আমি যা মনে করি তা একটু ব্যক্ত করলাম, এক দিকে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করার প্রয়োজন, অন্যদিকে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ একটু একটু করে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, তারই মধ্যে কোন যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে বা ষড়যন্ত্রের মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করলে, আমাদের অনেক অর্থনৈতিক ব্যাঘাত ঘটতে পারে । কিছু কিছু দেশ ও জাতি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে রূপ নিচ্ছে, এটি সহ্য করতে পারছে না, কারণ বাংলাদেশ এক সময় অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে যাবে । যা অস্ত্র উৎপাদনশীল দেশগুলো সহ্য করতে পারছে না, কারণ তাদের অস্ত্র ব্যবসায় ব্যাঘাত ঘটছে, আমাদের মত স্বল্পোন্নোত দেশগুলোর দিকে তাদের লক্ষ্য, তারা আস্তে আস্তে অস্ত্র বিক্রি করার পরিস্থিতি পরিকল্পনা করছে, এতে আমাদের অর্থনৈতিক প্রভাব বেশ ব্যাঘাত করতে পারে । কিন্তু তাই বলে নিজের দেশকে হারাতে পারবো না, পরিবারকে, সমাজকে, দেশকে, রক্ষা করলে নিজের পরিবার রক্ষা হবে, ব্যক্তিগতভাবে রক্ষা করার চেষ্টা করাটা কিছু সময়ের জন্য শান্তি, কিন্তু দেশ রক্ষা না হলে পরিবার, সমাজ, জাতি রক্ষা হবে না । তাই আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে । যেন অন্য দেশগুলো আমাদের দিকে মাথা উঁচু করে তাকাতে না পারে । অন্য দেশগুলোর সাথে বন্ধুত্ব মূলক আচরণ করব, নিজেদের দুর্বলতা প্রকাশ করব না । উন্নত দেশগুলোর দিকে লক্ষ্য করে আমরা উৎপাদনশীল দেশে রূপান্তরিত হতে হবে । আমরা একটি স্বাধীন দেশের নাগরিক তাই আমাদের স্বাধীনভাবে উৎপাদন বৃদ্ধি করতে হবে । যেমনটি করছে চীন, রাশিয়া, জাপান ও উত্তর কোরিয়া । তারা তাদের দেশের উৎপাদন দিয়েই নিজেদের চাহিদা মিটাতে পারে । আমাদেরকেও ঐদিকে অগ্রসর হতে হবে, যেন যুদ্ধ পরিস্থিতিতে আমরা নিজেদের জিনিস নিজেরাই উৎপাদন করতে পারি । এতে অনেকটাই অর্থনৈতিক প্রভাব ব্যহত থেকে রক্ষা হবে । দেশকে উন্নয়নশীল করতে হলে উৎপাদনশীল করতে হবে । উৎপাদন না করলে কোন দেশের অর্থনৈতিক অভাব দূর হয় না । আমাদের দেশের দিকে অনেক দেশের লক্ষ্য বিদ্যমান, কেননা ছোট্ট একটি দেশ হিসেবে আমরা অনেকে এগিয়ে যাচ্ছি, তাই আমাদের ভবিষ্যৎ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে । খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার পাশাপাশি আমাদেরকে সামরিক শক্তির বৃদ্ধির বিষয়টা লক্ষ্য করা উচিত । সামরিক শক্তি বৃদ্ধি হলে বৈদেশিক কোন ষড়যন্ত্রের প্রভাব আমাদের দিকে সাহস করতে পারবে না । বিশ্বের কিছু কিছু দেশ আছে যারা ছোট ছোট দেশ গুলোর মধ্যে যুদ্ধ লাগিয়ে তাদের অস্ত্র বিক্রির সুযোগ বাহির করে । তাই উন্নয়নশীল দেশ থেকে আমাদের উৎপাদনশীল দেশে রূপান্তর হতে হবে । উৎপাদন হলে উন্নয়ন অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে । তার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাটা সৃজনশীল হয়েও গল্প প্রবন্ধ নিয়ে এত বেশি জোর দেওয়ার প্রয়োজন নেই । আমরা যখন আম পাতা জোড়া জোড়া মারব চাবুক চলবে ঘোরা শিখি, উন্নত দেশগুলো তখন উৎপাদনশীল শিক্ষা শেখায় । আমাদেরকেও উৎপাদনশীল শিক্ষা শেখাতে হবে । তাহলে দেশ উন্নয়নশীল রূপ নেবে । আমাদের উৎপাদন দিয়েই আমরা উন্নয়নশীল দেশ গরব । আম পাতা জোড়া জোড়া এবং আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর । এ রকম কবিতা প্রবন্ধ হলে চলবে না । কবিতা প্রবন্ধ হতে হবে উৎপাদনশীল মুখী যেমন, থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, তাই নিয়েই গবেষণা করে মূল রহস্য উদঘাটন করে, উৎপাদনশীল করতে হবে । বাদ দিতে হবে অপ্রয়োজনীয় কবিতা,প্রবন্ধ । ব্যক্তি স্বার্থে আমরা যারা এগিয়ে যাচ্ছি, যখন কোন দেশের মধ্যে যুদ্ধ লাগে তখন তাদের অর্থ বিত্ত কোন কাজে আসে না । কারণ সবগুলোই ব্যবহারের অনুপযোগী হয়ে উঠে, তাই আমরা আমাদের মৌলিক চাহিদাগুলোকে ব্যক্তি স্বার্থের দিকে না নিয়ে, জাতিস্বার্থে লক্ষ্য করাটা একান্তই প্রয়োজন । একটি পরিবার বাঁচতে হলে কত টাকার প্রয়োজন পড়ে তা নিজেরাই একবার ভাবুন, ব্যক্তি স্বার্থে দুর্নীতিটাকে পেছনে লাথি মেরে ফেলে দেন। অর্থের পাহাড় একসময় ভেঙ্গে যায়, বেশি দিন টিকে না । যে জাতি যত উৎপাদনশীল সে জাতি ততটাই এগিয়ে আছে । দেশকে রক্ষা করতে হলে স্বাধীন দেশের দলিল কোন কাজে আসবে না, যখন ঝামেলা বেঁধে যাবে, পেছন থেকে অনেকেই উস্কানি দিতে পারে, কিন্তু যখন ঝামেলা লেগে যায়, তখন তারাই আমাদের সাথে অস্ত্র ব্যবসায় ব্যস্ত হয়ে পড়বে । আমার মনে হচ্ছে আমাদের বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র চলছে, হয়তো কোন বিপদের আগ্রাসন আসছে ! তাই আমি এই কথাগুলি ব্যক্ত করলাম । এটা অন্য কারো মতের সাথে যৌক্তিক না, কিন্তু আমি আমার ব্যক্তিগত যুক্তিটা ব্যক্ত করলাম । এতে কেউ রাজনৈতিক দিকে টানবেন না প্লিজ, আমি একটি অতি সাধারণ মানুষ ।
ভাই আপনার কথাগুলোকে সমর্থন করি ,,,,এবং আমিও এমন মত পোষণ করি,,,but গোড়ায় যারা আছেন তারা এমন মত পোষণ করে না।সমস্যাতো হচ্ছে সেখানে! কিন্তু আমি আমার দেশকে প্রচন্ডতর ভালোবাসি, এবং নিজের দেশের মানুষকে ।
সময় চ্যানেলকে অনেক অভিনন্দন আমরা সাংবাদিকদের ধন্যবাদ যানাই, হ্যা আপনাদের সাংবাদিকতা যেন সত্য এবং ন্যায়ের পথে থেকে সংবাদ প্রচার করুন আল্লাহ্ আপনাদের সাহয্য করবে
আল্লাহই করবে মিয়ানমারের বিচার, এমন এক সময় আসবে মিয়ানমার শব্দটা চির জীবনের জন্য শেষ হয়ে যাবে। উপস্থাপক কে অন্তর থেকে দোয়া করছি। আপনার উপস্থাপনা এককথায় অসাধারণ ধন্যবাদ
