জপের সময় ঘুম পেলে কি করতে হবে? একবার শুনে নিন।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.พ. 2024
  • রামকৃষ্ণ পরমহংস গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। রাণী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পৌরোহিত্য গ্রহণের পর বঙ্গীয় তথা ভারতীয় শক্তিবাদের প্রভাবে তিনি কালীর আরাধনা শুরু করেন। তার প্রথম গুরু তন্ত্র ও বৈষ্ণবীয় ভক্তিতত্ত্বজ্ঞা এক সাধিকা। পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত মতে সাধনা করে নির্বিকল্প সমাধি লাভ করেন রামকৃষ্ণ। অন্যান্য ধর্মীয় মতে, বিশেষত ইসলাম ও খ্রিস্টীয় মতে সাধনা তাকে “যত মত, তত পথ” উপলব্ধির জগতে উন্নীত করে।পশ্চিমবঙ্গের আঞ্চলিক গ্রামীণ উপভাষায় ছোটো ছোটো গল্পের মাধ্যমে প্রদত্ত তার ধর্মীয় শিক্ষা সাধারণ জনমানসে বিরাট প্রভাব বিস্তার করে। প্রথাগত দৃষ্টিভঙ্গিতে স্বল্পশিক্ষিত হলেও রামকৃষ্ণ বাঙালি বিদ্বজ্জন সমাজ ও শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের সম্ভ্রম অর্জনে সক্ষম হয়েছিলেন। ১৮৭০-এর দশকের মধ্যভাগ থেকে পাশ্চাত্যশিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবীদের নিকট তিনি হয়ে ওঠেন হিন্দু পুনর্জাগরণের কেন্দ্রীয় চরিত্র। তৎসঙ্গে সংগঠিত করেন একদল অনুগামী, যাঁরা ১৮৮৬ সালে রামকৃষ্ণের প্রয়াণের পর সন্ন্যাস গ্রহণ করে তার কাজ চালিয়ে যান। এঁদেরই মধ্যে প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ।
    ১৮৯৩ সালে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় বিবেকানন্দ তার ধর্মীয় চিন্তাধারাকে পাশ্চাত্যের জনসমক্ষে উপনীত করেন। বিবেকানন্দ যে বিশ্বমানবতাবাদের বার্তা প্রেরণ করেন তা সর্বত্র সমাদৃত হয় এবং তিনিও সকল সমাজের সমর্থন অর্জন করেন। যুক্তরাষ্ট্রে হিন্দু দর্শনের সার্বজনীন সত্য প্রচারের উদ্দেশ্যে তিনি এরপর প্রতিষ্ঠা করেন বেদান্ত সোসাইটি এবং ভারতে রামকৃষ্ণের ধর্মীয় সমণ্বয়বাদ ও “শিবজ্ঞানে জীবসেবা”র আদর্শ বাস্তবায়িত করার জন্য স্থাপনা করেন রামকৃষ্ণ মিশন নামে একটি ধর্মীয় সংস্থা। রামকৃষ্ণ আন্দোলন ভারতের অন্যতম নবজাগরণ আন্দোলনরূপে বিবেচিত হয়। ২০০৮ সাল পর্যন্ত ভারত ও বহির্ভারতে রামকৃষ্ণ মিশনের মোট ১৬৬টি শাখাকেন্দ্র বিদ্যমান। এই সংস্থার প্রধান কার্যালয় পশ্চিমবঙ্গের হাওড়ার বেলুড় মঠে অবস্থিত।
    পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামে ১৮৩৬ সালে এক দরিদ্র ধর্মনিষ্ঠ রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে রামকৃষ্ণ পরমহংসের জন্ম হয়। কামারপুকুর শহরের চাকচিক্য দ্বারা আচ্ছন্ন ছিল না এবং এখানে ধানের ক্ষেত, লম্বা-লম্বা তাল গাছ, রাজকীয় বটগাছ, কয়েকটি হ্রদ এবং দুটি শ্মশান ছিল। তিনি ছিলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর চতুর্থ ও শেষ সন্তান। কথিত