দারুন লাগলো ভাইয়া। গুলমার্গে গেলে আসলেই স্বর্গীয় অনুভূতি কাজ করে। গুলমার্গের বৈশিষ্ট্য হচ্ছে এইখানে 14 হাজার ফিট উপরে অর্থাৎ দ্বিতীয় ফেইস-এ, সারা বছরই বরফ পাওয়া যায়। আমি যখন সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম তখনও প্রচুর বরফ পেয়েছিলাম, আবার জুন মাসে গিয়েও পেয়েছিলাম। আপনার জন্য শুভকামনা থাকলো। 😍
জাযাকাল্লাহ খাইরান প্রিয় ভাই আপনার প্রত্যেকটা ভিডিও অসাধারণ লাগে বিশেষ করে আপনার উপস্থাপনা, অনেক ইউটিউবার কে দেখেছি কিন্তু আপনার মতন কাউকে পাই নাই, অল্প কয়েকদিন হলো আপনার ভিডিওগুলো দেখি সত্যি আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি, অনুরোধ রইল পাকিস্তানের ট্যুরে যাওয়ার জন্য, পাকিস্তান দেশ টা অসাধারন, শুভকামনা রইল আপনার জন্য
আপনি ঠিকই বলেছেন। একবার যে ভ্রমণের আনন্দ পায় তাকে ঘরে বেঁধে রাখা যায় না । আমার বয়স 65 আর্থিক অবস্থা যে খুব ভাল তাও নয় । তারপরও প্রকৃতি আর পাহাড় আমার সমুদ্রের থেকেও বেশি ভাল লাগে । আর এগুলো দেখে বলে উঠি আলহামদুলিল্লাহ ( সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি এগুলো এমনি এমনি সৃষ্টি করেন নি ।) আবার বলি সোবহান আল্লাহ । আর এতে আমার আন্তা শান্তি পায় কারণ ভ্রমণে আমি প্রভুকে শ্বরণ করি ও মৃত্যুর জন্য প্রস্তুত থাকি । অনেক জায়গা অল্প টাকায় ঘুরেছি এখন 18000 ফিট ওপর দিয়ে বাই রোড যাওয়ার ইচ্ছা । দেখা যাক কবে আল্লাহ নিয়ে যায় । এদিকে হজ্জ আমার জন্য ফরয না হলেও ওমরাটা করার খুব ইচ্ছা আছে ।
আমি একজন ভারতীয়। আমি এর আগে কাশ্মীরের অনেক ভিডিও দেখেছি কিন্তু আপনার ভিডিও দেখে আমার এরকম মনে হচ্ছিলো যে আমি কিছু সময়ের জন্য কাশ্মীরেই আছি। এতো সুন্দর করে শ্বুট করেছেন ভিডিওগুলো, অসাধারণ। আমি এতো সুন্দর ভিডিও আগে কখনো দেখিনি সত্যি। আপনার কথাগুলো খুব সুন্দর আর খুব মিষ্টি। আর আপনি খুব ভালো হিন্দি বলেন।😊 আপনি এখানে কিছু অসুবিধার সম্মুখীন হয়েছেন যার জন্য একজন ভারতীয় হিসাবে আমি দুঃখিত। বেঁচে থাকলে একদিন বাংলাদেশ নিচ্ছয় যাবো। ❤️
@@1nawshad This is not the right platform for saying this type of political comments.This is one of my favorite travel Chanel but when you ve said this I must reply.Whole Kashmir is for Indian only.Yes,Inshallah,POK will be libarated soon.Go and see the Hunza valley of POK.Breathtaking beauty but no development is there.Dont use this platform for your political propaganda.Othwrwise Bandarban and Rangamati will be libarated soon.
