আমি একজন খুবই কম বয়সি ছেলে।। আমার এখন সবে ২১ বছর বয়স, কিন্তু তাও সত্যি আমার আগেকার বাংলা এবং হিন্দি গান খুব ভালো লাগে।। এখনকার গানের কোনো মাথা ছাতা নেই।। আর এই saregama carvan সত্যি আমার পুরোনো দিনের কথা পড়িয়ে দেয়, যখন আমাদের ঘরে খুবই পুরোনো একটা রেডিও তে এই সব গান বাজতো সেই সকল দিনের কথা মনে পড়িয়ে দেয়।। অসংখ্য ধন্যবাদ আপনাদের Team কে।।
এই গান অনেক দিন থেকে শুনতেছি। মন খারাপের সময় এটা খোঁজে শুনি। ভালো দিন আসবে, তখনও এই কিংবদন্তীর গান ঠিক মনে পড়বে। কতো কতো গান শুনে বড় হয়েছি । শ্রদ্ধা সুরের রাণী ❤️ 🇧🇩
অপূর্ব।..স্বর্গীয় অনুভূতি বুঝি একেই বলে!..স্বয়ং দেবী সরস্বতীর মানবী অবতার শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকর জী এই গান গেয়েছিলেন। সত্যিই লতাজীর বিকল্প কেউ হয়তো হতে পারবেন না। প্রণাম জানাই আমাদের বাঙালির গর্ব শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়কে এই কালজয়ী গানটি সৃষ্টির জন্য।..🙏
I'm 16 years old and I really like old songs and b/w movies. My friends often tease me for being 'backdated'. But according to me, the kind of emotions expresses by our great artists Hemant Mukherjee, Lata Mangeshkar, Manna Dey, etc. can never ever be portrayed by the modern musicians.........I fell proud of these Indian stars....and I can say out aloud that "Old is Gold".
অসাধারণ সৃষ্টি। গানের কথা আর সুর চীরস্মরণীয়। আর যিনি গেয়েছেন তিনি তো একজন জীবন্ত কিংবদন্তি। আজকের সময়ের বাংলা গানের অবনমন দেখে অবাক হয়ে যাই। পুরোনো দিনের গান আমাদের অনুপ্রেরণা দেয়।
এসব গান শুনলে বুকের ভিতর কেমন একটা ব্যাথা অনুভব করি। এই বাংলাকে কতো গুণীজন সাহিত্য, সংগীত, চলচ্চিত্র সবদিক থেকে সমৃদ্ধ করেছেন। আর আজ সেই বাংলা নোংরা রাজনীতির উত্থানের জন্য সমগ্র দেশ তথা বিশ্বের কাছে অবহেলার যোগ্য হয়ে গেছে। জানিনা এর থেকে মুক্তির উপায় আছে কি না। বড়ো বেদনার কথা।
উনি আমার মায়ের বয়সি প্রায়ই বলা চলে আমার মাচোলে গেছেন 2012 তে, উনার জীবনের শেষ ভিডিওটি মানে হাসপাতালের ঐ দৃশ্য গুলি দেখলে চোখের জল ধোরে রাখা যায় না মনে হয় কেনো এলাম এই পৃথিবীতে, ,,,,,,প্রনাম তোমায় ওগো মা আকাশের ঐ লখখো তারার মাঝে যেখানেই থাকো ভালো থেকো
চলে যেতে যেতে দিন বলে যায় আধাঁরের শেষে ভোর হবে হয়তো পাখীর গানে গানে তবু কেন মন উদাস হল হয়তো বা সব ভাল মুছে যাবে হয়তো বা থাকবেনা সাথে কেউ হয়তো বা মাঝপথে পথটাও ফুরিয়ে যাবে চোখের জলের কথা শুনবে না কেউ ভোরের আলোর কথা ভেবে স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব হয়তো বা কান্নারও শেষ আছে বুঝি আমি এসে গেছি কিনারায় একদিন মাঝরাতে রাতটাও ফুরিয়ে যাবে খুশীর বন্যা এসে ভাসাবে আমায় আলোর জোনাকী জ্বেলে জ্বেলে স্বর্গ আমার সাজাতে সাজাতে কত রাত পার হয়ে যাব Singer: Lata Mangeshkar Music: Hemanta Mukhopadhyay Lyrics: Mukul Dutta Movie: Mon Niye (1969)
যখন ই তোমার কথা মনে পড়ে গান শুনি তোমার আর মনে হয় তুমি না হয় এই পৃথিবীতে থেকে যেতে ভগবান তোমায় রেখে দিত যতদিন তোমায় ভালোবাসার মানুষ পৃথিবীতে থাকতো তোমার গান শুনতে শুনতে যখন ভাবি তুমি নেই চোখের জল আটকে রাখতে পারিনা I LOVE YOU LATA MAA
