➡চার্ট থেকে ইন্ডিকেটরটির লাইনগুলো রিমুভ করার প্রক্রিয়া জানতে ক্লিক করুন - fxbd.co/TzT 📉রিয়েলটাইম টেকনিক্যাল আপডেট পেতে যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। লিংক - fxbd.co/bio
স্যার, আমি আপনাদের ইউটিউব ও টেলিগ্রাম চ্যানেলের নিয়মিত দর্শক। অনেকদিন পর একটি নতুন শিক্ষামূলক ভিডিও পেলাম, এইরকম ভিডিও থেকে ট্রেডিং এর বিষয়ে অনেককিছু জানতে ও শিখতে পারি, তাই স্যার আপনাদের টিমকে অনুরোধ করি এইরকম শিক্ষামূলক ভিডিও আপনাদের যতটা সম্ভব হয় তাড়াতাড়ি দেবার চেষ্টা করবেন। আপনাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ 🙏
এই ভিডিওটি দেখার পর আপনার চ্যানেলে নতুন দর্শক হিসেবে গ্রহণ করছি বেশ ভালো বলেছেন ভালো বুঝিয়েছেন, যেহেতু আমি নতুন বারবার দেখে নিব যাতে সব বুঝে নিতে পারি ❤️
অনেক অনেক ধন্যবাদ ভাই,, দীর্ঘ দিন পর একটা টিউটিরিয়াল পেলাম,, অনেক কিছুই শিক্ষণীয় বিষয় আছে এই টিউটোরিয়াল ভিডিও তে,,, আশা করছি, প্রাইজ একশন নিয়ে এডভান্স ভিডিও করার অনুরোধ করছি
প্রশ্নের জন্য ধন্যবাদ। দুঃখিত, আমরা টিউটোরিয়ালটিতে প্রক্রিয়াটি যুক্ত করতে ভুলে গিয়েছিলাম। অনুগ্রহ করে fxbd.co/TzT এই লিংক এর আর্টিকেল থেকে "চার্ট সেটাপ" অংশটি দেখে নিন। তাহলেই বুঝতে পারবেন আশা করছি।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে, আমাদের সাথেই থাকবেন। মনে রাখবেন, প্রাকটিস শুধুমাত্র একটি বিষয় যা আপনাকে ভালো ট্রেডার হতে সহায়তা করবে। প্র্যাকটিস সেশনে আপনি যা শিখবেন সেগুলো যাচাই করে নিজের জন্য ভালো মানের ট্রেডিং কৌশল সেট করে নিন। এতে করে রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রে কোনও সমস্যাই আর হবেনা। "ধৈর্য", "সময়" এবং "জ্ঞান" এই ৩টি বিষয় প্র্যাকটিস সেশনে ব্যবহার করে যান। দেখবেন, ট্রেডিং আপনার কাছে প্রফিটেবল হয়ে উঠবে।
প্রশ্নের জন্য ধন্যবাদ। এটি একটি কৌশল হিসাবে দেখানো হয়েছে, যা যেকোনো ধরনের ট্রেডিং যেমন ফরেক্স, স্টক, ইক্যুইটি কিংবা ক্রিপ্টো ট্রেডিং করার ক্ষেত্রে একই নিয়মে কাজ করবে। পরামর্শ থাকবে, রিয়েল ট্রেডিং এর জন্য ব্যবহার করার পূর্বে প্রথমে প্র্যাকটিস কিংবা ডেমো ট্রেডিং সেশনে কৌশলটি ব্যবহার করে দেখুন। এরপর ট্রেডিং এর প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে নিন, যে কৌশলটি সঠিকভাবে আপনার জন্য কাজ করছে কিনা। আশা করছি নিজেই বুঝতে পারবেন।
Hello sir,আমি ট্রেডিং এ beginner।নতুন শিখছি।আপনার চ্যানেল এর ভিডিও গুলো বেশ ভালো লাগছে।beginner friendly কোনো প্লেলিস্ট আছে কি?থাকলে kindly লিংক দিবেন। শুভ কামনা আপনাদের ইউটিউব টীম এর জন্য।আশ করছি,এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবো।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আসলে আমাদের টিউটোরিয়াল এর সংখ্যা এখনও তুলনামূলক অনেক কম থাকার কারনে সেভাবে ভিন্ন ভিন্ন প্লে-লিস্ট তৈরি করা সম্ভব হয়নি। তারপরও বিভিন্ন ধরনের ট্রেডিং স্ট্রেটিজিগুলো আপনি এই লিংক থেকে পেয়ে যাবেন। - fxbd.co/nzF
কমেন্টের জন্য ধন্যবাদ। আমরা মুলত স্ট্যান্ডার্ড স্পট ফরেক্স ট্রেডিং এর সাথে জড়িত। বাইনারি ট্রেডিং করার ব্যাপারে কাউকে উৎসাহী করিনা কেননা বাইনারি ট্রেডিং অনেকবেশী ঝুঁকিপ্রবন। তবে আপনি চাইলে আমাদের প্রকাশিত কৌশলগুলো ব্যবহার করে বাইনারি ট্রেডিং করে দেখতে পারেন। পরামর্শ থাকবে, প্রথমে কয়েকদিন ডেমো ট্রেডিং এর মাধ্যমে কৌশলগুলোর ট্রেডিং ফলাফল যাচাই করে নেয়ার। যদি ভাল মনে হয়, তখন না হয় রিয়েল ট্রেডিং এর জন্য ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহন করতে পারবেন।
ধন্যবাদ আর্টিকেল প্রকাশ করার জন্য। আমি একটি বিষয় লক্ষ্য করছি, গোল্ডের বর্তমান অবস্থান, ডেইলি টাইম ফ্রেমে ক্লাউড এর ভিতরে অবস্থান করছে, এবং H4 চার্টে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ক্লাউড এর নিচে অবস্থান করছে, এখন আমি এই মুহুর্তে কি সিদ্ধান্ত নিতে পারি জানাবেন।??
