রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।আমি তোমার মায়ের মত।তাই তুমি করে বললাম।তোমার ব্লগ গুলি আমার খুব ভালো লাগে।সেই সঙ্গে তোমার সুন্দর ঐতি হাসিক বর্ণনা মুগ্ধ করে।আমি রাজ স্থান গেছি।জয় পুর ও গেছি।মাউন্ট আবু ও গেছি।আমার খুব ভালো লেগেছিলো।আর একবার যাবার ইচ্ছা আছে।কিন্তু বয়স বাধা হয়ে দাঁড়াচ্ছে।
আপনার জন্যই এতোসুন্দর প্রাসাদ ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছি। আপনার বাংলা ভাষার তুলনা হয় না। প্রচুর জ্ঞানের ভান্ডার আপনার ভিতরে রয়েছে। খুবই জ্ঞানী একজন মানুষ আপনি। আপনি সুস্থ ও ভালো থাকবেন। আমার মন ভরে গেছে আপনার ভাষা জ্ঞান দেখে।
আপনার সবগুলো ভিডিও দেখি আমি। আমি ইসলামের ইতিহাস সংস্কৃতির একজন স্টুডেন্ট তাই আমার পড়াশোনার জন্য কাজে লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে উপস্থাপন এর জন্য।
অসাধারণ মনোমুগ্ধকর বর্ননা এবং দৃশ্য দেখতে দেখতে এক সময় আমি ও যেন কখন জয়পুর পৌঁছে গিয়েছি, ধন্যবাদ ভাই, আপনি আগিয়ে চলুন আপনার উপস্থাপন এবং ভাষা খুব সুন্দর।
আজ তারা কোথায় 😢 কিসের জন্য এত অহংকার। বাড়ি গাড়ি করার জন্য আমরা কতো কিনা করি। সবি পড়ে রবে এমনি। হায় আফসোস 😢এখন এই বাড়ি টি বেবহার করার জন্য কেউ নেই। পৃথিবীতে থাকবে শুধই ভালো কাজ। আসুন আমরা জেন সবাই ইমান ও আমল নিয়ে আল্লাহর কাছে জেতে পারি।
আপনার ভাষা ও তার উপস্থাপনা খুবই সুন্দর। শুধু দেখালেই হয় না presentation টাই আসল।মোঘল বা রাজপূত রাজা বাদশা দের ভোগবিলাসী জীবন আর একদিকে কত কান্না কত শ্রম আঁকা রয়েছে ওই ঘরগুলোর ভিতরে। কী শিল্পকলা।হায়দ্রাবাদ এর নিজাম বা টিপু সুলতান এর ভিডিও করুন।ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা এক নবাব। ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
সব মিলিয়ে বিশেষ করে শেষ টা ছিলো অসম্ভব সুন্দর । সত্যিসত্যিই মনটা কখন যেন তিনশো বছর আগে ফিরে গিয়েছিল । আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এ-তো সুন্দর একটা প্রতি বেদনের জন্য
অসাধারণ, আমি রাজপ্রাসাদ দেখে আপ্লুত,কত অজানা তথ্য জানলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনার ভিডিও ,উপস্থাপনা অতি সুন্দর।মনে হচ্ছে আমি সঙ্গে সঙ্গে ঘুরে দেখছি।সম্ঋদ্ধ হলাম।
তোমার ভিডিও খুব ভালো লাগে ভাই। এত তথ্য দিয়ে সুন্দর করে বলো মনে হয় আমি যেনো নিজের চোখে দেখছি। খুব ভালো থাকো আর এভাবেই আমাদের ইতিহাস এর সাথে পরিচয় করাও।
মাশাল্লাহ, তিনশ বছর আগের তৈরি রাজপ্রাসাদ দেখতে মনে হচ্ছে যেন এই বছর ই তৈরী করা হয়েছে এটি।🥰অসম্ভব সুন্দর এই প্রাসাদের সবকিছু।😮 যেমন সুন্দর প্রাসাদ তেমনি সুন্দর আপনার বর্ণনা ও।ধন্যবাদ আপনাকে অনেক।😍
অসম্ভব সুন্দর, সব মিলিয়ে অসাধারণ! যেমন সুন্দর স্হাপনা তেমন সুন্দর আপনার সুমধুর কন্ঠস্বরে ব্যবহৃত ভাষা শৈলী ও উপস্থাপন। দারুণ ভাইয়া খুবই মনোমুগ্ধকর! আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ থেকে।
❤❤ভালোবাসা অবিরাম রইল,,,মনে লয় আমিও ঘুরে আসি,, এত সুন্দর স্থাপত্য ও পরিবেশ,, এই ভিডিও দেখে মনে একটা প্রশ্ন ঘুরপাক করছে এই ভিডিও দেখি মনে একটা প্রশ্ন ঘুরপাক করছে, পরবর্তী কমেন্টস লিখব, ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন,
