এক মাসের বাচ্চা কোয়েল কিনেছি এখন আমি দুই মাস যাবত পালতেছি মোট তিন মাস হলো দুই দিন মাত্র দুইটা ডিম পাড়ছে কিন্তু এখন আর ডিম পারতেছে না চর্বি হয়েছে এমনটাও না
ভাই ভিডিও টা যদিও অনেক আগের। আমি সখ করে এ সিজনে ১০ টা কোয়েল পাখি কিনছি। এখন এদের খাদ্য মেজামেন্ট করা তো আমার পক্ষে কঠিন হয়ে যাবে। কারন আমার ঘরে কোন মিটার নেই। তাই সহজ কেন উপায় জানাই যেন মেজামেন্ট করার । আর একটি পাখিকে কি দিনে ২৫ গ্রাম খাওয়া খাওতে হবে প্লিজ প্লিজ প্লিজ প্লিজ ভাই রিপ্লাই কইরেন😢😢
@@Alaya-y9i ১০ টি কোয়েলের জন্য এক বেলায় খাবার লাগবে ৮০ গ্রাম,৩ বেলায় লাগবে ২৪০ গ্রাম। আপনি যেকোনো দোকান থেকে এক পোয়া বা ২৫০ গ্রাম খাবার কিনে এনে সেটা একটি পাত্রে রেখে পরিমাণ দেখুন,বোতল বা চালের পটে দেখতে পারেন। এরপর প্রতিদিন একই পরিমাণ খাবার তুলবেন ও ৩ বেলা চোখের আন্দাজে ৩ ভাগ করে খাওয়াবেন। চিন্তা করুন এর চেয়েও সহজ উপায় থাকলে বের করুন।ধন্যবাদ
যারা কোয়েল পাখির পালন করছেন তারা ভুল করেও আর কোয়েল পাখির পালন করার চেষ্টা করবেন না কারণ এতে লোকসান হয় একটি ডিম তিন টাকা বিক্রি করা সম্ভব নয় একটু কোয়েলের পেছনে প্রায় দুই টাকা খরচ হয় এসব পুরো লোকশানের কারবার
ভাই আমি ৭ টা কোয়েল পাখি কিনছি,ডিম দেই ঠিক।কিন্তু আপনি বয়স বেশির যে উদাহরণ দিলেন।তা সব মিলে গেছে,পিঠে পালক নেই,ঠোঁট সামনেরটা বাঁকানো।এখন কি সমস্যা হবে একটু বলেন না😢 যদি সাহায্য করতেন খুব কৃতজ্ঞ থাকতাম
ভাত দিলে ওজন বাড়বে এবং ডিম দেয়া বন্ধ করে দেবে।আপনি যদি ডিমের জন্য পালন করেন তবে ভাত দেয়া যাবেনা।আর যদি মাংসের জন্য পালন করতে চান তাহলে ভাত দিতে পারবেন।
এই ভিডিওটি দেখুন,নিচে পলিথিন দেবেন এবং পলিথিনের উপরে ছাই,বালু বা কাঠের গুড়ো দেবেন,প্রতিদিন পরিষ্কার করতে সুবিধা হবে। th-cam.com/video/tKC_B6FlyGo/w-d-xo.html
খাবারে পুষ্টির অভাব বা অতিরিক্ত খাবারের কারনে শরীরে চর্বি জমেছে।আবার পুরোনো কোয়েল বা বয়স্ক কোয়েল হলেও এই সমস্যা হয়।দেখুন এবং বুঝুন কি হয়েছে।তারপর সমাধান নিজেই পেয়ে যাবেন।ধন্যবাদ।
ভাই আমি যেহেতু নতুন তো আমাকে একটু বলে দেন , ডিম পাড়ার জন্য কি কি করতে হবে, এবং কি কি খাওয়াতে হবে, তার পর সবুজ সাক শবজি খাওয়াতে হবে দয়া করে এগু একটু বলে দিন
@@Iftakharulhamim7884 এই প্লে লিস্টে থাকা কোয়েল সম্পর্কে যে ভিডিও গুলো আছে সব খুব ভালো করে দেখুন, আইডিয়া পেয়ে যাবেন: th-cam.com/play/PLegYjytEjJ9IBQpzS2d32ikobno26U2JI.html ডিম পারার জন্য কোয়েল এর খাবার বানাতে চাইলে অবশ্যই ভুট্টা গুড়ো,সয়াবিনের খৈল,সরিষার খৈল ও লেয়ার স্টার্টার ফিড দরকার।
আচ্ছা ভাইয়া,এই কোয়েল পাখি গুলো কেনো পালবো ডিম বিক্রি করার জন্য,আর কোয়েল পাখির মাংস বিক্রি করার জন্য??না আরো কোন কারণ আছে??এইগুলা ডিম ও মাংসের চাহিদা কতটা??আসলে আমি তেমন জানিনা কি কি কাজের জন্য এই কোয়েল পাখি পালন করা হয়??