This is the beauty of Mukul babu. In many a cases I found that a sentence is so meaningful that it changes the entire situation ... And the resemblance...Amazing...like .."স্বর্গ আমার সাজতে সাজাতে রাত পার হয়ে যাবো।।"
@@satyajitbanerjee3073 acha somporko ache..muslim dharme gan haram jeta hindu dharma noi..eto atel giri koren keno...bangali hindu bolte eto jole keno..andho hole kintu proloy thama na
মুকুল দত্ত, হেমন্ত, লতা! কী অনবদ্য সমন্বয়। আশার মধ্যেও কি এক অজানা আশঙ্কার হাতছানি - গভীর দুঃখের রাত্রিরও শেষ হবে - "একদিন মাঝরাতে রাতটাও ফুরিয়ে যাবে খুশীর বন্যা এসে ভাসাবে আমায় আলোর জোনাকী জ্বেলে জ্বেলে স্বর্গ আমার সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব।" রাত - প্রথমে আক্ষরিক, পরেই আলঙ্কারিক। এত বড় আশার কথা, কি অনমনীয় প্রত্যয় - কিন্তু আশঙ্কাও আছে, "তবু কেন মন উদাস হল" এই যে খুব সহজ ভাষাতে দ্বিধা-দ্বন্দ্বর বা আশা-নিরাশার আলোছায়া সৃষ্টি - এটা মুকুলের গীতিকাব্যের এক বড় বৈশিষ্ট্য।
আমার জীবনের এই রকম ঘটনা ঘটেছে আমি নয়নকে ভালো বাসতাম সে আমাকে অনেক ভালো বাস তো কিন্তু আমার গরীব ছিলাম তাই নয়ন কে পেলাম না যখন এই গানটি শুনি চোখে জল এসে পড়ে এই ভাবে বেচে আছি
আমাদের জন্য অনেক মধুর গান গেয়েছেন লতা দিদি, সেই সাথে সুরকার দের জন্য জানাই আমার শ্রদ্ধা। যে সব অমর সৃষ্টি এরা করে গেছেন, আমাদের অমূল্য রত্ন দিয়ে গেছেন। আমরা অনেক ভাগ্যবান সেই জন্য এই সব গান আমরা শুনতে পারছি। অনেক ধন্যবাদ।
High notes from start to finish immediately connect with our soul and flood with nostalgia which lingers long after the song is over. This is unique voice comes with extreme dedication and spirituality exceeds human capacity. Lata's subtle accent enhance the sweetness of Bengali language. Song writer and singer match made heaven.
আর ফিরে পাওয়া যাবে না। কোকিল কন্ঠিকে। হয়তো এর থেকে আরো ভালো কন্ঠি আসবে। লতা জি সকলের হৃদয় ছুয়ে গেছে বহু আগে থেকে। প্রনাম রহিল মহান শিল্পীর জন্য। 🙏🏻🙏🏻🙏🏻
amar boyos kom,kintu ei gaan ta hotat suggestion e dekhalo ar sunlam,khub vlo lege gelo,por por 10th time sunchi,thanks to everybody.eta sunle jeno moner dhukko ar thake na.
আমার স্বর্গীয় মা ৫৫ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন।তিনি সুরের রানী লতা মঙ্গেশকর জির ডাই হার্ট ফ্যান চলেন।যেদিন তিনি মারা যান সেদিনও তিনি লতা জির গান শুনেছিলেন।আজ দুজনেই আমাদের মাঝে নেই।আশা করি মহান ঈশ্বরের কাছে গিয়ে যেন দুজনে মিলিত হতে পারেন।
I don't know whether or not God will send her back to Earth as a great singer. Lata Mangeshkar departed from this life. Everybody knows that she has left her mark on the musical world and her country will remember her for her sweet melody and her wonderful singing voice. We believe that she must be reincarnated as a singer in our country. She has won our hearts by singing somany songs. May her soul rest in peace! Ratan Malik from Shyamnagar, North 24 Parganas, West Bengal.
