মহাজ্ঞানী নজরুল সাহেব বুঝতে পেরেছিলেন এই পৃথিবী সম্পূর্ণ অধরা। কারো কৃপায় চলে, সেই শেষ কথা, সেই অন্তিম, সেই জীবনের সারবস্তু। তাই জীবনের অন্তিম লগ্নে তার সশ্রদ্ধ নিবেদন সেই মহান কে। অসংখ্য প্রণাম শিল্পী কে।
হে পরমেশ্বর, তুমিও জান আমার হৃদয়ের অন্তস্থলের প্রানাধিক প্রিয় কবি কাজী নজরুল ইসলাম।বিনম্র চিত্তে করজোড়ে অনন্ত কোটি প্রনাম জানাই কবিকে। শিল্পীকেও জানাই সশ্রদ্ধ প্রনাম।যেমন করে গান রচিত হয়েছে ঠিক সেই রূপেই পরিবেশন করেছেন আপনি ধন্যবাদ আপনাকে।কবি পরমেশ্বরের সাথে সাক্ষাৎ দর্শনে কথা বলতেন এতে সন্দেহের অবকাশ নেই। আদি অনন্ত কালে এ সুরের যেন শেষ নেই। যুগ যুগে স্বমহিমায় ধ্বনিত হবে এই গান। শত সহস্র ধ্রুবতারা আবার জ্বলে উঠুক বিশ্বমাঝারে।হে কবি তুমি বিশ্বের সকল হৃদয়ে পুণঃজাগরিত হও শাওন হিন্দোলে। তুমি নব নব রূপে এসো প্রাণে।তোমারে যে আমি চাহিয়াছি প্রিয় শত রূপে শত বার।প্রনমি তোমারে কবি🙏।ধন্যবাদ।
অত্যন্ত করুন ভাষায় জীবনের উপলব্ধি করেছিলেন, তাই তিনি জীবনের শেষ ইচ্ছা ঈশ্বরই নিবেদন করেছেন। তিনি ছাড়া বিশ্বে কিছু নেই, এটা ওনার গানে পরিশ্রুত হয়ে দেখা দিয়েছে। বিদ্রোহী কবির এই গান চিরন্তর হয়ে বিশ্বে থেকে যাবে, যার তুলনা হয় না। ধন্য হে মহাকবি।
এই গানটি এবং খেলা শেষ হল শেষ হয়নাই বেলা এই গানগুলোতে তিনি বুঝিয়েছিলেন তিনি সাহিত্য সঙ্গীত থেকে বিদায় নিচ্ছেন৷ গানটি আগূ শুনিনি৷ আপনি অত্যন্ত দরদ দিয়ে গাইলেন৷
ki apoorbo. khub bhaalo laaglo. ei prothom ei gaan ta shunlaam. shilpi jini geyechhen onar naam jante paarle bhalo laagbe. khub bhaalo geyechhen. onek onek dhonyobaad.
আপনি যদি একজন সত্যিকারের সংগীত প্রেমী হন, তাহলে কোনভাবেই রবি ঠাকুরের গানকে এভাবে হেয় করতে পারেন না। একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করা সমীচিন নয়। দুই কবির গানের ধারা সম্পুর্ণ দুই রকম। কবি নজরুল বেঁচে থাকলে আপনার এই মন্তব্য দেখে অবশ্যই কষ্ট পেতেন।
নজরুল আমার প্রেম, আবেগ, ভালবাসার নাম। নজরুলের জীবন বোধ অনেক সুক্ষ এবং উচ্চতর ।নজরুল আর রবীন্দ্রনাথের তুলনামূলক বিচার একেবারেই বেমানান। দুই জন দুই মেরুর বাসিন্দা।
মহাজ্ঞানী নজরুল সাহেব বুঝতে পেরেছিলেন এই পৃথিবী সম্পূর্ণ অধরা। কারো কৃপায় চলে, সেই শেষ কথা, সেই অন্তিম, সেই জীবনের সারবস্তু। তাই জীবনের অন্তিম লগ্নে তার সশ্রদ্ধ নিবেদন সেই মহান কে। অসংখ্য প্রণাম শিল্পী কে।
ধন্যবাদ আপনাকে।
হে পরমেশ্বর,
তুমিও জান আমার হৃদয়ের অন্তস্থলের প্রানাধিক প্রিয় কবি কাজী নজরুল ইসলাম।বিনম্র চিত্তে করজোড়ে অনন্ত কোটি প্রনাম জানাই কবিকে। শিল্পীকেও জানাই সশ্রদ্ধ প্রনাম।যেমন করে গান রচিত হয়েছে ঠিক সেই রূপেই পরিবেশন করেছেন আপনি ধন্যবাদ আপনাকে।কবি পরমেশ্বরের সাথে সাক্ষাৎ দর্শনে কথা বলতেন এতে সন্দেহের অবকাশ নেই। আদি অনন্ত কালে এ সুরের যেন শেষ নেই। যুগ যুগে স্বমহিমায় ধ্বনিত হবে এই গান। শত সহস্র ধ্রুবতারা আবার জ্বলে উঠুক বিশ্বমাঝারে।হে কবি তুমি বিশ্বের সকল হৃদয়ে পুণঃজাগরিত হও শাওন হিন্দোলে। তুমি নব নব রূপে এসো প্রাণে।তোমারে যে আমি চাহিয়াছি প্রিয় শত রূপে শত বার।প্রনমি তোমারে কবি🙏।ধন্যবাদ।
thank you
Mashallah.
