Nabadwip Boyalghat নবদ্বীপ বোয়াল ঘাটের শ্রেষ্ঠ প্রতীমা।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • হারিয়ে গিয়েছে বহু বাড়ির ঐতিহ্যের পুজো
    নদিয়ার প্রাচীনতম শহর নবদ্বীপ। আর এই নবদ্বীপেই রয়েছে চন্দ্রবাড়ি। চন্দ্রবাড়িতে এবারের নাটমন্দিরের দুর্গা উৎসব ১৩৯ তম বর্ষ। ১২৯০ বঙ্গাব্দে পুজো শুরু হয়েছিল।
    কলকাতার খিদিরপুর এবং নবদ্বীপে দোকান ভাড়া দিয়ে এ বাড়ির পুজোর খরচ তোলা হয়। এ সংক্রান্ত লিখিত-পড়িতও করা আছে পূর্বপুরুষদের তরফে। সেই নিয়মেই পুজো হয়ে আসছে। তবে খরচ বেড়েছে বলে সাবেকি ভাড়ার টাকা দিয়ে আর পুজোর সমস্ত খরচ করা সম্ভব হয় না। বর্তমান প্রজন্মও সারা বছর ধরে তাঁদের রোজগারের টাকা থেকেও একটা অংশ পুজোর খরচের জন্য জমান।
    এ পুজোর দুর্গার রূপ রাজরাজেশ্বরীর মতো-- একচালা সাবেকি প্রতিমা, সারা বছরই এঁদের পুজোর নাটমন্দিরের সংগীতচর্চা হয়। পুজো ক'দিন বিশেষ ভাবে সঙ্গীতানুষ্ঠান থাকে। আগমনী সুর, ঠুংরিতে জমজমাট থাকে নাটমন্দির।

ความคิดเห็น •