কিভাবে গলার আওয়াজ আরও সুমিষ্ট ও আকর্ষণীয় করে তুলবেন? How to make voice sound sweeter while singing
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- কিভাবে গলার আওয়াজ আরও সুমিষ্ট ও আকর্ষণীয় করে তুলবেন?
How to make your voice sound sweeter while singing.
Basic practices to produce better vice while singing.
Basic Voice Culture process of Hindustani Classical Music.
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
একক অনলাইন ক্লাসের জন্য অডিশন দিতে আগ্রহীরা WhatsApp করুন +91 8902685419
Candidates interested for individual Online Classes on Rabindra Sangeeet and Voice Training please contact via WhatsApp +91 8902685419
সল্ট লেক সুরের ধারার রবীন্দ্রসঙ্গীত বিষয়ক মাসিক ওয়ার্কশপে যোগদান করতে আগ্রহীরা যোগাযোগ করুন WhatsApp +91 8902685419, প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে Zoom Cloud Meeting App এর মাধ্যমে ওয়ার্কশপে ক্লাস হচ্ছে...
Candidates interested for joining the monthly Workshop On Tagore’s Music organized by Salt Lake Surer Dhara are humbly requested to contact via WhatsApp +91 8902685419. Classes are held on every Sunday Evening 7pm IST, via Zoom Cloud Meeting App
খেলা ভোলার ক্লাস, সল্ট লেক সুরের ধারার নতুন উদ্যোগ, 5 থেকে 10 এবং 10 থেকে 15 বছর বয়সের ছোট্ট বন্ধুদের জন্য সুর চেনার এবং গান শেখার অনলাইন ক্লাস। প্রতি রবিবার 5টা এবং 6টা থেকে। আগ্রহী অভিভাবকেরা যোগাযোগ করুন WhatsApp +91 8902685419…
Khela Bholar Class, a new initiative by Salt Lake Surer Dhara, Basic Voice Training on Hindusthani Classical Music and Rabindra Sangeet for children aging from 5 to 10 and 11 to 15, held on every Sunday Evening 5pm abd 6pm IST respectively. Interested Parents are humbly requested to contact via WhatsApp +91 8902685419.
আরও দেখুন...
রবীন্দ্রসঙ্গীতের সমস্ত টিউটোরিয়ালের বর্ণানুক্রমিক তালিকা পান আমাদের ওয়েবসাইটে
www.robiscope.in
বয়স্ক/ প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সহজ রেওাজের সম্পূর্ণ সিরিজ
robiscope.word...
হিন্দুস্থানি সঙ্গীতের স্কেল ও ঠাট পদ্ধতি / ভারতীয় স্বরগ্রাম পদ্ধতিতে শ্রুতির ধারনা সম্পূর্ণ সিরিজ
robiscope.word...
ভারতীয় সঙ্গীতের তাল পদ্ধতি / বিভিন্ন তালের উপযুক্ত রেওয়াজ সম্পূর্ণ সিরিজ
robiscope.word...
রবিস্কোপের ফেসবুক পেজে যোগদান করুন...
/ onlinerabindrasangeetc...
রবিস্কোপের ফেসবুক গ্রুপে যোগদান করুন...
www.facebook.c...