কত পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমার বাবার প্রিয় গান। এই ক্যাসেটে অনেক গুলো গান ছিল। এখন সেসব চলেনা। তখন যে বয়সে গানগুলো শুনতাম শিল্পীর নামও জানতাম না।
ভালো থাকবেন ও পাড়ে।একদম গানের কথার মতো কেউ আর আপনার কথা শুনবেনা! এই ভাবেই মানুষ হারিয়ে যায়?সৃতির অতল গহব্বরে!কিন্ত তার সৃষ্টি থেকে যায় হেলাল উদ্দিন ভুঁইয়া 💕💕
Apurva gaan . I am 15 years old . Amar purono diner gaan sunte khub bhalo lage . Lata Mangeshkar er gaan sunte khub bhalo lage . Legend . I dedicate my all pure hearted love and respect for you . 🙏🙏🙏🙏🙏🙏💖💖♥♥♥😃🌼🌸🌸
Sotti mon udas hoye jai emon ek oporup srishti sunle. Hemant babu r Lataji ke osonkho pronam emon ek rotno amader upohar debar jonno. Chokhe jol ese jai.
আমি একজন খুবই কম বয়সি ছেলে।। আমার এখন সবে ২১ বছর বয়স, কিন্তু তাও সত্যি আমার আগেকার বাংলা এবং হিন্দি গান খুব ভালো লাগে।। এখনকার গানের কোনো মাথা ছাতা নেই।। আর এই saregama carvan সত্যি আমার পুরোনো দিনের কথা পড়িয়ে দেয়, যখন আমাদের ঘরে খুবই পুরোনো একটা রেডিও তে এই সব গান বাজতো সেই সকল দিনের কথা মনে পড়িয়ে দেয়।। অসংখ্য ধন্যবাদ আপনাদের Team কে।।
valor kodor sob somay kom hoi, kintu valo kono din harai na. seta sobai bojhe na, tumi bujhecho.
Nice song
Amar 25 🙂
Mone Hoi Ei Channel Er Kuno ekta purono gaan baad diyechi🖤
Ei Gulo oxygen Amar kache...
স্বর্ণ যুগের গান!
বাবা রাজীব তোমার রুচির প্রশংসা করতেই হয়। এটা বজায় রেখো।
এই গান অনেক দিন থেকে শুনতেছি। মন খারাপের সময় এটা খোঁজে শুনি। ভালো দিন আসবে, তখনও এই কিংবদন্তীর গান ঠিক মনে পড়বে। কতো কতো গান শুনে বড় হয়েছি । শ্রদ্ধা সুরের রাণী ❤️ 🇧🇩
All rights 🙏
AMAAR O KHUB BHALO LAGTESE..
@@MissRay...7772--❤😊😊w
😊
সত্যি মা তুমি চলে গেলে।যতদিন এই পৃথিবীতে গান থাকবে ততদিন তুমি মানুষের মনের মণিকোঠায় উজ্জ্বল নক্ষত্র এর মত জ্বল জ্বল করবে।যেখানে থেকো ভালো থেকো।
Asadharon,kono kotha hobe na, God gifted
পৃথিবীতে অনেক গান আসবে যাবে।
তবে এই গান গুলো সর্বদা মানুষের অন্তরে,
রয়ে যাবে। যা কখনো ভোলার নয়।❤️
যাই বলি কম হয়ে যাবে এক কথায় অসাধারন.....
একদম ঠিক কথা বলেছেন....
মুকুল বাবুর প্রত্যেকটা লেখার মধ্যে যেন একটা অন্য আবেদন লুকিয়ে থাকে।
কি অসাধারণ এনাদের সব লেখা।
Hemanta Babur ki asadharan srishti
এ এক অমর সৃষ্টি, সত্যিকারের সংগীত প্রেমীরা মনে রাখবে চিরদিন।
Tumi chiradin sabar mazhe amar hoye thakbe Latagi.
Hamara Khoob Bhalo Lage Sab gaan sunte
এটাই হয়তো আমার জীবনের গল্প। এই গান তা আমি শুনি আর খুব কাদি। কি কিকরব আমি যে খুব অসহায়। Thank you jesus.