আপনার উপস্থাপনার কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট গুলো চেক করলাম। দেখলাম যে আমার মতন অনেকেই আপনাকে অনেক সুন্দর রিভিউ দিয়েছে। প্রথমে ভাবছিলাম যে আমি একাই দিয়েছি। ধন্যবাদ আপনাকে।
যতগুলো সশস্ত্র গোষ্ঠী আছে বাংলাদেশ সরকারের উচিত তাদেরকে সমর্থন করা একমাত্র তা যদি এই সংগঠনগুলো জান্তা সরকারকে প্রতিরোধ করতে পারে এক মাত্র তবেই রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারে আমার মানবিক দিক থেকেই এবং নৈতিক দিক থেকে মায়ানমারের সমস্ত সশস্ত্র গোষ্ঠী কে সমর্থন করি জয় ইনশাল্লাহ হবেই
ধন্যবাদ প্রিয় উপস্থাপক। সংবাদ পাঠ, তথ্য উপস্থাপন বিশেষ করে সরাসরি কোন ঘটনার বিবরণ পাঠক দের চেয়ে ব্যতিক্রম আপনি। আমরা মিনিটে ১০-১৫ বার "কিন্তু", ৫-৭ বার আসলে; কোন শব্দ উচ্চারণের আগে য়ে য়ে য়ে, আ আ আ, ইত্যাদি শুনতে শুনতে তথাকথিত আধুনিক সংবাদ পরিবেশ্নার বারটা বাজানো দেখেও চলমান কর্তৃপক্ষ ঐ সময়টায় ঘুমিয়ে থাকেন। সবচেয়ে বেশীবার কিন্তু বলায় "সময়" টিভি কে প্রথম পুরস্কার না দিয়ে উপায় নেই। ভষার জন্য প্রাণ দেওয়া জাতির গণমাধ্যমের এই অনাচার বন্ধ না করলে এসব চ্যানেল এর বিরুদ্ধে আন্দোলন এমনকি আইনী ব্যাবস্থা ও নেওয়া হতে পারে। ভাষা- সাংস্কৃতিক আন্দোলন ও রাজনৈতিক দলগুলোকে প্রাভাবিত করার ফলেই স্বাধিকার স্বাধীনতা আন্দোলন মুক্তিযুদ্ধ স্বাধীনতা আজ আমরা ভোগ করছি। একে ছোট করে দেখবেন না।
আপনার সাংবাদিকতা বেশ ভাল। দৃশ্যপট শুধু আপনার কারণেই দেখা।
একদম সঠিক বলেছেন
হুম আমিও
Uni sanbadik na
আমিও উনার কারণেই দেখি
@@abuammar7469 tik
ভাই, বাংলাদেশ এর অনেক সাংবাদিক এর সংবাদ দেখেছি, কিন্তু আপনার কথা বাতা্ একদম স্পষ্ট যা জনসাধারণ ভালো ভাবে বুঝে, ধন্যবাদ আপনাকে, শুভকামনা রহিলো।
Right
amio ak mot vai
JJ BJ JJ j BB b JJ.
. Be
gfgg
gfgg
অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর ও বাস্তবমুখী দৃশ্যপট উপহার দেওয়ার জন্য।
⁰
@@akmalkhan3399 অংক কষা অংক অঅঅ
@@akmalkhan3399পঁরক্সক্স
ে্ো।িওুওুি❤❤ধিদদ❤ংং ু,❤!ার,ূ ড স 😊
@@akmalkhan3399😮😮😮😮😮😮
বড় ভাইয়ের উপস্থাপনা খুব সুন্দর লাগে
শুধু আপনার দৃশ্যপট দেখার জন্যই সময় টিভি দেখতে আসি,,আপনার উপস্থাপনা খুবেই ভালো লাগে
আপনার উপস্থাপনা অনেক সুন্দর ও গোছানো। আপনার মুখে দৃশ্যপট শুনতে ভালো লাগে❤️
আমরা বাংলাদেশের জনগণ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে নৈতিক সমর্থন দিচ্ছি। আপনাদের জয় হোক এই কামনা করি।
He bhai
বাংলাদেশের উচিত অস্ত্র দিয়ে সাহায্য করা। বিশেষ করে রহিংগাদের ট্রেনিং দিয়ে পাঠানো উচিত।
@@lombo5293 bhai rohinga-ra ka-purus...ara khali boisha boisha khaibo r bacchaa jonmo dibo...