কমেন্টের জন্য ধন্যবাদ। #GOLD এর বড় টাইমফ্রেম যেমন Daily তে অবস্থান হচ্ছে একটি রেঞ্জের মধ্যে তবে H4 এর অবস্থান হচ্ছে বেয়ারিশ ট্রেন্ড এর মধ্যে। H4 টাইমফ্রেমে এই লেভেলটির নিচে প্রাইসের অবস্থান সম্ভাব্য বেয়ারিশ মুভমেন্টের নির্দেশনা প্রদান করছি। প্রাইসের মোমেন্টাম তেমন নেই, কেননা মার্কেট অপেক্ষা করছে জানুয়ারি ৩১ তারিখের নিউজের ফলাফলের উপর। সেদিন, বড় আকারের রি-অ্যাকশন দেখার সম্ভাবনা প্রবল। এর আগ পর্যন্ত 2040 এই প্রাইস লেভেলটি গুরুত্বপূর্ণ। তাই এর আগ পর্যন্ত এন্ট্রি পজিশন কম গ্রহন করার পরামর্শ থাকছে। বাকি আপডেট টেলিগ্রাম থেকে জেনে নিতে পারবেন।
প্রশ্নের জন্য ধন্যবাদ। মুভিং এভারেজের ভ্যালু মুলত নির্ভর করবে, আপনার ট্রেডিং প্যাটার্ন এর উপর। পরামর্শ থাকবে আমাদের চ্যানেল থেকে মুভিং এভারেজ সংক্রান্ত একটি টিউটোরিয়াল রয়েছে অনুগ্রহ করে সেটি দেখে নিন। তাহলে বুঝতে পারবেন আশা করছি।
Assalamualaikum bhai... Apnader ki Price action er advanced kono course ache? And apnader jei web site e couse gulo ache oigulo ki sudhu article? Naki video shoho?
প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রাইস অ্যাকশন সম্পর্কিত আমাদের একটি বিশেষ টিউটোরিয়াল রয়েছে। অনুগ্রহ করে চ্যানেলের ভিডিও সেকশন থেকে দেখে নিতে পারেন। বিঃদ্রঃ টিউটোরিয়ালটিতে অডিও সম্পর্কিত কিছুটা সমস্যা রয়েছে। তাই পরামর্শ থাকবে, হেডফোন ব্যবহার করার।
কমেন্টের জন্য ধন্যবাদ। ট্রেডিং এর জন্য প্রয়োজনীয় গাইডলাইনগুলো পাবেন আমাদের অফিসিয়াল ওয়েসবাইট www.fxbangladesh.com এবং টেলিগ্রাম চ্যানেলে - fxbd.co/telegram থেকে। এই দুইটির সাথে যুক্ত থাকুন, তাহলেই আমাদের আপডেটগুলো পেতে থাকবেন।
আমাদের প্রকাশিত ট্রেডিং কৌশলগুলোকে আপনি যেকোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তবে বাইনারি যেহেতু ছোট সময়ের ট্রেডিং তাই, পরামর্শ থাকবে রিয়েল ট্রেডিং করার পূর্বে, বেশকিছুদিন ডেমো কিংবা প্র্যাকটিস ট্রেডিং এর মাধ্যমে কৌশলটির ফলাফল যাচাই করে দেখতে পারেন। আমরা অনেক কমেন্ট পেয়েছি, যারা কৌশলটি ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছেন। আপনি কয়েকদিন ডেমো ট্রেডিং করলেই বুঝতে পারবেন আশা করছি।
প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রতিটি ট্রেনিং কোর্সের মধ্যে, সেই কোর্স থেকে কি কি শিখতে পারবেন, সেটির বিস্তারিত উল্লেখ করা রয়েছে এবং কোর্সগুলো মুল্য, কোর্সের নামের পাশেই দেখতে পাবেন। পরামর্শ থাকবে, আপনার পছন্দ অনুসারে কোর্সগুল দেখে ন্যেয়ার। বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে - fxbd.co/training
প্রশ্নের জন্য ধন্যবাদ। ব্রোকার নির্বাচন প্রক্রিয়াটি সহজ নয়। অনুগ্রহ করে এই সম্পর্কে জানতে info@fxbangladesh .com এই আইডিতে ইমেইল করুন কিংবা fxbd.co/email এই লিংক ক্লিক করে আপনার মেসেজ এবং ইমেইল আইডি টাইপ করে সাবমিট করে দিন। আমাদের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।
প্রশ্নের জন্য ধন্যবাদ। টাইমফ্রেম আপনি নিউজ পছন্দ অনুসারে যেকোনো নির্বাচন করে নিতে পারেন। সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবেন। কৌশলটি যেকোনো টাইমফ্রেমেই ভালো কাজ করবে আশা করছি। মনে রাখবেন, টাইমফ্রেম যত বড় সিগন্যালও ততবেশী শক্তিশালী হবে।