@@1nawshad bahahahahahhaa, 😂🤣🤣😅😅😅 Those who couldn't free themselves from RAZAKAR are talking about freedom.😂😂😂 Chup kanglu! Nijer pete bhat geche kina seta dekh... Bharot je freedom diyeche seta enjoy kor
সোবহান আল্লাহ, মহান আল্লাহর সৃষ্টি জগত এত সুন্দর, আপনার মাধ্যমে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন অসম্ভব সুন্দর একটি ব্লগ উপহার দেওয়ার জন্য ❤️❤️❤️
আসলেই মানুষের চোখ সুন্দর। তাই জগতের সৌন্দর্য উপভোগ করতে পারে। যে মানুষ সুন্দরের সৌন্দর্য উপভোগ করতে পারেনা , সে বড়ই হতভাগ্য। আপনার উপস্থাপনা খুবই ভাল। ভাষার দক্ষতা প্রশংসনীয়। অনেক শুভেচ্ছা ( ঝাড়খণ্ড থেকে)👍👍👏👏👌👌❤❤❤
আপনার চ্যানেলের যতগুলো ভিডিও আছে সব আমার দেখা শেষ এই ভিডিওটার অনেক অপেক্ষায় ছিলাম ধন্যবাদ ভাই ❤️❤️❤️ আমার সবথেকে ভালো লাগে ভাই আপনার ভিডিওর কোয়ালিটি আপনার মুখের ভাষা আপনার প্রিয় উপস্থাপনের পদ্ধতি ❤️❤️ এগিয়ে যান ভাই আসা করি আনেক দূরে যাবেন, ইনশাআল্লাহ ❤️❤️
আলহামদুলিল্লাহ,আল্লাহর দুনিয়া কত সুন্দর,অসাধারণ, ভাই, আমরা যারা যেতে পারিনা তারা আপনার চোখ আর অনুভূতি দিয়ে, অনুভব আর দেখার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
অনেক মিস করছিলাম আপনাকে অবশেষে পেয়েছি.. অসাধারণ প্রকৃতি সাথে আপনি থাকলে তো হয়ে যায় আর কি লাগে বলুন,,, পরবর্তীতে আমাদেরও আপনার সাথে যাওয়ার সৌভাগ্য করে দিন, একই সাথে আপনার সাথে যেতে চাই প্রকৃতিতে হারিয়ে যেতে চাই 🥰🥰🥰🥰🥰
কাশ্মীরের প্রশংসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তৎসহ কাশ্মীরের দুর্গম এলাকা গুলোর ক্রমশ উন্নত করার জন্য ভারত সরকার আপনার থেকে একটি ধন্যবাদ প্রাপ্য বলে মনে হয়।
অসাধারণ লাগলো ভাইয়া আপনার কাশ্মীর ভ্রমণের এই পর্বটি। এক সেকেন্ডের জন্য আমি চোখ সরাতে পারলাম না। সত্যি অসম্ভব সুন্দর প্রেজেনটেশন ছিল আর সাথে কাশ্মীরের সৌন্দর্য ❤️❤️❤️
শব্দচয়ন আর উপস্থাপনা অনেক সুন্দর ভাইয়া। মনে হচ্ছে নিজেই ঘুরতে এলাম গুলমার্গ 🥰 Please vaiya give me some tips. I also try to make travel vlog 🥰 & I know That you support new users 🥰
রুমে শুয়ে শুয়ে দেখছি আর মনে হচ্ছে বরফ এর মধ্যে ঢুকে গেছি! আব্বুরা ফ্যান দিয়ে ঘুমিয়ে আছে আমার মনে হচ্ছে ঠান্ডা অনেক😇এই ভ্লগের মধ্যে হারিয়ে গেছি একদম 😇 সব ভ্লগগুলো একটা একটা করে দেখেছি ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ভিডিও ধারণ করে আমাদের বাসায় বসে বরফের অনুভূতি দেবার জন্য 🥰 অনেক ভালোবাসা রইল আপনার জন্য 💝💝💝
অসম্ভব সুন্দর লেগেছে, ২য় ফেজ থেকে নামার সময় ২৪.৪৩ থেকে ২৫.০৭ এবং চাঁদ দেখে গন্ডোলা রাইড থেকে নামার সময় ৩১.৫১ থেকে ৩২.৩৮ পর্যন্ত অনেক ভালো লেগেছে। এখানে আমার নিজের একটা ব্যাপার শেয়ার করছি, সেটা হলো, কোথাও যাওয়ার সময় সেখানে যাওয়ার যে এক্সাইটমেন্ট টা থাকে সেখান থেকে আসার সময় ঠিক কেমন জানি মন টা খারাপ হয়ে যায়, মনে হয় আবার এখানে আসার সম্ভাবনা হয়তো নেই, প্রতিটি সেকেন্ড মন প্রান উজার করে ফিল গুলো নেয়ার চেষ্টা করি। আপনাদের গন্ডোলা থেকে নামার সময় আমার ঠিক ওইরকম অনুভূতি হচ্ছিলো। মনে হচ্ছিলো গন্ডোলা রাইড শেষ করে চলে যাচ্ছি। কিন্তু এখানকার এই পরিবেশ, পাহাড়, পাইন, দেব দারু, আবহাওয়া, বরফ, ঠান্ডা বাতাস, সূর্য, পাহাড়, হিমালয়, নাংগা পাহাড়, কুয়া, গাইড, এদের সাথে আবার দেখা হবে তো! আপনার ভিডিও এর কল্যানে কাস্মীর দেখছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। মহান আল্লাহর অপরুপ সৃস্টি দেখছি, সুবহানাল্লাহ কতো সুন্দর করে বানিয়েছেন আমাদের এই পৃথিবী 💜
অসংখ্য ধন্যবাদ আপনাকে। বরাবরের মতনই পর্বগুলোর সাথে থাকার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাশ্মীর নিয়ে আরও সুন্দর কিছু বিশেষ পর্ব আসবে। আশা করি সেগুলোরও অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ
এই নিয়ে কাশ্মীরের ৮টি পর্ব এলো। সামনে আরও অনেকগুলি পর্ব থাকছে। এমনই সুন্দর, বা অনেকের চোখে এক চেয়েও বেশী সুন্দর গন্তব্য নিয়ে পর্ব আসবে সামনে। আশা করি অপেক্ষায় থাকবেন।
বাকি পর্বগুলো কবে আসবে?
