উত্তরবঙ্গের একমাত্র 5 Star Hotel Momo Inn Bogura রুম ভাড়া ৫৫০০ টাকা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • উত্তরবঙ্গের একমাত্র 5 Star Hotel Momo Inn Bogura রুম ভাড়া ৫৫০০ টাকা
    Momo Inn হচ্ছে বগুরা এর ৫ তারকা হোটেল। মেইন রোড থেকে Momo Inn এর এন্ট্রি গেইট পর্যন্ত রোডটা আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে।
    Bogura Travel Vlog - প্রথমবার বগুড়া ২রাত থাকার অভিজ্ঞতা
    দেখুন - • Bogura Travel Vlog - প...
    লবি এরিয়াটা আমিরাহ এর অনেক পছন্দ হয়েছে। আমিরাহ দৌড়াচ্ছিল আর দেখছিল এখানে কি কি আছে। এ সময় বুকিং এর ইনফরমেশন আমি রিসিপশন এ দিয়ে রুম কি এর জন্য অপেক্ষা করছিলাম। এর মধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেয়া হয়। তারপর আমরা লাগেজ নিয়ে রুম এর দিকে যাই।
    আমরা যখন Momo Inn গিয়েছিলাম তখন অফার ছিল প্রতি রাত এর রেন্ট ৫৫০০ টাকা। তাদের যেকোন অফার এর আপডেট আপনারা তাদের ফেসবুক পেজ এ গেলেই পেয়ে যাবেন। এই অফার এর সাথে ব্রেকফাস্ট, ফিটনেস ক্লাব, ১ ঘণ্টা সুইমিং পুল, ওয়াটার পার্ক এন্ট্রি, আনলিমিটেড সাইকেলিং, ৩০ মিনিট মাসাজ সেশনও ইনক্লুড ছিল। কিন্তু এই অফার এর সাথে রুম ছিল ডিলাক্স রুম। আমিরাহ কে নিয়ে কোন হোটেল এ উঠলে আমি চেষ্টা করি একটু বড় রুম নেয়ার জন্য, যেন আমিরাহ একটু দৌড়াদৌড়ি করতে পারে, একটু খেলাধুলা করতে পারে। ডিলাক্স রুম এর সাইজ একটু ছোট থাকায় আমি এই অফার এর সাথেই রুম চেঞ্জ করে সুপার ডিলাক্স রুম নেই। এবং এর জন্য আরো ১৫০০ টাকা দিতে হয়, অর্থাৎ প্রতি রাত এর রেন্ট হয় ৭০০০ টাকা। বড় রুমে দেখলাম আমিরাহ বেশ খুশি, এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে। ওয়াসরুমটা আমার কাছে একটু অন্ধকার মনে হয়েছে। আরেকটু আলো এর দরকার ছিল। রুম থেকে জানালার ভিউটা একদমই বাজে মনে হয়েছে আমার। সুপার ডিলাক্স রুম থেকে এমন ভিউ মেনে নেয়া যায় না। রিসিপশন এ কথা বলে ছিলাম, তারা বললো তাদের সুইট রুম ছাড়া বাকি সব রুম এর ভিউ এমন, রোড সাইড বা হোটেল এর ফ্রন্ট সাইড বা সুইমিংপুল সাইড ভিউ নেই। এটা আমার কাছে নেগেটিভ মনে হয়েছে। প্রথম দিন ফ্রুট বাস্কেট কমপ্লিমেন্টারি দেয়া হয়।
    গোসল করে ফ্রেস হওয়া দরকার, খেয়াল করলাম তোয়ালে এর এই অবস্থা। কালচে, ছেড়া, দাগ। এমন তোয়ালে ৫ স্টার হোটেল এ, এইটা কোন কথা। লবি জোনটা আমিরাহ অনেক পছন্দ করেছিল, তাই বিকেল এ আবার নিয়ে আসলাম। সে খুশিতে চিৎকার করছিল আর দৌড়াচ্ছিল। বাইরে একটু হাঁটাহাঁটি করে রুমে এসে ঘুম দেই, সারা দিনের জার্নিতে একটু ক্লান্ত ছিলাম। Momo Inn এর রেস্টুরেন্ট থেকে রাতের খাবার অর্ডার করি। খাবার মজা ছিল। বাইরের তুলনায় খাবার এর বিল বেশি হওয়া স্বাভাবিক, কিন্তু আমাদের আর কোন উপায় ছিল না। এসি এর কন্ট্রোলটা বিরক্তিকর ছিল, লো মিডিয়াম আর হাই। কোন রিমোট নেই, টেমপারেচার কন্ট্রোল করার কোন সুযোগ নেই। লোতেও হালকা শীত লেগেছে। নিজেদের জন্য এসব ব্যালেন্স করা যায়। কিন্তু সাথে বাচ্চা থাকলে অনেক টেনশন হয়। একটু বেশি ঠাণ্ডা বা একটু বেশি গরমে বাচ্চাদের ঠাণ্ডা লেগে যায়, জ্বর চলে আসে।
    সকালের নাস্তা এর জন্য আমরা সময়মত রেস্টুরেন্ট এ চলে আসি। অনেক ধরণের খাবার ছিল, খাবার মজার ছিল।
