এর ফলে জালিয়াতির সুযোগটা বেড়ে গেলো না? | Ekattor Journal | Ekattor TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 315

  • @miseshosenmiseshosen5829
    @miseshosenmiseshosen5829 ปีที่แล้ว +10

    এই অসাধারন মানব কল‍্যান রায়ের জন্য মাননিয় বিচারপতি দের রক্তিম শুভেচ্ছা ও শুভকামনা

  • @monjukazi8047
    @monjukazi8047 2 ปีที่แล้ว +25

    দেশে এমনিতে আইনের কোন শাসন নাই, চেক ডিজওনার মামলায় আসামিকে রাষ্ট্রীয় পুরস্কৃত করা হোক।

  • @surfaceenterprise4895
    @surfaceenterprise4895 2 ปีที่แล้ว +48

    ব্যাংক সিকোরিটি চেকে ইচ্ছা মত সংখ্যা বসিয়ে হাজার হাজার মানুষকে পথে বসিয়েছে।
    এ আইন বাতিল করা দরকার।

    • @zianoor-e-alam353
      @zianoor-e-alam353 ปีที่แล้ว +2

      ঋন খেলাফীর প্রতি এত দরদ কেন?

    • @surfaceenterprise4895
      @surfaceenterprise4895 ปีที่แล้ว

      @@zianoor-e-alam353 small busman r sufferer but s a, dorbes, hp, and others are gaining benefits and day by day they r in engage in m laundering

    • @jahinsarea3427
      @jahinsarea3427 ปีที่แล้ว +1

      Blanck cheque nisiddo kora hok

    • @surfaceenterprise4895
      @surfaceenterprise4895 ปีที่แล้ว

      @@jahinsarea3427 yes no blank cheque

    • @mdsuhagsk1077
      @mdsuhagsk1077 ปีที่แล้ว

      সঠিক

  • @sasharmin3631
    @sasharmin3631 2 ปีที่แล้ว +8

    আমি সুদের টাকা নিছিলাম বহুদিন ধরে সে সুদের টাকা নেয় তারপর আমি দেওলিয়া হই সে আমার কাছ থেকে ৮০ হাজার টাকা নিছিলাম কিন্তু সে আমার ওপর ৪ লাখ টাকার মামলা করছে এটা কি হবে

  • @dentistmusfiq
    @dentistmusfiq ปีที่แล้ว +21

    জেল এ আসামি যদি আপনি আটকে রাখেন, তাহলে কিভাবে সে কিভাবে টাকা দিবে। তাকে সুযোগ দিতে জেলে রাখা যাবে না-এটা বাক্তি সাধীনতার হরন।।

  • @YAKUB240
    @YAKUB240 2 ปีที่แล้ว +15

    চেক দিস ওনারের মামলাগুলো আরো কঠোর হওয়া দরকার এতে করে সমাজের দূরত্ব বাজ ব্যক্তিরা সুযোগ-সুবিধা গ্রহণ করছে

  • @mdraselahmedreman1181
    @mdraselahmedreman1181 2 ปีที่แล้ว +11

    আসসালামু আলাইকুম আপা,আমার একটা ফাঁকা চেক আমার একজন ঘনিষ্ঠ বন্ধু নিয়েছিল, এখন সে সেই চেকে নিজের হাতে বড় ধরনের একটা এমাউন্ট বসিয়ে মামলা দিয়েছে। এখন আমি কি করতে পারি একটু পরামর্শ চাচ্ছি।

    • @01719141049
      @01719141049 2 ปีที่แล้ว

      ন্যাকা

    • @nknur9169
      @nknur9169 2 ปีที่แล้ว

      Adv.tipu Sultan ar shate Jogajog koren. Dhaka Judge Court.

    • @highway6870
      @highway6870 2 ปีที่แล้ว +2

      জেলে যেতে হবে

    • @rokonislamrk9280
      @rokonislamrk9280 2 ปีที่แล้ว +2

      টাকা নিয়ে চেক দিছো এমনি এমনি তো চেক দেও নি,,, টাকা দিয়ে দাও মামলা শেষ

  • @RaselKhan-uw9kq
    @RaselKhan-uw9kq 2 ปีที่แล้ว +7

    আমি একটি কোম্পানির কাছে থেকে ৫লক্ষ টাকার মাল নিয়েছিলাম একটি চুক্তি পত্রের মাধ্যমে কিন্তু করনার সময় ব্যবসায় লস খাই। কোম্পানি আমার কাছে থেকে ব্ল্যাক চেক নিয়েছিল এখন আমার নামে ২৫লক্ষ টাকার মামলা করেছে। এখন এটা কি বৈধ লেনদেন হলো বা ১৩৮ ধারায় কি আমার মামলা বৈধ হলো?

    • @mrsuvo9858
      @mrsuvo9858 7 หลายเดือนก่อน

      Akn ki obostha???

  • @maniruddinkhan6250
    @maniruddinkhan6250 2 ปีที่แล้ว +24

    লোন নেওয়ার আগে প্রতারনার উদ্দেশ্যে ব্যাংক কর্মকর্তারা ব্লান্ক মানে কোনকিছু লিখা ছাড়া চেকে স্বাক্ষর করে নেয়, এটা হয়রানির জন্যে করা হয়। এটা কি অপরাধ নয়?