@@HabibaAkter-cp7eg ডিম ও মাংসের জন্য সাধারণত। ডিম ও মাংসের চাহিদা এলাকা ভিত্তিক এক এক রকম। অনেকে কোয়েলের ডিমের সাথে সাথে এর ডিম থেকে বাচ্চা ইনকিউবেটরে ফুটিয়ে বাচ্চাও বিক্রি করে।তবে সব কথার এক কথা যেই উদ্দেশ্যই পালন করুননা কেন, প্রথমে এলাকার চাহিদা জেনে নিতে হবে মানে বিক্রির জায়গা ঠিক করতে হবে। ধন্যবাদ
প্রথমে মুরগির খামার যারা করে বা বিক্রি যারা করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা বাচ্চা সংগ্রহ করে যেখান থেকে সেখানে যোগাযোগ করুন।তাও না পেলে ফেসবুকে কোয়েল পালন সম্পর্কিত কিছু গ্রুপ রয়েছে সেখানে অনেকেই বিক্রি করে,বাসের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় কোয়েল পাঠায়।তাদের সাথে যোগাযোগ করুন।
@@asirahbab ডিম দেবে তবে রেগুলার নয়,আবার অনেকেই বলে কিছুদিন জিংক ভিটামিন এবং সঠিক খাবার খাওয়ালে ওরা আবার রেগুলার ডিম দেয়। খামারিদের অপেক্ষা করলে লস হবে তাই বিক্রি করে দেয়।কোয়েল ৪৫-৫০ দিনেই ডিম দেয়া শুরু করে এবং একবছর পর্যন্ত ডিম দেয়।এক বছরের বেশি কোয়েলও ডিম দেয় তবে উপরে যা বললাম এমন হয়।
@@asirahbab খামারিরা বিক্রি করে দেয় সেটা বলছি।যেমন আপনার কাছে বিক্রি করেছে।হ্যা খেয়ে ফেলতে পারেন অনেক সুস্বাদু এবং পুষ্টিকরও এরা।এর পর থেকে কিনলে ৪৫-৬০ দিনের বাচ্চা নিবেন কোনো ভালো খামারির থেকে।বাজারে কম বয়সি পুরুষ,বয়স্ক পাখি ও আকারে ছোট রিজেক্ট পাখি বেশি বিক্রি হয় মাংসের জন্য।
আমাদের কাছে কোয়েল পাখি পাবেন না।আপনি কোয়েল খামারের আরো কিছু ভিডিও দেখুন ,ওখানে কিছু বড়ো বড়ো খমারিদের নাম্বার পাবেন যারা পাখি বিক্রি করে।বেছে বেছে মহিলা পাখি নেবেন।নিজে বাচ্চা ফোঁটাতে চাইলেই কেবল পুরুষ পাখি কিনবেন অল্প
@@MdJuwelRana-qj2tg এই প্লে লিস্টে থাকা কোয়েল সম্পর্কে যে ভিডিও গুলো আছে সব খুব ভালো করে দেখুন, আইডিয়া পেয়ে যাবেন: th-cam.com/play/PLegYjytEjJ9IBQpzS2d32ikobno26U2JI.html ডিম পারার জন্য কোয়েল এর খাবার বানাতে চাইলে অবশ্যই ভুট্টা গুড়ো,সয়াবিনের খৈল,সরিষার খৈল ও লেয়ার স্টার্টার ফিড দরকার।
কোনো কারণ ছাড়া মেডিসিন দেওয়া ঠিক না।ডিম পারার পর পাখি অসুস্থ হলে রেনামাইসিন দিলে ভালো হবে।ডিম থেকে বাচ্চা ফুটাতে চাইলে অন্য কোনো পাখি(মুরগীর) নিচে দিয়ে ফুটাতে পারেন।ওরা সহজে ডিমে তা দেয়না,যেগুলো জংলী কোয়েল হয় সেগুলোই তা দেয়।খামারিরা কৃত্রিম যন্ত্রে তাপ দিয়ে ফুটায়।
আমি কোয়েল পাখি বিক্রি করিনা।ভালো কোয়েল পাখি পেতে আপনার আশেপাশে খুঁজুন, ভালো খামার থেকে বাচ্চা সংগ্রহ করুন। ধন্যবাদ
😂
দেখে খুব উপকার হলো❤
মাশা আল্লাহ ❤❤❤
Thanks a lot bhaiyya for gives us informative video's🎉🎉
মাশাআল্লাহ খুব সুন্দর পরামর্শ পেলাম ভাই
অনেক ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য ❤❤❤
মাসায়াল্লাহ ভাইয়া আপনার কথা গুলা খুব ভাল লাগলো আল্লাহ আপনার ভাল করুন ❤❤
প্রথম ভিডিও দেখলাম তাতেই সাবস্ক্রাইব করে দিলাম
Video ti mashallah vai❤
ধন্যবাদ,দোয়া করবেন
@@AnotherViewBD in sha Allah vai
Thank you ❤❤❤ami 4 ta koyel pakhi kineci❤❤vibeo ti dekhe balo laglo 🎉🎉🎉
সুন্দর কাজের ভিডিও 👌
ভিডিও টি অনেক ভালো লাগলো
অনেক সুন্দর ভিডিও এমন ভেঙে ছুড়ে বুঝিয়ে কেউ বলে না
ধন্যবাদ ভিডিও টি ভালো লাগলো
দেখে আমারও খুব ভালো লাগলো ব্যবসায়িক ভাবে করতে কি কি করা লাগবে
2-3 ta quail khamar e visit kore information nite hobe
Video ta khub Sundar hoyeche।
খাবার কি কি খায়?