তোমার অনুপ্রেরণায় উদ্ভাসিত মহাকাল যুগে,
যুগে, ফুটে,শত নতুন ফুল।
ঠিক
আহা কি অপূর্ব রচনা, কতো গভীরে গিয়ে নিজেকে প্রকাশ করা। বাংলা সংগীত ভূবনের অনন্য এক নক্ষত্র ।🙏🙏🙏🙏
thank you
আহা মন ছুঁয়ে যাওয়া, যেমন কথা তেমনি সুর। যোগ্য শিল্পী র মরমী কণ্ঠ। অনেক ধন্যবাদ 🎉
thank you.
সত্যি সত্যিই অসাধারণ এক কালজয়ী স্মরণীয় নজরুল সংগীত!
Yes, thank you
কবি নজরুলের এই গানটি পূর্বে শোনেছি কিনা মনে পরছেনা।মানুষের জীবনের শেষ বেলাকে কি অপুর্ব দক্ষতায়
ফুটিয় তোলা হয়েছে এই গানে।
ঠিক তাই। ধন্যবাদ আপনাকে।
গভীর অনুভূতিতে ভরা এই গান। মনে হয় বারবার শুনি।
ধন্যবাদ
প্রথম শুনলাম এ গানটি এবং আপনার কন্ঠ - অপূর্ব সুর আর গায়কীতে আপ্লূত হলাম দাদা, শুভকামনা।
Thank you
তোমার অনুপ্রেরণায় উদ্ভাসিত মহাকাল যুগে,
যুগে, ফুটে। শত নতুন ফুল
হে কবি,লহ প্রণাম।তোমায় শ্রদ্ধা নিবেদনের ভাষা আমার জানা নেই, আগামী পৃথিবী তোমার আবির্ভাব আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছে।
Thank you
অপূর্ব। আমি এ গান আগে শুনিনি। অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ। আমাদের চ্যানেলে এমন আরো অনেক গান পাবেন কবি নজরুলের। সময় করে চ্যানেল ভিজিট করার আমন্ত্রন।
মন ভরে গেলো!
চোখের পানি ধরে রাখতে
পারলাম না! এ ভাব, এ ভাষা, এ সুর আর হবে না! অমর কবির আত্মার শান্তি প্রার্থনা করছি!
Thank you
131....লাইক দিয়ে শুনলাম। খুব খুব সুন্দর হয়েছে। মনমুগ্ধকর হয়েছে। সাথে আছি আরো শোনার জন্য অপেক্ষায় রইলাম 🎉🎉🎉❤❤❤5:11
Thank you
Prothom shunlam. Khub bhalo geyechhen.
ধন্যবাদ
হে সহস্র ফুলের প্রভু প্রনাম তোমায় 🙏🌿💥
Thank you
Asadharan calectaion antorik srodhya janai ei sundar prayas k sadhubad janai
Thank you
খুব সুন্দর কথা গুলো, আপনি খুবই সুন্দর গেয়েছেন।
ধন্যবাদ।
কবিকে শত কোটি প্রণাম ।
ধন্যবাদ আপনাকে
খুব ভালো লাগলো
ধন্যবাদ।
অসাধারণ
Thank you
আহা কি ভাষার অভিব্যাক্তি
ঠিক তাই৷ ধন্যবাদ।
জীবনের গান বলার ভাষা নাই
সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করে আমাদের সাথে যুক্ত থাকার আহবান।
He Sundar debamanab tomai pronam ❤🙏
ধন্যবাদ৷
নজরুল নজরুল তুলনাহীন ব্যক্তিত্ব,,
অবশ্যই।
অত্যন্ত করুন ভাষায় জীবনের উপলব্ধি করেছিলেন, তাই তিনি জীবনের শেষ ইচ্ছা ঈশ্বরই নিবেদন করেছেন। তিনি ছাড়া বিশ্বে কিছু নেই, এটা ওনার গানে পরিশ্রুত হয়ে দেখা দিয়েছে। বিদ্রোহী কবির এই গান চিরন্তর হয়ে বিশ্বে থেকে যাবে, যার তুলনা হয় না। ধন্য হে মহাকবি।
Thank you for your nice comment.