    • @sumitchowdhury7673
      @sumitchowdhury7673 4 หลายเดือนก่อน

      ব্ল্যংক চেক আপনি কেন দিবেন

    • @sujitbarua9839
      @sujitbarua9839 4 หลายเดือนก่อน

      শুধু মাএ সই করে চেক নেয়,সকল এনজিও,সকল দাদন, সুদের কারবারি এমন কি Bank সহ সকল আর্থিক প্রতিষ্ঠান। সে কারনে একজন সাধারণ মানুষ হিসাবে ফাঁকা চেক দিয়েই মামলা বন্ধ করে দিন। তাহলে হয়রানি কমবে। সত্যি কারের মানুষ তার টাকা পাবে,যদি টাকার অংক বসিয়ে লোন দেন। Bank লোন বিপরীতে হিসাব চাইলে তারা বলে লোন কোন প্রকার হিসাব দেওয়ার নিয়ম নাই। যদি এই নিয়ম হয়, তাহলে চেকের মামলা ৯০ শতাংশ কমে যাবে। আপনাদের সুদৃষ্টি কামনা করছি।

    • @AkramulkhanAkramulkhan-n8p
      @AkramulkhanAkramulkhan-n8p หลายเดือนก่อน

      আমার দরকার টাকা সে তো খালি চেক ছারা আমার টাকা দিবে না তখন বাধ্য হয়েই চেক দিতে হয়

  • @mdatiarrahman8423
    @mdatiarrahman8423 ปีที่แล้ว +3

    আইন সকলের জন্য সমান হওয়া উচিত তাহলে দেশ ও জাতি ভালো থাকবে ইনশাল্লাহ ।

  • @md.nurnabibasunia3259
    @md.nurnabibasunia3259 ปีที่แล้ว +5

    চেক হোল্ডারের শুধু স্বাক্ষরের উপর নির্ভর করে চেকের বৈধতা দেওয়া কখনই উচিত না বরং চেকের পাতার প্রতিটি অংশ চেক হোল্ডারের নিজ হাতের লেখা হুওয়া উচিত। ফলে সমাজের সুদ খোর থেকে যে কেহউ ১ হাজার টাকার জায়গায় ১০ লক্ষ কিংবা ১০ কোটি লিখে মামলা করতে পারবে না।

  • @HM-fr7eo
    @HM-fr7eo ปีที่แล้ว +10

    চেক ডিজওনার মামলা বন্ধ করা হোক

    • @MdsorufulIslam-nu1nf
      @MdsorufulIslam-nu1nf 4 หลายเดือนก่อน

      বাটপারি বাড়ার জন্য,,

  • @ataurrahman4124
    @ataurrahman4124 2 ปีที่แล้ว +4

    ভাই আমি একটি কম্পানি মাল লেনদেন করতাম ।তারা সব কাস্টমারদের কাছ থেকেই একটি ফাঁকা চেক নেন। আমি এক সময় দেউলিয়া হয়ে যায় ।আমার কাছে কম্পানি টাকা পাবে 382500।তিন লক্ষ বিরাশি হাজার পাঁচ শত টাকা পাবে ।কিন্তু আমার ওপর মামলা করেছে ।2050000।বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মামলা দায়ের করেছে ।আমি তাদের কারনে পরিবারের কাছে থেকে দুরে চলে গেছি।ধন্যবাদ বাংলাদেশের আদালত কে।

  • @mojannan2761
    @mojannan2761 ปีที่แล้ว +6

    এই রায়ের জন্য আদালতকে ধন্যবাদ

  • @rubelkha609
    @rubelkha609 2 ปีที่แล้ว +12

    এই আইন বহাল থাকা দরকার। কারণ ব্যবসায়িকরা লস হওয়ার পর হয়রানি হয়।

  • @helal5468
    @helal5468 2 ปีที่แล้ว +7

    চেকের মামলা আরো কঠিন করা উচিত

  • @md.nurnabibasunia3259
    @md.nurnabibasunia3259 ปีที่แล้ว +13

    ১টি টাকাও পায় না অথচ সাড় ৬ লক্ষ টাকার মামলা করেছে। গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। এটি অহরহ হচ্ছে।

  • @shadedchandradas7632
    @shadedchandradas7632 2 ปีที่แล้ว +17

    ব্যাংক বা বিভিন্ন কোম্পানীগুলো সিকিউরিটি বাবদ ব্ল্যাক চেক নেয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে।

    • @govt.job-bangladesh
      @govt.job-bangladesh 2 ปีที่แล้ว

      ব্যাংকে জামানত স্বরুপ ব্ল্যাক চেক নেয়া হয় না। কোন অফিসার যদি ব্ল্যাক চেক নিয়ে থাকে তাহলে তাকে অবশ্যই টাকার পরিমাণ লিখে ব্যাংকে জমা দিতে হয়। আর কোন চেকে টাকা উল্লেখ না করে দেওয়া অনুচিত।

    • @shadedchandradas7632
      @shadedchandradas7632 2 ปีที่แล้ว

      @@govt.job-bangladesh ধন্যবাদ আপনার উত্তরের জন্য, তবে আপনি মনে হয় আইনের আলোকে থিউরিটিক্যাল কথা বলছেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বললাম।

    • @khanimran6313
      @khanimran6313 ปีที่แล้ว

      Blank check jekhane chay Jaben keno

  • @alhajabdulkader4584
    @alhajabdulkader4584 2 ปีที่แล้ว +5

    আমরা দূর্বিত্তদের সাথেই থাকি !