প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি চাইলে কৌশলটিকে যেকোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। পরামর্শ থাকবে, প্রথমে কয়েকদিন প্র্যাকটিস করে কৌশলটিতে অভ্যস্ত হয়ে নিবেন, এতে বুঝতে সুবিধা হবে।
কমেন্টের জন্য ধন্যবাদ। কৌশলটিতে আমরা ইন্ডিকেটরটির ডিফল্ট যেই সেটিংস থাকে, সেটিই ব্যবহার করেছি। অর্থাৎ, কোনওরূপ পরিবর্তন করিনি। শুধুমাত্র "ক্লাউড এড়িয়া" রেখে বাকি লাইনগুলো চার্ট থেকে বাদ দিয়ে দিয়েছি।
প্রশ্নের জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে আপনার টার্মিনাল থেকে "insert" -> Indicators -> Trend -> Ichimoku Kinko Hyo সিলেক্ট করলেই, চার্টে ইন্ডিকেটরটি সেট হয়ে যাবে। প্রতিটি টার্মিনালেই এই ইন্ডিকেটরটি ডিফল্ট হিসাবেই দেয়া থাকে অর্থাৎ, আপনাকে নিজ থেকে কোনও কিছুই এর সেটিংস এর পরিবর্তন করতে হবেনা।
@@sakhaouthossan9617 প্রশ্নের জন্য ধন্যবাদ। দুঃখিত, আমরা টিউটোরিয়ালটিতে প্রক্রিয়াটি যুক্ত করতে ভুলে গিয়েছিলাম। অনুগ্রহ করে fxbd.co/TzT এই লিংক এর আর্টিকেল থেকে "চার্ট সেটাপ" অংশটি দেখে নিন। তাহলেই বুঝতে পারবেন আশা করছি।
প্রশ্নের জন্য ধন্যবাদ। বাইনারি এবং ফরেক্স সম্পূর্ণ। ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সুবিধা হচ্ছে, এখানে কোনও সময়ের সীমাবদ্ধতা নেই এবং এখানে প্রফিট/লসের পরিমাণের কোনও সীমাবদ্ধতা নেই। অন্যদিকে, বাইনারি ট্রেডিং একটি নির্দিষ্ট সময়ের হয়ে থাকে যার কারনে এই ধরনের ট্রেডিং থেকে প্রফিট করতে পারা, মোটেও সহজ কাজ নয়। আমাদের পরামর্শ থাকবে, ট্রেডিং শিখার ইচ্ছা থাকলে, অবশ্যই ফরেক্স ট্রেডিং শুরু করবেন। কেননা বাইনারি ট্রেডিং এর আন্তর্জাতিক কোনও স্বীকৃতি নেই।
ভাই আমি বাংলাদেশ থেকে বলছি। শিয়ার বাজারে কাজ করতে চাই।এখন কিভাবে একাউন্ট তৈরী করবো।?এই বিষয়ে একটা ভিডিও দিলে বা অন্য কোনভাবে হেল্প করলে অনেক উপকৃত হতাম।
কমেন্টের জন্য ধন্যবাদ। #DSE এবং #CSE ট্রেড করার জন্য আমরা একটি ব্রোকারের মাধ্যমে ট্রেডিং একাউন্ট খুলে নিতে হবে এবং লেনদেন করার জন্য ব্যাংক এর মাধ্যমে BO Account খুলে নিতে হবে। বাংলাদেশী স্টক মার্কেট নিয়ে যারা কাজ করে, তাদের ওয়েবসাইট ভিজিট করলেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যেমন Brac EPL - fxbd.co/JFE
➡চার্ট থেকে ইন্ডিকেটরটির লাইনগুলো রিমুভ করার প্রক্রিয়া জানতে ক্লিক করুন - fxbd.co/TzT
📉রিয়েলটাইম টেকনিক্যাল আপডেট পেতে
যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। লিংক - fxbd.co/bio
স্যার, আমি আপনাদের ইউটিউব ও টেলিগ্রাম চ্যানেলের নিয়মিত দর্শক। অনেকদিন পর একটি নতুন শিক্ষামূলক ভিডিও পেলাম, এইরকম ভিডিও থেকে ট্রেডিং এর বিষয়ে অনেককিছু জানতে ও শিখতে পারি, তাই স্যার আপনাদের টিমকে অনুরোধ করি এইরকম শিক্ষামূলক ভিডিও আপনাদের যতটা সম্ভব হয় তাড়াতাড়ি দেবার চেষ্টা করবেন। আপনাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ 🙏
মতামত প্রদান এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি খুব শীঘ্রই এই ধরনের আরও টিউটোরিয়াল প্রকাশ করতে সক্ষম হব।