ভাই, সব ভালো হয়ে যাবে....সময়ের অপেক্ষা খালি
Sotti tai ekta advut kanna pay gaanta sune, but mon khub halka hoy, bhishon priyo gaan eita ❤️
যত দিন পৃথিবী থাকবে ততদিন এই গান থাকবে।
👍
একদম সত্যি কথা
❤️❤️❤️
Madhab Bose from Barasat. Voice of Lataji and all her songs whether in Bengali or in Hindi Wii remain immortal to song lovers.
জীবন ও ফুরিয়ে যাবে..!!!
গীতিকার ,সুরকার আর কন্ঠ শিল্পী কে প্রণাম এত সুন্দর একটা গান উপহারের জন্য ।
Sotyi e❤
অপরের গুণ কে বড় করে দেখাটাও একটা মস্ত বড় গুণ ।সকলকে বড় করলে নিজেও বড় হওয়া যায় ।যার বিবেক জাগ্রত আছে তার সব ঠিক আছে ।
অপূর্ব।..স্বর্গীয় অনুভূতি বুঝি একেই বলে!..স্বয়ং দেবী সরস্বতীর মানবী অবতার শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকর জী এই গান গেয়েছিলেন। সত্যিই লতাজীর বিকল্প কেউ হয়তো হতে পারবেন না। প্রণাম জানাই আমাদের বাঙালির গর্ব শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়কে এই কালজয়ী গানটি সৃষ্টির জন্য।..🙏
আমি ও সবার সাথে একমত।
I'm 16 years old and I really like old songs and b/w movies. My friends often tease me for being 'backdated'. But according to me, the kind of emotions expresses by our great artists Hemant Mukherjee, Lata Mangeshkar, Manna Dey, etc. can never ever be portrayed by the modern musicians.........I fell proud of these Indian stars....and I can say out aloud that "Old is Gold".
❤️❤️ আমিও
Let them tease...you hv realised the original charm of Living
you have a great taste . They are not capable to catch your level , carry on . best regard
খুবই ভালো রুচি তোমার।
Amio 14 years adhunik ganer sathe sathe purono diner gan o bhalo lage 😊❤️
লতা দিদি হয়তো কোনোদিন আমাদের সাথে থাকবেনা।।কিন্তু তাঁর সৃষ্টি চিরকাল আমাদের হৃদয়ে রয়ে যাবে।।।
Exactly so !!!!
❤❤
অসাধারণ সৃষ্টি। গানের কথা আর সুর চীরস্মরণীয়। আর যিনি গেয়েছেন তিনি তো একজন জীবন্ত কিংবদন্তি। আজকের সময়ের বাংলা গানের অবনমন দেখে অবাক হয়ে যাই। পুরোনো দিনের গান আমাদের অনুপ্রেরণা দেয়।
The magical voice of lata ji......no latest singer will have such voice..........lata ji was outstanding .....god created her with lots of patience
হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গাওয়া এই গানটি লতা মঙ্গেশকরের অন্যতম শ্রেষ্ঠ গান।
Ore mono pakhi...
"Kuchh dil ne kahan, kuchh bhi nahi" from the film "Anupama"
@@pradipbhattacharyya7195 আপনার সাথে সম্পূ্র্ন একমত।
Mujhe Bengali language to nhi aati
Pr lata ji ka Gaya hua ye Bengali song mujhe
Bahot pasand hain ❤
চলে যাবে দিন, কেটে যাবে রাত
বেদনা ও শেষ হবে,
লতার গান, লতানো গাছের মত
চিরদিন মনে জড়ায়ে রবে।
Darun bolechen. 👌🏼
👌👌👍👍
Uff ki bollen..ekdom thik🥺
এই গান জীবনে ভুলবো না
@@saikatdas1178😂😂😂😂😂😂😂😂😂⁰7255
হেমন্ত মুখোপাধ্যায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ গায়ক শুধু নন, সর্বশ্রেষ্ঠ সুরকারও!
ekdom, osadharon surokar chilen, Shyamal mitro valo surokar chilen
I'm 18 years old ...but I really love the old songs🧡🧡....RIP Lata Mangeshkar 🙏🙏
Hmm maitri di
Tumi dekte onek sundor go
সুর, লিরিক আর গায়কী মিলে অসাধারণ একটা সৃষ্টি। গানের বিষণ্ণতা আর শ্রোতার বিষণ্ণতা একাকার হয়ে যায় ❤️। একইসঙ্গে আধুনিক এবং ক্ল্যাসিকগোত্রিয়👌
আশ্চর্য করা সুর হেমন্ত মুখোপাধ্যায়ের।মুগ্ধ আবেশে ভোরে যায়।এমন সৃষ্টি আর কি হবে?