  • @shofiqulislam1777
    @shofiqulislam1777 2 ปีที่แล้ว +2

    আমি ছয় বছর ঘুরে একটা রায় পেয়েছি। কিন্তু আসামি পলাতক সে পূর্বের ঠিকানায় থাকে না বলে ওয়ারেন্টও করা যাচ্ছে না।

  • @rangastar5832
    @rangastar5832 ปีที่แล้ว +5

    বাংলাদেশে এমন একটা মানুষ দেখান চেকের মামলা করছে যা টাকা পায় তাই করছে একটা দেখান। সবাই যা টাকা পায় তার দ্বিগুন তিন গুন মামলা দেয় সেটার কি হবে।

  • @AkhieAkter-c7w
    @AkhieAkter-c7w 4 หลายเดือนก่อน +1

    মাননিয় বিচার পতি দোওয়া রয়লো

  • @MdElias-e3g
    @MdElias-e3g 2 หลายเดือนก่อน

    আস্সালামু আলাইকুম।
    ভাই আমি মালেশিয়া থেকে বলছি। আজ থেকে ৭ মাস আগে আমার এক ভাই টুরিস্ট ভিসায় নিয়ে আসার জন্য একটি এজেন্সিকে পাসপোর্ট এবং ১.৬০ হাজার টাকা দিছি
    ।তার পরিবর্তে আমাকে ওমনি ৩.৩৫ হাজার টাকার চেক দিছে। এখন কথা হচ্ছে ওনি আমাকে ভিসা করে দিতে পারে নাই। অনেক কষ্টে পাসপোর্ট দিছে। টাকা গুলো দিচ্ছে না। কালও রিসিব করছেনা। ব্যাংকেও টাকা নাই। ওনার অফিসও বন্ধ । এখন কি করা যায় একটু পরামর্শ দিন

  • @Redite.99
    @Redite.99 2 ปีที่แล้ว +4

    আমার বেলায় এরম হয়েছে। গাড়ী কেনার সময় ব্লাইন্ড চেক দেওয়া হয়েছিল জামানত হিসাবে। পরে দেহা গেল ওরা আমার কাছে টাকা পায় না। তার পরেও আমাকে মামলা ফাঁসানো হয়েছে।

    • @rangastar5832
      @rangastar5832 ปีที่แล้ว

      এমন অনেক মানুষ বিপদ আছে।

    • @h.h.prodipkhan8055
      @h.h.prodipkhan8055 ปีที่แล้ว

      Vai ami nije proman ...6 mas jell khete asci

  • @highway6870
    @highway6870 2 ปีที่แล้ว +12

    চেক দেওয়া বন্ধ করে দেন ব্যাংক যাতে কোনো চেক সিস্টেম না রাখে তাহলে কোন অসুবিধা নাই যে যেখানে ব্যবসা করবে লেনদেন করবে নগদ করবে

    • @truthhunter7296
      @truthhunter7296 2 ปีที่แล้ว

      আপনার আপনি কি বলেছেন বুঝেছেন,,,, কেউ এক কোটি টাকা কি নগদে দিবে

    • @highway6870
      @highway6870 2 ปีที่แล้ว

      হা সমস্যা কি নিরাপত্তার জন্য পুলিশকে কল করা হবে এক কোটি টাকার চেক দিলে টাকা মেরে দিলে তখন কি হবে দায়ভার কে নিবে

    • @truthhunter7296
      @truthhunter7296 2 ปีที่แล้ว

      @@highway6870 সাধারণ পুলিশত টাকা মেরেই দিবে এমনকি ডিআইজি লোভ সামলাতে পারবে না

    • @moinulislambabul3695
      @moinulislambabul3695 2 ปีที่แล้ว +1

      পে অডার করে দিবে

    • @highway6870
      @highway6870 2 ปีที่แล้ว

      পে order করে নিতে পারে

  • @AZIZURRAHMAN-cd6py
    @AZIZURRAHMAN-cd6py 2 ปีที่แล้ว +4

    শেষ এর কথাটা ছিল অসাধারণ 😂

  • @SaddamHosen-r5k
    @SaddamHosen-r5k 8 หลายเดือนก่อน +2

    কিছু অসাধু ব্যবসায়ীরা ফাঁকা চেক নেই এবং ইচ্ছামত টাকা বসিয়ে মামলা করে দেয় সেই হয়রানির শিকার হই আমরা তার প্রমান আমি নিজে

  • @bhuiyanswapon3386
    @bhuiyanswapon3386 2 ปีที่แล้ว +4

    আমরা টাকা কি ভাবে পাবো।

  • @SamirAhmed-hj4ck
    @SamirAhmed-hj4ck 3 หลายเดือนก่อน

    বাংলা দেশের মধ্যে একমাত্র উচ্চ আদালতে ঐ বিচারক সাধারণ জনগণ গরীব দুঃখী অসহায় মানুষ এর বাস্তব রূপ ধারণ করে চিন্তা চেতনা করে আদেশ সঠিক

  • @AloAsbei-s6m
    @AloAsbei-s6m 2 ปีที่แล้ว +3

    এই রায় সিদ্ধান্ত বাতিল হতে হবে না হলে চেক প্রথা বিলুপ্ত করতে হবে।

  • @AlaminHossain-pb5xp
    @AlaminHossain-pb5xp 2 ปีที่แล้ว +6

    মাহবুব সাহেব এরকম হইছে আমার একটা খালি ব্ল্যাংকেট ছিল জামানত হিসাবে আমার ভাইয়ের কিন্তু ২৪ লাখ টাকা পেমেন্ট এখনো 28 লাখ টাকা মামলা করে দিছে

    • @h.h.prodipkhan8055
      @h.h.prodipkhan8055 ปีที่แล้ว

      Vai emon ta amro hoyce ..6 mas jell hoycilo ...ei basore ..6 june e rai hoi ..8 novembor kalash pai ...amr kase kono tk pabe nah ...shob porishod

    • @humayraanjumggttatmarchtha7245
      @humayraanjumggttatmarchtha7245 8 หลายเดือนก่อน

      আপনার সাথে কি যোগাযোগ করা যাবে?