আর কি বলবো এক কথায় বলতে গেলে WOW শিখানোর স্টাইলের আলাদা ❤❤❤❤
এই ভিডিওটি দেখার পর আপনার চ্যানেলে নতুন দর্শক হিসেবে গ্রহণ করছি
বেশ ভালো বলেছেন ভালো বুঝিয়েছেন, যেহেতু আমি নতুন বারবার দেখে নিব যাতে সব বুঝে নিতে পারি ❤️
সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
।সাবলীল সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন।
Great analysis
এক কথায় অসাধারণ ভাই বুঝতে খুব সহজ হইছে,, এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও আরও চাই,,বাংলাদেশকে স্মার্ট ট্রেডিং এ রুপান্তরিত করতে হবে।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ ভাই,,
দীর্ঘ দিন পর একটা টিউটিরিয়াল পেলাম,,
অনেক কিছুই শিক্ষণীয় বিষয় আছে এই টিউটোরিয়াল ভিডিও তে,,,
আশা করছি, প্রাইজ একশন নিয়ে এডভান্স ভিডিও করার অনুরোধ করছি
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। প্রাইস অ্যাকশন সম্পর্কে আরও টিউটোরিয়াল খুব শীঘ্রই আসবে। আশা করছি সাথেই থাকবেন।
ট্রেডারদের জন্য অনেক সহায়ক ভিডিও। ধন্যবাদ ❤❤❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Excellent! It was my expected learning video. Thanks a lot.
সুন্দর মতামত প্রদানের জন্য। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন।
আমি আপনাদের ইউটিউব ও টেলিগ্রাম চ্যানেলের নিয়মিত দর্শক।
Thanks a lot for good discussion.
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Supper video. Sir. Awesome.
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Ai rokom aro video chai❤
কমেন্টের জন্য ধন্যবাদ। এই ধরনের আরও টিউটোরিয়াল খুব শীঘ্রই প্রকাশিত হবে। অনুগ্রহ করে সাথেই থাকবেন।
Sir Really helpfully video. Thank you so much
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা।
এরকম ভিডিও চাই যাতে আমি বা আমার মত অনেকেই আছে ক্রিপ্ট ট্রেডিং করে স্টক ফরেক্স তিন ধরনের ট্রেডিং এই যেন কাজে লাগে
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। এই ধরনের আরও কৌশল সম্পর্কে জানতে, আমাদের সাথেই থাকবেন আশা করছি
ইনশাআল্লাহ
কমেন্টের জন্য ধন্যবাদ।
helpful video
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
ইন্ডিকেটরটির সেটিংস থেকে বাড়তি অংশটুকু কিভাবে বাদে দিবো, সেটি দেখানোর অনুরোধ করছি। ধন্যবাদ। 🌺
প্রশ্নের জন্য ধন্যবাদ। দুঃখিত, আমরা টিউটোরিয়ালটিতে প্রক্রিয়াটি যুক্ত করতে ভুলে গিয়েছিলাম। অনুগ্রহ করে fxbd.co/TzT এই লিংক এর আর্টিকেল থেকে "চার্ট সেটাপ" অংশটি দেখে নিন। তাহলেই বুঝতে পারবেন আশা করছি।
Nice video ❤❤
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
Good luck 🍀
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
অসাধারণ একটি ভিডিও
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে, আমাদের সাথেই থাকবেন।
good job bro
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
market news niya video chai ❤❤ 0:22
কমেন্টের জন্য ধন্যবাদ। বিষয়টি নোট করে রাখা হল। আশা করছি ভবিষ্যতে এই সংক্রান্ত টিউটোরিয়াল প্রকাশিত হবে।
We want detailed video on "HEDGING " strategy.