আর কতবার খেতে দিতে হয়?
Much more detailed !! 🎉
ধন্যবাদ ভাই
ধন্যবাদ
thanks
অনেক ভালো লেগেছে আপনার ভিডিও টি
এক মাসের বাচ্চা কোয়েল কিনেছি এখন আমি দুই মাস যাবত পালতেছি মোট তিন মাস হলো দুই দিন মাত্র দুইটা ডিম পাড়ছে কিন্তু এখন আর ডিম পারতেছে না চর্বি হয়েছে এমনটাও না
সঠিক খাবার দিন,সঠিক জায়গায় রাখুন, জিংক ও ভিটামিন ই দিয়ে দেখতে পারেন।
কির্মির ঔষদ খাওয়ান ডিম পাড়া শুরু করবে আমার পাখি গুলা ৩ মাস জাবত রেগুলার ডিম দিচ্ছে
আপনার নাম্বার টি দিন ভাই, একটু কথা ছিলো@@Sohel09.Official
Kfjgfjdbdfjeg
আপনার কয় পিচ@@Sohel09.Official
আপনা কে অনেক ধন্যবাদ
ভাই আপনার দেখানো ১ টা ফলের ঝুড়িতে কয়টা কয়েল পাখি রাখা যাবে ???
5 ta
অসংখ্য ধন্যবাদ ভাই বলার জন্য
আচ্ছা কোয়েলের মধ্যে লেয়ার ও ব্রয়লার আছে কি
@@kamrulhussain8989 ase tobe sob guloi valo dim day.
ভাই, মিরপুর-১২ ঢাকার আশেপাশে কোথাও কোয়েল পাখির খামার আছে নাকি জানাবেন।
মিরপুর ১ এ প্রতি শুক্রবার পাখির হাট বসে।খোঁজ নিয়ে দেখতে পারেন।ধন্যবাদ
১০০ পিস কোয়েল পাখির দাম কতো টাকা পরবে ?
কোয়েল পাখির কী খাবার খায় ? কেজি কতো টাকা
ভাই ভিডিও টা যদিও অনেক আগের।
আমি সখ করে এ সিজনে ১০ টা কোয়েল পাখি কিনছি। এখন এদের খাদ্য মেজামেন্ট করা তো আমার পক্ষে কঠিন হয়ে যাবে। কারন আমার ঘরে কোন মিটার নেই। তাই সহজ কেন উপায় জানাই যেন মেজামেন্ট করার । আর একটি পাখিকে কি দিনে ২৫ গ্রাম খাওয়া খাওতে হবে
প্লিজ প্লিজ প্লিজ প্লিজ ভাই রিপ্লাই কইরেন😢😢
@@Alaya-y9i ১০ টি কোয়েলের জন্য এক বেলায় খাবার লাগবে ৮০ গ্রাম,৩ বেলায় লাগবে ২৪০ গ্রাম। আপনি যেকোনো দোকান থেকে এক পোয়া বা ২৫০ গ্রাম খাবার কিনে এনে সেটা একটি পাত্রে রেখে পরিমাণ দেখুন,বোতল বা চালের পটে দেখতে পারেন। এরপর প্রতিদিন একই পরিমাণ খাবার তুলবেন ও ৩ বেলা চোখের আন্দাজে ৩ ভাগ করে খাওয়াবেন। চিন্তা করুন এর চেয়েও সহজ উপায় থাকলে বের করুন।ধন্যবাদ
Amio 10ta kinsi 15din holo..
Khabar oto measure kore deina. Amne die rakhi sobai khay.
Olpo kothay sundor information
বেশি বয়সের কয়েল পাখি কিনলে কি হবে এবং কি সমস্যা হয় বলবেন প্লিজ
ডিম দেবেনা নিয়মিত
@@AnotherViewBD তাহলে আবার কতো দিন পর নিয়মিত ডিম দিবে ভাই প্লিজ বলেন ❤️
Normally 45-60 din boyosh e dim dey. Market e 30din boyos er pawa jay apne 30 din er gula kinte paren@@MdTanvir-hd9lr
যারা কোয়েল পাখির পালন করছেন তারা ভুল করেও আর কোয়েল পাখির পালন করার চেষ্টা করবেন না কারণ এতে লোকসান হয় একটি ডিম তিন টাকা বিক্রি করা সম্ভব নয় একটু কোয়েলের পেছনে প্রায় দুই টাকা খরচ হয় এসব পুরো লোকশানের কারবার
আচ্ছা নোংরা কেমন করে?
আর গন্ধ হয় কি অনেক?