কখনও না।
এসব গান শুনলে বুকের ভিতর কেমন একটা ব্যাথা অনুভব করি।
এই বাংলাকে কতো গুণীজন সাহিত্য, সংগীত, চলচ্চিত্র সবদিক থেকে সমৃদ্ধ করেছেন।
আর আজ সেই বাংলা নোংরা রাজনীতির উত্থানের জন্য সমগ্র দেশ তথা বিশ্বের কাছে অবহেলার যোগ্য হয়ে গেছে।
জানিনা এর থেকে মুক্তির উপায় আছে কি না।
বড়ো বেদনার কথা।
Tears rained down..
What a magical voice you have!
Lata Jee🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
(কষ্ট+মানসিক অবসাদ+স্মৃতি) = গানের (সুর+কথা+গায়কী)
যে এই সমীকরণ বুঝবে সে গানের আসল অর্থ বুঝে যাবে 🙏
২০৩০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম... দেখবো কয়টা লাইক পরে.... যারা এইসব গান বুকে বেঁধে রেখেছো ভালোবেসে তারাই লাইক করো..🙏
উনি আমার মায়ের বয়সি প্রায়ই বলা চলে আমার মাচোলে গেছেন 2012 তে, উনার জীবনের শেষ ভিডিওটি মানে হাসপাতালের ঐ দৃশ্য গুলি দেখলে চোখের জল ধোরে রাখা যায় না মনে হয় কেনো এলাম এই পৃথিবীতে, ,,,,,,প্রনাম তোমায় ওগো মা আকাশের ঐ লখখো তারার মাঝে যেখানেই থাকো ভালো থেকো
3:28
❤❤❤❤❤❤❤❤
RIP Lata Mangeshkar ma'am.. You are irreplaceable 🙏
এমন অদ্ভুত সুন্দর গান...
আর Picturization? অখাদ্য বললে কম বলা হয়। গানের কথার মর্মার্থ Editor-এর মগজে ঢোকেনি।
এই গানটির দুটি রেকর্ডিং হয়। সিনেমার প্রয়োজনে সাগরতীরে হেমন্তবাবু একটু fast ও তবলার ব্যবহার করেন। তবে এই গানটিই বহুলপ্রচারিত ও অত্যন্ত জনপ্রিয়। 🙏
চলে যেতে যেতে দিন বলে যায়
আধাঁরের শেষে ভোর হবে
হয়তো পাখীর গানে গানে
তবু কেন মন উদাস হল
হয়তো বা সব ভাল মুছে যাবে
হয়তো বা থাকবেনা সাথে কেউ
হয়তো বা মাঝপথে পথটাও ফুরিয়ে যাবে
চোখের জলের কথা শুনবে না কেউ
ভোরের আলোর কথা ভেবে
স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব
হয়তো বা কান্নারও শেষ আছে
বুঝি আমি এসে গেছি কিনারায়
একদিন মাঝরাতে রাতটাও ফুরিয়ে যাবে
খুশীর বন্যা এসে ভাসাবে আমায়
আলোর জোনাকী জ্বেলে জ্বেলে
স্বর্গ আমার সাজাতে সাজাতে কত রাত পার হয়ে যাব
Singer: Lata Mangeshkar
Music: Hemanta Mukhopadhyay
Lyrics: Mukul Dutta
Movie: Mon Niye (1969)
এই গানের তুলনা হয়না। 🌹🌷💐
What a creation unparallel
যখন ই তোমার কথা মনে পড়ে গান শুনি তোমার আর মনে হয় তুমি না হয় এই পৃথিবীতে থেকে যেতে
ভগবান তোমায় রেখে দিত যতদিন তোমায় ভালোবাসার মানুষ পৃথিবীতে থাকতো
তোমার গান শুনতে শুনতে যখন ভাবি তুমি নেই চোখের জল আটকে রাখতে পারিনা
I LOVE YOU LATA MAA
লতাজীর বাংলা গান শুনলে মনে হয় ওনি বাঙ্গালি, কি অদ্ভুত উচ্চারণ।
Outstanding performance. 🙏🙏🙏
সর্গ আমার সাজাতে সাজাতে রাত ভোর হয়ে যাবে 😢😢
আজকের জন্য এই গান টুকুই সব.... ভাল থেকে যেখানেই থেকো। গানগুলো অমর ...
