স্পেনে সহজ শর্তে বৈধ হওয়ার সুযোগ। বৈধ হতে কি কি ডকুমেন্টস লাগে।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2023
  • ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ স্পেন বরাবরই অদিবাসীদের কাছে পছন্দের একটি দেশ। বিশেষ করে সহজ শর্তে বৈধ হওয়ার সুযোগ থাকায় দেশটিতে অভিবাসীরা ভিড় জমান। অভিবাসীদের স্বাধীনভাবে স্পেনে প্রবেশের অনুমতি দান করার ক্ষেত্রে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে স্পেন প্রথম।
    বর্তমানে স্পেনে অভিবাসীদের জন্য নাগরিকত্ব আইন আরো সহজ হল। টানা দুই বছর স্পেনে বসবাসের ডকুমেন্টেসহ ছয় মাস বৈধভাবে কাজ করার প্রয়জনীয় কাগজপত্র জমা দিলে মিলবে এই বৈধতা। সম্প্রতি স্পেনের একটি আদালত নাগরিকত্ব আইন সংশোধন করে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। গত ২৫ মার্চ স্পেনের গ্রানাডার একটি আদালত একজন অভিবাসী মহিলার আবেদনের প্রেক্ষিতে এই রায় দেন।
    ইউরোপের একমাত্র দেশ স্পেন যেখানে ইউরোপের বাইরের তৃতীয় দেশের ক্ষেত্রে মাইগ্রেশন প্রক্রিয়াটা খুবই সহজ এবং নমনীয় যে কেউই খুব সহজেই এখানে থাকার ইচ্ছা পোষণ করলে ন্যূনতম শর্তে বসবাস করার সুযোগ পায়।
    স্পেন দুইবছর থেকে বসবাস করছেন এবং বিভিন্ন এসাইলাম নিয়ে কাজের পারমিশন পেয়ে কমপক্ষে ছয়মাস কাজ করেছেন এবং তার বিরুদ্ধে কোনো ক্রাইমে জড়িত থাকার প্রমাণ না থাকে। শুধুমাত্র তারাই এই আবেদন করতে পারবেন। এছাড়া যাদের পূর্বে স্পেনের রেসিডেন্স কার্ড ছিলো কোনো কারণে তাদের কার্ড বাতিল হয়ে গিয়াছে। এরকম যারা আছেন তাদের কর্মসংস্থান রেকর্ড প্রতিবেদন (বিদালাবোরাল) ছয় মাসের যদি থাকে তারা এ সুবিধার আওতায় পড়বেন।
    এই জন্য কোনো কাজের কন্ট্রাকের প্রয়োজন হবে না বা আরাইগো সার্টিফিকেটের প্রয়োজন হবে না। শুধু বিদালাবেরালের কপি এবং বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হলেই স্পেনে বৈধতা পেতে পারে'। এ জন্য যে কেউ চাইলে সরাসরি বৈধতার জন্য আবেদন করতে পারবেন। এই নিয়মের বাইরে অন্যানরা এই নিয়মে বৈধতার জন্য আবেদন করতে পারবেন না। তবে আবার যারা এসাইলাম কিংবা কাজের পারমিশন ছাড়া স্পেনে বসবাস করছেন তারাও স্পেনের অভিবাসী হওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। এ ছাড়া এশিয়ার বিভিন্ন দেশের অধিবাসীদের জন্যও একইরকম সুযোগ রয়েছে।
    তাছাড়া বৈবাহিক সূত্রে স্পেনের নাগরিকত্ব পেতে হলে পূর্বে তিন বছর সময় লাগতো। কিন্তু বর্তমান আইনে তা দুই বছর করা হয়েছে এবং আরও বিভিন্ন অনুচ্ছেদে সময় উপযোগী কিছু সংশোধন করা হয়েছে।
    এ প্রসঙ্গে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মুতাসিমুল ইসলাম বলেন, ‘নতুন এই আইনে বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ তৈরি হলে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
    ফ্রান্সে বৈধ হওয়ার উপায়
    • ফ্রান্সে কিভাবে বৈধ হব...

ความคิดเห็น • 23

  • @user-sb1el1uy6l
    @user-sb1el1uy6l 10 หลายเดือนก่อน +2

    ভাই 6 মাসের যে কোর্সটা করতে হয়,,সেটি সপ্তাহে কই দিন?? বা দিনে কই ঘন্টা ক্লাস করতে হবে?? এটি কি টানা ৬ মাস করতে হবে??? নাকি কিছুন ক্লাস করে আবার গ্যাপ দিয়েও করা যায়??

