 10 หลายเดือนก่อน

    কত করে

  • @franklymice5414
    @franklymice5414 ปีที่แล้ว

    Dam koto

  • @RaisulIslamRahi
    @RaisulIslamRahi ปีที่แล้ว

    Ata kothai paowa jabe

  • @kabeermiya4318
    @kabeermiya4318 3 ปีที่แล้ว +1

    এই ভাবে কতদি সংরক্ষণ করে রাখা যাবে। মধু ব্যবহার করে

    • @popyskitchen9075
      @popyskitchen9075  3 ปีที่แล้ว +1

      মধু কখনো ই নস্ট হয় না, এটা আমরা সবাই কম বেশি জানি, আর ড্রাইফ্রুটস গুলুতে যেহেতু পানি থাকেনা এ ফলগুলো শুকনো থাকে তাই এটা অনেক দিন সংরক্ষণ করা যাবে। ৫/৬ বা এর বেশি সময় ধরেও রাখা যাবে তবে শুকনো চামচ দিয়ে নিতে হবে খাওয়ার সময়। হাত দিয়ে নেওয়া যাবে না।

    • @kabeermiya4318
      @kabeermiya4318 3 ปีที่แล้ว +1

      6 দিন নাকি মাস জানালে উপকৃত হইবো

    • @popyskitchen9075
      @popyskitchen9075  3 ปีที่แล้ว

      ৫/৬ মাস, সরি মাস লিখা টা যে উঠেনি খেয়াল করিনি। 🙂🤗

  • @rony92926
    @rony92926 ปีที่แล้ว

    eta kotha theke pabo apa

  • @mahbubabilkish226
    @mahbubabilkish226 ปีที่แล้ว

    সব গুলো দম কতো বলবেন🤔🤔🤔🤔

  • @SheikhMohammadTulu
    @SheikhMohammadTulu ปีที่แล้ว

    আপু কত করে কেজি

  • @honor9p615
    @honor9p615 3 ปีที่แล้ว +1

    কাঠ বাদাম কোথা থেকে কিনেছেন

    • @popyskitchen9075
      @popyskitchen9075  3 ปีที่แล้ว

      নারায়ণগঞ্জ থেকে।যেখানি নরমালি আমরা বাজার করি সেখানেই মুদি দোকান গুলোতে পাওয়া যায়।

  • @shahorinislam8509
    @shahorinislam8509 ปีที่แล้ว

    Apu apnar mehedi ta sundor lagse ata ki mehedi silo?

    • @popyskitchen9075
      @popyskitchen9075  ปีที่แล้ว

      কাবেরি 😁🥰🤗,ধন্যবাদ 😊

  • @SahanajAkther-qq8nn
    @SahanajAkther-qq8nn ปีที่แล้ว

    Pregnant mohilara ki eta khete parbe?

    • @popyskitchen9075
      @popyskitchen9075  ปีที่แล้ว

      হে খেতে পারবে, কারণ এটা পুষ্টি গুণে ভরপুর একটি খাবার। আর সবচেয়ে ভালো হয় যদি কোন ডাক্তারের আন্ডারে রেগুলার চেকাপে থাকেন তার পরামর্শ নিয়ে খেলে ভালো হয়।

  • @mdazaharul1535
    @mdazaharul1535 ปีที่แล้ว

    Vi Amar akta lagbe

  • @rashedkhan5203
    @rashedkhan5203 ปีที่แล้ว

    এই পণ্যটা কি ফ্রিজে রাখা লাগবে

  • @Shuvodas00
    @Shuvodas00 2 ปีที่แล้ว

    আপু আখরোট ১৫০ গ্রামে মোট কয়টা আখরোট ছিল??

    • @popyskitchen9075
      @popyskitchen9075  2 ปีที่แล้ว

      ভাইয়া এটা গুনা যায়? হয়তো গুনা যায় কিন্তু আমি কখনো গুনিনি 😀এটা ওজনে যা উঠে আরকি তবে অনুমান করা যায় যে ১৫/১৬ টা হবে হয়তো 🥰🙋‍♀️

  • @bisasurbormon9207
    @bisasurbormon9207 2 ปีที่แล้ว +1

    Nice

  • @virbaglatips5176
    @virbaglatips5176 2 ปีที่แล้ว +1

    Masah allah

  • @ArtisticAoi99
    @ArtisticAoi99 ปีที่แล้ว

    Eita kih frize e rakha lagbe ? Naki evabe e vlo thakbe ?

    • @popyskitchen9075
      @popyskitchen9075  ปีที่แล้ว

      ফ্রিজে রাখা লাগবে না, এভাবেই ভালো থাকবে অনেকদিন 💁‍♀️👌

  • @mdjuwelakon838
    @mdjuwelakon838 ปีที่แล้ว

    good

  • @sahidulislamshahin1221
    @sahidulislamshahin1221 3 ปีที่แล้ว +2

    মধু মিক্স করা বাদাম কতদিন পর্যন্ত ভালো থাকবে বা খাওয়া যাবে??