কমেন্টের জন্য ধন্যবাদ। বিষয়টি নিয়ে খুব শীঘ্রই টিউটোরিয়াল প্রকাশিত হবে।
@@ForexBangladeshঅপেক্ষায় আছি।।।
ফেয়ার ভ্যালু গ্যাপের একটি টিউটোরিয়াল চাই 😊
আমি পেকটিস করছি এবং আপনাদের ফলো করে উপকার পাচ্ছি
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আপনার ভালো লাগাই, আমাদের সার্থকতা। আশা করছি ট্রেডিং শিখার এই জার্নিতে, আমাদের সাথেই থাকবেন।
মনে রাখবেন, প্রাকটিস শুধুমাত্র একটি বিষয় যা আপনাকে ভালো ট্রেডার হতে সহায়তা করবে। প্র্যাকটিস সেশনে আপনি যা শিখবেন সেগুলো যাচাই করে নিজের জন্য ভালো মানের ট্রেডিং কৌশল সেট করে নিন। এতে করে রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রে কোনও সমস্যাই আর হবেনা। "ধৈর্য", "সময়" এবং "জ্ঞান" এই ৩টি বিষয় প্র্যাকটিস সেশনে ব্যবহার করে যান। দেখবেন, ট্রেডিং আপনার কাছে প্রফিটেবল হয়ে উঠবে।
MACD & EMA indiator নিয়ে ভিডিও বানাবেন???
market news niya video chai ❤❤
কমেন্টের জন্য ধন্যবাদ। বিষয়টি নোট করে রাখা হল। আশা করছি ভবিষ্যতে এই সংক্রান্ত টিউটোরিয়াল প্রকাশিত হবে।
ভাইয়া ভিডিও টা সম্পুন দেখলাম ভাল লাগলো! ভাইয়া আপনার সব প্লে-লিস্টের ভিডিওগুলা ক্রিপ্টো ট্রেডিং এ সেইম কাজ করবে?? আমি ক্রিপ্টো ট্রেড করি। জানাবেন ভাইয়া প্লিজ!.
প্রশ্নের জন্য ধন্যবাদ। এটি একটি কৌশল হিসাবে দেখানো হয়েছে, যা যেকোনো ধরনের ট্রেডিং যেমন ফরেক্স, স্টক, ইক্যুইটি কিংবা ক্রিপ্টো ট্রেডিং করার ক্ষেত্রে একই নিয়মে কাজ করবে। পরামর্শ থাকবে, রিয়েল ট্রেডিং এর জন্য ব্যবহার করার পূর্বে প্রথমে প্র্যাকটিস কিংবা ডেমো ট্রেডিং সেশনে কৌশলটি ব্যবহার করে দেখুন। এরপর ট্রেডিং এর প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে নিন, যে কৌশলটি সঠিকভাবে আপনার জন্য কাজ করছে কিনা। আশা করছি নিজেই বুঝতে পারবেন।
ভাইয়া রিপ্লে দেন প্লিজ
Volume indicator নিয়ে একটি video তৈরি করেন
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। বিষয়টি নোট করে রাখা হল। টপিকটি নিয়ে অবশ্যই টিউটোরিয়াল তৈরি করা হবে।
Hello sir,আমি ট্রেডিং এ beginner।নতুন শিখছি।আপনার চ্যানেল এর ভিডিও গুলো বেশ ভালো লাগছে।beginner friendly কোনো প্লেলিস্ট আছে কি?থাকলে kindly লিংক দিবেন।
শুভ কামনা আপনাদের ইউটিউব টীম এর জন্য।আশ করছি,এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবো।
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আসলে আমাদের টিউটোরিয়াল এর সংখ্যা এখনও তুলনামূলক অনেক কম থাকার কারনে সেভাবে ভিন্ন ভিন্ন প্লে-লিস্ট তৈরি করা সম্ভব হয়নি। তারপরও বিভিন্ন ধরনের ট্রেডিং স্ট্রেটিজিগুলো আপনি এই লিংক থেকে পেয়ে যাবেন। - fxbd.co/nzF
VSA (volume) niye ekta vedio din Sir
পরামর্শের জন্য ধন্যবাদ। বিষয়টি নোট করা রাখা হল। আশা করছি এই সম্পর্কে খুব শীঘ্রই টিউটোরিয়াল প্রকাশ করতে সক্ষম হব।
Want video,Top down analysis.......