ধন্যবাদ মুহতারাম, আপনার মাধ্যমে অনেক মূল্যবান বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, রাজা বাদশা গনের ভবন ও পারিবারিক জীবন রাজনৈতিক জীবনের গল্প সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ দিলে কম হবে, সুস্থ থাকুন শুভকামনা রইলো,
শেষের কিছু কথা বুকে নাডা দিয়ে উঠেছে,, সত্যিই কাছের মানুষ ছাড়া মানুষ কখনও ক্ষতিগ্রস্ত হয় না,, আমি মানুষ কে খুব বিশ্বাস করতাম কিন্তু এখন করিনা আপনার ভিডিওটি দেখে আরো বিশ্বাসহীন হয়ে গেলাম,,, সত্যিই ইতিহাসের পরতে পরতে অবিশ্বাস লুকিয়ে আছে,,
জুবায়ের ভাই ধন্যবাদ , এত সুন্দর জমিদার বাড়ি দেখানোর জন্য , মানুষের সৃষ্টি এত সুন্দর , আল্লাহ পাক জান্নাত না কত সুন্দর , তিন চার শো বছর রাজা মানুষ কত সুন্দর মহল তৈরি করছে, কিন্তু এখন আর আরো আধুনিক কিন্তু এখন হচ্ছে কেন, মহল গুলো দেখে মনে হচ্ছে এখনো নতুন দেখে চোখ ছুয়ে যায়, বরিশাল , বাংলাদেশ থেকে
আমি আপনার সব গুলো ভিডিও দেখেছি। এত দূর গিয়ে এসব দেখার মতো সাধ্য সবার থাকে না। আর আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সবাইকে ইতিহাসের স্মৃতি গুলো ঘুড়িয়ে দেখানোর জন্য আপনার জন্য দোয়া রইল। আপনি যদি এসব ঐতিহ্য না দেখাতেন তাহলে সব সময় অজানাই থেকে যেতো।
Amazing dear brother Subhan Allah brother Allah has created the Humans with the best Of the best brother We can never thank Allah Enough Allah gave so much to people specaily these Kings and Queens 👑❤ Awesome presentation jubair bhai As always Best Advice bhai ❤
ভাই সাহেব, আপনার প্রতিটা ভিডিও খুব সুন্দর। বর্তমানে আমি আপনার সাবস্ক্রাইবার হিসাবে যুক্ত আছি। আরো নতুন নতুন ভিডিও করুন, আরো নতুন ভিডিও উপহার দিন। 💕❤️👍🇧🇩
ধন্যবাদ ভাইয়া অনেক কষ্ট করেছেন আপনি আমাদের কে দেখানোর জন্য,, আমি গরিব মানুষ এতো কিছু চাই না আমার মৃত্যুর আগে ওয়াইফ ছেলে মেয়ের জন্য সুূদু একটা বারি ছোট্ট একটা ঘর করে দিতে যেতে পারলে জীবনটা সার্থক হতো শুধু এইটুকু চাওয়া আল্লাহ তাআলার কাছে আর কিছুই চাইনা সবাই দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সবাইকে
যা কিছুই বলিনা কেন তাই যেন কম হয়ে যাবে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির একজন ছাত্রী আমি ইতিহাস পড়েছি ইতিহাস জানি কিন্তু আপনার ভিডিও দেখে সত্যিই দিন প্রতিদিন অবাকই হচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো এতো ডকুমেন্ট আমাদের উপহার দেওয়ার জন্য
তিনশত বছর আগে ঘর গরম রাখার জন্য ফায়ার প্লেস, চিন্তা করা যায়? কত আধুনিক! আপনার সব ভিডিও গুলো অনেক নিখুঁত, অনেক সুন্দর ভাবে প্রস্তুত করেছেন দর্শক দের জন্য। ধন্যবাদ।
অসাধারণ আপনার কাজ সত্যিই আমার মোন ভোরে গেলো ❤❤। আপনার ভিডিও দেখার জন্য আমি সব সময়ই অপেক্ষায থাকি। আপনি ভালো থাকবেন সুস্থ থাকুন ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আসলে ইউরোপ দেখে ভাবতাম কত বিলাসী জীবন তাদের, ভারতবর্ষ যে এক সময় পৃথিবী বিখ্যাত ছিল তা কেবল বইয়ের পাতায় পড়েছি,আর বাংলাদেশ থাকার কারণে কোন সময় দেখা হয় নাই সে আগেকার অসাধারণ সব ইমারত, তবে বাস্তবে না হলে ও জোবায়ের ভাইয়ের কারনে আমাদের সেই বইয়ের পাতার পড়া গুলো আমার কাছে বাস্তবিক মনে হচ্ছে। ❤❤❤