আছে, শ্রীরামকৃষ্ণের জন্মের পূর্বে তাঁর পিতামাতার সম্মুখে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছিল। সন্তানসম্ভবা চন্দ্রমণি দেবী দেখেছিলেন শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তাঁর গর্ভে প্রবেশ করছে। তাঁর জন্মের অব্যবহিত পূর্বে গয়ায় তীর্থভ্রমণে গিয়ে ক্ষুদিরাম গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন। সেই কারণে তিনি নবজাতকের নাম রাখেন গদাধর।
    শৈশবে গদাই নামে পরিচিত গদাধর তাঁর গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন। অঙ্কন ও মাটির প্রতিমা নির্মাণে তাঁর ছিল সহজাত দক্ষতা। যদিও প্রথাগত শিক্ষায় তাঁর আদৌ মনোযোগ ছিল না। সেযুগে ব্রাহ্মণসমাজে প্রচলিত সংস্কৃত শিক্ষাকে তিনি “চালকলা-বাঁধা বিদ্যা” (অর্থাৎ পুরোহিতের জীবিকা-উপার্জনী শিক্ষা) বলে উপহাস করেন এবং তা গ্রহণে অস্বীকার করেন। তবে পাঠশালার শিক্ষাব্যবস্থার প্রতি তার ঔদাসিন্য থাকলেও নতুন কিছু শিখতে তার আগ্রহের অন্ত ছিল না। গানবাজনা, কথকতা ও ধর্মীয় উপাখ্যান অবলম্বনে যাত্রাভিনয়ে তিনি অনায়াসে পারদর্শিতা অর্জন করেন। তীর্থযাত্রী, সন্ন্যাসী এবং গ্রাম্য পুরাণকথকদের কথকতা শুনে অতি অল্প বয়সেই পুরাণ, রামায়ণ, মহাভারত ও ভাগবতে ব্যুৎপত্তি অর্জন করেন গদাধর। মাতৃভাষা বাংলায় তার অক্ষরজ্ঞান ছিল; কিন্তু সংস্কৃত অনুধাবনে সক্ষম হলেও সেই ভাষা তিনি বলতে পারতেন না। পুরীর পথে কামারপুকুরে বিশ্রামরত সন্ন্যাসীদের সেবাযত্ন করার সঙ্গে সঙ্গে তাদের ধর্মীয় বিতর্ক মন দিয়ে শুনতেন গদাধর।
    শ্রীরামকৃষ্ণের স্মৃতিচারণা থেকে জানা যায়, ছয়-সাত বছর বয়স থেকেই তার মধ্যে আধ্যাত্মিক ভাবতন্ময়তা দেখা দিত। একবার ধানক্ষেতের পথে চলতে চলতে আকাশে কালো মেঘের পটে সাদা বলাকার সৌন্দর্যে মোহিত হয়ে তিনি বাহ্যজ্ঞানরহিত হন। পরবর্তীকালে তার সেই অবস্থাকে তিনি ব্যাখ্যা করেন এক অনির্বচনীয় আনন্দের অভিজ্ঞতারূপে। বাল্যকালে আরও কয়েকবার তার অনুরূপ ভাবতন্ময়তা দেখা দিয়েছিল - একবার দেবী বিশালাক্ষীর পূজার সময়, আরেকবার শিবরাত্রি উপলক্ষে যাত্রায় শিবের চরিত্রাভিনয়কালে। দশ-বারো বছর বয়স থেকে এই ভাবতন্ময়তা তার নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়।
    ১৮৪৩ সালে পিতৃবিয়োগের পর পরিবারের ভার গ্রহণ করেন তার অগ্রজ রামকুমার। এই ঘটনা গদাধরের মনে গভীর প্রভাব বিস্তার করে। ধর্মীয় জীবনযাপনের ইচ্ছা তার মনে দৃঢ় হয়। পিতার অভাব তাকে মায়ের খুব কাছে নিয়ে আসে; ঘরের কাজ ও গৃহদেবতার পূজাপাঠে তিনি অধিকতর সময় ব্যয় করতে থাকেন; আত্মমগ্ন হয়ে থাকেন ধর্মীয় মহাকাব্য পাঠে।
    গদাধর যখন কিশোর, তখন তার পরিবারের আর্থিক সংকট দেখা দেয়। রামকুমার কলকাতায় একটি সংস্কৃত টোল খোলেন ও পুরোহিতের বৃত্তি গ্রহণ করেন। ১৮৫২ সালে দাদাকে পৌরোহিত্যে সহায়তা করার মানসে গদাধর কলকাতায় পদার্পণ করেন।