কমেন্টের জন্য ধন্যবাদ। বিষয়টি নোট করা রাখা হয়েছে।
Amar akta jinis jante cai...ai khane j moving average use korcen aitar ema koto decen?
nurul islam kushtia
আমাদের সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ।
Bainari training niye video chai
Gambling na shikhe Forex shikhen tahole jibone kisu korte paren,,,naile Juya te sob taka jabe😂
কমেন্টের জন্য ধন্যবাদ। আমরা মুলত স্ট্যান্ডার্ড স্পট ফরেক্স ট্রেডিং এর সাথে জড়িত। বাইনারি ট্রেডিং করার ব্যাপারে কাউকে উৎসাহী করিনা কেননা বাইনারি ট্রেডিং অনেকবেশী ঝুঁকিপ্রবন। তবে আপনি চাইলে আমাদের প্রকাশিত কৌশলগুলো ব্যবহার করে বাইনারি ট্রেডিং করে দেখতে পারেন। পরামর্শ থাকবে, প্রথমে কয়েকদিন ডেমো ট্রেডিং এর মাধ্যমে কৌশলগুলোর ট্রেডিং ফলাফল যাচাই করে নেয়ার। যদি ভাল মনে হয়, তখন না হয় রিয়েল ট্রেডিং এর জন্য ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহন করতে পারবেন।
vai koi silen apner aopekhkhai silam
🥰🥰🥰
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। নতুন টিউটোরিয়াল প্রকাশে কিছুটা সময় লেগেছে, বিষয়টির জন্য দুঃখিত। আশা করছি আরও দ্রুততার সাথে আপলোড করতে সক্ষম হব।
ধন্যবাদ আর্টিকেল প্রকাশ করার জন্য।
আমি একটি বিষয় লক্ষ্য করছি, গোল্ডের বর্তমান অবস্থান, ডেইলি টাইম ফ্রেমে ক্লাউড এর ভিতরে অবস্থান করছে, এবং H4 চার্টে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ক্লাউড এর নিচে অবস্থান করছে,
এখন আমি এই মুহুর্তে কি সিদ্ধান্ত নিতে পারি জানাবেন।??
কমেন্টের জন্য ধন্যবাদ। #GOLD এর বড় টাইমফ্রেম যেমন Daily তে অবস্থান হচ্ছে একটি রেঞ্জের মধ্যে তবে H4 এর অবস্থান হচ্ছে বেয়ারিশ ট্রেন্ড এর মধ্যে। H4 টাইমফ্রেমে এই লেভেলটির নিচে প্রাইসের অবস্থান সম্ভাব্য বেয়ারিশ মুভমেন্টের নির্দেশনা প্রদান করছি। প্রাইসের মোমেন্টাম তেমন নেই, কেননা মার্কেট অপেক্ষা করছে জানুয়ারি ৩১ তারিখের নিউজের ফলাফলের উপর। সেদিন, বড় আকারের রি-অ্যাকশন দেখার সম্ভাবনা প্রবল। এর আগ পর্যন্ত 2040 এই প্রাইস লেভেলটি গুরুত্বপূর্ণ। তাই এর আগ পর্যন্ত এন্ট্রি পজিশন কম গ্রহন করার পরামর্শ থাকছে। বাকি আপডেট টেলিগ্রাম থেকে জেনে নিতে পারবেন।
Ichimoku cloud এর মাধ্যমে 5M টাইম ফ্রেমে ট্রেড করতে চাইলে মুভিং এভারেজ কত ব্যবহার করলে ভালো হবে জানতে চাই।
প্রশ্নের জন্য ধন্যবাদ। মুভিং এভারেজের ভ্যালু মুলত নির্ভর করবে, আপনার ট্রেডিং প্যাটার্ন এর উপর। পরামর্শ থাকবে আমাদের চ্যানেল থেকে মুভিং এভারেজ সংক্রান্ত একটি টিউটোরিয়াল রয়েছে অনুগ্রহ করে সেটি দেখে নিন। তাহলে বুঝতে পারবেন আশা করছি।
Assalamualaikum bhai... Apnader ki Price action er advanced kono course ache? And apnader jei web site e couse gulo ache oigulo ki sudhu article? Naki video shoho?
