আপনার কথাগুলো শুনে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দরভাবে কথা বলেন আপনি। আপনার মতো কথা বলার খুব ইচ্ছে আমার। কোথাও যেনো শুনেছি কথার মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব ফুটে উঠে।
১. আঞ্চলিকতা পরিহার করতে হবে। ২. সব শব্দের সঠিক উচ্চারণ করতে হবে ; এর জন্য টিভি বা মোবাইলে অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, খবর দেখতে হবে। ৩. মিশ্র ভাষা ব্যবহার করা যাবে না। ৪. চিন্তা করে কথা বলতে হবে। ৫. দুর্বল শব্দ ভান্ডারকে উন্নত করতে বেশি বেশি বই পরতে হবে। বই পড়ার মাধ্যমেই কথা বলা ও Personality অনেক উন্নত হবে। ৬. আত্মবিশ্বাস এর সাথে কথা বলতে হবে, সব জায়গায় কথা বলার অভ্যাস করতে হবে। ৭. সচেতনতার সাথে কথা বলতে হবে ও হাত-পা নাড়ানো যাবে না। Body Straight রাখতে হবে। ৮. অন্যের কথা শুনতে ও বুঝতে হবে। তারপর কথা বলতে হবে। ৯. বিভিন্ন মানুষের কথা, চলাফেরা ও অঙগভঙগি অনুকরণ করতে হবে। ১০. শুধুমাত্র শুদ্ধ উচ্চারণ এবং আত্মবিশ্বাস ও সময় নিয়ে চিন্তা করে কথা বলতে হবে। এটা এখন থেকেই শুরু করতে হবে।
শুকরিয়া প্রিয়। অনেক কিছু জানা ও শেখা হলো আপনার পর্যালোচনা থেকে। যদিও আমি সুসময়ে এই অনলাইন ক্লাস টি দেখি নাই, ২ বছর পরে হলেও অনেক কিছু আহরণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ্।
241122 আপনার লেখা, গলা, তারপর বলবার ভঙ্গি - সবই কিন্তু বেশ সুন্দর। তুলনা মেলাটা সত্যিই ভার! এমন আরও অনেক ভিডিও চাই - কারণ যে কোনও অনুষ্ঠান ঘোষণা, উপস্থাপনা, সন্চালনা, সেমিনার বা টক শোতে আলোচনা - এসবে কান পাতলে বোঝা যায় অনেকেই হয় অসতর্ক, কিংবা ওঁদের জানায় বেশ ঘাটতি। আমাদের মাঝে ছোট-বড়ো, উঁচু-নিচু-মাঝারি - সব গ্রুপেই অনেকের খুব ভয়ানক অবস্থা। অবশ্যই সবার অবস্থা এমন নয়। কেউ কেউ অসম্ভব সুন্দর বাঙলা ইংরেজি বলেন, লেখেনও। চাইলে কিন্তু ওঁদের বলায় বা লেখায় মন দিলেই শুদ্ধটা, সুন্দরটা শিখে নেওয়া যায়! কিন্ত আগ্রহের বোধহয় ভীষণ অভাব। তাই এমন বিষয় নিয়ে আরও অনেক ভিডিও তোয়ের করুন; আর তার ব্যাপক প্রচার-প্রসার নিশ্চিত করুন। সাধ্যানুযায়ী আমাদের স্বার্থে বা প্রয়োজনেই আমরা আপনার পাশে দাঁড়াবার চেষ্টা করবো। অল্প দু’য়েকটা শব্দে বা বাক্যে একটু মনোযোগ দিলে শ্রোতারা উপকৃত হবেন বলে সবিনয়ে মনে করি। চাইলে নিচে দেওয়া ওয়োটসঅ্যাপে কল দিতে পারেন, আগে ছোট্ট একটা টেক্সট পাঠিয়ে রাখলে ভালো হয়। যেমন ধরুন: “উৎকর্ষ” শব্দটা - অসতর্ক হয়েই হয়তো “উৎকর্ষতা” বলে ফেলেছেন। পরেরবার নিশ্চয়ই শুধরে নেবেন। আরও অল্প ক’টা শব্দ উচ্চারণের, বা বাক্য সাজাবার বেলায়ও বোধহয় খানিকটা সতর্ক হলে ভালো। সকৃতজ্ঞ ধন্যবাদ। ### সালাহউদ্ দীন আহমেদ প্রাক্তন: # ব্যাংকার # ইংরেজি-সংবাদ উপস্থাপক বিটিভি-বেতার # ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট ও ডিএনসি, বাংলাদেশ স্কাউটস ০১৭ ১১৬৪ ৯৭৯৮