@@aakashdas8361হুম ওনেক নোংরা আর গন্ধ।
1Ta dim 5 taka
1Ta dim 5 taka
ভাই আমার ৫০টা পাখি আছে। তাদের সবাইকে রেনামাইসিন খাওয়ালে কিছু হবে পিল্জ বলেন পিল্জ পিল্জ পিল্জ পিল্জ বলে দিবেন। 🙂
না, রেনামাইসিন খাওয়া লে কিছু হবে না
কী খাবার দেতে হবে ডিম পাড়ার সময়
লেয়ার লেয়ার ১
খুব সুন্দর ভিডিও, ভাইয়া আমি ১০০ কোয়েল পাখি পালন করতে চাই, এখন প্রশ্ন হলো খাঁচা কোথায় থেকে কিনতে পারবো।
@@shiddikanahida4314 খাঁচা বানিয়ে নিন কিছু ভিডিও দেখুন ইউটিউবে অনেকেই অনেকভাবে পালন করে,একটু ভালোভাবে শুরু করুন ইনশাল্লাহ ভালো হবে।
E@@AnotherViewBD
পাখি দিয়ে কি ডিম ফোটানোর সম্ভব একটি নতুন ভিডিও ছাড়েন সে সম্পর্কে
দারুন লেগেছে
ভাই আমি ৭ টা কোয়েল পাখি কিনছি,ডিম দেই ঠিক।কিন্তু আপনি বয়স বেশির যে উদাহরণ দিলেন।তা সব মিলে গেছে,পিঠে পালক নেই,ঠোঁট সামনেরটা বাঁকানো।এখন কি সমস্যা হবে একটু বলেন না😢
যদি সাহায্য করতেন খুব কৃতজ্ঞ থাকতাম
এখন বাকি নিয়ম গুলো মেনে চলুন এবং যতদিন ডিম দেখ খেতে থাকুন।ডিম দেয়া বন্ধ করে দিলে সপ্তাহ খানেক অপেক্ষা করবেন।ডিম না দিলে পাখিগুলো খেয়ে ফেলবেন।ধন্যবাদ।
কই ভাই কিছু বলেন না
@@ahamadsakib8016 বলেছি
ভাইয়া মহিলা কোয়েল পাখি শুধু কিনলে কি ডিম দিবে প্লিজ Replay 🙏🙏🙏
দিবে,আমি কোনোদিন পুরুষ কিনি নাই।
@@AnotherViewBD আচ্ছা পুরুষ ছাড়া ডিম দিলে বাচ্চা ফুটবে তো ভাইয়া?
@@rupaakter8603 পুরুষ ছাড়া ডিম দিলে বাচ্চা ফুটবে না।
Vai 8ta koyel pakhi palon korte chaile koto tuku khaca lagbe janaben pls
18 inchi hole hobe
ভাই পুরুষ কোয়েল পাখি যদি নাই রাখি তবে ব্রিডিং ছাড়া ফিমেল কোয়েল পাখি কিভাবে ডিম দিবে?
ভিডিওতে যা বলা আছে সেটাই সত্য।এটাই সৃষ্টিকর্তার বানানো নিয়ম।আমি কোয়েল,মুরগী পেলে সেখান থেকে ডিম পেয়েছি অনেক।সবগুলো খাঁচায় পেলেছি মোরগ ছাড়া।
আমি ২৫ দিনের দুইটা পাখি কিনেছি কোয়েল । কালকে ।আমি ওদের পোষ মানাতে চায় ।এটা নিয়ে একটা ভিডিও বানাবেন ।
সাবধান,খাঁচা ছাড়া রাখলে ওরা উড়ে যায়।কোনোকিছু পোষ মানাতে হলে ১-২ দিনের বয়স হতে বিশেষ ভাবে পালতে হবে।
কতো টাকা নিছে
Bhiya koyel k ki vat deya jbe?
ভাত দিলে ওজন বাড়বে এবং ডিম দেয়া বন্ধ করে দেবে।আপনি যদি ডিমের জন্য পালন করেন তবে ভাত দেয়া যাবেনা।আর যদি মাংসের জন্য পালন করতে চান তাহলে ভাত দিতে পারবেন।
Vai lit likbea???
Vai koel pakhir gaer lom utha agulo ki বয়স্ক। এগুলো কি ঠিক হবে
Ji boyoshko
ভাইয়া আপনি একটা ঔষধ.. এর কথা বলেছেন 🙂৫:৩৭ সেকেন্ডে ঔষধ এর নামটি**~ বোঝা জাচ্ছেনা 🙁..জদি __একটু কষ্ট করে লেখে দিতেন, ..
রেনামাইসিন ট্যাবলেট হাস,মুরগী,কবুতরের ঔষধ বললেই পাবেন।
@@AnotherViewBD thanks vaia..🙂
Pakhir paikhana kivabe clean koren amon ghore..bolen plz
এই ভিডিওটি দেখুন,নিচে পলিথিন দেবেন এবং পলিথিনের উপরে ছাই,বালু বা কাঠের গুড়ো দেবেন,প্রতিদিন পরিষ্কার করতে সুবিধা হবে।
th-cam.com/video/tKC_B6FlyGo/w-d-xo.html
Ji.. Video dekhlam..kintu kachar gayeoo to paikhana lagte pare..tokhon ki korbo?