    • @snigdhachowdhury3044
      @snigdhachowdhury3044 4 หลายเดือนก่อน

      দশ লাখ টাকার জন্য পাঁচ কোটি বলে ফাঁসিয়েছে।

  • @nargisakther8187
    @nargisakther8187 ปีที่แล้ว +12

    ব্ল্যাংক চেক এর মাধ্যমে মানুষকে অনেক হয়রানি করা হয় আমি নিজেও ভুক্তভোগী ধন্যবাদ হাইকোর্ট চেখের মামলা বন্ধ করার জন্য

    • @h.h.prodipkhan8055
      @h.h.prodipkhan8055 ปีที่แล้ว

      Tik bolcen vai ....ami ei bosore novembor r 8 trik cara paici 6 mas jell hoycilo .....ei mamla ta kub krp cek er opobabhor kore ...

    • @jewelhabib4676
      @jewelhabib4676 ปีที่แล้ว

      শুধু মানুষকে হয়রানি করা ছাড়া আর কোন কিছুই না। চেকের মামলা বাতিল করা হোক।

  • @RakibHasan-yd7ug
    @RakibHasan-yd7ug ปีที่แล้ว +1

    আমার কাছ থেকে একজন একটা চেক নিসে। একটা ব্যবসা করার জন্য অর্থাৎ সে আমাকে বয়লার মুরগি দেবে বলে, সেই সাথে খাবার মেডিসিন দিবে। এখন মুরগি অনেকগুলো মরে গেছে ব্যবসায় আমার লস হয়েছে। এখন সে আমাকে মুরগির বাচ্চা দেয় না সে বলছে তাকে টাকা ফেরত দিতে মামলা করবে আমার নামে আসলে এটা রায় কি হতে পারে

  • @sukantobhowmick471
    @sukantobhowmick471 4 หลายเดือนก่อน

    কবের খবর

  • @আরাফিজান্নাতমাহি

    আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি থাকবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 🥰🥰

  • @r.ahasan7529
    @r.ahasan7529 ปีที่แล้ว +1

    ডিজিটাইজ করেন ব্যাংক সিষ্টেম, চেক পাওয়া মাএ যেন সাথে সাথে তথ্য পেয়ে যায়,ব্যাংক এনশিওর করবে।

  • @SultanaFaridaYeasmin-ds6df
    @SultanaFaridaYeasmin-ds6df 4 หลายเดือนก่อน

    মহামান্য হাইকোর্টকে। অস্্খ্য ধন্যবাদ

  • @AlaminHossain-pb5xp
    @AlaminHossain-pb5xp 2 ปีที่แล้ว +6

    আমিও একটা ভুক্তভোগী আমি একজন কাছ থেকে ২৮ লক্ষ টাকার মাল মাল আনার পরে মাল আনার পরে তাকে প্রায় 24 লক্ষ টাকা আমি দিচ্ছি আমাকে বলছে পুরো টাকাটা ক্লিয়ার করলে সেটা রিটার্ন দিয়ে দিবে বাট না দিয়ে টাকাটা দিতে সুযোগ ওই সুযোগে দেওয়ার সুযোগে আমার নামে একটা ২৮ লাখ টাকা মামলা করে ফেলছে আমি 24 লক্ষ টাকা দিলাম ওই টাকার ডকুমেন্ট সবকিছু ওরা ওই চেকটারে একটা চক্রাসন বিক্রি করে ফেলছে

  • @sukantobhowmick471
    @sukantobhowmick471 3 หลายเดือนก่อน

    সংসদ এ আলোচনা করা উচিত সরকারি কর্মকর্তা দের সিসি মডগেজ সম্পত্তি সাদা চেক তার পর চেক ও অর্থ ঋন ।এক অর্থে জন্য দুই টা মামলা করে ব্যাংক

  • @SydurRahman21
    @SydurRahman21 2 ปีที่แล้ว +6

    ব্ল্যাঙ্ক চেক দিলে তার দায় তো নিতেই হবে, আইন এখানে কি করতে পারবে?

    • @charliechaplin2707
      @charliechaplin2707 ปีที่แล้ว

      Keo jodi dia fele ar theke bachar ki kono upai nei

  • @rangastar5832
    @rangastar5832 ปีที่แล้ว +14

    চেকের মামলা পত্তহার দরকার। আমি চেলেন্জ করছি ৯৫% চেকের মামলা মিথ্যা। যারা চেকের মামলা করছে তাদের কে বলছি কোরআান শরিফ নিয়ে বলতে পারবা তোমার মামলা সত্যি পারবা না ৫% ছাড়া।
    বেশির ভাগ ব্লাংক চেক ব্যবহার হয় পরে সুযোগ সন্ধানে ইচ্ছে মতো টাকার অংক বসিয়ে মামলা করে।

    • @md.monirhossaintitu5694
      @md.monirhossaintitu5694 ปีที่แล้ว

      পারবো, ফটাশ করে মন্তব্য করা তাই না

    • @MdOppo-ep9lz
      @MdOppo-ep9lz 8 หลายเดือนก่อน

      রাইট

    • @mdripon-rn6hy
      @mdripon-rn6hy 4 หลายเดือนก่อน +1

      আরে ভাই ব্লাংক চেক দেন কেন?

