এত শিল্পীদের গান শুনি কিন্তু তোমার গলায় দুঃখের গান শুনলে চোখ দূটো ভেসে যায় কেন? কি অমৃত বাণী আছে তোমার কণ্ঠে যা আমাদের হৃদয়ের অন্তস্থলে গিয়ে নাড়া দেয়?!
যতবার শুনি আশা মেটেনাকো মনে হয় আরও শুনি । তোমার গান শুধু আমাকে কেন সকলকেই মুগ্ধ করবে । ভাল থাক । সুস্থ থাক। এমনি করে গান শুনিয়ে সকলকে আনন্দ দাও । অনেক বড় শিল্পী হ্ও এই আশীর্বাদ করি ।
নজরুলের এ গান করুণ রসের এক কালজয়ী গান । তোমার কন্ঠ এ গানটি গাওয়ার জন্য তৈরি ছিল বলে এর বানী ও সুর সংগীত প্রেমী যে কোন মানুষকে আকৃষ্ট করবে এ প্রত্যয় আমার রয়েছে।
বাঙলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী করুণ গানটি পিয়ালীর কণ্ঠে মাধুর্য পেয়ে শ্রোতার হৃদয়ের পরতে পরতে এক বেদনার বন্যা তৈরি করে। পিয়ালীর চেষ্টা আমাদের গানের প্রতি প্রাণের তেষ্টাকে প্রতিনিয়ত নিবৃত্ত করছে। আর আমরা দিনে দিনে তাঁর কাছে ঋণে আবদ্ধ হচ্ছি।
Your Presentation of this Nazulgeeti MONE PORE... Is so heart touching and unique one that I felt that it is the incident of my life. Crying and Crying.. Consolation that you are shinning to be a great singer. Ma Piyali, God bless you and you get strength from your singing world. Go on.....
@@anitadatta1303 অনেক ধন্যবাদ দিদি। আমাদের পরম প্রিয় শিল্পী Pialy Kundu , কুট্টুস বাবুর জন্য আপনার অসীম মমত্ববোধ এবং তাঁর গান সম্পর্কে আপনার অসাধারণ কমেন্ট গুলো পড়ে বুঝেছি আপনি অত্যন্ত sophisticated মানুষ। সে কারণে কয়েক বার আপনার কমেন্টে reply লিখেও মুছে ফেলেছি। সুস্থ থাকুন শান্তিতে থাকুন প্রিয়জনদের নিয়ে।
@@khanniloy9361 আপনার আপন করা কথা অনন্য । আমার অস্তাচলে চলে আসা বয়সের দুর্বলতা কিছুই তো করতে পারেনা। আপনারা সকলেই এমন পবিত্র সুন্দর মনের, সুর সাধিকা মেয়েটির পাশে থেকে ভাবুন আরো কি করা যায় । আমি বলি পিয়ালীর মতো এমন সম্পদকে সুরের জন্যই সহায়তা দেয়া উচিত । এখন এমন হয়েছে যে মেয়েটির সুর আমার আত্মার এক কার্যকর ওষুধ ।
কাজী নজরুলের এই গানটি পিয়ালীর গলায় যতবার শুনি ততবারই আমি অশ্রুসিক্ত হয়ে উঠি। এই রচনা যে মানুষের জীবনে কত গভীরভাবে রেখাপাত করে বোঝান যায়না এটা উপলব্দি করতে হয়। আমি এই গানটি আগে কখনও শুনিনি। এই গান শোনার পর বুঝলাম কাজী নজরুলের মনটা ছিল দেবতুল্য। তাঁকে আমার প্রনাম।
এত শিল্পীদের গান শুনি কিন্তু তোমার গলায় দুঃখের গান শুনলে চোখ দূটো ভেসে যায় কেন? কি অমৃত বাণী আছে তোমার কণ্ঠে যা আমাদের হৃদয়ের অন্তস্থলে গিয়ে নাড়া দেয়?!
বলার কিছু নেই। এতই সুন্দর হয়েছে।
Hriday chhue gelo, apurbo.