@@MdLiton-xg8vr তেমন একটা লাগে না,যেটুকু লাগে সেটা মাসে একবার পুরো খাচা ভালোভাবে ধুয়ে ফেলতে হয়।
Good
২৬ দিন হলো, ডিম আসতেসে না পাখির,উপায় কি? বা কি ঔষধ খাওয়ানো দরকার সুস্থ স্বাভাবিক রেখে
@@jakiaislammomo8623 কি খাবার খাওয়ান?
4:24 খাবার সময়
ভাই আমার কোয়েল পাখি দুই মাস হচ্ছে কিনে নিয়ে এসেছি ডিম দেয় না কি করব
@@RBKGamearASIF সঠিক খাবার সঠিক পরিমাণে দিতে হবে।
ভাইয়া কোয়েল পাখি কি চিল্লাচিল্লি করে সারাদিন আর আমি যদি 30 বা 40 দিনের বাচ্চা নেই তাহলে কি ভালো হবে
male bird onk sound kore male niben na...just female niben.
Ami 3mash horce palon krtace kub choto cilo akn boro hoice ako9 dim dicce na
@@limpalimpa3319 সঠিক খাবারের অভাব হতে পারে।
@@AnotherViewBD আমি ফিট খাওয়ায়
❤❤❤❤❤❤
আমাদের কোয়েল পাখি ১-২ বাদে ১৬ টি ডিম পেড়ে আর পাড়ে নাই
Vai quail 1 mas dim deoyar por ar dim dicche na 3 mas holo ki korbo
খাবারে পুষ্টির অভাব বা অতিরিক্ত খাবারের কারনে শরীরে চর্বি জমেছে।আবার পুরোনো কোয়েল বা বয়স্ক কোয়েল হলেও এই সমস্যা হয়।দেখুন এবং বুঝুন কি হয়েছে।তারপর সমাধান নিজেই পেয়ে যাবেন।ধন্যবাদ।
কোয়েল পাখিকে লেয়ার লেয়ার 1 অথবা ব্রয়লার ফিড ছাড়া আর কি খাওয়ালে ডিম দিবে
এই ভিডিওটি দেখতে পারেন
th-cam.com/video/cN1ovaFFLY0/w-d-xo.html
ভাই আমি যেহেতু নতুন তো আমাকে একটু বলে দেন , ডিম পাড়ার জন্য কি কি করতে হবে, এবং কি কি খাওয়াতে হবে, তার পর সবুজ সাক শবজি খাওয়াতে হবে দয়া করে এগু একটু বলে দিন
ভাই আমি তো এই ভিডিও টা দেখছি কিন্তু আমার ত এত কিছু কিনার সামর্থ্য নেই আপনি পরলে আরো একটু কম কিছু দিয়ে বানিয়ে দেখান
@@Iftakharulhamim7884 এই প্লে লিস্টে থাকা কোয়েল সম্পর্কে যে ভিডিও গুলো আছে সব খুব ভালো করে দেখুন, আইডিয়া পেয়ে যাবেন:
th-cam.com/play/PLegYjytEjJ9IBQpzS2d32ikobno26U2JI.html
ডিম পারার জন্য কোয়েল এর খাবার বানাতে চাইলে অবশ্যই ভুট্টা গুড়ো,সয়াবিনের খৈল,সরিষার খৈল ও লেয়ার স্টার্টার ফিড দরকার।
হেলো ভাইয়া
ভাইয়া আমি আসাম রাজ্যের বঙাইগাও জিলা থিকে বোলছি আমার ১০০০ কয়েল পাখি লাগছিলো আমি কি ভাবে অর্ডার করবো
@@SaifulRaj-f1t আমাদের কাছে কোয়েল নেই।আপনি আপনার এলাকায় খোঁজ করুন।
ভাই আমি গতকাল মঙ্গলবার কোয়েল পাখি কিনেছি কিন্তু আজকে ওদের ঠান্ডা লেগেছে কি করবো বলেন প্লিজ 😂
রেনামাইসিন ট্যাবলেট দিন এক লিটারে একটি।
@@AnotherViewBD ধন্যবাদ ভাই
Vaia ai khacar dam koto plzbolen
ami jokhon niyecelam foler dokan theke tokhon 30 taka celo
@@AnotherViewBD tnx vaiaa
nice
আমার কোয়েল পাখির বয়স ৬ মাস কিন্তু এখনো ডিম পারে না। বাচ্চা কিনেছিলাম।
দুঃখ এইটাই এড্রেস দেন ঠিকই কিন্তু প্রশ্ন করলে তার উত্তর দেন না
আসলে উত্তর গুলো ভিডিওতেই আছে আছে। সঠিক খাবারের অভাব,অতিরিক্ত খাবার দেওয়া সাধারণত ডিম না দেওয়ার কারণ।
ভাই আমি দুইটা পাখি কিনছি। দুই মাসের উপর হলো এগুলো ডিম ই দেয় না
খাবারের সমস্যা হতে পারে।
Vaiya ami pakhi gula kotha thaka nita parbo.j pakhi gulu nea ami 60 din por thaka dim ar asa korta parbo
আপনার আশেপাশে খোঁজ করুন।বেশি পালন করলে বিভিন্ন জায়গার হাস,মুরগীর বাচ্চা সরবরাহকারীর সাথে যোগাযোগ করুন।
❤❤❤
Amio koel pakhi palbo 😃
Vai male Pakhi chara dim dile oi dim theka baccha futano jbe?