@@lombo5293 রোহিঙ্গাদের ট্রেনিং দিলে ওরা বাংলাদেশের বিপক্ষেই যুদ্ধ করবে।
@@nilanabin2443 সেটা ঠিক। দিনে দুই বেলা খাবার জোটে ন্স কিন্তু পাচ বেলা চোউ দা চাই। কিন্তু ওদের জোর করে পাঠাতে হবে।
এই কয়দিন উপস্থাপকের অপেক্ষায় থাকা আমি,,
পৃথিবীতে একমাত্র শান্তির ধর্ম হল ইসলাম।
ভাই গাঁজা খাস নাকি? সালা ৯০% জঙ্গি তো তোদের ধর্মের লোকেরা হয়ে থাকে !!
Israel jane kotota santi Islam 😂😂😂😀
@@sonatankisku2097 পক পক
এইখানে আবার ইসলামকে টেনে আনলেন, মাথা কি ঠিক আছে?
@@হিন্দুরদেবীরেচুদি kire rohingar bachha israel asche😂😂😂
দৃশ্যপট অনেক তথ্যসূত্র পাওয়া যায়, আর উপস্থাপনা ওয়াও👌
আপনার সংবাদ বিশ্লেষণ খুবই সুন্দর ও গঠন মুলক।দৃশ্যপট আপনাকেই মানায়।ধন্যবাদ।
আপনার উপস্থাপনা জোস,,,ভাই
একটা সংবাদ এত সুন্দর করে উপস্থাপন করা যায়, তা আপনার প্রতিবেদনে দেখতে পেলাম।
উমর ইনাম উপস্থাপন অসাধারণ। ধন্যবাদ সময় TVকে।
দৃশ্যপট একটি অসাধারণ বস্তবমুখি অনুষ্ঠান
আর এই অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করে তোলে
ওমর ভাই ধন্যবাদ আপনাকে
হুম, নতুন দৃশ্য পট টা দেখলাম, আবার ও অপেক্ষায় থাকবো নতুন দৃশ্য পট এর জন্য।
ওমর ইনান ভাইয়ের এই দৃশ্যপট নিউজটি দেখার জন্য বসে থাকি সব সময় লাভ🇧🇩❤️👈
আমার মত কে কে ওমর ইনান ভাইয়ের দৃশ্যপট অনুষ্ঠানটি নিয়মিত দেখেন???
Ami dekhi. Vaia sobsomoy niropekkho uposthapon koren tai khub valo lage.
েললেলেেলেৈলেললেেেলেললেেলেললংেৈকঅোোললপলেকেেেলকলেেেলেংৈেলেেলেেেে
তুই কে
দারুণ উপস্থাপনা এগিয়ে যান ভাই!!
ওমর ইনান,অসংখ্য ধন্যবাদ আপনাকে, দৃশ্যপট খুবই সুন্দর পরিবেশনা।
চমৎকার উপস্থাপন
আল্লাহ বিচার করছে। মুসলিম হত্যার । আল্লাহ উত্তম বিচারক।
🙄🤔😂🤣😇
@@mck8861 pajet
ঠিক
ভাই এভাবে কেন বলছেন এটা ঠিক হচ্ছে না ওখানে তো লাখো মুসলিমও আছে
right
আর যাই হোক, উপস্থাপনা অনেক সুন্দর ও সাবলীল এবং মার্জিত।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
চালিয়ে যাও এইভাবে একদিন ধ্বংস হয়ে যাবে সবকিছু
আমি যা মনে করি তা একটু ব্যক্ত করলাম, এক দিকে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করার প্রয়োজন, অন্যদিকে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ একটু একটু করে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, তারই মধ্যে কোন যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে বা ষড়যন্ত্রের মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করলে, আমাদের অনেক অর্থনৈতিক ব্যাঘাত ঘটতে পারে । কিছু কিছু দেশ ও জাতি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে রূপ নিচ্ছে, এটি সহ্য করতে