    • @MdIslam-wt4mg
      @MdIslam-wt4mg 4 หลายเดือนก่อน

      আমি নিজে ২ লক্ষ টাকা দিয়ে প্রায় দুই বৎসর ঘুরছি টাকা দিচ্ছি দিবো ইত্যাদী অথচো দিচ্ছে না।

    • @SamirAhmed-hj4ck
      @SamirAhmed-hj4ck 3 หลายเดือนก่อน

      সত্যি কথা

  • @taniaakter4094
    @taniaakter4094 ปีที่แล้ว

    আমি একজন কে টাকা দিয়েছিলাম তারপর সে আমাকে ব‍্যাংক চেক দিয়ে বললো তুলে নিয়েন, ব‍্যাংকে যাওয়ার পর সেই ব‍্যাক্তির একাউন্টে কোনো টাকা নেই এখন ঐ ব‍্যাক্তিকে ফোন দিলে ফোন রিসিভ করেনা 😓😓 এটা কোন ধরনের প্রতারণা।

  • @mdabsaruddinmdabsaruddin3519
    @mdabsaruddinmdabsaruddin3519 ปีที่แล้ว +1

    মহামান্য হাইকোর্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহিতার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করা যাবেনা এবং ঋণ আদায়ে অর্থ ঋণ আদালতে যাওয়ার আদেশ প্রদান করেছেন।

  • @nknur9169
    @nknur9169 2 ปีที่แล้ว +4

    অনেক আইনজীবী এই চেকের মামলা করে প্রতিষ্ঠিত হয়েছে এখন কি হবে

  • @nesaruddin1084
    @nesaruddin1084 2 ปีที่แล้ว +10

    এন,জি,ও সংস্হা লোন আর ব্যাংক লোনের মধ্য প্লেইন চেক নিয়ে৷ ঋন প্রদান করে, কোন লোক যদি ব্যবসায়ী ক্ষতিহয় এমতাবস্থায় ব্যাংক এন জিও ৪ গুন চেকের মামলা করে, বহু ব্যক্তি নিজের পথ চলার জীবন থেকে আত্বহত্যা করতে হয়েছে কোন সুরাহা না পেয়ে।

    • @rubelkha609
      @rubelkha609 2 ปีที่แล้ว +1

      ঠিক বলছেন ভাই

    • @govt.job-bangladesh
      @govt.job-bangladesh 2 ปีที่แล้ว

      ব্যাংকে জামানত স্বরুপ ব্ল্যাক চেক নেয়া হয় না। কোন অফিসার যদি ব্ল্যাক চেক নিয়ে থাকে তাহলে তাকে অবশ্যই টাকার পরিমাণ লিখে ব্যাংকে জমা দিতে হয়। আর কোন চেকে টাকা উল্লেখ না করে দেওয়া অনুচিত।

    • @shifilislam9862
      @shifilislam9862 ปีที่แล้ว

      এটা এক ধরনের ডাকাতি

  • @humayraanjumggttatmarchtha7245
    @humayraanjumggttatmarchtha7245 8 หลายเดือนก่อน

    আমি একটু যোগাযোগ করতে চাই আপনাদের সাথে

  • @ConfusedLargeTree-wt6vo
    @ConfusedLargeTree-wt6vo 6 หลายเดือนก่อน

    চেক ঢিজ অনার করার পর আমার কাছে কোন নোটিস পাইনি তখন কি হবে

  • @johnsohn4987
    @johnsohn4987 ปีที่แล้ว +3

    আমি ব্লান্ক চেকের কারনে আজ পথে বসে গেছি, এন্ড পালিয়ে আছি

  • @IncomeTechniquesBoss89
    @IncomeTechniquesBoss89 หลายเดือนก่อน

    চেক একটা কাগজ মাত্র এটার উপরে লেনদেন নির্ভর করা একদমই উচিত নয় এর জন্য সবকিছু ভেবেচিন্তে এটাকে হারানো উচিত না হলে সাধারণ মানুষ যেকোনো ধরনের বিপদে পড়ে অর্থ হারাতে পারে তাই আমাদের সারা বাংলাদেশে একটা ধার্মিক এই কথাটা কি সম্পূর্ণ বাতিল করা এবং সঠিক ভাবে যাচাই করে লেনদেন করার ব্যবস্থা করা কেউ যেন কারো অনিচ্ছায় কোন কিছু যেন ভাগ না বসাতে পারেন।

  • @RakibulIslam-sv8ke
    @RakibulIslam-sv8ke ปีที่แล้ว +2

    চেক কি গাছের পাতা। আইন আরো কঠোর হয়া। দরকার

    • @MdOppo-ep9lz
      @MdOppo-ep9lz 8 หลายเดือนก่อน

      কেন সুদের উপর টাকা দিচেন

  • @rizwanulislankhan777
    @rizwanulislankhan777 2 ปีที่แล้ว +5

    এতে তো মানুষ আরো প্রতারণা বেশি করবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে চিনতে ব্যবস্থা নেওয়ার জন্য

    • @mdkamalbiswas6679
      @mdkamalbiswas6679 2 ปีที่แล้ว

      চেকের কারনেই তো চেক দাতা প্রতারণার শিকার হয়। আর বর্তমান ক্ষেত্রে কোম্পানির চাকরিগুলোতে সিকিউরিটি হিসেবে ব্ল্যাংক চেক রাখে। আর চাকরিজীবীদের অনেকটা বাধ্য হয়ে ব্ল্যাংক চেক জমা রাখতে হয়। আর অনেক সমিতি আছে যারা ব্ল্যাংক চেকের বিনিময় সুদে টাকা খাটায়। আরো অনেকটা বাধ্য হয়েই ব্ল্যাংক চেকের বিনিময় চড়া সুদে ঋণ গ্রহণ করতে বাধ্য হয় । সুতরাং আমি মনে করি চেকের মামলা বিষয়ে সিদ্ধান্তটি মহামান্য হাইকোর্টের যুগোপযুক্ত সিদ্ধান্ত।

  • @motopilot164
    @motopilot164 2 ปีที่แล้ว +4

    মাহবুব সাব এতো উৎসাহিত কেন চেক ডিস অনার মামলার পক্ষ নিয়ে।

  • @satanicverses4234
    @satanicverses4234 ปีที่แล้ว +3

    ভাই আমি চেক নিয়ে প্রতারিত হয়েছি আজকে প্রায় ৩ বছর মামলা চলে এখনো টাকা পাইনি।
    চেকের মামলা করেও টাকা পাইনি এখনো।
    চেকের মামলার শাস্তি আরও বাড়ানো উচিত।
    জেল না থাকলে কখনো আসামীর কাছ থেকে টাকা উঠানো সম্ভব না।