@@uniquegangs83 না
@@AnotherViewBD oh Accha incubutor a dim theka baccha futate hbe
@@uniquegangs83 incubator ba murgi, jeta diyei futan na kno...Male pakhi thakte hobe baccha futanor jonno.
আচ্ছা ভাইয়া,এই কোয়েল পাখি গুলো কেনো পালবো ডিম বিক্রি করার জন্য,আর কোয়েল পাখির মাংস বিক্রি করার জন্য??না আরো কোন কারণ আছে??এইগুলা ডিম ও মাংসের চাহিদা কতটা??আসলে আমি তেমন জানিনা কি কি কাজের জন্য এই কোয়েল পাখি পালন করা হয়??
@@HabibaAkter-cp7eg ডিম ও মাংসের জন্য সাধারণত। ডিম ও মাংসের চাহিদা এলাকা ভিত্তিক এক এক রকম। অনেকে কোয়েলের ডিমের সাথে সাথে এর ডিম থেকে বাচ্চা ইনকিউবেটরে ফুটিয়ে বাচ্চাও বিক্রি করে।তবে সব কথার এক কথা যেই উদ্দেশ্যই পালন করুননা কেন, প্রথমে এলাকার চাহিদা জেনে নিতে হবে মানে বিক্রির জায়গা ঠিক করতে হবে। ধন্যবাদ
@@AnotherViewBD ধন্যবাদ।
ভাই আমি ৩ জোড়া কোয়েল পাখি পালতে চাই তো কয়টা মাতরা নিবো
matra ki? bujhlam na
৩ জোড়া কোয়েল পাখি পালতে চাই তো কয়টা পুরুষ নিবো
@@MDRanaBabu-fz5ub Dim theke baccha na futate chaile.....ektaw nawar dorkar nai...Dim theke baccha futate chaile just ekta niben.
ABDBO Jagay Paln Kora Jabe Ki Kisu Gorm Jagay Base Tanda Batas Dukte pare na Fener Batas Deta
ভাইয়া কোয়েল পাখিকে কি রাতে লাইট দিতে হয়
রাত ১০টা পর্যন্ত লাইট দিতে হয়
ভাইয়া এগুলো একটার উপর একটা উটে যায় এখন কি করব
পুরুষ কোয়েল থাকলে সরিয়ে ফেলুন।
ভাইয়া আমার কোয়েল পাখি ছিমার কিছু ওষধ আছে
ভাই আপনি কয়টা কোয়েল পাখিকে ১ বেলায় ৮ গ্যাম করে খাবার খেতে দেন একটু বলবেন🥰🥰🥰🥰
একটির জন্য ৮ গ্রাম। আপনার যে কয়টি আছে তার সাথে ৮ গুন করে পুরোটা দেবেন।আমি এখন কোয়েল পালন করিনা।
ভাই আমি ৩ টা কোয়েল পাখি কিনেছি কিনতু পুরুশ পাখি কিনি নাই ডিম কি পারবেনে
@@Moinkhan-ij5wl পারবে চিন্তা নেই
ভাই কী খাবার খাওয়ালে ভালো হয় ফিট নাকি গম🤔🫣🤔🤔🤔🥰🥰🥰
@@Moinkhan-ij5wl লেয়ার লেয়ার ১ ফিড
হিঈ😊😊😮😮
ok bi help
ভাইয়া আমার এলাকায় কোয়েল বিক্রেতা নেই
প্রথমে মুরগির খামার যারা করে বা বিক্রি যারা করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা বাচ্চা সংগ্রহ করে যেখান থেকে সেখানে যোগাযোগ করুন।তাও না পেলে ফেসবুকে কোয়েল পালন সম্পর্কিত কিছু গ্রুপ রয়েছে সেখানে অনেকেই বিক্রি করে,বাসের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় কোয়েল পাঠায়।তাদের সাথে যোগাযোগ করুন।
ভাই আমি ৫ টি কোয়েল পাখি কিনেছি আপনার কোয়েলের মতো আমার কোয়েলেরও পিঠে পশম ছিল না তাহলে আমার কোয়েল কি বয়স্ক
বয়স্ক হওয়ার সম্ভাবনা বেশি,বয়স বেশি হলে ডিম কম দেয় তাই এগুলো বিক্রি করে দেয়া হয়।
তাহলে কি আর ডিম দিবে না। কত দিন হলে বয়স হয়ে যায় আর বয়স হয়ে গেলে ডিম দেয় না।