Vai akto fast vlog up koro valo hbe tmr video gola onk valo laga tai porbo gola fast up 🆙 krban🎁☺️☺️
আমার দেশের হাজার ইউটিউবার মধ্য এক টুকরো সোনার খনি আপনি। সত্যি প্রশংসার দাবি রাখেন। শুধু অভাব এর জন্য, তা না হলে আপনার সাথে একটা ট্রুর দিতাম।
Bhai apni kon time a gechilen jodi bolten aktu
আমি ভাই অনেক অপেক্ষায় থাকি আপনার ভিডিওর।
কলিজা শীতল করার মত একটি ভিডিও।
আল্লাহ পৃথিবীতেই এত সুন্দর স্থান বানিয়েছেন, আর আল্লাহর তৈরি জান্নাতই বা নাজানি কত সুন্দর ও উত্তম হবে।
আলহামদুলিল্লাহ। ধন্যবাদ
দারুন লাগলো ভাইয়া। গুলমার্গে গেলে আসলেই স্বর্গীয় অনুভূতি কাজ করে। গুলমার্গের বৈশিষ্ট্য হচ্ছে এইখানে 14 হাজার ফিট উপরে অর্থাৎ দ্বিতীয় ফেইস-এ, সারা বছরই বরফ পাওয়া যায়। আমি যখন সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম তখনও প্রচুর বরফ পেয়েছিলাম, আবার জুন মাসে গিয়েও পেয়েছিলাম। আপনার জন্য শুভকামনা থাকলো। 😍
ধন্যবাদ আপনাকে ভাই। আপনার গুলমার্গের পর্ব দেখেছিলাম। সুন্দর উপস্থাপনা। 😊
@@MrMixersWorld আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া 😍
Run with rajib আমরাও যেতে চাই আপনার সাথে।
Bro apnar subscriber, apnar video ashtese na keno
রাজিব ভাই আপনার ভিডিও আসবো কবে। অপেক্ষায় আছি
কি প্রাঞ্জলতা, কি ভাষার ব্যবহার, শব্দ চয়ন, আর খোদার শুক্রিয়া আদায়ের অনুভূতি। মাশাল্লাহ।
বাংলাদেশের যত ভ্লগার আছে প্রত্যেকের উচিৎ আপনাকে ফলো করা, আরাও একজনের কথা না বললে নয় সে হলো লাবীব ভাই ❣️❣️❣️দুজনের প্রতি
আলহামদুলিল্লাহ,আম্মু আর আমি দু'জন মিলে দুচোখ ভরে দেখছিলাম ভূ-স্বর্গ খ্যাত কাস্মীর কে😍
♥️
তোমাদের জন্য দোয়া রইল,
জাযাকাল্লাহ খাইরান প্রিয় ভাই আপনার প্রত্যেকটা ভিডিও অসাধারণ লাগে বিশেষ করে আপনার উপস্থাপনা, অনেক ইউটিউবার কে দেখেছি কিন্তু আপনার মতন কাউকে পাই নাই, অল্প কয়েকদিন হলো আপনার ভিডিওগুলো দেখি সত্যি আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি, অনুরোধ রইল পাকিস্তানের ট্যুরে যাওয়ার জন্য, পাকিস্তান দেশ টা অসাধারন, শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ আপনাকে। দোয়া রাখবেন
অসাধারণ।আপনার দার্জিলিং এর ভিডিও দেখে গিয়েছিলাম অনেক সুন্দর হয়েছিল আমার ভ্রমণ।আবার ডিসেম্বর এ কাশ্মীর যাচ্ছি আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে।
