হাঁ, খুব সুন্দর হয়েছে চাম্বা সফর। আপনার ক্যামেরার লেন্সে এ ধরা সূর্যাস্ত অনবদ্য। এই একই দৃশ্য এক-এক জায়গায় এক এক রকম। পাহাড়ি পরিবারের অতিথি বৎসলতা দেখে মুগ্ধ হলাম। যে কোন পর্যটন কেন্দ্রে 2/1 দিন থেকে দেখলে সত্যিই খুব ভাল লাগে । আপনার চাম্বা সফর সার্থক। অসাধারণ ভিডিও। খুব ভাল হয়েছে ভাই। ❤
আমি গত মাসেই ঘুরে এলাম উত্তরাখন্ড থেকে।। ওখানকার রসগোল্লা খেলে ভুলে যেতেন আপনি বাঙালি। সে এক অদ্ভুত স্বাদ।। মোরব্বার মতো খেতে।। তবে ওখানকার লাউ রাগী আর শ্যামাচালের বরফি খুব টেস্টি।।
উত্তরাখণ্ড আমি হাতের তালুর মতো করে চিনি। প্রচুর ঘুরেছি এবং স্থানীয় খাবার খেয়ে দেখেছি। কিন্তু রসগোল্লার স্বাদ কলকাতার থেকে কোথাও ভালো পাইনি। গোটা ভারত ঘুরেই একথা বলছি। রসের মিস্টিতে বাংলা সেরা। 🙂
সত্যি অনবদ২ সূর্যাস্ত • মন উতলাকরা • আর অবাক করা মিস্টির দোকানটি 👌👌• আর সেই পরিবারটির জন্য রইল আমাদের শ্রদ্ধা • ,শুধু একটা বিষয় চোখে পীড়া দেয় তাহলো বহুতলের সমাবেশ • আগে এরা ছিল নাতো পাহাড়টা পাহাড়ের মতো থাকতো • চাম্বাকে চিনিয়ে দিলেন ধন্যবাদ আপনাদের 🙏
আমরা চাম্বা গেছি, যমুনোত্রি থেকে ফেরার পথে। বেশ অভিজ্ঞতা, সকাল সকাল বেরুলাম আর চাম্বা এলাম সন্ধ্যে বেলা, রাস্তায় ধ্বস। GMVN এর TRH এ উঠে ছিলাম, পরের দিন সকালে TRH এর Maneger বাবুর ছোটট মেয়ের সাথে আলাপ সেরে নিয়ে তারপর তেহেরি তে নৌকা বিহার পরে ঋষিকেশ। আপনি আবার সব মনে করিয়ে দিলেন। অনেক অনেক ধন্যবাদ। আপনার ভিডিও খুব ভালো লেগেছে।
Chinu Da, Excellent Sunset presentation. Beautiful information & explore Durgamata Temple.. Try to visit Chamba & Tehri Dam at the time return from Uttarkashi. Offcourse you are different than others. Always with you since 2019. Be safe & healthy. All the best. Thanks. With Regards.... B.Majumdar.
Amazingly beautiful post.
@@BhowaniporeKol Thanks. Keep watching.
অসাধারণ উপহার দিলেন এর বেশী বলার ভাষা নেই
@@BiswajitGoswami-dm8ic ধন্যবাদ।
হাঁ, খুব সুন্দর হয়েছে চাম্বা সফর। আপনার ক্যামেরার লেন্সে এ ধরা সূর্যাস্ত অনবদ্য। এই একই দৃশ্য এক-এক জায়গায় এক এক রকম। পাহাড়ি পরিবারের অতিথি বৎসলতা দেখে মুগ্ধ হলাম। যে কোন পর্যটন কেন্দ্রে 2/1 দিন থেকে দেখলে সত্যিই খুব ভাল লাগে । আপনার চাম্বা সফর সার্থক। অসাধারণ ভিডিও। খুব ভাল হয়েছে ভাই। ❤
@@arundhatidatta3895 চাম্বা খুব সুন্দর শহর। গিয়ে থাকবেন ভালো লাগবে।
Thanks Dadabhai.
ধন্যবাদ
Beautifully videographed 'the sun's fiery kiss to the night'. Hospitality of the Garhwal family is really captivating.
@@samarde Yes,dada, it was heart touching.
very good. bhalo hoyeche video ta.
@@amitavabandyopadhyay9150 ধন্যবাদ।
Pahar ghera 'Chamba' khub sundor...barandai bose surjasto dekha, darun byapar!