পারছে না, কারণ বাংলাদেশ এক সময় অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে যাবে । যা অস্ত্র উৎপাদনশীল দেশগুলো সহ্য করতে পারছে না, কারণ তাদের অস্ত্র ব্যবসায় ব্যাঘাত ঘটছে, আমাদের মত স্বল্পোন্নোত দেশগুলোর দিকে তাদের লক্ষ্য, তারা আস্তে আস্তে অস্ত্র বিক্রি করার পরিস্থিতি পরিকল্পনা করছে, এতে আমাদের অর্থনৈতিক প্রভাব বেশ ব্যাঘাত করতে পারে । কিন্তু তাই বলে নিজের দেশকে হারাতে পারবো না, পরিবারকে, সমাজকে, দেশকে, রক্ষা করলে নিজের পরিবার রক্ষা হবে, ব্যক্তিগতভাবে রক্ষা করার চেষ্টা করাটা কিছু সময়ের জন্য শান্তি, কিন্তু দেশ রক্ষা না হলে পরিবার, সমাজ, জাতি রক্ষা হবে না । তাই আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে । যেন অন্য দেশগুলো আমাদের দিকে মাথা উঁচু করে তাকাতে না পারে । অন্য দেশগুলোর সাথে বন্ধুত্ব মূলক আচরণ করব, নিজেদের দুর্বলতা প্রকাশ করব না । উন্নত দেশগুলোর দিকে লক্ষ্য করে আমরা উৎপাদনশীল দেশে রূপান্তরিত হতে হবে । আমরা একটি স্বাধীন দেশের নাগরিক তাই আমাদের স্বাধীনভাবে উৎপাদন বৃদ্ধি করতে হবে । যেমনটি করছে চীন, রাশিয়া, জাপান ও উত্তর কোরিয়া । তারা তাদের দেশের উৎপাদন দিয়েই নিজেদের চাহিদা মিটাতে পারে । আমাদেরকেও ঐদিকে অগ্রসর হতে হবে, যেন যুদ্ধ পরিস্থিতিতে আমরা নিজেদের জিনিস নিজেরাই উৎপাদন করতে পারি । এতে অনেকটাই অর্থনৈতিক প্রভাব ব্যহত থেকে রক্ষা হবে । দেশকে উন্নয়নশীল করতে হলে উৎপাদনশীল করতে হবে । উৎপাদন না করলে কোন দেশের অর্থনৈতিক অভাব দূর হয় না । আমাদের দেশের দিকে অনেক দেশের লক্ষ্য বিদ্যমান, কেননা ছোট্ট একটি দেশ হিসেবে আমরা অনেকে এগিয়ে যাচ্ছি, তাই আমাদের ভবিষ্যৎ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে । খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার পাশাপাশি আমাদেরকে সামরিক শক্তির বৃদ্ধির বিষয়টা লক্ষ্য করা উচিত । সামরিক শক্তি বৃদ্ধি হলে বৈদেশিক কোন ষড়যন্ত্রের প্রভাব আমাদের দিকে সাহস করতে পারবে না । বিশ্বের কিছু কিছু দেশ আছে যারা ছোট ছোট দেশ গুলোর মধ্যে যুদ্ধ লাগিয়ে তাদের অস্ত্র বিক্রির সুযোগ বাহির করে । তাই উন্নয়নশীল দেশ থেকে আমাদের উৎপাদনশীল দেশে রূপান্তর হতে হবে । উৎপাদন হলে উন্নয়ন অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে । তার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাটা সৃজনশীল হয়েও গল্প প্রবন্ধ নিয়ে এত বেশি জোর দেওয়ার প্রয়োজন নেই । আমরা যখন আম পাতা জোড়া জোড়া মারব চাবুক চলবে ঘোরা শিখি, উন্নত দেশগুলো তখন উৎপাদনশীল শিক্ষা শেখায় । আমাদেরকেও উৎপাদনশীল শিক্ষা শেখাতে হবে । তাহলে দেশ উন্নয়নশীল রূপ নেবে । আমাদের