আপনার ভিডিওর সাথে বলা কথা গুলোও খুব মনোগ্রাহী...ও ব্যাঞ্জনাময়...!! কিছু দার্শনিক তত্ত্বও উল্লেখ করেছেন...খুব সুন্দর...!! তবে আমাদের শাস্ত্র জ্ঞান জানাচ্ছে...কোনো কিছুই চিরস্থায়ী নয়...কোনো কিছুই চিরদিন তোমার বা আমার ইচ্ছা মতো হবে না.. এই জগতে যা কিছুই আছে..তা ভ্রমাত্মক ও মায়াময় যাকিনা মানুষকে বা জীবকে ক্রমাগত নানান প্রলোভনে আচ্ছন্য করে রাখে ও জন্মে জন্মে কেবল নানান দুঃখ্যই ভোগ করায় (যেহেতু মায়াময় "সুখ" মৃত্যতেই সমাপ্ত)....!! আর সমস্ত কিছুই একমাত্র সেই তিনি যার জগৎ তার রহস্যময় ইচ্ছাতেই চলে...কোনো জীবের সাধ্য নেই তার পরিবর্তন ঘটায়...!! এটাই এই জগতের প্রধান সংঘর্ষ্যময় বৈশিষ্ট...!! ধন্যবাদ।
খুবই ভালো একটি উপস্থাপনা, আর উপস্থাপনা করতে দাদা যে অক্লান্ত পরিশ্রম করেছেন , সে বিষয়ে কোনো সন্ধেয় নেই। অসংখ্য বার দোয়া করি উপরালার কাছে আপনার আর পরিবারের শুভর জন্য।
মানুষের বানানো প্রাসাদ যদি এতটা সুন্দর হয়,,,বেহেশত না জানি কতটা সুন্দর ❤❤❤❤❤❤❤❤❤
হোলের বিচি
আল্লাহ তায়ালা ই জানে❤❤❤❤
🎉🎉
এটা মানুষের তৈরি আল্লাহরনা
Beshaq❤ Allahu Alam❤ Allahu Akbar☝🏻
হে আল্লাহ্ তোমার সৃষ্টির সৃষ্টি যদি হয় এতো সুন্দর ,,, না জানি তোমার জান্নাত কতো সুন্দর
thanks
আল্লাহ র জান্নাত কত সুন্দর তা যারা দেখে এসেছে তাদের কাছে জানতে হবে না হলে আপনি নিজে গিয়ে 25:42
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।আমি তোমার মায়ের মত।তাই তুমি করে বললাম।তোমার ব্লগ গুলি আমার খুব ভালো লাগে।সেই সঙ্গে তোমার সুন্দর ঐতি হাসিক বর্ণনা মুগ্ধ করে।আমি রাজ স্থান গেছি।জয় পুর ও গেছি।মাউন্ট আবু ও গেছি।আমার খুব ভালো লেগেছিলো।আর একবার যাবার ইচ্ছা আছে।কিন্তু বয়স বাধা হয়ে দাঁড়াচ্ছে।
অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল
)) like 😊
আহারে! বিলাসী মানুষ গুলো আর নেই।এই দুনিয়া মন ভুলানো খেলনা মাত্র। চিরস্থায়ী জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত। মহান আল্লাহ পাক আমাদেরকে সহীহ বুঝ দান করুন।
thank you
একদম রাইট আপু
আমিন
Ameen
সর্বকালেই ঘরের শত্রু বিভীষণ।
মানুষের বানানো জিনিস জদি এতো সুন্দর হয় নাজানি আমার আল্লাহর বানানো বেহেশত কতো শুনদুর
অনেক ধন্যবাদ
আপনার জন্যই এতোসুন্দর প্রাসাদ ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছি। আপনার বাংলা ভাষার তুলনা হয় না। প্রচুর জ্ঞানের ভান্ডার আপনার ভিতরে রয়েছে। খুবই জ্ঞানী একজন মানুষ আপনি। আপনি সুস্থ ও ভালো থাকবেন। আমার মন ভরে গেছে আপনার ভাষা জ্ঞান দেখে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
Right
সুন্দর পরিবেশনা , আমি নাহারগড় ফোর্টেও গেছি ।
এতো সুন্দর ভাবে পরিবেশন করলেন ,আরো ভালো লাগলো ।
আল্লাহ পাক, জুবায়ের ভাইএর হায়াত বাড়িয়ে দিন যেন আমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারেন, আমিন
আমীন
Ameen
5
আপনার সবগুলো ভিডিও দেখি আমি। আমি ইসলামের ইতিহাস সংস্কৃতির একজন স্টুডেন্ট তাই আমার পড়াশোনার জন্য কাজে লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে উপস্থাপন এর জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে
অসাধারণ মনোমুগ্ধকর বর্ননা এবং দৃশ্য দেখতে দেখতে এক সময় আমি ও যেন কখন জয়পুর পৌঁছে গিয়েছি, ধন্যবাদ ভাই, আপনি আগিয়ে চলুন আপনার উপস্থাপন এবং ভাষা খুব সুন্দর।