এতো সুন্দর করে সব উপস্থাপনা করলেন,ধন্যবাদ আপনার ভিডিও দেখে মনে কাশ্মীরে যাওয়ার শখ বেড়ে যাচ্ছে,,
আহা কি সুন্দর এই কাশ্মির এত সুন্দর ভ্লগ ছিল যেন আমিও ভ্রমণ করছি ভাইয়া আপনার সাথে খুব ভালো লাগলো😊😇
♥️
আপনি ঠিকই বলেছেন। একবার যে ভ্রমণের আনন্দ পায় তাকে ঘরে বেঁধে রাখা যায় না । আমার বয়স 65 আর্থিক অবস্থা যে খুব ভাল তাও নয় । তারপরও প্রকৃতি আর পাহাড় আমার সমুদ্রের থেকেও বেশি ভাল লাগে । আর এগুলো দেখে বলে উঠি আলহামদুলিল্লাহ ( সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি এগুলো এমনি এমনি সৃষ্টি করেন নি ।) আবার বলি সোবহান আল্লাহ । আর এতে আমার আন্তা শান্তি পায় কারণ ভ্রমণে আমি প্রভুকে শ্বরণ করি ও মৃত্যুর জন্য প্রস্তুত থাকি । অনেক জায়গা অল্প টাকায় ঘুরেছি এখন 18000 ফিট ওপর দিয়ে বাই রোড যাওয়ার ইচ্ছা । দেখা যাক কবে আল্লাহ নিয়ে যায় । এদিকে হজ্জ আমার জন্য ফরয না হলেও ওমরাটা করার খুব ইচ্ছা আছে ।
আপনার ভিডিওগুলো অসম্ভব সুন্দর লাগে ভাইয়া আমি ঘুরতে খুব পছন্দ করি কিন্তু সামর্থ্য নেই তাই আপনার সফরগুলোর ভিডিও গুলো দেখি দুধের স্বাদ ঘোলে মিটাই
দেখলাম দেখতে ভালো লাগলো স্কিপ করার কোনো সুযোগ নেই। 💚
আলহামদুলিল্লাহ এ যাবত কালের সবচেয়ে বেশি মনোমুগ্ধকর দৃশ্য গুলো,আল্লাহ সুবহানাল্লাহু তায়ালা আপনার উছিলায় দেখালেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
জাযাকাল্লাহু খাইরান।🥰
আলহামদুলিল্লাহ। ধন্যবাদ 😊
আমি একজন ভারতীয়। আমি এর আগে কাশ্মীরের অনেক ভিডিও দেখেছি কিন্তু আপনার ভিডিও দেখে আমার এরকম মনে হচ্ছিলো যে আমি কিছু সময়ের জন্য কাশ্মীরেই আছি। এতো সুন্দর করে শ্বুট করেছেন ভিডিওগুলো, অসাধারণ। আমি এতো সুন্দর ভিডিও আগে কখনো দেখিনি সত্যি। আপনার কথাগুলো খুব সুন্দর আর খুব মিষ্টি। আর আপনি খুব ভালো হিন্দি বলেন।😊 আপনি এখানে কিছু অসুবিধার সম্মুখীন হয়েছেন যার জন্য একজন ভারতীয় হিসাবে আমি দুঃখিত। বেঁচে থাকলে একদিন বাংলাদেশ নিচ্ছয় যাবো। ❤️
Welcome Bangladesh brother
অসাধারণ..৫ বছর আগে গিয়েছিলাম সব নস্টালজিক স্মৃতি মনে পড়লো, ভিডিওগ্রাফি ও বর্ণনা তুলনাহীন...
আমি কি ভাবে দেখতে পারি আমার কমেন্ট কে কে like করেছেন?
subhanallah,,,allahr ato sundor sristy
ভাই আপনার কাশ্মীর ভ্রমণ এর প্রত্যেকটা পর্ব দেখতে অসাধারণ লাগছে চালিয়ে যান....
ধন্যবাদ
মাশাআল্লাহ অসাধারণ উপস্থাপনা,যা দৃশ্যপটের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়.....