#LearnRabindraSangeetOnline #OnlineRabindraSangeetClasses #RabindraSangeetTutorials
সল্টলেক সুরের ধারা একটি সাংস্কৃতিক সংগঠন। বিগত প্রায় এক দশক ধরে আমাদের এই সংস্থা রবীন্দ্রসঙ্গীত তথা অন্যান্য বাংলা গান নিয়ে কাজ করে চলেছে। আমাদের আদর্শ নিরাভরণ রবীন্দ্রসঙ্গীত। আমাদের বিশ্বাস, রবীন্দ্রনাথের গানের মাধুর্য নিজের অন্তরে অনুধাবন করতে হলে, তানপুরা সহযোগে স্বরলিপি অনুসরণ করে রবীন্দ্রনাথের গান অনুশীলন করা একান্ত প্রয়োজন। রবীন্দ্রসঙ্গীত শিখতে আগ্রহী, কিন্তু সময়ের অভাবে, কাজের চাপে, পারিবারিক ব্যাস্ততায় প্রথাগত ভাবে রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়ে উঠতে পারেননি, এই ধরনের মানুষজনকে সঙ্গীতচর্চায় উৎসাহী করে তুলতে সল্টলেক সুরের ধারা মঞ্চ-উপস্থাপনার পাশাপাশি প্রতি মাসে একটি করে ঘরোয়া
রবীন্দ্রসঙ্গীতের আসর অথবা একটি সঙ্গীত বিষয়ক ওয়ার্কশপ আয়োজন করে চলেছে।
এইসব রবীন্দ্র-অনুরাগীদের কথা মাথায় রেখেই রবিস্কোপের সৃষ্টি। আমাদের নতুন TH-cam চ্যানেল, যেখানে গান শেখার পাশাপাশি তানপুরা সহযোগে কণ্ঠসাধনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন খুঁটিনাটি বিষয় আলোচনার সাথে সাথে বিশেষ ভিডিও টিউটোরিয়াল সিরিজ বানানো হবে যার সাহায্যে আকারমাত্রিক স্বরলিপি পদ্ধতির মাধ্যমে গান পড়তে ও লিখতে শেখা যাবে। রবীন্দ্রগানের অনুরাগী যে সব বন্ধু বর্তমানে কর্মসূত্রে কলকাতা থেকে দূরে থাকেন, অথবা সেইসব বন্ধুরা যারা কলকাতায় থেকেও কর্মজীবনের ব্যস্ততায় বা পারিবারিক চাপে সংগীতের প্রথাগত তালিম নিয়ে উঠতে পারছেন না, তাদের কথা মনে রেখেই আমাদের এই উদ্যোগ।
আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে যেতে আমাদের পাশে থাকুন, চ্যানেল Subscribe করুন, অন্যান্য রবীন্দ্র অনুরাগী বন্ধুদের কাছে এই চ্যানেলের কথা শেয়ার করুন। ভিডিও তে কমেন্ট করে জানান, কিভাবে ভিডিও তৈরি করলে আপনারা আরও ভালভাবে শিখতে পারবেন।
Thunk you sir🙏🙏🙏🙏🙏🙏
অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏🙏🙏🙏🙏
ধন্যবাদ আপনাকেও, শুভ বিজয়া। 🙏🙏
কবি গুরু 🙏🙏🙏
Khub bhalo bojhan ..aapni .dhanyabad
Most Welcome 🙏🙏
🙏🙏
🙏🏻🙏🏻
onek kichhu jante parlam.khub valo laglo.
🙏🙏
ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকেও, শুভ বিজয়া। 🙏🙏
খুব সুন্দর আলোচনা শুনলাম,একবারে ঠিক,
ধন্যবাদ আপনাকেও।
ভীম সেন যোশী🙏
🙏
Thanks
Welcome 😊🤗
Aapni আমার প্রণাম নেবেন
🙏🙏🙏🙏
আলাপের অপেক্ষায় রইলাম, নমস্কার
হ্যাঁ নিশ্চয়ই শেখাবো।
Apni amar Guru purnimar subheccha (though it's too late) janben.
ধন্যবাদ এবং নমস্কার
যতই শুনছি নিজে ঋদ্ধ হচ্ছি।
ধন্যবাদ আপনাকেও, শুভ বিজয়া। 🙏🙏
Vocal throwing niye ekta lesson cai
হ্যাঁ একটু advanced topic, নিশ্চয়ই শেখাবো, সঙ্গে থাকুন।
অনেক শিখতে পারছি
কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
Ami apnar vedio aj e prothom dekhlam. Abong ata e prothom vedio dekhchi. Ami amar chheleke gan sekhate chai. Or boyos 5. Amake prathomik vabe ki sekhate hobe? Asole ami amon akta grame thaki jekhane ok gan sekhanor moto k o nai.