অনেক অনেক ধন্যবাদ
একমত❤❤❤
ফিলিস্তিনের পক্ষে কে কে আছেন❤❤❤
শুভকামনা
@@bengaldiscoveryi8
Ami
আমি
আমি আছি❤
ধন্যবাদ আপনাকে এত সুন্দর মনমুগ্ধকর প্রাসাদগুলো আমাদেরকে দেখিয়ে দিলেন এবং এর ইতিহাস গুলো বিশ্লেষণ করলেন
ধন্যবাদ আপনাকেও
@@bengaldiscovery😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
এক দম রাইট
আজ তারা কোথায় 😢 কিসের জন্য এত অহংকার। বাড়ি গাড়ি করার জন্য আমরা কতো কিনা করি। সবি পড়ে রবে এমনি। হায় আফসোস 😢এখন এই বাড়ি টি বেবহার করার জন্য কেউ নেই। পৃথিবীতে থাকবে শুধই ভালো কাজ। আসুন আমরা জেন সবাই ইমান ও আমল নিয়ে আল্লাহর কাছে জেতে পারি।
অনেক ধন্যবাদ
হে আরশের মালিক, দুনিয়ার সৃষ্টি এতো সুন্দর, না জানি আপনার জান্নাত কত সুন্দর
অনেক ধন্যবাদ
❤❤
মানুষের তৈরি মহল এমন আশ্চর্য হলে আল্লাহর প্রসাদ জান্নাত কেমন হবে কল্পনাই করা যায়না
❤😊😊
অনেক ধন্যবাদ
501 রুমের মত সুন্দর হবে
আপনার ভাষা ও তার উপস্থাপনা খুবই সুন্দর। শুধু দেখালেই হয় না presentation টাই আসল।মোঘল বা রাজপূত রাজা বাদশা দের ভোগবিলাসী জীবন আর একদিকে কত কান্না কত শ্রম আঁকা রয়েছে ওই ঘরগুলোর ভিতরে। কী শিল্পকলা।হায়দ্রাবাদ এর নিজাম বা টিপু সুলতান এর ভিডিও করুন।ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা এক নবাব। ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
অনেক অনেক ধন্যবাদ
সব মিলিয়ে বিশেষ করে শেষ টা ছিলো অসম্ভব সুন্দর । সত্যিসত্যিই মনটা কখন যেন তিনশো বছর আগে ফিরে গিয়েছিল । আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এ-তো সুন্দর একটা প্রতি বেদনের জন্য
oh really
অনেক ধন্যবাদ
অসাধারণ, আমি রাজপ্রাসাদ দেখে আপ্লুত,কত অজানা তথ্য জানলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনার ভিডিও ,উপস্থাপনা অতি সুন্দর।মনে হচ্ছে আমি সঙ্গে সঙ্গে ঘুরে দেখছি।সম্ঋদ্ধ হলাম।
অনেক ধন্যবাদ
তোমার ভিডিও খুব ভালো লাগে ভাই। এত তথ্য দিয়ে সুন্দর করে বলো মনে হয় আমি যেনো নিজের চোখে দেখছি। খুব ভালো থাকো আর এভাবেই আমাদের ইতিহাস এর সাথে পরিচয় করাও।
অনেক ধন্যবাদ
আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে,,অনেক কিছু জানলাম ইতিহাসের।খুব সুন্দর ভিডিও
অনেক অনেক ধন্যবাদ
মানুষের তৈরী যাই হোক আশ্চর্য্য হওয়ার কিছু নাই কারণ সেই মানুষগুলো কে যিনি সৃষ্ঠি করেছেন তিনি কিরুপ আশ্চর্য্য🤲🤲
thanks
ঘরের মধ্যে বোরকা পরে বসে থাকুন।জান্নাতে যেতে পারবেন।
অসাধারণ গলা। মনোরম দৃশ্য। ভালো লাগলো বাবা তোমার প্রতিটি ভিডিও সুন্দর। ভালো থাক।সুস্থ থাক।❤
অনেক ধন্যবাদ
মাশাল্লাহ, তিনশ বছর আগের তৈরি রাজপ্রাসাদ দেখতে মনে হচ্ছে যেন এই বছর ই তৈরী করা হয়েছে এটি।🥰অসম্ভব সুন্দর এই প্রাসাদের সবকিছু।😮
যেমন সুন্দর প্রাসাদ তেমনি সুন্দর আপনার বর্ণনা ও।ধন্যবাদ আপনাকে অনেক।😍
অনেক ধন্যবাদ আপু
@@bengaldiscoveryHB ji
খুব সুন্দর ভাবে দেখিয়েছেন।ধন্যবাদ।আমার ও এই দুর্গ টি জয়পুর এর মধ্যে কেন জানি না সবথেকে ভালো লাগে।
অনেক ধন্যবাদ
আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি " কারণ ইতিহাস জানতে শুনতে আমার আগ্রহ অনেক বেশি"
আমি নিজেও ইতিহাসের ছাত্র 🖤
অনেক ধন্যবাদ আপনাকে
আল্লাহ এমন বাড়ি কি বানাতে পারে?