    বিকেল বেলা আমরা Momo Inn ঘুরে দেখার জন্য বের হই। আমিরাহকে ছেড়ে দেই। Momo Inn এ একটু ঘুরে বুঝতে পারি এখানে অনেক বাইরের গেস্ট আসে, যারা রুম গেস্ট না কিন্তু এখানে বেড়াতে আসে, খেতে আসে, বোট রাইড এর জন্য আসে, বাচ্চাদের খেলার জোন এ আসে। হোটেল এর রুম গেস্ট এর বাইরে আরো বাইরের গেস্ট থাকলে তখন আর আমার মনে হয় না, আমি হোটেল এ ঘুরছি, মনে হয় পার্ক এ এসেছি। অবশ্য এটাও বুজতে হয়, এই শহরটা একদম টুরিস্টদের জন্য শহর না, অনেক সময় ব্যবসায় করে টিকে থাকতে হলে অনেক ধরণের অপশন খোলা রাখতে হয়।
    আমরা এবার ওয়াটার পার্ক এর দিকে যাই, যেহেতু আমাদের এন্ট্রি ফ্রী। তাই সেখানে একটু সময় পাস করাই যায়। ওয়াটার পার্ক এ কয়েকটা রাইড আছে, আমার কাছে মনে হয়েছে এখানে বড়দের চাইতে বাচ্চাদের জন্য রাইড বেশি। বড়রা বাচ্চাদের সাথে একটু টাইম পাস করলো আরকি। তেমন কোন গেস্ট ওয়াটার পার্ক এ দেখলাম না। ২-৩ টা পরিবার চোখে পরেছিল। হেঁটে হেঁটে ফিরে আসে হোটেল এর দিকে। লম্বা একটা লেক আছে, এখানে বোট রাইড এর ব্যবস্থা আছে। বোট রাইড আপনার অবশ্যই ভালো লাগবে। সাথে ছোট বেবি থাকলে অনেক সময়ই অনেক কিছু ভেবে অনেক এক্তিভিটি থেকে দূরে থাকতে হয়। হোটেল জোনটা ঘোরার জন্য এই ট্রেনটা আছে, খুব সুন্দর লেগেছে আমার। সাইকেল নিয়েও বেড়াতে পারবেন। বাচ্চাদের জন্য ইনডোর গেম এর ব্যবস্থা আছে। রেস্টুরেন্ট ও কফি শপে বাইরের গেস্টরা বেশি সময় কাটায়। দ্বিতীয় তলায় সুইমিং পুল আছে। জীম এ দেখলাম অনেকেই ব্যায়াম করছি। মনে হয় মাসিক ফি দিয়ে এখানে জিম করে অনেকে তাই ভিতরে গিয়ে আর ভিডিও করি নি। এখানে আসার আগে আমার কাছে মনে হয়েছে, এরিয়াটা মনে হয় অনেক বড়, আসার পর বুঝেছি তেমন বড় না।
    Momo Inn থেকে আজ বিদায় নেয়ার পালা। সকাল বেলা আমিরাহ কে ছেড়ে দিয়েছি একটু দৌড়াদৌড়ি করতে। সব মিলিয়ে আমার মনে হয় না, আর এখানে আসবো। কিন্তু লবি আর বাইরে আমিরাহ দৌড়াতে অনেক পছন্দ করেছে তাই তাকে দৌড়াতে দিয়েছি। টুরিস্ট হিসেবে যতটুকু পেরেছি বগুরাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণা দিন যেন অন্য শহরে গিয়ে আবার টাকা খরচ করতে পারি। দেখা হবে পরের ভিডিওতে।
    ‪@CholJaibyMM‬ || Moshiur Monty
    #bogura #bangladeshivlog #bangladeshivlogger
    KEYWORDS
    momo inn bogura, momo inn, tour vlog, 5 star hotel, hotel review, budget 5 star hotel, momo inn 5 star hotel, bogura 5 star resort, 5 star resort in bangladesh, hotel and resort bogra, momoin park room price, 5 star hotel in bangladesh, momo inn water park vlog, bogura 5 star hotel, 5 star hotel in bogra, উত্তরবঙ্গের একমাত্র 5 star, momo inn park, মম ইন বগুড়া, মমো ইন ইকো পার্ক বগুড়া, five star resort in bogra, bogura, momo inn hotel and resort, bogra momo in hotel,

ความคิดเห็น • 5

  • @CholJaibyMM
    @CholJaibyMM  28 วันที่ผ่านมา

    Bogura Travel Vlog - প্রথমবার বগুড়া ২রাত থাকার অভিজ্ঞতা
    দেখুন - th-cam.com/video/y7DumegyaWc/w-d-xo.html

  • @Yoursfariy_X
    @Yoursfariy_X 6 วันที่ผ่านมา

    Momo Inn এ কি খাবার Momo পাওয়া যায়?বললে ভালো হতো।

    • @CholJaibyMM
      @CholJaibyMM  5 วันที่ผ่านมา

      Bairer stall gulo te paoa jete pare, sure na.
      Momo inn er restaurant ae paoa jay na.

    • @Yoursfariy_X
      @Yoursfariy_X 4 วันที่ผ่านมา

      @@CholJaibyMM হা হা,মোমো ইন এ মোমো নিয়েই sure না,😅এমনিতেই বলছিলাম,We Will Go There soon.

    • @CholJaibyMM
      @CholJaibyMM  2 วันที่ผ่านมา

      😝