    • @popyskitchen9075
      @popyskitchen9075  3 ปีที่แล้ว +3

      ৫/৬ মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন।কিছুই হবে না আমি নিজেও এটা অনেক দিন রেখে খেয়েছি কিছুই হবে না, শুধু নেয়ার সময় খেয়াল রাখবেন শুকনো চামচ দিয়ে নিবেন। তাহলেই হবে।

    • @sahidulislamshahin1221
      @sahidulislamshahin1221 3 ปีที่แล้ว

      @@popyskitchen9075 ধন্যবাদ আপু

    • @hmatune2936
      @hmatune2936 3 ปีที่แล้ว +1

      @@popyskitchen9075 পানি লাগানো যাবে না?

    • @hmatune2936
      @hmatune2936 3 ปีที่แล้ว

      আপু অনলাইন বিজনেসের জন্য এটা কেমন হবে একটু জানাবেন আর হানি নাটের জন্য কয়টা আইটেম লাগে এবং কয় হাজার টাকা ইনভেস্ট করতে হবে বিস্তারিত জানালে বেশ উপকৃত হবো ৷

    • @mdtarik876
      @mdtarik876 2 ปีที่แล้ว

      আপা এখন কোথায় পাওয়া যাবে

  • @MdSadekAhmed-q1j
    @MdSadekAhmed-q1j ปีที่แล้ว

    dam koto

  • @nurshat8370
    @nurshat8370 2 ปีที่แล้ว

    আস্সালামুআলাইকুম,, আপু আপনি কি এগুলোর অর্ডার নেন?
    প্লিজ জানাবেন

  • @moniertopu3065
    @moniertopu3065 2 ปีที่แล้ว +1

    সবমিলিয়ে ১কেজি তৈরির জন্য কতটুকু পরিমান করে নিতে হবে।

    • @popyskitchen9075
      @popyskitchen9075  2 ปีที่แล้ว

      ১০ টা আইটেম যদি ১০০ গ্রাম করে নেন তাহলেই ত ১কেজি হয়ে যাবে 🤷‍♀️🙂

  • @mimisikder8154
    @mimisikder8154 3 ปีที่แล้ว +2

    খাওয়ার নিয়ম কি

    • @popyskitchen9075
      @popyskitchen9075  3 ปีที่แล้ว

      এটা খাওয়ার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আপনার যখন ইচ্ছে খেতে পারেন ব্রেকফাস্ট, লাঞ্চ,ডিনার ছাড়া অন্য যেকোনো সময় যেমন হালকা পাতলা কিছু খেতে ইচ্ছে করে সে সময় টা তে একমুঠ বাদাম খেতে পারেন 💁‍♀️।যেমন যারা ওজন কমানোর চেষ্টা করছে তারা রাতের ডিনার টা ৭/৮ এর মধ্যে ই করেফেলে ত দেখা যায় রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু খুদা লাগে তখনও একমুঠ বাদাম খেতে পারেন এতে পেট ও ভরলো আর ওজন বাড়ারও সম্ভাবনা নেই 🤷‍♀️🥰

    • @uttarasadhukhan4313
      @uttarasadhukhan4313 3 ปีที่แล้ว

      th-cam.com/video/xE__YFWbVTQ/w-d-xo.html
      Please subscribe

  • @bangladeshmetaoffice
    @bangladeshmetaoffice 8 หลายเดือนก่อน

    Perfect

  • @rinakhanom1849
    @rinakhanom1849 3 ปีที่แล้ว +1

    Apu pink color kismis er vdo ra upload den...plz

    • @popyskitchen9075
      @popyskitchen9075  3 ปีที่แล้ว +2

      আপু কিসমিস এর ভিডিও অলরেডি আপলোড দেয়া হয়েগেছে লিংক টা তাও দিয়ে দিচ্ছি👇👇
      👉th-cam.com/video/nydx9B2MbDo/w-d-xo.html

  • @imranafnan7929
    @imranafnan7929 ปีที่แล้ว

    আপু উপাদান গুলো যদি বলে দিতেন কিনতে সুবিধা হত।

    • @popyskitchen9075
      @popyskitchen9075  ปีที่แล้ว

      ভিডিও টা ভালো করে খেয়াল করে শুনুন, প্রতিটি উপকরণ এর নাম এবং পরিমাণ সহ বলা হয়েছে।

  • @afjalhossain807
    @afjalhossain807 3 ปีที่แล้ว +2

    কুমড়া বিজ আর সূর্যমুখী বিজ ধুয়ার পর ভাজব নাকি?