এখনই চাপ দেবেন না, প্রাণের আনন্দে গান গাইতে দিন ওদের, বড়জোর একটু বেসিক সরগম, ব্যাস। আমার বড় ছেলের ও ওই একই বয়স।☺️😊☺️🙂
Dhonyobad 🙏. Tobe savabik vabe gan sekha suru korar boyos ta mota muti kemon hote pare jodi aktu bolten khub valo hoto. Asole amar ai bisoye kichhu e dharona nai.
ধন্যবাদ, প্রণাম।
সুস্থতা সুন্দর শুভ কামনা।
ধন্যবাদ আপনাকে 🙏🏻🙏🏻 ভালো থাকবেন।
খুব সুন্দর।
ধন্যবাদ
গুরু পূর্ণীমার প্রনাম।
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।🙏🙏
Sir suvho guru purnima ponam
🙏🙏
Onk kichu sikhlam Dada... 🙏
ধন্যবাদ
Ki sundor kore bollen, shraddha roilo 🙏🏻
ধন্যবাদ আপনাকে। 🙏🙏
খুব সুন্দর বোঝান আপনি। এইজন্যই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে
স্বাগত জানাই আপনাকে।
খুব ভালো লাগলো স্যার
ধন্যবাদ
উপকৃত হচ্ছে সব কিছু শুনে।
ধন্যবাদ।
একটাই কথা, অসাধারণ 👌👌
ধন্যবাদ আপনাকে। 🙏🙏
গুরুদেব,গুরুপূর্নিমার প্রনাম নেবেন 🙏🙏🙏
ধন্যবাদ, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 🙏
Thank you Sir.
Most Welcome 🙏🙏
Apnk ami Jodi chotobelay teacher petam tahole sobkichu thikvabe shiktam.
এখন পরিশ্রম করুন, নিশ্চয়ই হবে।
@@robiscope আপনি যেভাবে রেওয়াজ করতে বলেছেন সেইভাবেই করছি।
sir ami ki babe sikbo....
Khub bhalo laglo,🙏
Thanks 😊😊
স্যার, অনেক উপকৃত হচ্ছি,আপনাকে আমার সশ্রদ্ধ প্রনাম জানালাম।
কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
খুব ভালো লাগলো, ধন্যবাদ
ধন্যবাদ।
Ami ak cinior citizen.apner upadesguli amar sunte khub vlo lage.anek kichu jante parchi.apner kache gan sikhte.. khub iccha hoi.time dite parina,ak samaye sastriya sangeet sikhtam, exam diechilam.diploma in sangeet pravakar
খুব ভালো, চালিয়ে যান। 👍👍
আপনাকে ও শুভেচ্ছা রইলো 🙏
🙏🙏🙏🙏
Anek na jana kotha jante parlam ajke.. Thank you sir 🙏🙏
Most welcome 🤗🤗
গুরু পূর্ণিমায় প্রণাম নেবেন স্যার🙏
অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
অনেক কিছু জানতে পারলাম শ্রদ্ধেয় মানুষ গুলোর সম্বন্ধে 🙏
🙏🙏🙏🙏
জয় গুরু
খুব ভালো লাগলো স্যার অনেক অজানা তথ্য জানতে পারলাম
Thanks a lot 😊
Khub bhalo bojhan apni.kharajer rag deben
হ্যাঁ নিশ্চয়ই শেখাবো।
Practice,practice & practice 🙏🙏🙏
True 💖💖💖💖
Happy Guru Purnima 🙏🙏🙏 I have learnt from your video a lot…So You become my Guru…I am from Bangladesh…I noticed your lessons are very useful …Because your methods are correct…Many many thanks for your lessons 🙏🙏🙏
You are most welcome 🤗🤗 wishes for Guru Purnima...