আমার জীবনের বাস্তব হয়েছে এই গানটি, শিল্পীর চরণে আমার শতকোটি প্রণাম, গানটি গেয়েছেন মা সরস্বতী গানের জগতে -লতা জি, আমার সবথেকে প্রিয় গায়িকা 🙏🙏🙏🙏🌹🌹
This is the beauty of Mukul babu. In many a cases I found that a sentence is so meaningful that it changes the entire situation ... And the resemblance...Amazing...like .."স্বর্গ আমার সাজতে সাজাতে রাত পার হয়ে যাবো।।"
চমৎকার গান চিরদিনের জন্য। ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে হেফাজত করুন আমীন।
আহা হা! যখনই শুনি মুগ্ধ হয়ে যাই,অপূর্ব।কোনো কথা হবে না❤️
লতা মঙ্গেশকর এর অমর গান এটা। আরও একশো বছর এরকম গান আর হবে না।
এই গানটি শুনলে নুতন করে প্রেরনা পাই।লতা দিদি সরস্বতীর মানষ পুত্রী। তার গান সর্বদা হৃদয় ছুঁয়ে যায়,🌹☘️🙏
❤❤❤যত দিন বাংলা থাকবে , হিন্দু বাঙালিরা থাকবে ততদিন এই গান টা থাকবে ।
Gaaner shonge Hindu Musholmaner ki somporko?!
এই গানের মাঝেও হিন্দুত্ববাদকে নিয়ে আসলে।ধিক্কার তোমাদের কে।
গানের মধ্যেও ধর্ম এসেছিস।
Ek kathay darun bolecho
@@satyajitbanerjee3073 acha somporko ache..muslim dharme gan haram jeta hindu dharma noi..eto atel giri koren keno...bangali hindu bolte eto jole keno..andho hole kintu proloy thama na
মুকুল দত্ত, হেমন্ত, লতা! কী অনবদ্য সমন্বয়।
আশার মধ্যেও কি এক অজানা আশঙ্কার হাতছানি - গভীর দুঃখের রাত্রিরও শেষ হবে -
"একদিন মাঝরাতে রাতটাও ফুরিয়ে যাবে
খুশীর বন্যা এসে ভাসাবে আমায়
আলোর জোনাকী জ্বেলে জ্বেলে
স্বর্গ আমার সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব।"
রাত - প্রথমে আক্ষরিক, পরেই আলঙ্কারিক। এত বড় আশার কথা, কি অনমনীয় প্রত্যয় - কিন্তু আশঙ্কাও আছে,
"তবু কেন মন উদাস হল"
এই যে খুব সহজ ভাষাতে দ্বিধা-দ্বন্দ্বর বা আশা-নিরাশার আলোছায়া সৃষ্টি - এটা মুকুলের গীতিকাব্যের এক বড় বৈশিষ্ট্য।
2030 সালের জন্য রেখে গেলাম কমেন্ট টা। দেখতে চাই কার কার প্রিয় গান টা ❤
জীবনের ফেলে আসা দিন গুলি মনে পড়ে যায়।
Osadharon, Lata Mangeshkar excellent singer forever.
!!!
কোন ছন্দ নেই।
একেবারে আধুনিক কবিতা। কত আধুনিক!
অসাধরণ ! অসাধাণ !
আমার জীবনের এই রকম ঘটনা ঘটেছে আমি নয়নকে ভালো বাসতাম সে আমাকে অনেক ভালো বাস তো কিন্তু আমার গরীব ছিলাম তাই নয়ন কে পেলাম না যখন এই গানটি শুনি চোখে জল এসে পড়ে এই ভাবে বেচে আছি
আজ আমার জীবনের সাথে গান টা কেমন যেন মিলে যায়। খুব সুন্দর গান
Whenver I feel low.. I listen to this.. Just great..
আশায় জগৎ চলে।
আমাদের জন্য অনেক মধুর গান গেয়েছেন লতা দিদি, সেই সাথে সুরকার দের জন্য জানাই আমার শ্রদ্ধা। যে সব অমর সৃষ্টি এরা করে গেছেন, আমাদের অমূল্য রত্ন দিয়ে গেছেন। আমরা অনেক ভাগ্যবান সেই জন্য এই সব গান আমরা শুনতে পারছি। অনেক ধন্যবাদ।
I love olad Bengali song ❤
High notes from start to finish immediately connect with our soul and flood with nostalgia which lingers long after the song is over. This is unique voice comes with extreme dedication and spirituality exceeds human capacity. Lata's subtle accent enhance the sweetness of Bengali language. Song writer and singer match made heaven.