প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রাইস অ্যাকশন সম্পর্কিত আমাদের একটি বিশেষ টিউটোরিয়াল রয়েছে। অনুগ্রহ করে চ্যানেলের ভিডিও সেকশন থেকে দেখে নিতে পারেন।
বিঃদ্রঃ টিউটোরিয়ালটিতে অডিও সম্পর্কিত কিছুটা সমস্যা রয়েছে। তাই পরামর্শ থাকবে, হেডফোন ব্যবহার করার।
ভাইয়া আপনার ভিডিও দেখে একটা জিনিস ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না
কোনও সমস্যা কিংবা প্রশ্ন থাকলে, জানাতে পারেন। চেষ্টা করবো সেটির উত্তর প্রদান করার।
Ami apnier mentorship nite chai sir ❤❤❤
কমেন্টের জন্য ধন্যবাদ। ট্রেডিং এর জন্য প্রয়োজনীয় গাইডলাইনগুলো পাবেন আমাদের অফিসিয়াল ওয়েসবাইট www.fxbangladesh.com এবং টেলিগ্রাম চ্যানেলে - fxbd.co/telegram থেকে। এই দুইটির সাথে যুক্ত থাকুন, তাহলেই আমাদের আপডেটগুলো পেতে থাকবেন।
Assalamualaikum Kemon achen? ভাই আপনি বলছেন ফরেক্স ট্রেডিং কিন্তু আমি বাইনারি ট্রেড করতে ইচ্ছুক আপনার টিপস বাইনারিতে কতটা কার্যকারী
আমাদের প্রকাশিত ট্রেডিং কৌশলগুলোকে আপনি যেকোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তবে বাইনারি যেহেতু ছোট সময়ের ট্রেডিং তাই, পরামর্শ থাকবে রিয়েল ট্রেডিং করার পূর্বে, বেশকিছুদিন ডেমো কিংবা প্র্যাকটিস ট্রেডিং এর মাধ্যমে কৌশলটির ফলাফল যাচাই করে দেখতে পারেন।
আমরা অনেক কমেন্ট পেয়েছি, যারা কৌশলটি ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছেন। আপনি কয়েকদিন ডেমো ট্রেডিং করলেই বুঝতে পারবেন আশা করছি।
Moving average কত ধরেছেন বলবেন কি?
আমার একটা প্রশ্ন আমি 4 দিন ভালো করি 1 দিনে সব শেষ হয়ে যায় আমার কি করা উচিত একটু জানা বেন ধন্যবাদ
Assalamualaikum.. Apnader paid course er fee.koto? Ar course e ki ki sikhte parbo
প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রতিটি ট্রেনিং কোর্সের মধ্যে, সেই কোর্স থেকে কি কি শিখতে পারবেন, সেটির বিস্তারিত উল্লেখ করা রয়েছে এবং কোর্সগুলো মুল্য, কোর্সের নামের পাশেই দেখতে পাবেন। পরামর্শ থাকবে, আপনার পছন্দ অনুসারে কোর্সগুল দেখে ন্যেয়ার। বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে - fxbd.co/training
Borto mane kon site a forex trading kora sobceye sobida
প্রশ্নের জন্য ধন্যবাদ। ব্রোকার নির্বাচন প্রক্রিয়াটি সহজ নয়। অনুগ্রহ করে এই সম্পর্কে জানতে info@fxbangladesh .com এই আইডিতে ইমেইল করুন কিংবা fxbd.co/email এই লিংক ক্লিক করে আপনার মেসেজ এবং ইমেইল আইডি টাইপ করে সাবমিট করে দিন। আমাদের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।
কত মিনিটের চার্ট দেখতে হবে একটু বলবেন
প্রশ্নের জন্য ধন্যবাদ। টাইমফ্রেম আপনি নিউজ পছন্দ অনুসারে যেকোনো নির্বাচন করে নিতে পারেন। সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবেন। কৌশলটি যেকোনো টাইমফ্রেমেই ভালো কাজ করবে আশা করছি। মনে রাখবেন, টাইমফ্রেম যত বড় সিগন্যালও ততবেশী শক্তিশালী হবে।
Ami trading ar corse korte chai kivabe korbo
প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের অনলাইন ট্রেনিং কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে - fxbd.co/training
ভাই এটা কি বাইনান্সে ব্যবহার করা যাবে??
প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি চাইলে কৌশলটিকে যেকোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। পরামর্শ থাকবে, প্রথমে কয়েকদিন প্র্যাকটিস করে কৌশলটিতে অভ্যস্ত হয়ে নিবেন, এতে বুঝতে সুবিধা হবে।
Settings ta koi bollen sir
কমেন্টের জন্য ধন্যবাদ। কৌশলটিতে আমরা ইন্ডিকেটরটির ডিফল্ট যেই সেটিংস থাকে, সেটিই ব্যবহার করেছি। অর্থাৎ, কোনওরূপ পরিবর্তন করিনি। শুধুমাত্র "ক্লাউড এড়িয়া" রেখে বাকি লাইনগুলো চার্ট থেকে বাদ দিয়ে দিয়েছি।
কিছু মুখ লাইনটা রেখে বাদবাকি ইন্ডিকেটরগুলো কিভাবে
প্রশ্নের জন্য ধন্যবাদ। ➡চার্ট থেকে ইন্ডিকেটরটির লাইনগুলো রিমুভ করার প্রক্রিয়া জানতে এই আর্টিকেলটি দেখে নিন - fxbd.co/TzT
স্যার আপনার Social trading account আশা করছি যাতে আমরা আপনাকে কপি ট্রেড করতে পারি
মতামত প্রদানের জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ্ ভবিষ্যতে এটিও পাবেন।
Article টি পেলাম না
প্রশ্নের জন্য ধন্যবাদ। এই লিংক থেকে আর্টিকেলটি চাইলে পড়ে নিতে পারেন - fxbd.co/xYG
Vai Ichimoku Cloud konta setap debo??