খুবই ভালো লাগল, এই ভিডিওটি খুবই শিক্ষণীয় ।
স্যার আমি কয়েক বছর যাবত গান শিখছি।কিন্তু আমার স্কেল উঠা নামা করে। সকালে থাকে C# এ।আবার বিকেলে কন্ঠে D ত চলে আসে।এর কারণ কি এবং করণীয় কি?আর কোন স্কেল থেকে রেওয়াজ করা উচিৎ?সকালে এক স্কেল থেকে সন্ধ্যায় অন্য স্কেল থেকে রেওয়াজ করলে কি কোন সমস্যা হবে?
যদি অন্য কোন ভিডিও তে এর উত্তর দিতেন বড় উপকার হত!!!🙏🙏🙏
এটুকু সেমিটোন ডিফারেন্স প্রায় সবারই হয়, চিন্তার কিছু নেই। আপনার উচিৎ রেঞ্জ বাড়ানোর রেওয়াজ করা।
আপনি আমার খুব প্রিয় শিক্ষক দাদা ভাই l অনেক টা শিখলাম l ভৈরব এর ভিডিও পাবার আশায় রইলাম l
নিশ্চয়ই পাবেন, সঙ্গে থাকুন।
🙏🙏🙏🙏
🙏🙏
Sar Khub bhalo laglo
আপনার সঙ্গে কথা বলার ফোন নম্বরটি যদি দেন ভালো হয় 🙏🏽
+918902685419 একটু WhatsApp বা message করে নেবেন, প্লিজ।
Sar Namas kar janalam dur thekr
ধন্যবাদ, বয়স্ক শিক্ষার্থীদের জন্য ভিডিও সিরিজটা দেখার অনুরোধ রইল...
robiscope.wordpress.com/vocal-practice-foe-elderly-students-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/
Joy guru 🙏
0আপনি খুব ভালো টিচার, এতো সুন্দর করে বলেন সবার বুঝতে সুবিধা হয়.
ধন্যবাদ
You are a very good orator.👌
Thanks for the compliment 😌😌
Sir Bhison bhalo laglo. Apnar dewa tips gulo bhison mullyoban.
ধন্যবাদ, বয়স্ক শিক্ষার্থীদের জন্য ভিডিও সিরিজটা দেখার অনুরোধ রইল...
robiscope.wordpress.com/vocal-practice-foe-elderly-students-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/
খুব ভাল লাগল স্যার ,আপনিও ভাল থাকবেন, সুস্থ থাকবেন
ধন্যবাদ।
খুব সুন্দর করে বললেন, অনেক গুণীজনের অজানা তথ্য জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ।
স্বাগত জানাই আপনাকে।🙏
Apnio bhalo thakben
ধন্যবাদ
গুরু পূর্ণিমা র প্রণাম নেবেন।sir আপনি সুস্ত থাকুক ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি
ধন্যবাদ ও শুভেচ্ছা।
দারুণ আড্ডা হল...আপনি না মানলে কি হয়েছে আমরা মনে করি আপনি আমাদের গুরু তাই তো আপনাকে দেখলেই মন ভালো হয়ে যায়....প্রণাম...
কি যে বলেন, আমি অতি সামান্য মানুষ। অরূপরতন এর ঠাকুর্দার মত আমি এখানে সবার আড্ডার সাথী, এই মাত্র। 🙏🙏
এত ভাল laghe sir,আপনার কথা কত কিছু জানলাম।thankyou sir god bless you
Most welcome 🤗🤗
শুভ গুরু পূর্ণিমা --শ্রদ্ধা ও প্রণাম জানাই
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে।
টক খেলে কি গলা খারাপ হয়ে যায়
অনেকেরই হয়, তবে আমার হয়না। এটা দেখলে বুঝতে পারবেন...