ความคิดเห็น • 38

  • @tksarkar7989
    @tksarkar7989 4 หลายเดือนก่อน +1

    জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ ❤🎉।

  • @purnimadutta1087
    @purnimadutta1087 3 หลายเดือนก่อน

    তোমার কথা খুব ভালো লেগেছে

  • @user-nl1wr4xx5m
    @user-nl1wr4xx5m 4 หลายเดือนก่อน +1

    জয় ঠাকুর ❤

  • @anitamukherjee6531
    @anitamukherjee6531 4 หลายเดือนก่อน +1

    Apnakey prothomey dhonnobad janai. Ato sundor korey r ato shraddha nie bolechen tatey amar antar anektai shanto hoye gyalo. Bakita Maa r Thakurer kripa. Apnakey anek anek dhonnobad.

    • @tanushrinaskar5217
      @tanushrinaskar5217  4 หลายเดือนก่อน

      আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর comment করার জন্য।

  • @alankritapaanti8876
    @alankritapaanti8876 4 หลายเดือนก่อน +1

    ❤ জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ

  • @bhaskarchatterjee8137
    @bhaskarchatterjee8137 4 หลายเดือนก่อน +1

    জপ ধ্যান - এর খুব কার্যকরী আর ফলপ্রসূ উপায় বললেন। কোনও মহাপুরুষের কথা শুনতে শুনতে কল্পনায় তা দেখে মন তাতেই আকৃষ্ট করে জপ শুরু করা; তবে তো জপ সরস লাগবে। আপনাকে সশ্রদ্ধ প্রণাম 🙏

    • @tanushrinaskar5217
      @tanushrinaskar5217  4 หลายเดือนก่อน

      খুব ভাল লাগল আপনার কথা শুনে, আশীর্বাদ করুন যেনো মা ar ঠাকুরের কৃপা পাই

  • @shreyaraha805
    @shreyaraha805 5 หลายเดือนก่อน +3

    Khub bhalo laglo

  • @user-zl8ce8ny6i
    @user-zl8ce8ny6i 4 หลายเดือนก่อน +1

    জয় ঠাকুর জয় মা প্রনাম নিও কৃপা কোরো🙏🙏🙏

  • @user-mg6wp2tg7d
    @user-mg6wp2tg7d 4 หลายเดือนก่อน +1

    🙏🙏❤ জয় রামকৃষ্ণ পরমহংস দেব ❤❤

    • @tanushrinaskar5217
      @tanushrinaskar5217  4 หลายเดือนก่อน

      জয়তু শ্রী রামকৃষ্ণ

  • @biswajitmukherjee5130
    @biswajitmukherjee5130 4 หลายเดือนก่อน +1

    জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ ❤

  • @subimalnath132
    @subimalnath132 4 หลายเดือนก่อน +1

    Jay Thakur Ma Swami ji ke amader soto koti pranam

  • @user-dr7ct5ww3w
    @user-dr7ct5ww3w 4 หลายเดือนก่อน +1

    Joy Thakur pronam nio , khub sundor

  • @riyathomas255
    @riyathomas255 4 หลายเดือนก่อน +1

    Joi guru

  • @pinkikarmakar8256
    @pinkikarmakar8256 5 หลายเดือนก่อน +2

    Khub sundar bhabe bujhiye bolechho, Khub bhalo laglo....thakurer aashirbad sobsomoy tomar mathar opore thakuk 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
    Jai Shree Ram Krishna paramhansa dev er joi🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷

    • @tanushrinaskar5217
      @tanushrinaskar5217  5 หลายเดือนก่อน

      আপনাকে অনেক ধন্যবাদ

  • @rinabhowal2220
    @rinabhowal2220 4 หลายเดือนก่อน +1

    জয় ঠাকুর🌺 🌺🌺🌺🌺🙏🙏🙏

  • @namitadutta2295
    @namitadutta2295 4 หลายเดือนก่อน +2

    ঠাকুর মা স্বামীজি আমার প্রণাম নিও 🌻👃🌹👃🌷👃🌺👃🌻👃🌹

  • @sabitanaga7516
    @sabitanaga7516 4 หลายเดือนก่อน

    জয়তু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয়তু শ্রী শ্রী মা সারোদা জয়তু শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ তোমাদের চরণে সশ্রদ্ধ প্রণাম 🙏🙏 খুব ভালো লাগলো আপনাকে ধন্যবাদ দিদি

    • @tanushrinaskar5217
      @tanushrinaskar5217  4 หลายเดือนก่อน

      আপনাকে ও ধন্যবাদ।

  • @nitaipadachakraborty2199
    @nitaipadachakraborty2199 5 หลายเดือนก่อน

    Khub valo laglo, amar prasnor uttor pelam, so much thanks, Didi vai

  • @user-ox9sz6jv3l
    @user-ox9sz6jv3l 4 หลายเดือนก่อน

    প্রনাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব প্রনাম নিও মাগো জগৎ জননী জয় মা সারদা মনি প্রনাম স্বামী বিবেকানন্দজী মহারাজ

  • @kalpanabiawas3126
    @kalpanabiawas3126 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @shreyaraha805
    @shreyaraha805 5 หลายเดือนก่อน

    Asadharon

  • @biswajitmajumder7441
    @biswajitmajumder7441 4 หลายเดือนก่อน +1

    Nice

  • @K-popstar7
    @K-popstar7 5 หลายเดือนก่อน +1

    Darun. Khub bhalo laglo.

  • @jogomayadev7145
    @jogomayadev7145 5 หลายเดือนก่อน +5

    আমি জপ করতে ঘুমিয়ে পড়ি,সমর্পণ করা আর হয় না।