@@sanjoyroy5139 অবশ্যই পারেন,যিনি পৃথিবী এবং আসমানসহ সবকিছু সৃষ্টি করেছেন তার কাছে তো এটা কিছুই না।
আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে সঠিক বুঝ দান করুক দান
আমরা আগে অনেক কিছু শুনেছি বা বইয়ের মধ্যে পড়েছি কিন্তু এখন মিডিয়ার বদৌলতে তা চোখে দেখতে পারছি ধন্যবাদ এই সমস্ত ইউটিবারদের।
শুভ কামনা
মনোমুগ্ধকর! আপনার উপস্থাপন আসলেই অসাধারণ!
অনেক অনেক ধন্যবাদ
নয়টি রানীর নয়টি বেডরোম কথাটি সঠিক ভাষা হলো না,নয়জন রানীর নয়টি বেডরোম কথাটি সঠিক।সত্যি অপূর্ব সুন্দর!!!
ধন্যবাদ
অপূর্ব! আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের নাহারগড় প্রাসাদের সাথে পরিচয় করে তার আপার কারুকার্য খচিত সৌন্দর্য উপভোগ ও তার ইতিহাস তুলে ধরার জন্য!
ধন্যবাদ আপনাকেও
Accha.okane akn r Kew takena? Tader bogsho nai
ভাল লাগে আপনার ভিডিও গুলো দেখতে।
সাবলীল উপস্থাপন আরও আকর্ষণের কারন।❤
অনেক ধন্যবাদ
চমৎকার বর্ণনা-ভঙ্গি। শেষের মেসেজটা সবার জন্য উপদেশ! ভালো লেগেছে!❤️
অনেক ধন্যবাদ
অসাধারণ সব ইতিহাস তুলে দরার জন্য আপনাকে দন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও
ভিডিওটা দেখে অনেক কিছু জানলাম ও শিখলাম। শেষের কথা গুলো অসাধারণ ও মূল্যবান।খুবই ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ
বরাবরের মতই অসাধারণ/আনকমন দূর্গ দেখালেন ভাই। ধন্যবাদ। আল্লাহ মঙ্গল করুন। আমীন
অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ ভাই। প্রত্নতত্ত ও অতীত ইতিহাস সুন্দর ভাবে তুলে ধরার জন্য।
অনেক ধন্যবাদ
শেষের কথা গুলো বাস্তব আর অনেক মূল্যবান ❤
অনেক ধন্যবাদ
@@bengaldiscovery😊😊p😊😊pp😊😊p😊
P😊
P
অসম্ভব সুন্দর, সব মিলিয়ে অসাধারণ! যেমন সুন্দর স্হাপনা তেমন সুন্দর আপনার সুমধুর কন্ঠস্বরে ব্যবহৃত ভাষা শৈলী ও উপস্থাপন। দারুণ ভাইয়া খুবই মনোমুগ্ধকর! আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ থেকে।
অনেক ধন্যবাদ
মনটা জুড়িয়ে গেল ভাই,এত সুন্দর একটা ভিডিও করার, জন্য আপনাকে ধন্যবাদ ❤❤
অনেক ধন্যবাদ
❤❤ভালোবাসা অবিরাম রইল,,,মনে লয় আমিও ঘুরে আসি,, এত সুন্দর স্থাপত্য ও পরিবেশ,, এই ভিডিও দেখে মনে একটা প্রশ্ন ঘুরপাক করছে এই ভিডিও দেখি মনে একটা প্রশ্ন ঘুরপাক করছে, পরবর্তী কমেন্টস লিখব, ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন,
অনেক ধন্যবাদ
ধন্যবাদ মুহতারাম, আপনার মাধ্যমে অনেক মূল্যবান বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, রাজা বাদশা গনের ভবন ও পারিবারিক জীবন রাজনৈতিক জীবনের গল্প সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ দিলে কম হবে, সুস্থ থাকুন শুভকামনা রইলো,
ধন্যবাদ আপনাকে
আপনার কন্ঠ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর দুবাই থেকে অনেক ধন্যবাদ ভাইয়া ❤❤❤❤❤
অনেক ধন্যবাদ আপু
বাহ্ পুরো ভিডিও টি অসাধারণ শেষের কথা গুলো কলিজায় লাগার মতো এক কথায় অসাধারণ উপস্থাপনা ❤
অনেক ধন্যবাদ
আমি এই প্রথম আপনার ভিডিও দেখলাম। খুব ভালো লাগলো। শেষের কথা গুলো অসাধারণ।
thank you
শেষের কিছু কথা বুকে নাডা দিয়ে উঠেছে,, সত্যিই কাছের মানুষ ছাড়া মানুষ কখনও ক্ষতিগ্রস্ত হয় না,, আমি মানুষ কে খুব বিশ্বাস করতাম কিন্তু এখন করিনা আপনার ভিডিওটি দেখে আরো বিশ্বাসহীন হয়ে গেলাম,,, সত্যিই ইতিহাসের পরতে পরতে অবিশ্বাস লুকিয়ে আছে,,
নিজেকে বিশ্বাস করতে হবে। নিজেকে সম্মান করতে হবে সবার আগে
শেষের কথা গুলো হৃদয় ছুয়ে গেলো ❤❤❤❤
অনেক ধন্যবাদ
Brother, আপনার বুদ্ধিদীপ্ত অসাধারণ উপস্থাপনা অনবদ্য! আরো সুন্দর সুন্দর অট্টালিকার ইতিহাস জানার এবং দর্শনের ইচ্ছা প্রার্থনা করলাম! আপনার মঙ্গল কামনা করি এবং আপনার জীবনে শান্তি বর্ষিত হোক!