@@asirahbab ডিম দেবে তবে রেগুলার নয়,আবার অনেকেই বলে কিছুদিন জিংক ভিটামিন এবং সঠিক খাবার খাওয়ালে ওরা আবার রেগুলার ডিম দেয়। খামারিদের অপেক্ষা করলে লস হবে তাই বিক্রি করে দেয়।কোয়েল ৪৫-৫০ দিনেই ডিম দেয়া শুরু করে এবং একবছর পর্যন্ত ডিম দেয়।এক বছরের বেশি কোয়েলও ডিম দেয় তবে উপরে যা বললাম এমন হয়।
তাহলে মনে হচ্ছে বয়স্ক, বিক্রি করবো কেন খেয়ে ফেলবো আর কি করবো
@@asirahbab খামারিরা বিক্রি করে দেয় সেটা বলছি।যেমন আপনার কাছে বিক্রি করেছে।হ্যা খেয়ে ফেলতে পারেন অনেক সুস্বাদু এবং পুষ্টিকরও এরা।এর পর থেকে কিনলে ৪৫-৬০ দিনের বাচ্চা নিবেন কোনো ভালো খামারির থেকে।বাজারে কম বয়সি পুরুষ,বয়স্ক পাখি ও আকারে ছোট রিজেক্ট পাখি বেশি বিক্রি হয় মাংসের জন্য।
বাই আমি কোয়েল পাখি কিনতে চাই কোথায় থেকে কিনতে পাব ফোন নাম্বারটা স্কিনে দিবেন
@@AsmaAkther-r6f আপনার আশেপাশে খুঁজুন,বা নেট এ খামার খুজুন,আমাদের কাছে নেই।
Vai koeler dim paoa jabea.baccah uthabo tai
বাচ্চা ফোটানোর জন্য কোয়েলের ডিম পাওয়া মুশকিল।যেগুলো থেকে বাচ্চা হবে সেগুলো সচারাচর বিক্রি হয়না।আমার কাছে নেই,আশেপাশের কোনো খামারির থেকে নিন।
Vai akhon baschar dam proty pic koto kore
10/15 diner baschar dam koto kore
@@EmonKhan-d2l আমরা বিক্রি করি না,বলতে পারছি না।
কিন্তু পরুষ কোয়েল ছাড়া ডিম দেওয়ার জন্য কি ভাবে ডিম দিবে? অর্থাত পুরুষ কোয়েল দ্বারা প্রজনন না হলে কি ভাবে প্রজনন হবে?
ডিম দেয়ার জন্য পুরুষ কোয়েল দরকার হয়না
ডিম এমনিতেই পাড়বে৷ বাট ডিম থেকে বাচ্চা হওয়ার জন্য পুরুষ দরকার
ভাই আমি জানতে চাই আপনি ঐ সাদা ক্রেট গুলো কোথায় পাইছেন?আমি কোথাও পাই না কেনো😢
@@Ready2004 ফলের দোকানে পেয়েছি। এগুলো কমলালেবুর ঝুড়ি
@@AnotherViewBD thanks bhaI LOVE YOU
Vi apnar location kothai
Natore
ভাই আমি 3দিন আগে কোয়েল পাখি কিনেছি প্রথম দিন ডিম পেরে আর পারছে না এখন কী করবো
সঠিক খাবার পরিমাণ মতোন দিন ও অপেক্ষা করুন।
লেয়ার লেয়ার ১ খাওয়ান
ভাই আমার ৫০০ কয়েল পাখি লগবে।কি ভাবে পেতে পারি।কুমিল্লা নাঙল কোট
আমাদের কাছে কোয়েল পাখি পাবেন না।আপনি কোয়েল খামারের আরো কিছু ভিডিও দেখুন ,ওখানে কিছু বড়ো বড়ো খমারিদের নাম্বার পাবেন যারা পাখি বিক্রি করে।বেছে বেছে মহিলা পাখি নেবেন।নিজে বাচ্চা ফোঁটাতে চাইলেই কেবল পুরুষ পাখি কিনবেন অল্প
এক খাচায় যদি ৫-৬টা পাখি পালি তাহলে খাবার কিভাবে পরিমাণ করে দিব
সবগুলোর জন্য যতটুকু দরকার সেটা একটি বা দুইটি পাত্রে দেবেন।
রেনামাইসিন❤❤❤❤❤❤❤❤❤❤
আমার কোয়েল পাখি গুলো,, দুর্বোঘাস,ফিট, খুদ, কুড়ো, এগুলা খায়,,ঘাস,কুড়ো, খুদ এগুলা খেলে কি কোনো সম্যসা হবে
বেশি খুদ খাওয়ালে চর্বি হয়ে যাবে।তখন ডিম দেবেনা।
Vai ekhno ki koel palen
@@AirdropCustumerCare nah
@@AnotherViewBD na Palar karon
@@AirdropCustumerCare ami Architect, apatoto shomoy dite parchi na, Dhakar bahire gele ogulor dekha shona kora possible na & Dhakay Organic feed er ingredients arrange kora ektu tough. Shob miliye akhon stop.