  • @muhammednuruzzaman9928
    @muhammednuruzzaman9928 2 ปีที่แล้ว +1

    এই আলোচনায় এ্যটর্নী জেনারেল কে রাখলে ভালো হত

  • @ShahidulIslam-mi9oh
    @ShahidulIslam-mi9oh ปีที่แล้ว +1

    ক্রাইম করলেও কি সংবিধানের এই ধারা প্রযোজ্য? চেক যখন দিয়েছে (তারিখ লিখেছে, অর্থের অংক লিখেছে, স‌ই দিয়েছে) তখন এমনিতেই কি খেলার জন্য দিয়েছে? নগদ দিতে না পারায়, চেক দিয়েছে। তাহলে, চেকের অর্থ না পেলে প্রতারনা করা কি হয় নি? সংবিধান কি প্রতারকের পক্ষে?

  • @JahidKhan-fu2ks
    @JahidKhan-fu2ks 2 ปีที่แล้ว +3

    আমার হিসেবে চেকের মামলা আরো বেশি সাজা বাড়িয়ে দেওয়া হোক, তা নাহলে চিটিং আরো বেড়ে যাবে,

  • @SadiaIslam-ol9gp
    @SadiaIslam-ol9gp ปีที่แล้ว +1

    amio akta company te job kortam blank check diye....job korsi 10 month....but company time timely beton dito naa....job cheye dawar kotha janale tara 50 lack tk er case dawar voi dekhai....

  • @AnisurRahman-iq8ij
    @AnisurRahman-iq8ij ปีที่แล้ว

    প্রতিটি ব্যাংক লোন দেওয়ার আগে ব্লাক চেক কয়েকটি জমা নেয়।
    এবং সম্পদ মরগেজ রেষ্টরি করে নেয়।

  • @RakibHossain-pb1nb
    @RakibHossain-pb1nb 7 หลายเดือนก่อน +1

    চেকের আইন বহাল থাকুক দেশে বাটপার চিটারে ভরা। চেক দিয়ে ব্যাবসায়িক দের কাছ থেকে বাকি নিয়ে চেক পাশ করায় না

  • @hashemhashemabul9462
    @hashemhashemabul9462 ปีที่แล้ว

    অর্থ বিনিময়ের ক্ষেত্রে চেক কেন ডকুমেন্ট হবে, স্ট্যাম্পে লিখিত ডকউমএন্টএর সহায়ক সহায়ক হতে পারে।

  • @hasanalisarker2257
    @hasanalisarker2257 11 หลายเดือนก่อน +1

    চেকের মামলা যত কঠিন দ্রুত বিচার করবে তত প্রতারক কমে যাবে

  • @MdIsraeliBoss
    @MdIsraeliBoss 4 หลายเดือนก่อน

    সিএস রেকর্ড মালিকের জন্যই খাজনা খারিজ পরিশোধ করব কোনখানে গেলে সেই তথ্য দিয়ে একটা ভিডিও করেন আমাদের ভোগান্তি কমবে

  • @highway6870
    @highway6870 2 ปีที่แล้ว +2

    তাহলে এখন শুধু চেক চলবে

  • @nasiruddinkhannasir9170
    @nasiruddinkhannasir9170 ปีที่แล้ว +2

    টাকা অংক না লিখে ব্যাংক চেক নেয় ভালো কথা । ব্যাংক যে পরিমান টাকা লোন দিয়েছেন তাহার সুদ সহ ব্যাংক যে পরিমান টাকা পাইবে তার বেশী দাবি করতে পারবেনা। আপনি ব্লাইন্ড চেক দিবেন কেন?।আপনার টাকা প্রয়োন চেক দেন।টাকা প্রয়োন শেষ হলে তখনই তালবাহানা আরাম্ব হয়।মামলা করে যে সময় লাগে উকিলের ব্যায় বহন করে টাকা ৩০%চলে যায় আমি ভুক্তভোগী।

  • @SultanaFaridaYeasmin-ds6df
    @SultanaFaridaYeasmin-ds6df 4 หลายเดือนก่อน

    উচ্চ আদালতের এই রায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

  • @ASADMD-z3h
    @ASADMD-z3h 4 หลายเดือนก่อน

    Good

  • @mssanzidasarker6687
    @mssanzidasarker6687 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার আমি একজন কে সিগু রুটি বাবদ ফাঁকা চেক দিয়েছিলাম তারিখ ছাড়া এমন ছাড়া আমি ওই ব্যক্তির কাছ থেকে মালামাল ক্রয় করতাম এবং টাকা আমি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে দিয়েছি কিন্তু ওই ব্যক্তি আমার চেক ফেরত না দিয়ে ওনার ইচ্ছা মত টাকার অংক বসিয়ে চেক ডিজঅনার করে মামলা দায়ের করেন সেই ক্ষেত্রে করণীয় কি

  • @abulhossain2937
    @abulhossain2937 ปีที่แล้ว +1

    হাজার হাজার কোটি টাকা ঋণ মাফ করা হয় আর ৪/৫ লক্ষ টাকার ঋণের ফাঁদ পেতে গ্রহীতাকে শাস্তি মানবতা বিরোধী।

  • @rayhankhan8453
    @rayhankhan8453 ปีที่แล้ว

    যেমন চাকুরী ক্ষেএে জামানত হিসেবে চেক প্রদান করলে কি চেক ডিজঅর্ডার বলে গন্য হবে?? যেমন আমাকে যেই শর্ত দেয়া হলো তা ভংঙ্গ করলে আমাকে ক্ষতি পূরোন হিসেবে দিতে হবে। এটা কি ডিজঅর্ডার বলে গন্য হবে।