thank you
অসাধারণ কণ্ঠস্বর।
ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
thank you
অবাক হতেই হলো একারণে যে, হিন্দু রাজার মহল হলেও কোথাও কোনো মুর্তির চিহ্ন দেখা গেল না।
আছে। আপনি খেয়াল করেননি।
আমি সাধারণত কোন ভিডিওতে কমেন্ট করি না কিন্তু আজ লিখতেই হলো, চমৎকার !
অনেক ধন্যবাদ ভাই
দারুন লাগলো ভাই।প্রতিটা ভিডিও দেখে আপনার পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকি। আশা করি আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবো। ইতিহাস সম্পর্কে আরো জানতে পারবো।
অনেক ধন্যবাদ
আহ আল্লাহর জান্নাত না জানি কতই সুন্দর। সুভানাল্লাহ
ধন্যবাদ
না জানি আল্লাহর জান্নাত কতো সুন্দর।
অনেক ধন্যবাদ
আপনার মাধ্যমে অনেক ইতিহাস জানতে পারি। প্রতিটি ভিডিও লম্বা হলেও দেখতে ভীষণ ভালো লাগে। দারুণ উপভোগ করি।
অনেক অনেক ধন্যবাদ ভাই
এতো বছরের পূরোনো বুঝারি শক্তি নেই মনে মাত্র ই বানানো হয়েছে। অতুলনীয় সুন্দর। ধন্যবাদ।
thank you
মানুষের তৈরী প্রাসাদ যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহর জান্নাত কত সুন্দর হবে
অনেক ধন্যবাদ
পুরো ভিডিও টার সাথে শেষের কথা গুলোও খুব ভালো লাগলো,,ধন্যবাদ,
শুভকামনা
কি বলবো ভাইয়া কিছু ক্ষনের জন্য আমি যেনো হারিয়ে গিয়েছিলাম অন্য এক রুপকথার জগতে সত্যি অনেক সুন্দর লাগলো আপনার ভিডিও
আপনার ভিডিও আরো দেখতে চাই
অনেক ধন্যবাদ
Eto sundor...... Mon jurie gelo karu kaj dekhe. Thanks bhai.
welcome
ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ স্যার। আপনি সেরাদের সেরা।
অনেক অনেক ধন্যবাদ ভাই
অজানা তথ্য পরিবেশন করলেন। আরো এরকম অজানা তথ্য পরিবেশন করবেন আশা করি।
ধন্যবাদ
ইনশাল্লাহ
উপস্থাপনা অনেক সুন্দর
Thank you
মাশাল্লাহ আপনার উপস্থাপনা ছিল একদম শোনার মত,
অনেক ধন্যবাদ
অসাধারণ উপস্থাপনা, ধন্যবাদ।
ধন্যবাদ
জুবায়ের ভাই ধন্যবাদ , এত সুন্দর জমিদার বাড়ি দেখানোর জন্য , মানুষের সৃষ্টি এত সুন্দর , আল্লাহ পাক জান্নাত না কত সুন্দর , তিন চার শো বছর রাজা মানুষ কত সুন্দর মহল তৈরি করছে, কিন্তু এখন আর আরো আধুনিক কিন্তু এখন হচ্ছে কেন, মহল গুলো দেখে মনে হচ্ছে এখনো নতুন দেখে চোখ ছুয়ে যায়, বরিশাল , বাংলাদেশ থেকে
অনেক ধন্যবাদ ভাই
এটা রাজ বাড়ি, জমিদার বাড়ি নয়
আমি আপনার সব গুলো ভিডিও দেখেছি। এত দূর গিয়ে এসব দেখার মতো সাধ্য সবার থাকে না। আর আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সবাইকে ইতিহাসের স্মৃতি গুলো ঘুড়িয়ে দেখানোর জন্য