th-cam.com/video/cjhYYrOQ6Jw/w-d-xo.html
শুভ গুরু পূর্ণিমার শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম নেবেন
অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
অনেক দিন পর দেখলাম। খুব ভালো লাগলো। সমৃদ্ধ হলাম গুণীজনেদের গল্প শুনে।
Thanks Bro 😊😀😊😀
খুব ভালো লাগলো স্যার। গলা সুন্দ্র করতে কার না ইচ্ছে হয়। তাই অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম। যদি কিছু মাত্র উপকার পাই এই আশায়।
অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
Osadharon..!!
শুভ গুরু পূর্নিমা, শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম জানবেন।
ধন্যবাদ, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 🙏🙏
আপনি ভাই আমার থেকে বয়সে ছোট। কিন্তু অনেক শিখছি আপনার কাছে , বয়োস টা বিষয় নয়, বিষয় টা জ্ঞ্যান । ভালো থাকবেন সুস্থ থাকবেন।
অতি সাধারণ মানুষ আমি, অনেক ধন্যবাদ।
খরাজের রিয়াজের অপেক্ষা য় রইলাম
হ্যাঁ নিশ্চয়ই শেখাবো।
ami class 12 er student. gan jore gaite parina.khub astekte sona jay ,srotara sunte pay na.ki bhabe konther loudness barabo ?
জোর করে গলা জোরে করার চেষ্টা না করাই ভালো। লাভের থেকে ক্ষতি হয় বেশি। তোমার এখনো কম বয়স, খোলা গলায় রেওয়াজ কর, গলাকে সুরে বসাও, আওয়াজ আপনিই বাড়বে।
Gurupurnimar pronam janben sir
অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
Very nice video dada onik darun laglo
Standing note practice Amar mastermosai bolten khub upojogi..kotokhon ektai note e golake stand korano jabe..jate Gola na kaape..ajo seta chorcha rakhi.
এখানে পাবেন
th-cam.com/video/PvXVDXhRosY/w-d-xo.html
Yes Dada..dekhlam..ei rewaz eksathe 3 te Kaj kore
1. Standing note
2. Dom barano
3. Incresing Bass or depth of voice ..
গলার স্বর প্রয়োগের পদ্ধতি যদি একটু বলে দেন খুব ভাল হয়। উঁচুতে উঠলেই গলা ভেঙ্গে যায়।
এটা দেখতে পারেন
th-cam.com/video/6i37lnleJYY/w-d-xo.html
"সকালে ভৈরব , সন্ধ্যায় ঈমন " --- আজকের গান আড্ডার মূলমন্ত্র শিখে নিলাম। সকালে ভৈরব করি , কিন্তু বিকেলে ঈমন করতাম না। ইন ফ্যক্ট জানা ছিলন।
ধন্যবাদ, বয়স্ক শিক্ষার্থীদের জন্য ভিডিও সিরিজটা দেখার অনুরোধ রইল...
robiscope.wordpress.com/vocal-practice-foe-elderly-students-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/
তানপুরার আ্যপটির নাম দয়া করে জানাবেন
Tanpuradroid / dhwanitanpura for only tanpura..if u want tanpura with tabla then Sursadhak app.
th-cam.com/video/3P2jrg3sv24/w-d-xo.html
th-cam.com/video/qi6d0si4jk8/w-d-xo.html
🥀🌸
শুভ গুরু পূর্নিমার শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম জানবেন।
অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
ভৈরব চাই স্যার .. আপনি আগে একটা ভিডিওতে ভৈরবের একটা বিস্তার দেখিয়েছেন ..সেটা চেষ্টা করছি ..