মাশা-আল্লাহ,,মহান আল্লাহ তায়ালার অপূর্ব সুন্দর সৃষ্টি,, প্রতিটি পর্বই দেখেছি
Kashmir is our pride.We Indians love to protect this heaven from our enemies.... ❤️❤️
Occupied land. Kashmir should be an independent country. Let they decide their future by self determination.
@@1nawshad This is not the right platform for saying this type of political comments.This is one of my favorite travel Chanel but when you ve said this I must reply.Whole Kashmir is for Indian only.Yes,Inshallah,POK will be libarated soon.Go and see the Hunza valley of POK.Breathtaking beauty but no development is there.Dont use this platform for your political propaganda.Othwrwise Bandarban and Rangamati will be libarated soon.
@@1nawshad u r 💯 right Bhai. In Sha Allah they will be free soon.
@@1nawshad bahahahahahhaa, 😂🤣🤣😅😅😅
Those who couldn't free themselves from RAZAKAR are talking about freedom.😂😂😂
Chup kanglu! Nijer pete bhat geche kina seta dekh... Bharot je freedom diyeche seta enjoy kor
দেখে মনে হচ্ছে আমি নিজেই কাশ্মীরে আছি 😍
ধন্যবাদ ভাই ♥️
সত্যি খুব সুন্দর ভিডিও করেছেন ভাই
আলহামদুলিল্লাহ,,পর্বগুলো দেখছি আর মনে হচ্ছে ,আমিও সাথে সাথেই ঘুরছি ❤❤
গোটা TH-cam খুঁজে আপনার কাশ্মীর সফর এর ভিডিও দেখলাম। আলহামদুলিল্লাহ অসাধারণ কন্ঠে তথ্য বহুল বিনোদন ধন্যবাদ ভাই
ভাই দিলেন তো কাশ্মির যাওয়ার ইচ্ছা টাকে প্রবল থেকে প্রবলতর করে😑
একদিন যেতেই হবে কাশ্মির❤️❤️❤️
অসাধারণ উপস্থাপনা ❤️❤️❤️
ধন্যবাদ 😊♥️
খরচ কত পোড়বে ৭/৮ দিন ২ জনের ??
আপনার কাস্মীর ভ্রমনের ভিডিওগুলো এতো দেখছি যে আমার জনাব বলছে বাংলাদেশে বসে তো কাস্মীরের সব দেখে শেষ করে ফেললা।খুব সুন্দর।ধন্যবাদ আপনাকে।
সোবহান আল্লাহ, মহান আল্লাহর সৃষ্টি জগত এত সুন্দর, আপনার মাধ্যমে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন অসম্ভব সুন্দর একটি ব্লগ উপহার দেওয়ার জন্য ❤️❤️❤️
ধন্যবাদ ♥️
Eto shondor kore Gulmarg presentation ami r kono vlog e dekhini, thanks. amar jana mote, shondor kico dhekle Subhanallah bolte hoy.
Asadharon
আপনার ভ্লগ গুলা দীর্ঘ হয়,কিন্তু প্রতিটা সেকেন্ড খুব মনযোগ দিয়ে দেখি❤️❤️
♥️
Masha Allah..subhanallahi wa behamdihi...Allahu akbar❤
সুবহানাল্লাহ কত সুন্দর আল্লাহর দুনিয়া আপনার মাধ্যমে দেখতে পেলাম ভালোবাসা রইলো ভাই ❤️❤️
আলহামদুলিল্লাহ ♥️
Most beautiful scenes I have ever seen. This is the most beautiful episode of this Kashmir series.
আসলেই মানুষের চোখ সুন্দর। তাই জগতের সৌন্দর্য উপভোগ করতে পারে। যে মানুষ সুন্দরের সৌন্দর্য উপভোগ করতে পারেনা , সে বড়ই হতভাগ্য।
আপনার উপস্থাপনা খুবই ভাল। ভাষার দক্ষতা প্রশংসনীয়। অনেক শুভেচ্ছা ( ঝাড়খণ্ড থেকে)👍👍👏👏👌👌❤❤❤
ধন্যবাদ আপনাকে ♥️
SubhanAllah, mon ta juriye gelo vai , InsaAllah jabo kashmir , jodi beche thaki 🙂
It's kashmir 🇮🇳 ....heaven on earth
♥️
আসলে ভাই কি বলবো ভাষায় প্রকাশ করারা মত না।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে এত সুন্দর দৃশ্য উপহার দেওয়ার জন্য।
Sob Gulo Episode Onk Onk Sundor 😍 R Apner Voice Ta Just Osadharon 😍❤️
কৃতজ্ঞতা ভাই এতো সুন্দর জায়গা গুলো দেখানোর জন্য। এক দিন, যাবো ইনশাআল্লাহ ❤️
Love from India WB ♥️🇮🇳♥️♥️
♥️
ট্রাভেল ব্লগ এই রকম হওয়া দরকার। ধন্যবাদ ভাই এতো সুন্দর উপস্থাপন করে ভিডিও করার জন্য।
আপনার জন্য মন থেকে দোয়া থাকলো, in sha Allah One day I'm staying in Here, Kashmir ❤️🇧🇩
মাশাল্লাহ! আল্লাহর সৃষ্টির কোন তুলনা হয় না।
আলহামদুলিল্লাহ্, অসম্ভব ভালো লাগল......আগামী পর্ব গুলোর অপেক্ষায় থাকলাম......শুভ কামনা অবিরত....