  • @sajibhassan-rs1pq
    @sajibhassan-rs1pq 7 หลายเดือนก่อน +1

    ইউরোপের সেনজেন ভিসা নিয়ে গেলে কি কোনো সুবিধা পাওয়া যাবে নাকি

  • @JowelRana-jv2zl
    @JowelRana-jv2zl 9 หลายเดือนก่อน

    Vai spine knttak merij krte koto eru lage and pasport Pete kemn Somy lage janaben vai

  • @minaliza4208
    @minaliza4208 10 หลายเดือนก่อน

    Vaiyya Barcelona police er kace dora pore finger dile ki problem hoi janaben plzz amar sotto vai diyece

  • @mokterhossain998
    @mokterhossain998 11 หลายเดือนก่อน

    Vai amar Spain er visit visa hoise ami asele amake help korte parben

  • @user-gd2mi3nb1t
    @user-gd2mi3nb1t 10 หลายเดือนก่อน

    ভাই স্পেন এ পি আর পাওয়ার পরে কি ইউরোপের অন্য দেশে কাজ করা যাবে

  • @user-jj5tp2us3s
    @user-jj5tp2us3s 4 หลายเดือนก่อน

    আসসালামুয়ালাইকুম ভাই আমি স্পেনে আসলে কোন হেল্প পাব কিনা এবং আমি আমার খুব ইচ্ছা স্পেনে যাওয়া এবং যদি আপনার ধারায় কোন হেল্প পাই আপনার ভিডিও আমি অনেক দেখি

    • @shadsiaminswitzerland
      @shadsiaminswitzerland  2 หลายเดือนก่อน

      ওয়ালাইকুম আসসালাম ভাই আমি যে স্পেনে থাকি না,আসেন ভাই দোয়া করি, আপনার জন্য শুভকামনা।

  • @TravelEU365
    @TravelEU365 7 หลายเดือนก่อน

    ভাই আমি বর্তমানে বসনিয়া আছি।আপনার সাথে কি ভাবে যোগাযোগ করতে পারি।

  • @abdulhaque6666
    @abdulhaque6666 6 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম ভাই,আমি ইতালি থেকে স্পেন আসবো যাবো আমরা পরিচিত কেউ নাই দয়া করে আমাকে একটা সিট দিবেন দয়া করে কোন ভাই

  • @smmoinulislam9831
    @smmoinulislam9831 10 หลายเดือนก่อน

    ভাই স্পেনে টুরিস্ট ভিসায় এসে কি অবৈধভাবে বসবাস করা যায়,,,কোন পুলিশের ঝামেলা আছে কিনা জানাবেন?

  • @awalhossain6679
    @awalhossain6679 4 หลายเดือนก่อน

    ভাই ভিসার মেয়াদ থাকলে ক্রশিয়া থেকে কি স্পেন কাজের জন্য যাওয়া যায়?

  • @omarfaruk4844
    @omarfaruk4844 8 หลายเดือนก่อน +1

    ভাই মাল্টার টি আর কার্ড নি‌য়ে আস‌লে কি কোন সু‌বিধা পাওয়া যা‌বে?

    • @shadsiaminswitzerland
      @shadsiaminswitzerland  7 หลายเดือนก่อน +1

      মালটার কার্ড দিয়ে আপনি এখানে কিছুই করতে পারবেন না ভাই

  • @user-ky5cu5bb3c
    @user-ky5cu5bb3c 11 หลายเดือนก่อน +2

    বাইয়া রোমানিয়া থেকে যদি আসি সুইজারল্যান্ড ১৮ বছর নিচে হলে বৈধতা পাবো বা ১৮ বছর হওয়ার পর কাজ করতে পারাবো রেসিডেন্সি পাবো

    • @shadsiaminswitzerland
      @shadsiaminswitzerland  11 หลายเดือนก่อน +1

      যদি সত্যিকারের আপনি ১৮ বছরের নিচে হয়ে থাকেন তাহলে ওরা আপনাকে আশ্রয় দিবে থাকার জন্য ,আর ১৮ বছর হওয়ার পরে ওরা সিদ্ধান্ত নিবে আপনাকে থাকতে দিবে নাকি বের করে দিবে ।আপনার কি সমস্যা সেটা যাচাই-বাছারে পরে ওরা সিদ্ধান্ত নিবেন।

  • @Md-et5er
    @Md-et5er 5 หลายเดือนก่อน

    ইতালি,স্পেন,ফ্রান্সের ভিতরে কোন দেশটায় যেকোনো উপায়ে দ্রুত কাগজপত্র পাওয়া যায়..??

    • @mdshamimislam7013
      @mdshamimislam7013 2 หลายเดือนก่อน

      পর্তুগাল বা স্পেন।

  • @user-ky5cu5bb3c
    @user-ky5cu5bb3c 11 หลายเดือนก่อน +1

    বাইয়া আমি যদি রোমানিয়া থেকে সুইজারল্যান্ড আসি আমার বয়স কম ১৮ নিচে হলে বা জন্ম নি বন্ধ ১৮ নিচে হলে বৈধতা পাবো DNA TEST করায়

    • @shadsiaminswitzerland
      @shadsiaminswitzerland  11 หลายเดือนก่อน

      DNA Tests অবশ্যই করাবে আর তারপর ওরা দেখবে আপনার কি সমস্যা? সেটার উপর ভিত্তি করে ওটা ডিসিশন নিবে।

    • @sumaiyasumaiya9920
      @sumaiyasumaiya9920 10 หลายเดือนก่อน

      ​@@shadsiaminswitzerlandvi upnar numberta den