হ্যাঁ নিশ্চয়ই শেখাবো।
আমার সৌভাগ্য হয়েছিলো খুব ছোট বয়সে ভীম সেন যোশীর একটি সঙ্গীতানুষ্ঠান দেখার।ওনার বন্ধু সঙ্গীতজ্ঞ্য শ্রী রাজেন বন্দোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠানে।
আমার মা ছিলেন রাজেন বাবুর ছাত্রী,সেই সুবাদে অনুষ্ঠানে গিয়েছিলাম।নমস্কার।
Durga voirob imon tori kafi ei 5 ta rag motamuti practice e rakhi...
খুব ভালো।
আপনি একজন বলিষ্ঠ বক্তা 💐
Thanks for the compliment 😊😊
Apni ektu taal nie alochana karun.taali okhali ki ve hai .taali khalir baisista ki
এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, আরও ভিডিও আসছে, সঙ্গে থাকুন।
গোড়ার দিকে মিনিট 20 করে রেওয়াজ শুরু করলে দিনে কতবার বা কত ঘন্টা অন্তর করা ঠিক স্যার ?
সকলে বিকেলে দুবার করলেই যথেষ্ট প্রাথমিক ভাবে। এই সময়টাকে ধীরে ধীরে বাড়তে হয়, একবারে নয়।
@@robiscope onek dhonyobaad sir🙏
বারোটি স্বরের স্বরস্থান নিখুঁত করতে হলে সাধারণত কত বছর সঙ্গীত চর্চা করতে হয় স্যার? পন্ডিত অজয় চক্রবর্ত্তী র🙏🙏🙏 মতে ২০ থেকে ২৫ বছর।
আরো আছে। অতিকোমল ও অণুকোমল স্বর, সব মিলিয়ে ২০টি স্বর। আমার কিছুই হয়নি। প্রয়জোন একটি তানপুরা। আর দীর্ঘ সময় নিয়ে হবে স্বর সাধনা।
তিনি পন্ডিত ভীমসেন যোসী
Sir দুটি রাগের বিস্তার ও আলাপ দিলে খুব ভালো হয়।
সঠিক উত্তর।👍👍
রসগোল্লা খেলে গলা মিষ্টি হবে!!😊😊😊😊
শুধু খেলেই হবে?? 😆😁😆😁
@@robiscope 🤣🤣🤣🤣
Sar. Lokdaun naa hole Ami Sur Samman dhe jante partar naa Anek Kichu janlam
ধন্যবাদ। তানপুরার অ্যাপটার নামটা একটু লিখে দিবেন? আগে আপনার ক্লাস দেখে একবার ইনস্টল করেছিলাম কিন্তু মোবাইল নষ্ট হওয়ার কারণে হারিয়ে ফেললাম।
th-cam.com/video/qi6d0si4jk8/w-d-xo.html
@@robiscopeঅসংখ্য ধন্যবাদ 😊😊
Lip roll etc. Exercise গুলো কি সত্যিই উপকারী? যদি হয় তাহলে তা কিভাবে করতে হবে সেই সম্পর্কীত ভিডিও হলে খুব ভালো হয় 🙏
হ্যাঁ কিন্তু ওই ধরনের টেকনিক আমাদের সঙ্গীতে খুব একটা কাজে লাগে বলে আমার মনে হয় না। তবে ভিডিও নিশ্চয়ই বানাবো।
@@robiscope thank you
আপনি আপনার স্কেলেই গাইবেন , আমাদেরও তো শোনা দরকার আপনার গলার কারুকার্য্য।যারা শিখবেন তারা নিজেদের স্কেলে গাইবেন।
সবাই আপনার মত ভাবলে সোশ্যাল মিডিয়া স্বর্গরাজ্যে পরিণত হত! 🙏🙏🙏🙏
স্যার আমার তো গলা ভেঙে যাচ্ছে
গলায় চাপ পড়ছে বোধয়। রেওয়াজের সময় একটু একটু করে বাড়ান।
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
খুব ভালো লাগলো স্যার
Thanks 👍👍
খুব ভালো লাগলো Sir
অনেক ধন্যবাদ।