খুব সুন্দর একটি জায়গা কাশ্মীর।🤗 কেন দুনিয়ার স্বর্গ।😊🥰
আপনার চ্যানেলের যতগুলো ভিডিও আছে সব আমার দেখা শেষ এই ভিডিওটার অনেক অপেক্ষায় ছিলাম ধন্যবাদ ভাই ❤️❤️❤️ আমার সবথেকে ভালো লাগে ভাই আপনার ভিডিওর কোয়ালিটি আপনার মুখের ভাষা আপনার প্রিয় উপস্থাপনের পদ্ধতি ❤️❤️
এগিয়ে যান ভাই আসা করি আনেক দূরে যাবেন, ইনশাআল্লাহ ❤️❤️
ধন্যবাদ আপনাকে ♥️
মাশা আল্লাহ আল্লাহর অপরুপ সৃষ্টি❤️🌹
মহান আল্লাহ তায়ালা পৃথিবী খুব সুন্দর করে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ মাশাল্লাহ আল্লাহু আকবর
পর্ব গুলো তাড়াতাড়ি দিলে ভাল হতো।।আার বচন বাক্যের ছন্দতা মাশাআল্লাহ💛💛
♥️♥️
আলহামদুলিল্লাহ,আল্লাহর দুনিয়া কত সুন্দর,অসাধারণ, ভাই,
আমরা যারা যেতে পারিনা তারা আপনার চোখ আর অনুভূতি দিয়ে, অনুভব আর দেখার চেষ্টা করি।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
♥️
আপনার ভিডিও দেখলে মনে হয় আমি নিজে গিয়েছি ভ্রমনে
খুব সুন্দর করে ব্লক করেন আপনি সত্যি অসাধারণ
নিঃসন্দে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব সবাইকে জুম্মা মোবারক ❤️❤️
বলার মত কোন ভাষা খুঁজে পাচ্ছি না ভাইয়া❤❤❤❤
কাশ্মীর সিরিজে এই পর্বটি সবথেকে সুন্দর লেগেছে। মাশাআল্লাহ 💗
আলহামদুলিল্লাহ
ভিডিওটা খুব খুব খুব ভালো লেগেছে ভাই। আমিও গত 5 বছর আগে গিয়েছিলাম এখানে। আমরা গিয়েছিলাম 27 জন একসাথে।
মাশা-আল্লাহ। ভাইয়া এতো ভালো লাগলো, বলার বাহিরে ❤️❤️😍🥰
যেন প্রতিটি মিনিট একেকটি কাব্য,একেকটি আবৃত্তি হৃদয়গ্রাহী।
ধন্যবাদ
অসাধারণ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য পৃথিবীটাকে এতো সুন্দর করে তৈরি করেছেন,আলহামদুলিল্লাহ সুবহানআল্লাহ
Alhamdhulilla onek valo laglo ei porbo ta dekhe. Sottie allahor sristy kotoi na sundor inshallah akdin jabo🥰
এটাই হলো ভারতের সন্দর্য্য
Jai shree Ram ❣️🚩🇮🇳
ভাইয়া,,,,,আপনি যদি ভিডিও গুলো ড্রোন দিয়ে শুট করতেন তাহলে,,অপরুপ সুন্দর দেখা যেতো
প্রিয় ভাই আপনিই এক মাএ বাংলাদেশি ভ্রমণ পিপাসু, যার সকল ভ্রমণ ভিডিও গুলো, সম্পূর্ন সিনেম্যাটিক ভিও, বা কোয়ালিটি সম্পন্ন 😍😍😍
সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি । আলহামদুলিল্লাহ আপনার এই ব্লগের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম এবং শিখতে পারলাম । ♥️♥️♥️
♥️♥️
Osthir jaiga ar congratulate for 300k❤️
♥️
আপনি আসলে বেস্ট। আপনার ব্লগ এত ভালো লাগে যে বারবার দেখতে মন চায়। দোয়া করি আপনি যেন সুস্থ থাকেন এবং আপনার মা-বাবা যেন সুস্থ থাকে😍🥰😍❣️