ঝড় উঠেছে বাউল বাতাস
আজকে হলো সাথী
সাত মহলা স্বপ্ন পুরীর
নিভলো হাজার বাতি
ঝড় উঠেছে বাউল বাতাস
আজকে হলো সাথী
সাত মহলা স্বপ্ন পুরীর
নিভলো হাজার বাতি
রুদ্র বীণার ঝংকারেতে
ক্ষুব্ধ জীবন উঠলো মেতে
রুদ্র বীণার ঝংকারেতে
ক্ষুব্ধ জীবন উঠলো মেতে
সকল আশার রঙিন নেশা
ঘুচলো রাতারাতি
ঝড় উঠেছে বাউল বাতাস
আজকে হলো সাথী
সাত মহলা স্বপ্ন পুরীর
নিভলো হাজার বাতি
আকাশ জুড়ে দীর্ঘশ্বাসের মতন হলো শুরু
সুরের স্বপন ভাঙলো শুনে মেঘের গুরু গুরু
উড়ছে ভুলের ঘূর্ণি হাওয়া
সকল ছোয়া, সকল পাওয়া
শুকনো পাতার মরমরে আজ
করছে মাতামাতি
ঝড় উঠেছে বাউল বাতাস
আজকে হলো সাথী
সাত মহলা স্বপ্ন পুরীর
নিভলো হাজার বাতি
ঝড় উঠেছে বাউল বাতাস
আজকে হলো সাথী
সাত মহলা স্বপ্ন পুরীর
নিভলো হাজার বাতি
আর ফিরে পাওয়া যাবে না। কোকিল কন্ঠিকে। হয়তো এর থেকে আরো ভালো কন্ঠি আসবে। লতা জি সকলের হৃদয় ছুয়ে গেছে বহু আগে থেকে। প্রনাম রহিল মহান শিল্পীর জন্য। 🙏🏻🙏🏻🙏🏻
Kokhono asbe naa er theke valo uni ekjoni
2024এ এসে গানটা শুনছি আমাদের চারদিকের পরিস্থিতি খুব খারাপ মন ভালো নেই
অসম্ভব ভালো লাগার গানটি আমার কতবার শুনি তবুও মন ভরেনা, আবারও ও শুনি।কী কথা সুর আর লতাজীর মধুর কন্ঠ। এখনকার গাানে এসব কিছুই পাওয়া যায়না।
এতো ভালো গান শুনানোর জন্য লেখক ও শিল্পীকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই।
The queen of Melody.. Passes away 2022 💔💔
amar boyos kom,kintu ei gaan ta hotat suggestion e dekhalo ar sunlam,khub vlo lege gelo,por por 10th time sunchi,thanks to everybody.eta sunle jeno moner dhukko ar thake na.
Sopno diye sajate sajate raat paar hoye jabo.....excellent.
শিল্পীর চরনে শত কোটি প্রনাম
Ei gaan ta shunle buker vitor ta kemon jeno akta kore othe. ❤️❤️❤️
মন খারাপের সময় এই গানটা শুনলে মনে একটা জোর পাই। খুবই miss করি তোমাকে এই গানটা আমাকে শোনাতে।চলে যাবে বলেই হয়তো শোনাতে ।
ফজলি আম চলে গেলে ফজলিতর হয়তো বা আসে না,আতা কিন্তু ঠিকই আসে; আমরা শুধু চেয়ে দেখি না!
??
আমার স্বর্গীয় মা ৫৫ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন।তিনি সুরের রানী লতা মঙ্গেশকর জির ডাই হার্ট ফ্যান চলেন।যেদিন তিনি মারা যান সেদিনও তিনি লতা জির গান শুনেছিলেন।আজ দুজনেই আমাদের মাঝে নেই।আশা করি মহান ঈশ্বরের কাছে গিয়ে যেন দুজনে মিলিত হতে পারেন।
এমন সুর এমন অনুভব পৃথিবী আর কখনো পাবে না😞😭😭😭😭
যেমন সুর তেমনি গানের ভাষা💗
যখনই আমার মন খারাপ হয়, সেখান থেকে বেরিয়ে আসার জন্য এই গান থেকে অক্সিজেন নিই।
R.I.P Lata Mangeshkar, the Nightingale of India.😓
Ha hu
এত সুন্দর গানের সাথে এই ফোটো না হলেই নয়?