কী অসাধারণ অনুভব সঞ্চারি কথা সুন্দর বিষাদ বিধুর নস্টালজিক প্রেমের আকুতি ভরা কালজয়ী এই গান ! আবেগে অভিব্যক্তিতে সুরের পবিত্র তরঙ্গে অনন্য হয়ে এলো প্রাণে দূরাগত স্মৃতির রেশ ধরে ।
Darun sundor monta bhore gelo.
সত্যি ই একই গান কতবার শুনেছি তোমার গলায় শুনে মন আর যেন ভরে না ।
অসাধারণ গান অসাধারণ পরিবেশনা।
আহা !! কি অপূর্ব গাইলেন গানটি। অনেক দিন আমার অন্তরে জেগে থাকবে।
ধন্যবাদ
বিধাতা কি অপূর্ব কন্ঠ আপনাকে দিয়েছেন!
So remarkable sound...onek din por tumar gaan sunchi...lots of ❤
Super Voice Piyali.Agia jao ganer jagate.❤👌
সকাল শুরু করেছি পিয়ালীর সুকণঠের নজরুল গান শুনে। মনটা ভালো হয়ে গেল। মিষ্টি গান মিষ্টি গলায়। সুরের আবেশ সারাদিন মনের মধ্যে গুন গুন করবে।। বাহ্।
Anek anek dhanyobaad 😀🙏
সত্যিই এই গানটি তোমার গলায় অপূর্ব মাধুর্য ফুটে উঠেছে
আমার মতে এই অসাধারণ গানটি আপনি অন্য সব শিল্পীর চেয়ে ভালো গেয়েছেন।
যতবার শুনি তবু ও আমার আবার শুনতে ইচ্ছে করে।
খুব ভালো হয়েছে।
অনেক ধন্যবাদ 🙏
নজরুলের এ গান ও সুরে অতীতের বিস্মৃতিতে হারিয়ে যাই। চোখের কোনে জল এসে যায়...!!! পিয়ালির কন্ঠে যেন তা ঝরে ঝরে পরে...!!
Anek dhanyobaad 🙏😀
তুমি তো খুবই গুণী শিল্পী... আমার তো তোমার গাওয়া সব গানই বেশ ভালো লাগে 💞👏💖👏💕👏💖
আহা অসাধারন,
Aha aha!! Choker konay jol ene dilen. Khub bhalo thakun
এই নজরুলসঙ্গীতটি খুবই সুন্দর। তুমি অপূর্ব গেয়েছো। খুব দরদ দিয়ে গেয়েছো গানটা। ভীষণ ভালো লাগলো।
অনেক ধন্যবাদ
যতবার শুনি আশা মেটেনাকো
মনে হয় আরও শুনি ।
তোমার গান শুধু আমাকে কেন সকলকেই
মুগ্ধ করবে । ভাল থাক । সুস্থ থাক। এমনি
করে গান শুনিয়ে সকলকে আনন্দ দাও ।
অনেক বড় শিল্পী হ্ও এই আশীর্বাদ করি ।
আশীর্বাদ করবেন স্যার 😀🙏
অনেকের কন্ঠে গানটি শুনেছি, , আপনার কন্ঠে খুব সুন্দর লাগলো
অনেক ধন্যবাদ
অপূর্ব অপূর্ব দিদি ভাই অনেক বার সুনিলাম
মনো প্রান ও ভরিয়া। পারো কি সুনিতে আবার এমনই সুরে গাওয়া তোমার কোন গান।
অনেক ধন্যবাদ তোমাকে।
যেমন সুন্দর গান তেমনি সুন্দর তোমার কণ্ঠ ও গায়কী। মন ভরিয়ে দিয়েছ মা। এমনি করেই তুমি গেয়ে যাও।
Thanks
নজরুলের এ গান করুণ রসের এক কালজয়ী গান । তোমার কন্ঠ এ গানটি গাওয়ার জন্য তৈরি ছিল বলে এর বানী ও সুর সংগীত প্রেমী যে কোন মানুষকে আকৃষ্ট করবে এ প্রত্যয় আমার রয়েছে।
একদম ঠিক বলেছন
একদম সঠিক।
জাদুকণ্ঠ আর ঘনীভূত আবেগ স্মৃতির বৃষ্টিকে আহ্বান করে আজকের এই সন্ধ্যাকে মধুময় করে তুললো। সত্যিই অনন্য সাধারণ !!!!