♥️
আমরা গিয়েছিলাম সেপ্টেম্বরে। তখন কোনো বরফ ছিল ন। শুধু সবুজ ছিল আর সাদা মেঘের ভেলা।
সুন্দর! সুন্দর!! সুন্দর!!! অসম্ভব সুন্দর লেগেছে ভাইয়া,আপনার উপস্থাপনা ও ছিলো অসাধারণ।
খুব ই ভাল লেগেছে।। আপনার মাধ্যমে খুব ই চমৎকার প্লেস দেখতে পেলাম। শেষ রাতে আমার মন টা প্রফুল্ল হয়ে গেল। god blessed you vaiya❤️❤️
এককথায় অসাধারণ লেগেছে ভাই।। ৃ
MashaAllah
অনেক মিস করছিলাম আপনাকে অবশেষে পেয়েছি.. অসাধারণ প্রকৃতি সাথে আপনি থাকলে তো হয়ে যায় আর কি লাগে বলুন,,,
পরবর্তীতে আমাদেরও আপনার সাথে যাওয়ার সৌভাগ্য করে দিন, একই সাথে আপনার সাথে যেতে চাই প্রকৃতিতে হারিয়ে যেতে চাই 🥰🥰🥰🥰🥰
ধন্যবাদ। ইনশাআল্লাহ
কাশ্মীর মানেই পৃথিবীর স্বর্গ ❤️
অসম্ভব সুন্দর জায়গা সাথে আপনার ভিডিও। এককথায় চমৎকার। ভাই অক্টোবরে গেলে কি, স্নো দেখা যায়।
মাশা-আল্লাহ 🥰। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো ভ্লগ টা ❤️
Take love❤️
Which country is the owner of G
Gulmarg?
ভাইয়া আপনার ছন্দ মিলিয়ে কথা বলা টা অসাধারণ ❤️❤️
Mashallah onek sondor kashmir your presentation video all great good job Bro
Nice...
কাশ্মীরের প্রশংসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তৎসহ কাশ্মীরের দুর্গম এলাকা গুলোর ক্রমশ উন্নত করার জন্য ভারত সরকার আপনার থেকে একটি ধন্যবাদ প্রাপ্য বলে মনে হয়।
কাশ্মীরের ক্রমশ উন্নয়ন লক্ষণীয়। উন্নয়নের সাথে জড়িত সকল কর্তৃপক্ষকেই ধন্যবাদ ও শুভকামনা
ধন্যবাদ ভাই জাদুকরী ভিডিও উপহার দেয়ার জন্য।
♥️
ভাই জান ফাস্ট কমেন্ট আলহামদুলিল্লাহ
অসাধারণ লাগলো ভাইয়া আপনার কাশ্মীর ভ্রমণের এই পর্বটি। এক সেকেন্ডের জন্য আমি চোখ সরাতে পারলাম না। সত্যি অসম্ভব সুন্দর প্রেজেনটেশন ছিল আর সাথে কাশ্মীরের সৌন্দর্য ❤️❤️❤️
ধন্যবাদ আপনাকে
@@MrMixersWorld ☺️☺️
এক কথায় অসাধারণ হয়েছে ভাইয়া।❤
আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দিন আমিন।
♥️
আমার দেখা মতে আট নাম্বার পর্ব বেসট
অসম্ভব সুন্দর। মাশাআল্লাহ।❤️❤️
শব্দচয়ন আর উপস্থাপনা অনেক সুন্দর ভাইয়া।
মনে হচ্ছে নিজেই ঘুরতে এলাম গুলমার্গ 🥰
Please vaiya give me some tips. I also try to make travel vlog 🥰 & I know That you support new users 🥰
ধন্যবাদ আপনাকে 😊
আপনার ভিডিওর ফ্যান হয়েছি অনেক আগেই এবার কবিতা + উপস্থাপনার ফ্যান হয়ে গেছি
ধন্যবাদ
রুমে শুয়ে শুয়ে দেখছি আর মনে হচ্ছে বরফ এর মধ্যে ঢুকে গেছি!