উৎপাদন দিয়েই আমরা উন্নয়নশীল দেশ গরব । আম পাতা জোড়া জোড়া এবং আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর । এ রকম কবিতা প্রবন্ধ হলে চলবে না । কবিতা প্রবন্ধ হতে হবে উৎপাদনশীল মুখী যেমন, থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, তাই নিয়েই গবেষণা করে মূল রহস্য উদঘাটন করে, উৎপাদনশীল করতে হবে । বাদ দিতে হবে অপ্রয়োজনীয় কবিতা,প্রবন্ধ । ব্যক্তি স্বার্থে আমরা যারা এগিয়ে যাচ্ছি, যখন কোন দেশের মধ্যে যুদ্ধ লাগে তখন তাদের অর্থ বিত্ত কোন কাজে আসে না । কারণ সবগুলোই ব্যবহারের অনুপযোগী হয়ে উঠে, তাই আমরা আমাদের মৌলিক চাহিদাগুলোকে ব্যক্তি স্বার্থের দিকে না নিয়ে, জাতিস্বার্থে লক্ষ্য করাটা একান্তই প্রয়োজন । একটি পরিবার বাঁচতে হলে কত টাকার প্রয়োজন পড়ে তা নিজেরাই একবার ভাবুন, ব্যক্তি স্বার্থে দুর্নীতিটাকে পেছনে লাথি মেরে ফেলে দেন। অর্থের পাহাড় একসময় ভেঙ্গে যায়, বেশি দিন টিকে না । যে জাতি যত উৎপাদনশীল সে জাতি ততটাই এগিয়ে আছে । দেশকে রক্ষা করতে হলে স্বাধীন দেশের দলিল কোন কাজে আসবে না, যখন ঝামেলা বেঁধে যাবে, পেছন থেকে অনেকেই উস্কানি দিতে পারে, কিন্তু যখন ঝামেলা লেগে যায়, তখন তারাই আমাদের সাথে অস্ত্র ব্যবসায় ব্যস্ত হয়ে পড়বে । আমার মনে হচ্ছে আমাদের বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র চলছে, হয়তো কোন বিপদের আগ্রাসন আসছে ! তাই আমি এই কথাগুলি ব্যক্ত করলাম । এটা অন্য কারো মতের সাথে যৌক্তিক না, কিন্তু আমি আমার ব্যক্তিগত যুক্তিটা ব্যক্ত করলাম । এতে কেউ রাজনৈতিক দিকে টানবেন না প্লিজ, আমি একটি অতি সাধারণ মানুষ ।
ভাই আপনার কথাগুলোকে সমর্থন করি ,,,,এবং আমিও এমন মত পোষণ করি,,,but গোড়ায় যারা আছেন তারা এমন মত পোষণ করে না।সমস্যাতো হচ্ছে সেখানে! কিন্তু আমি আমার দেশকে প্রচন্ডতর ভালোবাসি, এবং নিজের দেশের মানুষকে ।
Thanks lot for your valuable information. Please be agreed to say more in future.
Tui ja likhechis etai to ekta ESSAY ba LITTLE MAGAZINE er golpo hote pare.
সময় টিভির এই প্রোগ্রাম টা ভালো লাগে
সময় চ্যানেলকে অনেক অভিনন্দন আমরা সাংবাদিকদের ধন্যবাদ যানাই, হ্যা আপনাদের সাংবাদিকতা যেন সত্য এবং ন্যায়ের পথে থেকে সংবাদ প্রচার করুন আল্লাহ্ আপনাদের সাহয্য করবে
ধন্যবাদ সময় টিভিকে
আপনার উপস্থাপনা আমার কাছে খুব ভালো লাগে
আল্লাহই করবে মিয়ানমারের বিচার, এমন এক সময় আসবে মিয়ানমার শব্দটা চির জীবনের জন্য শেষ হয়ে যাবে। উপস্থাপক কে অন্তর থেকে দোয়া করছি। আপনার উপস্থাপনা এককথায় অসাধারণ ধন্যবাদ
মিয়ানমার শব্দটা শেষ হোক বা না হোক।