    • @popyskitchen9075
      @popyskitchen9075  3 ปีที่แล้ว

      হে ভেজে নিতে পারেন, লো আচে মচমচে করে ভেজে নিলে খেতেও ভালো লাগবে আর লং টাইম ভালোও থাকবে।

    • @muktapaul7170
      @muktapaul7170 3 ปีที่แล้ว

      @@popyskitchen9075 roode shukano jabe na?

    • @popyskitchen9075
      @popyskitchen9075  3 ปีที่แล้ว

      @@muktapaul7170 যদি অল্প পরিমাণে করেন তাহলে রোদে দিতে পারেন তবে ভেজা ভাব জেনো না থাকে তা না হলে ফাংগাস পরতে পারে।আর যদি একটু লো আচে মচমচে করে নেন তাহলে পরিমানে বেশি করে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন।

  • @mdjahirul6859
    @mdjahirul6859 2 ปีที่แล้ว

    Bazare kinle atar dam koto hobe

  • @sabrinaafrozmumu3646
    @sabrinaafrozmumu3646 3 ปีที่แล้ว

    Mudhu soho badam er jar ta te koto gram sob miliye mudhu o badam er ojon

  • @theearthbd
    @theearthbd 2 ปีที่แล้ว

    আপনি কি বিক্রয় করেন? যদি বিক্রয় করেন তা হলে কিভাবে সংগ্রহ করা যাবে?

    • @popyskitchen9075
      @popyskitchen9075  2 ปีที่แล้ว

      না, আমি বিক্রি করি না 🙂

    • @theearthbd
      @theearthbd 2 ปีที่แล้ว

      @@popyskitchen9075 Ok, Thanks

  • @turjookhan3222
    @turjookhan3222 2 ปีที่แล้ว

    Apanr video setup ta kmn aktu janaben .. Ami amon table upor video bante chai aktu idea dile valo hoto

  • @MonirKhan-iv3pt
    @MonirKhan-iv3pt 2 ปีที่แล้ว

    আমার একটা লাগবে ভাই কবে দিতে পারবেন

    • @popyskitchen9075
      @popyskitchen9075  2 ปีที่แล้ว

      বিক্রি করি না 💁‍♀️,যারা বাসায় বানাতে চায় তাদের জন্য রেসিপি আপলোড দেয়া হয়েছে 💁‍♀️

  • @tuhinfeni7728
    @tuhinfeni7728 2 ปีที่แล้ว +1

    কাজু আর কাঠ বাদাম কি ভেযে নেওয়া?

    • @popyskitchen9075
      @popyskitchen9075  2 ปีที่แล้ว

      আমি ভাজিনি ঠিক কিন্তু অন্য ভাবে ভাজার প্রসেস টা করে নিয়েছি সেটা কিভাবে আমি ভিডিওতে বলে দিয়েছে, গ্যাসের চুলার নিচে একটা স্টিলের বা ট্রেতে ছড়িয়ে চুলাটাকে অন করে ছড়িয়ে রেখেছিলাম যার ফলে মচমচে হয়ে গিয়েছে, আপনি চাইলে লো আছে বাদাম গুলো ফ্রাইং প্যানে ভেজে নিতে পারেন।

  • @sporshobiswas3036
    @sporshobiswas3036 2 ปีที่แล้ว

    Number ta den

  • @taslimaakter6195
    @taslimaakter6195 3 ปีที่แล้ว

    এই আইটেম গুলো খোলা পাইকারী কোন বাজার থেকে কিনতে পারবো,যদি প্লিজ জানাতেন, আপু

    • @muhammadullah_mahmud
      @muhammadullah_mahmud 3 ปีที่แล้ว

      খোলা বাজারে এই আইটেমগুলো পাওয়া যায়৷

    • @taslimaakter6195
      @taslimaakter6195 3 ปีที่แล้ว

      @@muhammadullah_mahmud বাজারের নাম জানেন নাকি ভাই,, ঢাকার মধ্যৈ

  • @itv24-j1l
    @itv24-j1l 3 ปีที่แล้ว +8

    মাশা-আল্লাহ অসাধারণ লাগছে

    • @popyskitchen9075
      @popyskitchen9075  3 ปีที่แล้ว

      ধন্যবাদ 🙂

    • @Rishad97
      @Rishad97 ปีที่แล้ว

      Dry foods khala ki hoi

    • @amatullah5474
      @amatullah5474 ปีที่แล้ว

      ​@@popyskitchen9075ei honey nut kokhon ar kivabe khete hoy?