প্রশ্নের জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে আপনার টার্মিনাল থেকে "insert" -> Indicators -> Trend -> Ichimoku Kinko Hyo সিলেক্ট করলেই, চার্টে ইন্ডিকেটরটি সেট হয়ে যাবে। প্রতিটি টার্মিনালেই এই ইন্ডিকেটরটি ডিফল্ট হিসাবেই দেয়া থাকে অর্থাৎ, আপনাকে নিজ থেকে কোনও কিছুই এর সেটিংস এর পরিবর্তন করতে হবেনা।
Vai ichimokur onk gulo line ache agulo sorabo kivabe? Plz help me
@@sakhaouthossan9617 প্রশ্নের জন্য ধন্যবাদ। দুঃখিত, আমরা টিউটোরিয়ালটিতে প্রক্রিয়াটি যুক্ত করতে ভুলে গিয়েছিলাম। অনুগ্রহ করে fxbd.co/TzT এই লিংক এর আর্টিকেল থেকে "চার্ট সেটাপ" অংশটি দেখে নিন। তাহলেই বুঝতে পারবেন আশা করছি।
আসসালামু আলাইকুম ভাইয়া,আমি বাইনারি ছেরে ১ সপ্তাহ হবে আসছি ফরেক্স এ আসছি এখন আমি কোথা থেকে শিখবো বুঝতে পারছি না
প্রশ্নের জন্য ধন্যবাদ। বাইনারি এবং ফরেক্স সম্পূর্ণ। ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সুবিধা হচ্ছে, এখানে কোনও সময়ের সীমাবদ্ধতা নেই এবং এখানে প্রফিট/লসের পরিমাণের কোনও সীমাবদ্ধতা নেই। অন্যদিকে, বাইনারি ট্রেডিং একটি নির্দিষ্ট সময়ের হয়ে থাকে যার কারনে এই ধরনের ট্রেডিং থেকে প্রফিট করতে পারা, মোটেও সহজ কাজ নয়। আমাদের পরামর্শ থাকবে, ট্রেডিং শিখার ইচ্ছা থাকলে, অবশ্যই ফরেক্স ট্রেডিং শুরু করবেন। কেননা বাইনারি ট্রেডিং এর আন্তর্জাতিক কোনও স্বীকৃতি নেই।
Incomplete video
ভাই আমি বাংলাদেশ থেকে বলছি। শিয়ার বাজারে কাজ করতে চাই।এখন কিভাবে একাউন্ট তৈরী করবো।?এই বিষয়ে একটা ভিডিও দিলে বা অন্য কোনভাবে হেল্প করলে অনেক উপকৃত হতাম।
কমেন্টের জন্য ধন্যবাদ। #DSE এবং #CSE ট্রেড করার জন্য আমরা একটি ব্রোকারের মাধ্যমে ট্রেডিং একাউন্ট খুলে নিতে হবে এবং লেনদেন করার জন্য ব্যাংক এর মাধ্যমে BO Account খুলে নিতে হবে। বাংলাদেশী স্টক মার্কেট নিয়ে যারা কাজ করে, তাদের ওয়েবসাইট ভিজিট করলেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যেমন Brac EPL - fxbd.co/JFE
@@ForexBangladesh ধন্যবাদ
স্যার আমি বাংলাদেশ থেকে কি অন্যান্যদেশের স্টক কেনা বেচা করতে পারবো?
@@AbdurRahman-fe8xf প্রশ্নের জন্য ধন্যবাদ। জি আপনি সেটি পারবেন। এখন প্রায় সকল রিটেইল ফরেক্স ব্রোকারই স্টক ট্রেডিং করার সুবিধা প্রদান করে থাকে।
স্যার, ইচুমুকো ক্লাউড কিভাবে বুঝব?
প্রশ্নের জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে এই fxbd.co/TzT লিংক থেকে রেফারেন্স হিসাবে আর্টিকেলটি পড়ে নিতে পারেন।