বেচে থাকা অবস্থায় যদি একটা বার শুনে যেতে পারি ইসরায়েল নামক শব্দটা আর নেই। অনেক খুশি হবো
ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কে দেখার তৌফিক দান করুক আমিন। আসসালামু আলাইকুম
খুব ভালো রিপোর্ট হয়েছে, ধন্যবাদ ।
অসাধারণ সাংবাদিকতা
মাসাআললাহ চমৎকার উপস্থাপনা ধন্যবাদ ভাই আপনাকে
মায়ানমারে মহান আল্লাহ পাকের গজব নেমেছে
ভাই আপনার উপস্থাপন গুলো আমার কাছে অনেক ভালো।
আপনার উপস্থাপনার কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট গুলো চেক করলাম। দেখলাম যে আমার মতন অনেকেই আপনাকে অনেক সুন্দর রিভিউ দিয়েছে। প্রথমে ভাবছিলাম যে আমি একাই দিয়েছি। ধন্যবাদ আপনাকে।
উত্তম বিচারক মহান আল্লাহ তা'আলাই। মুসলিম নির্মম হত্যার কথা আমরা এখনোও ভুলিনি
অনেক ধন্যবাদ সময় টিভি কে
অনেক সুন্দর উপস্থাপন ধন্যবাদ সময় টিভিকে।
আল্লাহ বাতিল দিয়ে বাতিলকে ধ্বংস করে দিবেন আর আমরা শুধু উপভোগ করবো
মিয়ানমার আজ স্বাধীনতার দ্বারপ্রান্তে। মায়ানমার সাধারণ জনসাধারণের জন্য শুভকামনা রইল।
খুব সুন্দর একটা সমপোযোগি অনুষ্ঠান দৃশ্যপট
খুব ভালো ভাবেই উপস্থাপন করেন আপনি ধন্যবাদ 💜
সবচেয়ে সুন্দর উপস্থাপন ওমর ইনান ভাইয়ের
আপনার উপস্থাপনা ভালো। নিয়মিত দেখার চেষ্টা করি। আমি বর্তমানে ভারতীয়।
মিয়ানমার টুকরো টুকরো হয়ে যাক এই কামনা করি
ভাইজান আপনার উপস্থাপনা বেশ ভাল। ধন্যবাদ আপনাকে।
এখন বাংলাদেশের উচিৎ. সীমান্তে সামরিক শক্তি বাড়িয়ে রাখা... একটা স্নায়ু চাপ সৃসৃষ্টি করে রাখার জন্য।
খুবই গুরুত্বপূর্ণ ও প্রানবন্ত।
আল্লাহ যেন,, সংবাদ পাঠক
এবং সাংবাদিক ভাই কে,, সত্য প্রচার করার জন্য তৌফিক দান করেন।আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন।
আপনার মতো আরও দক্ষ সাংবাদিক দেখতে চাই
ভাইয়ের উপস্থাপনা খুব সুন্দর
উপস্থাপনা দারুণ ছিলো ভাই 😍
Good presentation. Share করলাম Fb তে।
Bhai amr favourite 1 jon apni bd er reporters der modde r kawke chinina chinte o chaina🥰
Joy amdr hbe ing sha Allah 💝💝 odr deshi obostha khrp.. ing sha Allah amdr joy jbei💙
আমি ইন্ডিয়া থেকে,আপনার কারণে নিউজ দেখা
খুবই কার্যকর সংবাদ
আমি মনে করি সময় চ্যানেল আরো এগিয়ে যাবে
যতগুলো সশস্ত্র গোষ্ঠী আছে বাংলাদেশ সরকারের উচিত তাদেরকে সমর্থন করা একমাত্র তা যদি এই সংগঠনগুলো জান্তা সরকারকে প্রতিরোধ করতে পারে এক মাত্র তবেই রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারে আমার মানবিক দিক থেকেই এবং নৈতিক দিক থেকে মায়ানমারের সমস্ত সশস্ত্র গোষ্ঠী কে সমর্থন করি জয় ইনশাল্লাহ হবেই
আপনার উপস্থাপনা অনেক সুন্দর মাশাল্লাহ
দোয়া করি, চীনেও যেনো বড় কিছু গঠে।
Chin na, bolen America
@@amiright4970 চীনেই হবে!