  • @Arafat07770
    @Arafat07770 2 หลายเดือนก่อน

    এ আইন বাতিল করা হোক তা না হলে অনেক পাওনাদার পানা থেকে বনচিত

  • @rajkumarroyroy5708
    @rajkumarroyroy5708 ปีที่แล้ว +2

    জেল দেওয়া যাবে না।

  • @shubrajchowdhury1961
    @shubrajchowdhury1961 7 หลายเดือนก่อน +1

    টাকা মেরে দেওয়া অপরাধীরা প্রশ্রয় পেয়ে যাবে

  • @mdabulbashar7158
    @mdabulbashar7158 2 ปีที่แล้ว +1

    আমি এক জনকে ৬০ লাখ টাকা দিয়েছি সে ৩৬ লাখ পরিশোধ করেন। বাকী টাকা এখনো দেয় নি।সে আমাকে ৬০ লাখ নেয় চেক দিয়েছেন, আজ ৬ বছর হলো,কোন প্রক্রিয়ায় সরকার আমার টাকা আদায় করে দিবেন।

  • @MotinAMKhan
    @MotinAMKhan ปีที่แล้ว +1

    চেকের মামলা টা উঠেয়ে নেওয়া হোক।

  • @ashishkumarbhattacharjee7280
    @ashishkumarbhattacharjee7280 ปีที่แล้ว

    I think this is very important for business

  • @MdRubel-hu2dj
    @MdRubel-hu2dj ปีที่แล้ว +1

    এক লক্ষ টাকা পাইলে ১৫ লক্ষ লেখে এগুলো কি হবে

  • @AlaminHossain-pb5xp
    @AlaminHossain-pb5xp 2 ปีที่แล้ว +6

    চেকটা দেওয়ার পরে টাকা হাতে হাতে দিয়ে দেওয়া হয় কিন্তু ওই পার্টির করে কি চেকটা একটা পার্টির কাছে বিক্রি করে ফেলে ২০ লাখ টাকার চেক আপনি ১০ লাখ টাকা পাইবেন ঠিক আছে ১০ লাখ টাকা দিয়ে তো তোমরা নিয়া ২০ লাখ টাকা উদ্ধার করে লও আমি যে টাকা দিয়ে পরিবর্তে

  • @MdAlamin-bq6wj
    @MdAlamin-bq6wj 4 หลายเดือนก่อน

    ব্যাংক,চেক,এর,মামলা,বাতিল,হওয়া,উচিৎ

  • @আরাফিজান্নাতমাহি

    বাংকের হয়রানি বন্ধ করা হউক 😰✊

  • @babudocumentary2835
    @babudocumentary2835 2 ปีที่แล้ว

    Osadharon

  • @anwarulhoque8879
    @anwarulhoque8879 4 หลายเดือนก่อน

    চেক যদি চুরি ও প্রতারনা করে মামলা করে তখন কি জাজমেন্ট হতে পারে?

  • @NNNIslamic
    @NNNIslamic ปีที่แล้ว

    আমি ব্লান্ক চেক দিয়ে একটি কিস্তুিতে গাড়ি কিনেছিলাম।এক বছর চালানোর পর গাড়িটা কোম্পানি কে ফেরত দিলাম।কোম্পানি আমার ব্লান্ক চেক গুলো ফেরত না দিয়ে উল্টো আমার বিরুদ্ধে ৬৫ লক্ষ টাকার মামলা দিয়ে দিল।

  • @motiarrahman6712
    @motiarrahman6712 2 ปีที่แล้ว +5

    এতে প্রতারণার সুযোগ বেশি পাবে।

  • @MdJoy-l1y
    @MdJoy-l1y ปีที่แล้ว

    চেকের আইন মনের মতো হয়নি জনগণের জন্য।

  • @mohiuddinahmed5567
    @mohiuddinahmed5567 ปีที่แล้ว +1

    It proves banks have liquidity shortage

  • @arifeyecontactbd2355
    @arifeyecontactbd2355 4 หลายเดือนก่อน

    ব্যাংক গুলোই এ ক্ষেত্রে বেশি করে।

  • @afjolkhan4540
    @afjolkhan4540 ปีที่แล้ว +3

    চেক এর মামলা আর ও কটিন হওয়া ঊচিত

    • @MdOppo-ep9lz
      @MdOppo-ep9lz 8 หลายเดือนก่อน

      কেন সুদের উপর টাকা দিচেন

  • @robeulalom6295
    @robeulalom6295 ปีที่แล้ว +2

    এখন জে আইন এই আইনে আসামি দের এখন আরো বাটপরি সুজগ বেরে গেলো

  • @psoshim2636
    @psoshim2636 2 ปีที่แล้ว +4

    মেম, আমার বাবা, সুদি কারবারি থেকে। ২০০০০ টাকা নিয়ে ছে৷ সুদ দিতে, একমাস
    দেরি হয়েছে, পরে, ৬ লাখ টাকা লিখে, মামলা করে দিয়েছে,

  • @Eklaskhan-b8e
    @Eklaskhan-b8e 3 หลายเดือนก่อน

    কিছু কিছু সুদখোর আছে যদি পঞ্চাশ হাজার টাকা নেওয়া যায় তারা মামলা করে ৫০ লাখ টাকার এর বিচার চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে

  • @mssanzidasarker6687
    @mssanzidasarker6687 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম কোন ব্যক্তি যদি কারো কাছে টাকা পাওনা থাকে ওই ব্যক্তি কেন ব্ল্যানচেট নিবে এবং পরবর্তীতে যেই ব্যক্তি ব্যালেন্স চেক দিয়েছিল ওই ব্যক্তি টাকাটা একসাথে দিতে পারে নাই টাকা নেয়ার পরে তারচেয়ে কার ফেরত দেয় না বিভিন্ন তালবাহানা শুরু চেক টা খুজে পাচ্ছিনা চেক টা হারিয়ে গেছে কোথায় রাখছি জানিনা চেক দিয়ে আপনি কি করবেন আমি তো মামলা করব না দেখা গেল 4 বছর 5 বছর পরে উনি মামলা ঠুকে দেয় তখন আদালতে প্রমাণ করে আস্তে আস্তে জীবন শেষ এটা হাজার হাজার লক্ষ লক্ষ হচ্ছে এই ধরনের জালিয়াতি

  • @AlaminHossain-pb5xp
    @AlaminHossain-pb5xp 2 ปีที่แล้ว +1

    আমার বাবার নাম ও মামলা করছে দুই মাস পরে আবার আমার ভাইয়ের নামে মামলা করতে একটা কিন্তু একটা ব্যক্তি আমার কাছ থেকে পাবে আমি বলছি টাকা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে বলছে

  • @SamirAhmed-hj4ck
    @SamirAhmed-hj4ck 3 หลายเดือนก่อน

    সঠিক চিন্তা চেতনা বাংলা দেশের মধ্যে দক্ষ নলেজ বুদ্ধি সততা মনুষ্যত্ব আদর্শ চরিত্র মানবতা টেলেনট একজন ভাল বিচার প্রতি গভীর চিন্তা করে বলেছেন

  • @mdmonnangazi6964
    @mdmonnangazi6964 ปีที่แล้ว

    হ্যা ঠিক এই ক্ষেত্রে হয়ে থাকে যে যদি কোন ব্যাক্তি ব্ল্যাঙ্ক চেক কাউকে দেন টাকা নিয়ে তার পরে সেই টাকা পরিশোধ করিতেছে না তখন
    টাকা দেয়া ব্যাক্তি ব্ল্যাঙ্ক চেক তিনি তার ইচ্ছা মত
    করে অংক লিখে চেক ডিজ অনার করে মামলা দায়ের করেন টাকা আদায়ের জন্য তবে এটাও ঠিক যে ব্ল্যাঙ্ক চেক নেয়া হয় এই কারনে যে টাকা নেয়া ব্যাক্তি কে চাপে রাখার জন্য এবং লাভ বা সুদ যাহাই বলিনা কেন এটা জরিত

  • @sirajulislam-f5t
    @sirajulislam-f5t ปีที่แล้ว

    বিচারক মহোদয় কে ধন্যবাদ। ফাঁকা চেক নিয়ে রাখে পড়ে শুধ ও দেওয়া টাকা সহ অনেক টাকা লিখে মামলা করে।

  • @Eklaskhan-b8e
    @Eklaskhan-b8e 3 หลายเดือนก่อน

    স্যার আমরা সুদখোর বিচার চাই

  • @saifulislam-5582
    @saifulislam-5582 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ বিচার পতি কে চেক নিয়ে মিথ্যা মামলা করে অনেক মানুষ পথে

  • @sifatullah2610
    @sifatullah2610 7 หลายเดือนก่อน

    এখন গ্রামের অনেক গরীব মানুষ, ইটের বাটার মালিকদের ৩-৫ টা ব্লাং চেক দিয়ে কাজের অগ্রিম টাকা নেয়, কাজ শেষ করে চেক চায়লে বলে সামনের সিজনেও কাজ করতে হবে, না হয় চেক দিবনা,অনেক সময় কাজ সম্পূর্ণ শেষ করতে পারে না, শ্রমিকদের সমস্যার কারণে, তখন সেই বাটার মালিক মামলা করে তার ইচ্ছে মতো এমাউন্ট বসিয়ে, একাদিক চেক দেওয়াতে অন্য আরেক জনকে দিয়ে একই ধরনের মামলা করায়,পড়ে আদালতে এক মামলার কপি আরেক আদালতে উপস্থাপন করে ফলে আদালত অল্পতেই বুঝে যায় আসামি অপরাধ করেছে, তাই আসামির বিপক্ষ রায় দেয়,, আমি প্রদান বিচার প্রতির দৃষ্টি আকর্ষণ করছি,চেক দেওয়ার ক্ষেত্রে যেন ১০০টাকার স্টেম করে টাকার পরিমাণ, ব্যাবসা বা কাজের বিবরণ দেওয়া থাকে,,

    • @sifatullah2610
      @sifatullah2610 7 หลายเดือนก่อน

      শ্রমিকদেরকে ব্যাবসায়ি ভানিয়ে মামলা করে, রায় হওয়ার পর শ্রমিক চায়লেও মালিকের সাথে আপোষ হতে পারেনা,কারণ ৫০%টাকা আদালতে জমা দিয়ে আপিল করতে হয়, শ্রমিকরা এত টাকা কোথায় পবে,তাই তাদের সমাধানের কোন পথ নেই, তাই রায় দেওয়ার আগে আদালত যেন তদন্ত করে যেই ব্যাবসার কথা উল্লেখ করা হয়েছে ঐ লোক কি সত্যি সেই ব্যাবসা করে নাকি যাচাই করা,,,রায় হওয়ার পর যেন টাকা ছাড়া আপিল করতে পারে,, ঐই রকম একটা নিয়ম করা দরকার...

  • @AnitaTalukder-uo4rk
    @AnitaTalukder-uo4rk 23 วันที่ผ่านมา

    এই রকম অনেক ইচ্ছে মতো টাকা বসিয়ে মামলা হচ্ছে স্যার

  • @josimuddin3131
    @josimuddin3131 ปีที่แล้ว +1

    চেক দিয়ে টাকা নিলে জেল হবেনা তাহলে আমি চেক দিয়ে টাকা নিবো তাহলে আর টাকা রিটান দিতে হবে না