চমৎকার লাগলো আমি আপনার মাধ্যমে এখানে বলতে চাই প্রমিত বাংলা ভাষায় কথা বলা চর্চা করতে চাই যদি সম্ভব হয় প্রতিদিন ৩০ মিনিট যদি কেউ আগ্রহী থাকেন যোগাযোগ করবেন আমার সাথে অনুগ্রহ করে আমি বিশ্বাস করি এভাবে অল্প সময়ে শুদ্ধ উচ্চারণে কথা বলা শিখতে পারবো
অসাধারণ একটি ভিডিও বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণের জন্য।
ধন্যবাদ গুরুকুলের প্রতিষ্ঠাতা সুফি ফারুক ইবনে আবুবকরকে।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পাতা থেকে নিয়মিত আপডেট দেয়া হয়।
😊
@@GurukulCampus bangla ta kichu difficult word bolte pachi na
আপনার কথাগুলো শুনে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দরভাবে কথা বলেন আপনি। আপনার মতো কথা বলার খুব ইচ্ছে আমার। কোথাও যেনো শুনেছি কথার মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব ফুটে উঠে।
শুদ্ধ বাংলা উচ্চারণে কথা বলার জন্য আপনার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর উপর আরো ভিডিও চাই। ধন্যবাদ।
১. আঞ্চলিকতা পরিহার করতে হবে।
২. সব শব্দের সঠিক উচ্চারণ করতে হবে ; এর জন্য টিভি বা মোবাইলে অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, খবর দেখতে হবে।
৩. মিশ্র ভাষা ব্যবহার করা যাবে না।
৪. চিন্তা করে কথা বলতে হবে।
৫. দুর্বল শব্দ ভান্ডারকে উন্নত করতে বেশি বেশি বই পরতে হবে। বই পড়ার মাধ্যমেই কথা বলা ও Personality অনেক উন্নত হবে।
৬. আত্মবিশ্বাস এর সাথে কথা বলতে হবে, সব জায়গায় কথা বলার অভ্যাস করতে হবে।
৭. সচেতনতার সাথে কথা বলতে হবে ও হাত-পা নাড়ানো যাবে না। Body Straight রাখতে হবে।
৮. অন্যের কথা শুনতে ও বুঝতে হবে। তারপর কথা বলতে হবে।
৯. বিভিন্ন মানুষের কথা, চলাফেরা ও অঙগভঙগি অনুকরণ করতে হবে।
১০. শুধুমাত্র শুদ্ধ উচ্চারণ এবং আত্মবিশ্বাস ও সময় নিয়ে চিন্তা করে কথা বলতে হবে।
এটা এখন থেকেই শুরু করতে হবে।
Thanks for saving time
🙏
🙂🙂
Thanks y
ধন্যবাদ। এতো সুন্দর শিক্ষনীয় একটি ক্লাস নেওয়ার জন্য।
বাংলা ভাষাকে আমি খুবই ভালোবাসি,,,, এবং সব ভাষাকেও আমি ভালোবাসি।
ধন্যবাদ আপনার কথা থেকে বেশ উপকৃত হলাম
গুরুকুল ভাষা ক্লাব এর পক্ষ থেকে শুভেচ্ছা।
হলের বড় ভাই জিহাদ ভাই। ভালো লাগলো আপনাকে দেখে
মাশাআল্লাহ খুব ভালো লাগলো ❤❤❤❤
ধন্যবাদ। এই প্রথম এই বিষয়ে একটি ক্লাস পূর্ণ মনযোগ সহকারে শুনলাম। মুগ্ধতা রেখে গেলাম।
শুকরিয়া প্রিয়।
অনেক কিছু জানা ও শেখা হলো আপনার পর্যালোচনা থেকে।
যদিও আমি সুসময়ে এই অনলাইন ক্লাস টি দেখি নাই, ২ বছর পরে হলেও অনেক কিছু আহরণ করতে পেরেছি।
আলহামদুলিল্লাহ্।
ধন্যবাদ প্রিয় ভাই 🥰
উপকৃত হলাম।। ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই!
খুব ভাল কথা বলেছেন , উচ্চারণ নিয়ে আরো ভিডিও চাই
অনেক ধন্যবাদ ভাইয়া এরকম সুন্দর একটি আলোচনা উপস্থাপনা করার জন্যে
ধন্যবাদ। পুরো বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক আমিন, ধন্যবাদ
ধন্যবাদ.. ভাই... অনেক ভালো লেগেছে............