সব টুকু সুরের মাধুরী ঢেলে গেয়েছেন 🌷🌷
বিচ্ছেদের মর্মবেদনার এক অসাধারণ সুর গাঁথা আপনার অসাধারণ পরিবেশনায় হৃদয়কে আচ্ছন্ন করে।
আমার favorite song,খুব ভালো লাগলো শুনে।।
অসাধারন অপুর্ব 👍👍👍👍👍👍👍👍👍👍
গান গুলো দারুন দারুন ভাবে বাছাই করা হৃদয় জুড়ে যায়, ভুলে যাওয়া দিন গুলো মনে পড়লো
🙏😀সঙ্গে থাকবেন 🙏
নজরুলের কাব্যগীতি অতুলনীয় , তুমি গেয়েছও দারুণ, মন ভরে গেল।
আহা! মন প্রাণ ভরে গেলো।
Thanks
আহা হৃদয়ের হাহাকার কি অসাধারণ কথা সুর ও কন্ঠের অসাধারণ সম্মিলনে প্রকাশ পেল।
কি আদর করে গাইলে গো,এইজন্যই বারবার শুনি। ❤
❤️❤️
আপনার কন্ঠে নজরুল সঙ্গীত সহজাত ভাবে আসে......... দারুন লাগলো🙏
Singer Pialy excellent,. God has specialy made your tone, voice very very thanks . God bliss you ❤️👍👍
Thank you
মনে হচ্ছে আপনি গানটি গাইবেন, তাই নজরুল এই গানটি লিখেছেন। চমৎকার লাগলো।
অপূর্ব, কী মাধুর্য্য কন্ঠে
ধন্যবাদ অনেক
আমার কাছে এই অসাধারণ গানটির পরিবেশনায় আপনিই শ্রেষ্ঠ।
🥀 হৃদয়!! নিংড়ানো!! সুর!! মন কেমন!! করে ওঠে!! আহা!! এমন সুর!! কে আর!! সৃষ্টি করবে
🥀🥀🥀🥀🥀🥀
Thank you 🙏😀
অনবদ্য উপস্থাপন.. নজরুলগীতিতে আপনি অতুলনীয়
বাঙলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী করুণ গানটি পিয়ালীর কণ্ঠে মাধুর্য পেয়ে শ্রোতার হৃদয়ের পরতে পরতে এক বেদনার বন্যা তৈরি করে। পিয়ালীর চেষ্টা আমাদের গানের প্রতি প্রাণের তেষ্টাকে প্রতিনিয়ত নিবৃত্ত করছে। আর আমরা দিনে দিনে তাঁর কাছে ঋণে আবদ্ধ হচ্ছি।
আপনার মতো অসাধারণ শিল্পীদের পরিবেশনায় নজরুল গীতির অসাধারণত্ব আরো স্পষ্ট ভাবে অনুভব করা যায়। আপনাকে অনেক ধন্যবাদ।
Dhanyobaad anek 😀
কান মন প্রাণ সব ভরে গেল।
করুণ রসে সম্পূর্ণ আপ্লুত হলাম। ধন্যবাদ আপনাকে অসাধারণ এই গানটি পরিবেশন করার জন্য।
অসামান্য উপস্থাপন.. নজরুলগীতিতে আপনি সত্যি অনন্য..
অপূর্ব!!!!! অনবদ্য। আপনি নজরুল গানের দরদী। মন ভরে গেল। খুব খুব দরদ দিয়ে গেয়েছেন। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। শুভ সন্ধ্যা। ধন্যবাদ।
Dhanyobaad anek.. share korben please 😀🙏
@@PialyKunduOfficial oky
আহা! মন প্রাণ ভরে গেলো। যেমন গায়কী তেমন দরদ! অপূর্ব অনবদ্য চমৎকার❤️🙏
didi facebook link nei ?