. Aapne jotodin palsen loss hoyese ki na profit hoyese?@@AnotherViewBD
❤
কাইস আমি হাট কোয়েল পাখি কিনব
যদি বাদামির মধ্যে কালো ডট থাকলে তাহলে আমি কিভাবে চিনব
গলার নিচে হালকা সাদা না হয়ে যদি গাড়ো রঙের হয় তাহলেই মোরগ।
😊😊😊😊😊
কোয়েল পাখি বিডিও দেন
ভিডিও
আমার কোয়েল পাখি দুই মাস হয়ে গেল ডিম পারে এর কারণ কি??????
খাবার এর সমস্যা হতে পারে।
@@AnotherViewBD কি খাবার খেতে হবে তাহলে ডিম পাড়বে
@@MdJuwelRana-qj2tg এই প্লে লিস্টে থাকা কোয়েল সম্পর্কে যে ভিডিও গুলো আছে সব খুব ভালো করে দেখুন, আইডিয়া পেয়ে যাবেন:
th-cam.com/play/PLegYjytEjJ9IBQpzS2d32ikobno26U2JI.html
ডিম পারার জন্য কোয়েল এর খাবার বানাতে চাইলে অবশ্যই ভুট্টা গুড়ো,সয়াবিনের খৈল,সরিষার খৈল ও লেয়ার স্টার্টার ফিড দরকার।
পাখির জোরা কত করে ভাঈ
আমি বিক্রি করি না,তবে আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখতে পারেন ৩৫-৪৫ দিন বয়সের পাখি ৮০-১০০ টাকা জোড়া হতে পারে।
আপনার জানা মতো পাখি বিক্রিতা আছে থাকলে নাম্বার টা দেন ভাই
@@fahadtv555 নেই।আপনি আপনার আশেপাশে খোঁজ করুন।
Vaiya koyel pakhi ke chal deya jabe
যদি ডিমের জন্য পালন করেন তবে চাল ভাত এগুলো কিছুই দেয়া যাবেনা।যদি শুধু মাংসের জন্য পালন করতে চান তবে দিতে পারবেন
ভাইয়া ডিম পারার পর রেনামাইসিন মেডিসিন খাওয়ালে প্রব্লেম হবে কি? আর কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চাইলে কিভাবে ফুটাব? মুরগির মত করে ডিম ওর সামনে দিয়ে রাখব?
কোনো কারণ ছাড়া মেডিসিন দেওয়া ঠিক না।ডিম পারার পর পাখি অসুস্থ হলে রেনামাইসিন দিলে ভালো হবে।ডিম থেকে বাচ্চা ফুটাতে চাইলে অন্য কোনো পাখি(মুরগীর) নিচে দিয়ে ফুটাতে পারেন।ওরা সহজে ডিমে তা দেয়না,যেগুলো জংলী কোয়েল হয় সেগুলোই তা দেয়।খামারিরা কৃত্রিম যন্ত্রে তাপ দিয়ে ফুটায়।
ধন্যবাদ ভাইয়া। আরেকটা কথা ভাইয়া ওরা কি রেগুলার ডিম দেয় আর কতগুলো ডিম দেয়? গতকাল ডিম দিছে আজকে আর দেয়নাই
সচারাচর একদিন পর পর দেয়।আবার কিছু প্রতিদিনও দেয়।
আমার পাখির ভয়স ৪ মাস কিন্ত ডিম পারেনা কিন্ত কেন এখন ওজন হয়েছে
@@puspomala-z9m অতিরিক্ত ওজন হলে ডিম দেবেনা।
ওটা মোরগ বলে ডিম পারে না😜
ছেলে ছারা কেমন করে ডিম পারবে
এটাই পাখিদের নিয়ম,ছেলে ছাড়াই পাখিরা ডিম দেয়,ছেলে থাকলে ডিম থেকে বাচ্চা হয়,ছেলে না থাকলে সে ডিম থেকে বাচ্চা হয়না
এদেরকে কি খাবার দিতে হবে?
th-cam.com/video/cN1ovaFFLY0/w-d-xo.htmlsi=yM1bjVi9MwmkxYya
ভাইয়া আমার কোয়েল পাখি ১৫০ গ্যাম হবার পরেও ডিম পারেনা কেন সে রকম চর্বি হয়নাই একটু রিপলে দিবেন প্লিজ ভাই প্লিজ 🙏🙏🙏😔😔😔❤️❤️❤️🥰🥰🥰🥰
সঠিক বয়স,নতুন পাখি,সঠিক খাবার,সঠিক জায়গা,সঠিক তাপমাত্রা এগুলো আরেকবার মিলিয়ে দেখুন।এবং সব ঠিক থাকলে অপেক্ষা করুন,আমার কোয়েল নিয়ে করা সব ভিডিও দেখুন।
আমার ৩ টা পাখির ভিতর ১ টা পাখি চুনা পায়খানা করতেছে ঐ একটা পাখি না সরিয়ে ৩ টা কেই যদি রেনামাইসিন ওসুধ খাওয়াই তাহলে কি কোনো সমস্যা হবে ভাইয়া???
@@Moinkhan-ij5wl thanda lagse....sob guloke khawan