আজ উনি বিদায় নিলেন এই পৃথিবী থেকে। কিন্তু ওনার সৃষ্টি চিরকাল আমাদের মধ্যে বেঁচে থাকার রসদ হয়েই অমর হয়ে থাকবে।।।
অদ্ভুত রহস্যময় সুর এবং কথা। শুনলে কেমন একটা কষ্ট হয় কিন্তু শেষ পর্যন্ত না শুনে ছেড়ে যাওয়া যায় না ❤️❤️❤️
সত্তিই তো! একদিন মাঝপথে হয়তো পথটাও ফুরিয়ে যাবে। চোখের জলের কথা কেই বা আর মনে রাখে।
গানটা প্রথমবার এত ভালোভাবে শুনলাম । কথাগুলো খুব গভীর মনে হয় মন ও মতিষ্কের কথোপকথোন ❤
আমার জীবনের প্রথম সোনা গান লতা দিদির । এর পরেই ।অনেক কিছু শিখেছি।❤❤❤❤❤❤❤❤
মহান শিল্পী অগনিত শ্রোতার হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল
Uffff maa saraswati
Wonderful song
Jokhon ami song ta suni amr kache mone hoi durga puja cole aslo
গানটা শুনে খুব ভালো লাগলো। গলা খুবই ভালো। শুভেচ্ছা রইলো।
Ei gaan gulo kokhonoi purono hobe na 👌👌👌
i am 13 years old but i like old song(specially lata mangeskar songs)
I don't know whether or not God will send her back to Earth as a great singer. Lata Mangeshkar departed from this life. Everybody knows that she has left her mark on the musical world and her country will remember her for her sweet melody and her wonderful singing voice. We believe that she must be reincarnated as a singer in our country. She has won our hearts by singing somany songs. May her soul rest in peace!
Ratan Malik from Shyamnagar, North 24 Parganas, West Bengal.
কত পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমার বাবার প্রিয় গান। এই ক্যাসেটে অনেক গুলো গান ছিল। এখন সেসব চলেনা। তখন যে বয়সে গানগুলো শুনতাম শিল্পীর নামও জানতাম না।
Wow excellent unique superb excellent song presentation by great singer pranam to singer
ভালো থাকবেন ও পাড়ে।একদম গানের কথার মতো কেউ আর আপনার কথা শুনবেনা! এই ভাবেই মানুষ হারিয়ে যায়?সৃতির অতল গহব্বরে!কিন্ত তার সৃষ্টি থেকে যায়
হেলাল উদ্দিন ভুঁইয়া 💕💕
Apurva gaan . I am 15 years old . Amar purono diner gaan sunte khub bhalo lage . Lata Mangeshkar er gaan sunte khub bhalo lage . Legend . I dedicate my all pure hearted love and respect for you . 🙏🙏🙏🙏🙏🙏💖💖♥♥♥😃🌼🌸🌸
যতদিন পৃথিবীতে প্রাণ থাকবে ততদিন লতাজীর এই গান প্রত্যেকটা মানুষের অন্তর ছুঁয়ে যাবে।
মা সরস্বতী তাঁর সুরসম্রাজ্ঞী ~কন্যাকে বক্ষে নিয়েই বিদায় নিলেন . Feb 6, 2022
I went back to my childhood....
Mesmerizing ❤
অপুর্ব কথা আর সূর।এই গানটার কোনো তুলনা হয়না।
যত বার জন্ম হবে, তত বারই এই গান খুশির বন্যায় ভাসতে থাকবে। 🥰🥰
Mon ta ningre rekhe dey ei gaan ta ❤❤❤
Sotti mon udas hoye jai emon ek oporup srishti sunle. Hemant babu r Lataji ke osonkho pronam emon ek rotno amader upohar debar jonno. Chokhe jol ese jai.
Osadharon ekti gaan
I am only 18 yrs old girl. I love these old songs so much. It's so peaceful and relaxing music.
Legends live for eternity
Meri awaj hi pehchan h
RIP Lata ji 🙏🙏
Lata ji is the best of all time...
এইসব গানের মাধুর্যটাই আলাদা।
আমার সেরা গানের অন্যতম সেরা গান ❤❤❤❤❤❤❤
I love this song very much.... It brings tears to my eyes... 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