@@amiright4970 ভাই চীনের সাহসেই বার্মার গুদ্দায় এত বাল গজাইছে, রহিঙ্গা সমস্যার মূল কারন চীন।
সুন্দর প্রতিবেদন।
দারুণ প্রেজেন্টেশন
আল্লাহ্ তায়ালা, উত্তম পরিকল্পনা কারি
🤣🤣🤣
এই ইপিজেড থেকে অনেক কিছু শেখার আছে ধন্যবাদ আপনাদের❤️🙏
ইমৱান ভাই ধন্যবাদ আপনাকে।😊😊😊
Khobsundhar alochona
ভাই আপনি খুব সুন্দর একটা সাংবাদিক
ধন্যবাদ তথ্য ভিত্তিক সংবাদ উপস্থাপন করায়
আপনার জন্য দোয়া করি
আমি দৃশ্যপটের নিয়মিত দর্শক।
ইনান ভাইকে দেখে খুব ভালো লাগতেছে
আল্লাহ মিয়ানমার জান্তা বাহিনীর উপর তোমার গজব দিয়ে দাও ধ্বংস করে দাও সবাই বলেন আমিন
অন্য কারো দৃশ্যপট ভালোর লাগে না। কনটিনিউ তোমাকে দেখতে চাই
ধন্যবাদ প্রিয় উপস্থাপক।
সংবাদ পাঠ, তথ্য উপস্থাপন বিশেষ করে সরাসরি কোন ঘটনার বিবরণ পাঠক দের চেয়ে ব্যতিক্রম আপনি।
আমরা মিনিটে ১০-১৫ বার "কিন্তু", ৫-৭ বার আসলে; কোন শব্দ উচ্চারণের আগে য়ে য়ে য়ে, আ আ আ, ইত্যাদি শুনতে শুনতে তথাকথিত আধুনিক সংবাদ পরিবেশ্নার বারটা বাজানো দেখেও চলমান কর্তৃপক্ষ ঐ সময়টায় ঘুমিয়ে থাকেন। সবচেয়ে বেশীবার কিন্তু বলায় "সময়" টিভি কে প্রথম পুরস্কার না দিয়ে উপায় নেই। ভষার জন্য প্রাণ দেওয়া জাতির গণমাধ্যমের এই অনাচার বন্ধ না করলে এসব চ্যানেল এর বিরুদ্ধে আন্দোলন এমনকি আইনী ব্যাবস্থা ও নেওয়া হতে পারে। ভাষা- সাংস্কৃতিক আন্দোলন ও রাজনৈতিক দলগুলোকে প্রাভাবিত করার ফলেই স্বাধিকার স্বাধীনতা আন্দোলন মুক্তিযুদ্ধ স্বাধীনতা আজ আমরা ভোগ করছি। একে ছোট করে দেখবেন না।
One of the best news anchor in Bangladesh!!
মাশাল্লাহ আপনার সাংবাদিকতা অনেক সুন্দর,, দৃশ্যপট দেখি শুধু আপনার জন্য
আপনার নাম জানি না তবে আপনার উপস্থাপনা দারুণ!
আপনার বর্ণনাধরণগুলো খুবি গোছালো!!!
পাপ কখনো বাপকে ছাড়েনা মহান খোদা ছাড় দেন তবে ছেড়ে দেননা হিসাব তোমার দিতেই হবে হয় এপার না হয় ওপার হে খোদা আমাদের সবাইকে সহি বুজদান করুন আমিন।
অসাধারণ বলেছেন ভাই
গৃহযুদ্ধ না রে ভাই আরো রোহিঙ্গা বাংলাদেশে পাঠানোর পথ খুজতেছে মিয়ানমার
Osadharon☺️☺️
❤️🔥❤️🔥❤️🔥
ওমর ইনান ভাই 🥰🥰
Big fann bhaiii💚🥀
আলহামদুলিল্লাহ্
আমার আল্লাহর প্রতিশোধ এমনি হয়
আল্লাহ্ ছাড় দেন কিন্তু ছেড়ে দেননা
আলহামদুলিল্লাহ্
Hmm
বাংলাদেশের উচিত মিয়ানমার বিদ্রোহের গোষ্ঠীগুলোকে সাহায্য সহযোগিতা করা।
Osadharon uposthapon apnr
Thank you via very good newes so nice
Congratulations 17M subscribers
বাংলাদেশ সরকার এর উচিত পরোক্ষ ভাবে মিয়ানমারের মিলিশিয়া দের কে অস্ত্র দিয়ে সাহায্য করা।
খুবই সুন্দর খবর
বাংলাদেশেও রোহিঙ্গাদের নিয়ে গৃহযুদ্ধ হোক❤️❤️❤️
khub valooo
বাংলাদেশের উচিত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা দেয়া।
মিয়ানমারের মুসলিম মৌলবাদী দের উচিৎ শিক্ষা দেয়া দরকার
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
মিয়ানমারের বিশ্লেষনধর্মী রিপোর্টটি সুন্দর হয়েছে। তবে রিপোর্টটি আরো সংক্ষিপ্ত করা উচিৎ ছিল, দীর্ঘ রিপোর্ট অনেক পাঠকের ধৈর্যচ্যুত হয়।
বাংলাদেশের মত খুন-ধর্ষণ নেই ।
Love the Burmese military.