আপনার জন্য শুভ কমোনা রুইলো।।।।।।।
Your initiative to speak in pure Bengali pronunciation is really admirable.
Want more videos on this. Thank you so much bro.❤️❤️
অগণিত শ্রদ্ধা ও ভালোবাসা রইলো প্রিয়।
Thank you Gurukul Online Learning Network. This is very noble initiative indeed.
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পাতা থেকে নিয়মিত আপডেট দেয়া হয়।
গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার উপস্থাপনা
ভাই আপনার ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম
ধন্যবাদ।
Thank u sir ato sundor kora bujhanor jonno
ভালো ভিডিও। উপকৃত হলাম।
অনেক ভালো লাগল ভিডিওটি।
আলহামদুলিল্লাহ ভাই ভালো হয়েছে
খুব সুন্দর একটি আলোচনা
অসংখ্য ধন্যবাদ 💞
বড় উপকৃত হলাম ভাইয়া 🥰
সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
স্যার খুব ভালো লাগলো আপনার পরামর্শ গুলো।
আপনার বাচনভঙ্গি অপূর্ব
Kotha gulo bujha o shunar moton👍
ধন্যবাদ।
স্যার আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট আমি চাই আমি সুন্দর করে ও গুছিয়ে কথা বলতে। আপনার ভিডিও অনেক ভালো লাগলো।
আপনার উপকার হয়েছে জেনে আমরা খুশি হলাম। গুরুকুলে যোগদান করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি উপকারে এলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে বক্সে লিখুন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
আমাদের বাংলা ও ইংরেজি চ্যানেলে সাবস্ক্রাইব করুন আপনার উচ্চারণ ও ব্যাকরণ ঝালিয়ে নিন।
বাংলাঃ th-cam.com/channels/QAnpUMLyCSzTg60QlsQjZg.htmlfeatured
ইংরেজিঃ th-cam.com/channels/DLxJyZ0ysFJLLsf8hyxTXQ.html
খুব সুন্দর একটি ভিডিও খুব ভালো লাগলো আপনার কথাগুলো . ধন্যবাদ দাদা ভাই
অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। লেসনটি কাজে লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।
অসাধারণ,আপনার ভিড়িও দেখে অনেক কিছুই জানতে পারলাম এবং শিখতে পারলাম
241122
আপনার লেখা, গলা, তারপর বলবার ভঙ্গি - সবই কিন্তু বেশ সুন্দর। তুলনা মেলাটা সত্যিই ভার!
এমন আরও অনেক ভিডিও চাই -
কারণ যে কোনও অনুষ্ঠান ঘোষণা, উপস্থাপনা, সন্চালনা, সেমিনার বা টক শোতে আলোচনা - এসবে কান পাতলে বোঝা যায় অনেকেই হয় অসতর্ক, কিংবা ওঁদের জানায় বেশ ঘাটতি।
আমাদের মাঝে ছোট-বড়ো, উঁচু-নিচু-মাঝারি - সব গ্রুপেই অনেকের খুব ভয়ানক অবস্থা।
অবশ্যই সবার অবস্থা এমন নয়। কেউ কেউ অসম্ভব সুন্দর বাঙলা ইংরেজি বলেন, লেখেনও। চাইলে কিন্তু ওঁদের বলায় বা লেখায় মন দিলেই শুদ্ধটা, সুন্দরটা শিখে নেওয়া যায়!