আব্বুরা ফ্যান দিয়ে ঘুমিয়ে আছে
আমার মনে হচ্ছে ঠান্ডা অনেক😇এই ভ্লগের মধ্যে হারিয়ে গেছি একদম 😇
সব ভ্লগগুলো একটা একটা করে দেখেছি
ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ভিডিও ধারণ করে আমাদের বাসায় বসে বরফের অনুভূতি দেবার জন্য 🥰
অনেক ভালোবাসা রইল আপনার জন্য 💝💝💝
আপনাকেও অনেক ধন্যবাদ ♥️
আল্লাহ!!! আপনি আমার কমেন্টের রিপ্লাই দিবেন🥳🥳🥳🥳🥳😯😯😯 আমি সত্যি কখনো ভাবিনি
ভালোবাসা অবিরাম ভাইয়া🥰🥰💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
এক কথায় মাশা-আল্লাহ। গুলমার্গ নিয়ে অনেক ভিডিও দেখছি বাট আজকের মত সুন্দর না
Thanks for posting such a nice video coverage about the one of the highest hill station of Gulmarg sightseeing. It is absolutely amazing.
অসাধারণ
সবচেয়ে আপনার উপস্থাপন করাটা বেশি ভালো লাগে.. ❤️❤️❤️
♥️
অসম্ভব সুন্দর লেগেছে, ২য় ফেজ থেকে নামার সময় ২৪.৪৩ থেকে ২৫.০৭ এবং চাঁদ দেখে গন্ডোলা রাইড থেকে নামার সময় ৩১.৫১ থেকে ৩২.৩৮ পর্যন্ত অনেক ভালো লেগেছে। এখানে আমার নিজের একটা ব্যাপার শেয়ার করছি, সেটা হলো, কোথাও যাওয়ার সময় সেখানে যাওয়ার যে এক্সাইটমেন্ট টা থাকে সেখান থেকে আসার সময় ঠিক কেমন জানি মন টা খারাপ হয়ে যায়, মনে হয় আবার এখানে আসার সম্ভাবনা হয়তো নেই, প্রতিটি সেকেন্ড মন প্রান উজার করে ফিল গুলো নেয়ার চেষ্টা করি। আপনাদের গন্ডোলা থেকে নামার সময় আমার ঠিক ওইরকম অনুভূতি হচ্ছিলো। মনে হচ্ছিলো গন্ডোলা রাইড শেষ করে চলে যাচ্ছি। কিন্তু এখানকার এই পরিবেশ, পাহাড়, পাইন, দেব দারু, আবহাওয়া, বরফ, ঠান্ডা বাতাস, সূর্য, পাহাড়, হিমালয়, নাংগা পাহাড়, কুয়া, গাইড, এদের সাথে আবার দেখা হবে তো! আপনার ভিডিও এর কল্যানে কাস্মীর দেখছি। আপনাকে
অনেক ধন্যবাদ ভাইয়া। মহান আল্লাহর অপরুপ সৃস্টি দেখছি, সুবহানাল্লাহ কতো সুন্দর করে বানিয়েছেন আমাদের এই পৃথিবী 💜
অসংখ্য ধন্যবাদ আপনাকে। বরাবরের মতনই পর্বগুলোর সাথে থাকার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাশ্মীর নিয়ে আরও সুন্দর কিছু বিশেষ পর্ব আসবে। আশা করি সেগুলোরও অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ
@@MrMixersWorld
ইনশা আল্লাহ, সব গুলোই দেখছি💜
দেখে খুব আফসোস হচ্ছে..আশা করছি এই সেমিস্টার ব্রেকে যেতে পারবো ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ
এতো সুন্দর বিডিও উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ 🖤🥰
ভালোবাসা রইল ভাই😍🥰
♥️
এক কথায় দারুণ।
অসাধারণ! একদম প্রানবন্ত ❤️❤️
❤❤❤
প্রতি জুম্মার দিন অপেক্ষা করি যে নামাজ পড়ে ই আপনার সিরিজ দেখবো...ভালোবাসা রইল ভাই😍
♥️
দারুণ জায়গা
আমাদের দেশ এ আপনার মতো একজন ট্রাভেল ভ্লগার পেয়ে আমরা গর্ববোধ করি।
♥️♥️
আজ প্রথম আপনার ব্লগ দেখলাম, আপনার অসাধারণ ব্যবহার আর সুন্দর ভাষায় সব কিছু বোঝানো সত্যি মনোমুগ্ধকর। শুভ কামনা রইলো সবসময়💗🖤💗
ধন্যবাদ আপনাকে ♥️