আজ কি হয়েছে জানিনা তোমার এই নজরুল সাহেবের গানটা শুনতে শুনতে চোখের জলে ভেসে গেলাম গান থেমে যাওয়ার পরেও কান্না থামছিলনা। নজরুল সাহেবের বিরহী আত্মা যেন তোমার কণ্ঠের আন্দোলনে আমার অন্তরআত্মাকে বিচলিত করল।
🙏😀
এই গানটির পরিবেশনায় আপনিই সর্বকালের সেরা।
মন্ত্র মুগ্ধ হয়ে আপনার এই অসাধারণ গানটি শ্রবণ করলাম। ধন্যবাদ আপনাকে।
কথা আর সুরের সাথে আন্তরিকতার ছোঁয়ায়ই সংগীত হয়ে ওঠে জীবন্ত ।
অপূর্ব অপূর্ব
খুব সুন্দর লাগছে প্রিয় শিল্প কে।
কী অসাধারণ স্মৃতি জাগানিয়া আকুল করা এ গান পিয়ালী কন্ঠে বাঙ্ময় হয়ে চির কালের মানব হৃদয় ছুঁয়ে গেলো !
অসাধারণ গায়কী❤❤
Thank you
দিদি, তুমি ঈশ্বরের অন্যবদ্য সৃষ্টি, তোমার গান শুনতে শুনতে মরে যেতে পারি❣️❣️❣️
Please share 😀🙏
খুব সুন্দর গান পরিবেশন করার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে বোন আমার শুভেচ্ছা রইলো
চোখে জল এসে গেলো, মনে হলে অন্তরঙ্গ কারো কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম. চারিদিকে অসীম শূন্যতা ও অন্ধকারাচ্ছন্ন
আমার গানঘরেও আপনাকে আমন্ত্রণ জানাই। 🙏
অপূর্ব সুন্দর লাগছে গান টি। শুভ কামনা রইলো
অসাধারণ ।। মুগ্ধ হয়ে ৪ বার শুনলাম।।
Your Presentation of this Nazulgeeti MONE PORE... Is so heart touching and unique one that I felt that it is the incident of my life. Crying and Crying.. Consolation that you are shinning to be a great singer. Ma Piyali, God bless you and you get strength from your singing world. Go on.....
অসাধারণ।❤️
তোমার কন্ঠে করুণ সুন্দর নজরুলের এ কালজয়ী গান যেন মহাকালের সকল প্রেমিক হৃদয়ের অনিঃশেষ অনুপম রোদন পরশ হয়ে প্রাণ থেকে প্রাণে প্রবাহিত হলো !
প্রবাহিত হতে থাক যুগ থেকে যুগান্তরে প্রজন্ম থেকে প্রজন্মে।
@@khanniloy9361 কী সুন্দর মন্তব্য করলেন খান নিলয় দাদা!
@@anitadatta1303 অনেক ধন্যবাদ দিদি। আমাদের পরম প্রিয় শিল্পী Pialy Kundu , কুট্টুস বাবুর জন্য আপনার অসীম মমত্ববোধ এবং তাঁর গান সম্পর্কে আপনার অসাধারণ কমেন্ট গুলো পড়ে বুঝেছি আপনি অত্যন্ত sophisticated মানুষ। সে কারণে কয়েক বার আপনার কমেন্টে reply লিখেও মুছে ফেলেছি। সুস্থ থাকুন শান্তিতে থাকুন প্রিয়জনদের নিয়ে।
@@khanniloy9361 আপনার আপন করা কথা অনন্য । আমার অস্তাচলে চলে আসা বয়সের দুর্বলতা কিছুই তো করতে পারেনা। আপনারা সকলেই এমন পবিত্র সুন্দর মনের, সুর সাধিকা মেয়েটির পাশে থেকে ভাবুন আরো কি করা যায় । আমি বলি পিয়ালীর মতো এমন সম্পদকে সুরের জন্যই সহায়তা দেয়া উচিত । এখন এমন হয়েছে যে মেয়েটির সুর আমার আত্মার এক কার্যকর ওষুধ ।
আপনার কন্ঠে মধু। ঝরছে খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়
Best version I have ever heard... Best of luck didi.....love love love from Bangladesh..
Anek dhanyobaad 🙏❤️
Beautiful sound. Beautiful melody. Beautiful voice. Thanks,
khub sundor hoyeche. sur: kamal Dasgupta
তোমার গান শুনে শান্তি পাই।
অসাধারণ!