কিন্ত আগ্রহের বোধহয় ভীষণ অভাব। তাই এমন বিষয় নিয়ে আরও অনেক ভিডিও তোয়ের করুন; আর তার ব্যাপক প্রচার-প্রসার নিশ্চিত করুন। সাধ্যানুযায়ী আমাদের স্বার্থে বা প্রয়োজনেই আমরা আপনার পাশে দাঁড়াবার চেষ্টা করবো।
অল্প দু’য়েকটা শব্দে বা বাক্যে একটু মনোযোগ দিলে শ্রোতারা উপকৃত হবেন বলে সবিনয়ে মনে করি।
চাইলে নিচে দেওয়া ওয়োটসঅ্যাপে কল দিতে পারেন, আগে ছোট্ট একটা টেক্সট পাঠিয়ে রাখলে ভালো হয়।
যেমন ধরুন:
“উৎকর্ষ” শব্দটা - অসতর্ক হয়েই হয়তো
“উৎকর্ষতা” বলে ফেলেছেন। পরেরবার নিশ্চয়ই শুধরে নেবেন।
আরও অল্প ক’টা শব্দ উচ্চারণের, বা বাক্য সাজাবার বেলায়ও বোধহয় খানিকটা সতর্ক হলে ভালো।
সকৃতজ্ঞ ধন্যবাদ।
###
সালাহউদ্ দীন আহমেদ
প্রাক্তন:
# ব্যাংকার
# ইংরেজি-সংবাদ উপস্থাপক বিটিভি-বেতার
# ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট
ও ডিএনসি, বাংলাদেশ স্কাউটস
০১৭ ১১৬৪ ৯৭৯৮
ধন্যবাদ আপনাকে।
Onek kichu janlam ajker video theke
জীবনে অনেকবার অপমানিত হয়েছি ভাষার জন্য
sm to🙂💔
@@suraiyaali2181 😢
onek onek donnobad vi
Assalamualaikum,
ভাইয়া আমি সিলেট থেকে বলতেছি ,
আপনার কথা গুলো মাশাআল্লাহ খুব সুন্দর , আমি আপনার মতো কথা বলা শিখতে চাই , বা চাচ্ছি 😊☺️
মা শা আল্লাহ
খুব ভাল কাটছে ে
West Bengal r language khub valo
আপনার কথা বলার সাথে সাথে অনেকবার অনুশীলন করা হয়ে গেল
গুরুজী।
great 👌
অসাধারণ ভাবে বুঝিয়ে বলছেন ভাইয়া
সুন্দর আলোচনা করেছেন প্রিয়, ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। লেসনটি কাজে লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।
Vallagse vaiya❤️
অসাধারণ।
ধারাবাহিক প্রমিত উচ্চারণ কোর্স চালু করা যেতে পারে, যাতে করে আমরা বেশি উপকৃত হই।
ধন্যবাদ ❤😊
অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ!
ধন্যবাদ 🌹🥰
ধন্যবাদ ভাইয়া
an extraordinary tips of talk
খুবই ভালো লেগেছে
আমি অনেক চেস্টা করি. সপলতা ও হচ্ছে
বর্তমান পেক্ষাপটে যে যত বাংলার মাঝে ইংরেজি শব্দ ব্যবহার করে তারা ততই স্মার্ট ধরা হয়
ধন্যবাদ ❤️
ধন্যবাদ আপনাকে
অনেক উপকৃত হলাম
wow sir very very helpfull video thank you sir
খুব সুন্দর লাগলো
ভাল লাগলে
অনেক সুন্দর হয়েছে স্যার ।
আমার জন্য অনেক উপকার হবে
Thank you
ধন্যবাদ স্যার♥️
Thank you💖
Thank you sir...
অনেক ধন্যবাদ 💙
ধন্যবাদ!!
Excellent !!!
Thanks
ধন্যবাদ স্যার।
অসাধারণ
Thanks ami Kushtia
Thank you sir
ধন্যবাদ স্যার
খুব সুন্দর লাগল
পশ্চিমবঙ্গ
গুরুকুলে যোগদান করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি উপকারে এলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে বক্সে লিখুন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
সুন্দর।
মাশাআল্লাহ
অাপনার বিডিওটি খুব ভালো লাগলো
গুরুকুলে যোগদান করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি উপকারে এলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে বক্সে লিখুন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
Thank you!
onk valo laglo vidiota
অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। লেসনটি কাজে লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।
🥰🥰🥰🥰🥰
চমৎকার লাগলো আমি আপনার মাধ্যমে এখানে বলতে চাই প্রমিত বাংলা ভাষায় কথা বলা চর্চা করতে চাই যদি সম্ভব হয় প্রতিদিন ৩০ মিনিট যদি কেউ আগ্রহী থাকেন যোগাযোগ করবেন আমার সাথে অনুগ্রহ করে আমি বিশ্বাস করি এভাবে অল্প সময়ে শুদ্ধ উচ্চারণে কথা বলা শিখতে পারবো
ধন্যবাদ
💞💞💞
ধন্যবাদ ভাই ❤
গুরুকুলে যোগদান করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি উপকারে এলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে বক্সে লিখুন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
অসাধারণ ভাইয়া কিন্তু লাল কাপড় পরিধান ছেলেদের জন্য মাকরুহ💚
Tnx
sai vai