A ha apurbo
thank you
খুব সুন্দর গাইলেন❤❤মুগ্ধ হয়ে শুনলাম👍👍👍 অনেক শুভেচ্ছা ও শুভকামনা🙏🙏 পাশে রইলাম 👍👍
ধন্যবাদ৷ আমাদের চ্যানেলের অন্য গানগুলোও শোনার আহবান থাকল।
চমৎকার ♥️😢
thank you
এই গানটি এবং খেলা শেষ হল শেষ হয়নাই বেলা এই গানগুলোতে তিনি বুঝিয়েছিলেন তিনি সাহিত্য সঙ্গীত থেকে বিদায় নিচ্ছেন৷ গানটি আগূ শুনিনি৷ আপনি অত্যন্ত দরদ দিয়ে গাইলেন৷
ধন্যবাদ আপনাকে।
হে কবি লহ প্রণাম ।
প্রণাম
Excellent Song. Very Nice.
নিজের জীবনের সমাপ্তির গান নিজেই গেয়ে গেলেন আসলে কবি ছিলেন একজন বড় সাধক নিজের জীবনের পরিণতির কথা তিনি বুঝতে পেরেছিলেন তাইতো তিনি এমন গান রচনা করেছেন
Yes. thank you
আর একটা জনম চাই তোমার তরে, না হয় পরজনমে তোমাকে যেনো পাই।
Thank you for this nice comment.
Bhison bhalo laglo subscribe kore dilam anek bhalo basa❤❤❤❤❤
thank you
এক মহান বিজ্ঞানী।
Yes
😢😢😢😢😢😢
😢😢😢
Apurbo laglo.
Thank you
ki apoorbo. khub bhaalo laaglo. ei prothom ei gaan ta shunlaam. shilpi jini geyechhen onar naam jante paarle bhalo laagbe. khub bhaalo geyechhen. onek onek dhonyobaad.
Thank you. শিল্পীর নাম মানস কুমার দাশ। just click on #manas_kumar_das
যথার্থ উপলব্ধি
কি সুন্দর কথা মালা
thank you
antare e jhar boye jay ,khub 8🎉
Majzoob wali-allah
ধন্যবাদ। ভালোবাসা
Thank you
❤
Thank you
অসাধরন
thank you
❤
Thank you
হে পরওয়ারদিগার কাজী নজরুলকে তুমি ক্ষমা করে দাও, আমিন।
আমিন।
খানকির ছেলে কাজী নজরুল ইসলাম তোর কী পেছন মেরেছে যে তার হয়ে ক্ষমা প্রার্থনা করছিস ? মানুষ হবি কবে রে ? কবে বুঝবি মানুষ কী জিনিস ?
বেয়াদব
ক্ষমা করার মতো কোন অপরাধ তিনি করেছেন।
সুর কে করে ছিলেন ??
definitely poet Nazrul
আজকের দিনে হলে নজরুলের নোবেল মিলতো কারণ ঐ সময় তার লেখা ছিলো ব্রিটিশদের বিরুদ্ধে।
Yes. May be. Poet Nazrul deserve this honor.
This is not AHIR VIRAB .It is JaunpuriRag.
Did we wrote anywhere that this song is in Ahir Bhairav?
কাজি নজরুল ইসলামের হাটুর নীচে রবীন্দ্রনাথের গান
আপনি যদি একজন সত্যিকারের সংগীত প্রেমী হন, তাহলে কোনভাবেই রবি ঠাকুরের গানকে এভাবে হেয় করতে পারেন না। একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করা সমীচিন নয়। দুই কবির গানের ধারা সম্পুর্ণ দুই রকম। কবি নজরুল বেঁচে থাকলে আপনার এই মন্তব্য দেখে অবশ্যই কষ্ট পেতেন।
@@Nazrul_Sangeetকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিক থেকে সঙ্গীত রচনা কাজী নজরুল ইসলাম সাহেবের সঙ্গীত রচনা অনেক বেশি
কাওকে বড়ো ছোট করার অর্থ আমাদের নিজেদের ছোট করা। দুই বাংলার এরা আমাদের সম্পদ। দুজনকে আমার প্রানাম। 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
হাঁটুর নিচে না পায়ের নিচে
নজরুল আমার প্রেম, আবেগ, ভালবাসার নাম। নজরুলের জীবন বোধ অনেক সুক্ষ এবং উচ্চতর ।নজরুল আর রবীন্দ্রনাথের তুলনামূলক বিচার একেবারেই বেমানান। দুই জন দুই মেরুর বাসিন্দা।