দারুন হয়েছে দিদি। চালিয়ে যেও দিদি।
এই গানটির কথা ও সুরের আবেদন এত গভীর ভাবে কখনো উপলব্ধি করতে পারিনি। বার বার শুনেও বিন্দুমাত্রও একঘেয়ে লাগছে না।
কাজী নজরুলের এই গানটি পিয়ালীর গলায় যতবার শুনি ততবারই আমি অশ্রুসিক্ত হয়ে উঠি। এই রচনা যে মানুষের জীবনে কত গভীরভাবে রেখাপাত করে বোঝান যায়না এটা উপলব্দি করতে হয়। আমি এই গানটি আগে কখনও শুনিনি। এই গান শোনার পর বুঝলাম কাজী নজরুলের মনটা ছিল দেবতুল্য। তাঁকে আমার প্রনাম।
সত্যিই এই গানের অপেক্ষায় ছিলাম সেই সুর সেই কন্ঠ শুনি হইলাম মুগ্ধ।
Dhanyobaad.. please share 😀🙏
@@PialyKunduOfficial Ift
"নিলুফার ইয়াসমিন" খুবই জনপ্রিয় একজন শিল্পী... এই নজরুল গীতিটা প্রথম ওনার কণ্ঠে শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই... ❤🙏
ধন্যবাদ
আহা! মন প্রাণ ভরে গেলো 🙏🙏🙏
অসাধারন লাগলো তোমার গান ধন্যবাদ
Opurbo gaile piyali.ami tumake asirbad deyoar joggyo kina janina tobe Bhogobaner hoye tumake onek onek asibad korchi.ai bhave amaderke anondo diye gao.mon bhalo rakar bikolpo hochhe gan.bhalo theko kuttuske onek snehasis janalam.
তোমার সুরেলা কন্ঠে গান খুব সুন্দর গেয়েছো
এই গানটিতে আপনি সর্বকালের সেরা।
ভালো থাকবেন সবসময়।
আহা কি শোনালে পিয়ালী !! মুগধ হয়ে শুনলাম । ফিরোজা বেগমের খুব ভক্ত আমি । কিন্তু হারমোনিয়াম সহযোগে তোমার গায়কীর একটা অনন্য আকর্ষণ আছে । অসাধারণ !
Anek dhanyobaad
কি অপূর্ব গাইলে পিয়ালী!!! হৃদয় ছুঁয়ে গেলো। 💚💚💚
We're really grateful to you for the priceless songs you're presenting us one after another.
তারিফ করার ভাষা এত সুন্দর গেয়েছেন। আশীর্বাদ রইলো.❤
অনেক ধন্যবাদ
অসামান্য গায়নশৈলী, অপূর্ব সুন্দর কন্ঠস্বর..
😀😀🙏
Sundar sanjojan ,sundar nirbachan , sundar poribesan .aneak bhalo thakben .
আহা, মনপ্রাণ জুড়ানো গান শোনালেন
অনেক ধন্যবাদ
তোমার গলায় এসব গান শুনলে চোখের জল ধরে রাখা মুস্কিল। অনেক অনেক অনেক বড়ো হও মা আমার।
Feeling a fatal attraction of this Nazrul geeti by your beautiful. Voice just like opium addiction bhlo theko PIALI from BENGL
সুন্দর শুধুই সুন্দর।
অপূর্ব কন্ঠ আপনার, অনেক শুভেচ্ছা💐
Thank you
দারুন সুরেলা কন্ঠস্বর আপনার, মা সরস্বতীর আশিস আছে আপনার উপরে ।
Dhanyobar anek 😀🙏
খুব সুন্দর করে গাইলেন
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ।
Khub sundor geyechen didi.asadharan🙏
অসাধারণ।খুব খুব ভালো হয়েছে।ধন্যবাদ।
It appears that the Creator has specially created your voice organs to sing Nazrul songs. Thanks to Allah.
আরও নজরুল গীতি গাওয়ার অনুরোধ রইলো
Abossoi. Nazrulgeeti anek geyechi.. aro gaibo 🙏😀
outstanding ,outdid
Thank you
You are the best of the bests.
গানটা শুনেছিলাম, কিন্ত কমেন্ট করা হয় নি, অপূর্ব সুন্দর লাগল, সাংঘাতিক একটা গানের অপেক্ষায় থাকলাম
ধন্যবাদ