আপনার জন্য দোয়া রইল। আপনি যদি এসব ঐতিহ্য না দেখাতেন তাহলে সব সময় অজানাই থেকে যেতো।
অনেক ধন্যবাদ
এরকম ভিডিও আরো চাই ভাইয়া,খুব ভাল লাগলো। বাংলাদেশ থেকে দেখছি
অনেক ধন্যবাদ
মাশা-আল্লাহ দেখতে খুব সুন্দর কিন্তু নতুন করে সাজিয়ে রং করা হয়েছে নাকি তেমন কিছু আমি বুঝতে পারছি না
অধিকাংশটিই নুতন রং নয়।
@@bengaldiscovery আছে তো তাই না
সংস্কারের কথা ভিডিওতে বলেছি তো
@@bengaldiscovery খেয়াল করি নাই আবার নতুন করে ভিডিও দেখলে বুঝতে পার মনি
শেষের কথাগুলো অসাধারণ দারুন সত্য। ধন্যবাদ এতো সুন্দর তথ্য বহুল বর্ননা দেবার জন্য।
অনেক ধন্যবাদ
আপনার ভিডিও এর বর্ণনা এতোটাই সাবলীল একবার দেখা আরম্ভ করলে সিকোয়েন্স টেনে নিয়ে যাবে শেষ পর্যন্ত,,আপনাকে ধন্যবাদ ❤
অনেক ধন্যবাদ
যিনি ইঞ্জিনিয়ারের ভূমিকায় কাজ করেছেন, তাকে সহস্রবার প্রণাম জানাই। তাদের থেকে আজীবন শিক্ষা নিতে হবে।
ধন্যবাদ আপনাকে
অনেক তথ্যবহুল ভিডিও। অসংখ্য ধন্যবাদ, বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩🇧🇩
ধন্যবাদ আপনাকে
Amazing dear brother
Subhan Allah brother
Allah has created the
Humans with the best
Of the best brother
We can never thank
Allah Enough
Allah gave so much to people specaily these Kings and Queens 👑❤
Awesome presentation jubair bhai As always
Best Advice bhai ❤
অনেক ধন্যবাদ
অসাধারণ একটা ভিডিও ❤ শুভ কামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ
১ মাস থেকে আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে ❤
কৃতজ্ঞতা প্রকাশ করছি
ভাই সাহেব, আপনার প্রতিটা ভিডিও খুব সুন্দর। বর্তমানে আমি আপনার সাবস্ক্রাইবার হিসাবে যুক্ত আছি। আরো নতুন নতুন ভিডিও করুন, আরো নতুন ভিডিও উপহার দিন। 💕❤️👍🇧🇩
বেঙ্গল ডিসকভারি পরিবারে আপনাকে স্বাগতম
ধন্যবাদ ভাইয়া অনেক কষ্ট করেছেন আপনি আমাদের কে দেখানোর জন্য,, আমি গরিব মানুষ এতো কিছু চাই না আমার মৃত্যুর আগে ওয়াইফ ছেলে মেয়ের জন্য সুূদু একটা বারি ছোট্ট একটা ঘর করে দিতে যেতে পারলে জীবনটা সার্থক হতো শুধু এইটুকু চাওয়া আল্লাহ তাআলার কাছে আর কিছুই চাইনা সবাই দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সবাইকে
অনেক অনেক শুভ কামনা
Mukdho hoye dekh silam,300 bosor ager Rajar bari dekhe dhonnobad.Specifically apnar bornona excellent. Many thanks.