@@trishnamitra6494 ধন্যবাদ। 👍
খুব ভালো লাগলো।।।
@@subhasishmondal489 ধন্যবাদ।
দাদা খুব ভাল লাগল
@@mrinalghosh3545 ধন্যবাদ।
Ki sundor Chamba sahir ta. Amader modhya sab manush e aache. Bhalo aache abar mando aache. Jar bari theke Sunset dekhalena . Chambar market kato baro ar kato rakam misti dekhalen. khub bhalo laglo 👍
@@ilaroy1170 হ্যাঁ,চাম্বা শহর এবং শহরের মানুষগুলোও সুন্দর। ধন্যবাদ।
খুব ভালো লাগলো ❤
@@Abhijit_Dasgupta ধন্যবাদ। ❤️
আমি গত মাসেই ঘুরে এলাম উত্তরাখন্ড থেকে।। ওখানকার রসগোল্লা খেলে ভুলে যেতেন আপনি বাঙালি। সে এক অদ্ভুত স্বাদ।। মোরব্বার মতো খেতে।। তবে ওখানকার লাউ রাগী আর শ্যামাচালের বরফি খুব টেস্টি।।
উত্তরাখণ্ড আমি হাতের তালুর মতো করে চিনি। প্রচুর ঘুরেছি এবং স্থানীয় খাবার খেয়ে দেখেছি। কিন্তু রসগোল্লার স্বাদ কলকাতার থেকে কোথাও ভালো পাইনি। গোটা ভারত ঘুরেই একথা বলছি। রসের মিস্টিতে বাংলা সেরা। 🙂
সত্যি অনবদ২ সূর্যাস্ত • মন উতলাকরা • আর অবাক করা মিস্টির দোকানটি 👌👌• আর সেই পরিবারটির জন্য রইল আমাদের শ্রদ্ধা • ,শুধু একটা বিষয় চোখে পীড়া দেয় তাহলো বহুতলের সমাবেশ • আগে এরা ছিল নাতো পাহাড়টা পাহাড়ের মতো থাকতো • চাম্বাকে চিনিয়ে দিলেন ধন্যবাদ আপনাদের 🙏
@@sutapachakravarti4841 আসলে শহরের নিয়ম হল বিস্তার। সময়ের সঙ্গে সঙ্গে শহর বাড়তে থাকে। সভ্যতার বিকাশ চোখে দেখা যাবেই।
@@chinu3981 👌
খুবই সুন্দর, বেশ ভাল লাগল
@@tapanchakraborty3575 ধন্যবাদ। 🙏
অপূর্ব সুন্দর লাগলো
@@pallabmondal9454 ধন্যবাদ।
আমরা চাম্বা গেছি, যমুনোত্রি থেকে ফেরার পথে। বেশ অভিজ্ঞতা, সকাল সকাল বেরুলাম আর চাম্বা এলাম সন্ধ্যে বেলা, রাস্তায় ধ্বস। GMVN এর TRH এ উঠে ছিলাম, পরের দিন সকালে TRH এর Maneger বাবুর ছোটট মেয়ের সাথে আলাপ সেরে নিয়ে তারপর তেহেরি তে নৌকা বিহার পরে ঋষিকেশ। আপনি আবার সব মনে করিয়ে দিলেন। অনেক অনেক ধন্যবাদ। আপনার ভিডিও খুব ভালো লেগেছে।
@@basabkumarpatra2513 তেহরির দিকটা খুব সুন্দর।
চামবার কথা জেনেছিলাম Umaprosad Mukherjeeর লেখায় সেই চামবা কে আপনি চোখের সামনে হাজির করলেন
@@BiswajitGoswami-dm8ic কাজগুলো থাকুক। বাঙালির কাছে এই জায়গাগুলো তাই তুলে ধরি।
apurbo maayer mandir, Joy Maa, paharer pichone asadharon ak surjasto, Garhwali bhadromahilar apurbo atitheyota mon bhoriye day, raater pahar jano alor malay seje utheche , Chamotkar Chamba
@@abhishekghoshal6053 ধন্যবাদ। 👍
❤
@@supriyaghosh1549 🥰🥰🥰
❤🙏❤
@@ajantaghosh1220 🥰🥰🥰
Chinu Da, Excellent Sunset presentation. Beautiful information & explore Durgamata Temple.. Try to visit Chamba & Tehri Dam at the time return from Uttarkashi. Offcourse you are different than others. Always with you since 2019. Be safe & healthy. All the best. Thanks. With Regards.... B.Majumdar.
@@balarammajumdar8864 Thank you Balaramda for your kind support & valuable comment.
Besh ghurlam Chamba shohor. Porer tar opekkhay =oilam
@@satinathgoswami7426 পেয়ে যাবেন। 🙂
Paharer koley surya sasto jachcha cha khetay khetay apurba drisss, rater sahar Chamba dekhiyachen.
@@ProdipMondal-zj2vk ধন্যবাদ। 🙏
it is request -pl mention day date in the starting of the video, thank you.
@@pranabpal1489 Watch the series inorderly. Don't go by episode wise. Mentioned everything.
আমিও চেম্বার ওপর দিয়ে ঘুরে এসেছি কিন্তু থাকা হয় নি। তবে তেহেরী ডাম্প দেখে এসেছি।
থাকলে একটা জায়গাকে আরও ভালো করে অনুভব করা যায়। পরের বার গিয়ে থাকবেন। ভালো লাগবে।
ওপর দিয়ে গিয়েছি, থাকিনি কখনো...
@@rajaabhishek5410 থাকবেন ভালো লাগবে। বাঙালি চাম্বাকে এক্সপ্লোর করুক। সেই জন্যই তুলে ধরলাম জায়গাটাকে।
কোন হোটেল নিয়েছিলেন?? যদি নম্বর টা দেন।
@@saurabhmajumdar75 এখানে ভিড় হয় না। হোটেল পেয়ে যাবেন। অনেক হোটেল আছে।
Pronunciation ta 'CHAAMBA' na !! Its 'Cha' pronounced as Bengali 'Cho' and then add 'mba' - "Chamba"
@@007devc it's Chamba. 🙂