  • @jannatfihafiha795
    @jannatfihafiha795 3 ปีที่แล้ว +1

    pregnancy te ki khawa jabe

    • @popyskitchen9075
      @popyskitchen9075  3 ปีที่แล้ว

      হে,অবশ্যই অনেক সময় ডাক্তাররাও বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এতে মা এবং গর্ভাবস্থায় শিশুদের অনেক উপকার হয়। কোষ্ঠকাঠিন্য দূর করে, মা এবং শিশু দুইজনেরই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যার ফলে মায়ের হাড়ের ক্ষয় রোধ করে এবং সন্তানের হাড়ের বিকাশে সাহায্য করে।এখানে কয়েক রকমের বাদাম রয়েছে, বাদামের পুষ্টিগুণ এর কথা বলে শেষ করা যাবে না। তবে প্রতিদিন একমুঠো বাদামের বেশি খাওয়া ঠিক হবে না, কারণ অতিরিক্ত কোন কিছুই ভালো নয়।আর সবচেয়ে ভালো হয় আপনি গর্ভাবস্থায় যে ডাক্তারের চেকআপে আছেন তার পরামর্শ নিলে তাহলে আর কোন টেনশন ই থাকবে না 🙂🥰🙋‍♀️।

    • @jannatfihafiha795
      @jannatfihafiha795 3 ปีที่แล้ว +1

      @@popyskitchen9075 Thank u so much api😍😍

  • @mdbasedmia9008
    @mdbasedmia9008 2 ปีที่แล้ว

    Apnar number den

  • @mst.nishattabassum3517
    @mst.nishattabassum3517 3 ปีที่แล้ว +2

    আপু মধু দিলে বাদাম গুলো ডেম হয়ে যাবে না???

    • @popyskitchen9075
      @popyskitchen9075  3 ปีที่แล้ว +2

      না,আপু বাদাম গুলো যদি আগে থেকেই ডেম থাকে তাহলে হবে,কিন্তু যদি ফ্রেস বাদাম নিয়ে ধুয়ে শুকিয়ে ড্রাই করে নেন,আর বাদামগুলোও কিনতু চুলার তাপে আমি মচমচে করে নিয়েছি ত সবগুলো আইটেম ই যদি মচমচে ফ্রেস থাকে তাহলে মধুতে ডেম হবে না, কারন আমি নিজেও এটা খেয়েছি, আর এখনো খাচ্ছি। 🙂🥰

  • @mdshuvoislam9752
    @mdshuvoislam9752 2 ปีที่แล้ว

    শুধু মধু দিয়ে খাওয়া জাবে না কি হালুয়া দিয়ে খেতে হবে

    • @yaho130
      @yaho130 2 ปีที่แล้ว

      Sudu modhu diyei khete parben

  • @shakawathossain3967
    @shakawathossain3967 2 ปีที่แล้ว

    Kg kato taka

  • @robenarubi9409
    @robenarubi9409 3 ปีที่แล้ว +1

    সাদা গোলমরিচ নাকি কালো গোলমরিচ?

    • @popyskitchen9075
      @popyskitchen9075  3 ปีที่แล้ว +2

      সাদা গোলমরিচ বা কালো গোলমরিচ যেটা হাতের কাছে আছে সেটাই দিতে পারবেন কোন সমস্যা নেই। সাদা টা দিলে ড্রাইফ্রুটস গুলো সাদা দেখাবে কালো টা দিলে একটু কালচে দেখাবে কিন্তু টেস্টের কোন হেরফের হবে না। 🥰💁‍♀️

  • @manojmitra3743
    @manojmitra3743 3 ปีที่แล้ว +1

    বাদামগুলা কি কাচা খাওয়া যায় ? না ভেজে নিয়েই এটা বানাতে হবে?

    • @popyskitchen9075
      @popyskitchen9075  3 ปีที่แล้ว

      চিনা বাদাম টা আমি ভেজেই নিয়েছে ভিডিওতে বলেছি, আর বাকি বাদামগুলো আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে তারপর সুতি কাপড় এর উপর রেখে এক্সট্রা পানি টা শুকিয়ে নিয়ে স্টিলের একটা ট্রেতে গেসে চুলা জালিয়ে চুলার নিচে দিয়ে রেখেছিলাম তারপর উপর থেকে আগুনের তাপ পাওয়ার কারনে বাদাম গুলু মচমচে হয়েগেছে ত এটা ঠিক কাচাও বলা যায় না। আর আমি এটাও ভিডিওতে বলেছি যাদের চুলার নিচে দেয়ার সুবিধা নেই তারা ফ্রাইংপ্যান এ লো আচে মচমচে করেভেজে নিতে পারেন। তবে জেনো পুরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে কারন পুরেগেলে ড্রাইফ্রুটসের স্বাদ ভালো লাগবে না। 🙂

    • @uttarasadhukhan4313
      @uttarasadhukhan4313 3 ปีที่แล้ว

      th-cam.com/video/xE__YFWbVTQ/w-d-xo.html

    • @phrajib452
      @phrajib452 2 ปีที่แล้ว

      কেন কাচা বাদামের পুষ্টি গুন তো বেশি হবার কথা না।