শুভকামনা আপনার জন্য
যা কিছুই বলিনা কেন তাই যেন কম হয়ে যাবে
আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির একজন ছাত্রী
আমি ইতিহাস পড়েছি ইতিহাস জানি কিন্তু আপনার ভিডিও দেখে সত্যিই দিন প্রতিদিন অবাকই হচ্ছি
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
এতো এতো ডকুমেন্ট আমাদের উপহার দেওয়ার জন্য
শুভকামনা আপনার জন্য
এই পৃথিবীতে মানুষ সব চেয়ে বেশি মূল্য হীন।সব ই আছে শুধু মানুষ গুলো নেই্।
ভাই আপনার কথা বলার স্টাইল অনেক সুন্দর ❤😊
অনেক ধন্যবাদ
এতো কিছুর মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপন জনেরাই বিশ্বাস ঘাতকতা করে।সেটা আমি হারে হারে টের পেয়েছি
শুভকামনা আপনার জন্য
তিনশত বছর আগে ঘর গরম রাখার জন্য ফায়ার প্লেস, চিন্তা করা যায়? কত আধুনিক! আপনার সব ভিডিও গুলো অনেক নিখুঁত, অনেক সুন্দর ভাবে প্রস্তুত করেছেন দর্শক দের জন্য। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ
এই বিলাসিতা দেখে আমি জ্ঞ্যান হারিয়েছি😂
অনেক ধন্যবাদ
সত্যিই মনোমুগ্ধকর। অসাধারণ দেখে চোখ জুড়িয়ে যায়।
ধন্যবাদ আপনাকে
অসাধারণ আপনার কাজ সত্যিই আমার মোন ভোরে গেলো ❤❤। আপনার ভিডিও দেখার জন্য আমি সব সময়ই অপেক্ষায থাকি। আপনি ভালো থাকবেন সুস্থ থাকুন ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনিও ভালো থাকবেন
ধন্যবাদ ভাই আপনার সর্বশেষ কথাগুলি অনেক মূল্যবান ও গুরুত্বপুর্ন ❤
অনেক ধন্যবাদ
আসলে ইউরোপ দেখে ভাবতাম কত বিলাসী জীবন তাদের, ভারতবর্ষ যে এক সময় পৃথিবী বিখ্যাত ছিল তা কেবল বইয়ের পাতায় পড়েছি,আর বাংলাদেশ থাকার কারণে কোন সময় দেখা হয় নাই সে আগেকার অসাধারণ সব ইমারত, তবে বাস্তবে না হলে ও জোবায়ের ভাইয়ের কারনে আমাদের সেই বইয়ের পাতার পড়া গুলো আমার কাছে বাস্তবিক মনে হচ্ছে। ❤❤❤
অনেক ধন্যবাদ ভাই
India te asar amontron roilo apnake 😊
আপনার ভিডিওর সাথে বলা কথা গুলোও খুব মনোগ্রাহী...ও ব্যাঞ্জনাময়...!!
কিছু দার্শনিক তত্ত্বও উল্লেখ করেছেন...খুব সুন্দর...!!
তবে আমাদের শাস্ত্র জ্ঞান জানাচ্ছে...কোনো কিছুই চিরস্থায়ী নয়...কোনো কিছুই চিরদিন তোমার বা আমার ইচ্ছা মতো হবে না..
এই জগতে যা কিছুই আছে..তা ভ্রমাত্মক ও মায়াময় যাকিনা মানুষকে বা জীবকে ক্রমাগত নানান প্রলোভনে আচ্ছন্য করে রাখে ও জন্মে জন্মে কেবল নানান দুঃখ্যই ভোগ করায় (যেহেতু মায়াময় "সুখ" মৃত্যতেই সমাপ্ত)....!!
আর সমস্ত কিছুই একমাত্র সেই তিনি যার জগৎ তার রহস্যময় ইচ্ছাতেই চলে...কোনো জীবের সাধ্য নেই তার পরিবর্তন ঘটায়...!!
এটাই এই জগতের প্রধান সংঘর্ষ্যময় বৈশিষ্ট...!!
ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন
KHUB sundor sabolil present
অনেক ধন্যবাদ
Excellent video,r apnar presentation video tir soundorjo bere gece,thanks
অনেক ধন্যবাদ
ভাইয়া এই নকশা কি রং তুলি দিয়ে করা নাকি খোদাই করা?
দুটোই আছে
Bangladesh 🇧🇩
Theke dekhtechi vyjan❤
শুভকামনা
Assalamualaiku Vai Ami Apnar Sathe Kaj Korte Chai
কি কাজ?
ঐতিহাসিক ভিডিও আমার কাছে পরম আকর্ষণীয় ৷ খুব ভালো লাগল ৷
thank you
অনেক সুন্দর ❤
Thank you
আগেকার মানুষ, জাইগা,,জিনিসপত্রের বিষয় দেখতে এবং শুনতে আমার খুব ভালো লাগে,,,😊
অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ এই রাজমহল আমার খুব ভালো লাগে ।
অনেক ধন্যবাদ
কেমন আসেন ভাইয়া বাংলা দেশ থেকে
আলহামদুলিল্লাহ
আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
খুবই ভালো একটি উপস্থাপনা, আর উপস্থাপনা করতে দাদা যে অক্লান্ত পরিশ্রম করেছেন , সে বিষয়ে কোনো সন্ধেয় নেই। অসংখ্য বার দোয়া করি উপরালার কাছে আপনার আর পরিবারের শুভর জন্য।
অনেক অনেক ধন্যবাদ
Maan shingher Keller rastai bam dike ki?
যাওয়ার সময় ডান দিকে পড়বে মানসিংয়ের দুর্গ
অসাধারণ সুন্দর এত আগের
অথচ অনেক অনেক সুন্দর কারুকার্য মনমুগ্ধ।
ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ আপনাকেও
খুব ভালো লাগে আপনার কথা বলার ধরন।। সাথে দৃশ্য। সব মিলে অসাধারণ
thank you
অনেক দিন পর আপনার আরেকটি ভিডিও পেলাম ভাইয়া ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও